আমি নিজে এই ফোন ব্যবহার করছি প্রায় ৯ মাসের উপরে ৷ দাম নিয়েছিল (৮/১২৮) ২০৫০০/- আলহামদুলিল্লাহ দাম অনুসারে যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছি ৷ এখনো পর্যন্ত বিন্দুমাত্র কোন সমস্যার সম্মুখীন হয়নি ৷
আমি রেডমি নোট 12 ইন্ডিয়ান ব্যাবহার করছি। অলরেডি hyperOs এ আপডেট দিয়ে ব্যাবহার করছি। সত্যি কথা বলতে নতুন আপডেট এ আগের চেয়ে অনেক ভালো চলছে। অভারঅল সবকিছু একটু মডিফাইড মনে হচ্ছে। এই বাজেটে অন্য ফোনের চেয়ে এগিয়ে আছে বলে মনে করছি। তারপরেও HyperOs নিয়ে এই মোবাইল কেমন পার্ফরমেন্স দিচ্ছে তা নিয়ে আপনাদের ভিডিও চাই। ❤
আমি ব্যবহার করছি। সব দারুন, বাজেটে বেস্ট। জিক্যাম ব্যবহার করলে দারুন পিকচার ক্যাপচার হয়। hyperos update eshce aj. Akhono deinay update.. ব্যাটারি ব্যাকআপ ও ভালো, কোনো হিটিং নেই, ১২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাই, আমি গেমিং ও করি। আলহামদুলিল্লাহ এখনো ভালোই চলছে😊
@@MDMehedi-si9gc vai ami ai 1month holo phone nea! thokon miui 14.0.6 selo security update deaselam pore miui 14.0.14 holo! ami akhono hyperos update deinai. ai miui 14.0.14 a kono bug ase!?
আপনি যে সমস্যার কথাগুলো বলেছে তার সবগুলোই সত্যি এবং আমার সাথে সবগুলোই হচ্ছে।আমার ফোনের মডেল হচ্ছে-৪/১২৮।একটা আপডেট দিছে তারা কিন্তু আমি আপডেট করতেছিনা ভয়তে। যদি এভেবেই ভয়ে ভয়ে ফোন চালাতে হয় তাহলে শাওমি নিজের অজান্তেই বাই বাই জানিয়ে দিবো।
আমি নিজে এই ফোন ব্যবহার করছি প্রায় ৯ মাসের উপরে ৷ দাম নিয়েছিল (৮/১২৮) ২০৫০০/- আলহামদুলিল্লাহ দাম অনুসারে যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছি ৷ এখনো পর্যন্ত বিন্দুমাত্র কোন সমস্যার সম্মুখীন হয়নি ৷
২ মাস আগে কিনেছিলাম ৬/৬৪ ১৫ দিন ব্যবহার করছি অনেক প্রব্লেম পাইছি এবং কি বেটারি ফুলে গেছিল ফালতু একটা ফোন.. এখন বর্তমানে Realme 10 ব্যবহার করতেছি খুবই ভালো চলতেছে😊
Ami 7month dhore use korci 8/128 varient.Amar phone e ami Alhamdulillah kono problem face korini.Apnar review dewa phone er camera tar theka amar phone air camera onk valo.❤❤take love.
ATC কে ধন্যবাদ এধরণের সমস্যার কথাগুলো তুলে ধরার জন্য।👏👌 কয়েক মাস হলো আমি এই ফোনটা কিনেছি। প্রথম কয়দিন ভালো ছিল কিন্তু নতুন HyperOS আপডেট দেয়ের পর কল আসলেই মাঝেমাঝে হ্যাংগ করে রিস্টার্ট হয়। আর কিছু ফিচার ও খুঁজে পাচ্ছি না।😮💨
আপনাদের সাথে আছি, ইন শা আল্লাহ থাকব। আপনারা আমার ১৫০০০ টাকা বাচাইয়া দিলেন। ২-১ দিনের মধ্যেই এইটা কেনব করে। ২-৩ বছর আগেও একবার আপনারা আমার টাকা বাচাইয়া দেছেন। আল্লাহ আপনাদের সহায় হোক এবং আরও সফল করুক, আমিন।
For camera, gcam is better option. . Performance - eta performance centric device na. Stable hoite aaro 2ta update lagbe. Etar new source ekhono fully complete na.. stable vabe software ashole release hoynai. Hyper os er battery backup+ performance duitai much better. Just optimize hoite time lagbe. Camera stock tgeke gcam better eta thik.
Optimize na kore phone release kora unethical and Ekta crime Amra taka diye kini bhai Free te dey na phone Ekhn ei budget e Motorola better but deshe ashe nai
ভাই আমি হেবি ইউজার ২৫ হাজার টাকা দিয়ে ৮/২৫৬ নিয়েছি প্রায় ৪ মাস হলো।সব দিক দিয়েই সেরা Redmi note 12 শুধু ক্যামেরা একটু খারাপ ছিলো gcam ব্যবহার করে ভালো ফল পাচ্ছি।আর সপ্টার জনিত একটু সমস্যা ছিলো সেটা hyper os আপডেট করার পর ঠিক হয়েছে।
আমি এটাই চালাচ্ছি। প্রথম যেটা কিনেছি শুধু বন্ধ হয়ে যেতো এবং ক্যামেরা ভালো ছিলো না। পরে চেঞ্জ করে গ্লোবাল ভার্সন নিয়ে এসেছি ক্যামেরা ভালো সব ভালো চলছে। আমার টা 8/256
ভাই আমি কিন্তু Redmi Note 11 use করছি ভালো চলছে এবং Experience ও ভালো ছিল আমি ৮-৯ দিন আগে Redmi Note 11 টারে Exchange করে Redmi Note 13 Pro + টা কিনছি ❤❤❤ভালো হয়েছে যে ভিডিওটা দেখেছি আমি আর update দিব না 😂😂😂
Shudhu Xiaomi na....Protita phoner e 6 month por akta review Deya dorkar jeta kono tech youtuber e kore na but ATC jehetu start koreche asha kori ei dharabahikota bojay rakhbe ATC team. Thank you so much
I have used 4-5 xiaomi mobiles in recent years.All have the same issue.After every update, my phones were not performing like it used to do. My most recent experience was with redmi note 10s. I was using it for a year.There was zero issue with my handset.But after just 2-3 days of updating the phone , my phone turned off while using a app and never turned on. I took it to the customer care and they said ,the motherboard of my phone is down and it will take about 8-9k to fix it. In my opinion, this so called 'less price and high spec' is just eye wash. If your budget is low , go for Symphony or Infinix or such devices.Because as Tushar bhai said , xiaomi doesn't care about its devices moreover its customers anymore. #Boycott_Xiaomi
Indian unit tar sathe global unit ta compare korle valo hoto. Karon 6/64 only indian version. Ar etai kom dam e pawa jai. May be global tai amn pblm nai.
