Alochok nijeito Durude Ibrahim akbero porlen na.Porlen Sallallahu Alai owa Sallam.Uni Kno bar bar Durude Ibrahim porlen na??? Ata Kon dhoroner sobirodher alochona???
মাওলানা মুফতি রহমানী সাহেবের উপস্থাপনা অত্যন্ত সুন্দর মাশা আল্লাহ সব জায়গায় তিনি সত্যকে বিজয়ী করে ছাড়েন. আল্লাহ হযরতের হায়াতে যেন বরকত দান করেন! بارك الله في حياتكم وفي علمكم وعملكم وجزاكم الله خيرا
আলহামদুলিল্লাহ, সুন্দর ভাবে দরুদ শরীফ পাঠের তরিকা ও উত্তম দরুদ কোন টি তা ভালো ভাবে জানা গেল। কুরআন ও সুন্নাহর আলোকে যুক্তি সহকারে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা তাঁর নেক হায়াত দান করুন, আমীন আল্লাহুম্মা আমীন।
শয়তানও আল্লাহর সাথে সত্য ও সুন্দর লজিক দিয়ে আদম আঃ কে সেজদার করা অস্বীকার করেছিল কিন্তু আল্লাহ তাকে কাফের ফতোয়া দিয়ে বেহেস্ত থেকে বহিষ্কার/ বেরকরে দিয়েছেন॥এই মুনাফেক মোল্লাও ঠিক শয়তানের মত যুক্তি দিয়ে প্রিয় নবীজীর শানে দরুদ ও তাজিমের সাথে সালাম পাঠের কোরানের আয়াতকে তথা আল্লাহর আদেশকে অস্বীকার করেছে॥সুতরাং এই মোল্লা শয়তানের চাইতেও নিকৃষ্ট ॥আর তাকে যারা মানে বা সমর্থন করে তারাও নিকৃষ্ট॥
আসসাামুআলাইকুম হোজুর এই প্রথম আপনার কথা শুনলাম বহুত ভালো লাগলো সত্যি এমন ভাবে সবাই যদি আলোসনা করতো তবে আমাদের মতো আম মানুষ সহজে দিন ভূজত আল্লাহ আপনাকে নেক কাজের আজার দান করুক আমিন
আসসালামুয়ালাইকুম। যোগ্য আলেম হক্কানী আলেম আপনাকে অভিনন্দন জানাই সুন্দর আলোচনা করার জন্য। মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে কোরআন ও হাদিস থেকে সুন্দর কথা বলার জন্য তাফিক দান করুন আমিন।
যখন হাদিস পরেন,তখন দুরুদে ইব্রাহিম পরেন না কেন????এটাতো রাসূল শিক্ষা দিয়ে গেছেন।ছোট দুরুদ পড়েন কেন। মানুষ কে তো বোকা পেয়ে কত সুন্দর সমাধান দিয়ে দিছেন।আর মানুষ ও আপনার দলিল গুলো মেনে নিছে
মাশাআল্লাহ অনেক সুন্দর ভাবে বুজিয়ে ছেন হজরত হে আল্লাহ আপনি আমাদের বিস্সের সকল মসুলমান দের কে হেদায়েত দান করুন ও ছহীহ বুজ দান করুন ও ইসলামের সঠিক পথে পরিচালিত করুন ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন আমীন ছুম্মা আমীন
@@Ummekulsum-pc1hx আমরা আমাদের বাবা, দাদা ও ওস্তাদগন যা শিখিয়েছেন তা ভূল হলেও বর্জন করতে পারি না,,, নিরপেক্ষ বিশ্লেষণ অনেকেই মানেন না,,,,হাদীসের নামে জালিয়াতি,,, বইটির লিখক মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর রঃ। সেই বইয়ের ভূমিকায় মরহুম আঃ কাহহার সিদ্দীকি রঃ সাহেব (ফুরফুরার পীর সাহেব,যিনি জীবনের শেষ দিকে মিলাদ পড়েননি)লিখেছেন কিছু কথা আপনি পড়ে দেখতে পারেন,,,,,
জনাব, আসসালামু আলাইকুম। আপনার কথা ভালো লাগলো। খুব বেশি মানুষের কথা শুনলে আমাদের মতো সাধারণ ধর্ম পালনকারীদের মধ্যে প্যাঁচ লেগে যায়(এখন ঠিক স্মরণ নেই কোথায় যেন শুনেছিলাম , অনেকের মতামত শুনলে ধর্ম পালন করা কঠিন হয়ে যাবে) আপনার পরিচছন্ন বক্তব্য ভালো লাগলো। আল্লাহ রাছুল(সা) যেটা করতে বলেছেন ,সেটা পালন করাই সহি। ভালো থাকুন ,,সুস্থ থাকুন, আমার ও আমার সন্তান, পরিবারের জন্য দোয়া করবেন , আপনার জন্যেও দোয়া রইল।
