Kanchenjunga Expedition 2019 | Rudraprasad Halder | Kanchenjunga Summit (8,586m) | Sonarpur Arohi

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 947

  • @md.arifrayhanshuvo8177
    @md.arifrayhanshuvo8177 3 роки тому +14

    ইউটিউবে প্রতিদিন কতকিছুই তো দেখি। এক্সপিডিশন, ট্রাভেলিং ইত্যাদি নিয়ে ভিডিওর অভাব নেই কোনো। কিন্তু বাংলা ভাষায় এত সুন্দর ধারাবিবরণী কোথাও পাই নি। এত দক্ষ নির্মাণ খুব কমই দেখেছি। সর্বোপরি একজন বাঙালী পুলিশ সদস্যের কাঞ্চনজঙ্ঘা এক্সপিডিশন ভিডিও। যার প্রতিটি মুহূর্তেই আছে ভালো লাগা আর রোমাঞ্চ। বহুদিন পরে কোনো কিছু দেখে এত বেশি মুগ্ধ হলাম।
    অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, বাংলাদেশ থেকে।

  • @rezahoque2108
    @rezahoque2108 4 роки тому +25

    দূর থেকে কত সুন্দর আর সম্মোহিত করে ফেলে কিন্তু কাছে গেলে কত ভয়ংকর! অসাধারণ! বাংলাতে এত ভালো পর্বত আরোহণ ডকুমেন্টারি আর দেখিনি।

    • @its_nemo_95
      @its_nemo_95 3 роки тому

      Banglay ato valo content ami age dekhi ni

  • @muazbdvoice6892
    @muazbdvoice6892 4 роки тому +213

    দাদা ভাই দেখছি পুরান ঢাকা বাংলাদেশ থেকে, বাঙালির যে কোনো সাকসেস আমাকে মুগ্ধ করে, নিজে বাঙালি কিনা তাইতো ভালোবাসি বাঙালির যেকোনো বিজয় কে, হউক এপার বাংলা আর ওপার বাংলা, আপনার পরবর্তি ভিডিওর অপেক্ষায় ঢাকা থেকে মুহাম্মাদ জহির।

  • @rashednizam5756
    @rashednizam5756 4 роки тому +48

    অসাধারণ ডকুমেন্টারী।কুন্তল ও বিপ্লবের জন্য মনটা অনেক খারাপ হয়ে গেল।বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা 🇧🇩🇧🇩🇧🇩

  • @mrmonkey7010
    @mrmonkey7010 3 роки тому +4

    চোখে পানি চলে আসার অবস্থা হয়ে গেছে🥺🥺😭😭😭😭।
    এই হিরোদের হৃদয়ের অন্তস্তল থেকে জানাই স্যালুট ✊🙋‍♂️।
    Love from Bangladesh 🇧🇩🇧🇩

  • @ranajitmodak1994
    @ranajitmodak1994 2 роки тому +3

    সব শেষে মৃত‍‍্যু সংবাদ মন খারাপ করে দিল। তবু মানুষ স্বপ্ন দেখে, অসম্ভবকে সম্ভব করার দৃঢ়চেতা মনোভাব মানুষকে এই বিপদসঙ্কুল পথে বার বার আহ্বান জানায়। ভালো থাকুক তাঁদের আত্মারা যারা এই স্বপ্নকে সফল করার প্রয়াসেই মৃত‍্যুর হাতছানিকে আলিঙ্গন করতে পিছুপা হয় না। স‍্যালুট আপনাদের সকলকে।

  • @santanupal8557
    @santanupal8557 2 роки тому +5

    চোখে জল এসে গেল.....এ জল দুঃখ ,গর্ব,বেদনা,বাঙালির সাফল্য সব কিছুর মিশ্রণ....
    মোদের গরব মোদের আশা
    আমোরি বাংলা ভাষা❤️❤️❤️

  • @BasudevBhattacharya
    @BasudevBhattacharya 3 роки тому +6

    অসাধারণ। যেমন অসাধারণ অভিযান তেমন তার ধারাভাষ্য। বাংলাভাষায় এত সুন্দর তথ্যপূর্ণ পাহাড় অভিযানের ভিডিও এই প্রথম দেখলাম। অনেক অনেক ধন্যবাদ অভিযাত্রীদের।

