আপনার কথার সাথে সহমত। তবে তখন দেশভাগ এতোটা জরুরি হয়েছিল যে, তখন দেশ ভাগ না করলে হিন্দু - মুসলিম দাঙ্গা এখনো চলতো এবং হাজার হাজার মানুষ এখনো মারা যেত। বিশৃঙ্খলা লেগেই থাকতো।
তোরা মুসলমানরা তোদের ওই ভাষাণীকে জিজ্ঞেস কর, শরাবুদ্দিকে জিজ্ঞেস কর, শুধু মুসলমান হওয়ার জন্য জিন্নাহর কথায় ভারত ভাগ কে সমর্থন করেছিল , আজ তোরাও ভারতের অংশ হতে পারতি। গর্ব করে বলতে পারতি তোরা ভারতীয়,শ্রেয়া ঘোষাল তোদের অংশ হত। কিন্তু আজ ,শ্রেয়া ঘোষাল তার একটাই পরিচয় ভারতীয় ভারতীয় ভারতীয় 😂😂😂😂😂😂
এই গ্রামটি দেখার অপেক্ষায় অনেক বছর ধরে অপেক্ষায় ছিলাম কারণ আমার ঠাকুরদাদা ছিলেন হাসাড়া স্কুলে শিক্ষকতা করতেন ,ওনার নাম শ্রী অমৃতলাল চ্যাটার্জী উনি কবিরাজী চিকিৎসাও করতেন আমার বাবা ওই স্কুলে পড়াশোনা করতেন,কিন্তু দেশভাগের পর ভারতে চলে আসেন ,এই কারণেই এই গ্রামটি একবার নিজের চোখে দেখার খুবই ইচ্ছে ছিল তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ,খুব ভালো হতো যদি ঐ স্কুলটা একবার দেখতে পেতাম ।
উপস্থাপকের উপস্থাপনা অসাধারণ।সেই বিখ্যাত শিল্পীর পৈত্রিক ভিটা হয়ত স্বচক্ষে কখনোই দেখার সৌভাগ্য হবেনা,অশেষ ধন্যবাদ আপনাকে।শ্রেয়া ঘোষাল কখনো ই আজকের অবস্থানে যেতে পারতো না যদি বাংলাদেশে থাকতো। অনেক অনেক শুভকামনা শিল্পীর জন্য।গর্বে বুক ভরে যায় এই পৃথিবী বিখ্যাত শিল্পীর শেকড় বাংলাদেশে।❤
ভালো করছিল ভাই শ্রেয়া ম্যাম এর দাদা চলে গেছিল। ভারতে যেভাবে সংগীতকে গুরুত্ব দেওয়া হয় সংগীত শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। সেটা না আমাদের বাংলাদেশে হয় না। এখানে বেসিক গান টুকু শিখতে গেলেও মানুষ মজা উড়ায়, আবার অনেক সময় তো গুরু খুঁজে পাওয়াই মুশকিল। গান ভালোবাসি, শ্রেয়া লতা জী-র পরে ম্যাম আর কে মানি। খুব ইচ্ছা গান শিখবো, গান গাইবো কিন্তু বিশ্বাস করেন ভাই একটুও সুযোগ নেই। এটা বলাই যাবে না,, এমন একটা অবস্থা।
@@pijuskantipaul4851 কাছের মানুষকে আপন (পাশের বাড়ি পাড়া পতিবেশী বিশেষ করে হিন্দুদের ) মানুষকে ঘার ধাক্কা দিয়ে দেশ থেকে খেদাইতে বিবেকে বাধে না।তখন ধর্ম টাই প্রধান বিবেচনার বিষয় হয়ে যায়।
@@hasanfoyejul5500 চিকিৎসার জন্য ভারতে আসলে ভিসা করতে হয়,ছোট দেশ বিনিয়োগ কম হয় বিভিন্ন ধরনের মাটির ফসল ও খনিজ সম্পদ থেকে অধিকার হারায়। ভারত এখন ৩নং গ্ৰোথ কান্ট্রি, তাছাড়া কাজের সুযোগ বেশি এখানে শিক্ষা বিঞ্জান চিকিৎসা সব এখন উন্নতির শিখরে অখন্ড ভারত হলে আমরা যারা সাধারণ জনগণ তাদের বেশি লাভ,আর দেশ ভাগ হলে নেতাদের বেশি ফায়দা বেশি সংখ্যক মন্ত্রী হতে পারবে। তোদের মতো মাথা মোটা দের বোঝানো কঠিন।
আমরা সবাই ভারতীয় কিন্তু দেশ ভাগ হবার পর আমরা এইদেশে চলে আসি,ভারতের কেউ আসলে আমার বাবা,কাকারা নিজের আপন জন মনে করে তাদের ভালোবাসে। যদি বলি আমরা গেলেও ওরা ভালোবাসে কিন্তু ভালোবাসার কোন তুলনায় হয় না তাই কে বেশি কে কম নিরুপন করা যায় না।
Thank you very much for visiting this village . Dhaka Bikrampur village was also the birth place of my father. Understand that due to unrest, my grand father left this place during 1949. My father was very sorry to give up all their properties there . For years together my father was uttering about his birth and never forget his village. Once again thanks from Kolkata.
My mother was from Dhaka, Bikrompur. We migrated to lndia in 1947 during partision. My father was from Kholishakota, Borishal but he did his Matriculation from Baoshi, Mymensing as my Grandfather was working over there. But l was born and brought up in Kolkata , lndia.
আসসালামুয়ালাইকুম কেমন আছেন? আমি ঢাকা মোহাম্মদপুর থেকে দেখছি। অনেক আনন্দিত হলাম এবং জেনে ভালো লাগলো শ্রেয়া ঘোষাল বাংলাদেশের মুন্সিগঞ্জের হাসাড়া গ্রামে।
Khub bhalo laaglo apnar ei protibedan dekhe . Amader family o Shreya Ghoshal er story er moto. The only difference is amader family zamandar chhilo na ! Bangladesh jete ichhe hoy. Amader bhita maati ektu dekhte ichha hoy.
ভারতের অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির ঠাকুর দাদারা ছিল বিক্রম পুরের জমিদার। মামার বাড়ি ঢাকার নারায়ণ গজ্ঞের রায়পুরা তে । আমি তার মামাতো বোন আমাদের বাবা ও মা ছাড়া আমরা কলকাতায় জন্ম গ্রহণ করেছি। কিন্ত বাংলাদেশের প্রতি একটা নারীর টান ভীষণ অনুভব করি , যেতে খুবই ইচ্ছা করে ।
@@madhuchhandachatterjee8661 দিদি চলে আসেন। আমরা আছি। ঘুরে ফিরে সব দেখবেন। যতদিন ইচ্ছে ততদিন থাকবেন। আমি বিশেষ করে আপনার বোন মৌসুমি চ্যাটার্জির ভিষণ ভক্ত। যদি উনাকে একবার দেখতে পেতাম অবশ্যই খুবই আনন্দে সময় কাটাতে পারতাম কিছুক্ষণ।
হিন্দুদের স্বাধীনভাবে বাঁচতে কে নিষেধ করছে ওই ভারতে বসে আপনারা মনে করছেন যে হিন্দুরা না জানি কত কষ্টে আছে কিন্তু বাস্তবতা এটাই হিন্দুরা বাংলাদেশে অনেক গুণ ভালো আছে এবং কি ভারতের চেয়েও বাংলাদেশে হিন্দুরা ভালো আছে মুসলমানরা তাদের সাথে খুব ভালো ব্যবহার করে বরং ভারতের মুসলমানরাই ভালো নেই কারণ তাদেরকে অনেক অত্যাচার করা হয় নির্যাতন করা হয় মারধর করা হয় এবং জ্বালাও পোড়াও করে যেভাবে অত্যাচার করে মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায় ভারতের তাই করা হচ্ছে মুসলমানদের সাথে অন্যায় করা হচ্ছে
Melody queen Shreya Ghoshal is the pride of all Bangalese although their family shifted from Bangladesh. Hasara is very near to Dhaka. Hearing this their forefathers were living there once, so to say astonished and proud. Actually division of Bangalese had set a deep wound among the Bengali speakers for an eternity. Hope her intese advancement to the music world. ❤️💚🌹🌺
আমার বাবা ১৯৩১ সনে হাসারা উচ্চ বিদ্যালয় হতে মেট্রিক পাস করেছিলেন। আমাদের গ্রামের নাম দয়হাটা মজিদপুর, চৌধুরী বাড়ি। পর দাদার নাম মজিদ হোসেন চৌধুরী, তার নামেই দয়হাটার সাথে মজিদপুর রাখা হয়েছিল বলে শুনেছি।
বাংলা দেশের এই ভিডিও গুলো দারুণ ।অভিনয় ও ভালো।একবার ভাবুন তার বাবার জন্ম পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদে।অথচ মেয়ে শ্রেয়া তার পৈতৃক ভিটা দেখতে বাংলাদেশ চলে গেল? গেল যে তার গল্প শোনা গেল , কিন্তু এই মোবাইল যুগেও তার একটা ছবি নেই?
