আমি একজন সিংগাপুর প্রবাসী,অনেক নামি-দামি ব্যান্ডের ট্যাগে বাংলাদেশী মেইড বাই দেখে গর্ববোধ করি,সরকারের উচিৎ হবে এইসকল প্রতিষ্ঠান গুলোকে পুরুষ্কার দেওয়া।❤️🇧🇩❤️🇸🇬❤️
ভিডিওটির জন্য ধন্যবাদ। বাংলাদেশে প্রস্তুত হয়েছেন ভবিষ্যৎ-বিশ্বের একজন উদ্যোগতা! সত্যি অনুকরণীয়। এমন উদ্যোগতারা বাংলাদেশ কে এগিয়ে নেবেন উচ্চতা থেকে উচ্চতায়। আন্তরিক অভিনন্দন।
অনেক ভালো লাগলো এ কারণে যে আমাদের দেশেও এরকম ভালো মানের একটা প্রতিষ্ঠান রয়েছে। আল্লাহতালা যেন এই প্রতিষ্ঠানকে পৃথিবীর এক নম্বর পোশাক শিল্প হিসেবেকবুল করে নেন আমিন।
আলহামদুলিল্লাহ আমাদের স্নোটেক্স গ্রুপ ছাড়া বাংলাদেশের অন্য কোন গ্রুপ মাস শেষ হওয়ার ২/৩ দিন আগে কর্মীদের বেতন দেয় কিনা জানিনা! আমাদের কুমিল্লার গর্ব & শ্রদ্ধেয় স্যারের জন্য আর আমাদের স্নোটেক্স গ্রুপ প্রত্যেক সদস্যদের জন্য ভালবাসা, দোয়া, সততা, আগামী পথচলা, সবার সুসাস্থ্য কামনা করি। Be happy make happy ❤️❤️❤️❤️❤️
মাশআল্লাহ! এই জন্যই আল্লাহ তাদের কোম্পানিকে বরকতময় করে তুলছে। আমি এই কোম্পানিতে ২০১৪ থেকে আসা-যাওয়ার মধ্যে আছি। তখন হয়তো এত বড় ইন্ডাস্ট্রি ছিল না৷ এখন অনেক বড় একটা কোম্পানি, দোয়া করি আরও আল্লাহ যেন তাদের বরকতময় করে৷
মাশাল্লাহ্ এই প্রথম দেখলাম আমাদের দেশে মালিক পক্ষে শ্রমিকের উদ্দেশে ভালো কাজ করছে ভাই বোন অনেক কষ্ট করে দেশে এবং দেশে বাহিরে কাজ করে একটু ভালো থাকার জন্য। মেডিন বাংলাদেশ।
ধন্যবাদ এই কারখানার মালিকদের। এমন একটি কারখানায় চাকরি করার বড় শখ ছিল। অবশ্য একটা গার্মেন্টসে ৫/৬ মাস চাকরি করেছিলাম তবে এই গার্মেন্টসের মত নয়। ধন্যবাদ এই গার্মেন্টসের মালিক ও কর্ম কর্তা দের। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ পাক সহায়তা করুক।
এমন একটি আশা জাগানিয়া ম্যানেজমেন্ট বাংলাদেশে গড়ে উঠতেছে জানতে পেরে খুশিতে বুকটা ভরে গেল। প্রতিষ্ঠানের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং এ ধরনের আরো প্রতিষ্ঠান গড়ে উঠুক সেই প্রার্থনা করি।
প্রত্যেকটা গার্মেন্টস এবং টেক্সটাইলে এই সুযোগ-সুবিধা সম্বলিত রাখা উচিৎ। এজন্য বিজেমই এর নজিরদারি থাকা গুরুত্বপূর্ণ। শ্রমিকদের কে মানুষের চোখে দেখা এটা প্রমান করে দিয়েছে snowtex group কর্তৃপক্ষ। সালাম,শ্রদ্ধা ও ভালোবাসা রইলো এমন শিল্পকারখানা মালিক ও এডমিন, ম্যানেজমেন্টদের প্রতি❣️
এমন দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারে না কেউ, আমার ও তাই হয়েছে, আমি আমার মনের অন্তত গহীন এসথল থেকে দোয়া করি, এই কোম্পানি যেনো, আরও উন্নতি করে, এবং শ্রমিকদের, আরও খেদমত করতে পারে,
মালিক একজন ভালো মানুষের সন্তান, এবং ভালো মনের মানুষ। আল্লাহপাক উনাকে সকল পরিবেশ পরিস্থিতিতে সাহায্য করুন। পাশাপাশি আমরা নিজেরাও শপথ নেই, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করব। এবং তাদের খোজখবর নিবো।