  • @anupamdey3603
    @anupamdey3603 2 роки тому +6

    পুরোটা দেখলাম, খুব ভাল লাগছিলো, আপনাদের সবাইকে সফলতার জন্য অনেক অভিনন্দন।।।
    শেষ টা এরকম ভাবে দেখতে চাইনি।।।
    আমাদের দুই বীরের আত্মার চিরশান্তি কামনা করি।।।

  • @Evan-xc2zk
    @Evan-xc2zk 4 роки тому +12

    আলহামদুলিল্লাহ আল্লাহ র সৃষ্টি ভয়ংকর সুন্দর। তবে গল্পের শেষ টা তে এভাবে চোখে জল আসবে ভাবতে পারি নাই। এই ডেডিকেশন যে কোন লেভেল তার কিছু টা ধারণা পেলাম। অসাধারণ দাদা

  • @tusharpaul3579
    @tusharpaul3579 3 роки тому +3

    ভিডিওটা দেখতে দেখতে ১৯৬০-৬১ সালের কথা মনে পড়ছে , রায়গঞ্জের কুলিক নদীর ব্রিজ থেকে ছোট বেলায় দল বেঁধে পূজোর আগে কঞনজঙ্ঘা দেখা৷ ভিডিওটার মান খুব ভাল৷ ধন্যবাদ ৷

  • @organicentertainment6447
    @organicentertainment6447 4 роки тому +21

    আল্লাহ সুবহানউ তাআলা কি অপুরুপ সৃষ্টি। দেখে মনটা স্নিগ্ধ তায় ভরে গেল!🇧🇩🇧🇩🇧🇩

    • @piyasghosh7382
      @piyasghosh7382 4 роки тому +2

      Joi Sree Ram 🇮🇳🇮🇳🇮🇳

  • @sreekumarbaur5489
    @sreekumarbaur5489 2 роки тому +6

    আজ তোমার কাঞ্চনজঙ্ঘা অভিযান
    দেখলাম ,দম আটকে যাচ্ছিল। অসংখ ধন্যবাদ। এগিয়ে চলো।
    কুমারদা খাঁড়া পাড়া।

  • @moupiadey1063
    @moupiadey1063 3 роки тому +2

    Ki oshadharon eta.mone hochhilo jeno ekta movie dekhchi,goosebumps ashchilo.Rip Kuntal da,Biplab da.Big salute Rudra da.

  • @nitasikdar4724
    @nitasikdar4724 3 роки тому +8

    Truly unparallel! I can not agree anymore about the voice quality, which is added bonus of this thrilling expedition video. Hats off to Mr. Debashis Banerjee, Mr.Halder, and all the mountaineers.

  • @soumyajitbanerjee6156
    @soumyajitbanerjee6156 2 роки тому +2

    কোনো ভাষা নেই। এ এক অসাধারণ বাস্তবিক কাহিনী। কুন্তল এবং বিপ্লব রা যেখানেই থাকো ভালো থেকো।

  • @shyamalendumajumdar9040
    @shyamalendumajumdar9040 3 роки тому +3

    আমার ৬৩ বছরের জীবনে এটি শ্রেষ্ঠ ডকুমেন্টারি দেখার অভিজ্ঞতা।

  • @mahisuper7284
    @mahisuper7284 4 роки тому +2

    খুব খুব ভাল লাগল মন ভাল হয়ে গেল। ধারাভাষ্য খুব ভাল, বাঙালিরা জয় করলে মনে হয় আমার বাড়ির মানুষ করেছে।
    বিদেশিরা পাহাড় জয় করছে আমরা ও পিছিয়ে নেই।
    বাঙালির সাহস ১৯৪৭ সালের ইতিহাস বুঝিয়ে দিয়েছে
    পুলিশবাবু আপনি ভাল থাকবেন, আমার প্রনাম রইল।

  • @md.sazzaduranik6998
    @md.sazzaduranik6998 4 роки тому +5

    অনেক সুন্দর হয়েছে। বাংলাদেশ থেকে ভালবাসা ও শুভেচ্ছা।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @সামাজিকবৈষম্য