আপনি কি জানেন শ্রেয়া ঘোষাল এর দাদার বাড়ি বিক্রমপুরে ??? ‘ছোটবেলা থেকে শুনে এসেছি, দাদুর বাড়ি ছিল বাংলাদেশে। কিন্তু কোনো দিন দেখিনি। এবার বাংলাদেশে এসে দুটি কনসার্টের ফাঁকে একটু সময় পেলাম। তাই দাদার বাড়ি দেখার সুযোগটা আর হাতছাড়া করিনি। বাবাকে নিয়ে সকালেই চলে গেলাম বিক্রমপুরের হাসাড়া গ্রামে। এখানেই আছে আমার শেকড়, আমার পূর্বপুরুষদের স্মৃতি।’ বললেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। গত শুক্রবার সকালে বাবা বিশ্বজিৎ ঘোষালকে নিয়ে বিক্রমপুর থেকে ঘুরে এলেন তিনি। বিকেলে গুলশান ক্লাবে কথা হলো তাঁর সঙ্গে। শ্রেয়া আরও বললেন, ‘আমার দাদু সুধীরচন্দ্র ঘোষাল ১৯৪৭ সালের দেশ ভাগের আগেই কলকাতা চলে যান। বাবার জন্ম সেখানেই, তবে বিক্রমপুরে এখনো আমাদের অনেক আত্মীয়স্বজন আছেন। বাবা কিন্তু তাঁর আত্মীয়দের বাড়িতে এর আগেও বেড়াতে এসেছেন। আমি এবারই প্রথম এলাম।’ বিক্রমপুর ঘুরে আসার অনুভূতি জানাতে গিয়ে তিনি বললেন, ‘এখন তো সেখানে আমাদের খুব কাছের কেউ নেই। শুধু স্মৃতিটুকুই সম্বল। চারদিকের সবুজ দেখে আর মানুষের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। ডাবের জল খেয়েছি। দারুণ মিষ্টি! বাবা আমাদের পূর্বপুরুষের ভিটে দেখালেন। তেমন কিছুই নেই। কিন্তু তার পরও বেশ অনুভব করতে পারছিলাম। আমার জন্ম তো এখানেও হতে পারত।’ জানালার বাইরে কিছুক্ষণ চেয়ে থাকলেন। চোখ ফিরিয়ে তিনি বললেন, ‘শেকড়ের টান বড় অদ্ভুত। এ কারণেই হয়তো বাংলাদেশের শ্রোতাদের সামনে গান গাইতে খুব ভালো লাগছে।’ এরপর কেনাকাটা করতে বেরিয়ে যান শ্রেয়া। সন্ধ্যায় ফিরে এসে যোগ দেন গুলশান ক্লাবে আয়োজিত কনসার্টে। গতকাল শনিবার সকালে মুম্বাই ফিরে যান তিনি।
প্রদ্যোত বৈরাগীবাবু , এসব জায়গায় এসে এমন নেগেটিভ মন্তব্য কেন করেন ?! আপনার পূর্বপুরুষেরাও মনেহয় উদ্বাস্তু হয়ে ভারতে এসেছিলেন ৷ জেনে রাখুন দেশভাগ শুধু ভারতবর্ষেই হয়নি, পৃথিবীর অনেক অনেক দেশে হয়েছে ৷ সর্বত্র একই রকম করুণ কাহিনী ! যাদের বাস্তুচ্যুত হতে হয়েছে তারাই জানে এর ব্যথা ৷ পৃথিবীর সমস্ত জাতি ধর্মের বাস্তুহারা মানুষের কষ্ট একই রকম ৷ ভারতের পশ্চিমবঙ্গের অনেক মুসলমানের কাহিনীও একই রকম করুন ৷ তাঁরা অনেকে ভয়ে, কেউ কেউ বেটার প্রসপেক্টের জন্য ভারত ত্যাগ করে , কেউ কেউ বিনিময় করে নিজের ভিটেমাটি ত্যগ করেছেন ৷ অজানা ভয়ও নিশ্চয়ই ছিলো ৷ আমি বেশ কয়েকজন এমন মানুষকে চিনি ৷ যেমন এক অধুনা মার্কিণ প্রবাসী একজন কেমিক্যাল এঞ্জিনিয়ার কলকাতাতেই জন্ম, লেখাপড়াও কলকাতায়, এঞ্জিনিয়ারিং পাশ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে , বন্ধু বান্ধব প্রথম প্রেম, সবই কলকাতায় , হঠাৎ করে কী খেয়ালে দেশান্তরী হয়ে বাংলাদেশের নাগরিক হলেন ৷ কিন্তু হেঁদুদের মধ্যে যেমন ঘটি-বাঙাল আছে, তেমনই মুসলমানদের মধ্যেও ঘটি-বাঙাল আছে ৷ সঙ্গে আছে আলাদা কালচার ৷ তাঁদের সব সময়েই বাংলাদেশে খোঁটা খেতে হতো যে তাঁরা নামেই মুসলমান, আদব কায়দা, খাওয়া দাওয়া সবই ভারতের হেঁদুদের মতন ! একটু যেন বিচ্ছিনতা ও সন্দেহর শিকার ভাবতে লাগলেন নিজেকে ৷ যেহেতু এঞ্জিনিয়ারিং ডিগ্রিটা ছিলো সপরিবারে পারি দিয়েছিলেন মার্কিণ মুলুকে ৷ এখন সেখানকারই নাগরিকত্ব নিয়ে আছেন ৷ বেশ কয়েকটা বই লিখেছেন , ভারতা-বাংলাদেশ দু দেশেই প্রকাশিতও প্রশংসিত হয়েছে ৷ এখন ভারতের ভিটেমাটির জন্য প্রাণ কাঁদলেও ভারতে ফেরার নাকি কোন উপায় নেই ! কারন একবার পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে ফেললে ভারত সরকার নাকি তাকে আর সহজে ফেরত নাতে চায়না ৷ ছেলেমেয়েরা পুরোদস্তুর মার্কিণি হয়ে গেলেও এই জীবন সায়াহ্নে এসে তাঁর আছে শুধুই কান্না ৷ লকডাউনের আগে পর্যন্ত প্রতি বছরেই টুরিস্ট ভিসা নিয়ে ভারপ-বাংলাদেশ-ভারত হয়ে ফের মার্কিণ মুলুকে ফিরতেন তিনি ৷ সঙ্গে থাকতো বুকের মধ্যে নিঃশব্দ কান্না ৷ এর ব্যথা বুঞবে একমাত্র তারাই যাদের বাস্তুচ্যুত হতে হয়েছে কোন না কোন কারনে ৷ সেই ভদ্রলোকের কাকা-জেঠারা এখনও কলকাতঅর গড়িয়া অঞ্চলে তাঁদের পৈতৃক ভিটেমাটিতেই আছেন ৷ মাঝখান থেকে তাঁরাহয়ে গেলেন শিকড়হীন ৷ এর ব্যথা বোঝা কঠিন ৷
শুধু শ্রিয়া ঘোষাল নই এই বিক্রমপুরে ভারতের ১ শ্রনির গায়ক অনোক আছে যাদের নাম লিখে শেষ করা যাবেনা কযেক জনের নাম লিখলাম রচনা ব্যানারজি শিকড় সংগীত শিল্পী প্রতিমা বন্ধপাধ্যয় জন্ম ও কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম এই জেলায়।
y- Bee এর চমৎকার চমৎকার ভিডিও, তবে শ্রেয়া ঘোষাল যদি বাংলাদেশে জন্ম গ্রহণ করলে কোনো দিন এত বড় নাম করা সেলিব্রিটি হতে পারতনা।হতে গেলে এ দেশের কোনো মহল কৌশল হতে দিতনা।❤❤❤❤❤❤❤❤❤❤❤
বাংলাদেশের এই সব এলাকা একসময় সম্পূর্ন ভাবে হিন্দু অধ্যুষিত ছিল। তাদের ছেড়ে যাওয়া ঘরবাড়ি জমি জমা মুসলিম রা ভোগ করছে আবার তাদেরকে মালাউন বলে গালি দিচ্ছে।
