ঘুঘু পাখি ডিম পাড়ার পরও কেন বাচ্চা ফুটে না।।ghughu pakhi dim parar por o keno baccha hoy na
Вставка
- Опубліковано 6 лют 2025
- ঘুঘু পাখি ডিম পাড়ার পর ও অনেক সময় সেই ডিম ফুটে না, বা বাচ্চা হয় না।
আশা করি ভিডিওটি দেখলে সেই সমস্যার কারন ও প্রতিকার সম্পর্কে আপনারা জানতে পারবেন।
ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানাবেন।
ধন্যবাদ💜
#ঘুঘু_পাখি_ডিম_কেন_ফুটে_না
আমার ঘুঘু প্রথম দুটি ডিম দিয়ে ছিল একটা বাচ্চা হয়েছে আর একটা হয়নি। কিন্তু বাচ্চা তিন দিন পর মারা গেছেন পারে দেখলাম বাচ্চা নিচে পোকা সাদা রঙের আবার দুটি ডিম বাচ্চা হয়েছে তিন দিন পর আবার দুটি বাচ্চা মারা গেছেন আবার দেখি নিচে পোকা এই পোকা বাচ্চা গুলো মেরে ফেলছে এখন কি করতে পারি।
প্রথমত সত্যি খুব খারাপ লাগছে আপনার পাখিগুলো এইরকম কথা শুনে😧
এক্ষেত্রে আপনি কয়েকটি কাজ করতে পারেন,
১. যদি সম্ভব হয় পাত্রটি চেঞ্জ করে ফেলেন
২. পাত্রের ও খাঁচার চারপাশে পিঁপড়ার চক পাওয়া যায়,চক দিয়ে চারপাশটা এঁকে দিতে পারেন।
৩. পাত্রের নিচে আর একটি পাত্র রেখে তাতে পানি দিয়ে রাখতে পারেন,যাতে পিঁপড়া কিংবা পোকামাকড় সহজে যাতায়াত করতে না পারে।
৪. এই জিনিসটা করলে আরো বেশি ভালো হবে,যদি খাঁচাটাকে পরিস্কার করে দুপুরের কড়া রোদে দুই ঘন্টা ভালো ভাবে শুকাতে পারেন।
৫. মাঝে মাঝে চেষ্টা করবেন পাখিগুলোও যেন কিছু সময় যেন পর্যাপ্ত রোদ পোহাতে পারে।
আশা করি এই কয়েকটা রুলস ফলো করলে,ভালো রেজাল্ট পাবেন।🐦🐦🐦
ধন্যবাদ💜
আপু আমি প্রতিদিন ট্রে পরিস্কার করি ডিমের পাএে নিচে নারিকেলের খোসা দিয়ে ছিলাম ডিম ফোটার আগে শুকনা থাকে বাচ্চা ফোটার পর নিচে ভেজা থাকে আর নিচে পোকা হয়ে যায়। পোকা গুলো কোন প্রাণী মরে পচে গেলে যেমন হয় তেমন পোকা।
@@fahimlslamfahim2426 ভাই বাচ্চা হবার পরে পাখির বাচ্চাগুলোকে অন্য পাত্রে চেঞ্জ করে দিবেন।
আর নারিকেলের ছোবড়া গুলোকে রোদে শুকিয়ে হাতদিয়ে ভালোভাবে মুচড়িয়ে ময়লা বা পোকা যাই হোক ফেলে দেয়ার চেষ্টা করবেন।
যেহেতু ভিজা থাকলে এমন সমস্যা বেশি হয়,তাই ভিজা অবস্থায় বেশি রাখা যাবে না।
সেক্ষেত্রে কিছুদিন আপনাকে এভাবে একটু কষ্ট করে খেয়াল রাখতে হবে।
দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য সরি ভাই।
আর আপনার এই সমস্যাটা নিয়ে কাল একটা ডিটেইলস-এ ভিডিও আপলোড দিবো,সেক্ষেত্রে হয়তো আরো একটু ভালো ভাবে আপনি বুঝতে পারবেন।
ধন্যবাদ💜
@@shokherkhamarsk ধন্যবাদ আপু ভালো থাকবেন।
❤
Cod liver medicine ta koidin ar kivabe khauwate hobe ?
