মেঘালয় থেকে ডাউকি দিয়ে বাংলাদেশে ঢোকার পথে যা যা করলাম | India to bangladesh by road Dawki Tamabil

Поділитися
Вставка
  • Опубліковано 1 вер 2022
  • কম খরচে ঘুরে আসতে পারেন ভারতের মেঘালয়ের শিলং, চেরাপুঞ্জি, ডাউকি থেকে। মেঘালয় বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য হওয়ায় যাতায়াত ভাড়া, থাকা-খাওয়ার খরচ বেশ কম।
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Disclaimer:
    Don't Download & Copy Anything From This Channel. Its a Cyber Crime. All Videos of this Channel is Copyrighted by Md. Shahriar
    ___________________________________________
    For Invitation & sponsorship contact
    📧 sponsorshahriarofficial@gmail.com
    Get connected with me 🙂
    Facebook
    / shahriartraveler
    Travel Group
    / 476923664249168
    Instagram
    / sajonshahriar
    ✅ Make Sure you subscribe to my channel & press the bell icon to get the notifications of my New videos 🔥
    _________________________________________________
    পাসপোর্ট ও ভিসা
    বিদেশ ভ্রমণের জন্য বৈধ পাসপোর্ট ও সংশ্লিষ্ট দেশের ভিসা থাকা আবশ্যক। তাই আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে পাসপোর্ট করে নিন। ভারতীয় ভিসার আবেদন করার সময় ভিসা এপ্লিকেশনের পোর্ট অব এন্ট্রি-এক্সিট অবশ্যই ‘BY ROAD DAWKI’ সিলেক্ট করুন।
    ভ্রমণ কর/ট্রাভেল ট্যাক্স
    স্থলপথে ভ্রমণ করের পরিমাণ ৫০০ টাকা। যা আগেই নির্ধারিত ব্যাংক বা বর্ডারে সোনালী ব্যাংকের বুথে জমা দিতে পারবেন।
    ইমিগ্রেশনে যা করতে হবে
    ডাউকি বর্ডারের বাংলাদেশ ইমিগ্রেশনে অন্যান্য বর্ডারের তুলনায় সহজ ও ভিড় কম থাকে। প্রথমেই ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করতে লাইন ধরে পুলিশের কাছ থেকে একটা বহিরাগমন কার্ড (Departure Card) সংগ্রহ করে পূরণ করে পাসপোর্টসহ জমা দিন।
    ইমিগ্রেশন শেষ করে কাস্টমস অফিসে গিয়ে এন্ট্রি করতে হবে। এখানে ভ্রমণ করের রশিদ জমা দিতে হবে। কাস্টমসের কাজ শেষ হলে বিজিবি নাম এন্ট্রি করবে তাদের নির্ধারিত খাতায়।
    বাংলাদেশ অংশের কাজ শেষ হয়ে গেলে ভারতের অংশে ঢুকতেই বিএসএফ পাসপোর্ট চেক করে ভিতরে ঢুকতে দেবে। পরে ভারতীয় ইমিগ্রেশন ও কাস্টমস অফিসে পাসপোর্ট জমা দিতে হবে। সেখানে Arrival Card পূরণ করে ইমিগ্রেশন শেষ করতে হবে।
    মেঘালয়ে যা দেখবেন
    প্রথম দিন শিলং যাওয়ার পথে নোহওয়েট লিভিং রুট ব্রিজ, মাউলিলং ভিলেজ, বোরহিল ঝর্ণা, উমক্রেম ঝর্ণা, স্নোনেংপেডেং ভিলেজ, উমগট রিভার দেখতে পারেন।
    দ্বিতীয় দিন ঘুরে আসুন ক্রাংসুরি ঝর্ণা, চেরাপুঞ্জি থেকে।
    তৃতীয় দিনের পরিকল্পনায় রাখতে পারেন ডাবল ডেকার রুট ব্রিজ, মৌসিমাই কেভ, সেভেন সিস্টার্স ঝর্ণা, ইকো পার্ক ও নুকায়কালী ফলস।
    শেষ দিন যেতে পারেন শিলং পিক, লেডি হায়াদ্রি পার্ক, ডন বস্কো মিউজিয়াম, উমিয়াম লেক, ক্যাথিড্রাল চার্চ, গলফ কোর্স, ওয়ার্ডস লেকে।
    কীভাবে যাবেন এবং খরচ কেমন?
    প্রথমে ঢাকা থেকে যেকোনো এসি/নন-এসি বাসে চলে যান সিলেট। বাসগুলো রাত ১০টা থেকে ১২টার মধ্যে ছেড়ে যায় ও সকাল ৫টা থেকে ৬টায় পৌঁছে।
    সিলেট বাসস্ট্যান্ড থেকে জাফলং এর বাস পাওয়া যায়। কদমতলি থেকে জাফলংগামী বাসে উঠে পড়ুন। সময় লাগবে দুই ঘণ্টার মতো।
    এখান থেকে কেউ শিলং যেতে চাইলে স্থানীয়ভাবে শেয়ারড ট্যাক্সি আছে। রিজার্ভ ট্যাক্সি নিয়েও ঘুরে বেড়ানো যাবে। লোকেশন অনুসারে সারাদিনের জন্য ভাড়া ৩,০০০-৩,৫০০ রুপি।
    ট্যাক্সির ঝামেলায় না গেলে মেঘালয় ট্যুরিজম বোর্ডের টুরিস্ট বাসে করেও ভ্রমণ করতে পারেন। এক্ষেত্রে জনপ্রতি ৩০০ থেকে ৫০০ রুপি লাগতে পারে।
    কোথায় থাকবেন?
    #dawkiborder #tamabilborder #indiatobangladesh #bangladeshindiaborder #dawkiimmigration #indiavisa #indiavisaprocess #shahriarofficial #bordervideo
    মেঘালয়ে ঘুরতে গেলে থাকলে পারে শিলংয়ে। এখানে ১৫০০-৩০০০ টাকার মধ্যে ভালো হোটেল পাবেন।
    কী খাবেন, কোথায় খাবেন ?
    সব জায়গায় মুরগী, ডিম, ভাত, নুডলস, পরোটা পাবেন। চলতি পথে লুচি, আলুদম চা, পানি, রুটি, বিস্কুট, ডিম ইত্যাদি পাবেন।
    পরামর্শ
    ঘুরতে গেলে প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখুন। যথাসম্ভব নিজেরাই হোটেল ঠিক করুন। অনেক জায়গাতেই এন্ট্রি ফি ও ক্যামেরা ব্যবহারের জন্য ফি লাগতে পারে যে বিষয়ে সচেতন থাকুন।

