এতটাই ভালোবেসে ফেলেছি গানটাকে যে..যদি like একটার বেশি আরও করা যেত তবে একাই 1 millions likeকরে দিতাম।সত্যিই বাঙালি হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হয়।
আমি খুবই ভাগ্যবান এই রবি ঠাকুরের বঙ্গভূমিতে জন্মে। তার গানগুলো জীবনের অনুপ্রেরণা দেয়। আমার মনে হয় নোবেল বা অন্য কোনো পুরস্কার তার অসীম প্রতিভার কাছে খুবই সামান্য।
আহা: দিনের শেষে বিচ্ছেদ, পারিবারিক ঝামেলা,ভবিষ্যৎ নিয়ে ভাবনা,সকল ব্যর্থতা,সফলতার একটাই মানসিক সান্ত্বনা কবিগুরুর সৃষ্টি, এ যেনো মুগ্ধতার এক চরম পর্যায়....অসাধারণ......অসাধারণ...... অসাধারণ...পৃথিবীর সব ভালোর ঊর্দ্ধে ❤️
শ্রীমতী জয়তী চক্রবর্তীর কন্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলে বাঙালি হিসেবে খুবই গর্বিত বোধ করি, কারন তিনি অসাধারণ কন্ঠের অধিকার আর অপূর্ব উচচারণ এর জন্য শুনতে ভাল লাগে আর এটাই বাংলা ও বাঙালির ঐতিহ্য...
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পর যখন আমরা থাকবো না আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মতো।তাদের সময়ে তারা যেমন সিগারেটের ধোঁয়ামাখা মধ্যরাতে গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে।আর প্রিয় মানুষটির কথা মনে করতাম।মানুষ বদলাবে,ঋতু বদলাবে কিন্তু গানটি থেকে যাবে চির বসন্ত!
Apnar khota moto aj sob kichu hochcha ai gan birsti vaja rat ondhokar ghor amon ki janar pasai ami bosa otitar kichu ghotona sotti monta kmn jno korcha priyo manus tar jonno take j khub valo basi 😭
I don’t understand Bengali. But this is the 100th time I’ve heard this. And I’m right now sitting at the Writers bungalow in ramgarh Uttarakhand where apparently Gurudev did work on Geetanjali. Dhanyawaad. A million times
প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণশক্তি লাভ করে সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অপরূপকে দেখতে পায়- তাকে নূতন কোথাও যেতে হয় না, এমন কথাগুলোই প্রজ্বলিত হয়েছে❤️❤️❤️❤️❤️
I'm a non bengali but as said music has no language and boundaries This piece just directly touched my heart and soul...Loved the mesmerizing tonal quality
@K.S.K You don't need to know Bengali for that. Details are in description section.: Tagore song : Bhalobeshe shokhi nibhrite... artist : Jayati Chakaraborty Album : Priyo Aamar Music Arrangement : Subrata Banerjee
@@souveekroy4514 Oshadharon...ami akjon singer aar ami erom akta platform khujji...aapnara notun singers der opportunity dan ei platform e tader talent showcase korar jonne..jodi dan... tahle ki bhabe contact korbo aapnader shong ektu bolben plz?
বাঙালি বলে নিজে খুব গর্ববোধ করি কারণ রবীন্দ্রনাথ বাঙালি এবং একমাত্র তার পক্ষেই সম্ভব এত সুন্দর করে মানুষের মনের কথা লেখার। জয়তী মা। তোমার কন্ঠে রবীন্দ্রনাথ যেন জীবন্ত।
ইতিহাসের পাতায় রবি ঠাকুরের এই গানটা গাঁথা হয়ে থাকবে। চিরকাল অমর হয়ে থাকবে। অন্য শিল্পীর চেয়ে জয়তি জীর কন্ঠে গানটা খুব ইউনিক হয়েছে। মিউজিকও খুব ভালো।। এক কথায় অসাধারণ।।।
রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে এক অমূল্য সম্পদ দিয়ে গিয়েছেন সহস্র প্রণাম ওনাকে। ছোট বেলায় যখন গান গোলা শুনতাম তখন ভালো লাগতো না এখন গানের মর্ম গুলা বোঝছি, সত্যি মন জুড়িয়ে যায়।
ছোটবেলায় আমাদের জীবন সহজ-সরল ছিল,তাই এই গানগুলোর কঠিন শব্দ আমরা বুঝতাম না,, আর এখন জীবন অনেক কঠিন হয়ে গেছে, তাই জীবনের চলার পথে এই গান গুলোর প্রতিটি শব্দ উপলব্ধি করছি,আর এখন মনে হয় গানের প্রতিটা কথাই যেন জীবন্ত
"ভালোবেসে সখী, নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।।"----- গানের লাইন টা বাস্তবের সাথে কতো মিলিন ।। গানটি যে শুনবে তারই তার সব থেকে প্রিয় মানুষটির কথা মনে পড়বে। । পড়বেই ।।। গানটি শুনে কার কার বাঙালি হিসাবে গর্ব হচ্ছে আর কার কার চোখ জলে ভিজে গেছে তারাই লাইক করবে। ।। ধন্যবাদ আপনাকে এরকম অসাধারণ সুরে গানটি গাওয়ার জন্য। । বাঙালি সবার উপরে এটা প্রমাণ করে দিয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসু আর আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। । আপনাদের চরনে কোটি কোটি প্রণাম জানাই ।।🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
এককথায় অসাধারণ। যেমন গান তেমনি অভিনয়। অবশ্য গান তো আমাদের প্রাণের রবিঠাকুরের লেখা , কিন্তু তাকে এতো সুন্দর করে পরিবেশন করা ভাবতে খুব গর্ববোধ করছি। ❤❤❤❤❤❤
