আমাদের কি বারবার জন্ম হয়? May 22, 2021

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 346

  • @TruthUnfolds
    @TruthUnfolds  2 роки тому +14

    জন্মান্তর:
    ভক্তঃ-শ্রীকৃষ্ণ কেন বললেন 'অনেক জন্মের পর সাধক জ্ঞান লাভ করে আর আমায় জানে',তাহলে নিশ্চয় ক্রম-বিকাশ আছে।
    মহর্ষি রমন:ভগবদ্গীতা কিভাবে শুরু হল?আমিও নেই, তুমিও নেই, রাজারাও নেই ইত্যাদি,'এটা জন্মায় না, মরেও না।'সুতরাং কোনো জন্ম নেই, মৃত্যু নেই, বর্তমানে যা দেখা যাচ্ছে তাও নেই।সত্য ছিল;আছে;থাকবে।এটা অপরিবর্তনীশীল।পরে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি করে আদিত‍্যের পূর্বে ছিলেন।তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে অর্জুন তাঁকে স্থূল শরীর বলে ভুল করছে, সেজন্য সেইভাবে বললেন।যে ভেদ দেখে তার জন্য উপদেশ।প্রকৃতপক্ষে জ্ঞানীর দিক থেকে তাঁর বা অন‍্যের কোনো বন্ধন বা মুক্তি নেই।
    ভক্ত:সবাই মুক্ত?
    মহর্ষি রমন:সবাই কোথায়?মুক্তি বলে কিছু নেই।বন্ধন থাকলে তো মুক্তি।আসলে কোন বন্ধন নেই, সে অনুসারে মুক্তিও নেই।
    ভক্তঃ জন্ম জন্মান্তরে বিকাশ হতে গেলে অভ‍্যাস চাই,বহু বছরের অভ‍্যাস।
    রমন মহর্ষি:অভ‍্যাস কেবল অন্তর্নিহিত শান্তির বাধাকে দূরে রাখা।অনেক বছরের প্রশ্ন নেই।এই মুহুর্তে এ চিন্তাকে থামাও।অভ‍্যাস কর বা না কর তুমি সর্বদাই স্বরূপে আছো।

    • @zerosinger251
      @zerosinger251 Рік тому

      dhat baaaal .... bal er jukti

    • @zerosinger251
      @zerosinger251 Рік тому

      আমি গীতার কথা মতে বলছিনা আমি বলছে -- বাস্তব দেখে। বল যদি মৃত্যু জন্ম আবার না হয় তাহলে-- তোর বাপ কানা হয়ে ,মুর্খের ঘরে জন্মাইছে কেন আর , বকুলের বাপ হান্ডসাম হয়ে ধনির ঘরে জন্মেছে কেন? আর তুই মাথা ভরা গোবর নিয়া জন্মাইছিস কেন?? একজন কানা খোড়ার ঘরে তুই জন্মাইছিস কেন আর তোর পাশের বাসার বকুল কেন ধনির ঘরে সুন্দর চেহারা নিয়ে জন্মেছে ???? ---- মূর্খের বাচ্চা হলে এর উত্তর করবিনা।

    • @jayashrichoudhury806
      @jayashrichoudhury806 Рік тому

      иé

    • @shyamaprasadadak4552
      @shyamaprasadadak4552 6 місяців тому

      😊

  • @mahzabinfatima2585
    @mahzabinfatima2585 2 роки тому +7

    মহারাজ, সৃষ্টিকর্তা আপনাকে আরও জানার এবং তার সঠিক ব্যাখা করার ক্ষমতা দিক,আর আমরা তা শুনে আরও তৃপ্ত হই।আজকে যা আমি জানলাম,তার সঠিক ব্যাখা আমি কোনদিন কারো কাছ থেকে পাইনি।আমিও দেহের পূর্নজন্মে বিশ্বাস করিনা।আপনার বক্তব্য শুনে পূর্নজন্ম ব্যাপারে আমি পুরোপুরিভাবে তৃপ্ত হলাম।

  • @dhananjoynath7262
    @dhananjoynath7262 3 роки тому +7

    প্রণাম মহারাজ।পুনর্জন্ম যদি না হয় তাহলে কুনও ভয়ের কারণ নেই এ জিনবনেই তো সব শেষ হয়ে গেলো ।আমরা সাধারণ লোক পুনর্জন্ম বিশ্বাস করি বলেই কিছু খারাপ কাজ করতে চিন্তা হয় বা ভয় লাগে।

    • @tapasdutta4340
      @tapasdutta4340 Рік тому +2

      উনাৱ, কথা অনুয়াই গীতা মিথ্যা,নতুন কৃষ্ণ

    • @Shortinsaan95
      @Shortinsaan95 5 місяців тому

      😂

  • @sumansaha8311
    @sumansaha8311 Рік тому +3

    মহারাজ অসাধারণ বোঝালেন সত্যিই এই রকম ব্যাখ্যা পাওয়া যায় না। প্রথম বুঝলাম পুনর্জন্ম কাকে বলে। প্রণাম নেবেন।