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী আজ থেকে শত বছর আগে বলেছিলেন যে, হিন্দুরা কাপুরুষ আর মুসলমানরা গুন্ডা। সব হিন্দু ও মুসলমান দের উদ্দেশ্যে হয়তো বলেন নি নিশ্চয়ই। দেশভাগের আগে বর্তমান বাংলাদেশের হিন্দু অধ্যুষিত অঞ্চলে বখাটে অল্প বয়সী মুষ্টিমেয় কিছু মুসলমান কিশোর ও তরুণ সেই সময় গ্রামে র পথে ঘাটে স্লোগান তুলতো, দুটো একটা হিন্দু ধরো সকাল বিকাল নাস্তা করো। এই স্লোগানে শান্তি পূর্ণ গাঁয়ের হিন্দু অধ্যুষিত জনপদ ভীত হয়ে পড়ে। কখন কি ঘটে এই ভেবে হিন্দু রা স্থান ত্যাগ করতে মনস্থির করে। যে সমস্ত বয়স্ক মুরুব্বি স্থানীয় মুসলমান ছিল, তাদের কাছে ভীতসন্ত্রস্ত হিন্দুরা পরামর্শ নিতে গেলে, মুসলমান সমাজপতি দের আশ্বাস শর্তেও হিন্দুরা দেশত্যাগ একপ্রকার নিরুপায় হয়ে করতে বাধ্য হন।
Vab khana emon ashman theke ei jayga jomi nami ancho... Jaoar somoy mati khude loia jaita,,,, ek jomi 10 jon er kache bikri kore pech lagiye gecho... Mara mari lagaicho..... Uchit kotha koile vdo tai r valo lagbo na
This is the rule. If you don't keep them under your feet and keep on crushing, then one has to suffer like this. Your being good is taken as cowardice. An empty-filled ballon will instantly come above the surface of water even after thousand years, the moment you relax the pressure.
Yes, the famous singing bird Shreya Ghoshal, grand father hails from village Hashara of Bikrampur, but it can be concluded that she could not become such famous a singerr if stayed here...
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে তার পূর্বপুরুষদের ভিটা সম্বন্ধে জানতে পারলাম,, যদিও বা বর্তমান সময়ে তার পূর্বপুরুষদের ভিটার কোন স্মৃতিচিহ্ন পাওয়া যায়নি, তবে এটা জানতে পেরে ভালো লাগলো যে তিনি এই বাংলাদেশেরই একজন।
Khub sundor.....amar purba purush gan Bikrampur ar Sondhardia gram e thakten...Pal bari...Vasmai Pal ar bari bolto sabai sunechi babar kache...1948 e baba 10 bachar bayas e dadu Lalmohan Pal ar hath dhare chale asen.... Samvab hale Sondhardia gram tir opor akta video karen dada!
We were from Munshigunge. Close to Gajaria Fuldi was our village. We left Fuldi in 1962 for Calcutta. Then Munshigunge was a subdivision under Dhaka district. Gentleman your video is nice and informative. Here I would like to add sum things, that is the title Ghoshal is from brahmin community. That means the Ghoshals are from higher caste. Thanks for your video. We enjoyed it. B. PAUL FROM CALCUTTA, INDIA.
শুধু শ্রেয়া ঘোষাল নয়, সত্যজিৎ রায়, সুচিত্রা সেন সঙ্গীত শিল্পী গীতা দত্ত, এমন অসংখ্য বিশ্ব বিখ্যাত বাঙালি ব্যাক্তত্বের নাম বলা যায় যাদের শিকর বর্তমান বাংলাদেশে। কিন্তু তাদের ঠিকানা ভারত না হয়ে বাংলাদেশ হতে পারতো। কেন হলো না সেটা, ভেবে দেখবো কি!!!!
শুনে ভালো লাগলো শ্রেয়া ঘোষালের আধি নিবাস বাংলাদেশে। তবে যাওয়ায় খুশি হয়েছি। যদি না যেতো হয়তো আজকে শ্রেয়া ঘোষাল হতে পারতো না। অন্ধের দেশে আয়না বিক্রি। শ্রেয়া ঘোষাল শুধু ভারতের নয় উপমহাদেশের উজ্জ্বল নক্ষত্র। আমেরিকার মতো দেশ শ্রেয়া ঘোষাল দিবস পালন করে। ভারতের কলকাতার সিংহভাগ মানুষ বাংলাদেশে আধিনিবাস। কিন্তু পর্যায়ক্রমে যেতে বাধ্য হয়েছিলো। কিন্তু আজ তারা বিশ্বের উজ্জ্বল তারা। জয়া বচ্চন, সাবিত্রী চট্টোপদ্যায়, সুচিত্রা সেন, মিটুন চক্রবর্তী আরোও অনেকেই
Thank you for your sentimental journey. Can you show Tripura, Comilla Naib House, Dasguptas.. Near Chowmuhani. Last lived Binode Dasgupta and Abani Dasgupta etc, sons Mukul & Chandan .
শ্রেয়া ঘোষালের বাবার জন্ম ও ভারতে। শ্রেয়া জন্মেছেন12.03.1984.বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিম বঙ্গে। তাই শ্রেয়া ঘোষালের শিকড় বাংলাদেশে বলাটা কতোটা যুক্তিযুক্ত জানিনা।
Amader bari o bikrampur hasara gram amader shome der bari .jodi ektu dekhan khub ananda hobe amar purbo purusher jaiga ta ektu dekhte pabo .amar pisi sri prativa shome pore basu hon budhodev basu ke biyer por. Eta ekta request korlam aponake.
বিক্রমপুরের মানুষ শিক্ষা, সংস্কৃতির দিক থেকে অনেক এগিয়ে, তাদের ইতিহ্য 🇮🇳
আমি সৌভাগ্যবানদের একজন; সেখানে বড় হয়েছি।
Thanks
Thik bolesen Tahsan khan ow Bikrampur er 😊
এটা মুঘলদের জন্য হয়েছিল
Singer Ferdous Wahid , Habib also from Dakkhin paiksha , sreenagar , Munshigong !
