এতো সুন্দর উপস্থাপনা আর কখনো দেখিনাই। পরামর্শ দিলে খুশি হবো। আমি এবং আমার আরেক ভাই যাবো cmc তে। আপনার ভিডিও দেখে ভাবতেছি এয়ারে যাবো এবং বাকি পথটা ট্রেনে যাবো। এখন সেখানে গিয়ে সিনিয়র ডাক্তার দেখাতে গেলে কি করতে হবে এবং আমাদের আগে থেকে কোন এপোয়েন্টমেন্ট করা নেই। অল্প সময়ে ডাক্তার দেখানো থেকে বাংলাদেশে আশা যাবে কিভাবে??
আগে থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে তারপর গেলে বেশি সময় লাগে না। যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না করে সরাসরি পৌঁছে গিয়ে অফলাইন এপয়েন্টমেন্ট নিতে চান তাহলে নরমাল প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টে অনেক সময় লাগবে। ( যদিও বিভিন্ন ডিপার্টমেন্টের এপয়েন্টমেন্ট পেতে বিভিন্ন রকম সময় লাগে) তাড়াতাড়ি দেখাতে হলে একটা অপশন আছে Alpha Clinic এর, তবে এখানকার ডাক্তারদের ভিজিট নরমাল প্রাইভেট এর থেকে দ্বিগুণ, আলফা ক্লিনিকের ভিজিট 1800 টাকার মতো , আর আলফা ক্লিনিক এর এপয়েন্টমেন্ট অনলাইনে পাবেন না সেখানে গিয়ে পার্সোনালি করতে হবে। তবে বর্তমানে আলফা ক্লিনিক চালু আছে কিনা জানা নেই গিয়ে খোঁজ নেবেন। আর দ্বিতীয় অপশন হচ্ছে নরমালি প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট করে , যদি দেখেন ডেট অনেক দেরিতে পড়ছে তাহলে সেটাকে কনভার্ট করতে হবে "তৎকাল এপয়েন্টমেন্টে"
ভাই,আমি রিউমাটোলিজি আর্থাইটিজ দেখাতে ছিএমসি হসপিটাল জাব।ওখানে জেনারেলে দেখালে টেস্টে জে খরচ হবে প্রাইভেটভাবে দেখালে কি তার চেয়ে বেশি খরচ হবে। দয়া করে জানাবেন
General/ Private jai dakan na kno test er khoroch ak e hobe. Tai Private ei dakhale bhalo hobe apnar, Private e senior dr . ra dakhe & General e junior dr. ra dakhe
ভাই অসাধারণ একটা পোস্ট। ধন্যবাদ। ভাইয়া আমার মেয়ের aplasia cutis congenita রোগ। স্কিন সার্জারী করতে বলেছে বাংলাদেশ এর ডাক্টার। Cmc তে কিভাবে ও কোথায় দেখাবো। আমি 16/02/23 এ ভিসা পাবো। জানালে উপকৃত হব।
Dada amra agamikal india jacci. Gastroenterology doctor er appointment nilam. Kintu somossa holo amder appointment a amra attendence add korte fule gia c. Akhon doctor er chember a amra ki rugir sathe j keu dhukte parbo?
কোন অসুবিধা হলে আপনি আমার এই ভিডিওতে ও কমেন্ট করে জানতে চাইতে পারেন অথবা আমার ইমেইল আইডি দিচ্ছি এখানে মেইল করেও আপনার প্রশ্ন থাকলে করতে পারেন atclub.18@gmail.com
দেখুন এই ব্যাপারটা নিশ্চিত করে একবারে বলা সম্ভব না । আমি যেমন এই নিয়ে দশবার মত সিএনসি গেলাম , আমি যেহেতু একটা ডিপার্টমেন্টেই চেকআপ করে চলে আসি সুতরাং আমি দশ দিন মতো সময় হাতে নিয়ে তারপরে ট্রেন টিকিট কাটি , আপনি হাতে কতদিন সময় রাখবেন সেটি নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর , যেমন আপনারা মোট কয়টি ডিপার্টমেন্টে দেখাতে চান ? শুধু চেকআপ না অপারেশনের দরকার পড়তে পারে? বাড়ি থেকেই অনলাইনে অ্যাপোয়েন্টমেন্ট কেটে নিয়ে যাবেন না ওখানে গিয়ে সরাসরি অ্যাপোয়েন্টমেন্ট নেবেন ? ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে আপনাকে রিটার্ন টিকিট এর সময় নির্বাচন করতে হবে অর্থাৎ কতদিন পরে টিকিট করবেন। তবে যদি এটাই আপনার প্রথমবার হয় তাহলে প্রথমবার advance Return টিকেট করে নিয়ে না গিয়ে ওখানে গিয়ে প্রথম ছয় সাত দিন দেখলে আপনি একটা আন্দাজ করতে পারবে যে আর কতদিন লাগতে পারে তারপর টিকিট টা করে নিতে পারবেন। আর এখন রেল flight দুটোরই টিকিট অনলাইনে হয় , তাই আপনি যদি নিজেই মোবাইল /laptop থেকে অনলাইন টিকিট করতে পারেন তাহলে খুব ভালো , নয় তো আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত টিকিট কাটার সাইবার ক্যাফে গুলো আছে , সেখানে আপনার নাম এড্রেস ইত্যাদি তথ্য আগে থেকে দিয়ে যান , ভেলোরে গিয়ে ডাক্তার দেখানো হয়ে গেলে প্রথম দুই তিনদিন পরে আপনি বুঝতে পারবেন যে আর কতদিন লাগতে পারে তখন সেই হিসেব করে একটা ডেট ঠিক করে আপনার বাড়ির পাশের যে Cyber cafe আছে সেখানে ফোন করে বলে দেবেন যে দাদা আমার টিকিটটা ___তারিখের কেটে দিন তারপর তিনি সেই টিকিট টা কাটা হয়ে গেলে পিডিএফ ফাইল করে আপনার হোয়াটসঅ্যাপে বা ইমেইলে পাঠিয়ে দেবে তাহলে আপনারা খুব বেশি অতিরিক্ত চার্জ দিতে হবে না ।
খুব বেশি আগে পৌঁছে বিশেষ কোন লাভ নেই, তবে অ্যাপোয়েন্টমেন্ট এর একদিন আগে সিএমসি পৌঁছানো ভালো, তাহলে আপনি লস টিক করে আপনার রুমটা মোটামুটি গুছিয়ে নিতে পারবেন খাবার দাবারের ব্যাবস্থা জলের ব্যবস্থা ইত্যাদি সব রেডি করে তার পরের দিন থেকে হসপিটালের কাজে মনোযোগ দিতে পারবেন, এছাড়া আপনি যদি প্রথম বার সিএমসি যাচ্ছেন তাহলে একদিন আগে গেলে আপনি আপনার হসপিটাল আইডি কার্ড গুলো সংগ্রহ করে রাখতে পারবেন, আর যদি OPAD সার্ভিসের সুবিধা নিতে চান তাহলে একদিন আগেই আপনি আপনার হসপিটাল আইডি কার্ডে কিছু ব্যালেন্স এড করে রাখতে পারেন তাহলে পরের দিন থেকে হসপিটাল এর সমস্ত প্রেমেন্ট আপনি ওই কার্ড থেকে করতে পারবেন আপনাকে বেশি আর লাইনে দাঁড়াতে হবে না।
Khub besi problem hobe na. Jete paren. 👍 Tobe 25th Dec theke 2nd January porjonto onek dr. & Hospital stuff ra chhuti te chole jai , fole apnake 2-1 din extra wait korte hote pare kono boro test korar jonno ba dr. k 2nd time dakhanor somoy . Ar kono problem hoi na. .
বিস্তারিত জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার একটি প্রশ্ন ছিলো। CMC হাসপাতালের কাছে কোন মুসলিম বাঙালি হোটেল আছে??? থাকলে নাম কি?এবং সরাসরি গেলে কি রুম পাওয়া যাবে?
মুসলিম বাঙালি বলতে? হোটেলের মালিক ? তামিল মুসলিম মালিকের lodge আছে বেশ কিছু। তামিল হিন্দু মালিকের lodge ও আছে অনেক । তবে বাঙালি-মুসলিম লজ এর কোন নাম আমার জানা নেই।
সেই রকমভাবে শর্ত যুক্ত কোন থাকার হোটেল বলতে পারলাম না। তবে খাবারের বাঙালি হোটেল এর নাম বলতে পারি। অর Vellore এর বেশিরভাগ থাকার হোটেল এ আগে থেকে ফোনে রুম বুকিং এর ব্যবস্থা নেই। সরাসরি hotel এ পৌঁছে খোঁজ করতে হবে Room ফাঁকা আছে কিনা, ওখানে অসংখ্য লজ রয়েছে একটা lodge এ ফাঁকা room না পেলে অনেক অনেক lodge আছে আপনি অবশ্যই room পাবেন । নিশ্চিন্তে থাকুন।
আমি যতদূর জানি এখন পর্যন্ত RT-PCR টেস্টের রিপোর্ট শুধুমাত্র যখন পেশেন্টকে হসপিটালে এডমিট করতে হয় (যখন সে ওয়ার্ডে থাকে অপারেশন এর জন্য) তখনই শুধু rt-pcr রিপোর্ট (নেগেটিভ) দরকার পড়ে। এছাড়া অন্যান্য কাজ যেমন ডাক্তার দেখানো, টেস্ট করা, চেকআপ যাবতীয় কাজে কোন রিপোর্ট এর দরকার হয় না। এটা আমি এখন পর্যন্ত হিসেবে বলছি কিন্তু আগামী কয়েকদিনের যদি পরিস্থিতির পরিবর্তন ঘটে তাহলে তখন রিপোর্ট লাগবে কিনা সেটা তো আগে থেকে বলা সম্ভব না আপনি সিএমসির ওয়েবসাইটে একটা নাম্বার আছে সেখানে ফোন করে কনফার্ম হতে পারেন।
@@Duniya_Mderchod_Hei If MRI requires then the treatment cost will be between 20k-40K , ( Excluding Medicine, Food, Travel, Hotel fare and other such expences)
Dada ami 20/2/22 a jbo... 3jon adult r 1 jon children ache... Aktu kachakachi r kom rent (500 r niche) a kon hotel a jbo? R 3 bed room nile ki amra thkte prbo?
