কম খরচে রেনু এবং ধানী পোনা মাছের খাবার তৈরির কৌশল ( Fish Feed Making Process )

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • কম খরচে রেনু এবং ধানী পোনা মাছের খাবার তৈরির কৌশল ( Fish Feed Making Process ) : ‪@AMAQUA‬
    In case of fish farming, the highest cost is fish feed. So if we can make this food with our own hands, then it will be affordable on the one hand. In the same way it will be healthy.
    In the case of modern fish farming, in the concentration of fish that we cultivate, it is never possible to be successful in fish farming if we rely on natural food alone. That is why we need to give supplementary food in addition to natural food. In today's video we will show how easily this supplement can be made at low cost.
    The three things we need to keep in mind when preparing fish food are the proteins, carbohydrates and oils present in the food.
    Foods that are high in protein. It is called protein food. And all the foods that have a lot of carbohydrates in it. It is called carbohydrate food. When we prepare food, we have to keep the protein level right, then automatically the amount of carbohydrates and oil will be right.
    Fish are very sensitive when they are in a very small state i.e. renu and rice fry. The food we have to give to the fish at this time should be given very carefully. Otherwise the growth of the fish is not exactly the same. In the same way, fish can die in large numbers. In today’s video I show you how to make 35 to 40 percent protein rich powdered food. But it will be shown and it cost me 35 to 40 rupees to make this dish.
    The market value of all the ingredients needed in fish feed fluctuates. So when the price of the ingredients is low, then we make the food by using those ingredients.
    At the present time when we are getting very low price of fish, if we can make fish meal with our own hands at very low cost in this method. Then it will be very easy to succeed in fish farming.
    In the next video, I will show you how to make Pangash, Tilapia and various catfish dishes like Shing-Magur, Tengra and Pabda at home at low cost. We will try to show that. So be sure to subscribe to our channel "AM Aqua" to get such updates. Thanks.
    মাছ চাষের ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচা হয় মাছের খাদ্যে । তাই এই খাদ্যকে যদি আমরা নিজের হাতে বানিয়ে নিতে পারি ,তাহলে সেটা যেমন একদিকে সাশ্রয়ী হবে।ঠিক তেমনি ভাবে সেটা স্বাস্থ্যসম্মত হবে।
    আধুনিক মাছ চাষের ক্ষেত্রে আমরা যে ঘনত্বে মাছ চাষ করে থাকি সে ক্ষেত্রে শুধুমাত্র প্রাকৃতিক খাবারের ওপর নির্ভর করে মাছ চাষ করলে মাছ চাষে কখনোই সফল হওয়া সম্ভব নয়। সেই জন্য আমাদেরকে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্য দিতে হবে । আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কত কম খরচে খুব সহজেই এই সম্পূরক খাদ্য তৈরি করা যায়।
    মাছের খাদ্য তৈরি করবার সময় আমাদের তিনটি বিষয়ের ওপর নজর রাখতে হবে সেটি হল খাদ্যে উপস্থিত প্রোটিন, কার্বোহাইড্রেট এবং তেল ।
    যে সমস্ত খাদ্যের মধ্যে প্রোটিনের ভাগটা বেশি পরিমাণে থাকে। তাকে প্রোটিন জাতীয় খাদ্য বলা হয় ।আর যে সমস্ত খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট এর অংশ বেশি থাকে ।তাকে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বলা হয় ।খাদ্য প্রস্তুত করার সময় আমাদের মূলত প্রোটিনের মাত্রাটা ঠিকঠাক রাখতে হবে তাহলে অটোমেটিকালি কার্বোহাইড্রেট এবং তেলের পরিমাণ টা ঠিকঠাক হয়ে যাবে।
    মাছ যখন একদম ছোট অবস্থায় থাকে অর্থাৎ রেনু এবং ধানী পোনা অবস্থায় মাছ খুব সেনসিটিভ হয় । এই সময় আমাদের মাছকে যে খাবারটা দিতে হয় সেটা খুবই সতর্কতার সাথে দেওয়া উচিত । না হলে মাছের বৃদ্ধি যেমন ঠিক ভাবে হয় না । ঠিক তেমনি ভাবে প্রচুর সংখ্যায় কিন্তু মাছ মারা যেতে পারে । আজকের এই ভিডিওতে আমি 35 থেকে 40 শতাংশ প্রোটিন সমৃদ্ধ গুড়া খাবার কিভাবে তৈরি করা যায় । সেটা কিন্তু দেখানো হবে এবং এই খাবারটা তৈরি করতে আমার 35 থেকে 40 টাকা খরচা হয়েছে ।
    মাছের খাদ্যে যে সমস্ত উপকরণ গুলি দরকার হয় সেগুলোর বাজার মূল্য উঠানামা করে । তাই যখন যে উপকরণের মূল্য কম থাকে । তখন সেই উপকরণ ব্যবহারের মাধ্যমে আমরা খাবারটা তৈরি করে থাকি ।
    বর্তমান সময়ে আমরা মাছের দাম যখন খুবই কম পাচ্ছি, তখন যদি আমরা এই পদ্ধতিতে খুবই কম খরচে মাছের খাবার নিজের হাতে তৈরি করতে পারি । তাহলে মাছ চাষে সফল হওয়া খুবই সহজ হয়ে দাঁড়াবে।
    পরবর্তী ভিডিওতে আমি পাঙ্গাশ, তেলাপিয়া এবং বিভিন্ন ক্যাটফিশ জাতীয় মাছ অর্থাৎ শিং-মাগুর ,টেংরা এবং পাবদা মাছের খাবার কিভাবে আপনারা কত কম খরচে বাড়িতে তৈরি করতে পারবেন । সেটা আমরা দেখানোর চেষ্টা করব । তাই আমাদের চ্যানেল " AM Aqua " অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য । ধন্যবাদ ।
    ------------------------------
    Acoustic/Folk Instrumental by Hyde - Free Instrumentals / davidhydemusic Creative Commons - Attribution 3.0 Unported- CC BY 3.0 Free Download / Stream: bit.ly/acousti.... Music promoted by Audio Library • Acoustic Folk Instrume...
    ------------------------------