দেশভাগ বাঙালির জীবনে নিয়ে এসেছে অন্ধকার,সৃষ্টি হয়েছে বিভেদ।
আপনার কথার সাথে সহমত। তবে তখন দেশভাগ এতোটা জরুরি হয়েছিল যে, তখন দেশ ভাগ না করলে হিন্দু - মুসলিম দাঙ্গা এখনো চলতো এবং হাজার হাজার মানুষ এখনো মারা যেত। বিশৃঙ্খলা লেগেই থাকতো।
বুকের ভেতর হূ করে ওঠে।
Desh bhag amader jibaner ek bada biparjay jeta amra jibane konodin bholar noe
Bharat bibhajan ek bada conspiracy chilo jeta amra ajo bhulini
নাহলে আরও অনেকেই টুপি পড়ে দাঁড়ি রেখে নামাজ পড়তো।
আমাদের বাড়ি এখানে। বাংলার প্রদীপ আলোর জোসনা ঝড়াচ্ছে ভারতে। তবু্ও গর্ব আমাদের। 🌹♥️🇧🇩
তোরা মুসলমানরা তোদের ওই ভাষাণীকে জিজ্ঞেস কর, শরাবুদ্দিকে জিজ্ঞেস কর, শুধু মুসলমান হওয়ার জন্য জিন্নাহর কথায় ভারত ভাগ কে সমর্থন করেছিল , আজ তোরাও ভারতের অংশ হতে পারতি। গর্ব করে বলতে পারতি তোরা ভারতীয়,শ্রেয়া ঘোষাল তোদের অংশ হত। কিন্তু আজ ,শ্রেয়া ঘোষাল তার একটাই পরিচয় ভারতীয় ভারতীয় ভারতীয় 😂😂😂😂😂😂
এই গ্রামটি দেখার অপেক্ষায় অনেক বছর ধরে অপেক্ষায় ছিলাম কারণ আমার ঠাকুরদাদা ছিলেন হাসাড়া স্কুলে শিক্ষকতা করতেন ,ওনার নাম শ্রী অমৃতলাল চ্যাটার্জী উনি কবিরাজী চিকিৎসাও করতেন আমার বাবা ওই স্কুলে পড়াশোনা করতেন,কিন্তু দেশভাগের পর ভারতে চলে আসেন ,এই কারণেই এই গ্রামটি একবার নিজের চোখে দেখার খুবই ইচ্ছে ছিল তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ,খুব ভালো হতো যদি ঐ স্কুলটা একবার দেখতে পেতাম ।
ঘুরে যান একবার। স্বাগতম 💚❤💚
খুব শীঘ্রই যাবো আবার!
আমার বাড়ি হাসারায় আপনি কোলকাতা কোথায় থাকেন
উপস্থাপকের উপস্থাপনা অসাধারণ।সেই বিখ্যাত শিল্পীর পৈত্রিক ভিটা হয়ত স্বচক্ষে কখনোই দেখার সৌভাগ্য হবেনা,অশেষ ধন্যবাদ আপনাকে।শ্রেয়া ঘোষাল কখনো ই আজকের অবস্থানে যেতে পারতো না যদি বাংলাদেশে থাকতো। অনেক অনেক শুভকামনা শিল্পীর জন্য।গর্বে বুক ভরে যায় এই পৃথিবী বিখ্যাত শিল্পীর শেকড় বাংলাদেশে।❤
খুব সুন্দর উপস্থাপনা , আমাদের পূর্ব পুরুষের শিকড় ও বাংলাদেশ এ
শুভেচ্ছা রইলো কলকাতা থেকে
Write your self . I will try to make another video .
ঘুরে যান একবার। স্বাগতম 💚❤💚
হিন্দু দের অবস্থা কেমন সবাই জানে
আরে ভারতের অনেক বিশিষ্টজন,গায়ক, গাইকা বিভিন্ন দেশের, বাংলাদেশ,নেপাল, শ্রীলঙ্কা,পাকিস্তান,আফগানিস্তান
আমাদের পূর্বপুরুষের বাড়ি ছিলো ঢাকা বিক্রমপুর জেলার হাসাড়া গ্রামে, আমার দাদু শিক্ষক ইন্দ্রমোহন ঘোষ ছিলেন হাসাড়া স্কুলের শিক্ষক
আবার যাবো হাঁসাড়া। তখন ছোট করে স্কুলের একটা ভিডিও করবো দাদা।
আসেন না বেরিয়ে যান
বিক্রমপুর বর্তমানে মুন্সিগঞ্জ নামে পরিচিত
@@ybeevlogasen,,,amar barite nimontron roilo,,, khub khusi hobo
Dada asen Bangladesh ekbar dekhe Jan
ভালো করছিল ভাই শ্রেয়া ম্যাম এর দাদা চলে গেছিল।
ভারতে যেভাবে সংগীতকে গুরুত্ব দেওয়া হয়
সংগীত শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়।
সেটা না আমাদের বাংলাদেশে হয় না।
এখানে বেসিক গান টুকু শিখতে গেলেও মানুষ মজা উড়ায়, আবার অনেক সময় তো গুরু খুঁজে পাওয়াই মুশকিল।
গান ভালোবাসি, শ্রেয়া লতা জী-র পরে ম্যাম আর কে মানি।
খুব ইচ্ছা গান শিখবো, গান গাইবো
কিন্তু বিশ্বাস করেন ভাই একটুও সুযোগ নেই।
এটা বলাই যাবে না,, এমন একটা অবস্থা।
শ্রেয়া ছিন্ন মানবী।
বড় কষ্ট ভিটের টান।
আমি কয়েকবার গিয়েছিলাম হাসাড়া, আগে জানলে দেখে আসতাম বাড়িটি । ১২ বৎসর শ্রীনগর কলেজে চাকুরি করেছি।
আমার জন্ম ভারতে, কিন্তু পিতৃপুরুষের বাড়ি ছিল ঢাকা বিক্রয়পুরে চৌঘোরিয়া। দেশ কোন দিন দেখিনি, আপনার দৌলতে জায়গায়টা ছবি দেখতে পেলাম।
চৌঘোরিয়া কোন থানায়? জানেন নাকি দাদা?
@@ybeevlog না কারণ ১৯৪৭ সালের পর বাবা কাকা কেউই বাংলাদেশে যায় নি, শুধু শুনে ছিলাম আমাদের পিতৃপুরুষের গ্ৰামকে পান্না চৌঘোরিয়া বলতো।
একদিন চলে আসেন বাংলাদেশে আমরা অথীতী আপ্যায়ন করতে জানি
@@rsrazuentertainment5192 আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।হ্যাঁ এটা ও জানি বাংলাদেশের মানুষরা এখন ও পর কে আপন করে নিতে জানেন।
@@pijuskantipaul4851 কাছের মানুষকে আপন (পাশের বাড়ি পাড়া পতিবেশী বিশেষ করে হিন্দুদের ) মানুষকে ঘার ধাক্কা দিয়ে দেশ থেকে খেদাইতে বিবেকে বাধে না।তখন ধর্ম টাই প্রধান বিবেচনার বিষয় হয়ে যায়।
দুইটা দেশ এত কাছাকাছি,কিন্তূ কত দূরে সবাই !!
সকলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল পুরান ঢাকা থেকে 💚❤💚
সব convert মুসলিম
Ei সত্য টা মানতে ছাই না কেনো
@@user-nu7dr5ee6w আরে না ভাই আসল কারণ মগজ-ধোলাই !! আর মগজ-ধোলাই টা ওপারে মনেহয় একটু বেশিই হয়
দেশ ভাগের কোন প্রয়োজন ছিল কি?