@@parthomalakar1724 Double bed room e আলাদা আলাদা দুটো সিঙ্গেল বেড একসঙ্গে করে থাকে, একইরকম ভাবে Triple bed room এ তিনটি আলাদা আলাদা সিঙ্গেল বেড একসঙ্গে করে থাকে। আপনি চাইলে এই bed গুলো কে আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারেন আর চাইলে একসঙ্গে করেও ব্যবহার করতে পারেন। ফোন করে যাওয়ার দরকার হয়না, কারণ এইসব লজে অনলাইন বুকিং এর সিস্টেম নেই, তাই তারা আপনার ফোনের ভিত্তিতে রুম বুক করে রাখবে না । একটা কাজ হতে পারে যদি আপনি পৌঁছনোর একদিন আগে লজে ফোন করে বলে দেন আপনার তিন বেডরুমের একটা রুম দরকার তাহলে তারা তিন বেডরুমের একটা বেড রুম পরিস্কার করে রাখতে পারবে , যদিও তার কোন দরকার হয় না কেননা তাদের ওখানে রুম রেডি থাকে আর অযথা যদি আপনার জন্য তারা পরিষ্কার করে রাখে পরে হয়তো আপনার গিয়ে রুমটা পছন্দ হল না সেই জন্য ফোন করে যাওয়ার দরকার নেই ।
Vellore Narayani Hospital? Chennai Central theke local / express train e Kapadia aste hobe , tarpor katpadi theke Taxi kore Narayani Hospital e jete hobe. Ar jodi Chennai Central theke Taxi book kore directly Narayani Hospital e chole jaben. Abar bus eo Chennai Central theke Vellore porjonto jete paren , tarpor Vellore bus stand theke auto / taxi/ bus e kore Narayani Hospital e jete paren
এখন তো নতুন ভিডিও করা সম্ভব নয় কেননা এখন আমি সিএমসি তে নেই। তবুও যতটুক আমি জানি সেটা বলছি আপনি যদি বাংলাদেশ থেকে যান তাহলে সবার প্রথমে সিএমসি হসপিটাল এর যে আইআরও অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন অফিস আছে সেখানে গিয়ে আপনার ভিসা এবং পাসপোর্ট ইত্যাদির সব ডকুমেন্ট নিয়ে সেখানে কিছু ফর্মালিটি আছে ফরম ফিলাপ করতে হয় সেই কাজটাকে করে নেবেন। এরপর আপনাকে এপয়েন্টমেন্ট বুক করার জন্য সেই অফিসেই যোগাযোগ করতে হবে যদি তারা বলে সেই অফিস থেকেই অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে তাহলে সেখানে করবেন আর যদি সেখানে না করা যায় তাহলে হসপিটালের দুই নাম্বার গেটের সামনেই সিলভার গেট বলে একটা বিল্ডিং আছে সেখানে ঢুকে রিসেপশনে কথা বলবেন। এবার যেহেতু আপনি প্রথমবার যাচ্ছেন তাই আপনার এড্রেস ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে, রেজিস্ট্রেশন করার পর আপনি হসপিটালের থেকে একটা হসপিটাল আইডি কার্ড পাবেন, আর রেজিস্ট্রেশন করার সময় আপনার কি সমস্যা সেটা উনাদেরকে বললে ওনারা উপযুক্ত ডিপার্টমেন্টে আপনাকে এপয়েন্টমেন্ট দিয়ে দেবেন, আর এপয়েন্টমেন্টটা যেহেতু অফলাইনে করছেন সুতরাং তৎক্ষণাৎ যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেটা বলা মুশকিল অ্যাপয়েন্টমেন্ট যখন খালি থাকবে সেই ডেটেই আপনাকে দেওয়া হবে, আর এপয়েন্টমেন্ট আপনি কয়দিন পরে পাবেন সেটা আগে থেকে বলা মুশকিল সেটা তখন তারা অফলাইনে কম্পিউটারে চেক করে বলে দেবেন যে আপনি দুই তিনবার তিনদিন পরে ফোনের ফাঁকা আছে সেটাতে আপনি নেবেন কিনা আপনাকে জিজ্ঞেস করবে যদি আপনি সেটা অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে চান তাহলে টাকা পেমেন্ট করবেন এবং কনফার্ম হয়ে যাবে। offline appointment korleo registration ta apnake online ei korte hobe. ( jodi mobile diye korte paren tahole korben , na hole oder bolen apni online e korte parchen na , tokhon ora registration form apnake debe , apni hate fillup kore oder hate form ta deben , then ora form ta computer e entry kore deben. Kintu amar mote registration form ta online e nijer mobile theke fillup korai valo )
@@ADHELPLINE thank you so much dada 😍❤️ but ami west bengal theke jabo first time jan 3-4 aa First giye hospital card korbo tarpor online registration 🤔 web site theke korbo
@@user-suvo হ্যাঁ ঠিক বলেছেন পশ্চিমবঙ্গ থেকে যদি যান তাহলে সবার প্রথমে হসপিটালে পৌঁছে সিলভার গেটে একটা হলঘাট রয়েছে সেখানে রিসেপশনে কথা বলবেন। রিসেপশন কাউন্টার থেকে আপনাকে বলবে প্রথমে রেজিস্ট্রেশন ফর্মটা নিজের মোবাইল থেকে অনলাইনে ফিলাপ করতে সেই জন্য সিএমসি ওয়েবসাইটে ঢুকে সেখানে রেজিস্ট্রেশন ফর্মটা ফিলাপ করবেন। রেজিস্ট্রেশন ফর্ম এর সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করার পরে একটা আইডি এবং পাসওয়ার্ড আপনার মোবাইলে এসএমএস আকারে যাবে। এবার সেই আইডি এবং পাসওয়ার্ডটা একটা কাগজে লিখে কাউন্টারে কথা বলবেন আপনি কি সমস্যা নিয়ে গেছেন এবং কোন ডাক্তার দেখাতে চান তারা উপযুক্ত ডাক্তারের নাম রেফার করে দেবে বা সাজেস্ট করে দেবে। এরপর আপনার এপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে এবং আপনাকে টাকা পেমেন্ট করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাওয়ার পর আপনি হসপিটাল আইডি কার্ড পেয়ে যাবেন এবং সব মিলিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে 900 টাকা।
কার্ড দিয়ে কিভাবে সুবিধা পাওয়া যায় এই ধারণাটা আমার নেই তবে ওখানে আমি বিভিন্ন ডিপার্টমেন্টের ঘরের ওয়ালে কতগুলো পোস্টার দেখেছিলাম নির্দিষ্ট একটা কাউন্টারের নাম্বার লেখা আছে সেই কাউন্টারে গিয়ে কথা বললে কাজটা হয়ে যাবে কিন্তু সে কাউন্টার নাম্বার টা কত সেটা আমার ঠিক মনে নেই আপনি সেখানে যাওয়ার পরে যেকোনো ইনকোয়ারি কাউন্টার জিজ্ঞেস করবেন ওরা সঠিক উত্তর দিয়ে দেবে।
Dada ami amr ek relative bhia ke nea jbo... Or medical visa, but ami or medical x na.tahole ki amke CMC ty dhukty dibe ki na, bhai r sate ami ki doctor kase jate parbo ki na.bhai help korty parbo ki na
দাদা,আমি জানুয়ারি মাসের ৫ তারিখে আপ্যায়নমেন্ট পেয়েছি, প্রাইভেটভাবে, রিউমাটোলিজি বিভাগে। এখন আমার কি কি করতে হবে। প্রথমে কি c form, নাকি iro, নাকি mro কোনটার পর কোনটা করতে হবে। জানালে উপকৃত হব।
বাংলাদেশ থেকে আসছেন কি? আপনি সিএমসিতে কোন তারিখে পৌঁছবেন ? সবার আগে আপনাকে IRO তে যেতে হবে। সেখানে পাসপোর্ট ভিসা ইত্যাদি আরো কি কি সব কাজ আছে সেটা করে নেবেন। এরপর যেই ডেটে অ্যাপোয়েন্টমেন্ট আছে এবং এপয়েন্টমেন্ট স্লিপে যে টাইম আছে তার আধা ঘন্টা আগে এবারও কাউন্টারে যাবেন। c form সম্পর্কে জানা নেই এটা কি কাজে লাগে ?
হ্যাঁ আমি বাংলদেশ থেকে জাব।ভেলোরে পৌছাব ৩ তারিখ। C form হচ্ছে বিদেশ থেকে জারা জাবে তাদেরকে ওখানকার থানায় নাকি একটি form পূরন করতে হয়। এখন আমি জানতে চাই আগে কি IRO এর কাজ করতে হয় নাকি থানার কাজ করতে হয়
@@soaibtarek7404 এই ব্যাপারটা আমার অতটা জানা নেই । আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি তাই এরকম এক্সপেরিয়েন্স তো আমার হয়নি। তবে আমার মনে হয় আগে IRO তে যাওয়াই ভালো ওখানে গিয়ে শুনে নেবেন । ভেলোর পৌঁছে লজে ঢুকে আর সময় নষ্ট না করে সরাসরি IRO তে চলে যাবেন।
@@RBVLOG1991 IRO = International Relation Office ( ইন্টারন্যাশনাল রিলেশন অফিস বা ইন্টারন্যাশনাল রিলেশন অফিসার) যে সমস্ত পেশেন্টরা অন্যান্য দেশ থেকে CMC VELLORE চিকিৎসা করতে আসে তাদেরকে IRO অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হয়, পেশেন্টের এবং পেশেন্টের আত্মীয়দের পাসপোর্ট নাম্বার ভিসা ইস্যু ডেট কত দিনের ভিসা পেয়েছেন ইত্যাদি জিনিস রেজিস্ট্রেশন করাতে হয়। আপনি সিএমসি তে আসার পর সবার প্রথমে এই অফিসে গিয়ে রেজিস্ট্রেশনটা করিয়ে তারপর ডাক্তার দেখানো শুরু করতে পারবেন। আইআর অফিস ক্যাম্পাসের মধ্যেই রয়েছে।
দাদা, আজ আমি online এ regular private opd তে appointment নিতে গিয়ে দেখি সেটা february march হয়ে যাচ্ছে কিন্তু আমার খুব বেশি late করা যাবে না। operation করতে হবে। কী করব এই মুহূর্তে বুঝতে পারছি না। please একটু সাহায্য করুন। ধন্যবাদ🙏
আপনি আগে CMC চলে যান , সেখানে গিয়ে CMC এর counter এ লাইন দিয়ে Private Appointment নেওয়ার চেষ্টা করবেন।(অ্যাপোয়েন্টমেন্ট নেওয়ার সময় অনলাইন রেজিস্ট্রেশন করার পরে যে আইডি নাম্বার টা পেয়েছেন সেটা উল্লেখ করবেন তাহলে আপনাকে আর রেজিস্ট্রেশন ফরম হাতে ফিলাপ করতে হবে না) যদি প্রাইভেট অ্যাপার্টমেন্ট 2থেকে 3 দিনের মধ্যে পেয়ে যান তাহলে খুব ভালো আর যদি তার থেকে বেশি দেরি হয় তাহলে একটু বেশি পয়সা(private appointment-900/- & alpha clinic appointment 1750/-) দিয়ে আলফা ক্লিনিক এর অ্যাপোয়েন্টমেন্ট নিতে পারেন আর যদি আলফা ক্লিনিক এর অ্যাপোয়েন্টমেন্ট ও তারাতারি না পাওয়া যায় তাহলে CMC এর এমার্জেন্সি তে নিয়ে যাবেন, ওখানে patient কে দেখে যদি Dr. রা মনে করে patient কে immediately ভর্তি করার দরকার আছে তাহলে সরাসরি ওখান থেকে Ward এ এডমিশন পেয়ে যাবে তারপর অপারেশন করাতে পারবেন।
@@mangaldeepmitra264 Online e jodi advance appointment book kore jan tahole obossoi paben, ar jodi okhane giye (December 24th-2nd January)appointment niye chan tahole gurantee diye kichu bola jai na . Peteo paren abar nao pete paren.