যখন হাদিস পরেন,তখন দুরুদে ইব্রাহিম পরেন না কেন????এটাতো রাসূল শিক্ষা দিয়ে গেছেন।ছোট দুরুদ পড়েন কেন। মানুষ কে তো বোকা পেয়ে কত সুন্দর সমাধান দিয়ে দিছেন।আর মানুষ ও আপনার দলিল গুলো মেনে নিছে
আল্লাহ শয়তান সৃষ্টি করলেন মানুষকে পথ ভ্রষ্ট করার জন্য। কারণ এটা তার ইচ্ছা। আবার নবী রাসূল পাঠালেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। মানুষের মধ্যে ভালো আর মন্দের লড়াই দেখতে আল্লাহর খুব ভালো লাগে। যদিও লড়াই শেষে বেশিরভাগ ক্ষেত্রেই মন্দেরই জয় হয়। সেটাও আল্লাহ খুব উপভোগ করেন। পৃথিবীর ইতিহাসে ভালোর জয় খুব কম সংখ্যায়ই হয়েছে৷ পবিত্র কোরআনে আল্লাহ খুব স্পস্ট করেই বলেছেন---"আল্লাহ চাইলে সবাই সঠিক পথে থাকতো " তিনি আরও বলোছেন----- "বেশিরভাগ মানুষই আল্লাহর পথে আসবে না।" সবাই সঠিক পথে থাকুক তা যে তিনি চান না, সেটা সুস্পষ্ট। তবে কেনো চান না, সেটা সুস্পষ্ট নয়। পবিত্র কোরআনে আল্লাহ অঙ্গীকার করেছেন______" দোযখ আমি পূর্ণ করবোই "। "মানুষ ও পাথর হবে দোযখের ইন্ধন" আল্লাহর বিনা হুকুমে নাকি গাছের একটা পাতাও নড়ে না। সেই আল্লাহর হুকুম ছাড়া খারাপ প্রতিষ্ঠিত হতে পারে? পারে না। কারন খারাপ বিষয়টিই আল্লাহর সৃষ্টি। খারাপ পথে মানুষকে ধাবিত করার জন্য শয়তানও তিনিই সৃষ্টি করেছেন এবং শয়তান আল্লাহর সম্মতিতেই মানুষকে কূমন্ত্রণা দিচ্ছে। এক মানুষ আরেক মানুষকে কূমন্রণা দিলে, ঐ মানুষকে পাপী বা শয়তানের চ্যালা বা কখনও সরাসরি শয়তান বলা হয়। তাহলে যিনি তার বিবেক খাটিয়ে খারাপ এবং শয়তান সৃষ্টি করেছেন এবং সর্বদা মানুষকে কূমন্ত্রণা দেয়ার স্থায়ী ব্যবস্থা করেছেন এবং শয়তানের পৃষ্ঠপোষকতা করছেন -------- তিনি কি?????? এই জন্যই পৃথিবীতে খারাপের জয়জয়কার। আর ভালো এক মুখ থুবড়ে পড়ে থাকা সত্তায় পরিণত হয়েছে। যদিও আল্লাহ তার বাণীতে সর্বদা সৎ ও ভালো কর্মের আদেশ দিয়েছেন। কিন্তু মন্দই তার বেশি পছন্দের। সেজন্যই পৃথিবীতে মন্দের রাজত্ব চলছে এবং চলবে। এবার নজর দিই আল্লাহর মন্দ প্রতিষ্ঠায় সহায়ক সেইসব মহামানবদের দিকে। নবী, রাসূল, পীর, পয়গম্বর, হুজুর, আলেম---- এরা সবসময় সমাজে একটা করে বিশৃংখলা লাগিয়ে রাখতে তৎপর। অন্যের চরকায় তেল দেয়াই এদের কাজ। নিজের চরিত্র ভালো করার দিকে এদের মোটেও মনযোগ নেই। একে ধরো, ওকে মারো, ওকে কাটো, ওকে মুসলনান হতে বাধ্য করো, রাষ্ট্রে ইসলামী শরীয়া আইন চালু করো, নারীদেরকে মূর্খ এবং বন্দী বানিয়ে ঘরে আটকে রাখো --অর্থাৎ অন্য মানুষের জীবনের ওপর হস্তক্ষেপ করাই যেনো এদের প্রধান কাজ। তো যেখানে স্বয়ং আল্লাহই খারাপ বা মন্দকাজের সৃষ্টিকর্তা এবং খারাপ প্রতিষ্ঠায় ইন্ধনদাতা, সেখানে তার প্রতিনিধিরা তো তার এজেন্ডা বাস্তবায়নেই ব্রতীহবে, এটাই স্বাভাবিক। আল্লাহ চাইলে তো সব মানুষই ভলো থাকতে পারতো। আল্লাহ মানুষকে পরীক্ষা করছেন এই মতবাদে যারা বিশ্বাসী ---- তাদের মনে কি একবারও প্রশ্ন এসেছে যে, মানুষের এই পরীক্ষা নেয়ার প্রয়োজন হলো কেনো। সব মানুষ ভালো কাজের মাধ্যমে নিজের জীবনের পরিসমাপ্তি ঘটাতে পারলে আল্লাহর ক্ষতি কি ছিলো? আল্লাহর পক্ষ থেকে মন্দের অবতারণার তো কোনো দরকারই ছিলো না। ভালো এবং মন্দ উভয়ই আল্লাহর চিন্তাপ্রসূত বিষয় এবং আল্লাহরই সৃষ্টি অথচ সব মন্দের দায় মানুষের। আল্লাহ নাকি মন্দকাজের দায় নেবেন না। তাহলে তিনি মন্দ সৃষ্টি করেছেন কেনো?