অসাধারণ সঙ্গীত অচিন্তনীয় এর শব্দচয়ন। এই সঙ্গীতের মাধ্যমে শিল্পী যেন নিজের মনকেও একাত্ম করে অতি চমৎকার পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন। আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।❤❤❤
এখন ২০২৪ সালের আগস্ট মাস বর্তমান সময়ে এসে রবীন্দ্র সংগীত এর প্রেমে পরব ভাবতে পারিনি। যেখানে বছর খানেক আগেও গান বলতেই বুঝতাম শুধু হিন্দি আর ডিজে। এখন রবীন্দ্র সংগীত শুনে প্রাণটি জুড়িয়ে যায় কেন জানি না। তবে মনে হয় এমন গান গুলি সারাজীবন শুনলেও পুরাতন মনে হবে না। অনেকে বলতে দেখেছি কেউ প্রেমে পরলে অথবা বিচ্ছেদের পর এইসব গান বুঝতে পারে। আমার ২টির একটাও হয় নি। বোধহয় ঈশ্বর আমার মধ্যে এই গান গুলি এবং গানের গভীরতা বোঝার ক্ষমতা দিয়েছেন🙏🙏🙏
আমার প্রিয় মানুষটি ছিল মুসলমান, আমরা দুজন দুজনকে খুবই ভালবাসতাম,কিন্তু আমরা এই সম্পর্কের বাস্তব পরিনতিও জানতাম 😭 এই গান গুলা শুনতাম আর কাঁদতাম।যদি কোনদিন এই গান শুনতে এসে আমার কমেন্ট পড়ো তুমি,মনে করো আমি এখনো তোমাকেই ভালবাসি।
My ears: listening to the music My lips: singing alone to the music My eyes: seeing comments My hands: scrolling down My legs: move in perfect synch with the song My mind: recalling old memories I'm such a busy person💜😌
রবীন্দ্র সংগীত অনেক শুনেছি।কিন্তু জয়তীর এ গানটায় মুগ্ধ হয়েছি।মনে হলো রবীন্দ্র সংগীতের আসল সুরটা কি এরকমই।সাগর সেন,ইন্দ্রানী সেন,রেজুয়ানা চৌধুরী বন্যা দারুন গায়। তবে জয়তীর এ গানটি যেন রবীন্দ্র সংগীতের প্রতি আরও দূর্বল করে দিলো।
দিদি সত্যি অনবদ্য, প্রতিটি শব্দ সঙ্গে তার pronunciation আর আপনার আবেগ কাজে লাগিয়ে গানটি শ্রুতিমধুর করেছেন, মন ভরে গেছে ভালো থাকবেন এবং আরো ভালো2 গান উপহার দিয়ে আমাদের ভালো রাখবেন।
I am from Bangladesh. This song was perfect for me with your voice too. I am hearing again and again. Innocence your voice.Really I love your song.Thank you so... So much. .......
আল্লাহর কাছে অনেক শুকরিয়া আল্লাহ আমাকে বাংগালী জাতির কাছে পাঠাইছে না হলে এই গান গুলো হয়তো বুজতেই পারতাম না ; হয়তো বুজতাম না এই গানের মানে কি এই গানে কত মধু আছে ;
জয়তী, আমি নিজেও আজীবন বাবার এসরাজের অনুষঙ্গে রবি ঠাকুরের গানে মেতে থেকেছি। রবীন্দ্রগান বিশ্বের শ্রেষ্ঠ কাব্য। তোমার গায়কী উচ্চারণ কাব্য ভাব সব এত গভীর এত সুন্দর যে মনে হয় সারাদিন শুনে যাই।
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে.. আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে.. ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদপ্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিয়ো আমার হাতের রাখী তোমার কনককঙ্কণে.. ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলকবন্ধনে.. আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাটচন্দনে, আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিয়ো তোমার অঙ্গসৌরভে.. আমার আকুল জীবনমরণ টুটিয়া লুটিয়া নিয়ো তোমার অতুল গৌরবে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..
ছোটবেলা থেকে রবীন্দ্র সংগীত ভালো লাগে তবে তখন না বুঝে শুনতাম আর এখন প্রতিটা কথার মানে বুঝে শুনি । এই গানটার ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে এই লাইনগুলো কিযে ভালো লাগে ❤❤❤
ছোট বেলায় যখন রবীন্দ্র সঙ্গীত শুনতাম একটা অর্থ বুঝতাম এখন আবার অন্য অর্থ বুঝি....প্রতিটা বয়সে এসে গানের কথা গুলোর মানে বদলে যায় ..সমস্ত বয়সের মানুষের মনের অনুভুতি গুলো উনি বুঝতেন আর এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর মহাকবি....... তাই 2024 সালের বৈশাখের 25 তারিখ সকালে এই গানটি না শুনলে মন ভরে না।......লহো প্রণাম🙏
Blessed Jayati , Your rich voice is soul stirring, the gift of Psyche . At the point of emotional up surge you constrict the same in such a way that the cadence is brightened and the same pierces into emotions and indelible reminiscences.
এখন ২০২১ সাল, এখন থেকে একশ বছর পর ২১২১ সালে কেউ এসে যদি এই গানটা শুনে থাকেন। তাহলে বুঝতে পারবো যে এই পৃথিবী শেষ দিন পর্যন্ত গানটা মানুষের কাছে প্রিয় থাকবে।🥰🥀💖
The great JoyatiI chkroboty is really great & unparalleled in the domain of specially in singing of Robindra songs .She sings really from the core of her heart & mind as it appeared in this song that tears rolled down from her eyes at the end.