@@sammondal7611 KSA RESIDENCY , MYSHUR MANZIL আসলে আপনি যতটা গলির ভিতরে যাবেন তত ভাড়া কমতে থাকবে। প্রধান রাস্তা থেকে যদি আপনি 10-15 মিটার ভিতরে ঢুকে যান তাহলেই লজের দাম অনেক কমে যাবে।
সিএমসি হসপিটাল এর আশেপাশে যে অটোগুলো আছে, ওরা তো মোটামুটি বাংলা বোঝার চেষ্টা করে। বাস একটু প্রবলেম হলেও হতে পারে । তবে ভাষা বাংলা না বুঝলেও যে খুব একটা অসুবিধা হবে তা না জাস্ট আপনি কোথায যেতে চান সেই জায়গার নামটা বললেন এবং উনি আপনাকে কত ভাড়া লাগবে সেটা বলল , এর বেশি তো বিশেষ কোনো কথা হওয়ার দরকার নেই অটোওয়ালার সঙ্গে। হাওড়া স্টেশন থেকে কাটপাটি স্টেশন পর্যন্ত যেতে আপনার বিভিন্ন ট্রেনে বিভিন্ন রকম সময় লাগবে। সব থেকে কম সময়ই যে ট্রেনটি পৌঁছে দেয় সেটার সময় লাগে ২৫ ঘন্টা ৩০ মিনিট । আর মেক্সিমাম সময় নিয়ে যে ট্রেনটা পৌঁছে দেয় সেটাই সময় লাগবে ৩০ ঘন্টা ৩০ মিনিট । এছাড়াও কোন ট্রেন ছাব্বিশ ঘন্টায় কোন ট্রেন ২৭ ঘন্টায় কোনটা ২৯ ঘন্টায় পৌঁছে দেবে। ট্রেনের কত সময় লাগে ট্রেনের ভাড়া কত কোথায় ট্রেনে উঠবেন কোথায় নামবেন ইত্যাদি বিষয়ে যদি আরও তথ্য জানতে চান একটা ভিডিও লিংক দিচ্ছি এই লিংকে টাচ করে ভিডিওটা দেখে নিন সব জানতে পারবেন :- ua-cam.com/video/T60nKQ7PNzU/v-deo.html
এটা ডিসিশন তো আপনাকেই নিতে হবে । আপনার ট্রিটমেন্ট এর ধরন কিরকম সেটা তো আমার জানা নেই । আপনার সঙ্গে কয়জন পেশেন্ট যাবে এবং মোট কয়টা ডিপার্টমেন্ট আপনাকে যেতে হবে সেটার উপর ডিপেন্ড করছে আপনি কত দিন সময় হাতে রাখবেন । তবে আমি একটা উদাহরন দিচ্ছি ধরেন একজন পেশেন্ট যদি যায় এবং তার যদি শুধুমাত্র একটি ডিপার্টমেন্টে দেখালেই চেকআপ কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি দশ দিন বা 12 দিন হাতে রাখতে পারেন ।
দাদা আমি বাংলাদেশ থেকে মায়ের চিকিৎসার জন্য আসবো৷ মায়ের জরায়ু টিউমার থেকে ক্যান্সার৷ সার্জারীর প্রয়োজন পড়তে পারে/সরাসরি কেমো দিতে পারে৷ কিন্তু আমার ট্যুরিস্ট ভিসা ও মায়ের মেডিকেল ভিসা৷ তাহলে কি কোনো সমস্যা হবে? আর মাকে ওয়ার্ডে ভর্তি করালে কি মহিলা এটেন্ডেন্ট ম্যান্ডাটরি?
দেখুন ভিসার ব্যাপারটা আমি অতটা জানিনা কেন না আমি ভারতীয় । আর যদি অপারেশনের সময় ওয়ার্ডে ভর্তি করতে হয় তাহলে ফিমেল এটেনডেন্ট ম্যান্ডেটরি এটা হসপিটাল এর ওয়েবসাইটে দেখতে পাবেন লেখা আছে। (সেজন্য আপনার বাড়িতে বা পরিচিতদের মধ্যে যদি কোনো ভদ্রমহিলা থাকেন তাহলে তাকে অবশ্যই নিয়ে যান) আর যদি আপাতত সম্ভব না হয় কোন ফিমেল এটেনডেন্ট নিয়ে যাওয়ার, তবে এটা নিয়ে অতটা চিন্তা করার কিছু নেই আপনি চলে যান চলে যাওয়ার পরে সমস্ত প্রক্রিয়াগুলো হয়ে যাক প্রাথমিক টেস্টগুলো হয়ে যাক তারপরে যদি Dr. অপারেশন করতে চায় তখন বাড়ি থেকে কোনো ফিমেল এটেনডেন্ট কে এ নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, আগেই সেটা করার দরকার হবে না আমার মতে। কেননা প্রাথমিক টেস্ট করার পর যদি দেখা যায় অপারেশনের দরকার নেই শুধুমাত্র কেমো দিয়েই ছেড়ে দেওয়া হচ্ছে সে ক্ষেত্রে ওয়ার্ডে ভর্তি নাও থাকতে হতে পারে
Video tei dakhano ache to , lodge er name , phone no. , Lodge er card er photo diyechi dakhun ,. Tobu bolchi KSA RESIDENCY , MYSHUR MANZIL ei lodge gulo cmc theke 400 mtr. er modhye , bhara o resonable . Apni video ta puro dakhun sob deoa ache information
রিপিট অ্যাপোয়েন্টমেন্ট তারাই নিতে পারবে যারা আগে একবার সিএমসি তে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল অর্থাৎ যাদের পেশেন্ট আইডি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। রিপিট অ্যাপয়েনমেন্ট নেওয়ার জন্য আপনাকে সিএমসির ওয়েবসাইটে যেতে হবে তারপর পেশেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে তারপর বাদবাকী প্রক্রিয়া প্রথমবারের মতো হবে আমি একটা ভিডিও লিংক দিচ্ছি এই ভিডিওতে দেখে নিন কিভাবে online e appointment বুক করতে হয় ua-cam.com/video/KVUSW8SpiHE/v-deo.html
জেনারেল এপয়েন্টমেন্ট আপনি অনলাইনেও করতে পারবেন। তবে একটা কথা বলছি এত দূর থেকে এত পয়সা খরচ করে যখন যাবেন তাহলে জেনারেল দেখানোর কোন মানে হয় না। জেনারেল এ বসে জুনিয়র ডাক্তাররা। আর প্রাইভেটে বসে সিনিয়র ডাক্তাররা। সেজন্য আপনাকে বলছি যদি সম্ভব হয় সিএমসি পৌঁছে যান সেখানে অফলাইনে ক্যাশ কাউন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করার চেষ্টা করবেন প্রথমে হয়তো আপনার এপয়েন্টমেন্ট ২০ দিন ২৫ দিন দেরিতে দেবে। এরপরে মাঝে মাঝে গিয়ে খোঁজ করতে হবে যদি কোন স্লট ফাঁকা হয়ে যায় তাহলে সেই জায়গায় আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্টটা ট্রান্সফার করে দেবে । এই পদ্ধতিটার নাম হচ্ছে "তৎকাল অ্যাপয়েন্টমেন্ট" এছাড়া আর একটা অপশন আছে সেটা হচ্ছে যে "আলফা ক্লিনিক" যদিও আলফা ক্লিনিক এখন চালু আছে কিনা সেটা বলতে পারছি না করোনা সিচুয়েশনের পর থেকে আলফা ক্লিনিক আপাতত বন্ধ আছে। তবে এর মধ্যে হয়তো খুলে যেতেও পারে। সেজন্য বলছি আপনি আগে সিএমসি পৌঁছে যান। তারপর চেষ্টা করবেন আলফা ক্লিনিকে অ্যাপোয়েন্টমেন্ট বুক করার। আলফা ক্লিনিক নরমাল প্রাইভেট এর মতোই কিন্তু সেখানে ডাক্তারের ভিজিট প্রায় দ্বিগুণ ১৮০০ টাকার মত। যদি আলফা ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান তাহলে আপনি দুই থেকে তিন দিনের মধ্যেই ডাক্তার দেখাতে পারবেন। কিন্তু যদি আলফা ক্লিনিকে অ্যাপোয়েন্টমেন্ট না পান তাহলে নরমাল প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নেবেন যেখানে আপনাকে ভিজিট হিসেবে পেমেন্ট করতে হবে 900 টাকা। তবে এখন যেহেতু দুর্গা পূজার ছুটি চলছে তাই প্রচুর ভিড় ওখানে সহজেই এপয়েন্টমেন্ট পাবেন না। এজন্য প্রথমে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট আপনার ২৫ দিন কিংবা ৩০ দিন দেরিতে হতে পারে। তবে কতদিন দেরি হবে সেটা ডিপেন্ড করে আপনি কোন ডিপার্টমেন্ট দেখাতে চান। কতগুলো ডিপার্টমেন্ট আছে যেগুলোর এপয়েন্টমেন্ট সহজে পাওয়া যায় না যেমন গ্যাসট্রোলজি কার্ডিয়লজি ইউরোলজি, তবে আবার এমন অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলোর এপয়েন্টমেন্ট খুব সহজেই পাবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যেই পেয়ে যেতে পারেন। যাইহোক এভাবে চেষ্টা করে যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান ১৫ দিন বা কুড়ি দিন পরে, এরপর আপনি প্রত্যেকদিন সকালে ক্যাশ কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করবেন তৎকাল অ্যাপয়েন্টমেন্টে করতে চাই তারা কম্পিউটারে চেক করবেন আপনি যে ডিপার্টমেন্ট দেখাতে চান সেখানে কোন স্লট ফাঁকা হয়েছে কিনা, ধরুন যদি পাঁচ দিন বা সাত দিনের মধ্যে কোন স্মার্ট ফাঁকা হয়ে যায় তাহলে আপনার দূরের যে অ্যাপোয়েন্টমেন্ট সেটাকে এই ডেটে ট্রান্সফার করে দেবেন।
@@ShorifulIslam-mz3or সিএমসি তে পারসোনালি গিয়ে তো অবশ্যই অ্যাপোয়েন্টমেন্ট পাবেন সেটা জেনারেল হোক বা প্রাইভেট হোক। কিন্তু অনলাইনেও তো প্রাইভেট এবং জেনারেল এপয়েন্টমেন্ট দুটোই পাওয়া যায়। হতে পারে আপনি আপনার পছন্দমত দিতে পাচ্ছেন না অনেকদিন দেরিতে পাচ্ছেন। তাই বলে অনলাইনে যে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না এই কথাটা মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে আপনার। আপনার এই কমেন্ট দেখে আমি নিজে ট্রাই করে দেখলাম জেনারেল অ্যাপয়েন্টমেন্ট তো পাওয়া যাচ্ছে ( যদি আমি পেমেন্ট পর্যন্ত প্রক্রিয়াটি কমপ্লিট করিনি)
এটার এককথায় উত্তর দেওয়া একটু কঠিন । আপনার অ্যাপোয়েন্টমেন্ট পেতে কতদিন দেরি হবে সেটা নির্ভর করছে আপনি কোন ডিপার্টমেন্ট এর জন্য অ্যাপোয়েন্টমেন্ট নিতে চান, কোন কোন ডিপার্টমেন্টে আপনি নেক্সট দিন এ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন , আবার কয়েকটা ডিপার্টমেন্ট যেগুলোতে ভিড় খুব বেশি হয় সেগুলো হয়তো অ্যাপয়েন্টমেন্ট এতে আপনাকে 3 থেকে 4 দিন ও ওয়েট করতে হতে পারে। যেমন বর্তমানে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টর অ্যাপোয়েন্টমেন্ট পেতে একটু দেরি হচ্ছে মোটামুটি পাঁচ দিন মত ওয়েট করতে হচ্ছে । সেই জন্য আপনি বাড়ি থেকেই অনলাইনে অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে তারপরে ভেলোরে যান ।
@md lavlu sheikh md lavlu sheikh ভেলোরে পৌঁছানোর পর থেকে বলছি, যদি আগে থেকে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন তাহলে সরাসরি যেইদিন অ্যাপোয়েন্টমেন্ট সেই দিন হসপিটালে পৌঁছে যাবেন তাহলেই হয়ে যাবে, আর যদি অনলাইন এ্যাপয়েন্টমেন্ট না করে যান , তাহলে হসপিটালে গিয়ে হাতে ফরম ফিলাপ করে অ্যাপোয়েন্টমেন্ট এর টাকা পেমেন্ট করে আপনার অ্যাপোয়েন্টমেন্ট নিতে হবে।
Officially kau k paben na dovasi hisabe. Tobe Dr. ra khub helpful, tuktak hindi , English misiye apnar problem ta bojhate parlei hobe. Tachhara lodge, hotel e bangla diyei kaj hoye jabe. Tobe hospital e dr. bade onnanno staff jmn cash counter, test lab e vasa niye problem hote pare. Tobe Kaj chalanor moto Hindi or English jana thalke subidha hoto.