  • @dwarikanathpal2007
    @dwarikanathpal2007 24 дні тому

    প্রণাম নেবেন মহারাজ I খুব সুন্দর করে বুঝলাম। বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা। অসাধারণ।

  • @chhandabanerjee8473
    @chhandabanerjee8473 3 роки тому +5

    প্রণাম মহারাজ জি 🙏🏻
    জন্ম মৃত্যু র রহস্য পরিস্কার হয়ে গেল আপনার ব্যাখ্যাতে।
    অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে 🙏🏻

  • @gouridebnath8383
    @gouridebnath8383 2 місяці тому

    প্রনাম হই মহারাজ। এই ভিডিও টা আমি অনেক বার দেখেছি। সেই upload এর সাথে সাথেই দেখিছিলাম। কিন্তু মর্ম বুঝতে পারিনি। আমার মতের সাথে একমত হয়নি বলে রাগ হয়েছে। মনের মধ্যে খুব খটকা লাগত। কিছুদিন আপনার ভিডিও বয়কট করে দিয়েছিলাম। তবে আমি আপনার ভিডিও খুব কম মিস করি।খুব ভালো লাগে। কিন্তু মনের সেই খটকা ভুলতে পারতামনা। আজ আবার ভিডিও টা সামনে আসে। আজ সঠিক বুজতে পেরেছি। আজ আপনার কাছে আত্মসমর্পনে কোন বাধা নেই। আমকে mature বানাতে আপনার তিন বছর লেগে গেল। যদি ও আমি পঞ্চাশ। এত আরাম লাগছে আজ কি বলব। অনেক ধন্যবাদ। তবে অনুরোধ সহজ করে বুজাবেন যাতে আরো কিছু বুজতে বাকি জীবন টা না চলে যায়

  • @pradipraychaudhuri7252
    @pradipraychaudhuri7252 Рік тому +1

    আমার মধ্যে যে আমি, সবার চেয়ে সেরা ও দামী ------ রবীন্দ্রনাথ ঠাকুর।

  • @chandanaroy1643
    @chandanaroy1643 3 роки тому +1

    আপনার এই জ্ঞান আমাদের আধ্যাত্মিক চেতনার বিকাশে অনেক সাহায্য করছে । খুব সুন্দর লাগছে ॥ এমনই জ্ঞান সহজ ভাবে দান করে সকল আত্মাকে এভাবেই আধ্যাত্মিক রহস্য বুঝতে সাহায্য করুন । অশেষ ধন্যবাদ আপনাকে ॥ 🙏 🙏 🌹🌹

  • @asissur6560
    @asissur6560 3 роки тому +8

    জন্ম মৃত্যু যদি দেহের না হয় তবে কর্মফলের ব্যাপারটা কি?

  • @babychakraborty1330
    @babychakraborty1330 Рік тому +3

    বিজ্ঞান তো প্রকৃতির থেকে সব কিছুই ধার করে তৈয়ারি ❤🙏😂

  • @শুভেচ্ছা-ষ৮ফ
    @শুভেচ্ছা-ষ৮ফ 2 роки тому +1

    সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। আপনার এই ব্যাখ্যা অত্যন্ত যুগপোযোগী।সনাতন হিন্দু ধর্ম যে কতটা বৈজ্ঞানিক,তা ধারণা দেয়। শ্রীমদ্ভগবত গীতা যে শুধু গল্পের গল্প নয় তা একান্তই চেতনার দিক নির্ধারক, যা আপনার ব্যাখ্যায় পরিস্ফুটিত। যা প্রাণে আলোকসঞ্চার করে🙏🏻

  • @baisakhihembram7098
    @baisakhihembram7098 3 роки тому +4

    প্রনাম মহারাজ জি, আমার ছেলে আজ তিন মাস হল আমাকে ছেড়ে পরপারে চলে গেছে,ও নিজের শরীর নিজেই ছেড়েছে, মাত্র 24 বছর বয়স, আমি কিছুতেই শান্তি পাচ্ছিনা,কি করলে একটু শান্তি পাব দয়া করে বলে দিন মহারাজ।

    • @debabratapaul9233
      @debabratapaul9233 3 роки тому

      Moharaj apnar kotha sudhu suni ankh kichhu jante chai..ami kono comment korchi na..karon amr nijer moner kache ankh proshno chilo tar sob uttor ami apnar theke jenechi...ar ekta proshno chilo..chetonai amader ki anuvhuti hoy...jadi ektu explained kore den....