КОМЕНТАРІ • 146

  • @ShahriarOfficial
    @ShahriarOfficial  Рік тому +4

    আপনাদের প্রতিটি কমেন্টস আমার কাছে মূল্যবান এবং অনুপ্রেরণা জোগায় ❤
    FACEBOOK facebook.com/shahriartraveler

    • @mdshofiqulislam2344
      @mdshofiqulislam2344 9 місяців тому

      ভাই আপনার বাড়ি কোন জেলায় আর আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে

  • @abhijitdutta5152
    @abhijitdutta5152 2 місяці тому

    বেশ ভাল লাগল ভিডিও টা। কলকাতায় থাকি। এই বছর দুর্গা পুজোর সময় বাংলাদেশ যাওয়ার ইচ্ছে আছে, কলকাতা স্টেশন থেকে ঢাকা যাওয়া আর ডাউকি দিয়ে বেরোনো

  • @mrigankshidas7839
    @mrigankshidas7839 Рік тому +2

    শেষে দাদাভাই আপনাকে ও subscribe করলাম ।আপনার উপস্থাপনা আমাকে মোহিত করেছে ।পশ্চিমবঙ্গ থেকে থাকল শুভেচ্ছা, মেরা ভারত মহান ।

  • @sushilranjannayek6866
    @sushilranjannayek6866 Рік тому

    খুব ভালো লাগল আপনার উপস্থাপনা।যেতে ইচ্ছে করছে কিন্তু পারব কি না জানিনা।২৪ বছর পূর্বে সপরিবারে ভ্রমণের আনন্দ ও অনুভূতি স্মৃতিতে ।

  • @shuvro777
    @shuvro777 Рік тому +3

    Assalamualaikum Shahriar Bhai. India series ta khub valo laglo.👍❤️. Saddam Bhai kivabe Dawki border cross korlen, sheta jante parlam na.