আলহামদুলিল্লাহ। অসাধারণ বয়ান। যেই সব আলেম কুরআন হাদিসের রেফারেন্স দিয়ে সিদ্ধান্ত দেয় না, বুঝতে হবে তাদের মধ্যে ভেজাল আছে। সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তা’আলা তার উপর দশবার রহমত নাযিল করবেন, তার দশটি শুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং তাঁর জন্য দশটি মর্যাদা উন্নীত করা হবে।
1297- عن أنس بن مالك، قال: قال رسول الله صلى الله عليه وسلم: «من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات، وحطت عنه عشر خطيئات، ورفعت له عشر درجات» _(سنن النسائي )
অনেক সুন্দর শিক্ষনীয় আলোচনা করেছেন সম্মানিত আলেমেদ্বীন 🌹 মহান আল্লাহ্ আপনার নেক হায়াত বাড়িয়ে দিন এবং আমাদের সকলকেই সত্য সঠিক পথে চলার তৌওফিক দান করুন আমিন
আল্লাহ ফিৎনা থেকে হেফাজত করুন । আল্লাহর প্রকৃত ইবাদতকারীর কথাই কখনো দাম্ভিকতা থাকতে পারেনা। দর্শকবৃন্দ নিজের মগজ ব্যাবহার করুন । অনেকেই আমাদের নবীর ( সা:) প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে উল্টিয়ে ফেলে । আল্লাহর চাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকে।
বর্তমান আলেম সমাজ এ-র জন্য প্রার্থনা করি যেন তাঁরা মুশরিকদের অন্তর্ভুক্ত না হয়ে সরল পথে অর্থাৎ পবিত্র কুরআন মজিদ মোতাবেক ইবাদত পালন করবার জন্য অনুরোধ করছি তাহলে আপনারাও জান্নাত বাসী হবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমানিল্লাহ সুবহানাল্লাহ ইন্না-লিল্লাহ।
আপনি সঠিক আয়াত টি উল্লেখ করেছেন।ইনি যত সুন্দর করে হাদীস বুঝাতে চেষ্টা করছেন তাতে মনে হচছে হুজুরের অন্তরে আল্লাহ তাআলা তালা মেরে দিয়েছেন।আর কথায় কথায় বলছেন নবীর সুন্নাত। বলেন তো হুজুর আমরা কার সুন্নাহ মানবো? আল্লাহ তাআলা এর, নাকি নবী(স:) এর? বিনয়ের সাথে অনুরোধ করছি দয়া করে আপনি আগে ভালো করে গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে বলুন।
সকল প্রকার বিভ্রান্তি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।
ি
Alochok nijeito Durude Ibrahim akbero porlen na.Porlen Sallallahu Alai owa Sallam.Uni Kno bar bar Durude Ibrahim porlen na??? Ata Kon dhoroner sobirodher alochona???
@@feddateeowefeddatee6243(সাঃ) এর অর্থ আর বলার উদ্দেশ্য জানলে আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ
Ameen
আমিন
অসাধারণ যৌক্তিক এবং তথ্যপূর্ণ আলোচনা। একমাত্র কওমি আলেমদের পক্ষে সম্ভব এত সরলভাবে ব্যাখ্যা করা।
আলহামদুলিল্লাহ।
অনেক সুন্দর করে বুঝিয়েন শায়েখ।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে সহি আমল গুলো করবার তৌফিক দান করুন।
এমন আলেমদের হায়াতে তৈয়বা দান করুন এবং দুনিয়ায় ও আখিরাতে উত্তম জাযা দান করুন। আমিন ছুম্মা আমিন
😂😂😂
মাওলানা মুফতি রহমানী সাহেবের উপস্থাপনা অত্যন্ত সুন্দর মাশা আল্লাহ সব জায়গায় তিনি সত্যকে বিজয়ী করে ছাড়েন. আল্লাহ হযরতের হায়াতে যেন বরকত দান করেন! بارك الله في حياتكم وفي علمكم وعملكم وجزاكم الله خيرا
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
আলহামদুলিল্লাহ, সুন্দর ভাবে দরুদ শরীফ পাঠের তরিকা ও উত্তম দরুদ কোন টি তা ভালো ভাবে জানা গেল। কুরআন ও সুন্নাহর আলোকে যুক্তি সহকারে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা তাঁর নেক হায়াত দান করুন, আমীন আল্লাহুম্মা আমীন।
শয়তানও আল্লাহর সাথে সত্য ও সুন্দর লজিক দিয়ে আদম আঃ কে সেজদার করা অস্বীকার করেছিল কিন্তু আল্লাহ তাকে কাফের ফতোয়া দিয়ে বেহেস্ত থেকে বহিষ্কার/ বেরকরে দিয়েছেন॥এই মুনাফেক মোল্লাও ঠিক শয়তানের মত যুক্তি দিয়ে প্রিয় নবীজীর শানে দরুদ ও তাজিমের সাথে সালাম পাঠের কোরানের আয়াতকে তথা আল্লাহর আদেশকে অস্বীকার করেছে॥সুতরাং এই মোল্লা শয়তানের চাইতেও নিকৃষ্ট ॥আর তাকে যারা মানে বা সমর্থন করে তারাও নিকৃষ্ট॥
ফেতনাবাজ, গোজাখোরি ব্যাখ্যা।
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
মাশাল্লাহ হুজুর অত্যন্ত সুন্দর ও পরিষ্কার ভাবেই বুঝিয়ে দিলেন. মনটা খুব খুশী হলো.আল্লাহ তুমি সহীস আলেমদের হেফাজত কর, ও আলেমদের অহেতুক ফিতনা থেকে বাঁচিয়ে রাখ. আমীন.