No doubt, the lyrics itself is heart touching. And i heard it several times before, but this artist gave it a new dimension with her passion and melodious voice. Heartfelt thanks and regards to such talented artists, who sing Rabindrasangeet with perfection !
this is my first time...I hear ravindra sangeet.... love ur voice mam...n so beautiful song...great....I can't explain what a deep expression in my heart when I hear.. it .. loved this song n ur sweet voice... always give us ur songs thanks
Please surround yourself by Tagore's immortal creations... Please drown in the world of Tagore.. You will become a better human being.. It will be a reincarnation for you !
haha.. miss Banerjee .. if u dont knw .. thn dont talk like a duffer ..ok at least a source .. i never get a link or source or anything about Rabindra Sangeet.. .bt when i got my phone.. . i started to follow.. so Banerjee.. . stop talk like a nonsense...got this
যত বয়স বাড়ছে রবীন্দ্র সঙ্গীত প্রতি টা লাইন প্রিয় হয়ে যাচ্ছে।
প্রতিটি লাইনে যেন দুঃখ, কষ্ট, আনন্দের সঙ্গে মিলিত হয়েছে।
সত্যিই 💯
হুম
বলছি দাদা একটু বুঝিয়ে বলুন তো তাহলে প্রেমিক কে রাখি বেঁধে রাখতে কেন বলছে??
He is trimendous
একদম
২০২৪ সালে এসে যে টক্সিক জেনারেশন গড়ে উঠেছে, তাতে করে এর মধ্যে দিয়েও যারা এই গানটি শুনতেছে তাদের রুচির প্রতি আমার শ্রদ্ধা, সম্মান প্রদর্শন করে গেলাম।
আমার ভীষণ পছন্দের গান
Thank you bhaiya
Dad a akhono kichu manush bhlo acha jadin satao chola jaba sadin ar kichu korar thakbana manush jati khub taratari bilupto HOA jaba
😊😊❤
❤
এতটাই ভালোবেসে ফেলেছি গানটাকে যে..যদি like একটার বেশি আরও করা যেত তবে একাই 1 millions likeকরে দিতাম।সত্যিই বাঙালি হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হয়।
Aapnar lekhoni 1 millions theke o beshi
Ekdom
Ekdam tai khub garba hoy.
Ekdom thik bolechen
🐦প্লিজ অদিতি মহসীনের গাওয়া 'ভালবেসে সখী' গানটিও শুনুন। ধন্যবাদ। 🐦
ছোটোবেলায় রবীন্দ্রসংগীত ভালো লাগত না ,, আসলে তখন রবীন্দ্রসংগীত এর মানে বুঝতাম না।।♾
যত বড়ো হচ্ছি রবীন্দ্রসংগীতএর প্রতি টান আরো বেড়ে যাচ্ছে ।। 🌼❤
Thik taii.. Akhn bujhte parchi..
Thik bolcho didi
সেইম।।বড় দিদি আমার কখনো রবীন্দ্র সংগীত শুনতে পারতো না আমার কারণে
Hmm , Right.
Same
আমি খুবই ভাগ্যবান এই রবি ঠাকুরের বঙ্গভূমিতে জন্মে। তার গানগুলো জীবনের অনুপ্রেরণা দেয়। আমার মনে হয় নোবেল বা অন্য কোনো পুরস্কার তার অসীম প্রতিভার কাছে খুবই সামান্য।
Ekdom thik bolechen choke jol ane anonde
আমরা মর্ডান হয়েও বার বার সেই পুরোনো কালজয়ী গানে ফিরে আসে ।।।। এটাই বোধয় বাঙালি।।।।।।
Modern, purono bale kichu hayna,,, bhalo o kharap hay shudhu....manush tar manosikata hisabe ei dutir madhye ekti ke beche ney...
modarne kichuy ney shob faltu
আহা: দিনের শেষে বিচ্ছেদ, পারিবারিক ঝামেলা,ভবিষ্যৎ নিয়ে ভাবনা,সকল ব্যর্থতা,সফলতার একটাই মানসিক সান্ত্বনা কবিগুরুর সৃষ্টি, এ যেনো মুগ্ধতার এক চরম পর্যায়....অসাধারণ......অসাধারণ...... অসাধারণ...পৃথিবীর সব ভালোর ঊর্দ্ধে ❤️
❤️❤️❤️❤️
Hai re valobasha hai re asa sob ses kore dea tui kothai harai gale
😊😢
শ্রীমতী জয়তী চক্রবর্তীর কন্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলে বাঙালি হিসেবে খুবই গর্বিত বোধ করি, কারন তিনি অসাধারণ কন্ঠের অধিকার আর অপূর্ব উচচারণ এর জন্য শুনতে ভাল লাগে আর এটাই বাংলা ও বাঙালির ঐতিহ্য...
আমার মনে হয় রবি ঠাকুর গান লিখছিল ইনি গাওয়ার জন্য
Really the voice of Jayatidi is unique as a female singer in Rabindra-sangeet
Yes dev u r 100 percent correct.
আর উনি ভীষণ ভাব দিয়ে গান গান। এইটাই সবচেয়ে বেশি ভালো লাগে। গানটি জীবন্ত হয়ে ওঠে। ❤
@@mursalindias3158 হা হাহা হা দারুণ বলেছেন...