    চোখে জল ধরে রাখতে পারলাম না, প্রথমে সামিট এর আনন্দে কাঁদছিলাম, তারপর দল ভাঙার যন্ত্রণায়, তবু, পর্বত প্রেমীরা চিরঅমর, পর্বত আরোহনের স্বপ্নেরা, চিরকালীন.. 💚💚💚💚

  • @sujitkumarnath1208
    @sujitkumarnath1208 4 роки тому +5

    Thank you Sonarpur Arohi for sharing such an amazing and fulfilling dreams of Rudraprasad and his entire team.
    My heart felt respect to two departed soul who left for their heavenly abode during this summit.

  • @murmusinu1836
    @murmusinu1836 4 роки тому +2

    সত্যি মন পুরো ভরে গেল।।
    এই রকম expedition সত্যি মন ছুয়ে যাবেই।
    কুন্তল ও বিপ্লবকে হারানোর কষ্ট বুঝতে পারছি।।
    দুঃখ খুবই।।

  • @arijitsinha4671
    @arijitsinha4671 4 роки тому +6

    অসাধারণ অভিযান। চরৈবেতি সোনারপুর আরোহী।

  • @asahangwnem1464
    @asahangwnem1464 3 роки тому +2

    From nepal kathmandu,कितना आच्छा भिडीयो बनायाजी halder bab,ji, बहुत आच्छा लगा हामको ।आप तो बहुत special Director हेना क्या जी very very execllent, thank you,

  • @MEHTABRAW07
    @MEHTABRAW07 4 роки тому +5

    Respect to you Rudra da..
    Condolences for biplab da and Kuntal da...I hope their loss can never be replaced.
    Proud of you sir.

  • @voboneel
    @voboneel 4 роки тому +1

    অনবদ্য অভিজ্ঞাতা। কুন্তল বাবু রা ভালো থাকবেন তাদের সপ্নের কোলে ঘুমিয়ে। Inspiring presentation for all mountain lovers, especially Bengali.

  • @NazmulIslam-gz3yu
    @NazmulIslam-gz3yu 2 роки тому +4

    আম বাঙালির স্বপ্নের পাহাড়, ভালোবাসার পাহাড়। লাইনটা অসাধারণ।

  • @sayanbhattacharya3199
    @sayanbhattacharya3199 4 роки тому +2

    Dada being an Indian & Bangali tmr choron sporsho... 🙏🏻🙏🏻🙏🏻
    Proud of you dada... 🙏🏻🙏🏻🙏🏻
    Bhogoban chaile akdin tmr sate paharer trek e jabo...
    Tomader sobai ke hajar pronam dada... 🙏🏻🙏🏻🙏🏻
    No pain no gain... 🙏🏻 🙏🏻 🙏🏻
    Love & salute you all... 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @sumonmiah1001
    @sumonmiah1001 4 роки тому +4

    অসাধারণ👏✊👍।বিপ্লব ও কুন্তলের জন্য মনটা খারাপ হয়ে গেল।অনেক ভালোবাসা আর শুভ কামনা রইলো বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩🇧🇩💗💗💗

  • @jayantakumarmandal9604
    @jayantakumarmandal9604 3 роки тому +1

    অসাধারণ। উপস্থাপন ও কণ্ঠ অনবদ্য। কুন্তলবাবু, বিপ্লববাবুর আজো রয়েছেন তাঁদের প্রাণপ্রিয় কাঞ্চনজঙ্ঘাতেই। প্রেরণা দিচ্ছেন পরবর্তী কালের পর্বতারোহীদের।

  • @DooarsTraveller
    @DooarsTraveller 3 роки тому +6

    অসাধারণ উপস্থাপনা 👌 বাংলা ভাষায় তৈরী করার জন্য অনেক অনেক ধন্যবাদ 👍 কুন্তল বাবু এবং বিপ্লব বাবুর আত্মার শান্তি কামনা করছি । ভালো থাকবেন আপনারা সবাই ।
    Love from Dooars 💚

