আমাদের দেশের ৯৫% বাড়ির আর্থিং ই ভুল, হাতুড়ে ডাক্তারের মতো হাতুড়ে ইলেক্ট্রিশিয়ান, বেশির ভাগ বাড়ির আর্থিং কিন্তু মিটার পর্যন্ত ই সীমাবদ্ধ, সকেট পর্যন্ত আসে না, আর্থিং শুধু নামের। অতিথি ভাই যে ধাপ গুলো দেখালেন এবং যে পরামর্শ দিলেন তা একদম ঠিক, ভাইকে ধন্যবাদ, সেই সাথে হোস্ট কেও ধন্যবাদ একটু ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য। ❤❤❤
সতর্কতা : দয়া করে কেউ এটা নিজে করতে যাবেন না। AC কারেন্ট মামা চাচা না, ভালোমতন একবার শক খেলে সোজা হাসপাতাল আর নাহলে ইতিহাসের অংশ হয়ে যাবেন। একজন ইলেকট্রিশিয়ান দিয়ে করবেন। খেয়াল করবেন সে যেন অবশ্যই ভালো ও শিক্ষিত হয়। আপনি কি করতে চাচ্ছেন ব্যাপারটা যেন ধরতে পারে।
আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র । জানালার গ্রীলের সাথে গ্রাউন্ডিং করা আর বাইরে রড ব্যবহার করে গ্রাউন্ডিং করার কাজ দুটোই মোটামুটি সেইফ বলা যায় । কারন , পিসির ক্যাসিংয়ে যে লিকেজ কারেন্ট আসে তার পরিমান খুবইই অল্প থাকে , ভোল্টেজ বেশি থাকার কারনে আমরা অল্প শক অনুভব করি । যেটুকু অনিরাপত্তা আছে সেটা স্বাভাবিক গ্রাউন্ডিং এও হতে পারে । এখন প্রতিটা বাসা বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় ,যদি লিকেজ কারেন্টের পরিমান অত্যধিক বেড়ে যায় , যেটাতে মানুষ মারা যাবে ,ততটুকুতে সার্কিট ব্রেকার ওপেন ( বন্ধ) হয়ে যাবে । অনেকেই আমার মতো ভাড়া বাড়িতে থাকে আর সেখানে গ্রাউন্ডিং করা না থাকলে জানালার গ্রীল ছাড়া আসলে আমাদের কোনো উপায় থাকে না । অবশ্য , এ ব্যাপারে অভিজ্ঞ না হলে আমি কাউকে এমন আর্থিং লাইন করার পরামর্শ দেই না । আমিও জানালার গ্রীলের সাথেই আর্থিং ব্যবহার করি , এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই ।
Amar basay kono arthing kora nay. PSU a hat dile shock kore. New setup korar por first day pc thik thak kaj korar por 2nd day r gpu er port kaj korena. 2nd day arek port use korar por 3nd day sei port o r kaj korena. Akhn pc off kore rakhci r chalanor sahos passina. Akhettre somossa ki hote pare r somadhan ki?
সকেটে অবশ্যই তৈরি করা গ্রাউন্ড বা আর্থিং সংযোজন থাকতে হবে- তখন ডিভাইসটি আর্থিং লিকেস এবং বজ্রপাত সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অন্যথায় কোন কাজে আসবে না....
অসাধারণ একটা ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমরা যারা পিসি ইউজ করি অনেক সময় কারেন্টের কারনে আমরা শর্ট খাই। আশা করি এই ভিডিওটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং ধন্যবাদ জানাই পিসি বিল্ডার বাংলাদেশকে এত সুন্দর একটা কনটেন্ট উপহার দেওয়ার জন্য ❤❤❤।
slight correction at 9.27 উনি সুন্দর বুঝিয়েছেন । কিন্তু লাইন অর্থাৎ ফেজ এবং নিউট্রাল এর স্থান পরিবর্তন এর সময় , ইলেট্রিকাল এপ্লাইন্স এ সাধারণত নিউট্রাল এর সংস্প্রশে আরতিং অর্থাৎ গ্রাউন্ডিং সংযুক্ত থাকে । এখন আপনি যদি মেইন সকেট এ ফেজ এবং নিউট্রাল অদল বদল করেন তাহলে আপনার ইলেক্ট্রনিক যন্ত্রে নিউট্রাল এর লাইনে ফেজ আসবে । ফলে বিদ্যুৎ যেহেতু সহযে মাটিতে যেতে পছন্দ করে তাই ফেজ অর্থাৎ লাইন এবং গ্রাঊন্ড এক হয়ে শটসারকিট তৈরী করবে ফলে অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে। তাই নিজে নিজে ওস্তাদী না করে টেকনিশিয়ান ডাকা ভালো>।😐😐😐😐
