মধুমতি মডেল টাউন গুড়িয়ে দেওয়ার ঘোষণা! || Modhumoti Model Town
Вставка
- Опубліковано 8 лют 2025
- সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করলেও, মধুমতি মডেল টাউনে হয়েছে শতাধিক ডুপ্লেক্স, পাঁচটি রিসোর্টসহ দুইশর বেশি স্থাপনা। আপিল বিভাগের রায় কার্যকরে গুড়িয়ে দিতে হবে এসব স্থাপনা। জলাধার ফেরাতে খনন করতে হবে ৯শ বিঘা জমির মাটি। পরিবেশবিদরা বলেছেন, হাতিরঝিলের বিজিএমইএ ভবন সরানো গেলে, মধুমতি মডেল টাউন অপসারণও অসম্ভব নয়।
....................................................................................................
Welcome to the official Independent Television UA-cam channel. Independent Television is a 24/7 news oriented satellite channel of Bangladesh. This channel is broadcasting news and talk shows related to news and current affairs, business, sports, entertainment and many more.
Contents of Independent Television are available In this UA-cam channel with regular updates.
Tune into Independent Television for 24 hour news on TV. Check out our facebook, twitter and instagram for regular updates.
..................................................................................................
Please Subscribe: / independent24tube
Find Us:
Official Site: independent24.com/
Facebook Page: / independenttvnews
Twitter Official: / independent24tv
Instagram: / independent.television
G+ Independent Television: plus.google.co...
#IndependentTelevision #ModhumotiModelTown #Bangladesh #IndependentTV #Live #News
যারা পকেট ভারী করে গ্রাহকদের স্বর্বস্বান্ত করেছে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক।
Yes
ক্ষতিগ্রস্ত হবে সাধারণ বাড়ি মালিকরা ।তাই সরকারের উচিত যদি গুড়িয়ে দিতেই হয় তাহলে প্রকল্পের মালিক পক্ষ থেকে ক্ষতি পূরণ নিয়ে সাধারণ বাড়ির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া।
এখানে বৈধ টাকার বাড়ি কয়টা আছে।সমস্যা নাই পাপ বাপকেও ছারে না।
কেনার সময় কি মাথার ব্রেইনটা পুটকির ভিতরে ঢুকায়া কিনছিল? বিল্ডিং তো ভাঙা হবেই ভাঙার টাকাও এদের থেকে নিতে হবে
আর কোম্পানির উপরের লেভেল থেকে পিয়ন পর্যন্ত সবাইকে কমপক্ষে দশ বছর করে কারাদন্ড সমস্ত সম্পত্তি বাজেয়াপ্তসহ ছোট থেকে দশ কোটি থেকে একশ কোটি করে জরিমানা অনাদায়ে আরও ১০বছর কারাদণ্ড লাগবে তাইলে সব সোজা হবে ভবিষ্যতে কোনও মাদারচোদ এরকম করার সাহস পাবেনা।
একমত
@@akhilbiswas1600 ২০০৫ সাল আর ১২ সালে হাইকোর্ট নিষেধাজ্ঞা দিছে তা কি জানা ছিল না??তারপরেও কিনল কেন?
Right100%
আমরা যখন ছোট তখন টেলিভিশনে দেখেছি মধুমতি "বসুন্ধরা "শাইনপুকুর অ্যাড দিচ্ছে। এখন যদি বলে এগুলো অবৈধ তাহলে ক্রেতাদের সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে ভাঙ্গা হোক।
গুড়িয়ে দেওয়া হোক, কিন্তু সাধারণ মানুষকে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক।
Kano Bhai? Shadharon manush ki murkho..? Tara jachai bachai na kore kinte galo kano? Atoh taka kamailo jei matha dieh shei matha ki lobve poira kaj Kora bondho koira dilo...? Fapor eh poira akhon borolok shadharon manush hoia galo na? Ahammok er bichar she ahammok...
আইন অমান্য করে যখন গড়ে উঠেছিল, তখন প্রশাসন কই ছিলো??... তখন বাধা দেয়নি বা আইন পদক্ষেপ নেয়নি কেন?