সত্যি বাঙালি হিসেবে আমি গর্বিত ।
এইসব গান কোনোদিন পুরোনো হবে না ।
Thik
Hmm😒
Yeas
সহমত পোষণ করি
হ্যা 🥰🙃
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পর যখন আমরা থাকবো না আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মতো।তাদের সময়ে তারা যেমন সিগারেটের ধোঁয়ামাখা মধ্যরাতে গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে।আর প্রিয় মানুষটির কথা মনে করতাম।মানুষ বদলাবে,ঋতু বদলাবে কিন্তু গানটি থেকে যাবে চির বসন্ত!
কথা গুলো কষ্ট লাগলো ভাই।
খুব ভালো লাগলো আপনার কথাগুলো....।
কমেন্ট টা মন কাড়লো।
কি সুন্দর উপলব্ধি।
Hi
Vai Mind blowing Comment
রবীন্দ্র সংগীত+কানে হেডফোন + বৃষ্টি ভেজা রাত + অন্ধকার ঘর + জানলা দিয়ে আকাশ দেখা + হাতে চায়ের কাপ + অতীতের কিছু ঘটনা=☺️❤️
Apnar khota moto aj sob kichu hochcha ai gan birsti vaja rat ondhokar ghor amon ki janar pasai ami bosa otitar kichu ghotona sotti monta kmn jno korcha priyo manus tar jonno take j khub valo basi 😭
অন্ধকার ঘরে মোমবাতি জ্বলছে আর নিভছে, হালকা হাওয়া জানালে দিয়ে আসছে, পুরো অন্য জগৎ আহা! 😊❤
Halka kore janlam khule thanda hawa Gaye mekhe ghor ondho kar kore sudhu kadchi fele asha kichu muhurto ke vebe aro onno rokom hoto jibonta
এক আলাদাই অনুভূতি 😊
Just love ❤❤❤❤
I don’t understand Bengali. But this is the 100th time I’ve heard this. And I’m right now sitting at the Writers bungalow in ramgarh Uttarakhand where apparently Gurudev did work on Geetanjali. Dhanyawaad. A million times
কণ্ঠ তো নয়,যেন স্বর্গের মধুর ধ্বনি কানে ভাসছে..!
জয় রবীঠাকুর✌
জয় জয়তী দি ✌
Vjg
Yr dfb v
Joy bonggobhundhu
ঔ
সুন্দর বাক্য। ধন্যবাদ আপনাকে ❤
গান শুনলে এই গান গুলোই শুনি, বর্তমান প্রজন্মের হয়েও ঝলমলে,আর মর্ডান গান শুনতে ইচ্ছে হয়না,এগুলোই বেস্ট।
আপনার মডার্ন বানান দেখেই সেটা বোঝা যাচ্ছে🤮
Jayati is the best.charanke choron bolben na
@@gonitayon আপনি সেটা বুঝিয়েও বলতে পারতেন ভাই ,একটা ওয়ার্ড ভুল হতেই পারে তাই বলে অপমান করে বলতে হবে???
@@jamiarrahman2538 রসিকতা করে বলেছি, অপমান করে নয়। ভুল বুঝবেন না।
100% right
এই গান কোনোদিন পুরোনো হবার নয়,, এই এক স্বর্গীয় অনুভুতি ❤
যতবার শুনি ততবারই মুগ্ধ হয়ে শুনি এত সুন্দর ভাবে একটা মানুষ গাইতে পারে কি করে!
21
শুধু মুগ্ধ হ ই....
রবী .. ঠাকুর যা রেখে গিয়েছে তা কোন দিন শেষ হবার নয়..?
মুগ্ধ ঠাকুর
কিন্তু বাংলায়তো তাকে নিয়ে বেশ চুলকানী রয়েছে!
Nice song bro love you so much
Kov sondor
@@sujonshill5924কারও চুলকানী থাকলে সেটা তার স্কিনের প্রব্লেম। ডারমাটালোজিস্ট দেখাক, এখানে রবীন্দ্রনাথের কিছু করার নাই।
Thik bondhu
হৃদয় ছুঁয়ে যাওয়া গান 🤍🧡
আমার একাকীত্বের সঙ্গী 🥰❣️
Same☺
😒😞😔😟😕🙁☹️😣😖😫😩sobai sarthopor
Hm go
প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণশক্তি লাভ করে সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অপরূপকে দেখতে পায়- তাকে নূতন কোথাও যেতে হয় না, এমন কথাগুলোই প্রজ্বলিত হয়েছে❤️❤️❤️❤️❤️
বোধহয় বাঙালি বলেই গান শোনার আনন্দ টাই আলাদা...
Yes bro..
Kotha ta valo laglo
Sotti bolecho
সত্য
সহমত
হৃদয় ছুয়ে যাওয়ার মত একটি গান... এই গান সুর সুনলে মনেহয় হারিয়ে গিয়েছি হাজার বছর আগের সৃতিতে.. কতই না আবেগ, ভালবাসা মিশানো এই গানে...
I'm a non bengali but as said music has no language and boundaries This piece just directly touched my heart and soul...Loved the mesmerizing tonal quality
Thanks bro
Doesn't matter you don't understand our language but at least you enjoy
@K.S.K You don't need to know Bengali for that. Details are in description section.:
Tagore song : Bhalobeshe shokhi nibhrite...
artist : Jayati Chakaraborty
Album : Priyo Aamar
Music Arrangement : Subrata Banerjee
@@souveekroy4514 Oshadharon...ami akjon singer aar ami erom akta platform khujji...aapnara notun singers der opportunity dan ei platform e tader talent showcase korar jonne..jodi dan... tahle ki bhabe contact korbo aapnader shong ektu bolben plz?