  • @indrajitsinha6224
    @indrajitsinha6224 3 роки тому +2

    খুব সুন্দর ভিডিও টা আর কাঞ্চনজঙ্ঘা ভয়ঙ্কর সুন্দর। দুর থেকে দেখতে যতটা ভাল ছুঁয়ে দেখা ততটাই কঠিন। বিপ্লব দার আগের এভারেস্ট জয়ের গল্প টাও শুনেছি ওর সতীর্থ র থেকে। পাহাড় টাও পাগল করে দেয় নেশায়।

  • @souviksutradhar5339
    @souviksutradhar5339 4 роки тому +4

    দারুন লাগল, হয়ত স্বপ্ন জাগল মনে, কিন্তু আপনার মতো করে সাহস বা মনের জোর হয়ত আমার নেই,আপনারা অসম্ভব কে সম্ভব করেছেন

  • @sumanchowdhury6840
    @sumanchowdhury6840 5 місяців тому +2

    মহাশয়, আপনার ধারাভাষ্য ও কাঞ্চনজঙ্ঘা এর মতন সুন্দর লাগলো আমার কাছে!👍👌

  • @anjandutta5122
    @anjandutta5122 3 роки тому +3

    এক কথায়, অসাধারন।মন ছোয়ে গেল ভিডিও দেখে,কিন্তু শেষ পর্যায় খুবই কস্ট লেগেছে।

  • @sitanshuray8499
    @sitanshuray8499 3 роки тому +2

    এক কথায় আপনারা ভাগ্যবান মানুষ
    পাহাড় চেনাতে জাগালেন হুঁশ,
    আমার চোখে মহাপুরুষ।

  • @masudrobin
    @masudrobin 4 роки тому +16

    শেষ দুজনের জন্য খুব খারাপ লাগলো। 😔😔😔
    দেখছি বাংলাদেশ থেকে। 🇧🇩

  • @subhraganguly3108
    @subhraganguly3108 4 роки тому +2

    Salute to you. Sese biplob o kuntoler jonno chokhe jol ese galo. You did the highest honour.❤️❤️❤️❤️❤️❤️

  • @prakashguha1948
    @prakashguha1948 3 роки тому +5

    No words to describe, how beautiful tracking is this! Go ahead bengalis, u can do anything. Is all about mind, body will follow u. Biplab & kuntal both r immortal for me . Jai Hind Jai Bharat Vandemataram 🇮🇳🙏

  • @SK-vg3xh
    @SK-vg3xh 4 роки тому +2

    অসাধারণ, মনে হল ডিসকভারির ডকুমেন্টরি দেখলাম। আমাদের দেখেই সুখ। ভবিষ্যতে আরও প্রত্যাশা রইল।

  • @sntsikdar
    @sntsikdar 4 роки тому +6

    Memorable expedition... lifetime achievement...best of luck for your future expeditions..Rudra da..

  • @WheelOfThought
    @WheelOfThought 3 роки тому +1

    Ki oshadharon Voice over ...aha eto sundor bangla bohudin sunini Rudra da. Arr ki du-ssahoshik ovijan ekebare Rom-horshok!
    🙏❤️

  • @shibangichakraborty9644
    @shibangichakraborty9644 4 роки тому +4

    Mountaineering sopno holeo amdr motn onk middle class family k sei sopno bisorjon dite hoy. Tobuo bolbo sir onk dhonnobad apnader ei video tar jnno jtate hoyto na jete prleo chokher smne sei oporup sundori Kanchenjunga k dkhte pelm.. Gaye kata diye glo sotti bolte gle. Onk onk dhonnobad sir😇❤

  • @____-ww5me
    @____-ww5me 3 роки тому +3

    অনবদ্য এ সফর। আনন্দ ও বিষাদে বুঁদ হয়ে রইলাম।

  • @erdsharif8135
    @erdsharif8135 2 роки тому +3

    কুন্তাল কারার ও বিপ্লব দাদা তোমাদের কখনোই ভুলবোনা ....শান্তিতে ঘুমাও তোমাদের স্বপ্নের জায়গায়।

