খুব ভালো লাগছে তোমার ব্লগ। মাইনিং এর ছাত্র হিসেবে জিওলজি ভালো লাগত। নিউক্লিয়ার সায়েন্টিস্ট হয়ে ও জিওলজি সঙ্গ ছাড়েনি। ঘুরতে ভালবাসলেও প্রচণ্ড হাঁপানি নিয়ে পরে আর পেরে উঠেনি। ইসরাইল নিয়ে ছেলেবেলা থেকেই কৌতূহল আছে। এখন 80+ বয়সে আর দেশটা দেখা হল না। আমাদের যুগে তো যাবার সুযোগ ছিল না। তাই, তোমার চোখ দিয়েই দেখে আনন্দ পাই। ভালো থেকো
বলেছিলাম না এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে । উফফ দারুন লাগে এসব বাটা খেতে। পটলের খোসা বাটা ও kheyo কখনো same process। গান শুনতে ভালবাসেনা এরম মানুষ ও আছে । সত্যি আমি জানি গান ফুল আর বাচ্চা ভালবাসেনা এরম মানুষ নেই । তাই ভাবছি এই stole টা এতো চেনা লাগছে কেনো । এরম type এর stole স্ক্রাফ গুলো তো আমাদের এখানে সবার কাছে একটা অন্তত আছেই 😊
সজনে ডাঁটা দিয়ে এই চচ্চড়ি শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত সব ঋতুতেই জমে যায় ❤
খুব ভালো লাগছে তোমার ব্লগ। মাইনিং এর ছাত্র হিসেবে জিওলজি ভালো লাগত।
নিউক্লিয়ার সায়েন্টিস্ট হয়ে ও জিওলজি সঙ্গ ছাড়েনি।
ঘুরতে ভালবাসলেও প্রচণ্ড হাঁপানি নিয়ে পরে আর পেরে উঠেনি।
ইসরাইল নিয়ে ছেলেবেলা থেকেই কৌতূহল আছে।
এখন 80+ বয়সে আর দেশটা দেখা হল না।
আমাদের যুগে তো যাবার সুযোগ ছিল না।
তাই, তোমার চোখ দিয়েই দেখে আনন্দ পাই।
ভালো থেকো
Didi tomar gan er gola sotti kub sundor..Tumi egiye jau, onek dur jabe..All the Best
আপনি অনেক স্পষ্ট ভাষায় কথা বলেন, যা একান্ত ভাবে আমার খুব ভাল লেগেছে, ( স্পষ্ট ভাষায় কথা বলতে পারা বিরাট একটা গুন)অবশ্যই আপনারা ভাল থাকবেন.
বলেছিলাম না এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে । উফফ দারুন লাগে এসব বাটা খেতে। পটলের খোসা বাটা ও kheyo কখনো same process। গান শুনতে ভালবাসেনা এরম মানুষ ও আছে । সত্যি আমি জানি গান ফুল আর বাচ্চা ভালবাসেনা এরম মানুষ নেই । তাই ভাবছি এই stole টা এতো চেনা লাগছে কেনো । এরম type এর stole স্ক্রাফ গুলো তো আমাদের এখানে সবার কাছে একটা অন্তত আছেই 😊
Ki je bolo....tomar gaan shonar jonno wait kore thaki.
Ashirbad ar bhalobasa nio
ডাটা র চচ্চড়িত করলে আমি বলেছিলাম দেখলাম ভালো লাগলো । আমি ও নিরামিষ করি সাথে মিষ্টি কুমড়ো হলে খুব ভালো হয়৷ অনেক শুভকামনা ।
তুমি সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রান্না করে ছোট খুব ভালো হয়েছে
Solar power e India tei ache... Amader society(Pune)te ache ... Pune te max society tei solar heating process...
তেলে ছাড়ার আগে ডাটাগুলো একটু থেতো করে দিলে নরম হয় ও নুন মিষ্টিটাও ভালো ঢোকে। তবে হ্যাঁ,কুমড়ো দিলে একেবারে সোনায় সোহাগা।
Osadharon❤
গান টা তোমার খুব সুন্দর ❤ কোনোদিন লিকার চা এ গোলমরিচ, লবঙ্গ , তেজপাতা আর আদা দিয়ে ফুটিয়ে খেও শীতে দারুন কাজ দেয়।
Aktu chak bata dile textures ta r o bhalo hoto.
Tumi je lip bam lagi ye cho tar naam ta bolbe? Kolkatay pabo? Na online book korbo?
চচ্চড়ি রান্নার plan থাকলে কুমড়ো এনে রাখবে। কুমড়ো নামে স্বার্থকতা না থাকলেও চচ্চড়িতে এর জুড়ি মেলা ভার😊।
মাঝে মাঝে একটু গরম জল খেলে ঠান্ডা কম লাগবে, try করতে paro
গানটা যেনো থাকে ! আমাদের ভালো লাগে.....
শীতকালে আমিও ঠিক এভাবেই স্নান করি😂
বুঝলাম, বটম লাইন হচ্ছে সৌরভ কে তোমাকে বলতে হবে " অ্যাই শোন, তুই না ঠোঁটে আলতা লাগাস না, লিপস্টিক লাগা হেব্বি লাগবে" 🤭
Dekha Lov Lageche...
Posto and sorse paoa jai indian store e,
গান তো চাই ই চাই।গান না করলে হীরক রাজার দেশের মত বলবো, গান কই?
গান তো থাকতেই হবে | গান ছেড়ো না
❤❤❤❤