কাতলার জন্য বাদাম খোলের টোপের মশলা তৈরী। Badam kholer Kalotop er Mosla
Вставка
- Опубліковано 7 лют 2025
- খোলের টোপ বড়ো মাছ ধরার শেষ উপায়। সাধারনত এই টোপের রং খোল দিয়ে তৈরী করার ফলে কালচে হয় বলে একে মতস্যশিকারীরা কালো টোপ বলে থাকেন। সকলেই বিভিন্ন ধরনের উপাদান দিয়ে এই টোপ বানান। তাই সকলের তৈরী টোপেই সামান্য প্রভেদ বিদ্যমান। আমরাও এই খোলের টোপ বা কালোটোপ ঘরোয়া ভাবে বানিয়ে মাছ ধরে থাকি।
Special black bait for Katla Fish.
कटला मछलि का खल का चारा कैसे बनाये।
কাতলার জন্য খোলের তৈরী টোপ মৎস্য শিকারীদের মধ্যে জনপ্রিয় একটি বিশেষ টোপ। কাতলা ছাড়াও রুই, মৃগেল ও আমেরিকান রুই মাছ এই টোপে শিকার করা হয়ে থাকে। বিশেষ করে বড় মাছ ধরার জন্য এই টোপের ব্যবহার হয়। অনেকেই তাদের নিজস্ব পদ্ধতি অবলম্বন করে এই টোপ তৈরি করেন। আমরা আজকে আমাদের নিজস্ব বাদাম খোলের টোপের রেসিপি এই ভিডিও তে দিলাম। অবশ্যই তৈরি করে ব্যবহার করবেন এই স্পেশাল বাদাম খোলের #কালোটোপ এর মশলা এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাবেন।
Special #catlabait using oil cakes for fishing bait. Traditional Bengali fishing bait #kalotop full recipe for catching fish. Black bait recipe for katla fishing.
Khub bhalo hoyechhe,
Asadharon... asadharon 💕👍
দাদা আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে। আপনার একজন নিয়মিত সাবসক্রাইবার। আমি আপনার ভিডিও গুলো দেখি কিন্তু দুঃখ হল কোন কমেন্ট করলে জবাব পাই না।
আপনার ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পেরেছি। একটা অনুরোধ,
দাদা সিলভার কার্প মাছ ১/২ কাটাতে ধরার টোপ সম্পর্কে জানতে চাই। অগ্রীম ধন্যবাদ।
ভাল হল
Dada apni to sorsea khol 50gm er theakea besi use korlen.
বাদ্ধ হয়ে গেলাম সাবস্ক্রাইব করতে 😊👍👍👍👍👍👍👍
Very very nice Bait and nice video 👍. Thank's to you , for this kind of Bait.
Badam jhiler top makhar vedio din
Katla palti hoche kintu khachena mach prochur jomche ki korle khabe ektu advice din Pl.
Good
দাদা আমি মূলত নদীতে মাছ ধরি।তাই নদীর চার এবং টোপ এর বিষয়ে একটা ভিডিও করার অনুরোধ রইল।
ঠিকই করেন। নদীর চাইতে শান্তির জায়গা আর নেই। আমিও নদীতে ছিপ ফেলি।
নদির চার টোপে আসবো এরপর। যেগুলো দিচ্ছি তারমধ্যে বেশীরভাগই নদিতে কাজ করে। ব্যবহার কিভাবে হবে সেসব ভিডিও আসবে।
দাদা আপনাকে অনেক ধন্যবাদ নতুন নতুন রেচিপি দেয়ার জন্য ।দাদা আমার একটা অনুরোধ চাতুর পোলাও এর রেচিপিটা জদি দেন।
দাদা টোপ টা তৈরীর পর আবার নারকেল Dust,ঘী,নারকেল তেল দিয়ে মাখতে হবে?নাকি যেটা বানালেন ওটাই ফাইনাল?