আমাদের ক্ষতিপূরন দিবে কে? মধুমতি তো গোপনে প্লট বিক্রি করেনি।তাদের এড ছিল,সাইনবোর্ড ছিল, জমি ও রেজিষ্ট্রেশন হইছে।আর এখন একটা বিশেষ মহল বলছে এটা অবৈধ। তাহলে আপনারা শুরুতে কি করেছেন।
Bnp
Aponi Kinar yaga jachai koranni j modhomoti kar kas hota kinasa?
বেচা বিক্রি শেষ তো কাহিনী শুরু
Tokhon chanda niche MP- Montrira.Even udbhodon o koira gechilo.
Apni khotipuron paben na. Karon apni jomi kroi kore oporadh korechen.sasti pacchen na etai apnar khotipuron
নিউজ শুনে, আমার খাবারের রুচি বেড়ে গেল। প্রকৃতির সম্পদ প্রকৃতিকে ফিরিয়ে দাও, দুর্নীতি নিপাত যাও।
গুড়িয়ে দেওয়া হোক।এটা উদাহরণ হয়ে থাকবে। যারা বাড়ি/ প্লট কেনে তখন কি বৈধ না অবৈধ তা দেখে কিনে না?? এরপরে কেউ এরকম দখল করা জায়গায় কিছু কিনতে গেলে একশ বার চিন্তা করে কিনবে।
Naimulislam Roni apnar abbar taka chilo?? Vangte to kosto lagena tai na
Right..😆😆😆
@@parvezmd9526 আমার আব্বার টাকায় তো আমি অবৈধ জায়গায় বাড়ি বানানোর আগে ১০০ বার ভেবে নেবো। তোর আব্বার টাকা দিয়া অবৈধ জায়গা/ বাড়ি কেনার আগে সেটা মনে ছিলো না? জায়গাটা কি তোর বাপের???
Naimulislam Roni fokinnir bacha.. jater porichoi to diya dili.. are beta jikhon advrts cholcilo tokhn koi chili tora.eto gula bldg 1 dinei ki hoice?? Dalaler bacha dalal.. ar esob venge jadhar baniye ki satar katbi?? Jel jorimana korlei to hoo. Somoporiman takar
@@parvezmd9526 চুপ কর শালা অবৈধ দখলদার, চোর। চুরি করে, ঘুস দিয়ে দালালি করে জনগনের নদী, জমি দখল করে এখন এসেছিস সাধু সাজতে??? তুই আমাকে কি হিসেব বোঝাস?? জখন এইসব অবৈধ জায়গায় বাড়ি বানিয়েছিলি কারো কাছ থেকে অনুমতি নিয়ে বানিয়েছিলি??? এখন ভাংতে গেলে তোদের অনুমতি নিতে হবে নাকি? তখন মনে ছিলো না??? সব ভেংগে চুরমার করে দেওয়া হবে অপেক্ষা কর। যাদেরকে ঘুস দিয়ে এসব বানিয়েছিলি এখন তাদেরকে ধর গিয়ে, ক্ষতিপূরণ চা তাদের কাছে।
সরকারের উচিত এই আবাসন না ভেঙ্গে সরকারের অধীনস্থ নেওয়া উচিত কারণ এটা দেশের সম্পদ নষ্ট করা ঠিক হবে না
যারা কোন নিয়ম নীতির তয়াক্কা না করেই এগুলোর অনুমোদন দিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া উচিত।
যখন এই প্রতিষ্ঠানগুলো তৈরী হয়েছিল তখন কোথায় ছিলো আইন।
এটা যে সময় করা হয়েছে তখনি দেখা উচিৎ ছিল।সবাই ভাংতে পারে গড়তে কেউ পারে না
Bokacuda
Court er stay order silo kintu kew stay order care koreni
আদালতের আদেশ অমান্য করে তৈরি করা হয়েছে।
এখন কি অবস্হা এটার
শুধু খনন করলে হবে না, সাথে সাথে এই প্রকল্পের মালিককেও আইনের আওতায় আনতে হবে এবং যারা এই প্রকল্পের প্লট কিনেছেন তাদেরকে ক্ষতিপুরনও দেওয়ার ব্যবস্হা করতে হবে।
ভাই বলতে গেলে খারাপ শোনাবে যখন এডভেটাইজ দিয়া জমি বিক্রি করল তখন প্রশাসন ঘুমাইয়া ছিল টাকা হাতাইয়া নেয়ার পরে জাইগা উঠছে
এটাইত বলছি যারা অনুমোদন দিল তাদের ধরে সাত বছরের জেল দিক।
Keu onumodon dey nai. Modhumoti model town jokhon shuru hoy tokhon khomotay chilo bnp 2002 shale. Tara lake bhorat korse, plot baniye sell korse.. Bnp o taka paise. Tarek Zia taka paise.
