এসিআই-ফ্রেশ লবণে আয়োডিন আছে কি? | Daily Issues | ACI salt | Fresh Salt | Vokta odhikar

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #daily_issues #ACI_Salt #Fresh_salt #iodine #vokta_odhikar
    এসিআই-ফ্রেশ লবণে আয়োডিন আছে কি? | Daily Issues | ACI salt | Fresh Salt | Vokta odhikar
    হাতেনাতে প্রমাণ| না দেখলে এখনই দেখে নিন
    চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
    চ্যানেল লিংক: / @dailyissuesbd
    এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
    ফেসবুক পেইজ লিংক: dailyissues
    #vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

КОМЕНТАРІ • 191

  • @suchonasp6434
    @suchonasp6434 Рік тому +104

    সঠিক বিচার করুন দোকানদারকে না ধরে কোম্পানিকে ধরুন

    • @ranggamukh7127
      @ranggamukh7127 Рік тому +16

      কোম্পানির মালিককে ধরতে গেলে ওর চাকরি নিয়ে টান দিবে

    • @faziltushar1893
      @faziltushar1893 Рік тому +1

      এক মত

    • @matubbarbillal9228
      @matubbarbillal9228 Рік тому +1

      সহমত পোষণ করলাম

    • @hasibulhasan7806
      @hasibulhasan7806 Рік тому

      পুরো ভিডিও না দেখে ছাগলের মত কথা বলেন কেনো?

    • @mahbubpretom4066
      @mahbubpretom4066 Рік тому

      Ata bangladesh....

  • @gazibaker8887
    @gazibaker8887 Рік тому +29

    BSTI is responsible for salt quality maintenance. They do approve the product quality.

  • @togorna1900
    @togorna1900 Рік тому +32

    লবন বিক্রেতা কে না ধরে, লবন উৎপাদনকারী প্রতিষ্ঠান কে ধরুন। তাতে সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও করা হবে।

  • @shaponshaan8645
    @shaponshaan8645 Рік тому +49

    ফাজলামো করার জায়গা পায় না,দোকানদার প্যাকেট করা মাল বিক্রি করছে।
    ভিতরে আয়োডিন আছে না নাই,সেটার দায়দায়িত্ব তো কোম্পানির।

    • @TaiyabaIslam-k6t
      @TaiyabaIslam-k6t 10 місяців тому

      কেনো দোকানদার কি ছোট শিশু বাচ্চা যে কোনো কিছু বুঝতে পারে না সে প্রথমে এক পেকেট কিনে পরিক্ষা করে নিতে পারে না তার পরে সে অনেক বেশি কিনে ব্যবসা করতে পারে তাহলেই তো হয় আসলে মনে যদি শয়তানি বুদ্ধি থাকে তাহলে কোনো কিছু করার দরকার হয় না

    • @ProgrammerAsif
      @ProgrammerAsif 9 місяців тому +1

      BSTI er dayitto shob jachai kore then certified kora...

  • @imranhasan1136
    @imranhasan1136 Рік тому +12

    আপনাদের প্রতি অনুরোধ প্রাণ কোম্পানির কারখানা গুলোতে একটু যান।

  • @GSM_iNFO
    @GSM_iNFO Рік тому +8

    বাংলাদেশে হলো হুজুগের ব্যাপার।
    সরকার যদি ভ্যাট ট্যাক্স বাড়ায় ৫% তা হলে কোম্পানিগুলো বাড়ায় ৩৫% এবং সব জিনিসে ভ্যাজাল দেওয়ায় ওস্তাদ জাতি হলাম আমরা বাংঙ্গালীরা।
    তাই তো দ্রুত বেড়ে যাচ্ছে দাম। দ্রব্য ব্যবসায়ীদের মাধ্যমে। সব গুলোই সিন্ডিকেট। ম্যাজিস্টেট স্যার কে ধন্যবাদ।
    এবং আল্লাহ তাকে নেক হায়াত দান করুন আমিন।

  • @istiaqahmed5708
    @istiaqahmed5708 Рік тому +24

    বিএসটিআই তাহলে কি করে অনুমোদন দিল?