জানানোর জন্য ধন্যবাদ আমি কিছুদিন আগে এই ফোনটা কিনছি দোকানদার বলছিল অফিসিয়াল ফোন আপডেট দিতে হবে একটা আমার ফোনে একটা আপডেট আছে আমি বলছি দেব না কারণ শাওমি ফোনের সমস্যা হয় দোকানদার বলে সমস্যা নাই অফিসিয়াল ফোন তাও আমি জানতাম এই বিষয়টা এর জন্য দেই নাই আমার ফোন একদম ঠিকই আছে নতুনের মতন ক্যামেরা ও ঠিক আছে ব্যাটারি ও ঠিক আছে ডিসপ্লেও ঠিক আছে 🎉😊
Redmi note 12 4g 8/256 gb, official global variant phone diyei apnader video dektesi 😊... Phn er ekmatro bad side hoilo camera but suru thekei gcam use kortesi tai life jingalala 😂... Onnanno sob dikei phone ta valo, onek feature full, Display ta joss, xiaomi Hyper Os running on Android 14 version.
আমি নিজে এই ফোন ব্যবহার করছি প্রায় ৯ মাসের উপরে ৷ দাম নিয়েছিল (৮/১২৮) ২০৫০০/- আলহামদুলিল্লাহ দাম অনুসারে যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছি ৷ এখনো পর্যন্ত বিন্দুমাত্র কোন সমস্যার সম্মুখীন হয়নি ৷
ভাই, আমি Xiaomi Note 12 4g ব্যবহার করি..... ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, ঘন্টার পর ঘন্টা PUBG খেলি গরম হয় না... আমার কাছে মনে হয় ক্যামেরা বাদে ফোনটি সবদিক থেকেই ভালো।
dyen nah ami dci dyr por kusite nasteclm kub prgfm dce but 7din pr hobr por akhn pon ta atto baze kaj korce toch issu soho mn pon fele dei😢😢 hyperos dyen nah dle roll bak ar sujog nai sabdhn hon sobai
আমি Realmi c17 (6/128) বিক্রি করে Redmi Note 12 4G (8/256) ২৫ হাজার দিয়ে নিয়েছিলাম 😢 কি বলবো ভাই! এর চেয়ে বাজে ফোন আমার জীবনে দেখি নাই 😢😢😢 সমস্যা গুলো হলো→ ১.. আমার বাড়ি নীলফমারী জেলা, Gp Sim ছাড়া অন্য কোন সিমের নেটওয়ার্ক আসে না! গেইম খেলা তো দূরের কথা। ২.. ক্যামেরা... ভাই রে! এর চেয়ে বাটোন ফোনের ক্যামেরা অনেক ভালো ৩.. গেইম খেলতে পারবেন না! কেননা নেটওয়ার্ক সবসময় ৩/৪ খুটির উপরে উঠেনা! তাই গেইম খেলার আশা বাদ। ৪.. আগে ফাস্ট চার্জ হতো, কিন্তু আপডেট দেওয়ার পরে খুব সময় লাগে! এবং তারাতারি চার্জ শেষ হয়ে যায়। ৫..ডিসপ্লে.. Full HD দেখতে গেলে মাঝে মাঝে ডিসপ্লের মাঝে বড় বড় লাইন দেখা যায়😢😢😢😢 আরো অনেক সমস্যা... যাই হোক, আমি কিনে ঠকেছি! ভুলেও এই ফোন কিনবেন নাাাা😢😢😢
আসসালমুআলাইকুম ভাই,আমি redmi note 12 4g 8/256 ব্যাবহার করছি,hyperOs খুব ভালো চলছে আলমদুলিল্লাহ,camera ছাড়া আর কোনো প্রবলেম নাই।আমি hyperOs এ 2 মাস ব্যাবহার করছি।(আমি সৌদি থাকি,just Mone holo Bola dorkar tai)
Hyper os update ta diye to onk kicu ny Kore dice I mean fornt Icon others UA-cam ba background ply fiture Ei gula ki r paowa jabe na hyper os e? Janaben please Tushar vaia,😊
আসসালামু আলাইকুম। আমি আপনার ভিডিও অনেকদিন যাবত দেখি আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে। আমি পেশায় একজন ইউটিউবার। ওয়াজের কন্টেন নিয়ে কাজ করি। বেশিরভাগ সময় আমরা ওয়াজ লাইভ করি মোবাইল দিয়ে। তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ৩০ থেকে ৪০ হাজার টাকার ভিতর কিছু লো লাইট ক্যামেরা ফোন দেখাবেন। ধন্যবাদ।
আমার বাসায় ২ টা নোট ১২ ফোন আছে। একটি অফিসিয়াল আর একটি আনঅফিসিয়াল । আলহামদুলিল্লাহ দুটো ফোনই খুব ভালোভাবেই চলছে। যেহেতু ইলেকট্রনিক ডিভাইস সেহেতু কিছু সংখ্যক ইউনিটে সমস্যা থাকাটাই স্বাভাবিক। তাই বলে সেই কিছু সংখ্যক সমস্যাজনিত ইউনিটের জন্য সমস্ত নোট ১২ ইউনিটকে খারাপ বলাটা উচিৎ হচ্ছে না। হাজারটা সুস্থ মানুষের মধ্যে কিছু সংখ্যক প্রতিবন্ধী মানুষ থাকে। তাই বলে সেই কিছু সংখ্যক প্রতিবন্ধী মানুষকে কেন্দ্র করে সমস্ত মানব জাতিকে প্রতিবন্ধী সাবস্ত করা বোকামি ছাড়া আর কিছুই না।
আলহামদুলিল্লাহ বেচে গেছি 😮💨😮💨 আমি ১মাস আগে নিউ ফোন নিছিSumsang A34 5G 8/128 তখন বুঝে উঠতে পারছিলাম না কোনটা নিব-note12 4g / 5g / Sumsang A34. কোন এক ইউটিউব চ্যানেলে সিরোসিস স্যামসাং আপডেটে খুব ফাস্ট এবং S সিরিজের মত কিছুটা লোক আসে। তাই স্যামসাং কিনেছিলাম. এখনতো দেখছি খুব ভালোই হয়েছে রেডমি না কিনে 😂😂
আমি নিজে এই ফোন ব্যবহার করছি প্রায় ৯ মাসের উপরে ৷ দাম নিয়েছিল (৮/১২৮) ২০৫০০/- আলহামদুলিল্লাহ দাম অনুসারে যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছি ৷ এখনো পর্যন্ত বিন্দুমাত্র কোন সমস্যার সম্মুখীন হয়নি ৷
@@zibunnesalipicomputerteach7135bokachoda bedi Ami oder kotha sune ae phone Kini Bai ekhn sobai boltase ETA kine update na dilei valo hoito.ami baler realme 10 kinsi.ora Khali Xiaomi Rei erokom kore
আজ থেকে ৩ মাস আগে রেডমি নোট ১২ এবং ইনফিনিক্স নোট ৩০ কিনার মধ্যে সমস্যায় পড়েছিলাম, তখন ইনফিনিক্স ই নিয়েছিলাম, এখন এই রিভিউ দেখে মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম❤
kichudin agee 13600 takai redmi 12 4g (4/128) phone ta kine chilam..phone ta besh valo and allrounder ei budget er benco itel tecno infinix er phone gulo theke..ATC te ei phone tar ekta content hole valo hoi...