Awami league shorkar ashar poreo etodin porjonto khomotar jore adaloter adesh omanno kore advertising korse. Plot sell korse. Awami league ero kisu pati neta dirnitibaj ra taka khaise.
Ar bekkol shadharon jonogon eshob plot kinse.
Jekono khal/lake/nodi/ pani bhorat kora jayga jomi kena uchit na.
@@SHANK_Ambitions কিন্তু এটার জন্যত প্রকল্পের মালিকদের জবাব দিহিতায় এনে শাস্তি দেওয়া উচিত, কিন্ত যারা প্লট কিনেছে তাদের ত কোন দোষ নেই। দেশে একটা সাংবিধানিক সরকার আছে, ছিল এবং থাকবে। তাহলে সরকার অতিত থেকে শুরু করে যারা এ প্লট বিক্রি করেছিল তাদের কেন এ সরকার এরেস্ট করছেনা। তারা ভাল করেই জানত এসব প্রকল্প বৈধ না। তারা এসব বিক্রি করে যা টাকা কামিয়ে নিবে আর পরে যারা এখানে জমি কিনবে ও বাড়ি বানিয়ে ফেলবে তারা ঝুকিতে পরবে এটা জেনেই তৎকালি রাঘব বোয়াল ও বর্তমান সরকারের রাঘবরা মিলে এসব করেছে। তাহলে যারা কিনল দাদের কেন দোষ হবে। জমি বিক্রি করেত তারা কোটি কোটি টাকা কামিয়ে ধনী হয়ে গেছে। তাহলে তাদের টাকা কেন সরকার নিচ্ছেনা😡😡😡😡😡মাঝখানে জমি ক্রয়কারীরা বিপাকে পরেছে। এটাত সরকারকে বিচারের আওতায় আনা উচিত।
@@shujjomukhi3654 bichar hole to jobab dihita ashbei.. shastio hobe..
jara kinlo tader dosh thakbe na keno?
onnay je kore ar onnay je shohe duijoni oporadhi...
eta je oboidho ei khobor ageo prochar hoise. keu ondher moto ashe pasher khobor na jene eto takar jomi kine felbe ta to hoy na.. mane tar takar ovab nai..
allah ja kore bhalor jonnoi kore..
shorkar ke bicharer aotay anbe keno? bujhe kotha bulen. adaloter adesh chilo je eta oboidho. Metro makers shei adesh omanno korse. ekhane shorkarer dosh nai.
Apni adalot omanno kore oporadh korle apni doshi. shorkar na.. shorkar takder atkanor cheshta korse. ekhon successful hoitese. ekhon bicharer bebostha kora hobe.
ar kon shorkar ke dosh diben? BNP to khomotay nai.
@@SHANK_Ambitions L Souza o707788888
মধুমতী মডেল টাউন হয়েছে এখন পাপের আখড়া, এমন কোনো অপকর্ম নেই যা সেখানে হয়না।
অবৈধ জানার পরেও তারা কিনেছেন টাকার গরমে পুড়িয়ে দেওয়া হোক ভবনগুলি
এই সকল কম’ কান্ড বারবার দেখে আসছে জনগন ... তাই সরকারের উচিত আইন করা আবাসন প্রকল্পের জন্য হাইকোর্টের অনুমোদন নেওয়ার বাধ্য বাধ্যতামূলেক বেন্চ গঠন করা যাতে জনগনের সারাজীবনের কষ্টাজিত শেষ সম্বল জলে না পড়ে..