КОМЕНТАРІ • 83

  • @rkfishfirm8872
    @rkfishfirm8872 3 роки тому +4

    দাদা খুব উপকৃত হোচ্ছি

  • @swapankumarjana7284
    @swapankumarjana7284 Рік тому +1

    Good information we will get new new video.

  • @ruhulaminhumaidy8193
    @ruhulaminhumaidy8193 3 місяці тому

    রেনু পোনার জন্য 100 কেজি পাউডার ফিট তৈরি করতে কি কি উপকরণ লাগে বিস্তারিত ভিডিও দেখতে চাই এই বিষয়ে একটা ভিডিও বানান

  • @Ag-kc7xs
    @Ag-kc7xs 2 роки тому +1

    আমি বনগাঁ থেকে বলছি। দাদাভাই নমস্কার। আমার শিং মাছ চাষ করার খুব ইচ্ছা। শিং মাছের রেনুকে এইভাবে ডাস্ট খাবার বানিয়ে দেওয়া যাবে কি। প্লিজ জানাবেন। ধন্যবাদ।

  • @AllahGhulam
    @AllahGhulam 3 роки тому +3

    দাদা ফিস মিল টা কি ধরণের

  • @sohelmahfuz635
    @sohelmahfuz635 3 роки тому +1

    আপনার ভিডিও গুলো দেখি ভালো লাগে।

    • @AMAQUA
      @AMAQUA  3 роки тому +1

      ধন্যবাদ

  • @DesiVlogs30311
    @DesiVlogs30311 11 місяців тому

    Egg boil kore pore ta joler sathe grind kore liquid banaiyeo dite prbo ki?

  • @aftaruddin9435
    @aftaruddin9435 2 роки тому

    তোমার গলার আওয়াজ শুনে ভাল লাগছে

  • @koushikghosh8358
    @koushikghosh8358 3 роки тому +1

    Bone meal r Bone dust duto ki ek.
    Ektu janaben

  • @hasangoogleplussardar2132
    @hasangoogleplussardar2132 2 роки тому +1

    দাদা dorb কোথাই পাওয়া যায়, dorb এর ফুল মিনিং কি?

  • @ChitrakanakEventCumDecoration
    @ChitrakanakEventCumDecoration 3 роки тому

    দাদা আপনার উপস্থাপনা খুব সুন্দর লাগে।আমার 120শতক পুকুরে 50-300 গ্রাম সাইজের রুই মৃগেল কাতলা সিলভার আছে এবং 300 পিস মত কাতলা 1 কেজি সাইজের আছে।মোট মজুত মাছ আনুমানিক 8 কুইন্টাল। সকালে আমি সরিষা খৈল 5কেজি সূর্যমুখী 5 কেজি ডিওআরবি 10 কেজি প্রোটিন 1কেজি গুড় 1কেজি মিনারেল 700 গ্রাম ও বিকালে গ্রোয়েল কোম্পানির 3Mm 28% প্রোটিন যুক্ত 10 কেজি খাবার দি। খাবার সব খেয়ে নেয় এক ঘন্টার মধ্যে। খাবার কি বাড়াবো।November মাসে এই মাছের কি সাইজ হতে পারে।