If u understand the language than u can feel the depth of the lyrics
বাঙালি বলে নিজে খুব গর্ববোধ করি কারণ রবীন্দ্রনাথ বাঙালি এবং একমাত্র তার পক্ষেই সম্ভব এত সুন্দর করে মানুষের মনের কথা লেখার। জয়তী মা। তোমার কন্ঠে রবীন্দ্রনাথ যেন জীবন্ত।
ইতিহাসের পাতায় রবি ঠাকুরের এই গানটা গাঁথা হয়ে থাকবে। চিরকাল অমর হয়ে থাকবে। অন্য শিল্পীর চেয়ে জয়তি জীর কন্ঠে গানটা খুব ইউনিক হয়েছে। মিউজিকও খুব ভালো।। এক কথায় অসাধারণ।।।
হ্যাঁ, ওনার গলাতেই অসাধারণ লেগেছে আমার কাছে!
আর এই গানের এই কভারেই মেবি সবচেয়ে বেশি ভিউ এসেছে!😍
03g
I love robi thakur
সহস্রাধিক বার শুনেছি,
প্রতিবারই নতুন মনে হয়।
কথা গুলো একদম চিত্ত নিগূঢ়ে পশেছে।
ua-cam.com/video/RooqntDR20I/v-deo.html
রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে এক অমূল্য সম্পদ দিয়ে গিয়েছেন সহস্র প্রণাম ওনাকে।
ছোট বেলায় যখন গান গোলা শুনতাম তখন ভালো লাগতো না এখন গানের মর্ম গুলা বোঝছি, সত্যি মন জুড়িয়ে যায়।
ছোটবেলায় আমাদের জীবন সহজ-সরল ছিল,তাই এই গানগুলোর কঠিন শব্দ আমরা বুঝতাম না,,
আর এখন জীবন অনেক কঠিন হয়ে গেছে, তাই জীবনের চলার পথে এই গান গুলোর প্রতিটি শব্দ উপলব্ধি করছি,আর এখন মনে হয় গানের প্রতিটা কথাই যেন জীবন্ত
কবি এতো প্রেম তুমি কোথায় পেলে,
আমিতো ভাসি সর্বদা আঁখি নয়ন জলে😢😢
রবীন্দ্র সঙ্গীতের কোনো তুলনা হয় না আর এত ভালো গায়কী - মন ছুঁয়ে গেল।
ছোটবেলায় যখন BTV তে রবীন্দ্র সংগীত দিত তখন মেজাজটা খারাপ হয়ে যেত কিন্তু যখন বুঝতে শিখছি তখন বুঝেছি যে এরকম গান আর সুর আর পৃথিবীর কোন গানে নেই 💗💗💗💗
❤❤❤❤❤
২০৫০ সালের জন্য একটা কমেন্ট রেখে গেলাম। একদিন তোমাদের মনে পড়বে এই গানগুলোর জন্য আমার কতটা আবেগ ছিলো।
😂
আমিও কপি করলাম
Ami
Chole jete hobe, ato shundor prithibi chere 😕
Rabindro Sangeet holo heart touching❤❤❤❤❤❤spechless❤
"ভালোবেসে সখী, নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।।"----- গানের লাইন টা বাস্তবের সাথে কতো মিলিন ।। গানটি যে শুনবে তারই তার সব থেকে প্রিয় মানুষটির কথা মনে পড়বে। । পড়বেই ।।। গানটি শুনে কার কার বাঙালি হিসাবে গর্ব হচ্ছে আর কার কার চোখ জলে ভিজে গেছে তারাই লাইক করবে। ।। ধন্যবাদ আপনাকে এরকম অসাধারণ সুরে গানটি গাওয়ার জন্য। । বাঙালি সবার উপরে এটা প্রমাণ করে দিয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসু আর আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। । আপনাদের চরনে কোটি কোটি প্রণাম জানাই ।।🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
অসম্ভব পছন্দের একটি গান । কতবার শুনেছি ঠিক নেই!!❤
এই গানগুলি কোনোদিন পুরানো হবে না,এত ভাল গান আর হতে পারে না,মর্ডান যুগের হয়েও সেই পুরানো গানগুলি এখনো শুনি,রবি ঠাকুর আমাদের হৃদয়ে বেচেঁ থাকবে আজীবন💖
If there can ever be a divine composition, divine lyrics, divine music, it would be Gurudeb! Pranam Gurudeb 🙏
Love from Rajasthan ❤️❤️
true
যত বারসুনি ততোবারই প্রেমে পরে যায়.। মুগ্ধ হয়ে যায়। শুনতে শুনতে কোথাও একটা হারিয়ে ফেলি নিজেকে।
রবীন্দ্রসঙ্গীত যুগ যুগ জিও😘😘😘😍😍😍😍
Right
Right right 😍😍😍😍😍
Maiabonobeharinihorini
Hmmm rabindra sangeet er upore kono gan nei. Rabindranath thakurer ei ganti jeno chirokal omor hoyei thake ei kamona kori
বিশ্বকবির শ্বশুরবাড়ি, কেউ কী দেখেছেন?কিছুদিন আগে গিয়েছিলাম. ভিডিওটি দেখতে আমার ছবির উপর ক্লিক করুন, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন।
এককথায় অসাধারণ।
যেমন গান তেমনি অভিনয়।
অবশ্য গান তো আমাদের প্রাণের রবিঠাকুরের লেখা , কিন্তু তাকে এতো সুন্দর করে পরিবেশন করা ভাবতে খুব গর্ববোধ করছি।
❤❤❤❤❤❤