আলহামদুলিল্লাহ ২ বছরের অনেক বেশি সময় ধরে Redmi note 9 ব্যবহার করতেছি।এখনও অনেক ভালো পারফম্যান্স ও ব্যাটারি ব্যাকআপ পাই ।এখনকার note series আর আগের মতো নেই দেখা যাচ্ছে 🥲
I listen to soft music and sometimes watch movies and no games at all. So in my perspective which headphones are better, wavefun g100 or clone apple earpods?
#Plz_Reply ভাই আমি যদি এখন নতুন Redmi Note 14 4g কিনে কোনো আপডেট না দিয়ে চালাইতে থাকি তাইলে কি ভালো হবে??? আর আমি যদি দোকান থেকে একদম নতুন ফোন কিনি তাইলে কি সেটায় Latest Software টা থাকে নাকি Release এর সময় যেই Software এ Release হইসিলো ঐটা থাকে???
Redmi note 7pro 4/64 (indian variant) kinechilam jack & gadgets theke onek issue chilo ora bolse change kore dibe but deynai, same issue like Battery issue etc chilo Xiaomi er eii baje update amr taka gulo loss kore dise ar kinbona vabsi Xiaomi 💔 Ar Indian joto baje products gulo Bangladesh e ene oshadu bebshayii ra sell kore tar moddhe like unofficial phone, valo e hoise sorkar unofficial phone off kore dicche, sorkaar er ei uddog e khushi but suffering process eta, process ta aro easy kora dorkar jonogon er jonne. Take Love Atc ❤️ Take Love Tushar Vai Xiaomi er ei truth bissesh kore indian variant Xiaomi er truth shamne anar jonne Thank u vaii❣️
কিনে ফেলার পর এই রিভিউ দেখে আমার কোনো লাভ নাই।বাপের ওতো টাকাও নাই যে এখন এই ফোন চেঞ্জ করবো।কিনেই যখন ফেলেছি এখন ২-৩ বছর ব্যবহার করতেই হবে।উপায় নাই। যতই নেগেটিভ রিভিও দেন আর কি লাভ এখন। আগের রিভিও দেখে কিনছিলাম।আলহামদুলিল্লাহ আমি ভালোই পারফরম্যান্স পাচ্ছি। আমি রেগুলার ইউজ + ইফুটবল খেলি ভালোই চলে।ক্যামেরায় এলএমসি ব্যবহার করি দারুন কাজ করে।আমি সন্তুষ্ট। অফিশিয়াল কিনেছিলাম দারাজ ওফারে ৮/২৫৬(২০৯৭০ পড়ছিলো) ১২-১২ ওফারে।
October month e kena Redmi Note 12 4g. SInce then ekhono hyperOs update dewar poreo kono video file dekhte gele display te glitch hoy. UA-cam e ei problem dekhi nai ekhono. Jiboner first kono Xiaomi phone use kortesi. Bhabsi update dewar por hoyto thik hoye jabe but no changes. Price er dik theke dekhle phone shera but ekhon moteo recommend korar moto na. Update er por phone er issue gula solve hocche na. Ar camera problem toh asei, moteo satisfied nah. But thank you ATC team ke Gcam ta provide korar jonno.
Ami redmni note 12 use korsi 8 months dhore but kono problem pai nai r ja problem silo hyperos update asar por sob problem thik hoye gese kono problem passi na 😊 7:31
Redmi note 13 4G 8/256 GB ১ দিন হয়েছে ব্যবহার করেছি ফোনে কোন ধরনের সমস্যা নেই আনফিশিয়াল ফোন এটি, আমার ক্যামেরা কোয়ালিটি ভালো লাগবে যা আমার মন মতো এটির ক্যামেরায় পাইনি যার কারণে বিক্রি করে দিব যদি কেউ নিতে চান ইনবক্স করবেন আমি ২৩,০০০ টাকায় কিনেছি এখন ২০,০০০ টাকা হলেই বিক্রি করবো, সব ধরনের কাগজ বক্স সবকিছু দিয়ে দিব ফোনে কোন ধরনের সমস্যা নেই একেবারে নতুন ফোন মাত্র একদিন ব্যবহার করেছি আমি।
ভাই, redmi note 12 4g এর আপডেট এর ব্যাপারে একটা ভিডিও দিয়েন। আপডেট সংক্রান্ত কিছু সমস্যা শোনা যাচ্ছে। তো আপডেট দেওয়া কি ঠিক হবে? আর আপডেট না করলে কি কোন সমস্যা হবে?
সত্যি তুলে ধরার জন্য ধন্যবাদ ভালবাসা আর বিশ্বাস বেড়ে গেল আমি কিছুদিন মোবাইল টি কিনতে চেয়েছিলাম
আমি নিজে এই ফোন ব্যবহার করছি প্রায় ৯ মাসের উপরে ৷ দাম নিয়েছিল (৮/১২৮) ২০৫০০/-
আলহামদুলিল্লাহ দাম অনুসারে যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছি ৷ এখনো পর্যন্ত বিন্দুমাত্র কোন সমস্যার সম্মুখীন হয়নি ৷
অফিশিয়াল নাকি আন অফিশিয়াল
💖
আমি রেডমি নোট 12 ইন্ডিয়ান ব্যাবহার করছি। অলরেডি hyperOs এ আপডেট দিয়ে ব্যাবহার করছি। সত্যি কথা বলতে নতুন আপডেট এ আগের চেয়ে অনেক ভালো চলছে। অভারঅল সবকিছু একটু মডিফাইড মনে হচ্ছে। এই বাজেটে অন্য ফোনের চেয়ে এগিয়ে আছে বলে মনে করছি। তারপরেও HyperOs নিয়ে এই মোবাইল কেমন পার্ফরমেন্স দিচ্ছে তা নিয়ে আপনাদের ভিডিও চাই। ❤
ভাই আপডেট কি দিবো
এখন কেমন চলছে আপনার?
আমি চার্জ এ সন্তুষ্ট না
Same vai.