  • @jasmineflower6570
    @jasmineflower6570 3 роки тому +6

    লাচুং, লাচেন, ইউমথাং, সিকিমের বিভিন্ন প্রান্ত থেকে দেখেছি আমার রূপসী কাঞ্চনজঙ্ঘাকে। আমি যেন ওখানেই মরি। জয় হিন্দ

    • @hajikulsk8792
      @hajikulsk8792 3 роки тому +1

      Amraw giey chilam 22/01/2021Tarikhe amra Bari theke rowna diyechilam Sikkim-yer uddeshe abong amra Khub injoy kore chilam

  • @avismotivation9897
    @avismotivation9897 3 роки тому +5

    দাদা সোনারপুর থেকে বলছি❤️খুব গর্ববোধ করছি...ভিডিও টা দেখে🙏🏻😍এগিয়ে যাও তোমরা আরো...ভগবান সাথে আছে তোমাদের❤️

  • @sowravkarmakar6610
    @sowravkarmakar6610 3 роки тому +1

    মন ভরে গেলো। তবুও শেষে এসে কোথায় যেনো মনটা ভারী হয়ে যায়। ভালো থাকবেন দাদা

  • @tusharkantibhattacharya5395
    @tusharkantibhattacharya5395 3 роки тому +4

    এই বয়সে যে আনন্দ দিলে, তুমি অনেক দিন সুস্থ থেকে তোমার মনোবাঞ্ছা পূর্ণ কর। এই আশীর্বাদ রইল।

  • @abm0783
    @abm0783 3 роки тому +2

    লোম দাঁড়িয়ে গেলো!
    এত্তো ভয়ঙ্কর সুন্দর!!!

  • @alltimefun2827
    @alltimefun2827 3 роки тому +8

    কুন্তল অর বিপ্লব দাদ এর আত্ত যেনো শান্তি পাই। এটাই ভাগাবন এর কাছে আমার কামনা 😥😥😥😥😥😥

  • @lovetrue6112
    @lovetrue6112 3 роки тому +2

    কি এক অপার্থিব দৃশ্য, যাঁরা আর ফিরে এলো না তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

  • @MehediHassan-pn5uc
    @MehediHassan-pn5uc 4 роки тому +5

    Awesome Documentary!
    Just Hats off
    Mone hocchilo kono discovery channel er documentary dekhsi

  • @tourguidevlog
    @tourguidevlog 3 роки тому +2

    উপস্থাপনা টি এক কথায় অসাধারন ছিলো,সুধু শুনে গেছি চুপ করে,যেনো মনে হচ্ছিলো কিছুটা সময়ের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার সামিট পয়েন্টে...

  • @faruqueahmed305
    @faruqueahmed305 3 роки тому +8

    সত সাহস আর পবিত্র হৃদয় থাকলে সম্মান পায়ে এসে লুটিয়ে পড়বে । ভিরু কাপুরুষ এবং চক্রান্তকারিরা মানুষের কোন উপকারে লাগেনা , এদের বেঁচে থাকাই বৃথ্যা। সুবেচ্ছা রইল তোমাদের ও মমতার দিদিকে অর্থায়নের জন্য।

    • @VictimCard..
      @VictimCard.. 3 роки тому +1

      Kire vi ki problem ?
      Shob jaygay rajnity ki dhukate hobe?
      Na problem kothay?
      Sick mentally apne

  • @jobayerakram3154
    @jobayerakram3154 3 роки тому +2

    Mind blowing achievements. Love from Bangladesh.🇧🇩

  • @abhister2991
    @abhister2991 4 роки тому +3

    Background যে অসাধারণ ব্যাখ্যা, চোখ থেকে জল চলে আসলো

  • @zahidhassan1264
    @zahidhassan1264 4 роки тому +2

    অসাধারণ, Love from Bangladesh 🇧🇩

  • @akhiislam5594
    @akhiislam5594 3 роки тому +4

    খুব ভালো প্রেজেন্টেশন,, বাংলাদেশ থেকে ভালোবাসা❤️

  • @singhnanda
    @singhnanda 3 роки тому +1

    Opurbo,,, stti voyonkor sundor... Sadharon manus hisebe kolpona kora kothin...

