একজন ভারতীয় প্রাক্তন রেল কর্মী হিসেবে বলেছি এই বাংলাদেশ ভ্রমণ vlogs গুলো দারুন ভালো লাগছে। প্রথমতঃ আমার পূর্ব পুরুষদের দেশ , দ্বিতীয়তঃ দীর্ঘ ৩৯ বছর ট্রেনের সঙ্গে যুক্ত ছিলাম, আর সবশেষে বলবো অসাধারণ উপস্থাপনা। ভালো থাকুন, সুস্থ থাকুন।
সত্যি আপনি আপনার এই ভ্রমণ গুলোতেই স্মরণীয় হয়ে থাকবেন।আমি বাংলাদেশে থেকেও এত জায়গা কখনো যায় নি আপনি অল্প সময়ে পুরো বাংলাদেশ ঘুরলেন। অল্প সময়ে এত স্থান ঘোরা সম্ভব আাপনি উজ্জ্বল দৃষ্টান্ত।
এই পর্বটা খুব ভালো লাগলো , 1990 সালের কিছু পুরোনো স্মৃতি মনে পড়ে গেলো , যেমন দর্শনা হল্ট স্টেশন থেকে সামদ্দম মেলে পোড়াদহ জংশন ও কুষ্টিয়া থেকে প্যাসেঞ্জার ট্রেনে কালুখালী জংশন যাত্রা , আমাদের দেশে কোনো ব্রীজের ওপর দিয়ে 80 কিমি গতিতে ট্রেন যেতে দেখিনি , ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ , পরের পর্বের অপেক্ষায় রইলাম
প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি। এতদিন এদেশে বসে আপনার মাধ্যমে ইন্ডিয়ার ট্রেন দেখেছি। এখন বাংলাদেশের ট্রেন দেখছি। গুণে-মানে-পারফরম্যান্সে দুই দেশের ট্রেনে বিস্তর ফারাক থাকলেও কোন ফারাক নেই ট্রেনের প্রতি আপনার ভালোবাসায়। আপনি একজন রিয়েল ট্রেন ফ্যান......রিয়েল ট্রেন লাভার। ভালো থাকবেন সর্বদা।
আমার বাড়ি ফরিদপুর আপনারা কেউ যদি বাংলাদেশে আসতে চান ভারত থেকে আর যদি ভেবে থাকেন আপনারা কোথায় থাকবেন কার সঙ্গে ঘুরবেন তাহলে আমাকে নক করতে পারেন আমার যতই ব্যস্ততা থাকুক চেষ্টা করব ভারতীয় যেকোনো ব্যক্তিকে আমার ফরিদপুর জেলা ঘুরিয়ে দেখাতে
মধুমতি এক্সপ্রেস এর মত ইরানী ভ্যাকিউম কোচগুলো এখনো অতো একটা চোখে পড়ে না... কিন্তু, দেখলেই যেন আগের শৈশবকালের দিনের কথা মনে পড়ে যায়। নিয়মিত খুলনা থেকে চুয়াডাঙ্গা (দাদুবাড়ি) যাতায়াত করতাম তৎকালীন ভ্যাকিউম কোচের সুন্দরবন এক্সপ্রেসে। অন্যরকম স্মৃতি বিজড়িত যেন এই কোচগুলো...❤ কৌশিক দাদাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ! N.B. Locomotive টা ভারত থেকে আমদানিকৃত WDM 3A.
দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত...... আবার কখনো পাহাড় বা কখনো সমতল..... কখনো নদী আবার কখনো সমুদ্র..... কখনো বা বিদেশ আবার কখন বা এ দেশ.... সেই ছোট্ট ছেলেটির দেখা স্বপ্ন, আজ তা বাস্তবে পরিণত হচ্ছে। কৌশিক দা তুমি পারবে তুমি এগিয়ে চলো।
17:16 আমি রেলফ্যান আপনার মতো এবং আমি বাংলাদেশি তাই আমি আপনার প্রশ্নের উত্তর যানি পাচুরিয়া(কেউ কেউ বলে পাশুরিয়া) একটি জংশন কারণ এখান থেকে মধুমতী বেনাপোল নকশীকাথা সুন্দরবন যাই ভাঙ্গা দিএ পদ্মা দিএ ঢাকা আর এখানে ভাগ হয়ে যাই গোয়ালন্দঘাট-গোপালগঞ্জ রেললাইন যেদিক দিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস যেটা দিয়ে আমি রাজশাহী - কুমারখালি চলাচল করি তাও বেশিরভাগ সময় মধুমতী দিএ চলাচল করি আর ভাইয়া আপনি যে বললেন মধুমতী সেতুর কথা ওটা মধুমতী নদী নয় ওটা গড়াই নদী
ট্রেন জার্নি টা সত্যিই মন ভরে গেল, দুটো নদী দারুন দেখলাম, আমার মায়ের মুখে ফরিদপুরের কথা শুনেছি, আমার মা ফরিদপুরে থাকতো, ফরিদপুর স্টেশন টা দেখে বাবার কথা মনে পড়ে গেল।👍💛