@@hasanfoyejul5500 চিকিৎসার জন্য ভারতে আসলে ভিসা করতে হয়,ছোট দেশ বিনিয়োগ কম হয় বিভিন্ন ধরনের মাটির ফসল ও খনিজ সম্পদ থেকে অধিকার হারায়। ভারত এখন ৩নং গ্ৰোথ কান্ট্রি, তাছাড়া কাজের সুযোগ বেশি এখানে শিক্ষা বিঞ্জান চিকিৎসা সব এখন উন্নতির শিখরে অখন্ড ভারত হলে আমরা যারা সাধারণ জনগণ তাদের বেশি লাভ,আর দেশ ভাগ হলে নেতাদের বেশি ফায়দা বেশি সংখ্যক মন্ত্রী হতে পারবে। তোদের মতো মাথা মোটা দের বোঝানো কঠিন।
খুব সুন্দর উপস্থাপনা- আন্তরিক ধন্যবাদ- খুব ভালো থাকবেন।
Love
বিক্রমপুরের মানুষ শিক্ষা দীক্ষায় সংস্কৃতি অনেক অনেক সুন্দর অগ্রগতি সম্পন্ন।
আমরা সবাই ভারতীয় কিন্তু দেশ ভাগ হবার পর আমরা এইদেশে চলে আসি,ভারতের কেউ আসলে আমার বাবা,কাকারা নিজের আপন জন মনে করে তাদের ভালোবাসে। যদি বলি আমরা গেলেও ওরা ভালোবাসে কিন্তু ভালোবাসার কোন তুলনায় হয় না তাই কে বেশি কে কম নিরুপন করা যায় না।
বাংলাদেশের মধ্যে একটাই জেলা বিক্রমপুর সংস্কৃতি এবং ব্যবসাতে অনেক এগিয়ে
Thank you very much for visiting this village . Dhaka Bikrampur village was also the birth place of my father. Understand that due to unrest, my grand father left this place during 1949. My father was very sorry to give up all their properties there . For years together my father was uttering about his birth and never forget his village. Once again thanks from Kolkata.
My mother was from Dhaka, Bikrompur. We migrated to lndia in 1947 during partision. My father was from Kholishakota, Borishal but he did his Matriculation from Baoshi, Mymensing as my Grandfather was working over there. But l was born and brought up in Kolkata , lndia.
श्रेया घोषाल - चन्दमुखी लता।
Beauty of BENGOL.
Great Love and Respect from
RAJASTHAN
আসসালামুয়ালাইকুম কেমন আছেন? আমি ঢাকা মোহাম্মদপুর থেকে দেখছি। অনেক আনন্দিত হলাম এবং জেনে ভালো লাগলো শ্রেয়া ঘোষাল বাংলাদেশের মুন্সিগঞ্জের হাসাড়া গ্রামে।
শ্রেয়া ঘোষালের বাবা নিউক্লিয়ার সায়েন্টিস্ট 🇮🇳
হুম!
ভালো লাগলো ভিডিও টা দেখে অনেক কিছু জানতে পারলাম।
Khub Valo laglo!
She is one of my favourite singer !! All the best.
Nice alles 😊 thanks dada🙏
আমাদের বাড়ি লক্ষ্মীবিলাস, হাসাড়া র পাশের গ্রাম।
Khub bhalo laaglo apnar ei protibedan dekhe . Amader family o Shreya Ghoshal er story er moto. The only difference is amader family zamandar chhilo na !
Bangladesh jete ichhe hoy. Amader bhita maati ektu dekhte ichha hoy.
আমার দেশের বাড়ী বাড়ৈখালী, শ্রীনগর, মুন্সীগঞ্জ, এর ঠিক পাশের গ্রাম হাসাড়া!
দেশভাগ নাহলে শ্রেয়া ঘোসাল আমাদের বাংলাদেশের নাগরিক হতো ঠিক। কিন্তু আমরা প্রতিভাবান শিল্পী শ্রেয়া ঘোসালকে পেতামনা
Thik bolesen
দেশভাগ না হলে শ্রেয়া ঘোষাল বাংলাদেশের নাগরিক হতো না, তুমি ভাই ভারতের নাগরিক হতে। তোমার মত সমস্ত বাংলাদেশের ভাই বোনেরা ভারতীয় নাগরিক হত
খালি শেয়া ঘোষাল কেন অনেক মহা পুরুষ। বাংলাদেশ থেকে চলে এসেছে।আজ সবাই যদি ওই মহা পুরুষ রা যদি থাকতো।
@@Avijit179
বাংলা ভাগ
তোদের ওখানে থাকলে শ্রেয়া আজ শ্রেয়া ঘোষাল হতো না ۔۔۔
শ্রেয়া ঘোষালের পরিবার ভারতের নাগরিক তাই এতো সুন্দর গান গাইতে পারছে।
জ্বি
আমি দয়াপুর গ্রাম থেকে বলছি আমাদের বাড়ি বাংলাদেশ মুন্সিগঞ্জ ছিল বর্তমানে আমরা সুন্দরবন দয়া পুরি বাস করছি।
আল্লাহ আপনার কল্যাণ করুক।
মুন্সিগঞ্জের কোথায়?
ভারতের অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির ঠাকুর দাদারা ছিল বিক্রম পুরের জমিদার। মামার বাড়ি ঢাকার নারায়ণ গজ্ঞের রায়পুরা তে । আমি তার মামাতো বোন আমাদের বাবা ও মা ছাড়া আমরা কলকাতায় জন্ম গ্রহণ করেছি। কিন্ত বাংলাদেশের প্রতি একটা নারীর টান ভীষণ অনুভব করি , যেতে খুবই ইচ্ছা করে ।
@@madhuchhandachatterjee8661 দিদি চলে আসেন। আমরা আছি। ঘুরে ফিরে সব দেখবেন। যতদিন ইচ্ছে ততদিন থাকবেন।
আমি বিশেষ করে আপনার বোন মৌসুমি চ্যাটার্জির ভিষণ ভক্ত। যদি উনাকে একবার দেখতে পেতাম অবশ্যই খুবই আনন্দে সময় কাটাতে পারতাম কিছুক্ষণ।
@@madhuchhandachatterjee8661 কলকাতা যখনই যাবো তখনই আপনার সাথে দেখা করার চেষ্টা করবো।
কিন্তু কিভাবে যে আপনার ঠিকানা পাই?
আদিতখেত্যা না করে যে হিন্দুরা বাংলাদেশে আছে তাদের কে স্বাধীন বাঁচতে দিন ,অনেক শ্রেয়া ঘোষাল পাবেন .
হিন্দুদের স্বাধীনভাবে বাঁচতে কে নিষেধ করছে ওই ভারতে বসে আপনারা মনে করছেন যে হিন্দুরা না জানি কত কষ্টে আছে কিন্তু বাস্তবতা এটাই হিন্দুরা বাংলাদেশে অনেক গুণ ভালো আছে এবং কি ভারতের চেয়েও বাংলাদেশে হিন্দুরা ভালো আছে মুসলমানরা তাদের সাথে খুব ভালো ব্যবহার করে বরং ভারতের মুসলমানরাই ভালো নেই কারণ তাদেরকে অনেক অত্যাচার করা হয় নির্যাতন করা হয় মারধর করা হয় এবং জ্বালাও পোড়াও করে যেভাবে অত্যাচার করে মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায় ভারতের তাই করা হচ্ছে মুসলমানদের সাথে অন্যায় করা হচ্ছে
হিন্দুরা বাংলাদেশের ভালোভাবেই আছে তোমরা কলকাতা থেকে আঙ্গুল দিয়ে লারা দিয়ে সব নষ্ট করো
ঠিক যেমন ভারতের হিন্দুরা ভারতের মুসলিমদের কে ভালো রাখছে তেমন না
😂
ফালতু আমার Shreya Di যোগ্য হতে পারবে যোগ্য কি পায়ের সমান হতে পারবা না বুঝলে 😠😏😡🤬😾😁😤
Very happy to hear that a famous singer of India Syera Gosal belongs to Bangladesh.
We are proud that such singers grandparents shelter was in our motherland Bangladesh.