প্রতিটা মালিক পক্ষ যদি এমন চিন্তা ভাবনা করতো শমিকদের খোঁজ খবর রাখতো।তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আরো উন্নত হতো।দোয়া করি আল্লাহ জেনো কম্পানির মালিককে হাজার বছর বাঁচায় রাখে।❤️❤️
আমি সরকারি চাকুরী করি। তবে এই প্রতিষ্ঠানকে দেখে এখানে চাকুরি করতে ইচ্ছে করছে। সকল বিষয়ে সর্বোচ্চ এবং অসাধারণ ব্যবস্থাপনা। নিশ্চয়ই মালিক পক্ষ অনেক ভালো মানুষ। আল্লাহ তাদের মঙ্গল করুন, হেদায়াতের পথে রাখুন।
বাংলাদেশের সমস্ত কোম্পানি এই প্রতিষ্ঠানের নিকট থেকে শিক্ষা নিতে হবে। তাহলে বাংলাদেশ উন্নয়ন করা সম্ভ্রব হবে।এই রকম কোম্পানিদের হাজার বার সালাম দিতে হবে।
আমাদের দেশে আন্তর্যাতিক মানের একটা গার্মেন্টস দেখলাম,অনেক ভাললাগলো।অনেক দোয়া আর শুভ কামনা রইলো।সব মালিক পক্ষ যদি এরকম হতো,তাহলে হয়তো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আরো ভালো হতো।
এটাই হওয়া উচিত মালিক ও শ্রমিকদের সম্পর্ক।
তমার কারখায়া কয়টি
@@sunnyobuzz5141 চারটা
Texpor ltd ফ্যাক্টরি কোথায় অবস্থিত জানালে উপকৃত হব
কারখানার মালিকদেরকে অনেক অনেক ধন্যবাদ।
Good good very good.
বাংলাদেশে শুধুএকটা কোম্পানি আছে যা শুধু শ্রমিকের কথাই ভাবে , এই কোম্পানি দেখে শেখা উচিত অনন্য কোম্পানিদের কে ৷
ভুল বললেন। দেশে আরও কোম্পানি আছে যারা সেম ফ্যাসিলিটিজ প্রভাইড করেন।
Youngone is No1
বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাক্টরি এমন উদ্যোগ নেওয়া উচিত
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগল প্রতিষ্ঠানটি দেখে। যে সমস্ত মালিকদের এইরকম উদার মন মানসিকতা রয়েছে আল্লাহ তাদের প্রতিষ্ঠানের সফলতা দান করুন।
এ রকমের কোম্পানির মালিকের মন মানসিকতা হৃদয় হলো আকাশ ছোয়া,,,
দোয়া করি আল্লাহ তায়ালা তাহার ব্যাবসা প্রতিষ্ঠান আরো প্রসারিত করুন,, আমিন।।। 💐💐💐🇧🇩💝
আমি একজন সিংগাপুর প্রবাসী,অনেক নামি-দামি ব্যান্ডের ট্যাগে বাংলাদেশী মেইড বাই দেখে গর্ববোধ করি,সরকারের উচিৎ হবে এইসকল প্রতিষ্ঠান গুলোকে পুরুষ্কার দেওয়া।❤️🇧🇩❤️🇸🇬❤️
Eirokom kisu shunle onk Valo lage
প্রবাসে বসে যখন দেশের এমন ভাল খবর দেখি ।
তখন গর্বে বুকটা ভরে যায়।
সেলুট জানাই এমন উদ্যোগ কে
এমন প্রতিষ্ঠানই তো বাংলাদেশের চাওয়া। আমরা রানাপ্লাজা চাই না, স্নোটেক্স চাই❤️
ভাই এখানকার স্টাফ দের যে ব্যবহার দেখলে বমি করে দিবেন। আমি নিজে এই স্নোটেক্স এ কাজ করছি
বাস্তব দানবীর। এই যুগে কী এক বিস্ময়কর সংবাদ শুনলাম। কলিজা ঠান্ডা হয়ে গেছে। মহান আল্লাহ, এই কারখানার মালিককে রহম করুন। হিদায়তের উপর অবিচল রাখুন।
অনেক অনেক শুভেচ্ছা রইলো আল্লাহ পাক সকলকে কবুল করুক আমিন
আলহামদুলিল্লাহ কম্পানীর মালিককে আল্লাহ নেক হায়াত দান করুণ আমিন❤️
ভিডিওটির জন্য ধন্যবাদ।
বাংলাদেশে প্রস্তুত হয়েছেন ভবিষ্যৎ-বিশ্বের একজন উদ্যোগতা!