অবৈধ হলে শুরু থেকে বাধা দিলেন না কেন? ঘুষ না পেলে হয়ে যায় অবৈধ। গ্রহকদের ক্ষতিপূরন দিবে কে?
এই মধুমতি কী এক দিনে হয়েছে? কেন ঐসময় আমাদের আইন বিভাগের পক্ষ থেকে কাজ সম্পূর্ণ বন্ধ করে দেয়া হলো না ? যদি মাননীয় আদালত নির্দেশ দিয়ে থাকেন এটা অবৈধ, তার পরও কোন খুটির জোরে এ পর্যন্ত এগিয়েছে??
রায় কার্যকর হওয়া মানে বিচারের প্রতি শ্রদ্ধাশীল,যাতে সকলে সতর্ক হই।
ধন্যবাদ মাননীয়া এডভোকেট...
১৯৯৬ সালে সাভার যেতাম রাস্তার দু পাশে ধান ক্ষেত পানি কত সুন্দর ছিল।
অবৈধভাবে থাকলে তা তো অবশ্যই ভাঙতে হবে আইনগতভাবে
এই সব বাড়ি গুলি ভেঙে দিলে কেও আর সাহস পাবেনা জলাসয় ভরাট করে বাড়ি বানাতে, আসা অতি তারাতাড়ি বাড়ি গুলি ভেংগ দিবে, আর জারা প্লট বিক্রি করেছে তাদের কাছ থেকে ক্ষতি পূরনের টাকা আদায় করা হোক
এগুলা বানানোর আগে কোথায় ছিলা তোমরা
যখন প্লট বিক্রি করে তাও আবার টিভিতে এড দিয়ে তখন কোই থাকে সরকারি লোকজন??? ফাইজলামির শেষ কোথায়
অবৈধ তো অবৈধই এবং অবৈধ টাকা দিয়েই তৈরি করা হয়েছে এইসব বাড়ি। সুতরাং হাইকোর্ট কে অনেক অনেক ধন্যবাদ।
এত হাজার হাজার টাকা নস্ট করে কি হবে?
দেশের মানুষের ক্ষতি, দেশের ক্ষতি।
যখন প্লট বিক্রয় করা হচ্ছিল তখন এরকম ব্যবস্থা নিলে আজ এত ক্ষতির সম্মুখীন হতে হত না।
দেশের মানুষ না বাচলে নদী বাচিয়ে লাভ কি?
এগুলো ভেংগে দিলেও এই পরিমান জায়গা ৫০ বছরের খনন হবে কিনা সন্দেহ।
এমন সারা দেশে যত জায়গা আছে সব উদ্ধার করা হক ৷
কি করে সরকারি কর্মকর্তা এসব প্লোটে বিল্ডিং করার অনুমিতি দেয় তাদের কেন বিচার হবে না
তাড়াতাড়ি সব ভেঙ্গে ফেলা হোক। আদালতের রায় কার্যকর করা হোক।
এতো বড় একটা স্থাপনা দেশে তৈরী হ'লো আর কর্তা ব্যক্তিরা চুপ করে ছিলো? Fantastic সচেতনতা, দেশের দায়ীত্বশীল মানুষের চারিত্রিক বৈশিষ্ট কি? দেশের মানুষের বুদ্ধি কেমন? দীর্ঘদিন যাবৎ আইনী জটিলতা চলছে আর পাশাপাশি বিনিয়োগ চলছে? চমৎকার কমনসেন্স?
কিছু টাকা দিলেই রায় চেঞ্জ হবে আর ভাঙ্গা লাগবে না খালু জান!!