  • @surojitghosh7543
    @surojitghosh7543 3 роки тому +11

    মহারাজের কাছে অনুরোধ, শ্রীমদ্ভাগবতগীতা ও উপনিষদের শ্লোক গুলি নিয়ে আরো আলোচনা করুন।সঠিক অর্থ বুঝতে সাহায্য করুন।
    প্রণাম নেবেন।

    • @bipashadey1896
      @bipashadey1896 3 роки тому +1

      Pronam. Maharaj

    • @swapansarkar532
      @swapansarkar532 3 роки тому

      মহারাজ অাপনার অনুপম চেতনার কথা অাতমার কথা এবং অধ্যাতমোর কথাও মুক্তির বার্তা দেওয়ার জন্য অাপনাকে অামার কোটি কোটি ভক্তি মাখা নমস্কার

  • @belimondal2421
    @belimondal2421 3 роки тому +2

    খুব সুন্দর লাগলো মহারাজ আপনার কথাগুলো অপূর্ব ব্যাখ্যা বিশ্লেষণ মানব মনের জন্ম।একটি জীবনের সব অনুভূতি।রাগ হিংসা মায়া মহ প্রতি পলে পলে মনের জন্ম হয়।সব কিছু র উপর পরম করুনাময় কে চিনতে পারে তার মানুষ জীবন সার্থক হয়েছে।

  • @sagarkumarbandyopadhyay9233
    @sagarkumarbandyopadhyay9233 Рік тому +2

    বার বার আপনার বিশ্লেষণ শুনতে ইচ্ছে প্রকাশ করি। প্রণাম।

  • @suchetanachakraborty2624
    @suchetanachakraborty2624 Рік тому

    Apnar kotha gulo shunchhi, apnar boktobyo r songe Anant Sri r boktobyo r onek mil pachchhi. Anant Sri amar ottonto priyo manush.

  • @pranabeshmandal1456
    @pranabeshmandal1456 2 роки тому

    মহারাজ আপনার থেকে এক অমৃত সুধা পেলাম। বার বার আপনার ইউটিউব দেখি নিজেকে ধন্য মনে করি।

  • @truereligion6766
    @truereligion6766 3 роки тому +3

    কে গো তুমি নর রূপে নারায়ণ,
    কত সুন্দর ভাবে করিলে শাস্ত্রের বর্ণন।
    যুক্তি পূর্ণ ভাবে জানালে শাস্ত্রের বচন,
    জানালে শাস্ত্র কি অর্থ করে বহন।
    প্রকৃত সত‍্য জেনে ধন‍্য হলো জীবন,
    জ্ঞানের চক্ষু খুলে দিলে ওহে মহাজন।

    • @daliaroy4674
      @daliaroy4674 2 роки тому

      Aupuuuurbo laglo apnar sundor kore punorjanmer kotha bojhano🙏🙏

  • @asissur6560
    @asissur6560 3 роки тому +11

    একজন মানুষের দুটি সন্তান, দুজনকে একই নজরে মানুষ করলো, তবে দুজনের কর্ম জীবন ভাগ্য আলাদা হয় কেন?

  • @munmunchakladar4490
    @munmunchakladar4490 3 роки тому

    স্বামীজির উক্তির সঙ্গে আপনার উক্তির মিল তো সেইদিনই পেয়েছি যেদিন থেকে আপনার কথা শুনছি এবং এখন পুনর্জন্ম রহস্য অনেক টা পরিষ্কার হল।

  • @maladasgupta2247
    @maladasgupta2247 3 роки тому +3

    "পুনর্জন্ম" - সত্যের আলোয় এই প্রথম জানতে পেরে কৃতজ্ঞ বোধ করলাম...অসামান্য ! প্রণাম মহারাজ

    • @zerosinger251
      @zerosinger251 Рік тому

      murkror dol ar jatri

    • @zerosinger251
      @zerosinger251 Рік тому

      আমি গীতার কথা মতে বলছিনা আমি বলছে -- বাস্তব দেখে। বল যদি মৃত্যু জন্ম আবার না হয় তাহলে-- তোর বাপ কানা হয়ে ,মুর্খের ঘরে জন্মাইছে কেন আর , বকুলের বাপ হান্ডসাম হয়ে ধনির ঘরে জন্মেছে কেন? আর তুই মাথা ভরা গোবর নিয়া জন্মাইছিস কেন?? একজন কানা খোড়ার ঘরে তুই জন্মাইছিস কেন আর তোর পাশের বাসার বকুল কেন ধনির ঘরে সুন্দর চেহারা নিয়ে জন্মেছে ???? ---- মূর্খের বাচ্চা হলে এর উত্তর করবিনা।

  • @debjanichakraborty4130
    @debjanichakraborty4130 7 місяців тому

    সত্যি ই মনে হচ্ছে Truth Unfold হল

  • @aparnaghosh8567
    @aparnaghosh8567 3 роки тому +2

    আপনি কিভাবে সব প্রশ্নেরই অন্য রকম বিশ্লেষণ করেন।এর আগে এই রকম উত্তর কখনো শুনি নি।অনেক ধন্যবাদ।

  • @subirkumarghosh7007
    @subirkumarghosh7007 Рік тому

    Maharaj ek jeebaner kathatai bollen? R sayan athma chaitanya er sanger bekkhata eriye gelen? Swami avedananda ji and swami sarbapriyananda ji r bekkha gulo ta be ki??????? Dhoyasay rakben na please🙏