বাংলাদেশ থেকে ISD হিসেবে কল করতে হবে , তাই ফোন নম্বরগুলোর আগে , INDIA র ISD code +91 বসিয়ে তারপর কল করুন , আর আপনার মোবাইলে যেন ISD কল করার মত প্যাকেজ থাকে। আর একান্তই যদি ফোন না লাগে , তাহলেও কোন অসুবিধা নেই , কেননা ফোনের মাধ্যমে কোন লজ কিন্তু বুকিং দেয় না, আপনি পার্সোনালি আসবেন তার পরেই আপনাকে রুম দেওয়া হবে। আপনি আগে থেকে কল করে ভোগ করে রাখতে পারবেন না কেননা প্রেমেন্ট যেহেতু করতে পারলেন না সুতরাং আপনার বুকিং confirm হবে না। আর সত্যি কথা বলতে ভেলোরে লজ আগে থেকে বুক করার দরকার ও পড়েনা । আপনি বছরের যেকোনো সময় আসেন না কেন lodge e room অবশ্যই পাবেন।
দাদা আপনাদের মধ্যে কেউ কি স্পাইনাল কর্ড টিউমারের সার্জারি করিয়াছেন কেমন খরচ হয়েছে এখন কেমন আছেন জানালে খুব উপকৃত হতাম আমারও ঠিক একই সমস্যা আমিও সিএমসিতে অপারেশন করাতে চাচ্ছি
Kal apni amar comment er reply diye kichu proshno korechilen.. Tar uttor gulo dilam.. Ami gynecology department e appointment niyechilam.. Tarpor ami onader k boli what's app e j amar date akhono onk deri to apnader jodi kono teleconsultation facility thakle janan .. Tokhon onara janan nai tao jodi special permission korano jai dekhchi,,tarpor somosto report & details cheye pathan ami deoar por amai onara sob check kore bolen apni endocrinologist dakhale beshi valo hobe..apni akta additional appointment niye nin..tai tokhon oi proshno gulo korlam..
Ok , tahole Endocrinologist er appointmen ki ora normal OPD visit option dilo naki special permission diye Tele/video consultation facility dilo. I mean appointment ki final korlen ?
যদি তাড়াতাড়ি অ্যাপোয়েন্টমেন্ট এর ডেট পেতে চান তাহলে একটা ভিডিও লিংক দিচ্ছি এই অপশনটা একটু চিন্তা-ভাবনা করে দেখতে পারেন ua-cam.com/video/eHX-P-KEh5s/v-deo.htmlsi=jlbNo7IH7cXjJOCo কিন্তু এটা করতে গেলে আপনাকে সিএমসি হসপিটাল এ আগে পৌঁছতে হবে তারপর এই অপশনটা আপনি নিতে পারবেন। এই ভিডিও দেখে যদি তৎকাল অ্যাপোয়েন্টমেন্ট সম্পর্কে বুঝতে অসুবিধা হয় তাহলে আর একটা ভিডিও দিচ্ছি এই দুটো ভিডিও দেখলে একদম ক্লিয়ার হবে ধারণাটা ua-cam.com/video/I7x8raGHsHk/v-deo.htmlsi=4yb4hBCU_nFf3Bq5
@@mantudebnath1165 hmm akhon Tele / video consultation bondho ache, Dr. Jodi special permission dei tobei tele / video consultation er appointment poa jai.But 1st time new patients der jonno Regular OPD appointment best
নারায়ণা হসপিটালে গিয়ে যদি আপনি দেবিশেটিকে দেখাতে পারেন তাহলে তো খুবই ভালো । যদিও ওখানে গিয়েও আপনারা ওনার দেখা পাবেন না। খুব জটিল অপারেশন ছাড়া উনি ইন্টারফেয়ার করেন না ।ওই হসপিটালি অন্যান্য সিনিয়র ডাক্তাররা আপনাকে দেখবেন। সেজন্যই বলব যদি বড় কোন অপারেশন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই নারায়ানাতে যান। আর যদি জাস্ট চেকআপের জন্য যাচ্ছেন বা ওষুধ দিয়েই সেরে যাবে এরকম সম্ভাবনা আছে তাহলে যে কোন এক জায়গাতে গেলেই হল কোন অসুবিধা নেই চয়েজ সম্পন্ন আপনার দুটো ইনস্টিটিউশন ই খুব ভালো। অন্যদিকে সিএমসিতে গেলে একটা সুবিধা পাবেন সেখানে সমস্ত রকম ডিপার্টমেন্ট একই হসপিটালে রয়েছে ফলে পেশেন্টের যদি একের বেশি ডিপার্টমেন্ট দেখাতে হয় অথবা পেশেন্টের সাথে যে আত্মীয়-স্বজনরা যাবেন তাদের যদি কোন চেকআপ থাকে সবকিছু এক হসপিটালেই হয়ে যাবে সিএমসি তে গেলে এটাই সুবিধা। তবে সিএমসি সবথেকে বড় অসুবিধা হচ্ছে পেশেন্টের প্রচুর ভিড় তাই চিকিৎসা পেতে কিছুটা দেরি হতে পারে। তবে আগে থেকে যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করে যাওয়া যায় তাহলে খুব একটা দেরি হবে না
দেখুন সিএমসি তে এভাবে ডাক্তারের নাম দিয়ে অ্যাপোয়েন্টমেন্ট নেওয়াটা ঠিক না । গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট এর আন্ডারে অনেকগুলো ইউনিট রয়েছে যেমন গ্যাস্ট্রোলজি 1, গ্যাস্ট্রোলজি 2, গ্যাস্ট্রোলজি3, ইত্যাদি । এরমধ্যে যতদূর জানি গ্যাস্ট্রোলজি একটা সবথেকে ভালো হয় , সুতরাং আপনি গ্যাস্ট্রোলজি বোনের যে সমস্ত ডাক্তারবাবু লিস্ট আছে তাদের থেকে বাছাই করে আপনাকে সিলেক্ট করতে হবে যে এই ডাক্তারের Appointment আপনি নিতে চান । এই ডাক্তারের লিস্ট দেখার জন্য আপনাকে সিএমসির অফিশিয়াল যে গাইডবুক রয়েছে সেটা ডাউনলোড করে দেখতে হবে । আর কিভাবে এই অফিশিয়াল গাইড বুক ডাউনলোড করবেন এবং সেখান থেকে ডাক্তারবাবুদের নাম সিলেক্ট করবেন সেই রিলেটেড একটা ভিডিও অলরেডি চ্যানেলে আছে সেটার লিংক আমি দিয়ে দিচ্ছি এখানে
ভাষা নিয়ে কোন প্রশ্ন থাকলে তার উত্তর জানার জন্য নিচে একটি ভিডিও লিঙ্ক দিলাম সেই ভিডিওতে 17 মিনিট 42 সেকেন্ডের পর থেকে দেখুন উত্তর পেয়ে যাবেন ua-cam.com/video/SY09LR0x0i0/v-deo.html
@@soaibtarek7404 নির্ভর করছে শরীরের কতটুকু অংশ করতে হবে তার উপরে। আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারবো না কারণ অফিসিয়াল রেট কত আছে সেটা আমার এখন জানা নেই। তবে আমার পরিচিত এক পেশেন্টের বাঁ দিকের কানের এমআরআই হয়েছে , সেজন্য তাকে পেমেন্ট করতে হয়েছে ৬০০০ টাকা। অন্য আরেক পেশেন্টের গলায় একটা টিউমার ছিল সেটার এমআরআই করতে তাকে পেমেন্ট করতে হয়েছে আট হাজার টাকা । এর থেকে আপনি ধারণা করতে পারবেন যদি মেরুদন্ডের করতে হয় সেক্ষেত্রে খরচ বেশি হবে । অর্থাৎ ন্যূনতম ৬ হাজার থেকে শুরু করে মেক্সিমাম 12 থেকে 15 হাজারের মধ্যে সমস্ত রকম এমআরআই হয়ে যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা।
আমি সঠিক বলতে পারবোনা, তবে যতদূর বুঝলাম মনে হয় গাইনোকোলজিস্ট দেখালে ভালো হয় । আপনি এতদিন লোকালি কোন ডিপার্টমেন্টের ( জেনারেল মেডিসিন, গাইনোকোলজিস্ট) ডাক্তারকে দেখিয়েছিলেন ? সিএমসিতে ও ওই সেম ডিপার্টমেন্টেই ডাক্তারের কাছে যাবেন তাহলে ভালো হবে। আর অ্যাপোয়েন্টমেন্ট যদি আপনি অ্যাডভান্স অনলাইনে বুক করে যান তাহলে আপনার ডিপার্টমেন্ট সিলেক্ট করার ব্যাপারটা নিজেকেই করতে হবে আর যদি সিএমসি তে গিয়ে তারপরে অ্যাপোয়েন্টমেন্ট নিতে চান তাহলে ওখানে হেল্প ডেস্কে আপনার প্রিভিয়াস যতরকম ডকুমেন্টস রয়েছে প্রেসক্রিপশন টেস্ট রিপোর্ট সেগুলো দেখাবেন তখন ওখান থেকেই আপনাকে বলে দেওয়া হবে যে আপনাকে কোন ডিপার্টমেন্ট দেখাতে হবে।
দাদা আমি দুই এক মাসের মাঝে যাব। Cmc এ খুব ভাল নিউরোমেডিসিন এর ডাক্তার সাজেষ্ট করেন প্লিজ আর আমার ১ টা ২ বেড ও ১ টা ১ বেড রুম দরকার হলে- আর রুমের মাঝে রান্না করা যাবে, এটাচ বাথ আছে ও ওয়াইফাই আছে এমন লজ/হোটেল সাজেষ্ট করেন প্লিজ। যোগাযোগের জন্য ওয়াইফাই লাগবে। আমি বাংলাদেশ হতে আসব
নিউরো মেডিসিনের কোন ডাক্তার ভালো হবে সেটা আমার অতটা জানা নেই, আপনাকে একটা ভিডিও লিংক দিচ্ছি এই লিংকে গিয়ে দেখে নিন, এখানে গিয়ে আপনি হসপিটালের গাইড বুক ডাউনলোড করতে পারবেন, সেই গাইড বুকে নির্দিষ্ট পেজে গিয়ে আপনি দেখতে পারবেন , নিউরো মেডিসিন এর সমস্ত ডাক্তারবাবুদের লিস্ট, এবং এখানে তাদের ডিগ্রিও উল্লেখ করা থাকবে এবং এই সমস্ত দেখে আপনি নির্বাচন করে নিতে পারবেন সঠিক ডাক্তার ভিডিও লিংক ua-cam.com/video/FIHjfVdNsbo/v-deo.html
আপনি যদি মিডিয়াম খরচের মধ্যে হোটেল চান ( ডাবল বেড রুম 350 টাকা, ত্রিপল বেড্রুম 450 টাকা এই রকম দাম পড়বে) তাহলে" মাইসোর মঞ্জিল" নামে একটি লজ আছে সেখানে গেলে এই সমস্ত সুবিধা পাবেন ওয়াইফাই , লিফট ,হসপিটাল থেকে 400 মিটার এর মধ্যেই , পাশাপাশি বাঙ্গালীদের খাবারের অনেকগুলো হোটেল আছে বাঙ্গালীদের খাবারের বাজার আছে , রান্নার ব্যবস্থা ঘরের ভিতর নেই তবে রুমগুলো সামনে যে passage / বারান্দা রয়েছে সেখানে কমন রান্নার জায়গা, প্রতিটি রুমের সঙ্গেই attached টয়লেট । তবে এখানে সিঙ্গেল বেড রুম আছে কিনা সেটা আমার জানা নেই যে আপনাকে খোঁজ নিতে হবে।
আর যদি ভালো কোয়ালিটির লজে থাকতে চান ( ধরুন ডাবল বেডের রুমের যে ভাড়া সেটা পড়বে বার্থডে 600/700 টাকা)তাহলে আপনাকে যেতে হবে Dawn Bakery বলে একটি বেকারি আছে তার উপরে যে সমস্ত রুম গুলো আছে সেগুলো ভালো কোয়ালিটি।
@@ADHELPLINE অসংখ্য ধন্যবাদ দাদা। পাসপোর্ট এর নাম সংশোধনে দেওয়া - ওটা হলেই এল্প্যেন্টমেন্ট নিব। সাথে মা খালা থাকবেন একারনে ৩০০ এর যায়গায় ৪০০-৪৫০ হলেও একটু ভাল খুজতেছি আর কি। আর ভারতে বসে এদেশে যোগাযোগ রাখতে নেট টা জরুরী আমার জন্য :/
Thank you vaiya, খুব সুন্দর একটা মানসিকতা, এই এডভাইস এরমাধ্যমে অনেক মানুষ উপকৃত হবেন,,ধন্য বাদ।পশ্চিম বঙ্গ,ভারত ।
অনেক সুন্দর উপস্থাপনা❤️❤️❤️❤️❤️
খুব ভালো লেগেছে❤️❤️❤️❤️
It is helffull instruction for any new pation in the cmc hospital.