শেষ এর বিষয় টা উনি ভুল বলছে । ফেজ কখনো নিউট্রাল হয় না । এসি কারেন্ট প্রতিমুহূর্তে দিক পরিবর্তন করে ।একটা প্লাস মাইনাস থাকে না । বাংলাদেশে যেহেতু ফ্রিকোয়েন্সি 50hz ।তার মানে সেকেন্ডে 50 বার কারেন্ট দিক পরিবর্তন করে ।যাই হোক এত কিছু আপনারা বুজবেন না ।ইলেকট্রিক্যাল এর স্টুডেন্টরা বুজবে। তবে আর্থিং করা অনেক গুরুত্বপূর্ণ।অনেক বড় বড় দুর্ঘটনা হয় আর্থিং না থাকার কারনে।আর আর্থিং না থাকলে যে বডি করেন্ট হয় এইটা ডিভাইস এর জন্য অনেক ক্ষতিকর । ডিভাইস এর লাইফটাই কমে যায় ।এছাড়া ভোল্টেজের আপডাউন এর কারনে অনেক বেশি করান্ট আসতে পারে।এইটা সক সার্কিটি এর কারণ হতে পারে। যারা এত কষ্ট করে কমেন্ট টা পড়ছেন তাদের অসংখ্য ধন্যবাদ❤❤❤
@@fozlurrahman3561 HM korbe..earthing sadaharonoto body tai lagano theka...but aita proper earthing nah...try korban aktu mota tar Diya earthing Korte...ER grounding ER jaiga ta jate halka Veja theka.... properly earthing koratai best Hoi...ate Kichu tk koroc hbe ...taile ER durghotoner kono Voi theka na..
আমার মনে হয় শেষের বিষয়টি তিনি সঠিক বলেছেন । কারণ কেউ যদি ভুল করে 2 পিন plug উল্টা করে socket এ প্রবেশ করায় তাহলে phase wire হবে neutral আর neutral হবে phase
@@UnknownUser-x2f অল্টারনেটর সম্পর্কে আপনার ধারনা আছে ভাই।যেইখানে ভোল্টেজের উৎপন্ন হয়।ঐগুলা অনেক গভীর বিষয়।আমরা বাসাবাড়িতে সিঙ্গেল ফেজ পাই।স্টার কানেকশনে 3 টা ফেজ 1 টা নিউট্রাল থাকে ।এইটা ফিক্সট ।এইটাকে বলা হয় 3 ফেজ পাওয়ার সাপ্লাই ।3 ফেজ এ সাধারণত 440 ভোল্ট থাকে।1 টা ফেজ আর 1 টা নিউট্রাল মিলে হয় 220 ভোল্ট।নিউট্রাল তার টা অল্টারনেটরের 1 টা ফিক্সট প্রান্তে থাকে।ওই প্রান্তে কোনো ভোল্টেজের উৎপন্ন হয় না। 2 পিন প্লাগএ দুইপাশে লাইন পাই কারণ এসি কারেন্ট দিক পরিবর্তন করে ।দিক পরিবর্তন বলতে কারেন্ট একবার পজিটিভ,একবার নেগেটিভ হয় । ডিসি এর মত এসি টা কারেন্ট একদিক এ যাই নাহ।ডিসি টা কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ এর দিক যাই বলে এর পজিটিভ নেগেটিভ ফক্সটেড।
রাইট ? আপনার ডিভাইসে তো আর আর্তিং লাইন গেলো না। কারণ আপনার ডিভাইসে এ মাথা ২ পিন। যদিও ৩ পিন হতো তাহলে তো আপনি উল্টা করে লাগাতে পারবেন না সকেট ফ্ল্যাগ এ
এই সমস্যা নিয়া লোকাল দোকানদারদের কাছে গেছে বিভিন্ন কথা বলে খরচ ধরাই দেয়, সমাধান আর দেয়না। আজ থেকে এই পদ্ধতিটা সবাইকে ধরাবো ব্যবসায়ীদের ইউপিএস ব্যবসায় লাল বাতি ধরাবো।
সবই ঠিক আছে। আমার ঘরেও সেম কাহিনি ছিল। এরপর মেইন যে মিটার তার আর্থিং থেজে তার দিয়ে মাল্টিপ্লাগে লাইন করে দিয়েছি কাজ হয়েছে। তবে এখানে কিছু প্রশ্ন আছে যদি কেও উত্তর যেনে থাকেন তাহলে জানাবেন প্লিজ: ১। আর্থিং এর এই লাইন করার ফলে কি কারেন্ট বিল বেড়ে যাওয়ার কোন সম্ভাবনা আছে? ২। আর্থিং করলে ইউপিএসের ব্যাটারি লাইফে কোন ইফেক্ট পড়ে?