  • @dwijadaschatterjee6377
    @dwijadaschatterjee6377 3 роки тому +1

    এতো ই অসাধারণ, ভাষা ই নেই,কি বলবো। কলিকাতা হাইকোর্ট এর সিনিয়র এ্যাডভোকটের সালাম,কুর্ণীশ। সঠিক বলেছেন। খুব আনন্দিত।

  • @kishanbhowmik1643
    @kishanbhowmik1643 3 роки тому +3

    কামনা বাসনার বার বার জন্ম হয়। ক্রিয়া প্রতিক্রিয়ার বার বার জন্ম হয়। পরম সত্ত্বা "আমি" র কোন জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই ব্যধি নেই। আমি নিত্যমুক্ত। "আমি" সদাই আছি, যাওয়া ও নেই আসা ও নেই।

    • @TruthUnfolds
      @TruthUnfolds  3 роки тому

      Dhonnobad

    • @lifeadrama7709
      @lifeadrama7709 2 роки тому

      দাদা আমি (আত্মা) যদি সদাই থাকে তাহলে দেহ মরে গেলে আত্মা কোথায় আশ্রয় নেয়... 🙏

    • @biswajitdey-vq6hk
      @biswajitdey-vq6hk Рік тому

      Ami to setai jante chai atma kothai jai

    • @kishanbhowmik1643
      @kishanbhowmik1643 Рік тому

      @@biswajitdey-vq6hk আত্মা মানে কি? তা আগে জানতে লাগবে। একটা উদাহরণ
      ধরুন একটা স্ক্রীন এ সিনেমা চলছে। ওই সিনেমা তে কিছু আনন্দ কিছু দু:খ এর সিন থাকে। এখন পর্দার দিকে লক্ষ্য করুন এই যে আনন্দ দু:খ চলছে পর্দার সিনেমা তে এতে পর্দার কি আসে যায়? সিনেমা বন্ধ তো পর্দা আবার আগের সাদা পর্দা। পর্দা অপরিবর্তিত সব সময়। কিন্তু পর্দা ছাড়া সিনেমা দেখা ও সম্ভব নয়। এই পর্দা কে জীবাত্মা স্বরূপ ভাবুন।
      এবার পর্দা টি কার মধ্যে আছে? ঘরের মধ্যে খালি জায়গা তে। তাই না? পর্দা কি খালি জায়গা ছাড়া থাকতে পারে? যদি জায়গা ই না থাকে তাহলে পর্দা কোথায় থাকবে? তার মানে অন্য ভাবে বলতে গেলে যা সুখ দু:খ চললো পর্দা তো তার সাক্ষী তদরূপ শুণ্য বা খালি জায়গা ও তার সাক্ষী, কারন সব তাতেই। এই শুণ্য পরমাত্মা স্বরূপ। যখন সুখ দু:খ শেষ শুণ্য তো শূন্য ই রইল। কোথায় যাবে? তদ্রুপ আত্মা ও। এই শূন্য হল সব কিছু র ধারক। তদরুপ আত্মা বা পরমাত্মা

    • @kishanbhowmik1643
      @kishanbhowmik1643 Рік тому

      @@biswajitdey-vq6hk শূন্য কে ধরুন। সব মহাত্মার সব বানী জলের মত পরিষ্কার হয়ে যাবে।

  • @annadagarai626
    @annadagarai626 3 роки тому +5

    প্রনাম মহারাজ। একটা মন্ত্র নিজের মতো করে বুঝেছি যে কৃষ্ণের মতো হ রামের মতো হ। কিন্তু আত্মা এক শরীর থেকে অন্য শরীরে যায় পূর্ব জন্মের সংস্কার সঙ্গে নিয়ে এই তথ্যের কোনো সত্যতা নেই?

  • @smitasinha5546
    @smitasinha5546 Рік тому +1

    অসাধারণ ব্যাখ্যা। ধন্যবাদ মহারাজ।

  • @buddhadebpramanik9325
    @buddhadebpramanik9325 3 роки тому +1

    শ্লোকটি পড়লাম।
    সেখানে বলছে Atma কোনো কিছু experience করে না। সুখ দুখ ভালো মন্দে নির্লিপ্ত। তার জন্ম ও নেই মৃত্যু ও নেই। এটাই আমার প্রকৃত স্বরুপ। কিন্তু আমি নিজে কে body indemnified করে ভালো মন্দ কাজে লিপ্ত হয়ে পড়েছি। মৃত্যুর সময় আমার শরীর নষ্ট হয়ে যায় কিন্তু subtle bodyতে কর্মের ছাপ থেকে যায়। এই subtle body বার বার জন্মায় বার বার মরে। মৃত্যুর পর কর্মের বোঝায় তাকে আবার দেহ ধারন করতে হয়। কিন্তু আমার প্রকূত সত্বা না জন্মায় না মরে । সে চিরবিরাজমান।
    মহারাজ আমি কী ঠিক বুঝতে পেরেছি দয়া করে জানাবেন।প্রনাম নেবেন 🙏🙏🙏