  • @abdulmojid4119
    @abdulmojid4119 9 місяців тому

    খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য

  • @pratapsingharoy3472
    @pratapsingharoy3472 Рік тому +1

    দারুন সুন্দর আমরা সবাই মানুষ এটাই হোকনা আমাদের সকলের পরিচয়। সবাই মিলে বাঁচবো একসাথে।এটাই আমাদের ভারত বর্ষ। ভারতমাতার জয় হোক।

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому

      ভালোবাসা অবিরাম ❤️❤️

    • @gourangakumarmukherjee6093
      @gourangakumarmukherjee6093 Рік тому

      @@ShahriarOfficial এটা যদি দেশভাগ না হতো কত ভালো হতো।যখন আমি মেঘালয় থেকে সিলেট দেখছি, তখন ভীষণ কষ্ট হয়, ভাবি ওটা আমাদের দেশ ছিলো 🥵🥵কিছু শয়তান লোকজনে জন্য আজ আমাদের এ-ই অবস্থা।অন্নদা শংকর একটি কবিতা লিখেছেন, তেলের শিশি ভাঙরে পরে,খুকুর উপর রাগ করো,আর তোমরা সব বুড়ো খোকা দেশটা ভেঙে ভাগ কর,তার বেলা??????আসুন না, আমরা সবাই চেষ্টা করি আবার এক হয়ে অখণ্ড ভারত তৈরি করতে। জানমান যদি পারে তবে আমরা পারবো না কেনো????

  • @pinakipalodhi
    @pinakipalodhi Рік тому +2

    Love From India , brother ❤️

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому +1

      Love from Bangladesh 🇧🇩❤️🇮🇳 Thank you

  • @biswarajbandhubhattacharya1744

    Wonderful manage by your friend who is not having the port

  • @shshoron
    @shshoron Рік тому

    darun vlog silo😇😍

  • @malaybose3440
    @malaybose3440 Рік тому +1

    Love from India 🇮🇳

  • @mafivi4917
    @mafivi4917 11 місяців тому

    সিলেট থেকে দেখছি,

  • @travelwithms20
    @travelwithms20 Рік тому

    it was really really nice. Tnx vaia

  • @md.nuruzzaman1297
    @md.nuruzzaman1297 Рік тому

    ভালো লাগলো প্রতিবেদন টি দেখে ধন্যবাদ

  • @mmmbdtraveller
    @mmmbdtraveller Рік тому

    Today's video was amazing, thank you bro. ❤

  • @zahirulislamkhan2242
    @zahirulislamkhan2242 Рік тому

    দারুণ সুন্দর ভাই আপনারা কে দেখতে

  • @saidulislamraju1468
    @saidulislamraju1468 Рік тому +2

    ভাই এত তাড়াতাড়ি ডাউকি বর্ডার কিভাবে ভিসা তে এড করলেন একটু জানাবেন
    আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি আমার ভিসাতে আগরতলা এবং বেনাফুল দেওয়া আছে
    আমার বাড়ি সিলেট হওয়াতে আমি ছাড়ছি ডাউকি বর্ডার টা এড করার জন্য

  • @babubabu5708
    @babubabu5708 Рік тому

    Me and of course my family also returned back to Bangladesh, really your presentation is just superb, which make us traveling with you all, thank you so much and waiting for a new destination

  • @mdmehediehasan9560
    @mdmehediehasan9560 Рік тому

    অবিরাম ভালোবাসা ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল ❤️❤️❤️❤️

  • @mdmidulsarkarraj
    @mdmidulsarkarraj Рік тому

    অসাধারণ ভাই সব সময় নিজের খেয়াল রাখবেন দোয়া রইলো ❤️❤️❤️

  • @anikullah178
    @anikullah178 Рік тому

    বাংলাদেশও বৃষ্টি ❤❤

  • @amarnathmukherjee6681
    @amarnathmukherjee6681 Рік тому +2

    শুভেচ্ছা, আবার আসবেন আপনি বাংলাদেশ এর অ্যাম্বাসেডর 👍

  • @pradipdas388
    @pradipdas388 Рік тому

    young stars are always lovely. from india.