    • @MehediHasan-fq8nq
      @MehediHasan-fq8nq Рік тому

      সুন্দর বলছেন

    • @mojahidislam7125
      @mojahidislam7125 Рік тому

      ঘুস খেয়ে। দেশ টাই ত বেচে আছে ঘুসের ওপর

  • @MohinUddin-ej5cq
    @MohinUddin-ej5cq Рік тому +18

    দোকানদারের কি সমস্যা সঠিক বিচার করুন কোম্পানির কাছে যান যেখানে উৎপাদন হয় প্যাকেট হয়

  • @talachabi2902
    @talachabi2902 Рік тому +8

    দোকানদার নামি ব্রান্ড এর আয়োডিন পরিক্ষা করে লবন নেয়নি, এটা যদি তার অপরাধ হয়, তাহলে যারা লবন পরিক্ষা না করে বাড়িতে খায়, তারাও অপরাধি,, এটা কেমন আইন? যে বানায় তাকে ধরেন না, ধরেন নিরিহ দোকানদার কে,, এর জন্য ভোক্তা অধিকারের ম্যাজিস্টেট এর বিচার হওয়া দরকার।

  • @mdshukor2479
    @mdshukor2479 Рік тому +12

    BSTI MUST BE TAKE SERIOUS ACTION AGAINST THE COMPANY. THE SHOP KEEPERS ARE NOT RESPONSIBLE.

  • @imransami306
    @imransami306 Рік тому +5

    ধন্যবাদ স্যার আপনাকে আপনি হাজার বছর বাচেন

  • @skrasel5028
    @skrasel5028 Рік тому +13

    এটা কেমন আইন,কোম্পানিকে না ধোরে দোকান দার কে সাজা দিতে এসেছে, এরা দোকান দার দের সাথে অন্যায় করতেছে

  • @blackpantherbd
    @blackpantherbd Рік тому +10

    বিএসটিআই কি চেক করে?

  • @myacademy6222
    @myacademy6222 Рік тому +8

    দোকানদারকে হয়রানি না করে, কোম্পানি রেড দেন। দোকানদার কি প্যাকেটজাত করে? আর ঐ ব্যাকুবগুলো হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার না করে কি টেস্ট করে?

  • @dailypost5908
    @dailypost5908 Рік тому +14

    স্যার পাগলের মতো প্রশ্ন করলো,লবণে আয়ডিন আছে কিনা তা দেখবে বি এস টি আই।

  • @sk.walidbeenalifsk.565
    @sk.walidbeenalifsk.565 Рік тому

    আমি হাইড্রেন্ট পরীক্ষা করেছি সব লবণের, আশ্চর্যজনকভাবে সবচেয়ে সস্তা লবণ, অর্থাৎ এল্ডার্স আয়োডিনের মাত্রা সবচাইতে বেশি

  • @radoanazad4535
    @radoanazad4535 Рік тому +7

    আসসালামু আলাইকুম মাননীয় ভ্রাম্যমাণ আদালত আপনার প্রতি বিনীত অনুরোধ জানাই দুই এক জনকে ধরে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করান সব ঠিক হয়ে যাবে

    • @minijunior001
      @minijunior001 Рік тому

      আরে ভাই এ ক্ষেত্রে দোকানদারের দোষ নেই। এখানে কোম্পানী দায়ী। আর যে দুটো কোম্পানির লবণ এখানে দেখানো হয়েছে, তারা বাংলাদেশের প্রথম সারির কোম্পানি। এখন সেই কোম্পানি দের বিরুদ্ধে কথা বলার মত সাহস ভোক্তা অধিকার আইনের লোকদের আছে কিনা বা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে কিনা সেটাই প্রশ্ন। তানাহলে এসব দেখিয়ে কোন লাভ হবে না।

