Це відео не доступне.
Перепрошуємо.

৬০০ বছর পুরানো সোনারগাঁয়ের বড় সরদার বাড়ি |ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে Boro Sardar Bari

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2022
  • #বড়_সরদার_বাড়ি
    #সোনারগাঁও
    #নারায়ণগঞ্জ
    0:00 An intro to video chapters
    1:09 টিকেট কিনলাম
    2:46 বিস্তারিত শুরু
    6:02 কর্মীদের সাক্ষাত
    7:56 কিভাবে যাবেন
    #কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
    ♦নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহ্যবাহী জাদুঘর দেখতে এসে প্রতিদিন কয়েক হাজার দর্শানার্থী বৈষম্যের শিকার হচ্ছেন।
    ♦সোনারগাঁও জাদুঘর প্রবেশমূল্য পঞ্চাশ টাকা আর ‘বড় সরদার বাড়ি’ প্রবেশ মূল্য একশ টাকা।
    ♦কিন্তু সরদার বাড়ি প্রবেশ মূল্য অনেক বেশি বলে অভিযোগ অনেকের।
    ♦‘বড় সরদার বাড়িতে’ পরিকল্পিতভাবেই দর্শনার্থী প্রবেশে নিরুৎসাহী করতেই এমনটি করা হয়েছে বলে জানায় জাতীয় জাদুঘরের মহাপরিচালক, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক।
    #প্রবেশ মূল্য -
    ♦সরেজিমনে গিয়ে দেখা গেছে, জাদুঘরে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা হলেও সরদার বাড়িতে প্রবেশ মূল্য একশ টাকা করা হয়েছে।
    ♦দর্শনার্থীদের মতে, সোনারগাঁও জাদুঘর এবং সরদার বাড়ি দুটো মিলে টিকেটের মূল্য ১শ’ টাকা করলে সব শ্রেণির দর্শনার্থীরা তা দেখতে পাবেন।
    ♦সোনারগাঁও জাদুঘরে দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন।
    ♦প্রতিদিন হাজারও দর্শনার্থী জাদুঘর ঘুরতে আসছেন।
    ♦ঘুরতে এসে ‘বড় সরদার বাড়ি’ প্রবেশ মূল্য একশ টাকা দেখে প্রবেশ না করে মনে কষ্ট নিয়েই বাড়িতে চলে যান।
    #যা দেখবেন-
    ♦দুই তলা বিশিষ্ট সরদার বাড়ির ভেতরে ঐতিহাসিক সংগৃহীত তেমন কোনও নিদর্শন নেই।
    ♦ছোট ছোট কিছু কক্ষ আছে সেগুলোও ফাঁকা। ♦বাইরে বাড়ির সামনে তলোয়ার, হাতে ঘোড়ার পিঠে দুই সৈনিকের মুর্তি।
    ♦প্রাসাদের পূর্ব ও পশ্চিম পাশে পুকুরে শান বাঁধানো ঘাট রয়েছে।
    ♦সোনারগাঁও ঘুরতে এসে দর্শনার্থীদের তিক্ত অভিজ্ঞতার কথা ভিজিটর খাতায়ও লিখা আছে।
    ♦প্রায় ছয়শ বছরের পুরনো সোনারগাঁওয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়ি।
    ♦যা সরকার লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে ১৯৮১ সালের ২৫ সেপ্টেম্বর।
    ♦২৭ হাজার ৪শ’ বর্গফুট আয়তনের এ বাড়িটি নিচ তলায় ৪৪৭টি এবং দ্বিতীয় তলায় ৩৮টি কক্ষ আছে। ♦ঈশা খাঁর জমিদার বাড়ি হিসেবে সুপরিচিত।
    ♦পরিবারের সদস্যদের নিয়ে সোনারগাঁও জাদুঘরে ঘুরতে এসেছেন অনেকেই।
    ♦কিন্তু সরদার বাড়িতে প্রবেশ মূল্য বেশি হওয়ায় দর্শনার্থী সরদার বাড়িতে দেখতে যাচ্ছেন না। ♦আজিমপুর থেকে আব্দুল মোল্লা পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে সোনারগাঁও জাদুঘরে ঘুরতে আসেন। ♦দুই ঘণ্টা ঘোরাফেরার পর তার দশ বছরের ছেলে শাওন বায়না ধরে সরকার বাড়ি দেখার।