বিক্রমপুর রাজা বিক্রমাদিত্যর রাজত্ব ছিল বিক্রমপুরের মানুষ খুবই বড় মনের, অনেক হিন্দু পরিবার তাদের ভিটেবাড়ি রেখে চলে গেছেন
Melody queen Shreya Ghoshal is the pride of all Bangalese although their family shifted from Bangladesh. Hasara is very near to Dhaka. Hearing this their forefathers were living there once, so to say astonished and proud. Actually division of Bangalese had set a deep wound among the Bengali speakers for an eternity. Hope her intese advancement to the music world. ❤️💚🌹🌺
আমার বাবা ১৯৩১ সনে হাসারা উচ্চ বিদ্যালয় হতে মেট্রিক পাস করেছিলেন। আমাদের গ্রামের নাম দয়হাটা মজিদপুর, চৌধুরী বাড়ি। পর দাদার নাম মজিদ হোসেন চৌধুরী, তার নামেই দয়হাটার সাথে মজিদপুর রাখা হয়েছিল বলে শুনেছি।
last er kothata khub bhalo laglo
বাংলা দেশের এই ভিডিও গুলো দারুণ ।অভিনয় ও ভালো।একবার ভাবুন তার বাবার জন্ম পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদে।অথচ মেয়ে শ্রেয়া তার পৈতৃক ভিটা দেখতে বাংলাদেশ চলে গেল? গেল যে তার গল্প শোনা গেল , কিন্তু এই মোবাইল যুগেও তার একটা ছবি নেই?
আপনি কি জানেন শ্রেয়া ঘোষাল এর দাদার বাড়ি বিক্রমপুরে ???
‘ছোটবেলা থেকে শুনে এসেছি, দাদুর বাড়ি ছিল বাংলাদেশে। কিন্তু কোনো দিন দেখিনি। এবার বাংলাদেশে এসে দুটি কনসার্টের ফাঁকে একটু সময় পেলাম। তাই দাদার বাড়ি দেখার সুযোগটা আর হাতছাড়া করিনি। বাবাকে নিয়ে সকালেই চলে গেলাম বিক্রমপুরের হাসাড়া গ্রামে। এখানেই আছে আমার শেকড়, আমার পূর্বপুরুষদের স্মৃতি।’ বললেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। গত শুক্রবার সকালে বাবা বিশ্বজিৎ ঘোষালকে নিয়ে বিক্রমপুর থেকে ঘুরে এলেন তিনি। বিকেলে গুলশান ক্লাবে কথা হলো তাঁর সঙ্গে।
শ্রেয়া আরও বললেন, ‘আমার দাদু সুধীরচন্দ্র ঘোষাল ১৯৪৭ সালের দেশ ভাগের আগেই কলকাতা চলে যান। বাবার জন্ম সেখানেই, তবে বিক্রমপুরে এখনো আমাদের অনেক আত্মীয়স্বজন আছেন। বাবা কিন্তু তাঁর আত্মীয়দের বাড়িতে এর আগেও বেড়াতে এসেছেন। আমি এবারই প্রথম এলাম।’
বিক্রমপুর ঘুরে আসার অনুভূতি জানাতে গিয়ে তিনি বললেন, ‘এখন তো সেখানে আমাদের খুব কাছের কেউ নেই। শুধু স্মৃতিটুকুই সম্বল। চারদিকের সবুজ দেখে আর মানুষের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। ডাবের জল খেয়েছি। দারুণ মিষ্টি! বাবা আমাদের পূর্বপুরুষের ভিটে দেখালেন। তেমন কিছুই নেই। কিন্তু তার পরও বেশ অনুভব করতে পারছিলাম। আমার জন্ম তো এখানেও হতে পারত।’
জানালার বাইরে কিছুক্ষণ চেয়ে থাকলেন। চোখ ফিরিয়ে তিনি বললেন, ‘শেকড়ের টান বড় অদ্ভুত। এ কারণেই হয়তো বাংলাদেশের শ্রোতাদের সামনে গান গাইতে খুব ভালো লাগছে।’
এরপর কেনাকাটা করতে বেরিয়ে যান শ্রেয়া। সন্ধ্যায় ফিরে এসে যোগ দেন গুলশান ক্লাবে আয়োজিত কনসার্টে। গতকাল শনিবার সকালে মুম্বাই ফিরে যান তিনি।
নাড়ির টান বা শেকরের টান একেই বলে।।।
প্রদ্যোত বৈরাগীবাবু , এসব জায়গায় এসে এমন নেগেটিভ মন্তব্য কেন করেন ?! আপনার পূর্বপুরুষেরাও মনেহয় উদ্বাস্তু হয়ে ভারতে এসেছিলেন ৷ জেনে রাখুন দেশভাগ শুধু ভারতবর্ষেই হয়নি, পৃথিবীর অনেক অনেক দেশে হয়েছে ৷ সর্বত্র একই রকম করুণ কাহিনী ! যাদের বাস্তুচ্যুত হতে হয়েছে তারাই জানে এর ব্যথা ৷ পৃথিবীর সমস্ত জাতি ধর্মের বাস্তুহারা মানুষের কষ্ট একই রকম ৷ ভারতের পশ্চিমবঙ্গের অনেক মুসলমানের কাহিনীও একই রকম করুন ৷ তাঁরা অনেকে ভয়ে, কেউ কেউ বেটার প্রসপেক্টের জন্য ভারত ত্যাগ করে , কেউ কেউ বিনিময় করে নিজের ভিটেমাটি ত্যগ করেছেন ৷ অজানা ভয়ও নিশ্চয়ই ছিলো ৷ আমি বেশ কয়েকজন এমন মানুষকে চিনি ৷ যেমন এক অধুনা মার্কিণ প্রবাসী একজন কেমিক্যাল এঞ্জিনিয়ার কলকাতাতেই জন্ম, লেখাপড়াও কলকাতায়, এঞ্জিনিয়ারিং পাশ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে , বন্ধু বান্ধব প্রথম প্রেম, সবই কলকাতায় , হঠাৎ করে কী খেয়ালে দেশান্তরী হয়ে বাংলাদেশের নাগরিক হলেন ৷ কিন্তু হেঁদুদের মধ্যে যেমন ঘটি-বাঙাল আছে, তেমনই মুসলমানদের মধ্যেও ঘটি-বাঙাল আছে ৷ সঙ্গে আছে আলাদা কালচার ৷ তাঁদের সব সময়েই বাংলাদেশে খোঁটা খেতে হতো যে তাঁরা নামেই মুসলমান, আদব কায়দা, খাওয়া দাওয়া সবই ভারতের হেঁদুদের মতন ! একটু যেন বিচ্ছিনতা ও সন্দেহর শিকার ভাবতে লাগলেন নিজেকে ৷ যেহেতু এঞ্জিনিয়ারিং ডিগ্রিটা ছিলো সপরিবারে পারি দিয়েছিলেন মার্কিণ মুলুকে ৷ এখন সেখানকারই নাগরিকত্ব নিয়ে আছেন ৷ বেশ কয়েকটা বই লিখেছেন , ভারতা-বাংলাদেশ দু দেশেই প্রকাশিতও প্রশংসিত হয়েছে ৷ এখন ভারতের ভিটেমাটির জন্য প্রাণ কাঁদলেও ভারতে ফেরার নাকি কোন উপায় নেই ! কারন একবার পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে ফেললে ভারত সরকার নাকি তাকে আর সহজে ফেরত নাতে চায়না ৷ ছেলেমেয়েরা পুরোদস্তুর মার্কিণি হয়ে গেলেও এই জীবন সায়াহ্নে এসে তাঁর আছে শুধুই কান্না ৷ লকডাউনের আগে পর্যন্ত প্রতি বছরেই টুরিস্ট ভিসা নিয়ে ভারপ-বাংলাদেশ-ভারত হয়ে ফের মার্কিণ মুলুকে ফিরতেন তিনি ৷ সঙ্গে থাকতো বুকের মধ্যে নিঃশব্দ কান্না ৷ এর ব্যথা বুঞবে একমাত্র তারাই যাদের বাস্তুচ্যুত হতে হয়েছে কোন না কোন কারনে ৷ সেই ভদ্রলোকের কাকা-জেঠারা এখনও কলকাতঅর গড়িয়া অঞ্চলে তাঁদের পৈতৃক ভিটেমাটিতেই আছেন ৷ মাঝখান থেকে তাঁরাহয়ে গেলেন শিকড়হীন ৷ এর ব্যথা বোঝা কঠিন ৷
শুধু শ্রিয়া ঘোষাল নই এই বিক্রমপুরে ভারতের ১ শ্রনির গায়ক অনোক আছে যাদের নাম লিখে শেষ করা যাবেনা কযেক জনের নাম লিখলাম রচনা ব্যানারজি শিকড় সংগীত শিল্পী প্রতিমা বন্ধপাধ্যয় জন্ম ও কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম এই জেলায়।
ভালোবাসা! ওনাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিন. . .আরো ভিডিও করতে চাই।
আপনি বাঙালি, তাহলে বাংলায় লিখতে এতো বানান ভুল?শ্রিয়া নয় শ্রেয়া,শ্রনির নয় শ্রেনীর,ব্যানার্জি নয় ব্যানার্জী,বন্ধপাধ্যয় নয় বন্দ্যোপাধ্যায় হবে।
আমাদের বিখ্যাত ধ্রুপদী গায়ক পন্ডিত অজয় চক্রবর্তী এবং তার শিষ্য বিখ্যাত গায়ক অরিজিৎ সিং তাদের শিকড়ও ঢাকা বিক্রমপুর থেকে।
y- Bee এর চমৎকার চমৎকার ভিডিও, তবে শ্রেয়া ঘোষাল যদি বাংলাদেশে জন্ম গ্রহণ করলে কোনো দিন এত বড় নাম করা সেলিব্রিটি হতে পারতনা।হতে গেলে এ দেশের কোনো মহল কৌশল হতে দিতনা।❤❤❤❤❤❤❤❤❤❤❤
একদম ঠিক👍এদেশের নিচু মানসিকতার লোক সেটা হতে দিতো না শুধু হিন্দু বলে।ভাগ্যিস শ্রেয়া ঘোষাল ভারতীয় হয়ে জন্মেছিলেন।
SHREEA GOSHAL is a Best & Beauty singer in the World.