বাংলাদেশেতে আমার দাদু আর বাবার জন্মস্থান উনারা আজ নেই, তাই আমারো কোথাও মনে হচ্ছিলো যদি আজ বেঁচে থাকত ভিডিও গুলো দেখাতাম, এই ভিডিও টা সত্যিই তোমার সেরা ট্রেন ভিডিওগুলোর মধ্যে অন্যতম, সেই ইঞ্জিনের ধোঁয়া শব্দ মন ছুঁয়ে গেলো, সাথে সুন্দর পরিবেশ, দারুণ লাগলো ভিডিও টা, সুস্থ থেকো, সাবধানে থেকো।।
দাদা আমার বাসা থেকে জয়দেবপুর জংশন দশ মিনিটের পথ। দাদা ভবিষ্যতে বাংলাদেশে আসলে ভাওয়াল রাজার স্মৃতি জড়িত এই শহরে আসার আমন্ত্রণ রইলো। Love from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩
ভাওয়াল রাজবাড়ি ঘুরে দেখা এবং ভাওয়াল রাজবাড়ীর ইতিহাস সম্পর্কে আমার খুব ইন্টারেস্ট যদি স্থানীয় কেউ আমাকে স্থানটি সম্পর্কে বিস্তারিত জানা তো না ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা দিত তাহলে খুব উপকৃত হতাম আমি ভাওয়াল রাজবাড়ী বেড়াতে চাই
কালুখালি জংশন থেকে একদিকে গোপালগঞ্জ আরেকদিকে ঢাকার দিকে তারপর পাঁচুরিয়া জংশন থেকে একটা লাইন গোয়ালন্দ ঘাট আরেকটা ভাঙ্গা হয়ে ঢাকার দিকে গেছে। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমন করার জন্য ধন্যবাদ দাদা।। শাহাদাত হোসেন সজিব।।।
আজকের vlog তো fatafati তার সঙ্গে তোমার সুন্দর কথা ভাই. অনেক দিন পর ট্রেন এর dhik dhik ....দারুন. আমার বাড়ি রেল line এর কাছে. তোমার vlog দেখে এতো ভালো লাগে. ❤ নিও. শরীরের যত্ন নিও.
আজকের ট্রেন জার্নি টা অন্যরকম হয়েছে। পুরাতন স্মৃতি ফিরে আসছিল। ট্রেনের আওয়াজ কিন্তু অসাধারণ ছিল। আর দাদা বুড়িগঙ্গা, ধলেশ্বরী ব্রিজের রং আর তোমার সোয়েটার এর রং match হয়ে গেছে 😅। খুব খুব ভালো, লাগলো video ❤❤❤❤
I enjoyed all episodes of BD Train Journey. I left Bangladesh in 1975, and upon your video, I noticed many changes. To me, it felt like an entirely new country. Thank you, Koushik.
*বাংলাদেশী হয়েও এতদিন শুধুভারতীয় রেলের ভিডিও দেখতাম হাতেগোনা দুই একটা বাংলাদেশের রেল ভিডিও দেখেছিলাম কিন্তু ভারতীয় সবচেয়ে বেশি রেল ভিডিও তোমার ভিডিওতে দেখে আর আজ আমাদের দেশের রেল তোমার ভিডিওতে দেখে খুশিতে মন ভরে গেল* দাদা ❤বাংলাদেশ থেকে
দাদা মধুমতী নদীকে কিন্তু কুষ্টিয়া অঞ্চরে গড়াই নদী বল হয়। আর একই নদী বৃহত্তর ফরিদপুর অঞ্চলে মধুমতী নামে পরিচিত। আর পদ্মা রেলস্টেশন থেকেই আমাদের শরিয়তপুর মানুষ যাতায়াত করে 😊🙏
দাদা, আমার বন্দে ভারত থেকে শুরু করে ভারতের প্রায় সব ধরনের ট্রেনেই চাপার সুযোগ হয়েছে। বাংলাদেশে দুরত্ব কম হওয়ায় সড়কপথে যাতায়াতটা বেশি হয়। তাই খুব বিলাসবহুল বাসও চলে। সেদিকদিয়ে ট্রেন বেশ পিছিয়ে। তবে, লাল-সবুজ কোচ গুলোর স্নিগ্ধা(এসি চেয়ার) বা এসি বার্থ গুলোর সার্ভিস কিন্তু অনেকটাই ভারতের মতো। তবে, ডিজেল ইঞ্জিন, সিঙ্গেল লাইন, কোথাও মিটারগেজ কোথায় ব্রডগেজ হওয়ায়, ট্রেনের গতিটা কম এই যা। সকল বড় বড় শহরেই কয়েকটি করে লাল-সবুজ ট্রেন গুলো আছে। আপনি সেগুলোর এসি শ্রেণি গুলোতে যাত্রা করলে ভারতের সবাই বাংলাদেশের ট্রেন সম্পর্কে সবরকম ধারণা পেত। এখন একটু একপেশে মনে হচ্ছে, দাদা। আমার বিশ্বাস বাংলাদেশের ২০৪১ সালের রেল মহাপরিকল্পনা বাস্তবায়ন হবার পর, দেশের ৬৪ জেলাতেই রেল চলবে দুর্বার গতি আর বিশ্বমানের সেবায়!