    • @hasiburrahman2007
      @hasiburrahman2007 Рік тому

      আমি ভেজালবিরোধী অভিযানকে স্বাগত জানাই।
      কিন্তু,আজকের অভিযান সমর্থন করলাম না।
      এসব প্যাকেটজাত পণ্যে কি আছে কি না আছে এসবের দায়দায়িত্ব সব সংশ্লিষ্ট উৎপাদনকারী কোম্পানির।
      এখানে দোকানদারের কিচ্ছু করার নাই।
      ম্যাজিস্ট্রেটদের চ্যালেঞ্জ করলাম,পারলে ওসব উৎপাদনকারী গ্রূপ অব কোম্পানিজ এ অভিযান করেন।
      ভয় লাগে????
      আসলে সত্যি হচ্ছে ওসব কোম্পানিতে অভিযান দিলে কোন অফিসারই আর জামাকাপড় গায়ে ফেরত আসতে পারবে না।

  • @JahidHasan-tj6rh
    @JahidHasan-tj6rh Рік тому +3

    অভিযানকারীদের আগে বিচার করা উচিত

  • @mdjahangiralam359
    @mdjahangiralam359 Рік тому

    Good job

  • @himuibrahim7524
    @himuibrahim7524 Рік тому +7

    /নিউ কোয়ালিটি সল্ট।(আয়োডিন খুবই কম)
    ২/নিউ জোড়া ডলফিন।( আয়োডিন নেই)
    ৩/হিমোসল্ট(নেই)
    ৪/ শাহিন মোল্লা লবণ।(নেই)
    আয়োডিন যুক্ত লবণ হলো
    ১/এসিআই
    ২/ফ্রেশ
    ৩/ ডলফিন। (একটা ডলফিন)

    • @GoodIDEA-kd6gp
      @GoodIDEA-kd6gp Рік тому +1

      কোনটায় কতো % আছে

    • @himuibrahim7524
      @himuibrahim7524 Рік тому +1

      @@GoodIDEA-kd6gp কত পার্সেন্ট আছে সেটা বলেনি । তবে প্রয়োজনীয় পরিমাণ আছে সেটা বলেছেন।

    • @agrovillage3874
      @agrovillage3874 8 місяців тому

      ডল্ফিন এ সবচেয়ে বেশি

  • @mdlitondewanzi6081
    @mdlitondewanzi6081 Рік тому +3

    মার্কেটের লবণ নষ্ট করে কোন লাভ হবে না একেবারে ফ্যাক্টরি বন্ধ করা দেয়া হোক

  • @MdIqbal-yd9ws
    @MdIqbal-yd9ws Рік тому +4

    BSTI কে জরিমানা করা উচিত এবং এর সাথে এই লবন কোম্পানিগুলোকে জরিমানা + কঠোর আইনের আওতায় আনা উচিত ।
    প্রয়োজন কঠোর খাদ্য নিরাপত্তা আইন এবং মৃত্যুদণ্ড আইন ।

  • @abdurrouf5345
    @abdurrouf5345 Рік тому +3

    BSTI তাহলে কিভাবে অনুমোদন দেয়?

  • @sakibahammed9179
    @sakibahammed9179 Рік тому +4

    সাহস থাকলে ফ্রেশ কোম্পানি কে ধরে দেখান কেমন বুকের পাঠা

  • @jannatunnaiemsukhi781
    @jannatunnaiemsukhi781 Рік тому +1

    প্রত্যেকটা খাবার কোম্পানিগুলোতে গিয়ে পরীক্ষা করা জরুরি। কারণ খুচরা দোকানদারদের কাছে এতো ইকুইপমেন্ট থাকেনা। যেকোনো পণ্য বাজারে নামানোর আগে তার কোয়ালিটিটা গোড়া থেকে যাচাই করার দায়িত্ব আপনাদের।

  • @binodon2337
    @binodon2337 Рік тому +3

    এগুলো দেখে না, তো বিএসটিআই এর কাজ কি কি??? জনগনের অর্থ খরচ করে ঐ প্রতিষ্ঠান রেখে লাভ কি???