সত্যি অনুকরণীয়।
এমন উদ্যোগতারা বাংলাদেশ কে এগিয়ে নেবেন উচ্চতা থেকে উচ্চতায়।
আন্তরিক অভিনন্দন।
আলহামদুলিল্লাহ শুনে খুবই ভাল লাগলো দেশের সকল মালিক শ্রমিক সেতু বন্দন তৈরী করে এগিয়ে যাবেন নিশ্চিত।
অনেক ভালো লাগলো এ কারণে যে আমাদের দেশেও এরকম ভালো মানের একটা প্রতিষ্ঠান রয়েছে। আল্লাহতালা যেন এই প্রতিষ্ঠানকে পৃথিবীর এক নম্বর পোশাক শিল্প হিসেবেকবুল করে নেন আমিন।
অনেক অনেক শুভকামনা গার্মেন্টস ফ্যাক্টরি জন্য যে তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার রাখে আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি
এমন শ্রমবান্ধব কর্মপরিবেশ তৈরি করার জন্য এই কোম্পানির মালিক এবং ম্যানেজমেন্ট স্টাফদের কে আল্লাহ নেক হায়াত এবং উত্তম রিজিক দান করুক। ❤️
আমি এখানকার একজন সদস্য।সব মিলিয়ে আমাদের মালিক একজন খুব মনের মানুষ।আল্লাহ তাকে দীর্ঘজীবি করুক।
ঠিকানা টা দিবেন প্লিজ, শ্রমিক হিসেবে চাকরির আবেদন করবো।
সার আপনার নাম্বার টা দিবেন,,,,আমি কাজ করতে চাই
স্যার ঠিকানা দিলে উপকৃত হইতাম।
ভাই আমি একজন ডিপ্লোমা করে বসে আছি। কিভাবে সনোটেক্স এ চাকরীর জন্য দরখাস্ত করবো।
স্যার আপনার নাম টা দিবেন কি?
সত্যি এসব খবর দেখলে মনটা ভরে উঠে এই কোম্পানি কে আল্লাহর ও এগিয়ে দিক
আলহামদুলিল্লাহ ফি আমানিল্লাহ দোয়া চাওয়া লাাগে না মন থেকে এসে যাাই আল্লাহ এমন কোম্পানির মালিকদের আলো আখেন আমিন
আলহামদুলিল্লাহ আমাদের স্নোটেক্স গ্রুপ ছাড়া বাংলাদেশের অন্য কোন গ্রুপ মাস শেষ হওয়ার ২/৩ দিন আগে কর্মীদের বেতন দেয় কিনা জানিনা! আমাদের কুমিল্লার গর্ব & শ্রদ্ধেয় স্যারের জন্য আর আমাদের স্নোটেক্স গ্রুপ প্রত্যেক সদস্যদের জন্য ভালবাসা, দোয়া, সততা, আগামী পথচলা, সবার সুসাস্থ্য কামনা করি। Be happy make happy ❤️❤️❤️❤️❤️
অসাধারণ উদ্যোগ, অনেেক মালিক যেখানে চিটার, সেখানে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার, ধন্যবাদ শিল্পপতি।
মাশআল্লাহ! এই জন্যই আল্লাহ তাদের কোম্পানিকে বরকতময় করে তুলছে। আমি এই কোম্পানিতে ২০১৪ থেকে আসা-যাওয়ার মধ্যে আছি। তখন হয়তো এত বড় ইন্ডাস্ট্রি ছিল না৷ এখন অনেক বড় একটা কোম্পানি, দোয়া করি আরও আল্লাহ যেন তাদের বরকতময় করে৷
একটা গুরুত্বপূর্ন এবং চমৎকার প্রতিবেদন শোনার মধ্যে এত বিজ্ঞাপন কি খুব জরুরী?