  • @sunetramondal8994
    @sunetramondal8994 3 роки тому +3

    জানি না কি বলব বা কি বলা উচিত।।এতো সুন্দর করে উপস্থাপন করলেন প্রতিটি মুহূর্তে রোমাঞ্চকর লাগার পাশাপাশি শিহরিত হয়েছি।মুগ্ধ হলাম তার সাথে একটা চাপা কষ্ট রয়ে গেল। ।

  • @MDBijoyHossain
    @MDBijoyHossain 4 роки тому +2

    খুব ভালো লাগলো,,,,,,,,,,,,,,,,,,,,,,, 👍👍👍👍

  • @ashismondal5039
    @ashismondal5039 4 роки тому +5

    Incredible! Best of luck for upcoming expedition

  • @amidstnature
    @amidstnature 3 роки тому +1

    অসাধারণ, অনবদ্য । ওঁদের আত্মার শান্তি কামনা করছি । ধারভাষ্যকার আর স্ক্রিপ্ট লেখককে আজস্র ধন্যবাদ পুরো ঘটনাক্রমগুলিকে জীবন্ত তুলে ধরার জন্য।

  • @কবিরখন্দকার-ম৭ড

    দাদা আমার মনটা ভরে গেছে,, বাংলাদেশ থেকে আপনাকে শুভেচ্ছা, না দেখা জিনিস দেখতে পেলাম আপনার মাধ্যমে

  • @gargide9631
    @gargide9631 3 роки тому +2

    Hats of DADA. Khub bhalo thakben.. Aaro bhalo bhalo exhibition korben. Flim tap khub Sunday aar monograhi hoyeche. Egie chalun. Kolkata police Leo ajoshro dhonnobad emon ekta exposition e sponsor karar jonno.

  • @mdrajusarder9604
    @mdrajusarder9604 3 роки тому +11

    ইনশাআল্লাহ,,
    যদি কখনও পর্যাপ্ত অর্থ, শক্তি ও সুযোগ হয়,,
    তাহলে নিয়ত করেছি
    আমিও একদিন এভারেস্ট জয় করবো
    ইনশাআল্লাহ
    আল্লাহ যেন মনের আশা পূরন করেন
    আমিন

  • @himadridey4495
    @himadridey4495 3 роки тому +1

    অসাধারণ আপনি ভগবান এর সমান আপনা কে সম্মান ও শ্রদ্ধা ও প্রণাম জানাই এই ডুকুমেন্টারি দেখতে আমরাই নার্ভ ফেল করে ফেলছি ওহ অসাধারণ দারুন ভাষ্যপাট আবার বলছি অসাধারণ এই ভিডিও কোনোদিন ভুলবো না মনখারাপ হয়ে গেলো কুন্তল আর বিপ্লব এর জন্য

  • @subhankarmondal6283
    @subhankarmondal6283 4 роки тому +4

    Kuntan Babu R Biplab Babur news ta suney khub kosto peyechilam. Ami news ta porte porte ojante kedeochilam. Aj video ta dekhar suru te ekbar mone holo ei sei summitpush apnader. Sotti setai. Aj o chokher kon ta ojante bhije gelo. Ami pahar bhalobashi. Tobe ei bhalobasha ta onek deri korey bujhechi. Khub icche. Kintu sob sopno puron hoyna. Apnara bhalo thakun. Aro onek summit push korun...... Apnader chokhei sopno gulo ke sotti hotey dekhi........ Best of Luck.❤

  • @milynill5148
    @milynill5148 3 роки тому +2

    যেন আমিই হেটেছি পুরোটা পথ! কি ভয়ংকর সুন্দর!

  • @hidipan
    @hidipan 4 роки тому +2

    Rudra, oshadharon hoyechhey video ta. Ar voice over ta o fatafati. Purota dekhlam.