দুই বাংলার ভাষা এক। আপনার উপস্থাপন একটু অন্যরকম। ভালো লাগলো। তবে আমাদের দেশের রেল ব্যবস্থা আপনার দেশের তুলনায় অনেক দুর্বল বা পিছিয়ে আছে। কিন্তু ভাড়া আপনার দেশের তুলনায় অনেক।
দাদা কেমন আছেন? আপনার এই ভিডিও এর জন্য আমি অনেক অপেক্ষা করছিলাম,যাক অবশেষে পেয়ে গেলাম💖 দাদা এই ৬৫১৫ সিরিজের লোকো আগে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে রেগুলার কাজ করেছিলো💖
ভারতের শান্তিপুর নদীয়া থেকে বলছি ।দাদা আমি এই মধুমতী ট্রেনএই চরে ছিলাম রাজশাহী থেকে ঈশ্বরদী অব্দি প্রায় দেরমাস আগে। কিন্তু এই ট্রেনের বগিতে খুব জাকুনি হয়।
এই রুটে ফরিদপুর আমার বাবার জন্মভূমি। বাবা এদেশে চলে আসার পর দুবার চেষ্টা করেছিল জন্মভূমিকে দেখতে যাওয়ার কিন্তু দুর্ভাগ্য যেতে পারেনি। আজ বাবা আমাদের মাঝে আর নেই জানিনা আমি কোনোদিন যেতে পারব কিনা, তবে কৌশিকের চোখ দিয়ে কিছুটা দেখে খুশী হলাম।
খোকসা স্টেশনের পরের স্টেশন ছিলো পাংশা যেখান থেকে আমার বাড়ি ১৪ কি.মি. দূরে,,পাংশা তে প্রতিদিন মধুমতী এক্সপ্রেস ট্রেন এবং টুংগিপাড়া এক্সপ্রেস ট্রেন এর ক্রাসিং হয়,,তারপর কালুখালী জংশন যেখান থেকে কালুখালী ভাটিয়াপাড়া ঢাকা এবং খুলনা রাজশাহীর লাইন ভাগ হয়েছে,, পাচুরিয়া জংশন থেকে ফরিদপুর ঢাকা,, গোয়ালন্দ ঘাট/দৌলতদিয়া র লাইন ভাগ হয়েছে ❤❤ আবার এসো এই বাংলায় মামা🇧🇩🇮🇳
অবশ্যই সুন্দরবন এক্সপ্রেস এর ভিডিও দেখতে চাই, আর যদি ফরিদপুর এর আরো কিছু জায়গা দেখতে পাওয়া যেত,নিশ্চই আমার বাবা খুবই আনন্দ পেতো। আমার পূর্বুরুষের দেশ,ফরিদপুর। ধন্যবাদ এই রকম একটা ভিডিও উপহার দেওয়ার জন্যে।
আমি সুদূর প্রবাস থেকে বাংলাদেশ রেলওয়ে সংস্থাকে বা কর্তিপক্ষ কে অনুরোধ প্রতিটা স্টেশনের চারি পাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখবার জন্য এবং সাথে সাথে জনো সচেতনতা বাড়াতে হবে ।
ইন্ডিয়ান রেলওয়ের কাছে অনুরোধ আমাদের এখানে ট্রেনের জানলার গ্রিল গুলো খুলে দেওয়া হোক তাহলে koushik ভালো করে সিটে বসে জানলা দিয়ে মাথা বার করে ব্লগ বানাতে পারবে আমাদের জন্য। সারাদিন দরজার কাছে দাড়িয়ে ব্লগ বানানো খুবই কষ্টকর❤
Koushik da ajke azimganj junction a dekha holo tomer songe .. onek valo laglo tomer songe kotha bole ,, time khub kom chilo , ti valo kore kotha hoy ni , Noy to. Kono din kono more kono station a dekha hobe aber ❤
Aro ekti fatafati train journey.. No. 1 rail vlogger bolte ekjon kei bujhi & that is u. Indiar rail vlog hok ki Bangladesh er, tumi sob jaigay super hit. Darun enjoy korchi series ta. Bochor seshe jeno mone hocche je ei series ta is really like a gift to us. Bangladesh tour hisabe ekti darun upohar dile tumi amader. Porer episode er opekkhay thaklam❤❤
Faridpur r kotha baba, thakurda, thakumar mukhe onek bar sunechi,onara okhan theke e par Banglai esechilen,aj oi station dekhe khub onader kotha moneporchilo❤ Nostalgic hoye galam 😮
Asadharan ei train journey.Amar root jehetu Pabna, tai Pabna nam shune nostalgic hoe parlam.Train sound jeno shaishabe firie nie gelo.Anek dhanyabad ei vlogtir janya.
কৌশিক আপনারভ্লগ গুলি দেখতে দারুন ভালো লাগে।আপনার বর্ণনা উপস্থাপনা অসাধারণ।আগামিতে আপনার সাথে md.fizz কে আবারো একসাথে দেখতে চাই। আপনাদের দুজনের ছোট ছোট মিষ্টি মিষ্টি দুষ্টুমি দারুণ উপভোগ্য। বাংলাদেশের ভ্লগ প্রচুর প্রচুর চাই।
কালুখালী থেকে একটি লাইন রাজবাড়ী এর দিকে গেছে। আরেকটি লাইন গোপালগঞ্জ এর দিকে গেছে। ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ি বা ফরিদপুরের ট্রেন কালুখালীতে ইঞ্জিন ঘুরিয়ে চলাচল করে।
Khub Valo laglo eyi train vlog dekhe... Sob kota vlog e darun enjoy korchi... R eyi route e Rajshahi amr Maayer Mejo Mamima mane amr ek Dida... Onar jonmosthan chilo r Amr Dadu jonmosthan chilo Jessore re Narail sub division. ❤
রেলপথ কিংবা রেলগাড়ি হতেই পারে আলাদা কিন্তু একজন রেল ফ্যান এর আবেগ টা অভিন্ন.. সেটা নিজের দেশ হোক কিংবা ভিনদেশ
Yes, ❤
👍👍👍
19:20 @travelwithkoushik দাদা আবার দেখা হবে কোথায়। এর পরের বার অবশ্যই ফরিদপুরে আপনার নিমন্ত্রণ রইল।
Poradaho Abar Asar Dawat Thaklo Dada..
🚉 Train vlog sab samay bhaloi laage.
একজন ভারতীয় প্রাক্তন রেল কর্মী হিসেবে বলেছি এই বাংলাদেশ ভ্রমণ vlogs গুলো দারুন ভালো লাগছে। প্রথমতঃ আমার পূর্ব পুরুষদের দেশ , দ্বিতীয়তঃ দীর্ঘ ৩৯ বছর ট্রেনের সঙ্গে যুক্ত ছিলাম, আর সবশেষে বলবো অসাধারণ উপস্থাপনা। ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
কল্যান ,আমি করদা বোলছি, কলকাতা চিতপুর, রিটায়ার্ড ২০১৫ , বতর্মানে পুর্ব মেদিনীপুর তমলুক থাকি। ধন্যবাদ জানাই।
Nice
Ja thak giye oi khane
শুনে গর্ব হয় যে মুর্শিদাবাদের মানুষ আমাদের রাজশাহীতে আসছে। অনেক অনেক ধন্যবাদ আবারও আসবেন ❤❤😊❤❤
সত্যি আপনি আপনার এই ভ্রমণ গুলোতেই স্মরণীয় হয়ে থাকবেন।আমি বাংলাদেশে থেকেও এত জায়গা কখনো যায় নি আপনি অল্প সময়ে পুরো বাংলাদেশ ঘুরলেন। অল্প সময়ে এত স্থান ঘোরা সম্ভব আাপনি উজ্জ্বল দৃষ্টান্ত।
কৌশিক দাদা,বাংলাদেশ রেলওয়ের রাজশাহী - ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেসের ধারা বিবরনী সত্যিই অসাধারণ। দাদা আপনি দুটো পদ্মা রেলসেতু পাড় করলেন। ধন্যবাদ।
এই পর্বটা খুব ভালো লাগলো , 1990 সালের কিছু পুরোনো স্মৃতি মনে পড়ে গেলো , যেমন দর্শনা হল্ট স্টেশন থেকে সামদ্দম মেলে পোড়াদহ জংশন ও কুষ্টিয়া থেকে প্যাসেঞ্জার ট্রেনে কালুখালী জংশন যাত্রা , আমাদের দেশে কোনো ব্রীজের ওপর দিয়ে 80 কিমি গতিতে ট্রেন যেতে দেখিনি , ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ , পরের পর্বের অপেক্ষায় রইলাম
Ato fast choleo 200km jete sare 6 ghonta..😂😂
প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি।
এতদিন এদেশে বসে আপনার মাধ্যমে ইন্ডিয়ার ট্রেন দেখেছি। এখন বাংলাদেশের ট্রেন দেখছি। গুণে-মানে-পারফরম্যান্সে দুই দেশের ট্রেনে বিস্তর ফারাক থাকলেও কোন ফারাক নেই ট্রেনের প্রতি আপনার ভালোবাসায়।
আপনি একজন রিয়েল ট্রেন ফ্যান......রিয়েল ট্রেন লাভার।
ভালো থাকবেন সর্বদা।
নস্টালজিয়া তে ভরপুর... সেই ডিজেল এর হর্ন... ক্রসিং সিস্টেম... ট্র্যাক এর আওয়াজ... আলাদাই ❤️❤️
পুরোনো ছোঁয়ার মধুমতির সাথে কৌশিকদা জমজমাট ❤🙏
এভাবেই এগিয়ে চলুক বহরমপুর এক্সপ্রেস 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ফরিদপুউউউউউউর, দেশের বাড়ি আছে। এই প্রথম দেখলাম স্টেশন। ভাগ্যে থাকলে একবার যাবই ❣️❣️
আমার বাড়ি ফরিদপুর আপনারা কেউ যদি বাংলাদেশে আসতে চান ভারত থেকে আর যদি ভেবে থাকেন আপনারা কোথায় থাকবেন কার সঙ্গে ঘুরবেন তাহলে আমাকে নক করতে পারেন আমার যতই ব্যস্ততা থাকুক চেষ্টা করব ভারতীয় যেকোনো ব্যক্তিকে আমার ফরিদপুর জেলা ঘুরিয়ে দেখাতে
ধন্যবাদ আপনাকে আমি আপনার সব ব্লগ দেখি ইন্ডিয়ার বাইরের বাংলাদেশের রাজশাহীতে আমার শ্বশুর বাড়ি আপনার চোখে আরেকবার দেখে নিলাম
ভাই তুমি পদ্মা মধুমতীর মতই স্বচ্ছ ও সুন্দর। নদীর মতই বয়ে চলেছে তোমার জীবন। ❤❤❤❤
মধুমতি এক্সপ্রেস এর মত ইরানী ভ্যাকিউম কোচগুলো এখনো অতো একটা চোখে পড়ে না... কিন্তু, দেখলেই যেন আগের শৈশবকালের দিনের কথা মনে পড়ে যায়। নিয়মিত খুলনা থেকে চুয়াডাঙ্গা (দাদুবাড়ি) যাতায়াত করতাম তৎকালীন ভ্যাকিউম কোচের সুন্দরবন এক্সপ্রেসে। অন্যরকম স্মৃতি বিজড়িত যেন এই কোচগুলো...❤
কৌশিক দাদাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ!
N.B. Locomotive টা ভারত থেকে আমদানিকৃত WDM 3A.
এটায় এখন পিটি ইনকা রেকে চলে। একটু উন্নতি হয়েছে।
Rajshahi theke🇧🇩
Ota WDM 3A locomotive,, 2012-13 তে india থেকে আমদানি করা হয়েছিল....🥰
Ara murkho Agulo Irani sob
দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত...... আবার কখনো পাহাড় বা কখনো সমতল..... কখনো নদী আবার কখনো সমুদ্র..... কখনো বা বিদেশ আবার কখন বা এ দেশ.... সেই ছোট্ট ছেলেটির দেখা স্বপ্ন, আজ তা বাস্তবে পরিণত হচ্ছে।
কৌশিক দা তুমি পারবে তুমি এগিয়ে চলো।
17:16 আমি রেলফ্যান আপনার মতো এবং আমি বাংলাদেশি তাই আমি আপনার প্রশ্নের উত্তর যানি
পাচুরিয়া(কেউ কেউ বলে পাশুরিয়া) একটি জংশন কারণ এখান থেকে মধুমতী বেনাপোল নকশীকাথা সুন্দরবন যাই ভাঙ্গা দিএ পদ্মা দিএ ঢাকা আর এখানে ভাগ হয়ে যাই গোয়ালন্দঘাট-গোপালগঞ্জ রেললাইন যেদিক দিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস যেটা দিয়ে আমি রাজশাহী - কুমারখালি চলাচল করি তাও বেশিরভাগ সময় মধুমতী দিএ চলাচল করি
আর ভাইয়া আপনি যে বললেন মধুমতী সেতুর কথা ওটা মধুমতী নদী নয় ওটা গড়াই নদী
ট্রেন জার্নি টা সত্যিই মন ভরে গেল, দুটো নদী দারুন দেখলাম, আমার মায়ের মুখে ফরিদপুরের কথা শুনেছি, আমার মা ফরিদপুরে থাকতো, ফরিদপুর স্টেশন টা দেখে বাবার কথা মনে পড়ে গেল।👍💛
বাংলাদেশেতে আমার দাদু আর বাবার জন্মস্থান উনারা আজ নেই, তাই আমারো কোথাও মনে হচ্ছিলো যদি আজ বেঁচে থাকত ভিডিও গুলো দেখাতাম, এই ভিডিও টা সত্যিই তোমার সেরা ট্রেন ভিডিওগুলোর মধ্যে অন্যতম, সেই ইঞ্জিনের ধোঁয়া শব্দ মন ছুঁয়ে গেলো, সাথে সুন্দর পরিবেশ, দারুণ লাগলো ভিডিও টা, সুস্থ থেকো, সাবধানে থেকো।।
❤️
বাংলাদেশে থেকেও ঐদিকে কখনও যাওয়া হয়নি, তবে আপনার ভিডিও দেখে সত্যি স্বপ্নের মতো্নই লাগছিল ভাই, অসংখ্য ধনবাদ আপনাকে এতসুন্দর উপস্থাপন করার জন্।
দাদা আমার বাসা থেকে জয়দেবপুর জংশন দশ মিনিটের পথ। দাদা ভবিষ্যতে বাংলাদেশে আসলে ভাওয়াল রাজার স্মৃতি জড়িত এই শহরে আসার আমন্ত্রণ রইলো। Love from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩
ভাওয়াল রাজবাড়ি ঘুরে দেখা এবং ভাওয়াল রাজবাড়ীর ইতিহাস সম্পর্কে আমার খুব ইন্টারেস্ট যদি স্থানীয় কেউ আমাকে স্থানটি সম্পর্কে বিস্তারিত জানা তো না ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা দিত তাহলে খুব উপকৃত হতাম আমি ভাওয়াল রাজবাড়ী বেড়াতে চাই
Onek helpful akta video thank you
পাচুরিয়া জংশন থেকে এক লাইন চলে গেছে পাটুরিয়া দৌলতদিয়া ফেরি ঘাট আর এক লাইনে ফরিদপুর।ভাংগা হয়ে ঢাকা ❤
কালুখালি জংশন থেকে একদিকে গোপালগঞ্জ আরেকদিকে ঢাকার দিকে তারপর পাঁচুরিয়া জংশন থেকে একটা লাইন গোয়ালন্দ ঘাট আরেকটা ভাঙ্গা হয়ে ঢাকার দিকে গেছে।
বাংলাদেশ রেলওয়েতে ভ্রমন করার জন্য ধন্যবাদ দাদা।।
শাহাদাত হোসেন সজিব।।।
আজকের vlog তো fatafati তার সঙ্গে তোমার সুন্দর কথা ভাই. অনেক দিন পর ট্রেন এর dhik dhik ....দারুন. আমার বাড়ি রেল line এর কাছে. তোমার vlog দেখে এতো ভালো লাগে. ❤ নিও. শরীরের যত্ন নিও.
কে কে কৌশিক দার সাথে একদিন ঘুরতে যেতে চাও?
আমি জেতে চাই
আমি যাবো
ami jabo
🙋♂️🙋♂️
আমি
দাদার শহরে বসে দাদার ভিডিও দেখছি খুবই ভালো লাগছে, আজকের ভিডিওটা খুবই ভালো লাগলো,
এই প্রথম দেখলাম যে, কেউ বাংলাদেশের অনুন্নত ট্রেনগুলোর ভ্লগ করে। অনেক ভালো লাগল দাদা😍😍😍😍😍😍😍😍😍😍🥰
বাংলাদেশে উন্নত কোচও আছে বর্তমানে
@@MuradRasel-o1t হ্যা সেটা আমি ভালো করেই জানি
This is called narrow minded Indian .
আজকের ট্রেন জার্নি টা অন্যরকম হয়েছে। পুরাতন স্মৃতি ফিরে আসছিল। ট্রেনের আওয়াজ কিন্তু অসাধারণ ছিল। আর দাদা বুড়িগঙ্গা, ধলেশ্বরী ব্রিজের রং আর তোমার সোয়েটার এর রং match হয়ে গেছে 😅।
খুব খুব ভালো, লাগলো video ❤❤❤❤
I enjoyed all episodes of BD Train Journey. I left Bangladesh in 1975, and upon your video, I noticed many changes. To me, it felt like an entirely new country. Thank you, Koushik.
খুব সুন্দর লাগলো পুরোনো সুন্দর শৃতি। ভালো থাকবেন।❤❤❤😊😊😊
1:04 ওটা বাংলাদেশের প্রথম রেলস্টেশন জগতি।
Khoshik da khub valo laglo Bangladesh tour
*বাংলাদেশী হয়েও এতদিন শুধুভারতীয় রেলের ভিডিও দেখতাম হাতেগোনা দুই একটা বাংলাদেশের রেল ভিডিও দেখেছিলাম কিন্তু ভারতীয় সবচেয়ে বেশি রেল ভিডিও তোমার ভিডিওতে দেখে আর আজ আমাদের দেশের রেল তোমার ভিডিওতে দেখে খুশিতে মন ভরে গেল* দাদা ❤বাংলাদেশ থেকে
Really durdhorsho laglo dada Bangladesh train journey r vlog. Stti e apnar vlog er kono tulona e nei. Osadharon. 🙂😊🥰.
কানে Headphone 🎧 volume 75% what a feeling, only railfan can understand what a track sound অসাধারণ 😊
অসাধারণ ভাবে বাঙলাদেশের রেল পথ দেখানো নয় নদী,শহরের সাথে পরিচয় করালেন এরকম অসাধারণ উপহার কৌশিক আমাদের দিতে পারেন
দাদা তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে
Ossam ossam jast mone vore galo kaushik da valo a6o to
15:55 apu ta khub e sundor MasahAllah 🤐💖
অভিনব বিজ্ঞাপন দেখে ভরে গেল মন !! 🇮🇳
দাদা মধুমতী নদীকে কিন্তু কুষ্টিয়া অঞ্চরে গড়াই নদী বল হয়।
আর একই নদী বৃহত্তর ফরিদপুর অঞ্চলে মধুমতী নামে পরিচিত।
আর পদ্মা রেলস্টেশন থেকেই আমাদের শরিয়তপুর মানুষ যাতায়াত করে 😊🙏
মাদারীপুর❤
Darun sundor Laglo 👍🏻👍🏻👍🏻
তোমার বাংলাদেশের ট্রেন জার্নি টি দেখে আমার সেই এক্সপ্লোরার শিবাজী দার আফ্রিকার ট্রেন যাত্রার কথা মনে পড়ে গেলো 😊😊
ট্রেন ভ্রমনের একটি দুর্দান্ত ভিডিও উপভোগ করলাম। কতবার যে দেখলাম হিসেব নেই। ট্রেনের শব্দ, দুলুনি ঘরে বসে অনুভব করছিলাম।
বাংলাদেশ স্বপ্নের দেশ স্বাগতম অভিনন্দন সবসময় 🇧🇩❤️
আমি রাজশাহী থাকি আমার বাড়ি ভেড়ামারা রেলস্টেশনের পাশেই দেখে ভালো লাগলো খুব ❤️❤️
দাদা, আমার বন্দে ভারত থেকে শুরু করে ভারতের প্রায় সব ধরনের ট্রেনেই চাপার সুযোগ হয়েছে। বাংলাদেশে দুরত্ব কম হওয়ায় সড়কপথে যাতায়াতটা বেশি হয়। তাই খুব বিলাসবহুল বাসও চলে। সেদিকদিয়ে ট্রেন বেশ পিছিয়ে। তবে, লাল-সবুজ কোচ গুলোর স্নিগ্ধা(এসি চেয়ার) বা এসি বার্থ গুলোর সার্ভিস কিন্তু অনেকটাই ভারতের মতো। তবে, ডিজেল ইঞ্জিন, সিঙ্গেল লাইন, কোথাও মিটারগেজ কোথায় ব্রডগেজ হওয়ায়, ট্রেনের গতিটা কম এই যা। সকল বড় বড় শহরেই কয়েকটি করে লাল-সবুজ ট্রেন গুলো আছে। আপনি সেগুলোর এসি শ্রেণি গুলোতে যাত্রা করলে ভারতের সবাই বাংলাদেশের ট্রেন সম্পর্কে সবরকম ধারণা পেত। এখন একটু একপেশে মনে হচ্ছে, দাদা। আমার বিশ্বাস বাংলাদেশের ২০৪১ সালের রেল মহাপরিকল্পনা বাস্তবায়ন হবার পর, দেশের ৬৪ জেলাতেই রেল চলবে দুর্বার গতি আর বিশ্বমানের সেবায়!
করব নেক্সট টাইম গিয়ে.. 5 থেকে 6 টা Vlog হবে ট্রেন এর ওপরে..
@@TravelWithKoushik অপেক্ষায় থাকলাম দাদা🥰
Many thanks for showing Faridpur station of Bangladesh .
My father and ancestors were zamindari from Faridpur .
Well done . 👍
Blue Jacket ta Ami Poradaho Junction a ... Onek din ER opekkhai Chilam AI vlog tar . 🎉🎉❤❤
দুই বাংলার ভাষা এক। আপনার উপস্থাপন একটু অন্যরকম। ভালো লাগলো। তবে আমাদের দেশের রেল ব্যবস্থা আপনার দেশের তুলনায় অনেক দুর্বল বা পিছিয়ে আছে। কিন্তু ভাড়া আপনার দেশের তুলনায় অনেক।
❤❤❤❤
আমাদের গর্ভ যে আপনি একজন Vloger ...., 👍
দারুণ অভিজ্ঞতা!!!
দাদা কেমন আছেন?
আপনার এই ভিডিও এর জন্য আমি অনেক অপেক্ষা করছিলাম,যাক অবশেষে পেয়ে গেলাম💖
দাদা এই ৬৫১৫ সিরিজের লোকো আগে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে রেগুলার কাজ করেছিলো💖
দুর্দান্ত আরেক্টি ব্লগ
রাজশাহী বেস্ট ট্টেন মধুমতী ❤ শুভ কামনা রইলো দাদা 🎉❤
Khub sundor 1 ta video dekhlam....
বাং লাদেশেৱ প্ৰাকৃতিক দৃশ্য অসাধারন আৱ তুমি তো ট্ৰেন ব্লগে সেৱা❤
ভারতের শান্তিপুর নদীয়া থেকে বলছি ।দাদা আমি এই মধুমতী ট্রেনএই চরে ছিলাম রাজশাহী থেকে ঈশ্বরদী অব্দি প্রায় দেরমাস আগে। কিন্তু এই ট্রেনের বগিতে খুব জাকুনি হয়।
মধুমতির রেক কিছুদিনের মধ্যে লাল সবুজ রেকে চেঞ্জ হবে।
খুব সুন্দর ভিডিও
Dada amar sohor Kushtia er upor diye gesen🖤
Love from Bangladesh 🖤
এই রুটে ফরিদপুর আমার বাবার জন্মভূমি। বাবা এদেশে চলে আসার পর দুবার চেষ্টা করেছিল জন্মভূমিকে দেখতে যাওয়ার কিন্তু দুর্ভাগ্য যেতে পারেনি। আজ বাবা আমাদের মাঝে আর নেই জানিনা আমি কোনোদিন যেতে পারব কিনা, তবে কৌশিকের চোখ দিয়ে কিছুটা দেখে খুশী হলাম।
আমি আপনার ভিডিও দেখছি যশোর জেলা থেকে। আবার আসুন দাদা বাংলাদেশ। আরও অনেক ট্রেন ভ্লগ করেন। আপনার সাথে একটা ভিডিও তে থাকার খুব ইচ্ছা ❤❤❤❤।
খোকসা স্টেশনের পরের স্টেশন ছিলো পাংশা যেখান থেকে আমার বাড়ি ১৪ কি.মি. দূরে,,পাংশা তে প্রতিদিন মধুমতী এক্সপ্রেস ট্রেন এবং টুংগিপাড়া এক্সপ্রেস ট্রেন এর ক্রাসিং হয়,,তারপর কালুখালী জংশন যেখান থেকে কালুখালী ভাটিয়াপাড়া ঢাকা এবং খুলনা রাজশাহীর লাইন ভাগ হয়েছে,, পাচুরিয়া জংশন থেকে ফরিদপুর ঢাকা,, গোয়ালন্দ ঘাট/দৌলতদিয়া র লাইন ভাগ হয়েছে ❤❤
আবার এসো এই বাংলায় মামা🇧🇩🇮🇳
ঠিকই পাংশা
অবশ্যই সুন্দরবন এক্সপ্রেস এর ভিডিও দেখতে চাই, আর যদি ফরিদপুর এর আরো কিছু জায়গা দেখতে পাওয়া যেত,নিশ্চই আমার বাবা খুবই আনন্দ পেতো।
আমার পূর্বুরুষের দেশ,ফরিদপুর। ধন্যবাদ এই রকম একটা ভিডিও উপহার দেওয়ার জন্যে।
ফরিদপুরে আসার আমন্ত্রণ রইলো,❤
আমি সুদূর প্রবাস থেকে বাংলাদেশ রেলওয়ে সংস্থাকে বা কর্তিপক্ষ কে অনুরোধ প্রতিটা স্টেশনের চারি পাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখবার জন্য এবং সাথে সাথে জনো সচেতনতা বাড়াতে হবে ।
ঠিক আমিও লক্ষ্য করেছি
ইন্ডিয়ান রেলওয়ের কাছে অনুরোধ আমাদের এখানে ট্রেনের জানলার গ্রিল গুলো খুলে দেওয়া হোক তাহলে koushik ভালো করে সিটে বসে জানলা দিয়ে মাথা বার করে ব্লগ বানাতে পারবে আমাদের জন্য। সারাদিন দরজার কাছে দাড়িয়ে ব্লগ বানানো খুবই কষ্টকর❤
😂😂তারপর ক্যামেরা ভেতরে কৌশিক বাইরে
Koushik da ajke azimganj junction a dekha holo tomer songe .. onek valo laglo tomer songe kotha bole ,, time khub kom chilo , ti valo kore kotha hoy ni ,
Noy to. Kono din kono more kono station a dekha hobe aber ❤
রাজবাড়ির ফ্যান ❤❤️❤️
ভালোবাসা অবিরাম মামা 🌼
আমার বাসা রাজশাহী..🌼
এর পরে রাজশাহী আসলে আমাদের বাসায় আসার আমন্ত্রণ থাকলো মামা 🌼
Fatafati
অসাধারণ লাগলো ভাই -এই রেল ভ্রমন।
Koushik da apnea blog apurbo lage,apni hochen blogger Samrat, good human being with beautiful heart ❤❤❤.