জয়তী দিদি, এত দরদ দিয়ে কেমনে পারেন... 😍
❤ from 🇧🇩
Vioter abeg eta
" মনে করে সখী বাঁধিয়া রাখিয়ো,আমার হাতের রাখী তোমার কনককঙ্কণে.." 𝗧𝗵𝗼𝘀𝗲 𝗹𝗶𝗻𝗲𝘀 😌💖
অসাধারণ সঙ্গীত অচিন্তনীয় এর শব্দচয়ন। এই সঙ্গীতের মাধ্যমে শিল্পী যেন নিজের মনকেও একাত্ম করে অতি চমৎকার পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন। আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।❤❤❤
এখন ২০২৪ সালের আগস্ট মাস
বর্তমান সময়ে এসে রবীন্দ্র সংগীত এর প্রেমে পরব ভাবতে পারিনি। যেখানে বছর খানেক আগেও গান বলতেই বুঝতাম শুধু হিন্দি আর ডিজে।
এখন রবীন্দ্র সংগীত শুনে প্রাণটি জুড়িয়ে যায় কেন জানি না। তবে মনে হয় এমন গান গুলি সারাজীবন শুনলেও পুরাতন মনে হবে না।
অনেকে বলতে দেখেছি কেউ প্রেমে পরলে অথবা বিচ্ছেদের পর এইসব গান বুঝতে পারে। আমার ২টির একটাও হয় নি। বোধহয় ঈশ্বর আমার মধ্যে এই গান গুলি এবং গানের গভীরতা বোঝার ক্ষমতা দিয়েছেন🙏🙏🙏
কি যে এক অসাধারন গান,
আর কি যে ভাল লাগা,
যা ভাষায় প্রকাশ করা যায় না।
যা পেরেছেন শুধু রবীন্দ্রনাথ ঠাকুর।
Rumi Akram jjbvgggg.h
Jggdyhm
Rumi Akram vhp
9 8
আমার প্রিয় মানুষটি ছিল মুসলমান, আমরা দুজন দুজনকে খুবই ভালবাসতাম,কিন্তু আমরা এই সম্পর্কের বাস্তব পরিনতিও জানতাম 😭
এই গান গুলা শুনতাম আর কাঁদতাম।যদি কোনদিন এই গান শুনতে এসে আমার কমেন্ট পড়ো তুমি,মনে করো আমি এখনো তোমাকেই ভালবাসি।
God bless u bro
😭😭
আর আমি ভালোবেসেছিলাম আপন ফুফাতো বোন কে,কিন্তু পাইলাম না।
রাত নির্জন,কানে হেডফোন দিয়ে রবীন্দ্র সঙ্গীত শুনার অনুভূতি টাই আলাদা🙂🥀🖤
ঠিকই
My ears: listening to the music
My lips: singing alone to the music
My eyes: seeing comments
My hands: scrolling down
My legs: move in perfect synch with the song
My mind: recalling old memories
I'm such a busy person💜😌
Actually it is happening with me 🥰
same with me 💌
মনের মন্দিরে রাখবো বলে ই প্রিয় তে রেখে দিলাম । জয়তী' দি' র প্রতি রইলো শুভেচ্ছা । দীর্ঘজীবি হউন ।
রবি ঠাকুরের ভাষার তুলো নাই ।
মন মাতলা আকাশ জুড়ে উড়িয়ে দিলাম রবি ঠাকুরের ছন্দ ভরে ।
রবি ঠাকুর মনে আলাদা একটা জগৎ।।।।।।
রবীন্দ্র সংগীত অনেক শুনেছি।কিন্তু জয়তীর এ গানটায় মুগ্ধ হয়েছি।মনে হলো রবীন্দ্র সংগীতের আসল সুরটা কি এরকমই।সাগর সেন,ইন্দ্রানী সেন,রেজুয়ানা চৌধুরী বন্যা দারুন গায়। তবে জয়তীর এ গানটি যেন রবীন্দ্র সংগীতের প্রতি আরও দূর্বল করে দিলো।
desh bondhu দারুন বললেন স্যার
desh bondhu
Dipanjan Halder আসলেই এটা আমার মনের কথা।খুব ভালো লেগেছে।যে গানগুলি একটু বুঝি সে গান গুলি শুনতে ভালো লাগে।
desh bondhu o
Tanzina Sultana
এখন বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে অতীত টাকে বড়ো মনে পড়ছে কানে হেডফোন অন্ধকার ঘর একা আমি সাথে রবীন্দ্রনাথের এই গানটা সত্যি অসাধারন কিছু অনুভব করছি ❤️🙂
কত প্রাণবন্ত গান! যতবার শুনি, প্রত্যেকবারই মনের মধ্যে ঢেউ খেলে যায়, মনে পড়ে যায় প্রিয় মানুষটির কথা...❤
এখন ২০২৩ সাল।এখনো এই গানগুলো সবার মনে প্রানে রয়েছে।বয়স বাড়ার সাথে সাথে রবীন্দ্রসংগীত ভালোলাগতে শুরু হলো ❤
Right
গানটা শুনে এক প্যাকেট সিগারেট খেয়ে ফেলছি মনে হয়তাছে আরও খাই কোন কষ্ট নাই গানের গোধুলির আভাসে মনোরঞ্জন আবেগপ্রবণ হয়ে খেয়ে ফেলছি স্যালুট দিদি
Mir Sabbir ,
😅
দিদি সত্যি অনবদ্য, প্রতিটি শব্দ সঙ্গে তার pronunciation আর আপনার আবেগ কাজে লাগিয়ে গানটি শ্রুতিমধুর করেছেন, মন ভরে গেছে ভালো থাকবেন এবং আরো ভালো2 গান উপহার দিয়ে আমাদের ভালো রাখবেন।
I am from Bangladesh. This song was perfect for me with your voice too. I am hearing again and again. Innocence your voice.Really I love your song.Thank you so... So much. .......