খুব সুন্দর করে বুঝিয়েছেন (মাশাল্লাহ)
এরকম বিচক্ষণ আলেম ইসলামের গর্ব
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
মাশাআল্লাহ সঠিক বিষয়টি তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ
Ai hujur beanie bolseh
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
আসসাামুআলাইকুম হোজুর এই প্রথম আপনার কথা শুনলাম বহুত ভালো লাগলো সত্যি এমন ভাবে সবাই যদি আলোসনা করতো তবে আমাদের মতো আম মানুষ সহজে দিন ভূজত
আল্লাহ আপনাকে নেক কাজের আজার দান করুক আমিন
আলহামদুলিল্লাহ,, আল্লাহ পাক - ভুল বুঝাকারি কে হেদায়েত দান করুন, আমিন,,
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
মহান আল্লাহ সকল মুসলিম কে হেদায়েত সহ সহি বুজদান করুন এবং ফেতনাবাজ নামধারী আলেম থেকে সকল মুসলিম কে রক্ষা করুন। আমিন
Ameen
আসসালামুয়ালাইকুম। যোগ্য আলেম হক্কানী আলেম আপনাকে অভিনন্দন জানাই সুন্দর আলোচনা করার জন্য। মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে কোরআন ও হাদিস থেকে সুন্দর কথা বলার জন্য তাফিক দান করুন আমিন।
যখন হাদিস পরেন,তখন দুরুদে ইব্রাহিম পরেন না কেন????এটাতো রাসূল শিক্ষা দিয়ে গেছেন।ছোট দুরুদ পড়েন কেন। মানুষ কে তো বোকা পেয়ে কত সুন্দর সমাধান দিয়ে দিছেন।আর মানুষ ও আপনার দলিল গুলো মেনে নিছে
@@saifulislamrabbi8346হাস্যকর 😄😄😄😄😄
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
ওনার কোন কথা অযৌক্তিক সেটা বল। কোন বেগতিক পূজা করোনা
রিয়াদিও আব্বাস এ দুজন ফেতনা সৃষ্টিকারী
জাযাকাল্লাহ খাইরান ধন্যবাদ আপনাকে
Mash allah
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। রহমানিয়া হুজুর খুব সুন্দর ভাবে বলেছেন।
Amin
মাশাআল্লাহ অনেক সুন্দর বয়ান 💖💖আমিন
মাশাআল্লাহ, খুব সুন্দর করে বুঝিয়েছেন হুজুর, জাযাকুমুল্লাহু খাইর।
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
মাশাআল্লাহ অনেক সুন্দর ভাবে বুজিয়ে ছেন হজরত হে আল্লাহ আপনি আমাদের বিস্সের সকল মসুলমান দের কে হেদায়েত দান করুন ও ছহীহ বুজ দান করুন ও ইসলামের সঠিক পথে পরিচালিত করুন ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন আমীন ছুম্মা আমীন
মাশাআল্লাহ অনেক সুন্দর করে হুজুর বুঝিয়েছেন। হুজুরের নেক হায়াত কামনা করছি আমিন।
JajakaLlahu khaeR
আসসালামু আলাইকুম,,,আপনি খুব পরিস্কার, খুব সহজ সরল ভাষায়, যুক্তি দিয়ে বুঝিয়েছেন,,,
Right
নতুন করে ধোকায় পরেছেন। সুন্দর করে ভুল বুঝালেন।
Right
আমার কথা হলো যদি যাকাত আর কোরবানি দুটোই নিসাবে মাল থাকতে হবে। কিন্তু সালাম করতে কি সেটা লাগে? কি দিয়া কি বুঝাইলো?
@@Ummekulsum-pc1hx আমরা আমাদের বাবা, দাদা ও ওস্তাদগন যা শিখিয়েছেন তা ভূল হলেও বর্জন করতে পারি না,,, নিরপেক্ষ বিশ্লেষণ অনেকেই মানেন না,,,,হাদীসের নামে জালিয়াতি,,, বইটির লিখক মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর রঃ। সেই বইয়ের ভূমিকায় মরহুম আঃ কাহহার সিদ্দীকি রঃ সাহেব (ফুরফুরার পীর সাহেব,যিনি জীবনের শেষ দিকে মিলাদ পড়েননি)লিখেছেন কিছু কথা আপনি পড়ে দেখতে পারেন,,,,,
আমি যতো বার কোন না কোন বিপদে পড়েছি যে কোনো সময় দরুদে ইব্রাহীম পাঠ করেছি। ইনশাআল্লাহ ঐ বিপদ থেকে মুক্ত হয়েছি।
Idiot hu'ùr
এই হুজুরের কথা গুলো যুক্তি পুর্ন ।মাশাল্লাহ জাঝাকাল্লাহ্ ধন্যবাদ আপনাকে হুজুর ।আমাদের সবাইকে আল্লাহ পাকের দীন ইসলাম ছহি ভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমীন আমীন।