    • @rudraprasadhalder8458
      @rudraprasadhalder8458 4 роки тому +1

      আমার এভারেস্টের ভিডিও তেও এই দেবাশীষদা ভইয়েস ওভার দিয়েছিল। অনবদ্য।

  • @Save_India-p4s
    @Save_India-p4s 3 роки тому +1

    অসাধারণ presentation, ভীষণ ভালো লাগল ‌। বিপ্লব এবং কুন্তল এর পরিবারের জন্য সমবেদনা রইলো ‌। adventure প্রিয় বাঙালির সাহসিকতার নিদর্শন। টীমের সবাইকে congratulations

  • @dipankardas1760
    @dipankardas1760 3 роки тому +3

    Very nice presentation and great narration, top class Bengali documentary.

  • @mithunmahmud3239
    @mithunmahmud3239 4 роки тому +1

    দেখা হয়নি চক্ষু মেলিয়া,,, আজ আমি সেটা দেখতে পেরে অভিহিত। ফাটাফাটি একটা ভিডিও। প্যায়ছা উসুল। অনেক অনেক ভালবাসা রইলো বাংলাদেশ থেকে।

  • @ranjeettamang8550
    @ranjeettamang8550 4 роки тому +3

    Outstanding naration..... Hats off to u guys... Long live Himalayas...

  • @purnadev8639
    @purnadev8639 4 роки тому +1

    কুন্তল আর বিপ্লব দা র প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা... মনটা খারাপ হয়ে গেলো ভীষণ

  • @joymondal3980
    @joymondal3980 3 роки тому +30

    বাংলা ভাষায় একটা বড় বিপ্লব আসুক । আমরা আমাদের নিজেদের ভাষায় শিক্ষার প্রসার ঘটাতে পারি।

    • @hridoyahmmad9794
      @hridoyahmmad9794 3 роки тому

      আমি আপনার সাথে একমত

    • @pranbandhughosh3874
      @pranbandhughosh3874 3 роки тому +1

      বাংলায় বর্তমান চিত্র হল বাবা কে daddy, মা কে mamy, কাকিমা কে aunty ,। এই চলছে আর রোগটি দীর্ঘায়িত হচ্ছে।

    • @trueteller8166
      @trueteller8166 3 роки тому +1

      মুদি সরকারের আধিপত্য থাকলে বাংলা ভাষার উপর নির্মম অত্যাচার হয়ে বিলুপ্ত হবে ৷
      আমি বাংলাদেশ থেকে দেখছি খুব ই সুন্দর ভিডিও করেছে অনেক কষ্ট হয়েছে টিমের ❤️

  • @SBasak1989
    @SBasak1989 3 роки тому

    বিপ্লব, কুন্তল, ছন্দা... আরো কতো নির্ভীক মানুষেরা চিরনিদ্রাতে শুয়ে আছেন ওই 'ভয়ঙ্কর সুন্দরের' কোলে। রুদ্র বাবু কে অভিনন্দন।

  • @aminulhaque1592
    @aminulhaque1592 3 роки тому +3

    Asadharon uposthapona. Ses ta bisader.

  • @gazijahirul3363
    @gazijahirul3363 3 роки тому +1

    অসাধারণ উপস্থাপন। ভালবাসা অবিরাম বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩।

  • @mychannel3759
    @mychannel3759 3 роки тому +4

    শুধু কল্পনা ক‌রেই যে স্বাদ পা‌চ্ছি বাস্ত‌বের অনুভূ‌তিটা না জা‌নি কতটা সুন্দর।

  • @historicalindia2497
    @historicalindia2497 3 роки тому +1

    কি অসামান্য আপনার বলার ধরন, আমি বাড়ি সেই অভিযান অনুভব ক রছি যেন,

  • @riazulislam1602
    @riazulislam1602 3 роки тому +3

    Such a beautiful documents to Bengali. Love from Bangladesh 💗💕💖💞

  • @djsouravcolony8419
    @djsouravcolony8419 3 роки тому +2

    Emon video khuje pao muskil.......nice video khub sundor hoyeche.❤

  • @nabinkumarghosh6724
    @nabinkumarghosh6724 4 роки тому +6

    দম বন্ধ করে দেখে গেলাম.....যেমন অসাধারণ তেমনই বেদনাদায়ক ❤💐

  • @BeingEverywhere
    @BeingEverywhere 4 роки тому +2

    বাহ্।
    অসাধারণ সুন্দর বর্ণনা।
    খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা রইলো।

  • @aninditamondal359
    @aninditamondal359 4 роки тому +4

    দেখছি কানাডা থেকে। ২ বছর হিমালয় দেখিনি চাক্ষুষ। পাহাড় আমার মধ্যে অনুভূতি জাগায় যে আমি জীবন্ত।

    • @DA-xv7vf
      @DA-xv7vf 4 роки тому +2

      @Anubhab Das দাদা এখানে ভিডিও দেখুন...বন্ধু বানানোর জন্য ফেসবুক তো রয়েছেই... তাইনা?