খুব ভালো উদ্যোগ। ধন্যবাদ।
Pray for me.
My mother was from Bikrampur Munshigaunge..
Our queen shreya ghoshal 🥰❤️
আমর বাপ দাদাদের ও বাড়ি ছিল মুন্সিগঞ্জ ধন্যবাদ
Where
Wow! The great name of Bikrampur ! I’m very lucky on my name is “Bikram “ with lovely village of Hashara and wonderful environment in the village. ❤️
বিক্রমপুর ষোল ঘর হাসার নামে একটি গ্রাম ছিল ।
Ekhono ase
বাংলাদেশের এই সব এলাকা একসময় সম্পূর্ন ভাবে হিন্দু অধ্যুষিত ছিল। তাদের ছেড়ে যাওয়া ঘরবাড়ি জমি জমা মুসলিম রা ভোগ করছে আবার তাদেরকে মালাউন বলে গালি দিচ্ছে।
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী আজ থেকে শত বছর আগে বলেছিলেন যে, হিন্দুরা কাপুরুষ আর মুসলমানরা গুন্ডা। সব হিন্দু ও মুসলমান দের উদ্দেশ্যে হয়তো বলেন নি নিশ্চয়ই। দেশভাগের আগে বর্তমান বাংলাদেশের হিন্দু অধ্যুষিত অঞ্চলে বখাটে অল্প বয়সী মুষ্টিমেয় কিছু মুসলমান কিশোর ও তরুণ সেই সময় গ্রামে র পথে ঘাটে স্লোগান তুলতো, দুটো একটা হিন্দু ধরো সকাল বিকাল নাস্তা করো। এই স্লোগানে শান্তি পূর্ণ গাঁয়ের হিন্দু অধ্যুষিত জনপদ ভীত হয়ে পড়ে। কখন কি ঘটে এই ভেবে হিন্দু রা স্থান ত্যাগ করতে মনস্থির করে। যে সমস্ত বয়স্ক মুরুব্বি স্থানীয় মুসলমান ছিল, তাদের কাছে ভীতসন্ত্রস্ত হিন্দুরা পরামর্শ নিতে গেলে, মুসলমান সমাজপতি দের আশ্বাস শর্তেও হিন্দুরা দেশত্যাগ একপ্রকার নিরুপায় হয়ে করতে বাধ্য হন।
Vab khana emon ashman theke ei jayga jomi nami ancho... Jaoar somoy mati khude loia jaita,,,, ek jomi 10 jon er kache bikri kore pech lagiye gecho... Mara mari lagaicho..... Uchit kotha koile vdo tai r valo lagbo na
কেউ তো অন্যায় ভাবে ভোগ করছে না।
This is the rule. If you don't keep them under your feet and keep on crushing, then one has to suffer like this. Your being good is taken as cowardice. An empty-filled ballon will instantly come above the surface of water even after thousand years, the moment you relax the pressure.
না ভাই আমরা ভালো হিন্দুদের কোন সময় মালাউন বলি না।
Yes, the famous singing bird Shreya Ghoshal, grand father hails from village Hashara of Bikrampur, but it can be concluded that she could not become such famous a singerr if stayed here...
জ্বি
উপমহাদেশের বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের পৈত্রিক বাড়ি এই গ্রামে।
(Only Our SGians Queenie 👑❤️♥️🌈) Only My Shreya Dibhai ♥️♥️♥️❤️❤️🌍👑😌✨😘😘😘💝💝🌈
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে তার পূর্বপুরুষদের ভিটা সম্বন্ধে জানতে পারলাম,, যদিও বা বর্তমান সময়ে তার পূর্বপুরুষদের ভিটার কোন স্মৃতিচিহ্ন পাওয়া যায়নি, তবে এটা জানতে পেরে ভালো লাগলো যে তিনি এই বাংলাদেশেরই একজন।
Very beautiful place❤❤
Khub sundor.....amar purba purush gan Bikrampur ar Sondhardia gram e thakten...Pal bari...Vasmai Pal ar bari bolto sabai sunechi babar kache...1948 e baba 10 bachar bayas e dadu Lalmohan Pal ar hath dhare chale asen....
Samvab hale Sondhardia gram tir opor akta video karen dada!
আপনাদের গ্রামটি আমি চিনি। ছোট সময়ে অনেক বার গিয়েছি। চেষ্টা করবো ইনশাল্লাহ!
I am nepal dhar my maternal shom family from bazrjogini,munsiganj,dakha
We were from Munshigunge. Close to Gajaria Fuldi was our village. We left Fuldi in 1962 for Calcutta. Then Munshigunge was a subdivision under Dhaka district. Gentleman your video is nice and informative. Here I would like to add sum things, that is the title Ghoshal is from brahmin community. That means the Ghoshals are from higher caste. Thanks for your video. We enjoyed it. B. PAUL FROM CALCUTTA, INDIA.
welcome dear
এতো সুন্দর বাড়ি ঘর কিন্তু টাকার অভাবে রং করতে পারে না। হায় রে কপাল।
বাংলাদেশ স্বাধীনেরও অনেক আগে এই দেশে অনেক হিন্দু বসবাস করতো বর্তমান থেকে অনেক অনেক বেশি। অনেক থানা গ্রাম জেলা উপজেলা হিন্দুদের নামের সাথে মিলে।।
Sobi atit
হে আল্লাহ ! আপনি আমাকে এবং জীবিত ওমরা যারা দেশ তাগকরে চলে গেছে সকল মুমিন নর নারীকে কমা করে দেন
আজ ১৪বছর অভাবের কারণে জীবিকার তাগিদে দেশানতর হইলাম আছমতআলী অসটগাম কিশোরগঞ্জ সাউথ কোরিয়া থেকে দেখতাছি
কিশোরগঞ্জ কায়স্থ পল্লি বা কায়েত পাউলি নামে কোন গ্রাম জানেন ?