  • @ShahidulIslam-lf2lc
    @ShahidulIslam-lf2lc Рік тому

    Go ,Cimpany & Test Please!

  • @alaminsheikh9130
    @alaminsheikh9130 Рік тому +1

    যে লবনে আয়োডিন নেই, সেই কোম্পানি বন্ধ করে দিন।দোকানদারকে বলেন আয়োডিন যুক্ত লবন ছাড়া লবন বিক্রি করবেন না

  • @learningfirst8937
    @learningfirst8937 Рік тому

    Nice

  • @mohammadharun2100
    @mohammadharun2100 Рік тому

    আয়োডিন হলো উদ্ধায়ী যা অল্প তাপে বাষ্পে পরিণত হয়।লবনে আয়োডিন থাকলেও রান্নার সময়ে চুলার আগুনে বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যায়। তাহলে আয়োডিন যুক্ত লবণ দিয়ে রান্না করলেও মানব শরীরে কতটুকু আয়োডিন যাবে?

  • @sumonahmmed994
    @sumonahmmed994 10 місяців тому

    এসিআই আর ফ্রেশ কি খাওয়া যাবে?

  • @sakhawathossainrajib4454
    @sakhawathossainrajib4454 Рік тому +1

    Salt price increase in this episode.

  • @JoshimAhmed-g3t
    @JoshimAhmed-g3t Рік тому

    আপনারা মিলে জান মানুষেকে কষ্ট দিয়ে লাভ কি এদের কি দুস

  • @billalhasan8499
    @billalhasan8499 Рік тому +2

    কোম্পানি কে দরেন দোকানদার কি লবন বানায়

  • @skshapon7429
    @skshapon7429 Рік тому

    চিন্তা করা যায় কাকে বিশ্বাস করবো

  • @aminulislambulbul3045
    @aminulislambulbul3045 Рік тому

    সে জন্য কম্পানি সবচাইতে দায়ি

  • @nasfashahedi5523
    @nasfashahedi5523 Рік тому

    কোন লবণ এ সবচেয়ে বেশি আয়ডিন। final result জানান।

  • @mdenamulhoqkhan958
    @mdenamulhoqkhan958 Рік тому

    দোকানদার কি লবনে আয়োডিন মিশায় বা মিশানোর কথা। যারা আয়োডিন মিশানোর কথা তাদেরকে. …...?

  • @willys_wheelie
    @willys_wheelie Рік тому

    Should go to factory/manufacturers, not to retailers. This is ridiculous while everytime penalty goes to local businessmen.

  • @alamdeshtv4284
    @alamdeshtv4284 Рік тому

    Company ke dorun...sahos thakle..

  • @ajobrana1684
    @ajobrana1684 10 місяців тому

    এ সি আই লবনে আয়োডিনের পরিমান ২.৭৯*৫=১৩. ৯৫ আপনি বলছেন ২৭/২৮ কেমনি কি,

  • @babulhassan9784
    @babulhassan9784 Рік тому

    কোম্পানিকে ধরছেন না কেনো? কোম্পানি গুলো তো সবই দেশি, আজব দেশে থাকি আমরা

  • @sonarbang7669
    @sonarbang7669 Рік тому +3

    ফালতু অভিযান যেখানে কোম্পানিকে ধরতে পারেনা ম্যানেজারের সাথে কথা বলতে ভয় পায়

  • @jasimuddin2062
    @jasimuddin2062 Рік тому

    দোকানদার বিক্রি বন্ধ কোম্পানি এমনিতেই বন্ধ হবে।

  • @MehediHasan-fq8nq
    @MehediHasan-fq8nq Рік тому

    একটা জিনিস বুঝে আসেনা প্রস্তুত কারক কে বাদ দিয়ে সরাসরি বিক্রেতা কেন ধরবে। দোকানদার তো ঠিক ই বলছে প্যাকেটে আয়োডিন যুক্ত লবন লেখা আছে এরপর আর কত?