খুব ভাল করে বুঝিয়ে দিয়েছেন ধন্যবাদ
Thanks for this informative and useful videos
Khub valo bujhiyechen
আপনার 1st ভিডিও দেখেছি । বেশ ভালো লেগেছিল । এই ভিডিওটিও খুব ভালো লাগলো । ধন্যবাদ দাদা । Love from Kolkata.
ধন্যবাদ 🙏
ধন্যবাদ, অনেক বিষয় জানতে পারলাম।
❤️
ভাল লাগলো৷
খুব সুন্দর করে বুঝালেন
Vai valo ekta ENT ke???ki kore jante parbo ektu bolte parbe tahole khubi opokar hoto
ভাই আপনার কথাবার্তা গুলো খুব ভালো লাগলো।
❤️
ধন্যবাদ অনেক কিছুই ধারণা পেলাম
Thank u 👍
Khub valo video korechen
thank u
এতো সুন্দর উপস্থাপনা আর কখনো দেখিনাই। পরামর্শ দিলে খুশি হবো। আমি এবং আমার আরেক ভাই যাবো cmc তে। আপনার ভিডিও দেখে ভাবতেছি এয়ারে যাবো এবং বাকি পথটা ট্রেনে যাবো। এখন সেখানে গিয়ে সিনিয়র ডাক্তার দেখাতে গেলে কি করতে হবে এবং আমাদের আগে থেকে কোন এপোয়েন্টমেন্ট করা নেই। অল্প সময়ে ডাক্তার দেখানো থেকে বাংলাদেশে আশা যাবে কিভাবে??
আগে থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে তারপর গেলে বেশি সময় লাগে না।
যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না করে সরাসরি পৌঁছে গিয়ে অফলাইন এপয়েন্টমেন্ট নিতে চান তাহলে নরমাল প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টে অনেক সময় লাগবে। ( যদিও বিভিন্ন ডিপার্টমেন্টের এপয়েন্টমেন্ট পেতে বিভিন্ন রকম সময় লাগে)
তাড়াতাড়ি দেখাতে হলে একটা অপশন আছে Alpha Clinic এর, তবে এখানকার ডাক্তারদের ভিজিট নরমাল প্রাইভেট এর থেকে দ্বিগুণ, আলফা ক্লিনিকের ভিজিট 1800 টাকার মতো , আর আলফা ক্লিনিক এর এপয়েন্টমেন্ট অনলাইনে পাবেন না সেখানে গিয়ে পার্সোনালি করতে হবে।
তবে বর্তমানে আলফা ক্লিনিক চালু আছে কিনা জানা নেই গিয়ে খোঁজ নেবেন।
আর দ্বিতীয় অপশন হচ্ছে নরমালি প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট করে , যদি দেখেন ডেট অনেক দেরিতে পড়ছে তাহলে সেটাকে কনভার্ট করতে হবে "তৎকাল এপয়েন্টমেন্টে"
ভাই ডাবল এন্ট্রি ভিসায় গিয়ে কি ডাক্তার দেখানো যাবে সি এম সি তে?
খুব ভালো
Many helpful many many thank dada.
খুব সুন্দর বক্তব্য, সবার জন্য উপকার হবে। ধন্যবাদ আপনাকে।
🙏
Amra December er majhe jacchi tobe cmc noi narayani hospital,
Oi somoi doctor ki available thakbe narayani hospital a?
eta valo Jani na. Tobe mone hoi thakbe ,
Dada kindly kon kon goli te kom rent er room pawa jabe jana ben
Video te dakhaichi to , clearly bole diyechi , dakhun valo kore
ভাই,আমি রিউমাটোলিজি আর্থাইটিজ দেখাতে ছিএমসি হসপিটাল জাব।ওখানে জেনারেলে দেখালে টেস্টে জে খরচ হবে প্রাইভেটভাবে দেখালে কি তার চেয়ে বেশি খরচ হবে। দয়া করে জানাবেন
General/ Private jai dakan na kno test er khoroch ak e hobe. Tai Private ei dakhale bhalo hobe apnar, Private e senior dr . ra dakhe & General e junior dr. ra dakhe
খুব ভালো লাগলো, ধন্যবাদ দাদা
🙏
ভাই অসাধারণ একটা পোস্ট। ধন্যবাদ। ভাইয়া আমার মেয়ের aplasia cutis congenita রোগ। স্কিন সার্জারী করতে বলেছে বাংলাদেশ এর ডাক্টার। Cmc তে কিভাবে ও কোথায় দেখাবো। আমি 16/02/23 এ ভিসা পাবো। জানালে উপকৃত হব।
ভাই আপনি চিকিৎসা নিলে আমাকে একটু জানাইয়েন আমিও ইন্ডিয়া যেতে চাই
Dada amra agamikal india jacci.
Gastroenterology doctor er appointment nilam. Kintu somossa holo amder appointment a amra attendence add korte fule gia c. Akhon doctor er chember a amra ki rugir sathe j keu dhukte parbo?
হ্যাঁ রোগীর সাথে যে কোন একজন গেলেই হবে সেরকম ভাবে আগে থেকে রেজিস্টার না করলেও হয়।
কোন অসুবিধা হলে আপনি আমার এই ভিডিওতে ও কমেন্ট করে জানতে চাইতে পারেন অথবা আমার ইমেইল আইডি দিচ্ছি এখানে মেইল করেও আপনার প্রশ্ন থাকলে করতে পারেন
atclub.18@gmail.com
Onk dhonnobad dada.
Dada return ticket Kadin pr karle bhalo hbe ?
2nd appointment katadin par pawajabe ?
দেখুন এই ব্যাপারটা নিশ্চিত করে একবারে বলা সম্ভব না । আমি যেমন এই নিয়ে দশবার মত সিএনসি গেলাম , আমি যেহেতু একটা ডিপার্টমেন্টেই চেকআপ করে চলে আসি সুতরাং আমি দশ দিন মতো সময় হাতে নিয়ে তারপরে ট্রেন টিকিট কাটি ,
আপনি হাতে কতদিন সময় রাখবেন সেটি নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর , যেমন আপনারা মোট কয়টি ডিপার্টমেন্টে দেখাতে চান ? শুধু চেকআপ না অপারেশনের দরকার পড়তে পারে? বাড়ি থেকেই অনলাইনে অ্যাপোয়েন্টমেন্ট কেটে নিয়ে যাবেন না ওখানে গিয়ে সরাসরি অ্যাপোয়েন্টমেন্ট নেবেন ?
ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে আপনাকে রিটার্ন টিকিট এর সময় নির্বাচন করতে হবে অর্থাৎ কতদিন পরে টিকিট করবেন।
তবে যদি এটাই আপনার প্রথমবার হয় তাহলে প্রথমবার advance Return টিকেট করে নিয়ে না গিয়ে ওখানে গিয়ে প্রথম ছয় সাত দিন দেখলে আপনি একটা আন্দাজ করতে পারবে যে আর কতদিন লাগতে পারে তারপর টিকিট টা করে নিতে পারবেন।
আর এখন রেল flight দুটোরই টিকিট অনলাইনে হয় , তাই আপনি যদি নিজেই মোবাইল /laptop থেকে অনলাইন টিকিট করতে পারেন তাহলে খুব ভালো , নয় তো আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত টিকিট কাটার সাইবার ক্যাফে গুলো আছে , সেখানে আপনার নাম এড্রেস ইত্যাদি তথ্য আগে থেকে দিয়ে যান , ভেলোরে গিয়ে ডাক্তার দেখানো হয়ে গেলে প্রথম দুই তিনদিন পরে আপনি বুঝতে পারবেন যে আর কতদিন লাগতে পারে তখন সেই হিসেব করে একটা ডেট ঠিক করে আপনার বাড়ির পাশের যে Cyber cafe আছে সেখানে ফোন করে বলে দেবেন যে দাদা আমার টিকিটটা ___তারিখের কেটে দিন তারপর তিনি সেই টিকিট টা কাটা হয়ে গেলে পিডিএফ ফাইল করে আপনার হোয়াটসঅ্যাপে বা ইমেইলে পাঠিয়ে দেবে তাহলে আপনারা খুব বেশি অতিরিক্ত চার্জ দিতে হবে না ।
খুবই দরকার
Dada appointment dater kotodin age hospital a pousate hobe?mane ami boltesi jodi akdin age pousai tahole kono dik diye agia thakbo?
খুব বেশি আগে পৌঁছে বিশেষ কোন লাভ নেই, তবে অ্যাপোয়েন্টমেন্ট এর একদিন আগে সিএমসি পৌঁছানো ভালো, তাহলে আপনি লস টিক করে আপনার রুমটা মোটামুটি গুছিয়ে নিতে পারবেন খাবার দাবারের ব্যাবস্থা জলের ব্যবস্থা ইত্যাদি সব রেডি করে তার পরের দিন থেকে হসপিটালের কাজে মনোযোগ দিতে পারবেন,
এছাড়া আপনি যদি প্রথম বার সিএমসি যাচ্ছেন তাহলে একদিন আগে গেলে আপনি আপনার হসপিটাল আইডি কার্ড গুলো সংগ্রহ করে রাখতে পারবেন, আর যদি OPAD সার্ভিসের সুবিধা নিতে চান তাহলে একদিন আগেই আপনি আপনার হসপিটাল আইডি কার্ডে কিছু ব্যালেন্স এড করে রাখতে পারেন তাহলে পরের দিন থেকে হসপিটাল এর সমস্ত প্রেমেন্ট আপনি ওই কার্ড থেকে করতে পারবেন আপনাকে বেশি আর লাইনে দাঁড়াতে হবে না।
Treatment er jonno ki medical visa must.Na ki visit visa diya choto khato oparetion soho treatment kora jabe?
jabe
Cholesterol / sugar and liver hole kon department e Dr dekhabo
1st e Medicine er Dr. dakhate hobe , jehetu onek rokom problem.