নির্মাণের সময় বাধা দেওয়া হয় নি কেন। সরকার কি শুরু করছে এগুলা। শত শত কোটি টাকা খরচ এগুলা বানানোর পরে এখন বলছে অবৈধ. 😧
ভাই শেষ প্রযন্ত অবৈধর পক্ষে কথা বললেন।
@@shohebsarker6016 vhai kotha ta age vhalo kore porun..vhaia shorkar k bolse...aita shorkar er daitto tkhon Kno shorkar action dei nai...dui ber sorbbocho adalot ovoidho korar por o Kno tader proti action niya hoi nai...ber ber proman hosse shobai aain er vhokkhok...
prince Roman সরকার এতদিন করেনাই বলে আজীবন করবেনা ? ডাকাত ও তো একসময় ভাল মানুষ হতেচাইতে পারে। অতীতে যারা অপরাধ করেছে , তাদের কারনে নতুন প্রজন্ম সৎ হতে পারবেনা ? অতীতে যারা আমলা , সরকারী লোক ছিল , তারা মরে ভুত হয়ে গেসে। নতুন প্রজন্ম সুখী , সৎ , দুর্নীতিহীন বাংলাদেশ বানাতে চায়। এখানে খারাপ কোথায় ? আমাদের উচিত সবসময় ভাল কাজে উৎসাহিত করা। সবসম খারাপ কাজের সাথে তুলনা করা না।
@@Chupkotha21 oi vhalo kaj gula Jodi age badha deya hoto.thole dehser Ortho shompod r notun Kore dhonsho Kore koti koti taka khoroch Kora lagto na. R oprrad k prosroi dei bolei aiyn shotik bebohar thik shomoi Hoi nah bolei manush r o durniti jaliati dokholdari te besto hye poerse...
বিএনপির সময় তৈরি হয়েছে।
অবৈধ এই মডেল টাউন 20বছর আগেই অবৈধ, উচ্ছেদ অভিযান শুরু করা দরকার।
আবাসন প্রকল্পের নামে যারা সাধারণ মানুষদের ক্ষতি গ্রস্হ করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া উচিত এবং যারা অতি উৎসাহিত হয়ে কালো টাকা সাদা করার জন্য মধুমতি মডেল টাউনে আবাসন গড়ে তুলেছেন তাদেরও আইনের আওতায় নেওয়া উচিত।
রাজকীয় প্রাসাদ কোন মধ্যবিত্ত সমাজের লোকের পক্ষে করা সম্ভব নয়।
অতিদ্রুত উচ্ছেদ অভিযান চালানো হোক,,
Good👍👍 news😳😳😳😳 Bora Bor,
আইন সবার জন্য সমান ভেঙে দেওয়া উচিত কারণ হাইকোর্টের রায় দিয়েছেন দুই দুইবার তারপরে কিভাবে তারা অমান্য করে বড় বড় বিল্ডিং বানায় এটাই শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়া ধন্যবাদ
❌❌❌❌❌❌
✅ যখন অবৈধভাবে এসব নির্মাণ করা হচ্ছিল তখন সরকার তথা আইন প্রয়োগকারী সংস্হা কি কালো চশমা পরা ছিল - ❓❓❓
মধুমতি হাউজিং এর মালিক দায়ী। তাকে শাস্তির আওতায় আনা হোক।
এটা মানা যায় না,সাধারণ মানুষকে এভাবে ঠকানো।তাহলে টাকা দেয়া হোক যারা বিক্রি করেছে
সবাই মধ্যবিত্তের সম্পদ নিয়ে ঠাট্টা করছে,বিলাস বহুল বাড়ি কোথায় নেই,যার সামর্থ্য আছে সেইতো বিলাসী জীবনযাপন করে!সরকারী/রাজউকের বিভিন্ন প্রজেক্টে যেমন মধ্য বিত্তের বাড়ি আছে তেমনি বিলাসবহুল বাড়ি আছে।তাছাড়া অনেকেই নানা দুঃখে ও চিন্তায় আজ ১৫/১৬ বছর পরেও বাড়ি করার সাহস করেনি আদালত ও "বেলা" র ভয়ে!বেলা'র পরিচালক মহিলার ভাব দেখে মনে হয় তিনি নিম্ন বিত্ত ও মধ্যবিত্ত প্লট মালিকদের অপমান করছেন।ধিক শত সহস্র ধিক,চলমান নীতি ও বৈষম্যমূলক আচরণ নিপাত যাক।