১) আর্থিং তার সকেট থেকে সরাসরি মাটিতে যাবে, নিউট্রালের সাথে যুক্ত করা যাবে না । তাহলে বিলের সমস্যা হবে না । ২) আর্থিং করা ভাল এটা সার্কিট এর জন্য ভালো, তবে ব্যাটারির লাইফ টাইম কমার সাথে তেমন কিছু নেই ।
Class 10 pass korar por pc use korar sujok hoy. tokhon ei problem a procilam. pore ekta still er scale er futay connection diye matir niche 2-3foot niche puute dei. tar por r ei problem hoy nai. XD
😅 নতুন পিসি বিল্ড করতেছি ।। বাড়িতে এক বছর আগে কাজ করছে। তো ওয়াল এ নতুন লাইন এর বোর্ড আর sdb তার এগুলো কিনছি।। তাহলে দেখতেছি কারেন্ট এর কাজ টা পিসি কম্পোনেন্ট আসার আগে করে ফেলা দরকারি।
বাসায় যদি নিরাপত্তা ডিভাইস ELCB অথবা RCCB লাগানো থাকে তাহলে কারেন্ট লিকেজ হওয়া বন্ধ না করা পর্যন্ত ELCB RCCB বেএকার ট্রিপ করবে। কোনভাবেই লাইন চলবে না। তারমানে গ্রাউন্ডিং করা বা আর্থিং এর মাধ্যমে রিকোয়েস্ট করেন কে মাটিতে প্রবাহিত করা চূড়ান্ত সমাধান নয়। শুধুমাত্র ব্রেকআপ ট্রিপ করার জন্যই।
Assalamu Vhaiy, Akta prosh no Chilo. Ami programing, Coding, Free launching korta shoru korta chai and MS Office er kichu Kaj To Ami aga kokhona PC Build kori Nai O Babohar O korinai Akdom Beginner to Ami Akta PC build Korta Chai Under 30000 Taker moddha. ASHA KORI REPLY DEBEN
120k er mdde pc build advice??processor, gpu,ram,ssd,Cooler uae teke anbo bd teke sobdike koyek hajar tk kom porbe.suggestion please Reason: productivity and sometimes gaming
Nasir Uddin bhaier kche question amr building er ashe pashe kono mati nei what should I do? And ami window grill die 7 mash dhre use krchi ekhno kono prblm hoynai. But I think I should solve it. PS: My building doesn't has grounding.
Ami dhaka e jei basha e bhara thaki beshir bhag socket e ground wire nai shei khetre ki internet dish line er moto ki bahirer thk oi temporary solution mane matir thk connection nia ground korbo naki ?
UPS এর input কি 3 core কিনা ? 3 core হলে 2 PIN পরিবর্তন করে 3 PIN লাগাতে পারেন, অথবা UPS এর বডি আর্থিং করা যেতে পারে, তবে দেখতে হবে UPS এর output যেন আর্থিং করা হয়
আর্থিন এবং নিউট্রাল সর্ট করে দিলেই হয়। সেক্ষেত্রে তারগুলো ফিক্সড থাকতে হবে। অর্থাৎ ওয়াল সকেটে সর্ট করে দিতে হবে। ভুলেও মাল্টি প্লাগে শর্ট করতে যাবেন না।
বাড়িতে 3 নম্বর কানেকসন টি নেই যদি মালটিপ্লাগ লাগিয়ে ২ পিন থেকে 2 টি লাইন আর ৩ নম্বর লাইনটি একটি রড পুতে মাল্টিপ্লাগ লাগিয়ে ব্যাবহার করা হয় এতে কি হতে পারে
@@zawhernos2541 sound thik thak e pai bt onno sob vdo theke sound ta ektu kom. Normally ami 100 theke 120 a sound rakhi (s10+) kintu pcb er vdo te full 150 deya lage 🥺
Amar basay kono arthing kora nay. PSU a hat dile shock kore. New setup korar por first day pc thik thak kaj korar por 2nd day r gpu er port kaj korena. 2nd day arek port use korar por 3nd day sei port o r kaj korena. Akhn pc off kore rakhci r chalanor sahos passina. Akhettre somossa ki hote pare r somadhan ki?
ক্যামেরার সামনে কথা বলার অভিজ্ঞতা খুবই কম ।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
ধন্যবাদ জামান ভাইকে স্টুডিওতে ইনভাইট করার জন্য ।
বিষয়টা সুন্দর বুঝিয়েছেন, ক্যামেরার সামনে আপনি নতুন হলেও আপনার আন্তরিকতা মন ছুঁয়ে গেছে | thank you bro.