    • @TruthUnfolds
      @TruthUnfolds  3 роки тому +1

      সুক্ষ্ম শরীর বার বার জন্মায় অর্থাৎ বার বার সৃজন হয় ও মরে অর্থাৎ নাশ হয়।যা স্থূল,তাই সুক্ষ্ম।কর্মের বোঝা নয়,সুক্ষ্মশরীরই এমন যার মনে হয়"আমার কর্ম"।

    • @buddhadebpramanik9325
      @buddhadebpramanik9325 3 роки тому

      @@TruthUnfolds ধন্যবাদ মহারাজ। আমাকে এখনো পড়তে হবে।🙏🙏

    • @buddhadebpramanik9325
      @buddhadebpramanik9325 2 роки тому

      @@TruthUnfolds সব গুলিয়ে যাচ্ছে মহারাজ। প্রায় ৮ মাস চেষ্টা করলাম বিষয়টা বোঝার, নানা বই নানা মহারাজ কে শুনলাম কিন্তু সত্যি বলতে অনেক তথ্য মুখস্থ করে ফেলেছি তবে ধারনা পরিষ্কার হয়নি। খুব শীঘ্রই আশ্রমে আসছি।প্রনাম নেবেন 🙏

  • @promilaroy145
    @promilaroy145 6 місяців тому

    Khub bhalo bujalen etodin andakarechilam Gurujee

  • @shakhisarkar3570
    @shakhisarkar3570 7 місяців тому

    গভীর আলচনা। প্রনাম নেবেন মহারাজ। 👣🌿🌹🌺🌻🙏🙏🙏🙏🙏

  • @sumanchakraborty5981
    @sumanchakraborty5981 3 роки тому +2

    Thank you Maharaj this knowledge helped me a lot to understand this.

  • @naynadeyashi5713
    @naynadeyashi5713 3 роки тому +7

    Pronam Maharaj 🙏 🌷 khub valo laglo

    • @khanasikdar6444
      @khanasikdar6444 3 роки тому

      ত্তত্তত্ততপ্তরত্তত্ততলল্পত্ততপ্তত্তত্তত্ততত্তত্তত্তত্তত্তত্ততত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্ততপ্তত্তত্তত্তস্ততপ্পতপ্ততত্ততপ্তত্তত্তত্তত্তফত্তত্তত্তত্তত্তত্তত্ত

  • @shyamalkantichatterjee619
    @shyamalkantichatterjee619 4 місяці тому

    Asadharan apurva bakhya

  • @pujadutt6767
    @pujadutt6767 3 роки тому +4

    Aaj Ker ei alochona khub khub monograhi.....ei khela te j sochetan hobe sei mukto...🙏🙏🙏

  • @nurjahankhatun5077
    @nurjahankhatun5077 3 роки тому +2

    মহারাজ আপনার আলোচনায় মুগ্ধ ।

  • @monoranjanmohonta182
    @monoranjanmohonta182 10 місяців тому

    বাংলাদেশ থেকে-প্রনাম মহারাজ,আমার প্রশ্ন ঈশ্বর সর্বপ্রথম কোন যোনিতে জন্মদেন

  • @sitanshuray8499
    @sitanshuray8499 3 роки тому +1

    আমার মনে হয়, তাঁকে যখন স্মরণ করি
    তখন জন্ম, আর তাঁকে বিস্বরণেই আমাদের মৃত্যু, এটা মহারাজ ঠিক না ভুল?

  • @KM-bc7xu
    @KM-bc7xu 3 роки тому +4

    ওঁ নম ভগবতে বাসুদেবায় নমহ

  • @NabanitaBera-c6w
    @NabanitaBera-c6w 7 місяців тому

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে,প্রণাম নেবেন 🙏🙏

  • @JibonjyotiVlogsBySwapna
    @JibonjyotiVlogsBySwapna 2 роки тому +2

    মহারাজ প্রণাম নেবেন🙏এই দেহ তো কস্টিউম। এ আত্মার বিনাশ নেই-- নহন্যতে হন্যমানে শরীরে। আমি কি ঠিক বললাম?🙏প্লিজ আমার এই চিন্তার মুক্তি দিন🙏

    • @zerosinger251
      @zerosinger251 Рік тому

      আমি গীতার কথা মতে বলছিনা আমি বলছে -- বাস্তব দেখে। বল যদি মৃত্যু জন্ম আবার না হয় তাহলে-- তোর বাপ কানা হয়ে ,মুর্খের ঘরে জন্মাইছে কেন আর , বকুলের বাপ হান্ডসাম হয়ে ধনির ঘরে জন্মেছে কেন? আর তুই মাথা ভরা গোবর নিয়া জন্মাইছিস কেন?? একজন কানা খোড়ার ঘরে তুই জন্মাইছিস কেন আর তোর পাশের বাসার বকুল কেন ধনির ঘরে সুন্দর চেহারা নিয়ে জন্মেছে ???? ---- মূর্খের বাচ্চা হলে এর উত্তর করবিনা।

  • @dipakbhattacharya3170
    @dipakbhattacharya3170 3 роки тому +3

    See how good you are at confusing people.