  • @salmanshamim9230
    @salmanshamim9230 Рік тому +1

    Dada MBF,DORB agula ki ar kothai pawa jai ?
    kindly aktu janale valo hoi

    • @AMAQUA
      @AMAQUA  Рік тому

      নিজের এলাকায় প্রথমে খোঁজ করুন যদি না পান তবে আমার সাথে যোগাযোগ করবেন।

  • @surajitmitra1799
    @surajitmitra1799 2 роки тому

    Dada kg te 10000 line ar American fish ke ki khawabo. American fish ke to doba khabar dile valo hai

  • @sank_s24
    @sank_s24 3 роки тому +2

    MBF এর দাম কেমন দাদা। 200 kg লাগবে পশ্চিম মেদিনীপুর

  • @bappibarman6944
    @bappibarman6944 2 роки тому

    Dada catfish macher feed pauya jabe

  • @jayantasarkar2463
    @jayantasarkar2463 2 роки тому

    Dada kon product ta koto poremane debo aktu bol le valo hoto

  • @sanpahan8250
    @sanpahan8250 3 роки тому +1

    Sir apni ki all over west bengal supply koren khabar mane feed

    • @ShahadatHossain-zt1yp
      @ShahadatHossain-zt1yp 3 роки тому +1

      ভাই শুটকি মাছের পরিবর্তে যেটা দিচ্ছেন এটা কোথায় পাবো

    • @AMAQUA
      @AMAQUA  3 роки тому +1

      Supply karar janya stock point kara hobe.

  • @abulKalam-gr2br
    @abulKalam-gr2br 2 роки тому +1

    Good job bhai jaan

  • @rajasingha8759
    @rajasingha8759 3 роки тому +3

    দাদা আপনি হলেন আমাদের অনুপ্রাণিত , যাকে দেখে আমরা নিত্য দিন শিক্ষে চলেছি ।আশাকরি আপনি ত্রভাবে আমাদের পাশে থাক বেন।
    আমার বিনীত নিবেদন এই যে,আমার ত্রকটি 8 শতকের পুকুরে গিফট নামক তেলাপিয়া চাষ করিতে ইচ্ছুক। পশ্চিম মেদিনীপুরের যার বাজার দর 90 - 100 টাকার আশে পাশে থাকে সেইকারনে আমিকি ত্রই তেলাপিয়াটি চাষ করলে ফলনে ত্রবং খয়খতি হাতথেকে কিভাবে রেহাই পাবে।
    আশাকরি আমার নিবেদনটি আপনি মনজুর করিবেন।
    ধন্যবাদ

    • @AMAQUA
      @AMAQUA  3 роки тому

      খাবার খরচ যদি কমাতে পারেন তবে লাভ করতে পারবেন। শুরুটা তেলাপিয়া মাছ দিয়ে করতেই পারেন।

    • @rajasingha8759
      @rajasingha8759 3 роки тому

      ত্রই মাছ ছারা আপনার কি মতামত যদি বলেন।

  • @ronidas8755
    @ronidas8755 2 роки тому

    Chire er bran ta kotay pabo

  • @naziruddinahmed1265
    @naziruddinahmed1265 2 роки тому

    দাদা,বন্নায় আমার পুকুরে এক প্রকার চাদা মাছ আসছে ,সেগোলো বর মাছের আইছ খেয়ে ফেলে ইহা থেকে বাচার উপায় কি ?

  • @MdHasan-xk1ym
    @MdHasan-xk1ym 2 роки тому

    Dada konta koto kegi debo setato bolennai

  • @ashikurrahman689
    @ashikurrahman689 2 роки тому

    ১৫০ -২০০ লাইনের রুই মৃগেল মাছকে কি ধরনের খাবার দেওয়া যাবে।

  • @fakrulislam7031
    @fakrulislam7031 Рік тому

    খাবার তৈরিতে কোন উপাদান কি পরিমানে মিক্স করেছেন সেটা বল্লে ভালো হতো

  • @pilotbarman2665
    @pilotbarman2665 2 роки тому

    Dada koto kore kuintal porbe

  • @pintughanti1740
    @pintughanti1740 Рік тому

    MBF, vutta, DORB উপকরন গুলো কতটা পরিমান করে একসাথে মিশালে ৩৫%- ৪০% প্রোটিন ডাস্ট খাবার হবে?

