আবেদ সিরাজ প্রমাণ করেছেন ‘বয়স একটি সংখ্যা’ মাত্র।। Graphic Design Success Story

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2024
  • আবেদ সিরাজ প্রমাণ করেছেন ‘বয়স একটি সংখ্যা’ মাত্র-
    বয়স ৬০ পেরিয়ে গেলেই মনে হয়, আয়ু ফুরিয়ে গেলো, জীবনের কাছ থেকে পাওয়ার মতো কিছু নেই। কিন্তু আমাদের সেই ভাবনাকে বদলে দেওয়ার জন্যই আলো হয়ে আসেন আবেদ সিরাজের মতো হার না মানা মানুষ। যাকে বয়সের ভার নত করতে পারেনি, নত করতে পারেনি কথা বলার জড়তাও। নিজেকে নতুন করে গড়ে তুলতে ভর্তি হয়েছিলেন ক্রিয়েটিভ আইটির গ্রাফিক ডিজাইন কোর্সে। নিজ পরিশ্রম, চেষ্টা আর হাফিজ স্যারের দিকনির্দেশনায় কোর্স চলাকালীনই Freelancer.com এ কন্টেস্ট জয় করেছিলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক, অর্জনের ঝুড়ি ভারী হয়েছে। বর্তমানে Upwork.com-এ Top Rated Freelancer এবং Fiverr.com-এ Level-2 সেলার হিসেবে কাজ করছেন। LEDP থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করেছেন, সেখানেও পুরস্কৃত হয়েছেন।
    তরুণদের প্রতি এই সিনিয়র সিটিজেন এর পরামর্শ হলো - ‘হাল না ছেড়ে ধৈর্য ধরে লেগে থাকো, সফলতা আসবেই’।
    আপনিও যদি নিজেকে আইটি সেক্টরে দক্ষ করে গড়ে তুলতে চান তবে ক্রিয়েটিভ আইটি আছে আপনার পাশে। আমাদের কোর্স সম্পর্কে যে কোন তথ্য জানতে,
    ইনবক্স করুনঃ m.me/creativeitinstitute
    কল করুন - 01777308777, 01624666000, 01624888444
    সরাসরি ভিজিট করুন-
    ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট (মেইন ক্যাম্পাস)
    মমতাজ প্লাজা (৫ম তলা),
    ল্যাব এইড হাসপাতালের বিপরীত পাশে
    বাড়ি- ৭, রোড- ৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫
    #CREATIVEITINSTITUTE #CareerInIT #skilldevelopment #graphics #successstory

КОМЕНТАРІ • 5

  • @pritom3135

    creative IT cybersecurity course ta asbe kkhn?

  • @rokeyaakterrina2726

    অনেকেই বলে গ্রাফিক্স ডিজাইন শিখে এখন আর লাভ নাই ভবিষ্যতেও গ্রাফিক্স ডিজাইনের কোন ডিমান্ড থাকবে না। এই বিষয়ে যদি কিছু বলতেন।