    ♦কিন্তু আব্দুল মোল্লা বারবার তার ছেলেকে বোঝানোর চেষ্টা করছেন, সরদার বাড়িতে দেখার মতো কিছু নেই। এরপরও ছেলের বায়না থামে না।
    ♦বাধ্য হয়ে পাঁচশ টাকা খরচ করে পরিবারের সব সদস্যকে নিয়ে সরদার বাড়িতে প্রবেশ করেন।
    ♦সরদার বাড়ি ঘুরার পর আব্দুল মোল্লা এই প্রতিবেদককে বলেন, কিছুদিন আগেও সরদার বাড়িতে দর্শনার্থীদের প্রবেশের সুযোগ ছিল না।
    ♦এখন প্রবেশের সুযোগ দিলেও প্রবেশ মূল্যের বৈষম্যের জন্য অনেকেই সেখানে যেতে পারবেন না। ♦যার ফলে ঐতিহাসিক দর্শনীয় স্থান দেখা থেকে বঞ্চিত হবে কোমলমতী শিশুসহ সবাই।
    ♦সুলতানি আমল, মোঘল আর সবশেষে ব্রিটিশ রাজত্বের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ‘বড় সরদার বাড়ি’ নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সরদার। তিনি ছিলেন একজন ব্যবসায়ী।
    ♦তখন থেকে পরিচিতি লাভ করে ‘বড় সরদার বাড়ি’।
    ♦প্রাসাদটি বর্তমানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের হওয়ার কারণে কারুপল্লীতে গ্রামীণ বৈচিত্র্যময় লোকজ স্থাপত্য গঠন করা হয়েছে।
    ♦ঘরে ঘরে কারুশিল্প উৎপাদন, প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানকার কারুশিল্পীরা পাট, বাঁশ, বেত, কাঠ, নকশিকাঁথা, একতারা, জামদানি, শঙ্খ, মৃৎশিল্প, ঝিনুক, ইত্যাদি উৎপাদন করে থাকেন। ♦তাছাড়া জাদুঘরের ভেতরে রয়েছে বিনোদন ব্যবস্থা ও মনোরম লেক।
    ♦আসাধারণ নকশা, টাইলস আর মার্বেল পাথরের ব্যবহার এই জমিদার বাড়িটিকে করেছে আলাদা বৈশিষ্ট্যেপূর্ণ।
    Keyword :: bangladesh,আদিরূপ ফিরে পেলো ৬০০ বছরের পুরনো সোনারগাঁয়ের বড় সরদার জমিদার বাড়ি,baro sardar bari,বড় সর্দার জমিদার বাড়ি সোনারগাঁ,সোনারগাঁও জমিদার বাড়ি,সরদার বাড়ি পানাম সোনারগাঁও,ঈশা খাঁর জমিদার বাড়ি,বড় সর্দার বাড়ি,সরদার বাড়ি নির্মাণ হয় কত সালে,সরদার বাড়ি ইতিহাস,সোনারগাঁও জাদুঘর,sonargaon museum,boro sordar bari panam sonargaon,সরদার বাড়ি,সোনারগাঁ জাদুঘর বড় সরদার বাড়ি,বড় সরদার বাড়ি ভ্রমণ,sordar bari tour vlog video,সোনারগাঁ,বড় সরদারবাড়ি,sonargaon jadugar baro sardar bari,bara sardar bari,boro sordar,sonargaon,boro sardarbari,boro sarsarbari,sardar bari - sonargaon jadughar,raja bari,panam city,bari,salahuddin sumon,বড় সরদার বাড়ি,সরদার বাড়ি,ঈসা খাঁ,সোনারগাঁ,সোনারগাঁও,পানাম,পানাম নগর,পানাম সিটি,জাদুঘর,লোকশিল্প জাদুঘর,ইতিহাস,বড় সর্দার বাড়ি,সর্দার,সর্দারবাড়ি ৬০০ বছরের পুরনো সোনারগাঁয়ের বড় সরদার বাড়ি,বড় সরদার বাড়ি,boro sardar bari,sonargaon,সোনারগাঁও,sardar bari,bara sardar bari sonarga,historical place of bangladesh,sonargaon museum,bangadesh historical place,panam city,sonargaon jadughor,boro sardar bari,panam nagar,jomidar bari,one day tour near dhaka,travel vlog,baro sardar bari,বড় সরদার বাড়ি,বড় সর্দার বাড়ি,সরদার বাড়ি,ঈশা খাঁর জমিদার বাড়ি,bara sardar bari,boro sardarbari