এই গার্মেন্টস এর সকল পরিচালকদের সাফল্য কামনা করছি
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই প্রথম মনটা ভরে গেল সংবাদ টা শুনে।
মাশাল্লাহ্ এই প্রথম দেখলাম আমাদের দেশে মালিক পক্ষে শ্রমিকের উদ্দেশে ভালো কাজ করছে ভাই বোন অনেক কষ্ট করে দেশে এবং দেশে বাহিরে কাজ করে একটু ভালো থাকার জন্য। মেডিন বাংলাদেশ।
ধন্যবাদ মালিকের মহত কাজের জন্য
আললাহ তুমি এদের হেফাজত করুন
এরকম মানুষদের জন্যই সব সময় হৃদয়ের অন্তস্থল থেকে দোয়া চলে আসে যারা মানুষের কল্যাণে কাজ করে
দোয়া ও শুভকামনা রইল
এটাই হলো মালিক শ্রমিকদের ভালোবাসা
ধন্যবাদ এই কারখানার মালিকদের। এমন একটি কারখানায় চাকরি করার
বড় শখ ছিল। অবশ্য একটা গার্মেন্টসে ৫/৬ মাস চাকরি করেছিলাম তবে এই গার্মেন্টসের মত নয়। ধন্যবাদ এই গার্মেন্টসের মালিক ও কর্ম কর্তা দের। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ পাক সহায়তা করুক।
মাশাআল্লাহ এইরকম সব কারখানা হবে একদিন
অহ্ অনেক ভাল লাগলো।আল্লাহ এই কোম্পানির আয় বরকত আরও বাড়িয়ে দিন।
মালিকপক্ষ পরকালের হিসাবটাও সহজ করে নিচ্ছেন। এমন গার্মেন্টস মালিকদের জন্য শুধু দোয়া করাটাই শ্রেয়।
Love from CANADA
মন টা জুড়িয়ে গেলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ❤️❤️❤️বিশ্ব কে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস মালিক রা thanks জানাই 👌👌👌
পরিচালনা কারীদের অসাধারণ বক্তব্য✊✊
মাশাআল্লাহ
সবাইকে খুবই খুশি মনে হচ্ছে। আল্লাহ তায়ালা এই গার্মেন্টস মালিকে নেক হায়াত দান করুক 🤲
বাংলাদেশের প্রতিটি কম্পানির মালিকরা এমন দয়ালু ও উদর মনের মানুষ হলে আশা করি দেশ তারাতারি সফলতা পাবে।আর দরিদ্রতা কমবে।
এমন প্রতিষ্ঠান এর মালিক কে, আল্লাহপাক হাজার বছর বাচিয়ে রাখুক আমিন❤❤❤
সত্যি মন থেকে দোয়া এবং ভালোবাসা রইলো
শুনে ভাল লাগলো❤️❤️❤️❤️❤️আল্লাহ প্রতিষ্ঠানের কর্ণধারকে সর্বোচ্চ উন্নতির ব্যবস্থা করুক।
বাংলাদেশের প্রতিটি কোম্পানি এই রকম হওয়া উচিৎ।
এমন প্রতিষ্ঠান সারাদেশে হওয়া উচিত
এমন একটি আশা জাগানিয়া ম্যানেজমেন্ট বাংলাদেশে গড়ে উঠতেছে জানতে পেরে খুশিতে বুকটা ভরে গেল। প্রতিষ্ঠানের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং এ ধরনের আরো প্রতিষ্ঠান গড়ে উঠুক সেই প্রার্থনা করি।
বাংলাদেশের সব গার্মেন্টস গুলো এমন হওয়া উচিত
প্রত্যেকটা গার্মেন্টস এবং টেক্সটাইলে এই সুযোগ-সুবিধা সম্বলিত রাখা উচিৎ।