  • @srijoysona
    @srijoysona 3 роки тому +2

    অসাধরন 👍
    যিনি ধারা ভাষ্য (story trailer) দিয়েছেন। তাকে ধন্যবাদ

  • @jakirhossen1814
    @jakirhossen1814 Рік тому +7

    আমিও একদিন যাবো কাঞ্চনজঙ্গায় আমার জীবনে স্বপ্ন ইনশাআল্লাহ

  • @arkade2007
    @arkade2007 3 роки тому +2

    The video gave me goosebumps.. ❤️❤️❤️ one of the best videos i have watched in UA-cam

  • @ahanaghosh9597
    @ahanaghosh9597 3 роки тому +3

    Salute Kuntal bhai & Biplab bhai

  • @manzurulhaque7157
    @manzurulhaque7157 24 дні тому

    বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে অভিনন্দন ❤। বয়স এখন ৬২। কার্তিকের শেষ থেকে চৈত্র মাস পর্যন্ত ছোট বেলায় সাইকেলে চড়ে ১২ কিলোমিটার দূরের স্কুলে যেতাম আর মুগ্ধ চোখে উত্তরের অপূর্ব,অবর্ণনীয় একদম স্পষ্ট এই রহস্যময় পাহাড় দেখতাম। সূর্য উঠার সময় একরুপ, সারাদিন আরেকরূপ, আবার সূর্য দেবতার অস্তাচলে যাওয়ার সময় অবর্ণনীয় আরেক রূপ। এখন বৃদ্ধ বয়সে এসেও কার্তিকের শেষে ভোরে অভ্যাস বশত চোখ যায় উত্তরের দিকে। সেই দিন, সেই সময়, সেই দৃশ্য কোনোটিই আর নেই। ভিডিওটিতে যিনি কণ্ঠ দিয়েছেন। অপূর্ব আপনার কণ্ঠ। ভালো থাকবেন সবাই ❤

  • @Shreyasv
    @Shreyasv 3 роки тому +3

    অসাধারণ লাগলো।গর্বিত আপনাদের জন্য ❤

  • @sumonsaha1357
    @sumonsaha1357 3 роки тому +2

    দারুন দাদা অনেক শিহরিত হলাম ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে

  • @subhendumukhopadhyay3535
    @subhendumukhopadhyay3535 2 роки тому +3

    Durdanto, Feeling emotional. Literally crying

  • @labonimukherjee833
    @labonimukherjee833 4 роки тому +1

    Video ta dekhe mon chuye gelo..onader swopno amra bachiye rakhbo.

  • @bhaski9836
    @bhaski9836 4 роки тому +3

    Amar sonarpur amader sonarpur arohi... Ar Rudra prasad da...amader gorbo tumi.

  • @shakherhalder552
    @shakherhalder552 3 роки тому +1

    মনের আজান্তেই কখন যে চোখ থেকে জল গড়িয়ে পরলো বুঝতে পারিনি স্যার যেখানেই থাকুন ভালো থাকবেন আপনাদের স্বপ্ন বেঁচে থাকবে সারা জীবন

  • @DIPANWAYA
    @DIPANWAYA 4 роки тому +4

    Thanks for sharing the video.such beautiful info, that is really encourage our inner feeling.carry on tuff and beautiful work.best wish. Brave not die,they live in peace. Salute those person who gave their life in such case. Carry on, best wise for future expeditions.

  • @manishdudia
    @manishdudia 4 роки тому +3

    Deeply touched by this video. congratulations to all and for the ones who couldn’t survive ... may their soul rest in peace. All the very best!