গ
Katla macher constant গুঁড়ো মশলা বলবেন প্লিজ শনিবার যাওয়ার আছে পাশে আমার কাছে এই মুহূর্তে কোন মিষ্টি মসলার নেই তোমার প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগছে সেই কারণেই রিকোয়েস্ট করলাম
কাতলার instant মশলা দেবার চেস্টা করছি।
তবে কাতলার জন্য fermented চার ই বেস্ট। চেষ্টা করবেন কাতলার চার বানানোর। ভালো হবে।
@@AllaboutFishingWBদারুণ অভিজ্ঞতা শেয়ার করলে
Nice
Bhai badam khol koi paite pari ektu janaben?
Thank you dada khub bhalo laglo dekhe
মাছ attract hobe to ete?
Dada please big size black carp r best top ki please shared
Dada Paneer mosla charo
Ajke try korbo dekha Jak ki hoy
বাদাম পোলাউ দিয়ে বাদাম খোল মাখার সময়.. ক্ষীরসাগর মসলা কি দেয়া যাবে..?.. দিলে কত টা দেবো..??.. দাদা pls জানাবেন.. Sunday মাছ ধরতে যাবো তামিলা পুকুর এ.
তোমার দেওয়া কালো টোপ বানিয়েছিলাম তা দিয়ে সিঙ্গেল কাটায় টোপ বানিয়েছিলাম 4তে কাতলা মাছ ধরেছি 🙏🙏🙏🙏
মাছ পেয়েছেন এটা আনন্দের। তবে ওটা লাড্ডু টোপের জন্যই বেস্ট। পরে কাতলার সিঙ্গেল টোপ দেবো।
@@AllaboutFishingWB আমাদের এখানে সিঙ্গেল কাটা ব্যবহার হয় তাই ছাতু আর কালো টোপের রেসিপি তাড়াতাড়ি দিলে ভালো হয়
Instagram khulun poriman ta okhane likha diyen vlo hobe 🙂
Australian cheese দিয়ে তৈরী কাতলা মশলার অপেক্ষা রইলাম 🙏
অসাধারণ কিন্তু একটি সরষে খোলের টোপ দেখালে ভালো হতো কারণ আমাদের এখানে বাদাম খোল পাওয়া যায় না
সরষে খোলের কালোটোপ দেখাবো।
apnake dhyanobad, ekta request karchi, kalo tope ki bhabe bolder banabo jade dekhan khub bhalo hai. Please
টোপ মাখার রেসিপি গুলো এবার এক এক করে দেখিয়ে দেবো।
ভাই আমি ঘি খাঁকরি টা পাছিনা. ঘি খাঁকরি যদি বদলে ঘি টা একটু বেশি দিয় তাহলে কি হবে?
@@skbosir7268 ওটা না দিয়েও বানানো যাবে। যেই এলাকায় যেরকম পাওয়া যাবে তেমন ভাবেই বানাতে হবে। ঘি বেশি দেবার দরকার নেই।
@@AllaboutFishingWB ধন্যবাদ ভাই
Ghee khakri kothy pabo dada, aktu bolben
এই টোপ টা সিঙ্গেল টোপ ব্যবহার করা যাবে?
না এটা লাড্ডু টোপের জন্যেই তৈরি করবেন।
বাদামের খোসা টা কি বাদামের দানা নাকি বাদামের চোগলা জানাবেন উপকৃত হব
বাদামের খোসা নয়। ওটা বাদাম খোল। বাদাম ঘানিতে পিষে তেল বের করে নেবার পর যে ছিবড়া থাকে সেইটা।
বাদাম খোল কত মেসাবো
Ghi khakri bad diye jodi ghi diy
Vi jan katlar top celvar brekad aar top fal ta ki fatna ba patare deta hob a
ফতনা দিয়ে ফেলতে হবে।
Dada ami Kjon apnar subscriber.apnar sobkichu folow kori.kalo toper recipi ta darun.akta bromhastro pelam.r amake keu atkate parbena.apnar ponir laping ta baniechi kintu use korte parchina karon apnar ponir char nahole.taratari ponir chare bananor recipi ta debar anurodh roilo.valo thakun.