এজন্য বিজেমই এর নজিরদারি থাকা গুরুত্বপূর্ণ।
শ্রমিকদের কে মানুষের চোখে দেখা এটা প্রমান করে দিয়েছে snowtex group কর্তৃপক্ষ।
সালাম,শ্রদ্ধা ও ভালোবাসা রইলো এমন শিল্পকারখানা মালিক ও এডমিন, ম্যানেজমেন্টদের প্রতি❣️
আল্লাহ ঐ কারখানার মালিকে উত্তম জাযা দান করুন, আমীন । কারন জিনিসপত্রের যে দাম শ্রমিকরা তো কিনে খেতে পারতো না, চোখে পানি আইসা গেল ।
বাহ ধন্যবাদ জানাই স্নেটেকের মালিক পক্ষকে🥰
বাংলাদেশের প্রতিটি গার্মেন্টসে এরকম উদ্যোগ নেয়া উচিত এবং দাবি জানাচ্ছি।
খুব ভালো লাগলো এই বিষয় টা দেখে। আজও এই রকম মালিক বা মানুষ আছে বলেই পৃথিবী এত সুন্দর ❤️❤️
এমন দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারে না কেউ, আমার ও তাই হয়েছে, আমি আমার মনের অন্তত গহীন এসথল থেকে দোয়া করি, এই কোম্পানি যেনো, আরও উন্নতি করে, এবং শ্রমিকদের, আরও খেদমত করতে পারে,
সব কারখানার উদ্যোক্তাদের এভাবেই এগিয়ে আশা দরকার,,,,
মালিক একজন ভালো মানুষের সন্তান, এবং ভালো মনের মানুষ।
আল্লাহপাক উনাকে সকল পরিবেশ পরিস্থিতিতে সাহায্য করুন।
পাশাপাশি আমরা নিজেরাও শপথ নেই, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করব। এবং তাদের খোজখবর নিবো।
এই ধরনের মালিক দের আল্লাহ ভাল করুক।
মানুষকে আনেক সুযোগ সুবিধা দিচ্ছে কোম্পানি এই জন্য কোম্পানিকে ধন্যবাদ
মালিক ভালো করেই জানে মাসের শেষ দিনে বেতন দিলেও কোন শ্রমিকই এই কোম্পানি ছেড়ে যাবে না। সত্যি অনেক ভালো লাগলো মালিক-শ্রমিকের এমন মেল বন্ধন দেখে।
এই গার্মেন্টসের মালিকের জন্য দোয়া রইল
আলহামদুলিল্লাহ
মালিক শ্রমিক সম্পর্ক এমন বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত।
আস্ সালামু আলাইকুম, এই কোম্পানি যে বিনিয়োগ করেছে আল্লাহ উনাদের মঙ্গল করেন, দোয়া করি।
সব কারখানা এমন হওয়া উচিত ❤️
কি চমৎকার মালিক
অনেক বড় মন মানুষ
কর্মিদের প্রতি এমন দ্বায়িত্ব বান প্রতিষ্ঠান কখনো আল্লার রহমতে ডুববে না।জীবন দিয়ে আগলে রাখবে এমন প্রতিষ্ঠান।
প্রতিটা মালিক পক্ষ যদি এমন চিন্তা ভাবনা করতো শমিকদের খোঁজ খবর রাখতো।তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আরো উন্নত হতো।দোয়া করি আল্লাহ জেনো কম্পানির মালিককে হাজার বছর বাঁচায় রাখে।❤️❤️
আলহামদুলিল্লাহ... আল্লাহ যেন তাদের এই কোম্পানির আরও আয় রোজগার বাড়িয়ে দেন।
Alhamdulillah... May Allah SWT bless them all.