  • @ACHINPAKHI-k8d
    @ACHINPAKHI-k8d Рік тому

    আমার বাংলাদেশে যাবার খুব ইচ্ছে , কেননা আমার বাবার জন্ম পূর্ব বাংলায়।

  • @tanimisback1555
    @tanimisback1555 Рік тому

    Best video ❤

  • @TimepassWithShaoN
    @TimepassWithShaoN Рік тому +2

    ভাই, আপনার সাথের ভাইটা(সাদ্দাম ভাই সম্ভবত) কীভাবে ডাউকি পোর্ট না থাকা সত্তেও আপনাদের সাথে বর্ডার পার হলো সেটা শেষ পর্যন্ত বলেননি 🤨

  • @AZHAR_OFFICIAL_15
    @AZHAR_OFFICIAL_15 Рік тому

    Vai ki camera use koren?

  • @rezatravelvlogs9170
    @rezatravelvlogs9170 Рік тому

    ভালোবাসা অবিরাম ভাই♥️

  • @rahmanrina6936
    @rahmanrina6936 Рік тому

    Very nice video

  • @Sovanursery
    @Sovanursery Рік тому

    Wow so nice 💞😍💐🏵️🌻🎉🎉🎉😍💞😍💐🏵️🌻🎉🎉🎉🎉🎉

  • @mdmidulsarkarraj
    @mdmidulsarkarraj Рік тому

    ভাইজান প্রথম কমেন্ট করলাম

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому +1

      ভালোবাসা অবিরাম ❤️❤️

  • @omorvlog
    @omorvlog Рік тому

    bye bye Bhai dekha hobe Banglay :D

  • @bipulbiswash655
    @bipulbiswash655 Рік тому

    অসাধারণ ভিডিও 🥰

  • @mkabir241
    @mkabir241 Рік тому

    ভালো লাগলো

  • @rabishankarghosh3416
    @rabishankarghosh3416 Рік тому

    BEAUTIFUL BRIEFING SHAHRIAR BHAI .PLEASE ALSO UPLOAD VIDEOS OF DIFFERENT DISTRICTS OF BANGLADESH MENTIONING THEIR LIFE STYLES DAY TO DAY .SINCE INDIA AND BANGLADESH BOTH ARE FRIENDLY COUNTRIES WITH PEOPLE'S LIFE STYLES SIMILARITIES IMPRESS BOTH COUNTRIES ADMINISTRATION TO ALLOW PEOPLE'S OF BOTH COUNTRIES TO MOVE IN ANY TOWN/ AREAS WITHOUT VISA'S AND PASSPORT WHICH IS VERY CLUMSY PROCESS.
    FREE MOVEMENT OF PEOPLE'S WILL DEFINITELY ENCOURAGE TOURISM OF BOTH BANGLADESH AND OUR INDIA. THANKS BHAI

  • @tanjhorrony6543
    @tanjhorrony6543 Рік тому

    Vai kmn achen

  • @mdnazimuddin3883
    @mdnazimuddin3883 Рік тому +1

    ভাই বাংলাদেশে ঢোকার পর সাদ্দাম ভাইকে আর দেখলাম না উনি কি exit করেনি?

  • @riyaaktar2171
    @riyaaktar2171 Рік тому

    অসাধারণ

  • @CSAKASHVLOG
    @CSAKASHVLOG 8 місяців тому

    Bhai location ta kun jaga je jaga theke local gari pawa jai shillong theke

  • @skmoinuddin7235
    @skmoinuddin7235 Рік тому

    Assalamu alaikum

  • @rihaanahmed1249
    @rihaanahmed1249 Рік тому +1

    ভাই আসাম থেকে বাইক নিয়ে বাংলাদেশে যাওয়া যাবে কি

  • @mdmasud009
    @mdmasud009 Рік тому

    আসাম ও ওয়েস্ট বেঙল আমাদের বাংলাদেশের অংশ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @TheophilNokrek
    @TheophilNokrek Рік тому

    দারুন দেশ

  • @eipuahmed8656
    @eipuahmed8656 Рік тому

    ভাই মেগালয় আর কবে জাবেন

  • @irfanahmed87161
    @irfanahmed87161 Рік тому

    ❤️ next

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому

      ভালোবাসা অবিরাম ❤️❤️

  • @mdsumonislam9713
    @mdsumonislam9713 Рік тому

    Excellent

  • @rajbir6424
    @rajbir6424 Рік тому

    ভাই কেমন আছেন

  • @MDMotiurRahman631
    @MDMotiurRahman631 Рік тому

    Welcome home🇧🇩

  • @skjisan6304
    @skjisan6304 Рік тому

    Beautiful 🥰🥰

  • @RabeyaHelal
    @RabeyaHelal Рік тому

    আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন??? আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম 🥰🥰🥰🥰

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому

      ভালোবাসা অবিরাম ❤️❤️
      আলহামদুলিল্লাহ ভালো আছি!
      আপনি কেমন আছেন?