Thank you
দুধপনির ল্যাপিং পনির চার ছাড়াও ব্যবহার করা যাবে। যেকোনো চারের সাথেই টোপে ল্যাপিং দেবেন ভালো কাতলা খায়।
পনীর মশলা দেবো। কিছুদিন পরে। তৈরি করতে একটু সময় লাগবে।
তোমার দেওয়া ছাতুর টোপ ব্যবহার করব সেই কম্বিনেশন এই কিছু চার দিলে ভালো হয়
Dada ekhon narikel khol,badam khol pacchina,samne ticket aache sudhu sarisa khol diye kalo tope hobena?Jodi hoi bole deben please.
Sorse kholer top dekhabo
❤️❤️❤️❤️
দাদা এই কালো টোপ কতদিন সংরক্ষণ করে রাখা যাবে। একটু বললে ভালো হয়।আর আপনার প্রতিটি ভিডিও খুব ভালো করে দেখি।খুবই ভালো লাগে।
এটা ভালোভাবে কৌটোয় রাখলে ১ বছরের বেশি থাকে। তবে ৬ মাসের মধ্যেই ব্যবহার করা সবচেয়ে ভালো।
তামাক চার বানানোর সময় mahua তেল দেয়া যাবে? তাহলে পরিমাণ টা জানাবেন দয়াকরে
আসলে আমি মহুয়া তেল কোনোদিন দিইনি। তাই কেমন ফলাফল হবে সেটা বলতে পারবো না। আপনি অল্প একটু চারে দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন।
dada iyar loge narikol khol deite parbe
হ্যাঁ নারকেল খোল দিতে পারেন বাদাম খোল কমিয়ে ১০০ গ্রাম।
দাদা ছোট কাকলা না পেলে কি করার আছে
Top makhabar samoy narkal pacha ar matha daoa jaba ke
Olpo valo metha r narkel pocha deoa jetei pare..
দাদা বাদাম খোল সব জায়গায় পাওয়া যায় না পেতে খুব সমস্যা হয় তাই আপনার কাছে অনুরোধ করছি যদি সরষের খোল কোন কালো টপ থাকলে দিন পেলে খুব উপকৃত হব, আপনাকে অসংখ্য ধন্যবাদ
সরষে খোলের কালোটোপ দেবো।
@@AllaboutFishingWB thanks
দাদা ঘি খা করি দিতে ভুলে গেছি এবং জিরে ভুলে গেছি এই গুলো পরে মেশানো যাবে
দাদা বললেননা কি করতে হবে
দিয়ে দিন। এখনো বেশি দেরী হয়নি। একি মাপে দিয়ে দিন।
দুঃখিত একটু পরে রিপ্লাই দিলাম।
আরে দাদা নদীর শিকারি আমি আমার জন্য কিছু তো দিন প্লিজ
এটা নদিতে চলবে তো। এটা ডাইরেক্ট টোপ মাখুন।
বহু কিছু দিয়েছি যেগুলো নদিতে চলবে। আরো অনেক জিনিস দেখিয়ে দেবো।
@@AllaboutFishingWB
Phonenu mbrr
আরে দাদা নদীর মাছ খোল( সারিসার )খেতে চায় না ঠোকর ও মারে না ছাতু তবুও খায়।
Dada 1 kg khol makhle mistir gad katota debo?
খুব বেশি নয়। 2-3 ছোট চামচ। আর রসগোল্লা একটা।
দাদা রসুনখোল এর ভিডিও দিন
চ্যানেলে ভিডিও আছে।
দাদা,বাদাম খোলের বিকল্প কিছু আছে,কারণ আমার এখানে পাওয়া যায় না
এই টোপটা বাদাম খোল দিতে হবে। না পেলে বানাবেন না।
অন্যান্য খোলের টোপ দেবো সব।
May I add metha with this? Please confirm thanks?
Sure. 1tea spoon full per 500grms hookbait.
দাদা 500Gm বাদাম খোলের পোলাও এ কত কেজি বাদাম খোল মাখা যাবে?
এক কেজি থেকে দুই কেজি খোল মেশানো যাবে। যেখানে যেমন হবে।
Dada kotokhon vajte hobe khol ta ? Time ta bolun na aktu?
ওটা আঁচের উত্তাপ হিসেবে হবে। সাধারনত একদম অল্প আঁচে গ্যাসের উনানে ২৫ মিনিটে সবচেয়ে ভালো হয়।
Thank u dada
Dada thanks for uploading this video. In my location there’s a Dam . May I use sooji or Bhutta chatu. And how much with Badam Marsala?