আমি সরকারি চাকুরী করি। তবে এই প্রতিষ্ঠানকে দেখে এখানে চাকুরি করতে ইচ্ছে করছে। সকল বিষয়ে সর্বোচ্চ এবং অসাধারণ ব্যবস্থাপনা। নিশ্চয়ই মালিক পক্ষ অনেক ভালো মানুষ। আল্লাহ তাদের মঙ্গল করুন, হেদায়াতের পথে রাখুন।
সত্যিকারের ভাল মানুষ আপনিই।
শুনে বুক গর্বে ফুলেউঠল, জয়হোক বাংলার এই প্রতিষ্টানের। আর সার্থক হোক সকল শ্রমিকের জীবন।
এমন প্রতিষ্ঠান বেঁচে থাকুক চীর দিন। আল্লাহর কাছে এটাই দোয়া করছি।
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভাল লাগল ধন্যবাদ এই কারখানার মালিক কে দোয়া রইল
অসাধারণ উদ্যোগ এগিয়ে যাবে প্রাণের বাংলাদেশ।
ধন্যবাদ জানাই এমন কোম্পানি ও তার পরিচালকবৃন্দ কে। আশা করি দেশের সকল কোম্পানি এমন মহৎ কাজে আরো উৎসাহিত হবেন।
এরকম কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার
অনেক অনেক শুভ কামনা রইলো এই প্রতিষ্টানের জন্য …
দোয়া করি আল্লাহ যেন এই কোম্পানির বরকত দেয়
বাংলাদেশের সমস্ত কোম্পানি এই প্রতিষ্ঠানের নিকট থেকে শিক্ষা নিতে হবে। তাহলে বাংলাদেশ উন্নয়ন করা সম্ভ্রব হবে।এই রকম কোম্পানিদের হাজার বার সালাম দিতে হবে।
পরিচালকে অনেক ধন্যবাদ, আল্লাহ ওনাকে নেক হায়্যাত দান করুন আমিন
মাশাআল্লাহ !!! কারখানার উত্তরোত্তর সফল কামনা করি
আলহামদুলিল্লাহ্। আমি এই প্রতিষ্ঠানের একজন কর্মচারী ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ জাজাকাল্লাহ খায়ের আমিন
খুবই ভালো একটি ফ্যাক্টরী আমাদের এলাকায় হওয়াতে এলাকার অর্থনৈতিক ব্যাপক উন্নতি হয়েছে।ধন্যবাদ❤❤❤snowtex
MasAllah আমার সোনার বাংলাদেশ❤️❤️❤️
এমন কিছু মালিক এর জন্যই হয়তোবা পৃথিবীটা টিকে আছে আল্লাহর রহমতে
আলহামদুলিল্লাহ ❤🇧🇩
সব কারখানা এমন করা উচিৎ 😍🇧🇩
খুব ভালো লাগলো ধন্যবাদ এই কোমপানি ও মালিকদের প্রতি।
মাশা-আল্লাহ
অাল্লাহ্ এই উদ্যোক্তা কে সুস্থ ও নিরাপদ রাখুক ❤️❤️❤️
ঐ মালিক কে সরকারের উচিত সহযোগিতা করা। অভিনন্দন জানাই মালিক পক্ষ কে৷
দোয়া রহিলো মালিক ও শ্রমিকদের জন্য। এটাই হওয়া উচিত। মালিকের মন ভালো ।
অফিসের কাজে মাঝে মাঝে যাওয়া হয়। এক কথায় অসাধারণ....।❤️
আলহামদুলিল্লাহ মহান আল্লাহপাক যেন ব্যবসাতে বরকত দান করেন অন্ততপক্ষে একজন মানুষ শুরু করেছে
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ❤️❤️❤️ এমন কারখানা মালিকদের জন্য পিরান ঢালা দোয়া করি 🙏🙏🙏
ধন্যবাদ এমন প্রতিষ্ঠান কে
আল্লাহ তুমি আরো সাহায্য করুন এই কোম্পানির
ইসস______ যদি সব কম্পানি যদি এমন ভাবে ভাবতো....💔🥀
ভালো থাকুক এই মহান মনের মানুষগুলো।
আল্লাহ তার উত্তম প্রতিদান দিবেন আলহামদুলিল্লাহ
আমাদের দেশে আন্তর্যাতিক মানের একটা গার্মেন্টস দেখলাম,অনেক ভাললাগলো।অনেক দোয়া আর শুভ কামনা রইলো।সব মালিক পক্ষ যদি এরকম হতো,তাহলে হয়তো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আরো ভালো হতো।
অনেক বেশী ভালোবাসি আমার এই প্রিয় বাংলাদেশকে 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❣️
মাশাল্লাহ,,, এই কম্পানির সর্বাঙ্গিন কল্যাণ কামনা করি,,
আমি এই গার্মেন্টসে প্রতি মাসে চার পাঁচ বার যাই। সব দিকে ভালো আছে আচার আচরণ কাজকর্ম ব্যবহার এককথায় ভালো