КОМЕНТАРІ • 49

  • @LagaChokkor
    @LagaChokkor  2 роки тому +3

    #কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
    ♦নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহ্যবাহী জাদুঘর দেখতে এসে প্রতিদিন কয়েক হাজার দর্শানার্থী বৈষম্যের শিকার হচ্ছেন।
    ♦সোনারগাঁও জাদুঘর প্রবেশমূল্য পঞ্চাশ টাকা আর ‘বড় সরদার বাড়ি’ প্রবেশ মূল্য একশ টাকা।
    ♦কিন্তু সরদার বাড়ি প্রবেশ মূল্য অনেক বেশি বলে অভিযোগ অনেকের।
    ♦‘বড় সরদার বাড়িতে’ পরিকল্পিতভাবেই দর্শনার্থী প্রবেশে নিরুৎসাহী করতেই এমনটি করা হয়েছে বলে জানায় জাতীয় জাদুঘরের মহাপরিচালক, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক।

  • @heyhlw7058
    @heyhlw7058 2 роки тому +3

    Vai onek sundor hoise ❤️

  • @muniakhan8098
    @muniakhan8098 2 роки тому +3

    khub sundor💝💝

  • @biplopbp3936
    @biplopbp3936 2 роки тому

    অসাধারণ সুন্দর হইছে,
    আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও চাই,
    এগিয়ে যাও । laga chokkor.love You

    • @LagaChokkor
      @LagaChokkor  2 роки тому

      Love You Too bro.. keep Support🥰

  • @romjanshek2047
    @romjanshek2047 2 роки тому

    Thanks a lot

  • @kalipodopal4483
    @kalipodopal4483 2 роки тому +1

    Hmm

  • @sazzadahmed602
    @sazzadahmed602 2 роки тому +1

    Massha Allah Kuve sundor

    • @LagaChokkor
      @LagaChokkor  2 роки тому

      ধন্যবাদ ভাই❤️

  • @Tanzumsdiary
    @Tanzumsdiary 2 роки тому

    Xoss hoyse uncle.

  • @RayhanVlogsOfficial
    @RayhanVlogsOfficial 2 роки тому +1

    খুব ভালো লাগলো
    একদিন আসবো
    এটা পানাম সিটির পাশাপাশি

    • @LagaChokkor
      @LagaChokkor  2 роки тому

      হ্যা...ধন্যবাদ🥰

  • @FiFa-ip8qc
    @FiFa-ip8qc 2 роки тому +1

    Wow

  • @krishnas4429
    @krishnas4429 2 роки тому

    অন্যান্য বিশিষ্ট রাজবাড়িগুলির সংস্কার অবশ্য ই বিশেষ প্রয়োজন ।আমরা দেশ ছেড়ে চলে আসার পরে খুব কষ্ট হয়,আরো এখন রাজবাড়ি গুলির এই অবস্থা দেখে মনটা খুব খারাপ লাগছে ।

  • @CeeceeSimpleCookEats
    @CeeceeSimpleCookEats 2 роки тому

    This is so amazing Brother. Nice Vlog Sir. So nice to come along to explore the beauty of this building. Thanks for sharing.🙏🏾😍💕