  • @md.eliasibrahim1711
    @md.eliasibrahim1711 Рік тому

    দোকান দারকে না ধরে কোম্পানিকে ধরেন লবন কারখানাতো দোকানদারের না।

  • @saifulislam-q9q4p
    @saifulislam-q9q4p 10 місяців тому

    সাধারণ মানুষকে কষ্ট দেয়ার অভিযান

  • @alauddinmolla7687
    @alauddinmolla7687 Рік тому

    পরীক্ষা করতে গেলে ফ্যাক্টরিতে যান দোকানদারদের দোষ দিয়ে লাভ নাই

  • @jasimuddin2062
    @jasimuddin2062 Рік тому

    উভয়কেই ধরতে হবে

  • @kashemnizam1954
    @kashemnizam1954 Рік тому +1

    শুধু ইসলামি আইনে বিচার করে এদের কে বিচার করুন। তা হলেই দেশটা ঠিক হ'য়ে যাবে।

  • @smsir.bd-1992
    @smsir.bd-1992 Рік тому

    কোম্পানীকে মামলা দেন। দোকানে গিয়ে সমাধান করা কী সম্ভব?
    আমার বাসায় এসিআই লবণ আছে। আমার নামে ও কী মামলা হবে? খুব ভয়ে আছি😮😮

  • @sumonmeaya4008
    @sumonmeaya4008 Рік тому +2

    COMPANY KA DHARA PARLA.

  • @mahmudhasan593
    @mahmudhasan593 5 місяців тому

    মামলা ত bsti এর হওয়া উচিৎ। অরা কেনো লাইসেন্স দিছে

  • @ummekulsumdolly7470
    @ummekulsumdolly7470 Рік тому

    পন্য উতপাদনকারীদের জেল জরিমানা করা উচিত।

  • @SelimRezaict
    @SelimRezaict 4 місяці тому

    কোন লবনে আয়োডিন আছে

  • @solarbdbangla4114
    @solarbdbangla4114 Рік тому

    যারা তৈরী করে তাদের না ধরে যারা বিক্রি করে তাদের ধরে কি লাভ, দোকানি তো যন্ত্র নাই যে চেক করবে, কোমপানী গুলাকে ধরা দরকার ছিলো

  • @MajharulIslamM
    @MajharulIslamM 3 місяці тому

    Dokane iodin test😅😂😂

  • @masudrahman1758
    @masudrahman1758 Рік тому

    Company ke jorimana Kara uchit

  • @RezaulKarim-zc3dw
    @RezaulKarim-zc3dw Рік тому

    আমরা আগা কাটি আর গুড়ায়
    পানি ঢালি।

  • @sajidurrahmanmanna6719
    @sajidurrahmanmanna6719 Рік тому

    দোকানদারকে না ধরে পারলে কোম্পানিকে বিচারের আওতায় আনুন

  • @saifulislam-q9q4p
    @saifulislam-q9q4p 10 місяців тому

    দোকানদারেরা মিলে তার নামে মামলা দেন

  • @mirhasmomvlog
    @mirhasmomvlog Рік тому

    অভিযান ভালো। কিন্তু দোকানদারকে ধরে লাভ কি কোম্পানিকে ধরেন। অভিযানের দোকানদারকে ধরা মানে লোক দেখানো অভিযান। বড় বড় মাথা ধরেন দোকানদাররা এমনিই ঠিক থাকবে।

  • @NurKarim-f1i
    @NurKarim-f1i Рік тому

    Pazlamu

  • @mdarifulislam4185
    @mdarifulislam4185 Рік тому

    ছার আপনি কোমপানী জান

  • @abdurrouf5345
    @abdurrouf5345 Рік тому +1

    দোকানদারের কাছে গিয়ে লাভ নাই, কোম্পানিকে ধরেন।

  • @lalnilblack6138
    @lalnilblack6138 Рік тому

    এসিআই-ফ্রেশ লবণ এতদিন খেলাম ।?এখন কোন লবণ টা খাব......