Amar 2 ti ghu ghu pakhi pali kintu dim deyna tarpor 4 ta dim dey thokhon ami bhoji je doitai female ami amar attior theke akti male pakhi ani doita female ar sathe rakhi 4 ta dim dise male ta o ta dey kintu aj 15 din hoye gese dime bachha photeni dime kono blade line o nei
আচ্ছা আপু আমার ঘুঘু পাখির ডিম পাড়া ১২ দিন আগে ডিএনএ ফেলে দিয়েছি তো কতো দিন পরে ডিম পাড়বে
এই ভিডিও টা৷ জানবো
আসসালামু আলাইকুম ভাই আমার ঘুঘু অনেক দিন ধরে তা দিচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না... এখন কি করবো.. প্লিজ ভাই বলে দেন... 👏👏👏👏👏
ডিম চেক করে দেখেন ডিম জমছে কিনা।
তাছাড়া ডিম ফুটতে ১৩-১৫দিনের মত সময় লাগে,যদি ১৫দিনের বেশি হয়ে থাকে তাহলে ডিমটা ফেলে দেন ঐ ডিম আর ফুটবে না।
আপু একটা কেপসুল কি দুটি পাখিকে খাওয়াবো
একটা ক্যাপসুল একটা পাখিকেই খাওয়াবেন
কতদিন পর পর খাওয়াবো
ঘুঘু পাখির ডিম বাওয়া হয়ে যাচ্ছে কি করবো??
আপু আমি শখের বশে দুটো ঘুঘু পালি। পর্যাপ্ত খাবার দেই। প্রথমবার দুটি ডিম দিয়েছিল কিন্তু ফুটেনি। ২৫ দিন পরে ডিম সরিয়ে ফেলেছি ৪/৫ দিন আগে। কিন্তু ওদের কখনোই মিটিং করতে দেখনি। তাহলে পরবর্তীকালে ও কি ডিম ফুটবে না? কি করব? প্লিজ সাজেশন দিন।
আপনি মেল ফিমেল দুইটাকেই "কড লিভার ওয়েল " ক্যাপসুল টা খাইয়ে দিন।পর পর তিনদিন,১টা করে রাতের বেলা।
বয়স জনিত কোন সমস্যা না থাকলে( যেমন মেল পাখিটি হয়তো এডাল্ট হয় নি এখনও)তাহলে অবশ্যই ডিম ফুটবে।
নিয়মিত পাখিকে যে খাবারটা দেন,সেই খাবারের পাশাপাশি ডিমের খোসার গুড়ো করে পাখিকে খেতে দিবেন।এটা পাখিকে সুস্থ সবল, ও নিয়মিত ডিম বাচ্চা ঠিক রাখতে সাহায্য করে।
পাখি যদি প্রথমবার ডিম দেয় তাহলে কি তাকে ডিম দিয়ে বসানো উচিত বা কি করনীয় জানাবেন প্লিজ।
Good
এখন আমার ঘুঘু পাখি ডিম দিয়েছে। ২টা ১৭ দিন হয়ে গেছে বাচ্চা ফুটল না কেন বলবেন
দোকানী বলেছিল ডিম বাচ্চা করা পাখি,,,আনার পর প্রথম ডিম দিয়েছে,, ডিম জমেনি,,আমি কি কড লিভার অয়েল ইউজ করব??
কিভাবে করব একটু যদি বলতেন
সম্পূর্ণ ঔষধ টাই পাখির মুখে ঢুকিয়ে খাইয়ে দিবেন।অথবা ঔষধ টার মুখটা কেটে ভিতরের অয়েলটাও শুধু খাইয়ে দিতে পারেন।
@@shokherkhamarsk কয়দিন খাওয়াবো??
আজকে ডিম দিয়েছে একটা,, খাওয়ানো যাবে???
ডিম যেহেতু দিয়েছে তাই এখন না খাওয়ানো ভালো।
ডিম ফোটার ৭-১০দিন পর, মেল ফিমেল দুইটাকে-ই পর পর ৩দিন খাওয়াবেন।
@@shokherkhamarsk আমার মেল ঘুঘু অজানা কারনে বমি করতেছে,,যেটাই খাচ্ছে ২০-৩০ পর বমি করে দিচ্ছে,,গুড়া করে খাওয়ায়েও দেখেছি তবুও বমি করতেছে,,বমি বন্ধ করব কেম্নে?/
ডিম পাড়ে কিন্তু ডিম এ বসে না।।।
কারণ টা জানালে খুব ভালো হয়
আমার পাখি ১টা ডিম পেরেছে তারপর বাচ্চা ফুটেছে ৩দিন পরে মারা গেছে