বেদআত ঢুকতে ঢুকতে নামাজের ভিতরেও ঢুকেছে আল্লাহ তায়ালা আমাদের সবাই কে বেদআত মুক্ত এবাদত করার তৌফিক দান করুন , আমিন
নামাজে তো হাজির মেনে সালাম দেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে,
ইসলামের জ্ঞান নাই বললে চলে ।
জনাব, আসসালামু আলাইকুম। আপনার কথা ভালো লাগলো। খুব বেশি মানুষের কথা শুনলে আমাদের মতো সাধারণ ধর্ম পালনকারীদের মধ্যে প্যাঁচ লেগে যায়(এখন ঠিক স্মরণ নেই কোথায় যেন শুনেছিলাম , অনেকের মতামত শুনলে ধর্ম পালন করা কঠিন হয়ে যাবে) আপনার পরিচছন্ন বক্তব্য ভালো লাগলো। আল্লাহ রাছুল(সা) যেটা করতে বলেছেন ,সেটা পালন করাই সহি। ভালো থাকুন ,,সুস্থ থাকুন, আমার ও আমার সন্তান, পরিবারের জন্য দোয়া করবেন , আপনার জন্যেও দোয়া রইল।
মাশাআল্লাহ জাযাকাল্লাহ খুব ভালো লাগলো আপনার আলোচনা আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক আমিন ফেতনা বাঁচতে থেকে শয়তানদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন
মাশা-আল্লাহ অত্যন্ত সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন, মহান আল্লাহ আপনাকে উত্তম ও নেক হায়াত দান করুক
আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক পথে চলার তৌফিক দান করুন আল্লাহর দ্বীনের পথে কবুল করুন আল্লাহ সঠিক দিন মানিয়া চলার তৌফিক দান করুন আমীন।
যখন হাদিস পরেন,তখন দুরুদে ইব্রাহিম পরেন না কেন????এটাতো রাসূল শিক্ষা দিয়ে গেছেন।ছোট দুরুদ পড়েন কেন। মানুষ কে তো বোকা পেয়ে কত সুন্দর সমাধান দিয়ে দিছেন।আর মানুষ ও আপনার দলিল গুলো মেনে নিছে
আমীন
Ameen
@@saifulislamrabbi8346 যার বিছমিল্লাহ শুদ্ধ নাই সেই বেশী মাতামাতি করে।
Thank you hujur .
আলহামদুলিল্লাহ। অসাধারণ আলোচনা।
মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা
খুবই সহজ করে অসাধারণভাবে বুঝিয়েছেন আপনি।আল্লাহ সবাই কে বুঝার ও মানার তৌফিক দিন আমিন।
আল্লাহ শয়তান সৃষ্টি করলেন মানুষকে পথ ভ্রষ্ট করার জন্য। কারণ এটা তার ইচ্ছা।
আবার নবী রাসূল পাঠালেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য।
মানুষের মধ্যে ভালো আর মন্দের লড়াই দেখতে আল্লাহর খুব ভালো লাগে।
যদিও লড়াই শেষে বেশিরভাগ ক্ষেত্রেই মন্দেরই জয় হয়। সেটাও আল্লাহ খুব উপভোগ করেন।
পৃথিবীর ইতিহাসে ভালোর জয় খুব কম সংখ্যায়ই হয়েছে৷
পবিত্র কোরআনে আল্লাহ খুব স্পস্ট করেই বলেছেন---"আল্লাহ চাইলে সবাই সঠিক পথে থাকতো "
তিনি আরও বলোছেন----- "বেশিরভাগ মানুষই আল্লাহর পথে আসবে না।"
সবাই সঠিক পথে থাকুক তা যে তিনি চান না, সেটা সুস্পষ্ট। তবে কেনো চান না, সেটা সুস্পষ্ট নয়।
পবিত্র কোরআনে আল্লাহ অঙ্গীকার করেছেন______" দোযখ আমি পূর্ণ করবোই "। "মানুষ ও পাথর হবে দোযখের ইন্ধন"
আল্লাহর বিনা হুকুমে নাকি গাছের একটা পাতাও নড়ে না। সেই আল্লাহর হুকুম ছাড়া খারাপ প্রতিষ্ঠিত হতে পারে? পারে না। কারন খারাপ বিষয়টিই আল্লাহর সৃষ্টি। খারাপ পথে মানুষকে ধাবিত করার জন্য শয়তানও তিনিই সৃষ্টি করেছেন এবং শয়তান আল্লাহর সম্মতিতেই মানুষকে কূমন্ত্রণা দিচ্ছে।
এক মানুষ আরেক মানুষকে কূমন্রণা দিলে, ঐ মানুষকে পাপী বা শয়তানের চ্যালা বা কখনও সরাসরি শয়তান বলা হয়।
তাহলে যিনি তার বিবেক খাটিয়ে খারাপ এবং শয়তান সৃষ্টি করেছেন এবং সর্বদা মানুষকে কূমন্ত্রণা দেয়ার স্থায়ী ব্যবস্থা করেছেন এবং শয়তানের পৃষ্ঠপোষকতা করছেন -------- তিনি কি??????