  • @jjpot-1988
    @jjpot-1988 Рік тому

    বি এস টি কি দেখে অনুমতি দিল

  • @sumonmeaya4008
    @sumonmeaya4008 Рік тому +1

    COMPANY KO NO DO KO MANT DAY NA.

  • @amazonproductreview1862
    @amazonproductreview1862 Рік тому +1

    companyr toh kicu krte parben na joto bahaduri sob dokandar der upor

  • @shaikhvai021
    @shaikhvai021 2 місяці тому

    আপনাদেরকে দেখি শুধু সাধারণ দোকানদারকে চেক করেন যে প্রতিষ্ঠান প্যাকেটিং করেছে তাদেরকে ধরো তাহলে তোমার বাপ-দাদার চাকরিও ক্যানসেল হয়ে যাবে

  • @litonliton4670
    @litonliton4670 Рік тому

    Ek dike eto dam r onno dike eder julum manush kothay jabe? Tara fectry bondo korena keno?

  • @mstriya7745
    @mstriya7745 Рік тому

    কোম্পানিদের কে ধরুন

  • @MDMamun-le8vc
    @MDMamun-le8vc 4 місяці тому

    এটা এক ধরনের জুলুম ।

  • @imrproofficial646
    @imrproofficial646 Рік тому +1

    Please solve this crime our new generation gone to wait a bigger danger please help us ensure salt with Iodized
    এই অপরাধের সমাধান করুন আমাদের নতুন প্রজন্ম আরও বড় বিপদের অপেক্ষায় আছে দয়া করে আয়োডিনযুক্ত লবণ নিশ্চিত করতে সাহায্য করুন

  • @maeinbillah5413
    @maeinbillah5413 Рік тому

    Valo Kon লবণ টা ভাই

  • @firojmuktijoddha-gr3cs
    @firojmuktijoddha-gr3cs Рік тому

    Company daa e

  • @CREATE_INFINITY
    @CREATE_INFINITY Рік тому

    দোকান দারের কি দোষ বোঝলাম না।

  • @sharminakhi4708
    @sharminakhi4708 Рік тому

    এই দোকানদার কি করছে তোমরা তো গিয়ে ধরবে কোম্পানির মালিক কে কি আজব দেশে বসবাস করি ভাই

  • @md.imonhussen1672
    @md.imonhussen1672 Рік тому

    এদের ধরে তো আর কোন লাভ নাই। এগুলো তো আর এরা তৈরি করে না। কোম্পানির বিরুদ্ধে এ্যাকশান নেন।
    কাজের কাজ না করে অকাজ করছে এখানে

  • @marufaahmedmili2103
    @marufaahmedmili2103 Рік тому

    কোম্পানিকৈ ধরেন

  • @bhuiyangir6154
    @bhuiyangir6154 Рік тому

    লবনে আয়োডিন নাই । তাই শুরু থেকে জরিমানা করুন ।

  • @md.shekhshadeshuvo4063
    @md.shekhshadeshuvo4063 Рік тому

    আজব তো।।
    দোকানদারেরা কি কেমিকাল ল্যাব নিয়ে বসে আছে? লবনে আয়োডিন যুক্ত লেখা আছে।। এখানে দোকানদারের কি দোষ?
    কোম্পানিকে ধরেন না কেনো?