Pore medicine er dr. nirdisto department e reffer kore debe dorkar porle.
Vericos vain er treatment er jonno ami kon department (Private) er Dr. Appointment Nebo?
Vascular Surgery OR General Surgery
চেন্নাই ও ব্যাঙ্গালোরের মধ্যে Vascular Surgery Department কোন হসপিটালে ভাল হবে জানালে উপকৃত হব। ধন্যবাদ
@@usufrabbaniahamed8089 দুইটা hospital ই ভালো। তবে Bangalore যেতে পারেন।
Bangalore এ কোন হসপিটালের vascular surgery department ভালো? যদি আপনার জানা থাকে তাহলে কাইন্ডলি জানাবেন।
@@usufrabbaniahamed8089 Bhalo idea nai , Jodi CMC , Vellore somporke jante chaile bolte pari
Dada,amar appointment 21 december.sei time gale ki khub prblm hbe .
Janben please??
Khub besi problem hobe na.
Jete paren. 👍
Tobe 25th Dec theke 2nd January porjonto onek dr. & Hospital stuff ra chhuti te chole jai , fole apnake 2-1 din extra wait korte hote pare kono boro test korar jonno ba dr. k 2nd time dakhanor somoy . Ar kono problem hoi na.
.
@@ADHELPLINE Thank you.
বিস্তারিত জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার একটি প্রশ্ন ছিলো। CMC হাসপাতালের কাছে কোন মুসলিম বাঙালি হোটেল আছে??? থাকলে নাম কি?এবং সরাসরি গেলে কি রুম পাওয়া যাবে?
মুসলিম বাঙালি বলতে? হোটেলের মালিক ? তামিল মুসলিম মালিকের lodge আছে বেশ কিছু। তামিল হিন্দু মালিকের lodge ও আছে অনেক ।
তবে বাঙালি-মুসলিম লজ এর কোন নাম আমার জানা নেই।
সেই রকমভাবে শর্ত যুক্ত কোন থাকার হোটেল বলতে পারলাম না। তবে খাবারের বাঙালি হোটেল এর নাম বলতে পারি।
অর Vellore এর বেশিরভাগ থাকার হোটেল এ আগে থেকে ফোনে রুম বুকিং এর ব্যবস্থা নেই। সরাসরি hotel এ পৌঁছে খোঁজ করতে হবে Room ফাঁকা আছে কিনা, ওখানে অসংখ্য লজ রয়েছে একটা lodge এ ফাঁকা room না পেলে অনেক অনেক lodge আছে আপনি অবশ্যই room পাবেন । নিশ্চিন্তে থাকুন।
তামিল মুসলিম হোটেলের নাম কি?? সেটা কি হাসপাতালের কাছে?
@@rafiamou1910 Myshor Manzil , KSA RESÍDENCY হসপিটাল এর পাশাপাশি।
অনেক অনেক ধন্যবাদ
Big thank you 👌👌👌🙏🙏❤❤❤
CMC Vellore e RT_PCR report kore niye jete hobe?RT_PCR chara treatment hobe?
আমি যতদূর জানি এখন পর্যন্ত RT-PCR টেস্টের রিপোর্ট শুধুমাত্র যখন পেশেন্টকে হসপিটালে এডমিট করতে হয় (যখন সে ওয়ার্ডে থাকে অপারেশন এর জন্য) তখনই শুধু rt-pcr রিপোর্ট (নেগেটিভ) দরকার পড়ে।
এছাড়া অন্যান্য কাজ যেমন ডাক্তার দেখানো, টেস্ট করা, চেকআপ যাবতীয় কাজে কোন রিপোর্ট এর দরকার হয় না।
এটা আমি এখন পর্যন্ত হিসেবে বলছি কিন্তু আগামী কয়েকদিনের যদি পরিস্থিতির পরিবর্তন ঘটে তাহলে তখন রিপোর্ট লাগবে কিনা সেটা তো আগে থেকে বলা সম্ভব না আপনি সিএমসির ওয়েবসাইটে একটা নাম্বার আছে সেখানে ফোন করে কনফার্ম হতে পারেন।
Excellent 👍 bhai❤️❤️
Hello brother i will be going on 28th may.. Is this hospital is best for any treatment...?? Please say your review
Yes the hospital provides best quality treatment at minimum expenses. But some departments are overcrowded & you have to stand in long queues .
@@ADHELPLINE I have nerves weakness not diseases.. What will be the cost according to your ideas..??
@@Duniya_Mderchod_Hei If MRI requires then the treatment cost will be between 20k-40K , ( Excluding Medicine, Food, Travel, Hotel fare and other such expences)
@@ADHELPLINE hmmm except medicine others expenses depends on me na
❤❤❤❤
Dada ami 20/2/22 a jbo...
3jon adult r 1 jon children ache...
Aktu kachakachi r kom rent (500 r niche) a kon hotel a jbo? R 3 bed room nile ki amra thkte prbo?
Hmm 3 beded room nile hoye jabe.
Myshur Manzil , KSA RESIDENCY egoloi CMC er pase ( 300 mtr. er modhye) ar vara o 500 er kom e hoye jabe .
@@ADHELPLINE ok dada
@@ADHELPLINE dada 3 bed room a ki 2 to bed thkbe na aksathe akta boro bed thkbe?
R hotel ki age phn kore jbo.?
@@parthomalakar1724 Double bed room e আলাদা আলাদা দুটো সিঙ্গেল বেড একসঙ্গে করে থাকে,
একইরকম ভাবে Triple bed room এ তিনটি আলাদা আলাদা সিঙ্গেল বেড একসঙ্গে করে থাকে।
আপনি চাইলে এই bed গুলো কে আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারেন আর চাইলে একসঙ্গে করেও ব্যবহার করতে পারেন।
ফোন করে যাওয়ার দরকার হয়না, কারণ এইসব লজে অনলাইন বুকিং এর সিস্টেম নেই, তাই তারা আপনার ফোনের ভিত্তিতে রুম বুক করে রাখবে না ।
একটা কাজ হতে পারে যদি আপনি পৌঁছনোর একদিন আগে লজে ফোন করে বলে দেন আপনার তিন বেডরুমের একটা রুম দরকার তাহলে তারা তিন বেডরুমের একটা বেড রুম পরিস্কার করে রাখতে পারবে , যদিও তার কোন দরকার হয় না কেননা তাদের ওখানে রুম রেডি থাকে আর অযথা যদি আপনার জন্য তারা পরিষ্কার করে রাখে পরে হয়তো আপনার গিয়ে রুমটা পছন্দ হল না সেই জন্য ফোন করে যাওয়ার দরকার নেই ।
@@ADHELPLINE ok dada... R bolchi maysur/ksa hotel ki auto stand r gali r kacha kachi... Tmr video te je location ta delhiyocho...
Heart er treatment er jonno kothi vlo hoby?
Narayan Hridayalay , Bangalore , Dr. Debi Setti
CMC o khub e bhalo
Chennai Central theke narayani hospital kivabe jabo?
Vellore Narayani Hospital? Chennai Central theke local / express train e Kapadia aste hobe , tarpor katpadi theke Taxi kore Narayani Hospital e jete hobe.
Ar jodi Chennai Central theke Taxi book kore directly Narayani Hospital e chole jaben.
Abar bus eo Chennai Central theke Vellore porjonto jete paren , tarpor Vellore bus stand theke auto / taxi/ bus e kore Narayani Hospital e jete paren
দাদা একদম প্রথম এ গিয়ে কী করতে হবে হসপিটাল এ offline a appointment pls একটা ভিডিও করো
এখন তো নতুন ভিডিও করা সম্ভব নয় কেননা এখন আমি সিএমসি তে নেই।
তবুও যতটুক আমি জানি সেটা বলছি আপনি যদি বাংলাদেশ থেকে যান তাহলে সবার প্রথমে সিএমসি হসপিটাল এর যে আইআরও অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন অফিস আছে সেখানে গিয়ে আপনার ভিসা এবং পাসপোর্ট ইত্যাদির সব ডকুমেন্ট নিয়ে সেখানে কিছু ফর্মালিটি আছে ফরম ফিলাপ করতে হয় সেই কাজটাকে করে নেবেন। এরপর আপনাকে এপয়েন্টমেন্ট বুক করার জন্য সেই অফিসেই যোগাযোগ করতে হবে যদি তারা বলে সেই অফিস থেকেই অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে তাহলে সেখানে করবেন আর যদি সেখানে না করা যায় তাহলে হসপিটালের দুই নাম্বার গেটের সামনেই সিলভার গেট বলে একটা বিল্ডিং আছে সেখানে ঢুকে রিসেপশনে কথা বলবেন।
এবার যেহেতু আপনি প্রথমবার যাচ্ছেন তাই আপনার এড্রেস ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে, রেজিস্ট্রেশন করার পর আপনি হসপিটালের থেকে একটা হসপিটাল আইডি কার্ড পাবেন, আর রেজিস্ট্রেশন করার সময় আপনার কি সমস্যা সেটা উনাদেরকে বললে ওনারা উপযুক্ত ডিপার্টমেন্টে আপনাকে এপয়েন্টমেন্ট দিয়ে দেবেন, আর এপয়েন্টমেন্টটা যেহেতু অফলাইনে করছেন সুতরাং তৎক্ষণাৎ যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেটা বলা মুশকিল অ্যাপয়েন্টমেন্ট যখন খালি থাকবে সেই ডেটেই আপনাকে দেওয়া হবে, আর এপয়েন্টমেন্ট আপনি কয়দিন পরে পাবেন সেটা আগে থেকে বলা মুশকিল সেটা তখন তারা অফলাইনে কম্পিউটারে চেক করে বলে দেবেন যে আপনি দুই তিনবার তিনদিন পরে ফোনের ফাঁকা আছে সেটাতে আপনি নেবেন কিনা আপনাকে জিজ্ঞেস করবে যদি আপনি সেটা অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে চান তাহলে টাকা পেমেন্ট করবেন এবং কনফার্ম হয়ে যাবে।
offline appointment korleo registration ta apnake online ei korte hobe. ( jodi mobile diye korte paren tahole korben , na hole oder bolen apni online e korte parchen na , tokhon ora registration form apnake debe , apni hate fillup kore oder hate form ta deben , then ora form ta computer e entry kore deben. Kintu amar mote registration form ta online e nijer mobile theke fillup korai valo )
@@ADHELPLINE thank you so much dada 😍❤️
but ami west bengal theke jabo first time jan 3-4 aa
First giye hospital card korbo tarpor online registration 🤔 web site theke korbo
@@ADHELPLINE first giye silver gate building aa jeta hoba tarpor sob 🤔
@@user-suvo হ্যাঁ ঠিক বলেছেন পশ্চিমবঙ্গ থেকে যদি যান তাহলে সবার প্রথমে হসপিটালে পৌঁছে সিলভার গেটে একটা হলঘাট রয়েছে সেখানে রিসেপশনে কথা বলবেন। রিসেপশন কাউন্টার থেকে আপনাকে বলবে প্রথমে রেজিস্ট্রেশন ফর্মটা নিজের মোবাইল থেকে অনলাইনে ফিলাপ করতে সেই জন্য সিএমসি ওয়েবসাইটে ঢুকে সেখানে রেজিস্ট্রেশন ফর্মটা ফিলাপ করবেন। রেজিস্ট্রেশন ফর্ম এর সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করার পরে একটা আইডি এবং পাসওয়ার্ড আপনার মোবাইলে এসএমএস আকারে যাবে। এবার সেই আইডি এবং পাসওয়ার্ডটা একটা কাগজে লিখে কাউন্টারে কথা বলবেন আপনি কি সমস্যা নিয়ে গেছেন এবং কোন ডাক্তার দেখাতে চান তারা উপযুক্ত ডাক্তারের নাম রেফার করে দেবে বা সাজেস্ট করে দেবে। এরপর আপনার এপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে এবং আপনাকে টাকা পেমেন্ট করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাওয়ার পর আপনি হসপিটাল আইডি কার্ড পেয়ে যাবেন এবং সব মিলিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে 900 টাকা।
ua-cam.com/video/eHX-P-KEh5s/v-deo.html
এই লিংকে টাচ করে ভিডিওটা দেখুন এখানে সিলভার গেট দেখানো আছে।
দাদা double vaccine and shingle vaccine যাবো????