এই জন্যই পৃথিবীতে খারাপের জয়জয়কার। আর ভালো এক মুখ থুবড়ে পড়ে থাকা সত্তায় পরিণত হয়েছে।
যদিও আল্লাহ তার বাণীতে সর্বদা সৎ ও ভালো কর্মের আদেশ দিয়েছেন। কিন্তু মন্দই তার বেশি পছন্দের। সেজন্যই পৃথিবীতে মন্দের রাজত্ব চলছে এবং চলবে।
এবার নজর দিই আল্লাহর মন্দ প্রতিষ্ঠায় সহায়ক সেইসব মহামানবদের দিকে। নবী, রাসূল, পীর, পয়গম্বর, হুজুর, আলেম---- এরা সবসময় সমাজে একটা করে বিশৃংখলা লাগিয়ে রাখতে তৎপর।
অন্যের চরকায় তেল দেয়াই এদের কাজ। নিজের চরিত্র ভালো করার দিকে এদের মোটেও মনযোগ নেই।
একে ধরো, ওকে মারো, ওকে কাটো, ওকে মুসলনান হতে বাধ্য করো, রাষ্ট্রে ইসলামী শরীয়া আইন চালু করো, নারীদেরকে মূর্খ এবং বন্দী বানিয়ে ঘরে আটকে রাখো --অর্থাৎ অন্য মানুষের জীবনের ওপর হস্তক্ষেপ করাই যেনো এদের প্রধান কাজ।
তো যেখানে স্বয়ং আল্লাহই খারাপ বা মন্দকাজের সৃষ্টিকর্তা এবং খারাপ প্রতিষ্ঠায় ইন্ধনদাতা, সেখানে তার প্রতিনিধিরা তো তার এজেন্ডা বাস্তবায়নেই ব্রতীহবে, এটাই স্বাভাবিক।
আল্লাহ চাইলে তো সব মানুষই ভলো থাকতে পারতো।
আল্লাহ মানুষকে পরীক্ষা করছেন এই মতবাদে যারা বিশ্বাসী ---- তাদের মনে কি একবারও প্রশ্ন এসেছে যে, মানুষের এই পরীক্ষা নেয়ার প্রয়োজন হলো কেনো। সব মানুষ ভালো কাজের মাধ্যমে নিজের জীবনের পরিসমাপ্তি ঘটাতে পারলে আল্লাহর ক্ষতি কি ছিলো? আল্লাহর পক্ষ থেকে মন্দের অবতারণার তো কোনো দরকারই ছিলো না।
ভালো এবং মন্দ উভয়ই আল্লাহর চিন্তাপ্রসূত বিষয় এবং আল্লাহরই সৃষ্টি অথচ সব মন্দের দায় মানুষের। আল্লাহ নাকি মন্দকাজের দায় নেবেন না। তাহলে তিনি মন্দ সৃষ্টি করেছেন কেনো?
মাশাআল্লাহ কথা গুলো স্পট ও সুন্দর জাজাকাল্লাহ খাইরান।
আলহামদুলিল্লাহ্
আলহামদুলিল্লাহ। অসাধারণ বয়ান। যেই সব আলেম কুরআন হাদিসের রেফারেন্স দিয়ে সিদ্ধান্ত দেয় না, বুঝতে হবে তাদের মধ্যে ভেজাল আছে। সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
মাশাল্লাহ সুন্দর সোনা সুন্দর ভাবে বোঝানোর জন্য হুজুরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হুজুরের নেক হায়াত বাড়িয়ে দিক আমিন
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
আবু মুহাম্মদ সাহেবের কথা গুলো কত সুন্দর যদি কথা গুলো সারা জীবন শুনি মনে অলসতা আসবেনা আর কিছু আছে তাদের কথা শুধু বিরক্তি আসে
কিছুই সুন্দর নয় উনাদের সামনে বোসলে এক মিনিট ও টিকবে না।
من صلَّى عليَّ صلاةً واحدةً صلَّى اللَّهُ عليهِ عشرَ صلواتٍ ، وحُطَّت عنهُ عَشرُ خطيئاتٍ ، ورُفِعَت لَهُ عشرُ درجاتٍ
الراوي : أنس بن مالك : صحيح النسائي : 1296 او 1297
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তা’আলা তার উপর দশবার রহমত নাযিল করবেন, তার দশটি শুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং তাঁর জন্য দশটি মর্যাদা উন্নীত করা হবে।
1297- عن أنس بن مالك، قال: قال رسول الله صلى الله عليه وسلم: «من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات، وحطت عنه عشر خطيئات، ورفعت له عشر درجات» _(سنن النسائي )
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
মুফতি আবু মোহাম্মদ রাহমানি হুজুর সাহেব ১০০%যুক্তি যুক্ত সঠিক কথা বলেছেন একমত হলে লাইক দিন ও শেয়ার করুন
নবী সাঃ ও খোলাফায়ে রাশেধীনদের কথাই হোক আমার আপনার জন্য পালনীয়।
মাশা-আল্লাহ মহান আল্লাহ তুমি হুজুর সাহেবকে নেক হায়াত দান করো আমিন
হুজুর সাহেব আপনী কী চুল দাড়ি কালো করেছেন মনে হচ্ছে তাই।
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক
আলহামদুলিল্লাহ। সুন্দর ভাবে নম্র ভাষায় বুঝিয়ে দিয়েছেন হুজুর। শুকরান জাযাকাল্লাহ।
গোজাখোরি ব্যাখ্যা দিয়ে লেদাপোকার মত ইসলামের গোরা কর্তনে ব্যস্ত।
সুবহানাল্লাহ হামদুলিল্লাহ আল্লাহু আকবার। হুজুরের আলোচনা সঠিক। হুজুরের প্রতি আল্লাহ পাকের অশেষ রহমত বর্ষিত হোক আমিন।
রাহমানি সাহেব সঠিক উত্তর দিয়েছেন। জাযাকাললাহ