  • @biswanathchakraborty1591
    @biswanathchakraborty1591 Рік тому +3

    আমার মনে হয় আপনার বিজ্ঞান ও যুক্তি সম্মত ব্যাখ্যা বারবার শুনলে কিছুটা বোধগম্য হবে.

  • @chuniacharjee9800
    @chuniacharjee9800 9 місяців тому

    মহারাজ প্রণাম নেবেন । আপনি যে নিওক্লীয় পয়েন্ট নিয়ে আলোচনা করেন এমন ভাবে কেউ করেনা। তাই ভাল লাগে । পালন করতে পারব কবে বলতে পারবনা

  • @shibanibasu1984
    @shibanibasu1984 Рік тому

    খুব সুন্দর ব্যাখ্যা!!!'বার বার জন্ম' সম্পর্কে সত্য কি,তার সুন্দর ধারণা হল!এটাই সুখে দুঃখে সমান থাকা! সর্বদাই সচেতনতা সাথে বাস করা!খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়! মহারাজ আমার প্রনাম নেবেন 🙏🙏

    • @zerosinger251
      @zerosinger251 Рік тому

      আমি গীতার কথা মতে বলছিনা আমি বলছে -- বাস্তব দেখে। বল যদি মৃত্যু জন্ম আবার না হয় তাহলে-- তোর বাপ কানা হয়ে ,মুর্খের ঘরে জন্মাইছে কেন আর , বকুলের বাপ হান্ডসাম হয়ে ধনির ঘরে জন্মেছে কেন? আর তুই মাথা ভরা গোবর নিয়া জন্মাইছিস কেন?? একজন কানা খোড়ার ঘরে তুই জন্মাইছিস কেন আর তোর পাশের বাসার বকুল কেন ধনির ঘরে সুন্দর চেহারা নিয়ে জন্মেছে ???? ---- মূর্খের বাচ্চা হলে এর উত্তর করবিনা।

  • @kalpanadevi8349
    @kalpanadevi8349 Рік тому

    Joymoharajji koti koti Antorik Pronam Nibedon 👃👃👃🕉️🌺

  • @shymalmitra2671
    @shymalmitra2671 Рік тому

    Osadharon moharaj..... Amar ontorer pronam neben.....

  • @gouridas2536
    @gouridas2536 Рік тому

    Khubbhalo laglo ❤️❤️..pronam moharaj.

  • @bibhaskumarmaiti6790
    @bibhaskumarmaiti6790 16 днів тому

    Sathik balechen, perfect explanations

  • @rchandan74
    @rchandan74 Рік тому +2

    দারুন বললে ভাই, একদম সমসাময়িক, ভালো থেকো

  • @anondamayeemitra9411
    @anondamayeemitra9411 3 роки тому +1

    Khub khub sundar vbe bujhlam. Apnar bojhano eto apurbo je kichu sabda dye barnona kara jbe na. Amr Antorik pranam neben maharaj ji 🙏🙏🙏🙏

  • @jibanchandrasarkar5743
    @jibanchandrasarkar5743 10 місяців тому

    Valueable speech

  • @jayantabiswas9075
    @jayantabiswas9075 3 роки тому

    Pranam Maharaj, ami Jayanta Biswas, apnar program gulo besh kichudin dhorey follow korchi, tate nijer modhhe kichu shanti r kichu asha anuvab korchi. Jaihok amar first question: pap punna bole ki manusher jibon e kichu hoy?
    Second question: bhagwan bole ki kichu ache? R tini ki ei pap punna r bichar koren? Sambhab hole please ei bishoy duto r opor ektu alochona korben, tahole nije k ektu smridha korte parbo...

  • @swagatabiswas1074
    @swagatabiswas1074 2 роки тому

    Pronam neben Maharaj. Khub sundar bojhalen.🙏

  • @sanjibchakraborty3904
    @sanjibchakraborty3904 Рік тому +2

    আমাদের দেহ দ্বারা কৃত কর্মের ফল ফলে পরিসমাপ্তি এক জন্ম তে শেষ হয়ে যাবে। তাহলে পাপ পূণ্যের কোন মানে হয় না?

  • @prasantapaik4873
    @prasantapaik4873 Рік тому

    মহারাজ আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই কি করনীয়, আশ্রম টি কোথায় যদি জানান 🙏

  • @umapatipaul4937
    @umapatipaul4937 Рік тому

    VExcellnt speeches

  • @krishnagopalroy9990
    @krishnagopalroy9990 Рік тому

    স্বামী বিবেকানন্দ এর লেখা মরণের পরে বই বলেছেন একটি আতমা কে দুই থেকে আড়াই লাখ বার জন্ম গ্রহণ করতে হয় এ বিষয়ে আপনি কি বলবেন?