এ ব্রহ্ম, এ প্রকৃতি সাক্ষী
এ মোর লাগি কেবল সংগীত নহে, এ এক প্রবিত্র প্রাথনা............ 🕉️💐🙏
Akash vora surjo tara bissho vora pran tahar majkhane ami rekhece tomar sthan
আল্লাহর কাছে অনেক শুকরিয়া আল্লাহ আমাকে বাংগালী জাতির কাছে পাঠাইছে না হলে এই গান গুলো হয়তো বুজতেই পারতাম না ; হয়তো বুজতাম না এই গানের মানে কি এই গানে কত মধু আছে ;
#BTS #ARMY💜
আপনার এই কথা শুনে আমার চোখে গৌরবের অশ্রু বিন্দু ঝরে পড়লো ।
আপনাকে ধন্যবাদ জানাই
Hmm tomake Allah pathaice sudu gan sonar jonno. ..halar bolod
Ekdom
@@rajuhossain6564 🤣
মাঝে মাঝে মনে হয় বাঙালি বলেই এত সুন্দর গানগুলো শুনতে পাচ্ছি ,বুঝতে পারছি এবং অনুভব করতে পাচ্ছি। নাহলে মনে অনেক কিছু মিস করে ফেলতাম।
যখনো ই এই গান টা শুনি, মনের মধ্যে যেনো অন্যরকমের আনন্দ সৃষ্টি হয়। অতুলনীয়
সাড়ে চার মিনিটের জন্য অসাধারন কোন দুনিয়াতে চলে গেছিলাম। যেখানে কোন কষ্ট নাই, জরা নাই, হাহাকার নাই।
সত্যিই আমিও
Sotti amio
Me toooooo😊😊😊
Shams MeeM ramm
K k gaja kheye achen?
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination, and life to everything.
You said it !!!!! Vishalji !!!👌👌👌
Agreed 100%
এতোটা আবেগ এতো অনুভূতি এতোটা ভালোবাসা এতো মধুর সুর মনে হয় বাংলা গানেই সম্ভব
A lots of respect and love to Jayati ma'am for singing this timeless song......❤️
বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত শিল্পী দিদি আপনি। এতো সাবলীল মাধুর্য আর করো গায়কি তে পাই না। ❤❤
এ বছরের শুরু ঐই অসাধারুং গানটি দিয়ে। ❤🙏🏼🇮🇳
🇳🇪🇳🇪
Mon pran diye gaan ta cheyechen Jayeta Di..Satti asadharon..
জয়তী, আমি নিজেও আজীবন বাবার এসরাজের অনুষঙ্গে রবি ঠাকুরের গানে মেতে থেকেছি। রবীন্দ্রগান বিশ্বের শ্রেষ্ঠ কাব্য। তোমার গায়কী উচ্চারণ কাব্য ভাব সব এত গভীর এত সুন্দর যে মনে হয় সারাদিন শুনে যাই।
didi apni osadharon kore gan ti geyechen khub touchy khub sweet.....aro onek gan sonaben atai asa rakhi....
Lara
Ma
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে,
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি তোমার প্রাসাদপ্রাঙ্গণে,
মনে করে সখী বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী তোমার কনককঙ্কণে..
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলকবন্ধনে..
আমার স্মরণ শুভ সিন্দুরে
একটি বিন্দু এঁকো তোমার ললাটচন্দনে,
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো তোমার অঙ্গসৌরভে..
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো তোমার অতুল গৌরবে,
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..
এই গানগুলো মন ছুঁয়ে যায়। যতবারই শুনি মন ভরে না, আরো শুনতে মন চায়😍।
সাজ্জাদ বাংলাদেশ থেকে।
ভাইয়া লিংকে গিয়ে বরিশালের মেয়ের গান শুনে আসবেন প্লিজ
কথায় আছে রবীন্দ্রসঙ্গীত কখনো পুরানো হয় না ❤❤
বাঙালির মননে আজীবন রয়ে যাবেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর 🙏🙏
Rabindro Songit jodi na thak to ta hole A bhabe Premer prokash kora jeto ki ♥️🌹♥️
এই গানগুলোতে এক অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে তাইতো প্রত্যেকবারই মনে হয় নতুন করে শুনছি😇🖤
ছোটবেলা থেকে রবীন্দ্র সংগীত ভালো লাগে তবে তখন না বুঝে শুনতাম আর এখন প্রতিটা কথার মানে বুঝে শুনি । এই গানটার ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে এই লাইনগুলো কিযে ভালো লাগে ❤❤❤
Rabindrasangeet is the song of the soul and emancipates every human emotions. This one being one of my favorites 👌👌. Happy 25'se baisakh 🙏🙏
আপনার গাওয়া রবীন্দ্রসংগীত যতই শুনি, শুনার তৃষ্ণা তত ই বাড়ে ❤️🙏
ছোট বেলায় যখন রবীন্দ্র সঙ্গীত শুনতাম একটা অর্থ বুঝতাম এখন আবার অন্য অর্থ বুঝি....প্রতিটা বয়সে এসে গানের কথা গুলোর মানে বদলে যায় ..সমস্ত বয়সের মানুষের মনের অনুভুতি গুলো উনি বুঝতেন আর এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর মহাকবি.......