আমার ফোন ডিসপ্লে ব্লেডিং হইয়া গেছে
বাল এর ফোন
আমি ব্যবহার করছি। সব দারুন, বাজেটে বেস্ট। জিক্যাম ব্যবহার করলে দারুন পিকচার ক্যাপচার হয়। hyperos update eshce aj. Akhono deinay update.. ব্যাটারি ব্যাকআপ ও ভালো, কোনো হিটিং নেই, ১২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাই, আমি গেমিং ও করি। আলহামদুলিল্লাহ এখনো ভালোই চলছে😊
update deinai tai ami satisfied 🎉
Same to you
@@MDMehedi-si9gc vai ami ai 1month holo phone nea! thokon miui 14.0.6 selo security update deaselam pore miui 14.0.14 holo! ami akhono hyperos update deinai.
ai miui 14.0.14 a kono bug ase!?
Vai ekta reliable gcam kothai pabo
1:20 আমি প্রথম থেকে আপনাদের রিভিউর সাথে আছি
আপনি যে সমস্যার কথাগুলো বলেছে তার সবগুলোই সত্যি এবং আমার সাথে সবগুলোই হচ্ছে।আমার ফোনের মডেল হচ্ছে-৪/১২৮।একটা আপডেট দিছে তারা কিন্তু আমি আপডেট করতেছিনা ভয়তে।
যদি এভেবেই ভয়ে ভয়ে ফোন চালাতে হয় তাহলে শাওমি নিজের অজান্তেই বাই বাই জানিয়ে দিবো।
update dile vlo hobe . ami chalai 😮
ATC hats off to you guys🔥🔥
Need more long term review videos like this
You guys saved a lot of people's money ❤❤❤
আমি নিজে এই ফোন ব্যবহার করছি প্রায় ৯ মাসের উপরে ৷ দাম নিয়েছিল (৮/১২৮) ২০৫০০/-
আলহামদুলিল্লাহ দাম অনুসারে যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছি ৷ এখনো পর্যন্ত বিন্দুমাত্র কোন সমস্যার সম্মুখীন হয়নি ৷
ধন্যবাদ ভাই,, কারণ আমি কালকে ফোনটা কিনতে চাচ্ছিলাম,
২ মাস আগে কিনেছিলাম ৬/৬৪ ১৫ দিন ব্যবহার করছি অনেক প্রব্লেম পাইছি এবং কি বেটারি ফুলে গেছিল ফালতু একটা ফোন..
এখন বর্তমানে Realme 10 ব্যবহার করতেছি খুবই ভালো চলতেছে😊
Realme 10 joss phone. Ami Realme 9 pro 5g use kortechi. Valo service pacchi. Budget e best option.
Hum❤️
Realme সব সময় ভালো I Love Realme❤
Ektu specifically bola jay ki ki problem face korsilen?
ashole display amoled howay still eitatei atkaye asi.
আসলে তোমার চার্জ করারপ্রবলেম ছিল আমি এক বছর ধরে ব্যবহার করসি কোনো হয়নাই প্রবলেম
Ami 7month dhore use korci 8/128 varient.Amar phone e ami Alhamdulillah kono problem face korini.Apnar review dewa phone er camera tar theka amar phone air camera onk valo.❤❤take love.
Accha Vai apni update disen...kono problem hoise?? ektu janaben plz
Bhaiya apne ki game khalen jamon free fire??
৮/১২৮ কিনেছি প্রায় ৬ মাস আগে ৷ ২০৫০০ টাকা দিয়ে ৷ আলহামদুলিল্লাহ, দাম অনুযায়ী যথেষ্ট আলো সার্ভিস পাচ্ছি ৷ কোন সমস্যাই হচ্ছে না ৷ Made in China
অফিশিয়াল নাকি??
Trash
আমিত্ত চালাছি ভালো Phon এরা মিছেই টাকা খাইয়ে এগুলা বলে
AmiO 8/128 Niyeche,,(19,000/=)🥰3 Mas Hylo Alhamdulillah Akhn Prjntho KoNo Problem Paiii Naiii,,Onk Valo Service Pacche...3 Bar Update Niyeche...
রেম কম দিলে তাই হয়। (ATC)
ATC কে ধন্যবাদ এধরণের সমস্যার কথাগুলো তুলে ধরার জন্য।👏👌
কয়েক মাস হলো আমি এই ফোনটা কিনেছি। প্রথম কয়দিন ভালো ছিল কিন্তু নতুন HyperOS আপডেট দেয়ের পর কল আসলেই মাঝেমাঝে হ্যাংগ করে রিস্টার্ট হয়। আর কিছু ফিচার ও খুঁজে পাচ্ছি না।😮💨
সত্যি নাকি ভাইয়া
এখন কেমন চলে ভাই?
আপনাদের সাথে আছি, ইন শা আল্লাহ থাকব।
আপনারা আমার ১৫০০০ টাকা বাচাইয়া দিলেন। ২-১ দিনের মধ্যেই এইটা কেনব করে।
২-৩ বছর আগেও একবার আপনারা আমার টাকা বাচাইয়া দেছেন।
আল্লাহ আপনাদের সহায় হোক এবং আরও সফল করুক, আমিন।
আমার কাছে দুইটা আছে হাব্বি চলতেছে,সব মোবাইল এক না সম্ভবত,
ভাই ৪ মাস ধরে আমি ব্যবহার করছি।
কোনো সমস্যা পাইনি। Hyperos update দিয়েছি আগের থেকে ভালো performance দেয়। কিন্তু ক্যামেরা আরো ভালো হতে পারতো।❤❤
Yes it's true.কিন্তু তুষার ব্রো কোন দিক দিয়ে বলল এটা বুঝলাম না। ১৫ হাজার বাজেটে এই ফোনের চেয়ে ভালো আর নেই মার্কেটে।
For camera, gcam is better option.
.
Performance - eta performance centric device na. Stable hoite aaro 2ta update lagbe. Etar new source ekhono fully complete na.. stable vabe software ashole release hoynai. Hyper os er battery backup+ performance duitai much better. Just optimize hoite time lagbe. Camera stock tgeke gcam better eta thik.
Optimize na kore phone release kora unethical and Ekta crime
Amra taka diye kini bhai
Free te dey na phone
Ekhn ei budget e Motorola better but deshe ashe nai
জি, ব্যাটারি ব্যাকাপ হাইপার ওসে বেটার...
ভাই আমি হেবি ইউজার ২৫ হাজার টাকা দিয়ে ৮/২৫৬ নিয়েছি প্রায় ৪ মাস হলো।সব দিক দিয়েই সেরা Redmi note 12 শুধু ক্যামেরা একটু খারাপ ছিলো gcam ব্যবহার করে ভালো ফল পাচ্ছি।আর সপ্টার জনিত একটু সমস্যা ছিলো সেটা hyper os আপডেট করার পর ঠিক হয়েছে।
ভাই
Bought this one recently and did not update. It's been 4 days, and so far so good.
same
HyperOs is more greater than MiUi. You should update it.