    • @LagaChokkor
      @LagaChokkor  2 роки тому +1

      Thank You so much ...please keep support

  • @MuradHossain-lj2dp
    @MuradHossain-lj2dp 2 роки тому +1

    নাইচ ভিডিও

    • @LagaChokkor
      @LagaChokkor  2 роки тому

      ধন্যবাদ ভাই

  • @user-hf1ke5me9z
    @user-hf1ke5me9z 2 роки тому +1

    Nice

  • @FiFa-ip8qc
    @FiFa-ip8qc 2 роки тому +1

    Big fan bhai Big fan ❤️🥰

  • @krishnas4429
    @krishnas4429 2 роки тому

    আমি কিছুদিন আগেই এই রাজবাড়ি দেখে এসেছি ।খুব ভালো লেগেছে ।

    • @krishnas4429
      @krishnas4429 2 роки тому

      বিশিষ্ট রাজবাড়ি গুলির সংস্কার সাধনে কেউ এগিয়ে আসলে চিরকৃতজ্ঞ থাকবো ।এই অনুরোধের ফলাফলের আশায় থাকলাম । ভারত থেকে mrs krishna sanyal ,kankur gachhi west bengal .

    • @LagaChokkor
      @LagaChokkor  2 роки тому

      Thanks

  • @FiFa-ip8qc
    @FiFa-ip8qc 2 роки тому +2

    Gorur hat er video chai 🥰

  • @bissosarkar1267
    @bissosarkar1267 2 роки тому +1

    ভাই ইতিহাস আরেকটু ঘাটলে ভালো করতেন,যদি আপনার উপস্থাপনা প্রশংসনীয়♥।এই বাড়িটি ঐশ্বর্যকান্ত সাহা সরদার নামে একজন হিন্দু ব্যবসায়ী নির্মাণ করেন।বাড়িটি সংস্কার প্রশংসনীয় হলেও অনেক কিছু ব্যতিক্রম করে দিয়েছে যা অতিরঞ্জিত

    • @LagaChokkor
      @LagaChokkor  2 роки тому

      জ্বি ভাই ওনার নাম বলেছি ভিডিও তে.. ধন্যবাদ ভাই ❤️পাশে থাকবেন সব সময়🥰

  • @maabdulawal5174
    @maabdulawal5174 2 роки тому

    এগুলো জানা দরকার

  • @FiFa-ip8qc
    @FiFa-ip8qc 2 роки тому +1

    Padda bridge er video chai 🥰

    • @LagaChokkor
      @LagaChokkor  2 роки тому

      In sha Allah Khub taratari Asby🥰

  • @sohidhossain4477
    @sohidhossain4477 2 роки тому

    Onek sundur,,,,amrao,,gecilam,,kentu,,,upore,,2 tolay jete,,deine,,,khu kharap laglo,,,

  • @mdjahir5601
    @mdjahir5601 2 роки тому +2

    গত ৫/৭ বছর আগেও তো সবকিছু ফ্রিতে দেখা যেত শুধুমাত্র ভিতরে ঢুকতে 20 টাকা টিকেট, 😡😡

  • @amiyabanerjee4254
    @amiyabanerjee4254 2 роки тому

    সাবটাইটেলের লেখাগুলো কে লিখেছে জানিনা। পড়তে গেলে থমকাতে হয় কি পড়ছি। সে কি কানে শোনেনা নাকি কথা বোঝেনা বুঝলাম না। বিশেষত একটা জায়গায় "পাস কোর্সের জন্য" কথাটা পড়ে বেকুব হয়ে গেলাম। এর চাইতে সাবটাইটেল না করাই ভাল ছিল।

    • @LagaChokkor
      @LagaChokkor  2 роки тому

      Thanks for your contribution.. আমরা আমাদের ভুল গুলো ঠিক করেছি... ধন্যবাদ আপনাকে..
      🥰পাশে থাকুন

  • @arianshawon1772
    @arianshawon1772 2 роки тому +1