  • @kajalrakshit1018
    @kajalrakshit1018 2 роки тому

    মহারাজ প্রনাম নেবেন। যে বইটির নাম করলেন সেই বইটি কোন লেখকের দ্বারা রচিত জানালে উপকৃত হয়।

  • @Shortinsaan95
    @Shortinsaan95 5 місяців тому

    মহারাজ, শ্রীকৃষ্ণ কোন পরিস্থিতিতে দাড়িয়ে পুনরজন্মের ব্যাখ্যা দিয়েছিলেন? তিনি অর্জুন কে এটাই বোঝাতে চেয়েছিলেন যে, হে অর্জুন, তুমি যুদ্ধ করো,মন খারাপ করো না,জীবাত্মা পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করেন। অর্থাৎ ব্যক্তির পুনর্জন্ম অবশ্যই আছে।

  • @bibhaskumarmaiti6790
    @bibhaskumarmaiti6790 2 роки тому +1

    সুন্দর বোঝালেন মহারাজ, আপনাকে প্রনাম জানাই।

  • @BHARATSingh-wb5gi
    @BHARATSingh-wb5gi 3 роки тому +7

    Moharaj,, Apnar kotha gulo khub sundor,, kintu bujhte gele ,, khub khub govir sukho budhi dorkar...

  • @chaitaliroychoudhury6968
    @chaitaliroychoudhury6968 3 роки тому

    Darun bujhiyechen maharaj. Sab kichu clear holo. Pranam neben

  • @atuldhara565
    @atuldhara565 3 роки тому

    kiveba chataner bikas ghota parbo jodi bolen

  • @KM-bc7xu
    @KM-bc7xu 3 роки тому +4

    ওঁ নম বাসুদেবায় নম 🙏🌷

  • @gobindaganguly6392
    @gobindaganguly6392 Рік тому

    বিশ্বাস কি আর এমনি ই হয়
    এই বিশ্বাস হওয়াটাও ঈশ্বরের কৃপা ভিন্ন হয় না *
    তাইতো যুগনায়ক স্বামী বিবেকানন্দের বাণী " বাবা বিশ্বাস বড় ধন " *

  • @atrayeeroy4501
    @atrayeeroy4501 11 місяців тому

    Thanks!

  • @sandipkumarsantra474
    @sandipkumarsantra474 3 роки тому +2

    তাহলে, 'মৃত্যু হল জীর্ন বস্ত্র পরিত্যাগ ... ' এটা ব্যাখ্যা করুন দয়া করে৷

  • @bisweswarmoulik8673
    @bisweswarmoulik8673 Рік тому

    Joy guru.
    Khub valo laglo.

  • @nirmaldas5781
    @nirmaldas5781 3 роки тому +2

    আপনার শ্রীচরণে অসংখ্য প্রণাম । বাংলাদেশ থেকে ।

    • @chandraghosh1339
      @chandraghosh1339 3 роки тому

      প্রনাম মহা‌রাজ। আপনার কথা শুনে আমার মন শান্ত হয়ে যায়। আমি গৌহাটি থেকে। আসাম।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @munmunmandal8748
    @munmunmandal8748 2 роки тому +1

    অসাধারণ , বোঝানোর দক্ষতা ।

  • @dolyghosh7607
    @dolyghosh7607 3 роки тому +1

    ব্যাক্তিগত সংস্কার এর পুনর্জন্ম হয়। না স্থূল
    দেহের, না আত্মার।

  • @aparnabairagi7485
    @aparnabairagi7485 Рік тому

    প্রনাম মহারাজ।
    খুব খুব সুন্দর করে কথা গুলো বলেন।

  • @bhabeshghosh5644
    @bhabeshghosh5644 Рік тому

    Panama maharaj tabe shristi rahasya ki

  • @susmitaghosh5298
    @susmitaghosh5298 3 роки тому +1

    প্রণাম নেবেন গুরুজি

  • @umachowdhury860
    @umachowdhury860 Рік тому

    Apurbo Pronam Moharaj thanks a lot ❤️

  • @jayashrichatterjee1148
    @jayashrichatterjee1148 3 роки тому +3

    Eagerly waiting for the video

  • @souvikroy6890
    @souvikroy6890 Рік тому

    Absolutely right

  • @nibeditaghatak8559
    @nibeditaghatak8559 3 роки тому +1

    অসাধারণ মহারাজ জী প্রণাম নেবেন

  • @sonabhattacharjee9458
    @sonabhattacharjee9458 3 роки тому

    নমস্কার গুরুজী, আমি আপনার সাথে কীকরে যোগাযোগ করতে পারি জানলে উপকৃত হতাম।

  • @ranjanchandra7051
    @ranjanchandra7051 3 роки тому +1

    খুব সুন্দর। প্রণাম ।

  • @rebadas833
    @rebadas833 2 роки тому

    খুব সুন্দর মহারাজ। অশেষ প্রণাম 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @parisadhu5979
    @parisadhu5979 3 роки тому +1