  • @aonerider3579
    @aonerider3579 3 роки тому +1

    Dada uttor 24 pargona , Habra te ki khabar delivery deoya jabe

    • @AMAQUA
      @AMAQUA  3 роки тому +1

      যাবে।

    • @aonerider3579
      @aonerider3579 3 роки тому

      @@AMAQUA kintu dada ami to tomake wp korlam kisu to janale na

    • @aonerider3579
      @aonerider3579 3 роки тому

      Amar 100 kg moto 24% protein khabar lagbe

    • @AMAQUA
      @AMAQUA  3 роки тому

      Ato msg asche J Kontar reply debo ar Kontar reply debo na...!!
      Wait karun stock point hoa gale maal pae jaben.

    • @aonerider3579
      @aonerider3579 3 роки тому +1

      @@AMAQUA dada ami gorib manush tai hoito khabar ektu kom nebo tai bole dada soriye diyona,
      Ektu nojore rekho ei vaike

  • @acousticmainak4776
    @acousticmainak4776 Рік тому

    দাদা পুকুরে খাবার কমে গেছে আবার জল সাদা হয়ে হয়ে গেছে খাবার পুনরায় তৈরি করতে গেলে কি করতে হবে? যদি একটু বলেন খুব উপকৃত হবো

  • @robiulislam603
    @robiulislam603 Рік тому

    ধানি পোনার সাইজ দেশি পুটি মাছের মত,এরকম ১০০ কেজি মাছকে কত কেজি খাবার দিতে হবে।

  • @fishlover2170
    @fishlover2170 2 роки тому

    Dada.. "MBF" means ki ?( jar modhe 68% protein thake)

    • @AMAQUA
      @AMAQUA  2 роки тому +1

      Animal Protein Content.

  • @ronidas8755
    @ronidas8755 2 роки тому

    MBF ta kotay pabo aktu bolun

  • @mostafagayen1217
    @mostafagayen1217 3 роки тому

    সরিষারখোল গমেরভূশী কতটা করে দেওয়া যাবে

  • @optionsmasternationalstock9578
    @optionsmasternationalstock9578 2 роки тому

    দাদা..MBF কত করে কেজি আর কোথায় পাবো? Please Help.

  • @parthamondal8658
    @parthamondal8658 3 роки тому

    দাদা নমস্কার।
    শিং, পাবদা, নোনা ট্যংরার রেনু চাষের জন্য শুধু জু প্ল্যঙ্কটন ব্যাবহার করলে কি ভালো ফলাফল পাওয়া যাবে?
    প্রোবায়োটিক ব্যবহার করলে কেমন হবে?
    ধন্যবাদ দাদা।

  • @MdSakib-o5z1t
    @MdSakib-o5z1t Місяць тому

    কই পাবো

  • @mostafagayen1217
    @mostafagayen1217 3 роки тому

    দাদা আপনার কাছে সমস্তই প্রডাক্ট পওয়া যাবেন পাওয়া গেলে আমরা কি ভাবে পাবো

  • @mr.koushik9163
    @mr.koushik9163 2 роки тому

    দাদা নমস্কার
    বলছি যে কোন প্রোডাক্ট কতটা পরিমাণ দিয়ে খাবার তৈরি করব এবং মাছকে কি পরিমাণ খাবার দেব ও কতটুকু জায়গায় কতটুকু খাবার দেব।
    বললে খুবই উপকৃত হব।