ভ্যাকসিনের কোন বাধ্যবাধকতা নেই। সম্পূর্ণ আপনার উপর , আপনার যদি মনে হয় যাবেন ,তাহলে যাবেন কোন অসুবিধা নেই।
Dada ekhane WB health scheme card ta kibhabe apply korbo ektu bolben plz
কার্ড দিয়ে কিভাবে সুবিধা পাওয়া যায় এই ধারণাটা আমার নেই তবে ওখানে আমি বিভিন্ন ডিপার্টমেন্টের ঘরের ওয়ালে কতগুলো পোস্টার দেখেছিলাম নির্দিষ্ট একটা কাউন্টারের নাম্বার লেখা আছে সেই কাউন্টারে গিয়ে কথা বললে কাজটা হয়ে যাবে কিন্তু সে কাউন্টার নাম্বার টা কত সেটা আমার ঠিক মনে নেই আপনি সেখানে যাওয়ার পরে যেকোনো ইনকোয়ারি কাউন্টার জিজ্ঞেস করবেন ওরা সঠিক উত্তর দিয়ে দেবে।
@@ADHELPLINE অনেক ধন্যবাদ
দাদা আমার ছেলের অটিজম আলফা ক্লিনিকে দেখানো যাবে কি
Sorry ei information ta amar jana nai.
Special clinic for Autism
By appointment only Ph : 0416-2284307
ekhane call kore dekhte paren
ধন্যবাদ
ভাই, CMC তে medical genetics department কোন ক্যাম্পাসে & কত তম ফ্লোরে? আর প্রাইভেট এপোয়েটমেন্ট কত নাম্বার রুমে দেখে।কি কি বারে দেখে & কোন টাইমে দেখে।
Medical Genetics, OT block,
5th Floor
e-mail id:- medgen@cmcvellore.ac.in
এটা কি main campus/building a
@@md.hasibuzzamansourov9992 Hmm
@@ADHELPLINE ভাই,প্রাইভেট appointment কি কি বার & কোন কোন সময়ে দেখে & কত নাম্বার রুমে দেখে, জানালে খুব উপকার হতো।
ধন্যবাদ ❤️
@@md.hasibuzzamansourov9992 eta amar jana nai vai. 👍
Dada ami amr ek relative bhia ke nea jbo... Or medical visa, but ami or medical x na.tahole ki amke CMC ty dhukty dibe ki na, bhai r sate ami ki doctor kase jate parbo ki na.bhai help korty parbo ki na
"Medical X " eta amar jana nai.
Amar bari west Bengal e , tai amar visa er bepar e knowledge nai.
Parbe
দাদা,আমি জানুয়ারি মাসের ৫ তারিখে আপ্যায়নমেন্ট পেয়েছি, প্রাইভেটভাবে, রিউমাটোলিজি বিভাগে। এখন আমার কি কি করতে হবে। প্রথমে কি c form, নাকি iro, নাকি mro কোনটার পর কোনটা করতে হবে। জানালে উপকৃত হব।
বাংলাদেশ থেকে আসছেন কি? আপনি সিএমসিতে কোন তারিখে পৌঁছবেন ? সবার আগে আপনাকে IRO তে যেতে হবে। সেখানে পাসপোর্ট ভিসা ইত্যাদি আরো কি কি সব কাজ আছে সেটা করে নেবেন। এরপর যেই ডেটে অ্যাপোয়েন্টমেন্ট আছে এবং এপয়েন্টমেন্ট স্লিপে যে টাইম আছে তার আধা ঘন্টা আগে এবারও কাউন্টারে যাবেন। c form সম্পর্কে জানা নেই এটা কি কাজে লাগে ?
হ্যাঁ আমি বাংলদেশ থেকে জাব।ভেলোরে পৌছাব ৩ তারিখ। C form হচ্ছে বিদেশ থেকে জারা জাবে তাদেরকে ওখানকার থানায় নাকি একটি form পূরন করতে হয়। এখন আমি জানতে চাই আগে কি IRO এর কাজ করতে হয় নাকি থানার কাজ করতে হয়
@@soaibtarek7404 এই ব্যাপারটা আমার অতটা জানা নেই । আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি তাই এরকম এক্সপেরিয়েন্স তো আমার হয়নি। তবে আমার মনে হয় আগে IRO তে যাওয়াই ভালো ওখানে গিয়ে শুনে নেবেন । ভেলোর পৌঁছে লজে ঢুকে আর সময় নষ্ট না করে সরাসরি IRO তে চলে যাবেন।
স্যার iro এটা কি একটু বুঝিয়ে দিবেন প্লীজ
@@RBVLOG1991 IRO = International Relation Office
( ইন্টারন্যাশনাল রিলেশন অফিস বা ইন্টারন্যাশনাল রিলেশন অফিসার)
যে সমস্ত পেশেন্টরা অন্যান্য দেশ থেকে CMC VELLORE চিকিৎসা করতে আসে তাদেরকে IRO অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হয়, পেশেন্টের এবং পেশেন্টের আত্মীয়দের পাসপোর্ট নাম্বার ভিসা ইস্যু ডেট কত দিনের ভিসা পেয়েছেন ইত্যাদি জিনিস রেজিস্ট্রেশন করাতে হয়।
আপনি সিএমসি তে আসার পর সবার প্রথমে এই অফিসে গিয়ে রেজিস্ট্রেশনটা করিয়ে তারপর ডাক্তার দেখানো শুরু করতে পারবেন। আইআর অফিস ক্যাম্পাসের মধ্যেই রয়েছে।
দাদা, আজ আমি online এ regular private opd তে appointment নিতে গিয়ে দেখি সেটা february march হয়ে যাচ্ছে কিন্তু আমার খুব বেশি late করা যাবে না। operation করতে হবে। কী করব এই মুহূর্তে বুঝতে পারছি না। please একটু সাহায্য করুন। ধন্যবাদ🙏
আপনি আগে CMC চলে যান , সেখানে গিয়ে CMC এর counter এ লাইন দিয়ে Private Appointment নেওয়ার চেষ্টা করবেন।(অ্যাপোয়েন্টমেন্ট নেওয়ার সময় অনলাইন রেজিস্ট্রেশন করার পরে যে আইডি নাম্বার টা পেয়েছেন সেটা উল্লেখ করবেন তাহলে আপনাকে আর রেজিস্ট্রেশন ফরম হাতে ফিলাপ করতে হবে না)
যদি প্রাইভেট অ্যাপার্টমেন্ট 2থেকে 3 দিনের মধ্যে পেয়ে যান তাহলে খুব ভালো আর যদি তার থেকে বেশি দেরি হয় তাহলে একটু বেশি পয়সা(private appointment-900/- & alpha clinic appointment 1750/-) দিয়ে আলফা ক্লিনিক এর অ্যাপোয়েন্টমেন্ট নিতে পারেন
আর যদি আলফা ক্লিনিক এর অ্যাপোয়েন্টমেন্ট ও তারাতারি না পাওয়া যায় তাহলে CMC এর এমার্জেন্সি তে নিয়ে যাবেন, ওখানে patient কে দেখে যদি Dr. রা মনে করে patient কে immediately ভর্তি করার দরকার আছে তাহলে সরাসরি ওখান থেকে Ward এ এডমিশন পেয়ে যাবে তারপর অপারেশন করাতে পারবেন।
December er ei time e gele ki professor doctor der dekhate parbo...??
@@mangaldeepmitra264 Online e jodi advance appointment book kore jan tahole obossoi paben, ar jodi okhane giye (December 24th-2nd January)appointment niye chan tahole gurantee diye kichu bola jai na . Peteo paren abar nao pete paren.
Monthly rent a House rent pawa jai na?
jai. Okhane j kono lodge er reception e giye khoj korben ora dakhiye debe .
দাদা আমি একাই যাবো ডেন্টাল ডিপার্টমেন্ট এ দেখাবো.... একার জন্য কী রুম দেবে?
Hmm obossoi debe.
@@ADHELPLINE দাদা হোটেল 300টাকার এর মধ্যে হোটেল নাম বলুন
@@sammondal7611 KSA RESIDENCY , MYSHUR MANZIL আসলে আপনি যতটা গলির ভিতরে যাবেন তত ভাড়া কমতে থাকবে। প্রধান রাস্তা থেকে যদি আপনি 10-15 মিটার ভিতরে ঢুকে যান তাহলেই লজের দাম অনেক কমে যাবে।
Tnkx
ভাইয়া বাস বা ট্যাক্সি ওয়ালাকে বাংলা বললে বুঝতে পারবে।আর কলকাতা থেকে কাটপাট ইস্টেশনে যাইতে কতদিন লাগে
সিএমসি হসপিটাল এর আশেপাশে যে অটোগুলো আছে, ওরা তো মোটামুটি বাংলা বোঝার চেষ্টা করে। বাস একটু প্রবলেম হলেও হতে পারে ।
তবে ভাষা বাংলা না বুঝলেও যে খুব একটা অসুবিধা হবে তা না জাস্ট আপনি কোথায যেতে চান সেই জায়গার নামটা বললেন এবং উনি আপনাকে কত ভাড়া লাগবে সেটা বলল , এর বেশি তো বিশেষ কোনো কথা হওয়ার দরকার নেই অটোওয়ালার সঙ্গে।
হাওড়া স্টেশন থেকে কাটপাটি স্টেশন পর্যন্ত যেতে আপনার বিভিন্ন ট্রেনে বিভিন্ন রকম সময় লাগবে।
সব থেকে কম সময়ই যে ট্রেনটি পৌঁছে দেয় সেটার সময় লাগে ২৫ ঘন্টা ৩০ মিনিট ।
আর মেক্সিমাম সময় নিয়ে যে ট্রেনটা পৌঁছে দেয় সেটাই সময় লাগবে ৩০ ঘন্টা ৩০ মিনিট ।
এছাড়াও কোন ট্রেন ছাব্বিশ ঘন্টায় কোন ট্রেন ২৭ ঘন্টায় কোনটা ২৯ ঘন্টায় পৌঁছে দেবে।
ট্রেনের কত সময় লাগে ট্রেনের ভাড়া কত কোথায় ট্রেনে উঠবেন কোথায় নামবেন ইত্যাদি বিষয়ে যদি আরও তথ্য জানতে চান একটা ভিডিও লিংক দিচ্ছি এই লিংকে টাচ করে ভিডিওটা দেখে নিন সব জানতে পারবেন :- ua-cam.com/video/T60nKQ7PNzU/v-deo.html
Thank you vaiya onk kecho janlam
Dada aamar 16 Sept appointment aachhe return ticket kabe krajabe ?