    • @RabeyaHelal
      @RabeyaHelal Рік тому

      @@ShahriarOfficial আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি সম্পূর্ণ ভিডিও দেখলাম খুব ভালো লাগলো 🥰🥰🤲🤲🇧🇩

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому

      ❤️❤️❤️

  • @TARUNMOTOADVENTURE
    @TARUNMOTOADVENTURE Рік тому

    👌

  • @chandonaroy8124
    @chandonaroy8124 Рік тому

    Nice vaiya

  • @tanjinaakther6796
    @tanjinaakther6796 Рік тому

    বৃষ্টি বাড়ি কি এই শহরটা

  • @omorfaruk3916
    @omorfaruk3916 Рік тому

    Big fan vai

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому

      ভালোবাসা অবিরাম ❤️❤️

  • @khorshadulhaque3359
    @khorshadulhaque3359 Рік тому

    port add na thakar poreo kivhabe desh e dhuka jay?

  • @ashrafulanam8734
    @ashrafulanam8734 Рік тому

    আগরতলা নিয়ে ১টা ভিডিও দিবেন প্লিজ। ধন্যবাদ

  • @mehedi.hassan.6274
    @mehedi.hassan.6274 Рік тому +1

    ভাই কেমন আছেন? প্রথম কমেন্ট করলাম আশা করি রিপ্লাই দিবেন??

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому +1

      প্রথম কমেন্টের প্রথম রিপ্লাই! আলহামদুলিল্লাহ ভালো আছি! আপনি কেমন আছেন?

    • @mehedi.hassan.6274
      @mehedi.hassan.6274 Рік тому

      @@ShahriarOfficial ধন্যবাদ ভাই রিপলাই দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো ❤️❤️

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому +1

      ভালোবাসা অবিরাম ❤️❤️

  • @musafirmahasin652
    @musafirmahasin652 Рік тому

    দাদা খুব ভালো লাগল আমি যখন সিলেট গেছি তখন উপারের পাহার দেখছি ভাবতাম জদি কাছে যেতে পারতাম?

  • @anikullah178
    @anikullah178 Рік тому

    ভাই গাজীপুর-কালিগঞ্জ থেকে ভালোবাসবা নিবেন❤❤

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому

      ভালোবাসা অবিরাম ❤️❤️

  • @mjlimon7607
    @mjlimon7607 Рік тому

    ভাই ইমিগ্রেশন করতে কি কি লাগে আর টাকা লাগে নাকি একটু জানবেন ভাই

  • @timespent.BD1971
    @timespent.BD1971 Рік тому

    Vai saddam vai dawki deye exit koreche kivabe jodi aktu bolten😂

  • @gaousgorky
    @gaousgorky 3 місяці тому

    ডাউকি বর্ডার ক্রস করতে হলে ভারতের ভিসা থাকলেও আলাদা ভিসা করতে হবে কিনা?
    জানালে কৃতজ্ঞ থাকব।

  • @omanoman9703
    @omanoman9703 Рік тому

    💛💚💙

  • @mdrajibhossainbappy446
    @mdrajibhossainbappy446 Рік тому

    Nice

  • @tanjhorrony6543
    @tanjhorrony6543 Рік тому

    💗❤️❤️❤️

  • @harun520
    @harun520 Рік тому

    এই ভিড়িও কোন মাসের ?

  • @amirulislam7391
    @amirulislam7391 9 місяців тому

    Pls try to avoid music

  • @rupakdas5463
    @rupakdas5463 Рік тому

    Saddam bi kibabe entry korlo please janaben

  • @khazanasiruddin3148
    @khazanasiruddin3148 Рік тому

    সর্ব মোট কত টাকা খরচ হলো জানাবেন।

  • @shorttime783
    @shorttime783 Рік тому

    Vallo

  • @nymuronthego_uncut
    @nymuronthego_uncut Рік тому

    hostel e dormitory te thakben tahole khoroch kom hobe

  • @imtiajhossain9241
    @imtiajhossain9241 11 місяців тому

    Vai amar visate dawki border nai benapol r agortola ase ami benapol die india aschi ekhon dawki die ki bangladesh e dhukte parbo?pls janan

  • @nafizvlogs4132
    @nafizvlogs4132 Рік тому +1

    সাদ্দাম ভাই কিভাবে ঢুকলো

  • @manachir3395
    @manachir3395 Рік тому

    আমাদের প্যানেল মেয়র আহমদ নুর ভাই💜💜💜

  • @TravelCommando
    @TravelCommando Рік тому

    Meghalaya jawar onk icche...