তাই 2024 সালের বৈশাখের 25 তারিখ সকালে এই গানটি না শুনলে মন ভরে না।......লহো প্রণাম🙏
সর্বকালের অন্যতম সেরা রবীন্দ্র সংগীত শিল্পী,,,
চোখে জল চলে আসে এরকম কিছু রবীন্দ্রসংগীত শুনলে।
Blessed Jayati , Your rich voice is soul stirring, the gift of Psyche . At the point of emotional up surge you constrict the same in such a way that the cadence is brightened and the same pierces into emotions and indelible reminiscences.
ভাই সেই
রবি ঠাকুরের একটি গানে বাঙলায় লিখলেই পারতেন। আপনার ইংরেজির জ্ঞান এখানে নেহাতই অর্বাচীনের মতন ঠেকছে।
এটা সত্যিই একটা খাটি কথা যে যত বয়স বাড়তেছে রবীন্দ্র সংগীতের প্রতি একটা আলাদা টান তৈরি হচ্ছে 😊🤍💞
এখন ২০২১ সাল, এখন থেকে একশ বছর পর ২১২১ সালে কেউ এসে যদি এই গানটা শুনে থাকেন। তাহলে বুঝতে পারবো যে এই পৃথিবী শেষ দিন পর্যন্ত গানটা মানুষের কাছে প্রিয় থাকবে।🥰🥀💖
প্রিয় গানটা, যতবার শুনি আরো যেন ভালোবাসা বেড়ে যায় গানের কথাগুলোর উপর।
আমার নির্জনতায় সঙ্গ দেয় এই গান টা।
The great JoyatiI chkroboty is really great & unparalleled in the domain of specially in singing of Robindra songs .She sings really from the core of her heart & mind as it appeared
in this song that tears rolled down from her eyes at the end.
এই গান, প্রেমিকার কোলে মাথা রেখে গোধুলীর আকাশ দেখা, সাথে ঠান্ডা হাওয়া।শুধু ❤
Really feeling proud of being Bengali.
RABI THAKUR IS ONE AND ONLY Rabi Thakur. There is no alternative all the world.
No doubt, the lyrics itself is heart touching.
And i heard it several times before, but this artist gave it a new dimension with her passion and melodious voice.
Heartfelt thanks and regards to such talented artists, who sing Rabindrasangeet with perfection !
আপন মনে
দ্বিতীয় জনম বলে যদি কিছু হয়ে থাকে তাহলে আমি আবারও বাঙালী হয়ে জন্মাতে চাই । শুধু রবী ঠাকুরকে আবারও মুগ্ধ হয়ে শুনবো বলে ❤️
এখানে হা হা দেওয়া যায়না
😱😱
দিদি যত senior হচ্ছি এই সমস্ত গানের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি, অপূর্ব presentation, মন ভরে গেছে ভালো থাকবেন শুভেচ্ছাসহ আরো ভালো গানের অপেক্ষায় থাকলাম।
কোথায় যেন হারিয়ে গেছিলাম 😥।পৃথিবীর সব সুখ আর সুর যেন এ গানে ।
না না সব সুর নয়, এ গানে কোমল ঋষভ, কোমল গান্ধার আর কড়ি মা নেই 😋।
এতো অসাধারন সুন্দর গান, যতোবার শুনি ততোবার আমি মুগ্ধ হয়ে যাই।
this is my first time...I hear ravindra sangeet....
love ur voice mam...n so beautiful song...great....I can't explain what a deep expression in my heart when I hear.. it .. loved this song n ur sweet voice... always give us ur songs thanks
Please surround yourself by Tagore's immortal creations... Please drown in the world of Tagore.. You will become a better human being.. It will be a reincarnation for you !
Abhijeet Biswas. I think you are a Bengali and you haven't heard Rabindra Songit. Where are the new generation Bengalis going.
Yeah..
I feel shame now..
Bt it also depends on the place where i live
It depends on the situation.
I think you were deaf and you lived in mars.
haha.. miss Banerjee ..
if u dont knw .. thn dont talk like a duffer ..ok
at least a source ..
i never get a link or source or anything about Rabindra Sangeet.. .bt when i got my phone.. .
i started to follow..
so Banerjee.. .
stop talk like a nonsense...got this
শিল্পীর জন্য অবিরাম মধুর ভালোবাসা। এ যুগে এসেও এত আবেগ আপ্লুত হয়ে যাই রবিগান শুনে।
প্রণাম শ্রী শ্রী রবীন্দ্র নাথ ঠাকুর 😍 অসাধারণ গান গেয়েছেন 👌
কারা ২০২৪ সালে এসেও এই গান শুনছো😌🌼❤️
আমি❤❤
I heard ❤
April 23,2024
Ami🥰
ami
In her voice every song blooms like a flower. I love her song!
আপনার কন্ঠ মাধুর্যে হৃদয় আপ্লুত হয়ে যায়। অনেক ধন্যবাদ।
Just out of this world - - - - -the lyric , composition , rendition ! ! ! ! !
Speechless !!!!!
ভালোবাসা শব্দটা মারাত্মক 🙂 জীবন কে এক নিমিষেই এলোমেলো করে দেয়, আবার কারো এলোমেলো জীবন কে সাজিয়ে দেয়🙂
Hai re valobasha hai re asa sob kicu ses kore dea tui kothai harai gale
I m nw living in Paris...but This song reminds me my city of joy..love you kolkata❤