I'm thinking same buying this one and use without upgrading
@@marufhasanmahin9435 জি আমি কোনো সমস্যা পাইনি হাইপার ওএস এ
akhon kikorm choltese??
আমি এটাই চালাচ্ছি। প্রথম যেটা কিনেছি শুধু বন্ধ হয়ে যেতো এবং ক্যামেরা ভালো ছিলো না। পরে চেঞ্জ করে গ্লোবাল ভার্সন নিয়ে এসেছি ক্যামেরা ভালো সব ভালো চলছে। আমার টা 8/256
Amar Tao 8/256
Prothom ta ki indian variant?
@@echo4910 ইন্ডিয়ান
ভাই আমি কিন্তু Redmi Note 11 use করছি ভালো চলছে এবং Experience ও ভালো ছিল আমি ৮-৯ দিন আগে Redmi Note 11 টারে Exchange করে Redmi Note 13 Pro + টা কিনছি ❤❤❤ভালো হয়েছে যে ভিডিওটা দেখেছি আমি আর update দিব না 😂😂😂
আমিও Note 11 ব্যাবহার করে কালকে Note 13 pro কিনেছে😂। আসেন ভাই আমরা দুইজন একসাথে চা খাই😆
আমি আজ ৭ মাস ব্যবহার করছি, এক কথায় Hyper OS আপডেট দিয়ে জোস হয়ে গেছে অনেক 🥰😍😍
আগের চেয়ে ভালো চলতেছে নাকি
Kmne possible vai...
এখন কেমন ভাই?
তুষার ভাই যেখানে আমরা আছি সেখানে❤❤
Taile jei phone kinsen fele din
Onek valo content💖kintu prosno hosse:
Vhai eta ki indian variant??
Jodi hoi tahole ki international variant ta kina jabe For long use?????
*নোটিফিকেশন আসার সাথে সাথেই চলে*
*এলাম তুষার ভাইয়ার ভিডিও দেখতে 🥰*
Shudhu Xiaomi na....Protita phoner e 6 month por akta review Deya dorkar jeta kono tech youtuber e kore na but ATC jehetu start koreche asha kori ei dharabahikota bojay rakhbe ATC team. Thank you so much
ধন্যবাদ ভাই, আমি ৩০ তারিখ কিনতে চাইছিলাম, আপনার ভিডিওটা দেখার পরে, আমার আর কোন ইচ্ছে নাই এই ফোনটা কেনার
ভাই এটা ভালো না আমি চালাই😅গোয়া মারা খাইছি😅
আলহামদুলিল্লাহ ভাই আমি দুইটা ফোন কিনছি এই মডেলের এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই
Unofficial?
আমার নেটওয়ার্ক সমস্যা আর চার্জ কম থাকে 😢😢😢
সত্যি নাকি ভাইয়া
একটু কথা বলা যাবে
ভাই, অনেক বড় উপকার করলেন, এরকম ভাবেই যতগুলো ফোন সমস্যা করতে পারে তাদের সম্পর্কেও মাঝে মাঝে জানাবেন, অনেক ধন্যবাদ
InshAllah
আনঅফিশিয়াল ইন্ডিয়ান টা নিতে পারি
৬/৬৪
নিলে কেমন হবে আসা করি জানাবেন
৬/৭ মাস ধরে ব্যবহার করতেছি কোনো সমস্যা পাই নি, আপডেট ও দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে
HyperOs asar por better hoise onekta. Happily using😊
কোন ভ্যারিয়েন্ট?
@@abdullahibnadam9982 Indian.
আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই, এইসব বিষয় তুলে ধরার জন্য, এসব বিষয় ওদের কানে গেলে ভবিষয়তে এরকম সমস্যা ফিক্স করলেও করতে পারে ওরা! 😑
Wonderful video , Good quality, good content & love you ATC All Team ❤️❤️❤️
Love You Tushar Vai ❤
I have used 4-5 xiaomi mobiles in recent years.All have the same issue.After every update, my phones were not performing like it used to do. My most recent experience was with redmi note 10s. I was using it for a year.There was zero issue with my handset.But after just 2-3 days of updating the phone , my phone turned off while using a app and never turned on. I took it to the customer care and they said ,the motherboard of my phone is down and it will take about 8-9k to fix it. In my opinion, this so called 'less price and high spec' is just eye wash. If your budget is low , go for Symphony or Infinix or such devices.Because as Tushar bhai said , xiaomi doesn't care about its devices moreover its customers anymore.
#Boycott_Xiaomi
Go for Samsung
Always coool
Indian unit tar sathe global unit ta compare korle valo hoto. Karon 6/64 only indian version. Ar etai kom dam e pawa jai. May be global tai amn pblm nai.
6/64 টা কিনলাম আজ, চেঞ্জ করল বিকল্প কোনটা ভালো হবে?
Realme 12 pro plus er review er jonno wait kortasi.
Take ❤ From us
২ মিলিয়ন এর অগ্রিম শুভেচ্ছা ভাই লাভ ফ্রোম মেহেরপুর🥰🥰
Also me,from meherpur
৩০ হাজার টাকা বাজেটে used কোন ফোনটা Best হবে/ নতুন কোন ফোনটা Best হবে?
আশা করি উত্তর পাবো। ধন্যবাদ ❤️
২মিলিওনের জন্য অগ্রিম শুভেচ্ছা দোয়া করি অনেক দূর এগিয়ে যাও ATC🎉🎉❤
avbe 6_7 month xiaomi er popular model gular software review dile users der phone buying a onk help hobe . great video 🔥
২মিলিয়নের অগ্রিম শুভেচ্ছা 🥰🥰
২ মিলিয়ন এর অগ্রিম শুভেচ্ছা ভাই 🥰🥰
Great initiative, keep up the good works❤❤
জানানোর জন্য ধন্যবাদ আমি কিছুদিন আগে এই ফোনটা কিনছি দোকানদার বলছিল অফিসিয়াল ফোন আপডেট দিতে হবে একটা আমার ফোনে একটা আপডেট আছে আমি বলছি দেব না কারণ শাওমি ফোনের সমস্যা হয় দোকানদার বলে সমস্যা নাই অফিসিয়াল ফোন তাও আমি জানতাম এই বিষয়টা এর জন্য দেই নাই আমার ফোন একদম ঠিকই আছে নতুনের মতন ক্যামেরা ও ঠিক আছে ব্যাটারি ও ঠিক আছে ডিসপ্লেও ঠিক আছে 🎉😊
Redmi note 11 use kortechi...
6+128 official,,, 1 bochorer beshi...Alhamdulillah ❤
কত নিছিলো ভাই??
Note 12 er cheye note 11 hajar gun vlo
1) Redmi 11 prime
2) Redmi note 12
3) Realme 10
4) Poco m5
Unofficial কিনতে চাচ্ছি। বাজেট 15000 টাকা। কোনটা ভালো হবে প্লিজ বলবেন। performance, camera, battery বিবেচনায়। টুকটাক গেম খেলি বেশি না। তবে অনেকগুলো অ্যাপস ইউজ করতে হবে। ধন্যবাদ
Vaiya advance congratulations for 2 million 😊❤
2 m hobe 🎉
@@nazimhossain6307 sry bro,,, tarahurote vul likhe felci 😊🥰🙏
Redmi note 12 4g 8/256 gb, official global variant phone diyei apnader video dektesi 😊... Phn er ekmatro bad side hoilo camera but suru thekei gcam use kortesi tai life jingalala 😂... Onnanno sob dikei phone ta valo, onek feature full, Display ta joss, xiaomi Hyper Os running on Android 14 version.
kon g cam use koren
@@mohammedsheikhsharif9890 gcam 8.1, Android 9.0... Eita ekdom stable...
৬/৬৪ কিনছি ভাই সপ্তাহ খানিক,কোন ইস্যু পাইনি।
যারা কিনবেন যাস্ট একটাই ওয়ার্নিং যে আপডেট দেবেন না। কেনার সময় সেলারও বলছিল।
Apnar ta unofficial?
@@mhsshourov3453 জ্বী,৬/৬৪ ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট।
আনঅফিসিয়াল ছাড়া পাবেন না।
Ki obostha ekhon?
@@md.nazmussakib1651 এখন hyper OS আপডেট দিছি ভাই ।
আলহামদুলিল্লাহ সব ভালো আছে
আমি চাইনিজ ভেরিয়েন্ট ব্যবহার করছি ৭ মাস। আমি কোন সমস্যা দেখছি। একদম ফ্রেশ ব্যবহার করছি
আনঅফিশিয়াল ইন্ডিয়ান টা নিতে পারি
৬/৬৪
নিলে কেমন হবে আসা করি জানাবেন
Vai Note 13 4G vs 5G er ekta full comparison Video niye ashen joldi.
Best wishes for you & your team vai❤ keep going like this.. May Allah bless you❤
আমি প্রথমে কিনেছি ভাই তো সারভিস খুব ভাল দিচ্ছে চাজ বেকাও ভালো দেয় এবং গেমিং এর জন্য ভালো পাফমেন্স পাচ্ছি মোটা মটি ভালই চলছে ৭ মাস চলতেছে ভালোই 🙂
সত্যি কি ভাইয়া ফোনটা ভালো চলতেছে
Ami almost 6-7 month chalassi Alhamdulillah khubi valo cholse..ekhon hyperos a update a dilam but no problem..maybe Indian variant gula problem
Oder eisob faltu kotha ph ta onk valo
Much appreciated for the revisit and honesty.
Keep up the good work.
আমি নিজে এই ফোন ব্যবহার করছি প্রায় ৯ মাসের উপরে ৷ দাম নিয়েছিল (৮/১২৮) ২০৫০০/-
আলহামদুলিল্লাহ দাম অনুসারে যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছি ৷ এখনো পর্যন্ত বিন্দুমাত্র কোন সমস্যার সম্মুখীন হয়নি ৷
২ মিলিয়ন এর অগ্রিম শুভেচ্ছা ভাই লাভ ফ্রোম ঢাকা 🥰🥰
Apnr 4 year Ager video deklm matro Samsung galaxy s10 review 😊🎉
Thanks for the honest review.
This problems needs to solved.
How u installed gcam on note 12 plz make a video of this
Ekta tutorial link deowa hoyeche dekhe niten paren bhai
Vaiya etodin pore realme 9SE er condition niye ekta video korben plz💙🌿 Love from manikganj 💙🥰
As always so informative ❤
ভাই, আমি Xiaomi Note 12 4g ব্যবহার করি..... ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, ঘন্টার পর ঘন্টা PUBG খেলি গরম হয় না... আমার কাছে মনে হয় ক্যামেরা বাদে ফোনটি সবদিক থেকেই ভালো।
এইটার চেয়ে গেমিং ক্যামেরা helio 80 ভাল
সত্যি কি ফোনটা ভালো চলতেছে ❤️
বাহিরে গিয়ে একটু টিপতে বলেন দেখেন কি অবস্থা হয় ২০ মিনিট পরই কি হিট হয়
ক্যামেরার জন্য অনেক আগেই LMC দিয়ে কাজ চালিয়ে নিয়েছি।
মূলত Hyper Os দিয়ে আসলে কি কাজ করছে এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না।
dyen nah ami dci dyr por kusite nasteclm kub prgfm dce but 7din pr hobr por akhn pon ta atto baze kaj korce toch issu soho mn pon fele dei😢😢 hyperos dyen nah dle roll bak ar sujog nai sabdhn hon sobai
আমি Realmi c17 (6/128) বিক্রি করে Redmi Note 12 4G (8/256) ২৫ হাজার দিয়ে নিয়েছিলাম 😢
কি বলবো ভাই! এর চেয়ে বাজে ফোন আমার জীবনে দেখি নাই 😢😢😢
সমস্যা গুলো হলো→
১.. আমার বাড়ি নীলফমারী জেলা, Gp Sim ছাড়া অন্য কোন সিমের নেটওয়ার্ক আসে না! গেইম খেলা তো দূরের কথা।
২.. ক্যামেরা... ভাই রে! এর চেয়ে বাটোন ফোনের ক্যামেরা অনেক ভালো
৩.. গেইম খেলতে পারবেন না! কেননা নেটওয়ার্ক সবসময় ৩/৪ খুটির উপরে উঠেনা! তাই গেইম খেলার আশা বাদ।
৪.. আগে ফাস্ট চার্জ হতো, কিন্তু আপডেট দেওয়ার পরে খুব সময় লাগে! এবং তারাতারি চার্জ শেষ হয়ে যায়।
৫..ডিসপ্লে.. Full HD দেখতে গেলে মাঝে মাঝে ডিসপ্লের মাঝে বড় বড় লাইন দেখা যায়😢😢😢😢
আরো অনেক সমস্যা...
যাই হোক, আমি কিনে ঠকেছি! ভুলেও এই ফোন কিনবেন নাাাা😢😢😢
এই বাজেটে রিয়েলমি ১০ দুর্দান্ত
আমি এখন পর্যন্ত দুইটা রিয়েলমি ১০ কিনেছি
দুটোই আলহামদুলিল্লাহ ভালো চলছে
রিয়েলমি ১০ কত নিছে?