  • @fosiulalom7183
    @fosiulalom7183 4 місяці тому

    কারখানায় না গিয়ে দোকানে খালি অভিযান চালাই।। বুঝতে পারলাম না এদের উদ্দেশ্য কি

  • @srabontyneasa4688
    @srabontyneasa4688 Рік тому

    Companyky nah dhory choto businessmanky dhory.jorimana kory apnarao babsa korchan.

  • @SN-Media433
    @SN-Media433 Рік тому +1

    দোকানদার কি করছে?? 😅কোম্পানি রে ধরে না 😮😅

  • @৮১৮১
    @৮১৮১ Рік тому

    কান টানলে মাথা আসে।

  • @mdmonowar9994
    @mdmonowar9994 Рік тому

    কোম্পানিকে ধরুন

    • @dailyissuesbd
      @dailyissuesbd  Рік тому

      সব জায়গাতেই যাচ্ছে

  • @alhamdulillah866
    @alhamdulillah866 Рік тому

    দোকানদার কি দোষ ।ব্যাটা কোম্পানীতে যাও

  • @Rgtrd
    @Rgtrd Рік тому

    বুজলাম না এরা কি ভোক্তা অধিকার নাকি ! ....তারা ফ্যাক্টরি তে ই তো যাওয়ার কথা এসব যাচাই করতে !?
    গেলো কোন জায়গায় !?
    এইটা কি ধরনের দায়িত্ব !?
    বোকার কর্মকান্ডের মতোই ....

    • @dailyissuesbd
      @dailyissuesbd  Рік тому

      সব জায়গাতেই যাচ্ছে

    • @Rgtrd
      @Rgtrd Рік тому

      @@dailyissuesbd ফ্যাক্টরিতে গেলে ...দোকানে কেন !
      দোকানে টাইম ই ..অনূমোদন ওই দেখবে
      ....সবকিছুর তদারকি মূল জায়গাতেই
      ...বিক্রয় এর জায়গায় পরিবেশ টাইম
      অন্নান্য ....

    • @Rgtrd
      @Rgtrd Рік тому

      @@dailyissuesbd চুনোপুটি নিয়েই থাকে ....

  • @hafezmuhammed6321
    @hafezmuhammed6321 Рік тому

    দোকানদারতোলবনতৈরিকরেনাকমপানীকেধরুন

  • @mdalauddinalreza5527
    @mdalauddinalreza5527 Рік тому

    বাংলাদেশে উল্টা বিচার সৌদি আরব
    দোকান দারদের ধরেনা দরে কোম্পানিরে

  • @HossainOfficial24
    @HossainOfficial24 Рік тому

    দোকান দার কে ধরে কি লাভ
    কমপানি কে ধরেন

  • @sonianursumi6568
    @sonianursumi6568 Рік тому

    পন্যের কমপানিকে ধরেন।

  • @arshadasad8330
    @arshadasad8330 7 місяців тому

    এরা কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যাবস্হা নিতে পারে না, তাই দোকানের বিরুদ্ধে অভিযান চালায়।

  • @hasanmahmud3635
    @hasanmahmud3635 Рік тому

    Kompane k dhora uchet

  • @janaalam5633
    @janaalam5633 Рік тому

    পুটি না ধরে বোয়াল ধরেন।

  • @JahidHasan-tj6rh
    @JahidHasan-tj6rh Рік тому

    কি অভিনয় দোকানদারের মানে কি

  • @litonliton4670
    @litonliton4670 Рік тому +1

    Era ki je natok kore! Test korbe bsti fectery te na giye dokane keno? Dekhun tara source bondo na kore dokane eshe joribana kore. Hay re bangladesh!

  • @sohanauli9046
    @sohanauli9046 Рік тому

    আজব অভিজান, যাহারা তৈরী করেছে তাদের ধরুন,

  • @mohammadshornab7104
    @mohammadshornab7104 Рік тому

    কোম্পানিরে না ধরি
    এইসব চুনোপটিরে ধরি লাভ আছে?
    আপসারাপ নাটক