❤
❤
😊
Sundor vabe kotha bolechen vai good job
ভাই ১০০% কাজ হইছে, এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর কার কি হইছে আমি জানি না আমি উপকৃত হইছি। ধন্যবাদ ভাই , দোয়া ও ভালোবাসা রইল।
কয়েক ঘণ্টা অনলাইনে ব্যয় করেছি বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য। অবশেষে সেটিসফাইড। ধন্যবাদ দুই বসকে।
আমি এই সমস্য অনেক ছিলাম, আপনার ভিডিও দেখে সমাধান পেলাম,
আমাদের দেশের ৯৫% বাড়ির আর্থিং ই ভুল, হাতুড়ে ডাক্তারের মতো হাতুড়ে ইলেক্ট্রিশিয়ান, বেশির ভাগ বাড়ির আর্থিং কিন্তু মিটার পর্যন্ত ই সীমাবদ্ধ, সকেট পর্যন্ত আসে না, আর্থিং শুধু নামের।
অতিথি ভাই যে ধাপ গুলো দেখালেন এবং যে পরামর্শ দিলেন তা একদম ঠিক,
ভাইকে ধন্যবাদ, সেই সাথে হোস্ট কেও ধন্যবাদ একটু ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য। ❤❤❤
সতর্কতা : দয়া করে কেউ এটা নিজে করতে যাবেন না। AC কারেন্ট মামা চাচা না, ভালোমতন একবার শক খেলে সোজা হাসপাতাল আর নাহলে ইতিহাসের অংশ হয়ে যাবেন।
একজন ইলেকট্রিশিয়ান দিয়ে করবেন। খেয়াল করবেন সে যেন অবশ্যই ভালো ও শিক্ষিত হয়। আপনি কি করতে চাচ্ছেন ব্যাপারটা যেন ধরতে পারে।
আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র । জানালার গ্রীলের সাথে গ্রাউন্ডিং করা আর বাইরে রড ব্যবহার করে গ্রাউন্ডিং করার কাজ দুটোই মোটামুটি সেইফ বলা যায় । কারন , পিসির ক্যাসিংয়ে যে লিকেজ কারেন্ট আসে তার পরিমান খুবইই অল্প থাকে , ভোল্টেজ বেশি থাকার কারনে আমরা অল্প শক অনুভব করি । যেটুকু অনিরাপত্তা আছে সেটা স্বাভাবিক গ্রাউন্ডিং এও হতে পারে । এখন প্রতিটা বাসা বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় ,যদি লিকেজ কারেন্টের পরিমান অত্যধিক বেড়ে যায় , যেটাতে মানুষ মারা যাবে ,ততটুকুতে সার্কিট ব্রেকার ওপেন ( বন্ধ) হয়ে যাবে । অনেকেই আমার মতো ভাড়া বাড়িতে থাকে আর সেখানে গ্রাউন্ডিং করা না থাকলে জানালার গ্রীল ছাড়া আসলে আমাদের কোনো উপায় থাকে না । অবশ্য , এ ব্যাপারে অভিজ্ঞ না হলে আমি কাউকে এমন আর্থিং লাইন করার পরামর্শ দেই না । আমিও জানালার গ্রীলের সাথেই আর্থিং ব্যবহার করি , এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই ।
Janalar grill e earthing dewar process ta ki bolben?
Process
Amar basay kono arthing kora nay. PSU a hat dile shock kore. New setup korar por first day pc thik thak kaj korar por 2nd day r gpu er port kaj korena. 2nd day arek port use korar por 3nd day sei port o r kaj korena. Akhn pc off kore rakhci r chalanor sahos passina. Akhettre somossa ki hote pare r somadhan ki?
অনেক কিছু শিখলাম এই একটা ভিডিও থেকে। ধন্যবাদ পিসিবি Builder কে এই কঠিন ব্যাপারটিকে এতো সহজ ভাবে তুলে ধরার জন্য। নাসির ভাই কেও আন্তরিক ভাবে ধন্যবাদ।
❤
Thank you, Nasir Vai and PCB for a real-life solution.
Yiu are welcome vai ❤
অসংখ্য ধন্যবাদ নাছির ভাই ও অরন্য জামান ভাইকে।
সকেটে অবশ্যই তৈরি করা গ্রাউন্ড বা আর্থিং সংযোজন থাকতে হবে-
তখন ডিভাইসটি আর্থিং লিকেস এবং বজ্রপাত সুরক্ষাতেও
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অন্যথায় কোন কাজে আসবে না....
বজ্রপাত আলাদা জিনিস। এর জন্য আপনাকে ছাদে লাইটেনিং এরেস্টোর লাগাতে হবে।
এটা শুধু মাত্র লিকেজ কারেন্ট এর জন্য, বজ্রপাতের জন্য ভিন্ন প্রোটেকশন লাগাতে হয়।
আরে এই ভাইকে তো আমরা পিসি বিল্ডার গ্রুপে দেখেছি অনেকের আর্থিং প্রবলেমের জন্য সে পরামর্শ দেয় ❤❤❤ Best Of Luck Bhai
Thank you 🖤
অসাধারণ একটা ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমরা যারা পিসি ইউজ করি অনেক সময় কারেন্টের কারনে আমরা শর্ট খাই। আশা করি এই ভিডিওটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং ধন্যবাদ জানাই পিসি বিল্ডার বাংলাদেশকে এত সুন্দর একটা কনটেন্ট উপহার দেওয়ার জন্য ❤❤❤।
অসাধারণ একটা ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও। আমার পিসিতেও এই সমস্যা আমি ভাবতাম এইটা কোন সমস্য। ধন্যবাদ পিসি বিল্ডার বাংলাদেশকে...