আসসালমুআলাইকুম ভাই,আমি redmi note 12 4g 8/256 ব্যাবহার করছি,hyperOs খুব ভালো চলছে আলমদুলিল্লাহ,camera ছাড়া আর কোনো প্রবলেম নাই।আমি hyperOs এ 2 মাস ব্যাবহার করছি।(আমি সৌদি থাকি,just Mone holo Bola dorkar tai)
Bhai Ami atar 6/128 nisi koakdin age.ami update deini.akhon ki kora uchit hobe😢???
@@knightsdoom Jodi hyper os ase update den
kicchu koriyen nah, amnei chalaite thaken..@@knightsdoom
Hyper os update ta diye to onk kicu
ny Kore dice
I mean fornt Icon others UA-cam ba background ply fiture
Ei gula ki r paowa jabe na hyper os e?
Janaben please Tushar vaia,😊
Amar to ase?
Amro UA-cam play background chole gase option ☹️
Alhamdulillah India theke nije giye 6/128 gb note 12 nisi 7 month use kortesi kono problem chara Mashallah
শাওমি মানেই পিনিক আর বিনোদন,
প্রেচুর বাঘ ভাল্লুকের সমাগম 😂
Redmi 12 kemon?
আসসালামু আলাইকুম। আমি আপনার ভিডিও অনেকদিন যাবত দেখি আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে। আমি পেশায় একজন ইউটিউবার। ওয়াজের কন্টেন নিয়ে কাজ করি। বেশিরভাগ সময় আমরা ওয়াজ লাইভ করি মোবাইল দিয়ে। তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ৩০ থেকে ৪০ হাজার টাকার ভিতর কিছু লো লাইট ক্যামেরা ফোন দেখাবেন। ধন্যবাদ।
আমার বাসায় ২ টা নোট ১২ ফোন আছে। একটি অফিসিয়াল আর একটি আনঅফিসিয়াল । আলহামদুলিল্লাহ দুটো ফোনই খুব ভালোভাবেই চলছে।
যেহেতু ইলেকট্রনিক ডিভাইস সেহেতু কিছু সংখ্যক ইউনিটে সমস্যা থাকাটাই স্বাভাবিক। তাই বলে সেই কিছু সংখ্যক সমস্যাজনিত ইউনিটের জন্য সমস্ত নোট ১২ ইউনিটকে খারাপ বলাটা উচিৎ হচ্ছে না। হাজারটা সুস্থ মানুষের মধ্যে কিছু সংখ্যক প্রতিবন্ধী মানুষ থাকে। তাই বলে সেই কিছু সংখ্যক প্রতিবন্ধী মানুষকে কেন্দ্র করে সমস্ত মানব জাতিকে প্রতিবন্ধী সাবস্ত করা বোকামি ছাড়া আর কিছুই না।
আন অফিসিয়াল টা কত টাকা প্রাইজ পড়ছে.?😊
অনেক অনেক ধন্যবাদ আজকেই কেনার সিদ্ধান্ত নিয়ে ছিলাম
আমি নিজেই এই ফোন ব্যাবহার করছি। মাঝে মাঝে একা একা অফ অন হয়, আর রাতে হ্যাং করলে ভোরে হ্যাং খোলে 🙂 আর কোনো সমস্যা নাই🙂
আলহামদুলিল্লাহ বেচে গেছি 😮💨😮💨
আমি ১মাস আগে নিউ ফোন নিছিSumsang A34 5G 8/128
তখন বুঝে উঠতে পারছিলাম না কোনটা নিব-note12 4g / 5g / Sumsang A34.
কোন এক ইউটিউব চ্যানেলে সিরোসিস স্যামসাং আপডেটে খুব ফাস্ট এবং S সিরিজের মত কিছুটা লোক আসে। তাই স্যামসাং কিনেছিলাম. এখনতো দেখছি খুব ভালোই হয়েছে রেডমি না কিনে 😂😂
একটা সময় ছিল যখন আপনাদের রিভিও দেখে মোবাইল কিনতাম কিন্তু এমন ভুল রিভিও দিলে আপনাদের রিভিউ দেখা বাদ দিতে হবে
Thik vai..
Somossa tule dhorse tai Dosh???😅
Ji vai jei vabe bola hoise eto tao kharap na 🙂
আমি নিজে এই ফোন ব্যবহার করছি প্রায় ৯ মাসের উপরে ৷ দাম নিয়েছিল (৮/১২৮) ২০৫০০/-
আলহামদুলিল্লাহ দাম অনুসারে যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছি ৷ এখনো পর্যন্ত বিন্দুমাত্র কোন সমস্যার সম্মুখীন হয়নি ৷
@@zibunnesalipicomputerteach7135bokachoda bedi Ami oder kotha sune ae phone Kini Bai ekhn sobai boltase ETA kine update na dilei valo hoito.ami baler realme 10 kinsi.ora Khali Xiaomi Rei erokom kore
আজ থেকে ৩ মাস আগে রেডমি নোট ১২ এবং ইনফিনিক্স নোট ৩০ কিনার মধ্যে সমস্যায় পড়েছিলাম, তখন ইনফিনিক্স ই নিয়েছিলাম, এখন এই রিভিউ দেখে মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম❤
ভাই ইনফিনিক্স নোট 30 টা কেমন
কিনার পরে এই কথা শুনতে অনেক কষ্ট লাগলো
ভয় নাই ভাই,টাকা খাওয়া ভিডিও
Bhai apner kih indian version,er ei porjonto kih kono problem hoyache?
Old users of this device might shift to custom rom if available
Vaiya,15k modde ekta valo phn er nam den pls🙏🙂
Taile klk apnr advise sune kinte jabo🙂
Take love
Honor x9B kina ki ucit hobe ei phone ta kemon.?
Ar ai Honor UI kemon.!
Honor er ui best din seshe huawei boss🫡
এখন এটা চেয়ে ভালো ফোন কোনটা কিনবো ভাই, দয়া করে জানাবেন ❓
That's why I never give update to my phones 😂
Software update na dile ki kono problem hobe???
@@SaifurRahman-lr9zz I don't think so. My sister been using her phone without updating for 1.5 years now. Working just well.
ভাই আমি samsung মোবাইল a05 কিনেছি ১৫ দিন ধরে খুব ভালো সার্ভিস ব্যাটারী ক্যামেরা অনেক ভালো আলহামদুলিল্লাহ
যে হারানোর ভয়ে কেঁদেছিল আমি তাকেও হারিয়ে যেতে দেখেছি 🖤
Halarput eida love Story er video na bukchod
ভাই রেগুলার ইউজের জন্য redmi note 12 naki itel 23 কোনটা বেস্ট হবে
Redmi সাথে itel তুলনা করা বোকামি ছাড়া আর কিছু না
kichudin agee 13600 takai redmi 12 4g (4/128) phone ta kine chilam..phone ta besh valo and allrounder ei budget er benco itel tecno infinix er phone gulo theke..ATC te ei phone tar ekta content hole valo hoi...