    • @pintughanti1740
      @pintughanti1740 Рік тому

      Are kichui bole na, wap eo ans dey na,

    • @pintughanti1740
      @pintughanti1740 Рік тому

      Wap eo jogajog krechilm bt kno responce nai.
      Mne hy sob e business sutnts

  • @mdmominsarker5749
    @mdmominsarker5749 2 роки тому

    সরিষার খৈল ত ভিজিয়ে দিতে হয়

  • @user-xv2zc1pf4j
    @user-xv2zc1pf4j Рік тому

    Renukoot avsthi unko kar jaaogi

  • @rkfishfirm8872
    @rkfishfirm8872 3 роки тому +1

    দাদা ব্লাড মিল মিট বোন মিল আর ফিস মিলটা কোথায় পাবো একটু যানাবেন

    • @AMAQUA
      @AMAQUA  3 роки тому +1

      খোজ করুন পেয়ে যাবেন। না পেলে জানাবেন।

  • @razibrayhan371
    @razibrayhan371 2 роки тому

    দাদা এই খাবারটা আবার খুব দরকার কিন্তু আমিতো বাংলাদেশে কিভাবে পাব

  • @malaysinharoy6858
    @malaysinharoy6858 3 роки тому +1

    1. আটা ও ইউরিয়ার ডোসটি 24 ঘন্টা ভিজিয়ে রেখে পুকুরে দেওয়ার কথা বলেছেন, কিন্তু অপ্রত্যাশিত কারণের জন্য যদি 1 দিনের জায়গায় গেপিংটা 2 দিন হয়ে যায়, তাহলে কি বিশেষ কোনো অসুবিধা হবে.......?
    2. পুকুরের মাসিক পরিচর্যাগুলি করেছি 8 দিন হল, প্রাকৃতিক খাবারও প্ৰয়োগ করেছি 5 দিন হল, কিন্তু গত 2 দিন আগে আমার পুকুরে 1টি গ্রাসকার্প মাছ (size 350gm.) মোড়ে গেছে। মাছটাকে জল থেকে তুলে ভালো করে দেখেছি ~ মাছের দেহে কোথাও কোনো ক্ষত দাগ নেই, কানকোর নীচেও কিছু দেখতে পায়নি, অথচ মাছটা মোড়েছে। এর কারণ কি হতে পারে বলে আপনার ধারোনা......? পুকুরে কোনো অস্বাভাবিক পরিস্থিতিও দেখতে পাচ্ছিনা।

    • @AMAQUA
      @AMAQUA  3 роки тому +1

      1) দিতে পারেন।
      2) এটা হতেই পারে। ভয়ের কোন ব্যাপার নেই।

    • @malaysinharoy6858
      @malaysinharoy6858 3 роки тому

      @@AMAQUA অনেক ধন্যবাদ......

    • @malaysinharoy6858
      @malaysinharoy6858 3 роки тому

      @@AMAQUA দাদা আর ১টা প্রশ্ন ছিল.......
      জাল টানার সময় যখন আসবে, তখন পুকুরে মাসিক পরিচর্যা হিসাবে চুন কখন প্ৰয়োগ করা উচিত :~
      i) চুন দিয়ে তার পর-পরই জাল টানবো?
      OR
      ii) জাল টানার পর-পরই চুন দেব?
      OR
      iii) জাল টানার আগের দিন চুন দেব?
      OR
      iv) জাল টানার পরের দিন চুন দেব?
      কোনটা সঠিক পদক্ষেপ হবে, যাতে মাছের কোন ক্ষতি না হয়.......?

    • @AMAQUA
      @AMAQUA  3 роки тому +1

      জাল টানার পর লবন দেবেন। তারপর পরদিন চুন দিতে পারেন।

    • @malaysinharoy6858
      @malaysinharoy6858 3 роки тому +1

      @@AMAQUA তাহলে মোলাসেস টা কি লবণ দেওয়ার পর দেব........?

  • @timespentwithtapas5818
    @timespentwithtapas5818 3 роки тому +1

    Dorb ta ki kothay pabo.

  • @kalidas3980
    @kalidas3980 2 роки тому +1

    Hai

  • @biltusk8776
    @biltusk8776 3 роки тому

    MBF মিল কতো করে কেজি

  • @AH-ez9nq
    @AH-ez9nq 3 роки тому +1

    Dada call received korchhen na je

    • @AMAQUA
      @AMAQUA  3 роки тому

      Call tomorrow

  • @sorifahamed1741
    @sorifahamed1741 2 роки тому

    MBF কতকেজি

  • @saifullafakir7085
    @saifullafakir7085 3 роки тому +1

    Dada apni ki breeding koren?

    • @AMAQUA
      @AMAQUA  3 роки тому

      শিং মাছের ব্রিডিং শুরু করেছি।

    • @saifullafakir7085
      @saifullafakir7085 3 роки тому +1

      @@AMAQUA dada ami onek din thke sekher jonno chesta korchi. .ami sikhte chai. ..amr khub eccha... sing, magur,monosex tilapia r breeding ta sekhar. ..

    • @AMAQUA
      @AMAQUA  3 роки тому

      কোথা থেকে বলছেন?

    • @saifullafakir7085
      @saifullafakir7085 3 роки тому +1

      @@AMAQUA diamond harbour line. ...barui pur thke

    • @AMAQUA
      @AMAQUA  3 роки тому

      Kono govt training hole janabo.