For dam fishing use raw kalotop.
@@AllaboutFishingWB Raw kala top recipe video?
দাদা ভিডিও তে যেটা দেখলাম সেটা হলো কালো টোপ এর মসলা ।
আর যখন টোপ মাখব তখন 500 গ্রাম বাদাম খোলে এই মসলা টা কতো টা মেসাবো
মশলা যতটা নেবেন ততটাই ভাজা বাদামখোল নেবেন। ভিডিও তে সব বলে দিয়েছি।
ভাই আমাদের এখানের পুকুরগুলোতে মাছকে বাদাম খোল খাওয়ায় না, ওই ভাষা ফিড, মুরগির খাবার দানা খাবার দেয়, এই বাদাম খোল একটু ব্যবহার করলে কি ছাতুর থেকে ভালো রেজাল্ট পাব? আর গুড় মহুয়া বানিয়েছি .. সেটা কি ল্যাপিং হিসাবে এই টোপে ব্যবহার করব
গুড়মহুয়া শুধুমাত্র বড় মাছের জন্য সামান্য দেবেন। বেশি হলে কয়েকটা টোপের পর মাছ মেতে যাবে।
বাদাম খোল না খাওয়ালেও মাছ খায়।কখনো অন্য টোপের চেয়ে বেশিই খায়। একটু ছাতু বা সুজি মিশিয়ে মাখবেন।
যতক্ষণ না টোপ ফেলছেন বোঝা অসম্ভব কোন টোপটা বেশি খাবে। তাই ফেলে দেখুন কি হয়।
পাশ পুকুর ফেলবো এই টপটা রেডি মাখানো দেখান ভালো হয় দাদা
@@dipankarmondal9729 তাহলে দেখিয়ে দেবো। সপ্তাহখানেক পরে একটা পুকুরে ফেলতে যাবো। মেখে দেখিয়ে দেবো ল্যাপিং সমেত।
Thanku dada
দাদা ১ কেজি বাদাম খোলে কতোটা পরিমান এই মশলা দেব
পুকুর হিসাবে কমবেশি হবে। মশলা হালকা দেওয়া আছে। সাধারনত অর্ধেক মশলা ও অর্ধেক বাদাম খোলভাজা দিতে হয়।
দাদা আমি আপনার নতুন সাবস্ক্রাইবর,, আপনার ভিডিও খুবই ভালো লাগে ,,
আমার কাছে নারকেল খোল আছে ,ও দিয়ে কি কালো টোপ হবে ,,
আর আপনার নম্বর ও নাম যদি জানতাম খুশি হতাম
এইটা স্পেশাল বাদাম খোলের কালোটোপ রেসিপি।
এছাড়াও নারকেল ও সরষে খোলের কালোটোপ হয়। পরবর্তীতে সব টোপ এক এক করে দেখিয়ে দেবো।
Kindly add katla chattur polaw
Sir.! কাতলার ছাতুর পোলাও এর ভিডিও চ্যানেলে দেওয়া আছে। please দেখে নেবেন।
দাদা অনেকদিন হয়ে গেল কোন ভিডিও পোস্ট করেননি আপনার শরীর ঠিক আছে তো দাদা
হ্যাঁ দাদা আমি ঠিক আছি। ধন্যবাদ।
আসলে বাড়িতে মিস্ত্রী লেগেছে একটু কাজ চলছে। তাই এই কদিন একদম সময় হয়নি মাছ ধরতে যাবার। ওইজন্য ভিডিও আসছে না।
Apnar bari kothay? Apnar nam ki rustam
তারকেশ্বর।
রুই এর কালো টোপ দিবেন
সরষে খোলের কালোটোপ পরে দেবো। দুটো কালোটোপেই রুই ও কাতলা খাবে। যেরকম ভাবে মাখাবেন তেমন হবে। নদিতে ডাইরেক্ট টোপ মাখবেন। পুকুরে এরসাথে অর্ধেক বাদামখোল ভেজে মেশাবেন।
@@AllaboutFishingWB গরুর শাল দুধ দিয়ে রুই এর চার টা দিবেন
দাদা এই টোপ টা মাখবো কি করে
মেখে দেখিয়ে দেবো দাদা।