মা-শা আল্লাহ দলীল ভিত্তিক প্রতিটি সহীহ হাদীসের আলোকে সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন। জাযাকাল্লাহ
মাসআল্লাহ, সুন্দর ভাবে ব্যাখা দেওয়া জন্য অনেক অনেক ধন্যবাদ।
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
আল্লাহ আমাদের সবাইকে ইসলাম বুঝার ও আমল করার তাওফীক দান করুন আমীন
এনায়েত উল্লাহ আববাসী একজন বেলায়েতী আলেম আল্লাহ হযরত কে সহি সুন্নাহ বোঝার তৌফিক দান করুন
আসসালাময়ালাইকুম হুজুর কে ধন্যবাদ মাশাআল্লাহ
আসসালাময়ালাইকুম হুজুর কে ধন্যবাদ মুফতি মুহাম্মাদ রাহমানি সাহেব কে
মা শা আল্লাহ, খুব যৌক্তিক আলোচনা
আচ্ছালামু আলায়কুম |হুজুৰ সুন্দৰ ভাৱে বুজানোৰ জন্য আপনাকে অনেক ধন্যবাদ |সকল মুসলমানকে বিভ্ৰান্তি থেকে আল্লাহ হেফাজত কৰুন আমিন
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
মাশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ও চমৎকার আলোচনা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন।
মাশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান, শিন্নীদের থেকে সাধারণ মানুষ ও ভালো বুঝে।
জাহান্নামে কুকুর রা ফতুয়া শামী দেখুন যুক্তি দিয়ে সালাম বাদ দিয়ে সালাত পড়া মকরুহ
আলহামদু লিল্লাহ আলোচনা টি অত্যন্ত সুন্দর ও গুরুত্বপূর্ণ।
অনেক সুন্দর শিক্ষনীয় আলোচনা করেছেন সম্মানিত আলেমেদ্বীন 🌹 মহান আল্লাহ্ আপনার নেক হায়াত বাড়িয়ে দিন এবং আমাদের সকলকেই সত্য সঠিক পথে চলার তৌওফিক দান করুন আমিন
মাশাল্লাহ খুব চমৎকার আলোচনা করেছেন, জাযাকাল্লাহ....
আল্লাহ ফিৎনা থেকে হেফাজত করুন । আল্লাহর প্রকৃত ইবাদতকারীর কথাই কখনো দাম্ভিকতা থাকতে পারেনা। দর্শকবৃন্দ নিজের মগজ ব্যাবহার করুন । অনেকেই আমাদের নবীর ( সা:) প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে উল্টিয়ে ফেলে । আল্লাহর চাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকে।
জাযাকাল্লাহ খাইর হুজুর আল্লাহ পাক এর জন্য আপনাকে ভালোবাসি
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
মাশা-আল্লাহ অসাধারণ ❤️❤️❤️
এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন এবং সেই সাথে সু শাস্ত দান করুন আমিন
মাশাআল্লাহ অনেক সুন্দর যুক্তি দিয়ে বুঝিয়েছেন আমার প্রিয় শায়েখ।
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
♥️🏝️আলহামদুলিল্লাহ্ 🏝️ আলহামদুলিল্লাহ্ 🏝️
বর্তমান আলেম সমাজ এ-র জন্য প্রার্থনা করি যেন তাঁরা মুশরিকদের অন্তর্ভুক্ত না হয়ে সরল পথে অর্থাৎ পবিত্র কুরআন মজিদ মোতাবেক ইবাদত পালন করবার জন্য অনুরোধ করছি তাহলে আপনারাও জান্নাত বাসী হবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমানিল্লাহ সুবহানাল্লাহ ইন্না-লিল্লাহ।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে দ্বীন বুজবার দ্বীনের উপর চলবার তৌফিক দান করুন
হজরত, বুখারী শরিফের ৬৩৫৭ নং হাদিসের সাথে তো আপনার বর্নিত হাদিস মিলে না। কেউ বিষয়টি ক্লিয়ার করুন।
আববাসি অহংকারি অযোকতিক ফতোয়া দেয়
আমিন ছুমমা আমিন
--l-❤0⁰⁰⁰⁰
Duy butpar khales imandar non.tara duruder birudde fotua disse
মাশাআল্লাহ, বারাকাললাহু ফি হায়াতি হুজুরকে
সঠিক কথা বলছেন হুজুর আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন আমিন
Ara ohabi ader owaz shuna .ar shoytaner pothe chola shoman
আলহামদুলিল্লাহ্ বড়ই চমৎকার বলেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম এর এক উজ্জ্বল নক্ষত্র কোরআন হাদিসের আলোকিত বাহক। আল্লাহ্ তুমি কবুল কর।
মাশাআল্লাহ আপনার আলোচনা খুব সুন্দর
জাজাকাল্লাহু খাইরান। শ্রদ্ধেয় মাওলানা সাহেবের আলোচনাটি চমৎকার। ❤
সুন্দর উক্তি ধন্যবাদ হুজুর আপনাকে আল্লাহ তায়ালা সুস্ত ও নেক হায়াত দ্বান করুন আমীন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাল্লাহ মাশাল্লাহ আপনার আল্লাহ আপনাকে দীর্ঘজীবিত আয়াত দেখ মানুষের মাঝে এই ধরনের আলো ছড়ানোর সুযোগ সুবিধা করে দেখ আল্লাহ আপনাকে দীর্ঘদিন হায়াতে তুমিবা দান করুক আমিন।