যে গুলো হয়েছে সেগুলো না ভাঙ্গাই ভাল ।
যারা ফ্ল্যাট/ ফ্লাট কিনছে তাদের কি দোষ বুজলাম না।
সরকার তাদেরকে ব্যবসা করার অনুমতি দিছে ঠিক কিন্তু সঠিক মনিটরিং করে নি।
তাই এমন হইছে।
সরকার এবং প্রশাসন কে অনুরোধ করছি দ্রুত এগুলো ভেঙে গুড়িয়ে দেয়া হোক কারণ নদী বাঁচলে দেশ বাঁচবে
এটা গুড়িয়ে দেওয়ার আগে যারা এখান থেকে প্লাট ক্রয় করেছে তাদের টাকা পেরত দিতে মধুমতী মালিকানাদিনদের আইনি নোটিশ দিন যাতে সাধারণ মানুষ ক্ষতিগস্থ না হয়,,মধুমতী সরকার গুড়িয়ে দিবে যারা যারা প্লাট ক্রেতা তাদের কি হবে ওটা চিন্তা করুন,,
সরকার ও মধুমতি মডেল কতৃপক্ষকে গ্রহকদের প্রতিটি পয়সা বুঝিয়ে ফেরত দিতে হবে।
ধন্যবাদ অবৈধ।
বাড়িগুলি না ভেঙে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হোক। তাতে সরকারে লাভ হবে বলে মনে হয়।এইটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতা মত।
চিত্র নায়ক রিয়াজ কোথায় গেল ?? সাধারণ মানুষের টাকা দিবে কে।
Arrest the criminal owner of the housing company and put him in the jail for 30 year's...Government need to make new stronger laws for bhumidoshu !!!
Tik ache valo uddug niyeche adalot
এখান থেকে শিক্ষা নেয়ার আছে অনেক কিছু৷
যারা জমি কিনে বাড়ি বানিয়েছে তাদেরত কোন দোষ নেই। এসব প্রজেক্ট যদি অবৈধই ছিল তাহলে কেন সাধারন মানুষ তাদের পুজি বিনিয়োগ করে জমি কিনে বাড়ি বানিয়েছে তারা ভুগবে। যাদের নাকের ডগায় এসব প্রজেক্টকে অনুমোন দিয়েছিল তাদের থেকে খতিপূরন নিক। আর প্রজেক্টকে পুরো না গুড়িয়ে যতটুকু নিলে কাজ হবে ততখানি নেওয়া হউক।
This is a serious problem. Criminals must be punished and innocent buyers need to be compensated. Govt is expected to establish rule of law.
সব ভাঙেন নদী বাচলে দেশ বাচবে।কোন ক্ষতিপূরণ দেওয়ার দরকার নাই।সরকার এগুলো গুড়িয়ে দেওয়া হোক।
একদম ঠিক আছে, যাচাই বাছাই না করে কেনে কেন। লোভি সব।
ধন্যবাদ মহামান্য আদালত ।
একদম সঠিক
এদের সবাইকে আইন এর আওতায় আনতে হবে,কেন আদালতে কথা অমান্ন করা হল।।
Nice judgement, order palon kora hok.
অভিনন্দন
সরকারি জায়গায় ঘর উঠালে কিছুই অনুমতি লাগে না এখন অনুমতি ছাড়াই ভেঙে ফেলা দরকার
এই দেশে আইন আছে যে আদালতের নির্দেশ মেনে চলবে
এই গুলো ভেঙ্গে ফেলে দেশেরে ক্ষতি হবে এরচেয়ে যারা এগুলো দুর্নীতি করে করেছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে আইনগত ভাবে শাস্তি দেওয়া হোক
মানুষের ক্ষতিপূরণ দিলে হবে সব টাকা ফেরত দেয়া লাগবে
সারা জিবনের সঞ্চিত টাকায় ক্রয়কৃত প্লট মালিকদের দিকে তাকিয়ে হলেও বিষয়টা মানবিক দৃষ্টিতে দেখা হোক ।।
Were the authorities asleep when Metro Makers sold these plots? The project was widely advertised on TV, radio, and billboards. I purchased my plot 26 years ago, completed all legal procedures, and paid revenues multiple times.