    খুব ভালো লাগলো।
    প্রনাম নেবেন মহারাজ

  • @amiyapandey2533
    @amiyapandey2533 3 роки тому

    মহারাজ প্রণাম । আপনার বক্তব্য বুঝতে অসুবিধা হয় । contradictory position না করে সহজ ও সাঙ্ক্ষিপ্ত করুন দয়া করে। এ অধমের অপরাধ ক্ষমা করুন অমিয় পাণ্ডে

  • @tapatibag4463
    @tapatibag4463 3 роки тому +2

    প্রনাম নেবেন মহারাজ। আপনার হাত সব সময় আমাদের মাথায় রাখবেন।

  • @amitdutta626
    @amitdutta626 3 роки тому +6

    গীতা র ব্যাখ্যা আপনার মুখ থেকে শোনার খুব ইচ্ছা রইলো

  • @manikasarkar6741
    @manikasarkar6741 Рік тому

    PRONAM JANAI THAKUR MAA SWAMIJI.
    HARE KRISHNA HARE KRISHNA HARE KRISHNA.
    PRONAM JANAI MAHARAJER SHREE CHARANE.

  • @salamkazi7215
    @salamkazi7215 Рік тому

    চমৎকার বিশ্লেষণ!

  • @kankanadey1599
    @kankanadey1599 3 роки тому +2

    অপূর্ব লাগলো আপনার বিশ্লেষন...👌

  • @oneoneoneone-m2f
    @oneoneoneone-m2f 2 роки тому

    Hindi ভাষায় acharya Prashant কে পেলাম আর বাংলায় আপনায় 🙏🙏🙏

  • @anirbandebnathvi-e-6301
    @anirbandebnathvi-e-6301 3 роки тому +1

    শুভ রাত্রি
    মহারাজ আপনি কেমন আছেন।
    প্রনাম নেবেন মহারাজ 🙏🙏🙏🙏🙏।

  • @shyamalkantichatterjee619
    @shyamalkantichatterjee619 3 роки тому +2

    Maharaj what do you mean by jatiswar

  • @diptisantra1789
    @diptisantra1789 3 роки тому

    Pranam Maharaj ! He Nabin Sannyasi , there is no denying the fact that you are the reflection of Swami Vivekananada. It is unfortunate that we chat only on the basis of ignorance. Enlightened mesmerisiñg speech that leads us to Truth only n here lies the beauty of your speech.

    • @diptisantra1789
      @diptisantra1789 3 роки тому

      💗💘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂💘🙏🏻🙏🏻🙏🏻

    • @dipakkumarroy7551
      @dipakkumarroy7551 Рік тому

      Pranam maharaj 🙏🙏🙏🙏🙏

  • @dranjalichakrabarti8595
    @dranjalichakrabarti8595 3 роки тому +1

    খুব ভালো ব‍্যাখ‍্যা

  • @asokbhattacharyya7777
    @asokbhattacharyya7777 3 роки тому

    প্রনাম মহারাজ। আপনার সরল ব্যাখ্যা মনের অন্তরে আলো ছড়িয়ে দেয়।

  • @julieagonsalves4824
    @julieagonsalves4824 3 роки тому

    Thanks.

  • @gopalroy7016
    @gopalroy7016 3 роки тому +2

    আমাদের সনাতন ধর্মের তেত্রিশ কোটি দেবতা সব গোলমাল পাঠিয়ে দিয়েছে

  • @munmunbanerjee3946
    @munmunbanerjee3946 3 роки тому

    অপূর্ব ব্যখ্যা,প্রণাম মহারাজ

    • @TruthUnfolds
      @TruthUnfolds  3 роки тому

      আপনাকে চ্যানেলের হোয়াটস্ আপ(9073477884) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

  • @kulanandanath143
    @kulanandanath143 3 роки тому +1

    🙏 অতি সরল, অতি সত্য, অমুল্য ব্যাখ্যা 🙏 প্রণাম মহারাজ 🙏

    • @ভালবাসা-ফ৩ঠ
      @ভালবাসা-ফ৩ঠ 3 роки тому

      ভাই খুব বিশেষণ প্রয়োগ করলেন বটে কিন্তু মহারাজের যে ভাষা প্রয়োগ করেছে তা কি সম্পূর্ণ আত্মস্থ করতে পেরেছেন। যদি পেরে থাকে আমাকে একটু বুঝান। আমি কিছু বুঝতে পারছিনা।

    • @videhasharma1932
      @videhasharma1932 3 роки тому +1

      @@ভালবাসা-ফ৩ঠ apni bujhte chaile...sorasori channel k jagajog korun...besi valo bujhte parben

    • @shilaroy4958
      @shilaroy4958 Рік тому

      +