Sundor uddog, ai vaike sujog kore deyar jonno, May Allah bless and protect you & your family.
অভিজ্ঞ ভাইটি,❤❤❤, শিখার অনেক কিছু আসে ।❤
slight correction at 9.27
উনি সুন্দর বুঝিয়েছেন । কিন্তু লাইন অর্থাৎ ফেজ এবং নিউট্রাল এর স্থান পরিবর্তন এর সময় , ইলেট্রিকাল এপ্লাইন্স এ সাধারণত নিউট্রাল এর সংস্প্রশে আরতিং অর্থাৎ গ্রাউন্ডিং সংযুক্ত থাকে । এখন আপনি যদি মেইন সকেট এ ফেজ এবং নিউট্রাল অদল বদল করেন তাহলে আপনার ইলেক্ট্রনিক যন্ত্রে নিউট্রাল এর লাইনে ফেজ আসবে । ফলে বিদ্যুৎ যেহেতু সহযে মাটিতে যেতে পছন্দ করে তাই ফেজ অর্থাৎ লাইন এবং গ্রাঊন্ড এক হয়ে শটসারকিট তৈরী করবে ফলে অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে। তাই নিজে নিজে ওস্তাদী না করে টেকনিশিয়ান ডাকা ভালো>।😐😐😐😐
আমার এক্সের কারেন্টের কাছে এই ঝিমঝিমানি কোন ব্যাপার-ই না 😄😄😄
😅
👽
বুড়া মানুষেরও abr ex আছে 😂😂
@@obaid8861 Age is number only bro. And remember, I'm under 30. 😄
সবাই কে কারেন্ট খাওয়ার সুযোগ করে দিন।
অসাধারণ। খুবই প্রয়োজনীয় একটা ভিডিও।
অনেক অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম।
অপেক্ষায় ছিলাম, নাসির ভাই কখন ক্যামেরার দিকে তাকাবেন...একেবারে বিদায় বেলায় তাকালেন অবশেষে
শেষ এর বিষয় টা উনি ভুল বলছে । ফেজ কখনো নিউট্রাল হয় না । এসি কারেন্ট প্রতিমুহূর্তে দিক পরিবর্তন করে ।একটা প্লাস মাইনাস থাকে না । বাংলাদেশে যেহেতু ফ্রিকোয়েন্সি 50hz ।তার মানে সেকেন্ডে 50 বার কারেন্ট দিক পরিবর্তন করে ।যাই হোক এত কিছু আপনারা বুজবেন না ।ইলেকট্রিক্যাল এর স্টুডেন্টরা বুজবে। তবে আর্থিং করা অনেক গুরুত্বপূর্ণ।অনেক বড় বড় দুর্ঘটনা হয় আর্থিং না থাকার কারনে।আর আর্থিং না থাকলে যে বডি করেন্ট হয় এইটা ডিভাইস এর জন্য অনেক ক্ষতিকর । ডিভাইস এর লাইফটাই কমে যায় ।এছাড়া ভোল্টেজের আপডাউন এর কারনে অনেক বেশি করান্ট আসতে পারে।এইটা সক সার্কিটি এর কারণ হতে পারে।
যারা এত কষ্ট করে কমেন্ট টা পড়ছেন তাদের অসংখ্য ধন্যবাদ❤❤❤
pc er body theke akta cable neya grounding korle ki problem solve hobe, ami atai korce, akhon r sokh kore na
@@fozlurrahman3561 HM korbe..earthing sadaharonoto body tai lagano theka...but aita proper earthing nah...try korban aktu mota tar Diya earthing Korte...ER grounding ER jaiga ta jate halka Veja theka.... properly earthing koratai best Hoi...ate Kichu tk koroc hbe ...taile ER durghotoner kono Voi theka na..