ওই মুমিন কাফেরই করে যান আপনারা
শেরিয়ে ঘোষাল, শুধু ভারতের গৌরব নয়, বাংলাদেশেরও গৌরব।
Vag😂😂😂
শুধু শ্রেয়া ঘোষাল নয়, সত্যজিৎ রায়, সুচিত্রা সেন সঙ্গীত শিল্পী গীতা দত্ত, এমন অসংখ্য বিশ্ব বিখ্যাত বাঙালি ব্যাক্তত্বের নাম বলা যায় যাদের শিকর বর্তমান বাংলাদেশে। কিন্তু তাদের ঠিকানা ভারত না হয়ে বাংলাদেশ হতে পারতো। কেন হলো না সেটা, ভেবে দেখবো কি!!!!
মিঠুন চক্রবতী
Amar favourite singer er bari amar elakay ami to jantami nah love u shreya ghosal 💕💕💕
Thank you dada for your initiative.
যাক আমার নানার বাড়ী হাসাঁরা এর কাছেই জেনে খুসি হলাম ধন্যবাদ।
ধন্যবাদ
Misti dokan Vadra loker number jadi janaten valo hoto,uni amar dada hon.Thank you.
দাদা, আমার কাছে নেই! আমি আবার গেলে আপনাকে নাম্বার এনে দিবো!
@@ybeevlog ok
Amader adipurursher bari chhilo Bangladesher Noakhalite.Ami konodin dekhini. Apnader madhyome Bangladesh ke pranam janai.
আজ আমরা কল্যাণ করুক
শ্রেয়া ঘোষাল এর কণ্ঠে শুধু মধু আছে বিশ্বের শ্রেষ্ঠ শিল্পি
উনি তো বিখ্যাত গায়িকা।। কত সাধারণ হিন্দু বাধ্য হয়েছেন সব ছেড়ে পালিয়ে আস্তে।। অনেকেই তাদের মধ্যে বিখ্যাত হয়েছেন পরে।
খুব ভাল উপস্থাপনা❤
দাদা, নিজে ক্যামেরা চালিয়ে কথা বলা মুশকিল! তারপরও চেষ্টা করে যাচ্ছি। আশীর্বাদ ও ভালোবাসায় রাখুন।
Amio bikrampur beltuli jurasar gramer adhibasi, jani na kothai, baba bolecholo
দেখে ভাল লাগলো!
Wonderful movie,The message in Bangla. Try to watch it....
Pls get more dada thank you so much
Murchidabad. Bahorompur. Gorabajar kaha hay?
Shreya ghoshal south indian ❤
Mithun Chacrabarty র বাড়ি বরিশাল বাকেরগঞ্জ পৈত্রিক ভিটার উওর একটা ভিডিও দেখার অনেক ইচ্ছা,ভাই,জদি সম্ভভ হয় করে দেখায়েন।ধন্যবাদ।
Khub khub valo laglo
শুনে ভালো লাগলো শ্রেয়া ঘোষালের আধি নিবাস বাংলাদেশে। তবে যাওয়ায় খুশি হয়েছি। যদি না যেতো হয়তো আজকে শ্রেয়া ঘোষাল হতে পারতো না। অন্ধের দেশে আয়না বিক্রি। শ্রেয়া ঘোষাল শুধু ভারতের নয় উপমহাদেশের উজ্জ্বল নক্ষত্র। আমেরিকার মতো দেশ শ্রেয়া ঘোষাল দিবস পালন করে। ভারতের কলকাতার সিংহভাগ মানুষ বাংলাদেশে আধিনিবাস। কিন্তু পর্যায়ক্রমে যেতে বাধ্য হয়েছিলো। কিন্তু আজ তারা বিশ্বের উজ্জ্বল তারা। জয়া বচ্চন, সাবিত্রী চট্টোপদ্যায়, সুচিত্রা সেন, মিটুন চক্রবর্তী আরোও অনেকেই
Thank you for your sentimental journey. Can you show Tripura, Comilla Naib House, Dasguptas..
Near Chowmuhani. Last lived Binode Dasgupta and Abani Dasgupta etc, sons Mukul & Chandan .
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
শ্রেয়া ঘোষালের জন্ম ভারতের বহরমপুর
Srinagar ami balo baba cnini.abong giachi. Madam you are bangali.From Bangladesh dhaka.
congratulations 💫✨🕊️💚🤍🖤❤️🍟🍔🥞🫖☕🍵🍉🐝🦋🪰🦚🌴🌳🌲🇧🇩🇧🇩🇧🇩☂️🌏
হাসান ভাই জিন্দাবাদ...
Khub sundar laglo !❤
ধন্যবাদ
শ্রেয়া ঘোষাল আজ আমাদের দেশের শিল্পি হতেন
Bangladeshe thakle kichui hote parto na
বাংলাদেশেও হাজার শ্রেয়া ঘোষাল আছে কিন্তু বাংলাদেশ দেশ ছোট তার জন্য নামটা কম
হিন্দু মুসলমান বা ধর্মের বিভেদ দূরে থাক
এক জীবন ভালোবাসুন ভালো থাকুন ❤
love
respect
Just subscribed! Excellent. Video .
দাদা, সাথে থাকুন আর ভালোবাসায় রাখুন।
শ্রেয়া ঘোষালের বাবার জন্ম ও ভারতে। শ্রেয়া জন্মেছেন12.03.1984.বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিম বঙ্গে। তাই শ্রেয়া ঘোষালের শিকড় বাংলাদেশে বলাটা কতোটা যুক্তিযুক্ত জানিনা।
দাদার জন্ম তো এ গ্রামে দাদা।
@@ybeevlog দাদা বলতে ঠাকুরদাদার কথা বলছেন? বলিহারি আপনার যুক্তি!
শ্রেয়া ঘোষালের শিকড় বাংলাদেশের বিক্রমপুরের হাসাড়া গ্রামে এই কথা বলা অবশ্যই যুক্তিসঙ্গত। কেননা তার দাদা ও পূর্বপুরুষ রা এই দেশের বাসিন্দা।
Sreya ghosal salin dress porbey please.sawmman barbey from Bangladesh.
যে বা যারা ৩ পুরুষ আগে অন্য দেশে চলে গেছে তা নিয়ে কান্নাকাটির কাম কি, !!!!!!!!!!!!!!!
Excellent
Please don't bring the curtain in between the hearts of Bengali.
We speak in the same language.
Be happy all. No caste,no religion 🎉🎉
আমার দাদির পৈতৃক ভিটা এই শ্রীনগের হাসাড়া গ্রামে ছোটবেলায় ঢাকার সাভারে চলে আসলেও প্রায়ই ষোলঘড় হাসাড়ার নাম বলতেন।
খুব ভালো লাগলো,,,😊
thanks
Daya kore barishal district er lakkhankathi gramer maha bishnu barir upor video korun.
পুরো ঠিকানা দিন।
Bappi lahirir gramta dekhaben please.dada..
দাদা, আশা করছি আগামী এক মাসের মধ্যে আপনাদের দেখাতে পারবো! তার আগে চেষ্টা করবো মহাগুরু মিঠুন চক্রবর্তীর গ্রাম দেখানোর। সাথে থাকুন আর ভালোবাসায় রাখুন।
Amader bari o bikrampur hasara gram amader shome der bari .jodi ektu dekhan khub ananda hobe amar purbo purusher jaiga ta ektu dekhte pabo .amar pisi sri prativa shome pore basu hon budhodev basu ke biyer por. Eta ekta request korlam aponake.
Sir jagadish chandr bose was born in Bikram pur munshi gonj
Bikrampur Sreenagar amader bari ❤
আরে ভারতের অনেক বিশিষ্টজন, গায়ক,গাইকা বিভিন্ন দেশের বাংলাদেশ, নেপাল,শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান।