শিক্ষকদের যে সু-খবর দিলেন মাদরাসা অধিদপ্তরের উপ-পরিচালক(প্রশাসন)

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 55

  • @মুহাম্মদআবদুলমান্নানকৃষকশ্রমিক

    সংযুক্ত ইবতেদায়ী দাখিল মাদ্রাসার ইবতেদায়ী সহকারী শিক্ষক ইবতেদায়ী মৌলভী বেতন গ্রেড (১৬) ইবতেদায়ী প্রধান শিক্ষক এর বেতন গ্রেড (১১) এতো দূরত্ব সৃষ্টি বৈষম্য মূলক গ্ৰেড পরিবর্তন করা জন্য অনুরোধ করছি। মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও উপ-পরিচালক আপনার দের কাছে অনুরোধ করছি।গ্ৰেড পরিবর্তন যদি না হয় তাহলে ইবতেদায়ী শিক্ষক পাওয়া যাবেনা।অল্প বেতন ভাতা দিয়ে সংসার জীবন চলবে না। তাই ইবতেদায়ী শিক্ষক মিলবে না। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বেতন গ্রেড (১৩) দিয়ে চাকরি শুরু। আর ইবতেদায়ী শিক্ষক বেতন গ্রেড (১৬) দিয়ে চাকরি শুরু হয়।যাক ইবতেদায়ী শিক্ষক দের কথা গুলো কেউই শুনে না। কেউ বলে না। তাই ইবতেদায়ী শিক্ষক দের এই বৈষম্য গ্ৰেড পরিবর্তন করা অতি জরুরি। ইবতেদায়ী শিক্ষক এর গ্ৰেড বৈষম্য নিয়ে একটু আলোচনা সভা গবেষণা করা জন্য মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বর্তমান সরকার বাহাদুর আমরা ছোট শিশুদের শিক্ষক। আমাদের গ্রেড বৈষম্য মূলক গ্ৰেড ও বেতন স্কেল সংশোধনের দাবি পূরণ করুন। সকল মান্য গন্য উপরোস্ত অফিসার ইনচার্জ যারা আছে ধন্যবাদ স্যার।😊

  • @motiurrahman7398
    @motiurrahman7398 Рік тому +1

    স্যার,স্কুলগুলোতে লাইব্রেরিয়ান দেওয়া হয়েছে কিন্তু দাখিল মাদরাসায় লাইব্রেরিয়ান দেওয়া হয় নাই।

  • @MDABULKALAMAZAD-i9z
    @MDABULKALAMAZAD-i9z 3 місяці тому

    স্যার মাদ্রাসার শিক্ষকরা যাতে তাড়াতাড়ি ৮ম গ্রড পেতে পারে সেই ব্যবস্থা গ্রহন করুন।

  • @mdshahjahanalisaju1719
    @mdshahjahanalisaju1719 Рік тому +3

    স্যার,বিএড করেছি কিন্তু বি এড এর আগের বয়স গননা না করে স্কেল পাচ্ছেি না।যার কারনে আমরা বিপদে পড়ছি। সুতরাং যোগদান/ এমপিও ভুক্তি থেকে বয়স গননা করে উচ্চতর স্কেল দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।নীতিমালায় এ বিষয় ভেবে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

  • @mofizulislam4402
    @mofizulislam4402 Рік тому +2

    ২৭ জানুয়ারি -২০২২ ৩য় নিয়োগে যোগদান করি।আর MPO হয় May মাসে। বকেয়া বেতন পাওয়ার জন্য আবেদন করেছি,কিন্তু পায়নি। অথচ ৩য় নিয়োগে যারা স্কুলে আছে তারা বকেয়া বেতন already পেয়ে গেছে। একই দেশ,একই সরকার। আমাদের অন্যায়টা কোথায়? আমরা বকেয়া পাব কি-না! দয়া করে জানাবেন।

    • @TechTutorBD_Lotus
      @TechTutorBD_Lotus  Рік тому +1

      আমরা কখনও আশাহত হবনা। ইনশাআল্লাহ একদিন হবে।

    • @mohammadrezoun5314
      @mohammadrezoun5314 Рік тому +1

      ৩য় গণবিজ্ঞপ্তিতে নিযোগ পাওয়া শিক্ষকরা না পেলে মামলা করেন। একই প্রতিষ্ঠান (এনটিআরসিএ) থেকে নিয়োগ পেয়ে এত বৈষম্য কেন

  • @mdabdulbaten5651
    @mdabdulbaten5651 Рік тому +1

    ধন্যবাদ । আল্লাহ আপনার সহায় হউক।

  • @saifunnahar1697
    @saifunnahar1697 Рік тому +1

    স্যার আসসালামু আলাইকুম। মাদ্রাসার শিক্ষকদের দ্বিতীয় টাইম স্কেলের ইনক্রিমেন্ট কবে দিবে ?

  • @sahinsorkar3914
    @sahinsorkar3914 Рік тому +2

    আলিম মাদরাসার প্রভাষকদের বেশি কষ্ট ৫ টা করে দৈনিক ক্লাস নিতে হয়। আলিম শাখায় তিনটি ক্লাস আর দাখিল শাখার দুটি ক্লাস নিতে হয় আর বেতন বলে আমাদের আগে দাখিল শাখার শিক্ষকগন ৮ ম গ্রেডে বেতন পাবেন আর আমরা প্রভাষক পদে চাকরি তাহলে আমরা কি পাবো বলেন আমাদের গ্রেডে বাড়ানো হোক। আমরা জেনারল কলেজে চাকরি করলে বিকেল ৩ টার মধ্যে কলেজের সব ক্লাস শেষ আর আমাদের আলিমের ক্লাস শেষ করে আবার দাখিলের দুটি ক্লাস নিয়ে বিকেল৪ টার সময় একসাথে ছুটি কতো কষ্ট। তাহলে আমাদের বকেয়া টাও দিচ্ছে না আবার বেতন গ্রেড কিছুই বাড়ছে না। আরও কষ্ট এনটিআরসিএ থেকে নিয়োগ পেয়েছি সেই সুবাদে ৩ টি জেলা অতিক্রম করে চাকরি করি বদলি টাও হয় না।

    • @TechTutorBD_Lotus
      @TechTutorBD_Lotus  Рік тому

      আপনার কষ্টের সাথে সমবেদনা জানাচ্ছি। দেশ একটা কিন্তু যার যা মনে হচ্ছে তাই করছেন। সমাধান হবে ইনশাআল্লাহ।

    • @shelimarhabamarhaba3720
      @shelimarhabamarhaba3720 11 місяців тому

      Alim & Fazil er class neoar por o ki dakhil er class nite hobe provasokder. Ata ki madrasar rules j dakil class nitei hbe 10 ta 4 ta porjonto aktu janaben sir

  • @rupastongulolaldayouajaba330
    @rupastongulolaldayouajaba330 Рік тому +2

    ২০২২ সালে ফেব্রুয়ারী মাসে যারা যোগদান করেছে তাদের অনেকের এমপিও হতে ২/৪ মাস দেরী হয়েছে? তারা কি বকেয়া বেতন পাবেন?স্কুল শিক্ষকরা অলরেডি পেয়ে গেছে?

    • @TechTutorBD_Lotus
      @TechTutorBD_Lotus  Рік тому

      স্কুল শিক্ষকরা পেলেও মাদরাসার নীতিমালার কারনে পায়নাই। ফেব্রুয়ারির পরের গুলো পায়নাই।

    • @rupastongulolaldayouajaba330
      @rupastongulolaldayouajaba330 Рік тому

      এরা কি এবার পাবে,না কি পাবে না?

  • @mohammadrezoun5314
    @mohammadrezoun5314 Рік тому

    ৩য় গণবিজ্ঞপ্তিতে নিযোগ পাওয়া শিক্ষকরা না পেলে মামলা করেন। একই প্রতিষ্ঠান (এনটিআরসিএ) থেকে নিয়োগ পেয়ে এত বৈষম্য কেন

  • @MdmotalebHossain-sl1om
    @MdmotalebHossain-sl1om Рік тому +1

    সহকারী মৌলবী ক্বারী শিক্ষক পদের নিয়োগের কথা কি বলেছেন। যাহা নীতিমালায় আছে।

  • @SaifulIslam-m7v8t
    @SaifulIslam-m7v8t Рік тому +1

    স্যার এত স্কুল কলেজে সরকারি হলো।কিন্তু এই সময় কোন মাদ্রাসা হয় নি

  • @abdussamad8040
    @abdussamad8040 Рік тому

    ইবতেদায়ি প্রধানদের বেতন গ্রেড পরিব্রর্ত্ন হল কিন্তু ইবতেদায়ি মৌলভী ও ইবড়েদায়ি শিক্ষকদের বেতন গ্রেড এখন পরিবর্তন হয় নাই। দয়া করে এর সুরাহা করেন

  • @rajibkumar1390
    @rajibkumar1390 Рік тому +1

    মাদ্রাসা শিক্ষক 2022 সালে 6/2/2023 তারিখে যোগদান 35+ হওয়ার কারণে এম পি ও হতে দেরি হয়েছে।তারা কি বাকি বেতন পাবে?যদিবলেন।

    • @TechTutorBD_Lotus
      @TechTutorBD_Lotus  Рік тому

      যোগদানের তারিখ হতে পাওয়ার কথা আছে। যোগদান ও এমপিও এর মাঝের সময়ের বেতন পাওয়ার কথা আপনার।

  • @shamimmia4753
    @shamimmia4753 Рік тому +2

    স্যার কে অসংখ্য ধন্যবাদ।

  • @shahalom9389
    @shahalom9389 Рік тому

    স্যার ৯ম গ্রেড থেকে ৮ম গ্রেড কবে হব? দিবে কিনা,জানতে পারলে উপকার হবে।ধন্যবাদ

  • @AbdusSalam-hv8oy
    @AbdusSalam-hv8oy Рік тому +1

    জেনারেল শিক্ষকরা প্রশাসনিক পদে যাওয়ার কোনো ব‍্যাবস্থা করা হবে কিনা স‍্যার একটু বলবেন।

    • @TechTutorBD_Lotus
      @TechTutorBD_Lotus  Рік тому

      general Teachers ra ghumia thakle to hobe na sir. Jagte hobe.

  • @mdabdulbaten5651
    @mdabdulbaten5651 Рік тому +1

    জাতীয় বিশ্বববিশ্ববিদ্যালয় ভুক্তইসলামিক স্টাডিজ ধারী সুপার হতে পারবে কি?

  • @rupastongulolaldayouajaba330
    @rupastongulolaldayouajaba330 Рік тому +1

    এখন কি তারা পাবে কি না সেটা বলেন? পরিপত্র দেখলাম একটা বকেয়া বেতনের এজন্য জানতে চাচ্ছি?

    • @TechTutorBD_Lotus
      @TechTutorBD_Lotus  Рік тому

      কারা?

    • @sahinsorkar3914
      @sahinsorkar3914 Рік тому

      আমরাও বকেয়া বিল পাই ১ মাস ২৫ দিনের। ২০২২ সালের ৬ জুলাই ননএমপিও প্রতিষ্ঠান এমপিও করার পর পরিপত্র জারি করেন যেদিন এমপিও ঘোষনা হলো সেদিন থেকে বেতন পাবো। সেই আশায় তিন বার বকেয়া বিলের দরখাস্ত করলাম।১৫ হাজার টাকা খরচ ১০ হাজার উপজেলা অফিসার ঘুষ নিয়েছেন কাগজ গুলো সেন্ড করবেন তাই। আর ৫ হাজার ৩ বারে ইন্টারনেট খরচ আমাদের তো ল্যাপটপ নেই অন্যের কাছে কাজ করে নিতে হয়। আপনি একটু বলবেন তো ভাই শিক্ষা মন্ত্রনালয়ে যেন আমাদের ননএমপিও প্রতিষ্ঠান এমপিও হওয়ার পর ২০২২ সালের৬ জুলাই থেকে বেতন দেওয়ার পরিপত্র আছে। আমাদের যেন বকেয়া টা দিয়ে দেন।

  • @mamannan7754
    @mamannan7754 Рік тому

    কবে থেকে সিনিয়র শিক্ষকদের ৮ম গ্রেড দিবেন স্কুলের মত।

  • @libahsworld
    @libahsworld Рік тому +1

    গুড নিউজ

  • @AbdusSalam-hv8oy
    @AbdusSalam-hv8oy Рік тому +2

    দ্বিতীয় উচ্চতর স্কেল অটো হবে কিনা স‍্যার?

    • @TechTutorBD_Lotus
      @TechTutorBD_Lotus  Рік тому

      New MPO Auto korar porikolpona cholse. jodi hoi tahole Upper greade o hobe inshaallah.

  • @mdjakiajom5900
    @mdjakiajom5900 Рік тому

    স্যার মাদ্রাসা শিক্ষকদের উচ্চতর গ্রেড সমপর্কে কিছু বলেন।

  • @mdtislam8247
    @mdtislam8247 Рік тому +1

    May 2022 a mpo vukto hoyeci.amra ki increment pabo 2022 er.janaben plz

    • @TechTutorBD_Lotus
      @TechTutorBD_Lotus  Рік тому

      ইনক্রিমেন্ট তো ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত দিয়েছে।

    • @TechTutorBD_Lotus
      @TechTutorBD_Lotus  Рік тому

      তবে এবার ইনক্রিমেন্ট পাবেন

  • @mdtislam8247
    @mdtislam8247 Рік тому +2

    Madrasa general teacher der prosasonik pode niyog cai...

    • @TechTutorBD_Lotus
      @TechTutorBD_Lotus  Рік тому

      প্রশাসনিক পদ চাইলে অনেক কষ্ট করতে হবে। সেই কাজগুলো করা শুরু করেন। ইনশাআল্লাহ পাবেন।

  • @mdemdad2013
    @mdemdad2013 Рік тому +1

    Sahkari molubi fazil 3rd division bapara kono kiso bolasen,tader choranta suparish hoba ki zanaban sire

    • @TechTutorBD_Lotus
      @TechTutorBD_Lotus  Рік тому

      নীতিমালা হিসাবে সুযোগ নেই। তবে কর্তিপক্ষ কি যে করেন!

  • @ABDURRAHIM-wb8gb
    @ABDURRAHIM-wb8gb 25 днів тому

    স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার খবর কি

  • @FahimaAfroz-w5w
    @FahimaAfroz-w5w Рік тому +1

    স্যার মাদ্রাসা শিক্ষক রা আন্দলোনে নাই কেন????

    • @TechTutorBD_Lotus
      @TechTutorBD_Lotus  Рік тому

      স‍্যার। মাদ্রাসার শিক্ষকরা আন্দোলনকারিদের জন‍্য দোয়া করছেন। তাদের দোয়ার বরকতেই আন্দোলনকারিরা এগিয়ে যাচ্ছেন।

  • @mdabir5583
    @mdabir5583 Рік тому +2

    Boisommo r bodli niya alosona hoina sir

  • @sirajuddin6704
    @sirajuddin6704 Рік тому

    স্যার সহ সুপারের।

  • @abdulhamidmd.sofullah1594
    @abdulhamidmd.sofullah1594 Рік тому +1

    😄