আমার মনে হয় শেষের বিষয়টি তিনি সঠিক বলেছেন । কারণ কেউ যদি ভুল করে 2 পিন plug উল্টা করে socket এ প্রবেশ করায় তাহলে phase wire হবে neutral আর neutral হবে phase
@@UnknownUser-x2f অল্টারনেটর সম্পর্কে আপনার ধারনা আছে ভাই।যেইখানে ভোল্টেজের উৎপন্ন হয়।ঐগুলা অনেক গভীর বিষয়।আমরা বাসাবাড়িতে সিঙ্গেল ফেজ পাই।স্টার কানেকশনে 3 টা ফেজ 1 টা নিউট্রাল থাকে ।এইটা ফিক্সট ।এইটাকে বলা হয় 3 ফেজ পাওয়ার সাপ্লাই ।3 ফেজ এ সাধারণত 440 ভোল্ট থাকে।1 টা ফেজ আর 1 টা নিউট্রাল মিলে হয় 220 ভোল্ট।নিউট্রাল তার টা অল্টারনেটরের 1 টা ফিক্সট প্রান্তে থাকে।ওই প্রান্তে কোনো ভোল্টেজের উৎপন্ন হয় না। 2 পিন প্লাগএ দুইপাশে লাইন পাই কারণ এসি কারেন্ট দিক পরিবর্তন করে ।দিক পরিবর্তন বলতে কারেন্ট একবার পজিটিভ,একবার নেগেটিভ হয় । ডিসি এর মত এসি টা কারেন্ট একদিক এ যাই নাহ।ডিসি টা কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ এর দিক যাই বলে এর পজিটিভ নেগেটিভ ফক্সটেড।
রাইট ? আপনার ডিভাইসে তো আর আর্তিং লাইন গেলো না। কারণ আপনার ডিভাইসে এ মাথা ২ পিন। যদিও ৩ পিন হতো তাহলে তো আপনি উল্টা করে লাগাতে পারবেন না সকেট ফ্ল্যাগ এ
নরমাল ইলেকট্রনিকস নলেজ থাকলেই এটা সমাধান করা যায়।
that's not a big fact.
বিষয় টা অনেকজন কে করে দিছি তবে এতো সুন্দর করে বুঝাতে পারিনি। ধন্যবাদ।
অসাধারণ অনবদ্য উপস্থাপনা
darun kisu jinis siklam. Thanks 😍
জীবনমুখী আর ইনফরমেটিভ ভিডিও।
ধন্যবাদ ভিডিওটি আপলোড করার জন্য ❤
এই সমস্যা নিয়া লোকাল দোকানদারদের কাছে গেছে বিভিন্ন কথা বলে খরচ ধরাই দেয়, সমাধান আর দেয়না। আজ থেকে এই পদ্ধতিটা সবাইকে ধরাবো ব্যবসায়ীদের ইউপিএস ব্যবসায় লাল বাতি ধরাবো।
Vai amr sob ok korlam kintu amr jei power supply er 2 pin ekhon ata ki korbo bujtechi na ?
Pcb thake juggo reply fele khusi hoitam😊❤️🩹
এতো গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেন যে বেশিরভাগ মানুষের কাছে গুরুত্বহীন!!!!
ভাই... সংক্ষেপে ভিডিওটার একটু সামারি দিতে পারবে প্লিজ???...
zaman vai ki unare bonduk thekaye ansilen naki.? btw onk informative cilo onr kotha. thanks a lot 💙
😂😂😂❤❤
Onek helpful video bhai.
Thank you PCB and Nasir bhai🖤
🖤
oshadharon video vai. Very informative
amar laptope koyekdin jabot shock khassi, ami vabsilam laptop er fault. akn bujhlam asol ghotona, dhonnobad eirokom jibonmukhi videor jonno
ভাই যারা অনেক আগে থেকে পিসি চালান । তাদের অবশ্যই এই সমস্যা হইসে। জীবনে কত বার যে কারেন্ট খাইসি।।
thanks
nasir vaike aro viveo te dekte cai......
You are welcome
Thank you Jazakallahu Khairan
প্রয়োজনীয় একটা ভিডিও, Thanks a lot.
ভাই কিছু ওয়ারলেস কিবোর্ড নিয়ে ভিডিও বানান। যেগুলো মধ্যে RGB থাকবে❤
সবই ঠিক আছে। আমার ঘরেও সেম কাহিনি ছিল। এরপর মেইন যে মিটার তার আর্থিং থেজে তার দিয়ে মাল্টিপ্লাগে লাইন করে দিয়েছি কাজ হয়েছে। তবে এখানে কিছু প্রশ্ন আছে যদি কেও উত্তর যেনে থাকেন তাহলে জানাবেন প্লিজ:
১। আর্থিং এর এই লাইন করার ফলে কি কারেন্ট বিল বেড়ে যাওয়ার কোন সম্ভাবনা আছে?
২। আর্থিং করলে ইউপিএসের ব্যাটারি লাইফে কোন ইফেক্ট পড়ে?
১) আর্থিং তার সকেট থেকে সরাসরি মাটিতে যাবে, নিউট্রালের সাথে যুক্ত করা যাবে না । তাহলে বিলের সমস্যা হবে না ।
২) আর্থিং করা ভাল এটা সার্কিট এর জন্য ভালো, তবে ব্যাটারির লাইফ টাইম কমার সাথে তেমন কিছু নেই ।
Vhai, audio er dike kheyal deben please
Extension board a Earthing korle problem hbe?
Bhai onk helpful akta video.