Thumbnail e Puro hero lagche dada ❤❤
My town ❤rajshahi sarda road . Thanks for cover Rajshahi city.❤
Ei jatga gulor naam dadu didar mukhe shunechhi. Poradohey bhalo mishti pawa jaye. Faridpur amar mamanari chhilo tobey Dadu Dhaka tey chakri korten. Dadu ebong onar bhai bonera shob Dhaka University r graduate chhilen. Khub bhalo laglo video.
❤দারুন লাগলো ভাই। সত্যিই সুন্দর রেল ব্লগ। পুরানো যুগের স্টেশন গুলো দেখে মনে হচ্ছিল যেন নেমে পড়ে একটু ঘোরা ঘুরি করি ❤
পাচুরিয়া জং থেকে সোজা লাইনটা গোয়ালন্দ ঘাট গেছে, আর ডানের লাইনটা ফরিদপুর হয়ে ঢাকা গেছে।
Joto dekhi totoi dadar preme pore jai ❤
সে ভারত হোক বা বাংলাদেশে একজন রেল ফ্যান রেল ফ্যানই থাকে ❤❤❤
Aro ekti fatafati train journey.. No. 1 rail vlogger bolte ekjon kei bujhi & that is u. Indiar rail vlog hok ki Bangladesh er, tumi sob jaigay super hit. Darun enjoy korchi series ta. Bochor seshe jeno mone hocche je ei series ta is really like a gift to us. Bangladesh tour hisabe ekti darun upohar dile tumi amader. Porer episode er opekkhay thaklam❤❤
Ki ar bolbo....prottek bar er matoii eai trein vlogtao bapok laglo....👌👌👌
Darun nam nodir modumoti kub misti nam vai jome gache chanachur bodle momfoli badam heeee
nice 👍 video valo thako r valo laglo love for you dear ❤🎉❤🎉
ভারতের BLW দ্বারা তৈরী ALCO CHUGGING আর তার সাথে অসাধারণ ট্র্যাক সাউন্ড। অসাধারণ লাগলো ভিডিও টা।
Faridpur r kotha baba, thakurda, thakumar mukhe onek bar sunechi,onara okhan theke e par Banglai esechilen,aj oi station dekhe khub onader kotha moneporchilo❤ Nostalgic hoye galam 😮
Please visit Faridpur
Asadharan ei train journey.Amar root jehetu Pabna, tai Pabna nam shune nostalgic hoe parlam.Train sound jeno shaishabe firie nie gelo.Anek dhanyabad ei vlogtir janya.
কৌশিক আপনারভ্লগ গুলি দেখতে দারুন ভালো লাগে।আপনার বর্ণনা উপস্থাপনা অসাধারণ।আগামিতে আপনার সাথে md.fizz কে আবারো একসাথে দেখতে চাই। আপনাদের দুজনের ছোট ছোট মিষ্টি মিষ্টি দুষ্টুমি দারুণ উপভোগ্য। বাংলাদেশের ভ্লগ প্রচুর প্রচুর চাই।
কালুখালী থেকে একটি লাইন রাজবাড়ী এর দিকে গেছে। আরেকটি লাইন গোপালগঞ্জ এর দিকে গেছে। ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ি বা ফরিদপুরের ট্রেন কালুখালীতে ইঞ্জিন ঘুরিয়ে চলাচল করে।
Khub Valo laglo eyi train vlog dekhe... Sob kota vlog e darun enjoy korchi... R eyi route e Rajshahi amr Maayer Mejo Mamima mane amr ek Dida... Onar jonmosthan chilo r Amr Dadu jonmosthan chilo Jessore re Narail sub division. ❤
আমারও দাদুর (মাতামহের) দেশ ছিল ফরিদপুর, গ্রামের নাম কনেশ্বর। বাংলাদেশ সিরিজটা সত্যি দারুণ জমেছে। কলকাতা থেকে প্রচুর ভালবাসা ও শুভেচ্ছা রইল ❤
আজ ১০ ই পৌষ ১৪৩০ ঘড়ির কাটায় দুটো বেজে পাঁচ মিনিট
এই মুহূর্তে আমরা খুব সম্ভবত ট্রাভেল উইথ কৌশিক চ্যানেলের দুই হাজার তেইশ সালের শেষ ব্লগ দেখছি
2023 সালে আরো দুটো Vlog আসবে 🎉
আমার দেশের বাড়ি ফরিদপুর দেখলাম, অসাধারণ অনুভূতি।
নমস্কার দাদা, রাজবাড়ি আমার জেলা❤❤❤আমার জেলায় আপনাকে স্বাগতম 🙏
মধুমতি যায়, বয়ে যায়। অসাধারণ গান।
sundorbon express er vlog dekhar oppekhai roilam 🙏
গত সপ্তাহে শুক্রবার এই ট্রেনে জার্নি করেছিলাম ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত ,, খ নাম্বার কামরা তেই ছিলাম ১ নাম্বার কেবিন এ ,, love from Natore❤
Opekkhay Chilam...KokhonSomoy Hobe ....Just Fatafati Dada 😊👌❤