আমাকে একটা পরামর্শ দিলে খুশি হব।আমি পুরুষ বযস 70,yrs.আমার সুগার আছে ।30 ÿrs আছে ইনসুলিন ওষুধ খাই। সুগার😮 ওঠা নামা করে ।মাস খানেক হল মাথার বা দিকে চোখের 3,5cm ধরা পরেছে Nimhans Bengaluru দেখাচ্ছি। আমার বযস খানেক 2 অথবা 3 মাস ধরে জেগেন 10মিনিট হারাম ছিলাম।তারপর ঠিক হযে যাচ্ছিলাম। এখন ঐ হাসপাতালে বলছে অপারেশন করতে হবে।চোখ ও হাড Test করে বলেছে সব ভাল আছে।কেনসার নেই। অপারেশনে ছোট খারাপ আছে।কি করো বলেন।
স্যার বাংলাদেশের চিকিৎসা অনেক এগিয়েছে। কিন্তু দ্রুত চিকিৎসা সরকারি হাসপাতালে করা যায় না। আমার ছেলের হয়েছে। দুই মাস ধরে হাসপাতালে ঘুরছি। নিউরোসাইন্সে গিয়েছে৷ ভর্তি হতে পারি নাই। এখন সে দেখতে পায় না। আজ টাকা না থাকার কারনে আমার সন্তান এই কস্ট ভোগ করছে৷ দয়া করে উত্তর দিবেন
@@HappyCrosswordPuzzle-df6yr এইটা কোন সমাধান না। তাহলে নিউরোসাইন্স,পিজি হাসপাতাল কাদের জন্য? এত সিরিয়াস একটা রোগী নিয়ে গেলাম তারপরও ভর্তি করলো না। অপারেশন করেছি কিন্তু লেইটে। না বুজার কারনে সে সাড়াজিবনের জন্য অন্ধ হয়ে গেল৷
ব্রেন টিউমার নিয়ে আতঙ্কিত না হয়ে দ্রুত নিউরোসার্জনের সাথে যোগাযোগ করুন।
স্যার আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো
টিউমার আছে মাথার বা চোখের উপরে।লিখতে ভুলে গেছি।
আমাকে একটা পরামর্শ দিলে খুশি হব।আমি পুরুষ বযস 70,yrs.আমার সুগার আছে ।30 ÿrs আছে ইনসুলিন ওষুধ খাই। সুগার😮 ওঠা নামা করে ।মাস খানেক হল মাথার বা দিকে চোখের 3,5cm ধরা পরেছে Nimhans Bengaluru দেখাচ্ছি। আমার বযস খানেক 2 অথবা 3 মাস ধরে জেগেন 10মিনিট হারাম ছিলাম।তারপর ঠিক হযে যাচ্ছিলাম। এখন ঐ হাসপাতালে বলছে অপারেশন করতে হবে।চোখ ও হাড Test করে বলেছে সব ভাল আছে।কেনসার নেই। অপারেশনে ছোট খারাপ আছে।কি করো বলেন।
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চেম্বারে দেখান একদিন।
অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন স্যার
স্যার বাংলাদেশের চিকিৎসা অনেক এগিয়েছে। কিন্তু দ্রুত চিকিৎসা সরকারি হাসপাতালে করা যায় না। আমার ছেলের হয়েছে। দুই মাস ধরে হাসপাতালে ঘুরছি। নিউরোসাইন্সে গিয়েছে৷ ভর্তি হতে পারি নাই। এখন সে দেখতে পায় না। আজ টাকা না থাকার কারনে আমার সন্তান এই কস্ট ভোগ করছে৷ দয়া করে উত্তর দিবেন
ঢাকা মেডিকেল এ যান
@@HappyCrosswordPuzzle-df6yr এইটা কোন সমাধান না। তাহলে নিউরোসাইন্স,পিজি হাসপাতাল কাদের জন্য? এত সিরিয়াস একটা রোগী নিয়ে গেলাম তারপরও ভর্তি করলো না। অপারেশন করেছি কিন্তু লেইটে। না বুজার কারনে সে সাড়াজিবনের জন্য অন্ধ হয়ে গেল৷
@@Lifeofzayed2019কোথায় অপারশন করিয়েছেন,কত টাকা খরচ হলো দয়া করে জানাবেন।
হাই গ্রেট গ্লিওমা বা গ্লিওবাস্টমা হলে তো রোগিকে ব্যায়বহুল চিকিৎসা দিয়েও তো রোগীকে বাঁচানো যায় না।
সাধারণত এই টিউমার গুলোই হয়।
তাহলে আতংক থাকবে না কেন?