অসাধারন প্রিয় নাসির ভাই। আপনার জ্ঞান সমুদ্র।
❤️❤️❤️
❤️❤️
sob thik ache but vai apnader video te sound eto kom keno, ektu sound increase kore diben
Just Tremendous technic ❤❤❤ and
Thank you PCB Bangladesh.
thank you so much PCB. it helped me a lot
10:35 আচ্ছা ভাই, ফুলের টবে আরথিংয়ের লাইন দিলে হবে না 🙂
Class 10 pass korar por pc use korar sujok hoy. tokhon ei problem a procilam. pore ekta still er scale er futay connection diye matir niche 2-3foot niche puute dei. tar por r ei problem hoy nai. XD
Alhamdulilla Alhamdulilla…. নাসির ভাইয়ের response… just wow🐸
Ato fast vai আপনার সাজেশন পেলে বেশি FPS pabo
😆😆😆
thank you. very very impotent subject.
অসংখ্য ধন্যবাদ ভাই ।
পিসি কিনার পরের দিনই এই আর্থিং করার জন্য লাথি দিয়ে বিক্রি করে দিতে চাইছিলাম 😑😑
😅 নতুন পিসি বিল্ড করতেছি ।।
বাড়িতে এক বছর আগে কাজ করছে। তো ওয়াল এ নতুন লাইন এর বোর্ড আর sdb তার এগুলো কিনছি।।
তাহলে দেখতেছি কারেন্ট এর কাজ টা পিসি কম্পোনেন্ট আসার আগে করে ফেলা দরকারি।
বাসায় যদি নিরাপত্তা ডিভাইস ELCB অথবা RCCB লাগানো থাকে তাহলে কারেন্ট লিকেজ হওয়া বন্ধ না করা পর্যন্ত ELCB RCCB বেএকার ট্রিপ করবে। কোনভাবেই লাইন চলবে না। তারমানে গ্রাউন্ডিং করা বা আর্থিং এর মাধ্যমে রিকোয়েস্ট করেন কে মাটিতে প্রবাহিত করা চূড়ান্ত সমাধান নয়। শুধুমাত্র ব্রেকআপ ট্রিপ করার জন্যই।
vi er kotha gula sundor
in this country most of the buildings do not have ground line.
ami je barite thaki sekhane proper grounding na thakar karore jokhon voiceover dei tokhn khub noise ase..perai aci.
Three pin multiplug use korle problem solve hobe?
accha amar pc line er shokol earthing ok ache , tarpor o dhorle shock korche halka. karonta ektu janale upokrito hobo bhai
মিটার দিয়ে আর্থিং এর তার পিসি থেকে মাটির গোঁড়ায় মেপে দেখুন, কোথাও গ্যাপ আছে ।
ধন্যবাদ ভাইকে
Assalamu Vhaiy, Akta prosh no Chilo. Ami programing, Coding, Free launching korta shoru korta chai and MS Office er kichu Kaj To Ami aga kokhona PC Build kori Nai O Babohar O korinai Akdom Beginner to Ami Akta PC build Korta Chai Under 30000 Taker moddha. ASHA KORI REPLY DEBEN
অসংখ্য ধন্যবাদ
অত্যন্ত প্রয়োজনীয় জীবনমুখী ভিডিও
120k er mdde pc build advice??processor, gpu,ram,ssd,Cooler uae teke anbo bd teke sobdike koyek hajar tk kom porbe.suggestion please Reason: productivity and sometimes gaming
video felt unnecessarily or forcefully extended but good video. nice and informative
electrical theory isnt same for everyone. maybe u can catch in a sec but not a general user
If not wrong, your electrical quite advance level, this video for beginners.
Airokom information wala video aro chai
Basay Earthing ache but ups theke nile ar kaj kortesena. Somadhan Need
UPS এর input and output 3 PIN কি ?
ভিডিওটা সিকোয়েন্স সেটিং বা এক্সপেক্ট রেশিও টা কত যদি একটু বলতেন কাইন্ডলি
amar bashar pc line shob 3 pin er tar poreo casing e current thake zai etar solution ke keo zanale vhalo hoto
Your earthing disconnected somewhere.
Integrated graphics neya akta details video chai....kon ta kamon
Very nice video 👍🌹🌹🌹
Amar to mama PC te hat dile shock to lagei tar shathe monitor chole jay mane off hoye jay abar on hoy 😅
bhai maa bole pc chalile naki ohnk current bill hoi, ektu bujia bolben jate mare bolte pari pc te beshi current use kore na
PSU কত watt এবং GPU আছে কি ?
GPU না থাকলে একটা পিসি সর্বোচ্চ ২ টা সিলিং ফ্যানের সমাধান বিদ্যুৎ খরচ হতে পারে ।
bhai gpu 1660super ase and psu 550 watt
@@Nasir_Uddin_Official
Nasir Uddin bhaier kche question amr building er ashe pashe kono mati nei what should I do? And ami window grill die 7 mash dhre use krchi ekhno kono prblm hoynai. But I think I should solve it. PS: My building doesn't has grounding.