Now being told I have no right to this land is shocking. Many constructions in the same area face no objection-why target Madumoti Model Town? This is unfair and discriminatory. RAJUK must reconsider and ensure justice for legal plot owners.
সর্বোচ্চ আদালতের কেউ মনে হয়,রড-সিমেন্ট ব্যবসায় জড়িত।🐸🐸🐸
মালাউনের বাচ্চা বাংলাদেশেরটা খাস আর মন পড়ে থাকে কলকাতায় এখানে মজা চোদাচ্ছিস কেন? ইন্ডিয়া যা হিন্দুর বাচ্চা
কেনার সময় কি মাথার ব্রেইনটা পুটকির ভিতরে ঢুকায়া কিনছিল? বিল্ডিং তো ভাঙা হবেই ভাঙার টাকাও এদের থেকে নিতে হবে
বাংলাদেশের সব হিন্দুকে লাথি মেরে ভারত পাঠিয়ে দিয়ে তাদের জমি দিয়ে আবাসন প্রকল্প করুক।
আগে সব পানি পানি ছিল চোখের সামনে কি হয়ে গেল, শুধুই দেখলাম
বিএনপি সরকারের আমলে এই মধুমতি টাউন অনুমোদন দেয়া হয়।
দেশের সম্পদ ভেঙে দেয়া ঠিক হবে না
Stop corruption, save Bangladesh.
গুড়িয়ে দিতে পারবে না আাদালাত,যদি পারতো তাহলে আগে গুড়িয়ে দিতে পারতো
যারা এই প্লট বিক্রি করেছে তাদের কাছ থেকে ক্ষতি পুরন আদায় করে যারা ক্ষতিগ্রস্ত হবে
দেশদ্রোহী সন্রাসী তৈরির কারিগর গুলোর কাছে আদালতের কোন মূল্য আছে.....
এ গুলি না বেংঘে সরকার নিলাম করা হোক না হয় গরিব মানুষ কে দেয়া হোক।
নিত্য-নতুন ভিডিও দেখতে SUBSCRIBE করুন
ua-cam.com/users/BorderFreeFamily
এতো সুন্দর একটা প্রকল্প ঘুডিয়ে দিয়ে দেশের সম্পদই নষ্ট হবে। উচিত বিকল্প কিছু চিন্তা করা।
যখন আবাসন প্রকল্পের কাজ শুরু হয় তখন আদালত এবং পরিবেশবিদরা কোথায় থাকেন। এসব বাড়ি যদি ভাঙতে হয় অবশ্যই ক্ষতি পুরন দিয়েই ভাঙতে হবে। যেসব দালাল সাংবাদিকরা এখন বিল্ডিং ভাংতে উৎসাহ দিচ্ছে ওদের পত্রিকা এবং চ্যানেলে কিন্তু এসব আবাসিক প্রকল্পের চটকটার বিজ্ঞাপন প্রচারিত হয়েছে।
If Modhumoti illegal then what about Bashundhara Baridhara? Is the whole Bashundhara fully approved up to Q block, if not what BELA did or will do.Parhaps Rezwana had better deal and rewards from Bashundhara...
এটা কি ভেঙ্গে না দিয়ে সরকারি ভাবে এটা কি পরিচালনা করা হোক সরকারের এবং সাধারন মানুষ চেনা যেতে পারে উপকৃত হয় এরকম উন্মুক্ত করা হয় ক্ষতি না হোক
বসুন্ধরা সহ সব আবাসন গুরিয়ে দেয়া হোক
এত টাকার মালিক তারা কিভাবে হয়?সব অবৈধ টাকা?গুড়িয়ে দেওয়া হক?
উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে টাকা🍒, জায়গা মত অর্থ দিলে সব ঠিক
কিছু করার নেই । আইন অমান্য করে শান্তি পাওয়া যাবে না । বরং কুড়ে ঘরে থাকুন, নিশ্চিন্ত থাকুন । কষ্ট পাবেন না।
গ্রাহকের ক্ষতিপূরণ করার কথা আদালত বলে না কেনো?
It's not good for country because of reality and fixed assets can't destroy if possible help them to legal way how the development the government. If damaged or destroyed not solution. Economically big lost and suffering.
Iqbal sir apnara & prashon khothai chilo oi alakar mp DC poru shovar chairman Rajuk khothai chilo?
Itis very good way of laring
অনেক কিছু বেরিয়ে আসতে পারে যদি সঠিকভাবে তদন্ত করা হয়।
অবৈধ জেনেও এই প্লট কেনা কত টুকু যুক্তিযুক্ত ??
এটা না করে গরীব মানুষ কে থাকার জন্য ব্যাবসতা করে দেন।
এতদিন কোথায় ছিলেন প্রশাসন? এখন যারা প্লট কিনেছেন তাদের কি হবে ? এর দায় ভার সংশ্লিষ্টদের নিতে হবে।
প্রশাসন কি করবে? ২০০৫ সালে অবৈধ যেনেও কেন প্লট কিনতে গেলো?
@@ratulgamer8289 jara 2005 ar age kinacha tader ki hobr. Nabujhe koment koren keno.
Good 👍
আদালত আবুল।আর সরকারি চাকুরী জিবি গুলারে কি করা উচিৎ?
মধুমতি মডেল টাউনে যারা প্লট কিনেছে তাদের টাকার কি হবে?
আদালত অবৈধ ঘোষনা করার পরে প্লট বিক্রি করে কিভাবে? যখন ঐ প্রকল্পের মালিক আদালতের রায় থাকা সত্তেও প্লট বিক্রি করছে, তখন তাকে কেন জেল হাযতে ভরা হলো না??? মানুষ এখানে কোটি কোটি টাকা ইনভেষ্ট করার পরে আদালতের মনে পরছে??!!! স্বাধারন মানুষের এই কোটি কোটি টাকা কি আদালত/রাষ্ট্র ফেরত দেবে??
asdfghjklmnbvcxz816 সব ভেংগে গুড়িয়ে দেয়া হোক। এখানে যাদের বাড়ি আছে তারা মোটেও অসহায় না। তারা এখন মিথ্যা নাকি কান্না শুরু করেছেন । অথচ খোজ নিলে দেখা যাবে এদের প্রত্যেকের কোটি কোটি টাকা জমি ফ্ল্যাট আরো অন্য জায়গায় আছে। ওখানে গিয়ে তারা উঠুক। সরকারের জায়গা , জনগনের জায়গা। এটা ফিরিয়ে দিতেই হবে। মুধমতিতে যে ডুপ্লেক্স বানায় , সে গুলশান বনানীতেও বানিয়ে রেখেছে। ঢং করার জায়গা পায়না। আমি ব্যাংকার , তাই আমি জানি ব্যবসায়ীদের মাত্র একটা বাড়ি থাকেনা। নামে বেনামে প্রচুর সম্পত্তি থাকে। এমনকি আমেরিকা - কানাডায় পর্যন্ত বাড়ি থাকে। এখন তারা গরীব সাজতে এসেছে। যখন ঘুষ দিয়ে ভুয়া কাগজ বানিয়েছে , সেই ঘুষের টাকা কোথা থেকে পেয়েছিল। এত বছর শুটিং ক্লাব হিসেবে ভাড়া দিয়ে রেখেছে , সেই টাকা কি হাওয়ায় উড়ে গিয়েছে ? কোটি কোটি টাকা উপার্জন করেছে , সেটা কি চিবিয়ে খেয়েছে ?
@@Chupkotha21 beadop mohila.akbane banglo acha matro 5 ta. Kintu khali plot ache 15000 ta ja gorib o madhabitta manusher
.o bshitvhg kena hoecha adaloter adesher age.na bujhe porer khotite ato maza pao keno
.
ভেংগে ফেলা হোক।