  • @gobindodas5250
    @gobindodas5250 Рік тому

  • @ofeliaofelia2602
    @ofeliaofelia2602 Рік тому

    4 line er rasta hoye gele tokhon mone hobe haven.

  • @gobindodas5250
    @gobindodas5250 Рік тому

    আরো নতুন নতুন ভিডিও চাই ভাইয়া

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому

      ভালোবাসা অবিরাম ❤️❤️

  • @gazimonir7034
    @gazimonir7034 Рік тому

    যে ভাইয়া আগরতলা পোট ব্যাবহার করছে উনি কিভাবে আসলো

  • @jayadas8798
    @jayadas8798 Рік тому

    😁😁😁👍👍👍👍👍👍

  • @yesminkhan8183
    @yesminkhan8183 Рік тому

    Hotel ki age thaka book korta hoba

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому

      দিনটা যদি শুক্রবার অথবা রবিবার হয় তাহলে আগে থেকে বুকড করে যাওয়াটা ভালো

  • @mrslaboni7218
    @mrslaboni7218 Рік тому

    ❤️😍🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @mdmirazkhan7330
    @mdmirazkhan7330 Рік тому

    আসসালামুয়ালাইকুম ভাইয়া দেশে আসবেন কবে

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому

      ওয়ালাইকুম আসসালাম ভাইয়া!
      দেশেই আছি এখন

  • @travelwithshohan1948
    @travelwithshohan1948 Рік тому

    Vai Ami apnr sathe jete chai😍

  • @rubayetvlogs6552
    @rubayetvlogs6552 Рік тому

    আপনার সাথের সঙ্গী
    উনি কি ডাউকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পেরেছিল?

  • @ranajit2355
    @ranajit2355 Рік тому

    North east e Assam r Tripura bade anyo sab state e kakhon ki suru habe bala jay na

  • @travelwithme017
    @travelwithme017 Рік тому

    Saddam vai ki vabe dauki diye exit holo vaiya seta to janlam na.

    • @zahirulislam6294
      @zahirulislam6294 Рік тому +1

      Bolbe na bhai bolle uni lojja pabe tai boltese na

  • @mdaslam-wp7or
    @mdaslam-wp7or Рік тому

    ভাই আপনার ভিডিও গুলি দিরি করে ছারেন,
    সৌদি প্রবাসী,

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому

      ভালোবাসা অবিরাম ❤️❤️

  • @durjoydrohi9517
    @durjoydrohi9517 Рік тому

    আবার হবে ভারত ভ্রমণ। এবার দক্ষিণ ভারত হতে পারে। সু স্বাস্থ্য কামনা করছি যশোর থেকে। ❤️❤️❤️

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому

      ভালোবাসা অবিরাম ❤️❤️

  • @ussamanta
    @ussamanta Рік тому

    মেঘালয়= মেঘ+ আলায়, মেঘের ঘর

  • @ussamanta
    @ussamanta Рік тому

    Meghalaya=megh +alay, means megher Ghar.

  • @ahmedrajib9094
    @ahmedrajib9094 Рік тому

    ভাইয়া সিলেট তেকে ব্লক করেন আমার বাসা সিলেট বটেসর

  • @ImranLaskar9477
    @ImranLaskar9477 Рік тому

    দাদা ভাই আপনি কোথায় আছেন? ভারতে আছো

  • @faruk1207
    @faruk1207 Рік тому

    Travel tax information

  • @manasdutta5550
    @manasdutta5550 Рік тому

    গল্প কিছু না বলা রইলো খুব শিগগিরই সেটা জানতে চাইছি বন্ধুর কি হল সেটাও অজানা তাও জানতে চাই। অপেক্ষায় রাখবে না।

    • @ShahriarOfficial
      @ShahriarOfficial  Рік тому

      ভালোবাসা অবিরাম ❤️❤️