Vaiya apnar comment dekhe ami nije ekhon window te arthing diye disi.. Alhamdulillah kaj hoise ❤
@@Mohammad_Nahid You're most welcome brother.
Vaiya Jadupc niye ki kono review anben ?? kom dame e pc ki sobar maje kmn hobe jodi ekta review korten valo hoto.
Osthir..
এই ভিডিও টা দরকার ছিলল❤
Oi vai eto nervous chilo je vai NPC hoiye gase
Ami dhaka e jei basha e bhara thaki beshir bhag socket e ground wire nai shei khetre ki internet dish line er moto ki bahirer thk oi temporary solution mane matir thk connection nia ground korbo naki ?
Good info
informative video thanks
আচ্ছা মিটার এর সাথে যে রোড গারা থাকে সেই রোডের সাথে লাইন দিলেও কি হবে?
হবে, তবে নিউট্রাল এবং আর্থিং এর সাথে করা যাবে না ।
ami shob jaigai 3 pin use kori, kintu amar ups er plug ta 2 pin... eitar kono shomadhan ache?
UPS এর input কি 3 core কিনা ?
3 core হলে 2 PIN পরিবর্তন করে 3 PIN লাগাতে পারেন, অথবা UPS এর বডি আর্থিং করা যেতে পারে, তবে দেখতে হবে UPS এর output যেন আর্থিং করা হয়
Vaiya ryzen 5700g processor a kon motherboard ta best hoba A450 nakii B550
ভাই ভিডিওতে কোন ক্যাবল দিয়ে মাল্টিপ্লাগ তৈরি করেছেন ?
Three Core Cable
@@chowdhuryfaisalmahmud7765 size koto vai ?
@@ankandas101 1.3 RM
আর্থিন এবং নিউট্রাল সর্ট করে দিলেই হয়। সেক্ষেত্রে তারগুলো ফিক্সড থাকতে হবে। অর্থাৎ ওয়াল সকেটে সর্ট করে দিতে হবে। ভুলেও মাল্টি প্লাগে শর্ট করতে যাবেন না।
Superstar er ei tester ta best local market e
amar laptop ar hdmi,headphone ar metal part short korce ki korte pari vai.ar effect ki hote pare
বাড়িতে 3 নম্বর কানেকসন টি নেই যদি মালটিপ্লাগ লাগিয়ে ২ পিন থেকে 2 টি লাইন আর ৩ নম্বর লাইনটি একটি রড পুতে মাল্টিপ্লাগ লাগিয়ে ব্যাবহার করা হয় এতে কি হতে পারে
তাহলে আর্থিং এর কাজ করবে । এমন করা যেতে পারে ।
আপনাদের অডিও এর সাউন্ড সব সময় কম হয় কেন। সব ভিডিও তেই।
Apnr device issue maybe
Ami poco f1 e properly sound pacchi
Without earphone
@@zawhernos2541 sound thik thak e pai bt onno sob vdo theke sound ta ektu kom. Normally ami 100 theke 120 a sound rakhi (s10+) kintu pcb er vdo te full 150 deya lage 🥺
@@inbangla9515 right sound kom
Pc arthin korle ki kono component ee jhamela kore?
কারেন্ট যত ছোটই হোক না কেনো একে ছোট ভাবা উচিত না
আমার একটা প্রশ্ন, আমি শুনেছিলাম আর্থিন করলে নাকি অন্যদের বিদ্যুৎ বিল আমাদের মিটারে কিছু চলে আসবে। এটাকি সত্য?
সঠিক ভাবে করতে হবে । তাহলে সমস্যা হবে না ।
Main Point Missing! প্রিপেইড মিটারে আর্থিং ডিসকানেক্ট করে দিসে, বিদ্যুৎ বিভাগ। এই ক্ষেত্রে কি করা যাবে?!
সকেটে থেকে সরাসরি মাটিতে আর্থিং করবেন, তবে আর্থিং এবং নিউট্রাল তার এক সাথে কানেক্ট করা যাবে না ।
Electrostatic Discharge(ESD)
You can use esd wrist strap to avoid shock
Assalamualikum vaiya....
50-55k er moddey laptop er review niye asen kichu💙
Amar basay kono arthing kora nay. PSU a hat dile shock kore. New setup korar por first day pc thik thak kaj korar por 2nd day r gpu er port kaj korena. 2nd day arek port use korar por 3nd day sei port o r kaj korena. Akhn pc off kore rakhci r chalanor sahos passina. Akhettre somossa ki hote pare r somadhan ki?
এই কারণে কি CPU অন হয় না??
ভাই বর্তমানে যে ডিজিটাল মিটার ব্যবহার হয়, তাতে কি এই পদ্ধতি অবলম্বন করলে বিদ্যুত বিল বেশি আসতে পারে?
মিটারের পরে আর্থিং এবং নিউট্রাল কখনো এক সাথে করা যাবে না । তাহলেই হবে ।
Vai setup dite dite 8 bar shock khawa sesh