Ok dada
দাদা এই টোপটা . কতো দিন রাকা যাবে
বছর খানেক তো থাকবেই। খোলটা ভালো করে ভাজতে হবে। ভাজা সঠিক হলে খারাপ হবে না।
দাদা আপনার কাছে এই
ভাই সালাম নিবেন ভাই এটাতো কালো টপের মসলা এই মসলা হাফ কেজি বাদাম খৈলের সাথে কতটুক পরিমাণ দিতে হবে তা তো বললেন না এমনকি এই মালের সাথে আরো কি কি উপাদান দিয়ে টোপ বানাতে হবে তাও বলেন নাই এমন কি তার পরিমাণ ও বলেন নাই শুধু কালো টুপির মসলা টা দেখাইছেন বানিয়ে এখন আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারা এটা কিভাবে ব্যবহার করবে তা যদি বলে না দেন তাহলে কিভাবে ব্যবহার করবে শুধু বলছেন এর সাথে আরো বাদাম খোল মিশিয়ে ফেলতে হবে ভাই এইভাবে বললে তো কাল টোপ কেউ বানাতে পারবেনা কারণ কালো টুপির সাথে কতটুক ভাত পোলাও মধু ঘি নারকেল ডাস্ট মিষ্টি সিরিয়া ভাজা বাদাম খোল দিতে হবে এইসব এর পরিমাণ যদি না বলেন তাহলে কাল টোপ কিভাবে বানাবে আপনিই বলেন আপনি শুধু মশলাটা বানাইছেন আর বলছেন এর সাথে আরো বাদাম খোল মিশিয়ে ফেলতে ভাই হাফ কিলো বাদাম খেলে কতটুকু মসলা কতটুক ভাত পোলাও কতটুকু হাড়িয়া কতটুক নারকেল তেল কতটুক নারকেল ডাস্ট কতটুক মিষ্টি সিরিয়া কতটুক পাউরুটি এডজাস্ট এইসব উপাদানের পরিমাণ না বললে টপ অথবা লাড্ডু কিভাবে বানাবে একটা ভিডিও করলে ব্যবহারবিধি সম্পূর্ণ বলে দিয়েন এইটা আপনার কাছে রিকুয়েস্ট
টোপ তৈরীর ভিডিও দিয়েছি দাদা। দেখে নেবেন
Sir, can you share the ingredients in english please?
দাদা আমি তোমার চেনেলে নতুন একজন দাদা তোমার ফোন নম্বর টা দাও দাদা নদী তে মাছ ধরার মসলাটা দাও
দাদা মহিলাটা নয় মসলা টা
দাদা
মাছ ধরতে গেলে এই সব কিছু লাগেনা । বাস্তৰ সত্য কথা বলছি ।
অবশ্যই দাদা। ছোটো বেলায় একটা বড়শী, একটু সুতো ও আটা মেখে মাছ ধরতাম।
তবে এখন কম্পিটিশানের যুগ এসে গিয়ে জটিল হয়ে গেছে সবকিছু।
দাদা
সত্যি বলছি , মিথ্যা কথা বিন্দুমাত্র বলতে চাই না ।। এমন এক খাবাৱ আছে তাতে কোনো ল্যাপিং লাগেনা ।। তাতে কাতলা রুই ,মিরকে ও নানা প্রজাতীর মাছ নিমেষে খাবে ।।
আমি অনেক কম্পিটিশনে যায় । এবং fast হোয় ।
তাই বলতে বাধ্য হলাম ।।
আমিও আপনার মতোই ভাবতাম , কিন্তু সেটা ভুল ।
কিছু মনে কৱবেন না ।
@@biswajitbiswas-gc5ib please contract no ta deban
সত্যিই আপনি অসৎ ব্যাক্তি।
সৎ বেকতীর নম্বর টা দিন
Dada apnar phone number ta den
Dada apnr contact number ta daban pless
Dada apnar phone number din please
Badam khol ar top makhar vedio din