I'm using redmi note 11
just realized Redmi note 12 4g has same specs💀
আপনাদের এই অসাধারণ রিভিউ দেখে আর ১৫ হাজারে মাথানষ্ট এত ফিচার দেখে গত ৭ই ফেব্রুয়ারী মোবাইলটা কিনে আনলাম👍
Kmn cholteche phonta?
@@mdmuradhossenmomin7677 Indoor e network ekto problem kore but baki sob dik diya perfect....
Atar camera khub baje😢
Lmc use koro
Hum vai kine purai dhora🙂
আলহামদুলিল্লাহ ২ বছরের অনেক বেশি সময় ধরে Redmi note 9 ব্যবহার করতেছি।এখনও অনেক ভালো পারফম্যান্স ও ব্যাটারি ব্যাকআপ পাই ।এখনকার note series আর আগের মতো নেই দেখা যাচ্ছে 🥲
Vai ami 3 year note 9 pro use korcilam onk valo 🎉
I listen to soft music and sometimes watch movies and no games at all. So in my perspective which headphones are better, wavefun g100 or clone apple earpods?
#Plz_Reply
ভাই আমি যদি এখন নতুন Redmi Note 14 4g কিনে কোনো আপডেট না দিয়ে চালাইতে থাকি তাইলে কি ভালো হবে??? আর আমি যদি দোকান থেকে একদম নতুন ফোন কিনি তাইলে কি সেটায় Latest Software টা থাকে নাকি Release এর সময় যেই Software এ Release হইসিলো ঐটা থাকে???
রেডমি মানেই বিনোদন 🤪
Atc ভাই Nid কার্ড এর মাধ্যমে ১২ মাসের কিস্তিতে আইফোন কেনা যায় এমন একটা বিশ্বস্ত সপের নাম বলেন,
আমার সাথে যারা একমত তারা একেই কমেন্ট করেন ❤
Redmi note 7pro 4/64 (indian variant) kinechilam jack & gadgets theke onek issue chilo ora bolse change kore dibe but deynai, same issue like Battery issue etc chilo Xiaomi er eii baje update amr taka gulo loss kore dise ar kinbona vabsi Xiaomi 💔
Ar Indian joto baje products gulo Bangladesh e ene oshadu bebshayii ra sell kore tar moddhe like unofficial phone, valo e hoise sorkar unofficial phone off kore dicche, sorkaar er ei uddog e khushi but suffering process eta, process ta aro easy kora dorkar jonogon er jonne.
Take Love Atc ❤️ Take Love Tushar Vai Xiaomi er ei truth bissesh kore indian variant Xiaomi er truth shamne anar jonne Thank u vaii❣️
কিনে ফেলার পর এই রিভিউ দেখে আমার কোনো লাভ নাই।বাপের ওতো টাকাও নাই যে এখন এই ফোন চেঞ্জ করবো।কিনেই যখন ফেলেছি এখন ২-৩ বছর ব্যবহার করতেই হবে।উপায় নাই।
যতই নেগেটিভ রিভিও দেন আর কি লাভ এখন। আগের রিভিও দেখে কিনছিলাম।আলহামদুলিল্লাহ আমি ভালোই পারফরম্যান্স পাচ্ছি।
আমি রেগুলার ইউজ + ইফুটবল খেলি ভালোই চলে।ক্যামেরায় এলএমসি ব্যবহার করি দারুন কাজ করে।আমি সন্তুষ্ট। অফিশিয়াল কিনেছিলাম দারাজ ওফারে ৮/২৫৬(২০৯৭০ পড়ছিলো) ১২-১২ ওফারে।
October month e kena Redmi Note 12 4g. SInce then ekhono hyperOs update dewar poreo kono video file dekhte gele display te glitch hoy. UA-cam e ei problem dekhi nai ekhono. Jiboner first kono Xiaomi phone use kortesi. Bhabsi update dewar por hoyto thik hoye jabe but no changes. Price er dik theke dekhle phone shera but ekhon moteo recommend korar moto na. Update er por phone er issue gula solve hocche na. Ar camera problem toh asei, moteo satisfied nah. But thank you ATC team ke Gcam ta provide korar jonno.
Hyperos e update deyar por ki kono problem dicce bro?
১ বছর ইউজড এই মোবাইলটা নিতে চাচ্ছি। দাম ১১-১২ এর মধ্যে। কেমন হবে?
নতুন ফোন না কিনলেও এটিসি ভিডিও দেখি আমি 😅😊
Ami xiami hyperos use korar por sob valo vabeu choltese..Alhamdulillah ei phone niye ami sontusto❤etate kono pera khai nai..sob ee update disi
Ami use kortesi 1 year dhorey ❤
Performance just 🔥🔥
কেমন চলতেছে ভাইয়া
Official na unofficial ram koto r Kon variant?
আমার Redmi note 13 pro কেনার ইচ্ছা। এখনে এটা কি কেনা ঠিক হবে?🙂 নাকি এইটারও সেইম সমস্যা।???
Ami redmni note 12 use korsi 8 months dhore but kono problem pai nai r ja problem silo hyperos update asar por sob problem thik hoye gese kono problem passi na 😊 7:31
Redmi note 13 4G
8/256 GB ১ দিন হয়েছে ব্যবহার করেছি ফোনে কোন ধরনের সমস্যা নেই আনফিশিয়াল ফোন এটি, আমার ক্যামেরা কোয়ালিটি ভালো লাগবে যা আমার মন মতো এটির ক্যামেরায় পাইনি যার কারণে বিক্রি করে দিব যদি কেউ নিতে চান ইনবক্স করবেন আমি ২৩,০০০ টাকায় কিনেছি এখন ২০,০০০ টাকা হলেই বিক্রি করবো,
সব ধরনের কাগজ বক্স সবকিছু দিয়ে দিব ফোনে কোন ধরনের সমস্যা নেই একেবারে নতুন ফোন মাত্র একদিন ব্যবহার করেছি আমি।
Ram management issue ta nia ekta video chai... Xiaomi er sob phone e ei problem
ভাই, redmi note 12 4g এর আপডেট এর ব্যাপারে একটা ভিডিও দিয়েন। আপডেট সংক্রান্ত কিছু সমস্যা শোনা যাচ্ছে। তো আপডেট দেওয়া কি ঠিক হবে? আর আপডেট না করলে কি কোন সমস্যা হবে?