ঠিক হুযুর আপনাকে ধন্যবাদ মাশাআল্লাহ
মুফতি সাহেবদের আল্লাহ হেদায়েত দান করুন। কারন শিক্ষা ও হিদায়েত ভিন্ন বিষয়।
যত সব বেকুপ
আমাদের সঠিক ভাব নামাজ পড়ায় তৌফিক দান করুন -- বেদাত হতে মক্তি করুন ।
আপনি সঠিক বলেছেন জাজাকাল্লাহ খাইরান
অনেক সুন্দর আলোচনা
মহান আল্লাহ হজরত কে হায়াতে বরকত দান করুন
সুন্দর আলোচনা। শেষের উদাহরণ টা ডঃ আবদুল্লাহ জাহাঙ্গীর (রহিঃ) স্যার এর বক্তব্যে শুনেছিলাম।
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
জাজাকাল্লাহ খাইরান, আল্লাহ পাক আপনার নেক হায়াত দান করুন আমিন।
আলহামদুলিল্লাহ, ওস্তাদ খুব সুন্দর ভাবে বুজিয়েছেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর আলোচনা করলেন হুজুর আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন আমিন।
ঝাজাকাল্লাহু খাইরান।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার
আল্লাহ্ হুজুরকে নেক হায়াত দান করুন আমীন-----
আপনার আলোচনা খুবই চমৎকার এবং দালিলিক! আপনার টক-শো গুলো ও দালিলিক ও চমৎকার মা'শা'আল্লাহ
আপনার আলোচনা শুনে কলিজাই শান্তি পাইলাম অসংখ ধন্ন বাদ আপনাকে
আসসালামু আলাইকুম হুজুর। আল্লাহ তায়ালা আপনাকে সুস্হতার সাথে নেক হায়াত বাড়িয়ে দিন আমীন! 🤲
মাশাআল্লাহ খুবই চমৎকার আলোচনা❤❤❤❤
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের সকলকেই হেদায়েত ও রহমত দান করুন। আমীন।
যাযাক আল্লাহ খায়ের। খুব ভাল লাগল।
হে আল্লাহ পাক আমাদের কে যেটা সঠিক সেটার উপর থাকার তৌফিক দান করুন। এখানে তিনজনই আলেম। আমরা সবার মতামত কে সম্মান প্রদর্শন করি।
সম্মান করেন কিন্তুু মেনে চলুন যিনি কুরআন হাদিসের রেফারেন্সে সঠিক যুক্তি সম্মত কথা বলেন।
আমার মনের ভেতর ঘূর্ণয়মান একটি প্রশ্নের সুন্দর জবাব পেলাম,আলহামদুলিল্লাহ
তারা কি কোরআন সম্বন্ধে গভীর চিন্তা করে না?? না তাদের অন্তর তালাবদ্ধ??( আল কুরআন সূরা মুহাম্মদ আয়াত ২৪)
আপনি সঠিক আয়াত টি উল্লেখ করেছেন।ইনি যত সুন্দর করে হাদীস বুঝাতে চেষ্টা করছেন তাতে মনে হচছে হুজুরের অন্তরে আল্লাহ তাআলা তালা মেরে দিয়েছেন।আর কথায় কথায় বলছেন নবীর সুন্নাত। বলেন তো হুজুর আমরা কার সুন্নাহ মানবো? আল্লাহ তাআলা এর, নাকি নবী(স:) এর? বিনয়ের সাথে অনুরোধ করছি দয়া করে আপনি আগে ভালো করে গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে বলুন।
আলহামদুলিল্লাহ
আল্লাহ কবুল করুন আমিন
আসসালামুআলাইকুম,শায়েখ খুব সুন্দর করে বোঝালেন।
আব্বাসি আর জিহাদি হুযুর সঠিক , এই উপস্তাহপক চরম মিথ্যাবাদি অপব্যাখাকারি এয়াযিদি মুস্লিম -ও ফিত্নাবাজ মুফতি, দরুদে ইব্রাহিম নামটাই বেদাত, পুরব বর্তি সকল ইমাম গন বুখারি মুস্লিম নাসায়ি আবু দাউদ সিরাতের সকল কিতাবে কেও কিতাবের সুরুতে দরুদে ইব্রাহিম না লিখে সালাত সালাম সম্মিত দরুদ লিখেছেন তাহলে সকল ইমাম গন কি বেদাত করেছে? সাল্লালাহু আলাহি সালাম রাসুল শিখান নাই কিন্তু আমারা সবাই পরি কেন? তাতে বেদাত হয় না। তাহলে এই উপস্তাহপক কি ফিতনা বায নয়?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হে আল্লাহ তায়ালা মহান রব, আমাদের সঠিক জ্ঞান দান করুন।
হুজুরকে অনেক ধন্যবাদ এত সুন্দর যুক্তি দিয়ে বোঝানোর জন্য। আল্লহ আমাদের সকল কে সহি বুঝ দান করুন।
আব্বাসী হুজুর অত্যান্ত জ্ঞানী আলেম কিন্তু সাথে সাথে একজন পাগলও বটে। কখন যে কি বলেন তা হয়তো নিজেই জানেন না।
মাশাআল্লাহ মারহাবা চমৎকার আলোচনা ভাইজান
আল্লাহ, আমাদেরকে রাসুল সাঃ এর তরিকা মোতাবেক এবং সাহাবিদের রাঃ অনুসরণ করে আমল করার তোউফিক দান করুন।
মাশাআল্লাহ খুব সুন্দর
Ameen 💔❤️🌹
আসসালামু আলাইকুম। ইনি একজন যোগ্যতা সম্পন্ন বক্তা। আল্লাহপাক তার উপর রহম করুন আমিন
আল্লাহ হযরত কে নেক হায়াত দান করুন ❤❤❤❤❤❤❤
Maa shaa Allah. Excellent Discussion