এটা ডিসিশন তো আপনাকেই নিতে হবে । আপনার ট্রিটমেন্ট এর ধরন কিরকম সেটা তো আমার জানা নেই । আপনার সঙ্গে কয়জন পেশেন্ট যাবে এবং মোট কয়টা ডিপার্টমেন্ট আপনাকে যেতে হবে সেটার উপর ডিপেন্ড করছে আপনি কত দিন সময় হাতে রাখবেন । তবে আমি একটা উদাহরন দিচ্ছি ধরেন একজন পেশেন্ট যদি যায় এবং তার যদি শুধুমাত্র একটি ডিপার্টমেন্টে দেখালেই চেকআপ কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি দশ দিন বা 12 দিন হাতে রাখতে পারেন ।
দাদা, স্ট্রোক এর খরচ কত হতে পারে?
Idea nai dada.
স্বাস্থ্য সাথী কার্ড এর দ্বারা কি এখানে চিকিৎসা করানো যায়। জানাবেন প্লিজ।
ha jai.
@@ADHELPLINE ধন্যবাদ দাদা।
paed neurology (epilepsy clinic) এ বাংলা বোঝে এমন কোন ডাক্তারের নাম বলতে পারবেন
ভাষা নিয়ে কোন সমস্যা হওয়ার কথা নয়। Vellore er beshirvag patient Bangladesh thekei jai , tai dr. ra bangla bujhte pare. Osubidha hobe na,
দাদা, বাংলাদেশ থেকে আসতে চাচ্ছি আমার মা কে নিয়ে আপারেশন এর জন্যে.. এখন সাথে অন্য কোনো মহিলা না আনলে কি হবেনা??
আনলে ভালো হয় । তবে না আনলেও চলবে , এখন আয়া মাসী পাওয়া যায়। Charge 12 ঘন্টার জন্য R.s 300 । অর্থাৎ দিনে 600 rs.
দাদা আমি বাংলাদেশ থেকে মায়ের চিকিৎসার জন্য আসবো৷
মায়ের জরায়ু টিউমার থেকে ক্যান্সার৷ সার্জারীর প্রয়োজন পড়তে পারে/সরাসরি কেমো দিতে পারে৷ কিন্তু আমার ট্যুরিস্ট ভিসা ও মায়ের মেডিকেল ভিসা৷ তাহলে কি কোনো সমস্যা হবে? আর মাকে ওয়ার্ডে ভর্তি করালে কি মহিলা এটেন্ডেন্ট ম্যান্ডাটরি?
দেখুন ভিসার ব্যাপারটা আমি অতটা জানিনা কেন না আমি ভারতীয় ।
আর যদি অপারেশনের সময় ওয়ার্ডে ভর্তি করতে হয় তাহলে ফিমেল এটেনডেন্ট ম্যান্ডেটরি এটা হসপিটাল এর ওয়েবসাইটে দেখতে পাবেন লেখা আছে। (সেজন্য আপনার বাড়িতে বা পরিচিতদের মধ্যে যদি কোনো ভদ্রমহিলা থাকেন তাহলে তাকে অবশ্যই নিয়ে যান) আর যদি আপাতত সম্ভব না হয় কোন ফিমেল এটেনডেন্ট নিয়ে যাওয়ার, তবে এটা নিয়ে অতটা চিন্তা করার কিছু নেই আপনি চলে যান চলে যাওয়ার পরে সমস্ত প্রক্রিয়াগুলো হয়ে যাক প্রাথমিক টেস্টগুলো হয়ে যাক তারপরে যদি Dr. অপারেশন করতে চায় তখন বাড়ি থেকে কোনো ফিমেল এটেনডেন্ট কে এ নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, আগেই সেটা করার দরকার হবে না আমার মতে। কেননা প্রাথমিক টেস্ট করার পর যদি দেখা যায় অপারেশনের দরকার নেই শুধুমাত্র কেমো দিয়েই ছেড়ে দেওয়া হচ্ছে সে ক্ষেত্রে ওয়ার্ডে ভর্তি নাও থাকতে হতে পারে
Mediclaim are allowed here.please discuss me.
Yes mediclaim is allowed
Dada 2 din porei jbo 3 Jon thakbo cmc r kachai kno 1ta room er khoj din kom khorojee.. please dada ektu help korun
Video tei dakhano ache to , lodge er name , phone no. , Lodge er card er photo diyechi dakhun ,. Tobu bolchi KSA RESIDENCY , MYSHUR MANZIL ei lodge gulo cmc theke 400 mtr. er modhye , bhara o resonable . Apni video ta puro dakhun sob deoa ache information
Gurga gest goues....
Ame gey6is dos com poysay khub valo room ..
Ripet appointment ki kore pabo?
রিপিট অ্যাপোয়েন্টমেন্ট তারাই নিতে পারবে যারা আগে একবার সিএমসি তে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল অর্থাৎ যাদের পেশেন্ট আইডি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে।
রিপিট অ্যাপয়েনমেন্ট নেওয়ার জন্য আপনাকে সিএমসির ওয়েবসাইটে যেতে হবে তারপর পেশেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে তারপর বাদবাকী প্রক্রিয়া প্রথমবারের মতো হবে আমি একটা ভিডিও লিংক দিচ্ছি এই ভিডিওতে দেখে নিন কিভাবে online e appointment বুক করতে হয়
ua-cam.com/video/KVUSW8SpiHE/v-deo.html
এপারমেন্ট পাচ্ছি না আমি গিলে কি জেনারেল দেখাতে পারবো
জেনারেল এপয়েন্টমেন্ট আপনি অনলাইনেও করতে পারবেন। তবে একটা কথা বলছি এত দূর থেকে এত পয়সা খরচ করে যখন যাবেন তাহলে জেনারেল দেখানোর কোন মানে হয় না। জেনারেল এ বসে জুনিয়র ডাক্তাররা। আর প্রাইভেটে বসে সিনিয়র ডাক্তাররা। সেজন্য আপনাকে বলছি যদি সম্ভব হয় সিএমসি পৌঁছে যান সেখানে অফলাইনে ক্যাশ কাউন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করার চেষ্টা করবেন প্রথমে হয়তো আপনার এপয়েন্টমেন্ট ২০ দিন ২৫ দিন দেরিতে দেবে। এরপরে মাঝে মাঝে গিয়ে খোঁজ করতে হবে যদি কোন স্লট ফাঁকা হয়ে যায় তাহলে সেই জায়গায় আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্টটা ট্রান্সফার করে দেবে । এই পদ্ধতিটার নাম হচ্ছে "তৎকাল অ্যাপয়েন্টমেন্ট" এছাড়া আর একটা অপশন আছে সেটা হচ্ছে যে "আলফা ক্লিনিক" যদিও আলফা ক্লিনিক এখন চালু আছে কিনা সেটা বলতে পারছি না করোনা সিচুয়েশনের পর থেকে আলফা ক্লিনিক আপাতত বন্ধ আছে। তবে এর মধ্যে হয়তো খুলে যেতেও পারে। সেজন্য বলছি আপনি আগে সিএমসি পৌঁছে যান। তারপর চেষ্টা করবেন আলফা ক্লিনিকে অ্যাপোয়েন্টমেন্ট বুক করার। আলফা ক্লিনিক নরমাল প্রাইভেট এর মতোই কিন্তু সেখানে ডাক্তারের ভিজিট প্রায় দ্বিগুণ ১৮০০ টাকার মত। যদি আলফা ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান তাহলে আপনি দুই থেকে তিন দিনের মধ্যেই ডাক্তার দেখাতে পারবেন। কিন্তু যদি আলফা ক্লিনিকে অ্যাপোয়েন্টমেন্ট না পান তাহলে নরমাল প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নেবেন যেখানে আপনাকে ভিজিট হিসেবে পেমেন্ট করতে হবে 900 টাকা। তবে এখন যেহেতু দুর্গা পূজার ছুটি চলছে তাই প্রচুর ভিড় ওখানে সহজেই এপয়েন্টমেন্ট পাবেন না। এজন্য প্রথমে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট আপনার ২৫ দিন কিংবা ৩০ দিন দেরিতে হতে পারে। তবে কতদিন দেরি হবে সেটা ডিপেন্ড করে আপনি কোন ডিপার্টমেন্ট দেখাতে চান। কতগুলো ডিপার্টমেন্ট আছে যেগুলোর এপয়েন্টমেন্ট সহজে পাওয়া যায় না যেমন গ্যাসট্রোলজি কার্ডিয়লজি ইউরোলজি, তবে আবার এমন অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলোর এপয়েন্টমেন্ট খুব সহজেই পাবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যেই পেয়ে যেতে পারেন।
যাইহোক এভাবে চেষ্টা করে যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান ১৫ দিন বা কুড়ি দিন পরে, এরপর আপনি প্রত্যেকদিন সকালে ক্যাশ কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করবেন তৎকাল অ্যাপয়েন্টমেন্টে করতে চাই তারা কম্পিউটারে চেক করবেন আপনি যে ডিপার্টমেন্ট দেখাতে চান সেখানে কোন স্লট ফাঁকা হয়েছে কিনা, ধরুন যদি পাঁচ দিন বা সাত দিনের মধ্যে কোন স্মার্ট ফাঁকা হয়ে যায় তাহলে আপনার দূরের যে অ্যাপোয়েন্টমেন্ট সেটাকে এই ডেটে ট্রান্সফার করে দেবেন।
মাজায় ব্যাথা নিউরোলজি দেখাব এত দিন যদি ওখানে যেয়ে থাকি তাহলে টাকার সাথে তো পেরে উঠবো না তারাতারি কি করা যায় বলেন তো
জেনারেল এখন অনলানে করা যায় না ওটা কি ওখানে গিয়ে করতে হয়
জুনিয়ার ডাক্তারা ওনারা তেমন বোঝে না
@@ShorifulIslam-mz3or সিএমসি তে পারসোনালি গিয়ে তো অবশ্যই অ্যাপোয়েন্টমেন্ট পাবেন সেটা জেনারেল হোক বা প্রাইভেট হোক। কিন্তু অনলাইনেও তো প্রাইভেট এবং জেনারেল এপয়েন্টমেন্ট দুটোই পাওয়া যায়। হতে পারে আপনি আপনার পছন্দমত দিতে পাচ্ছেন না অনেকদিন দেরিতে পাচ্ছেন। তাই বলে অনলাইনে যে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না এই কথাটা মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে আপনার। আপনার এই কমেন্ট দেখে আমি নিজে ট্রাই করে দেখলাম জেনারেল অ্যাপয়েন্টমেন্ট তো পাওয়া যাচ্ছে ( যদি আমি পেমেন্ট পর্যন্ত প্রক্রিয়াটি কমপ্লিট করিনি)
দাদা ভেলোর গিয়ে ডাক্তারের apartment পেতে কত দিন সময় লাগে
এটার এককথায় উত্তর দেওয়া একটু কঠিন । আপনার অ্যাপোয়েন্টমেন্ট পেতে কতদিন দেরি হবে সেটা নির্ভর করছে আপনি কোন ডিপার্টমেন্ট এর জন্য অ্যাপোয়েন্টমেন্ট নিতে চান, কোন কোন ডিপার্টমেন্টে আপনি নেক্সট দিন এ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন , আবার কয়েকটা ডিপার্টমেন্ট যেগুলোতে ভিড় খুব বেশি হয় সেগুলো হয়তো অ্যাপয়েন্টমেন্ট এতে আপনাকে 3 থেকে 4 দিন ও ওয়েট করতে হতে পারে। যেমন বর্তমানে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টর অ্যাপোয়েন্টমেন্ট পেতে একটু দেরি হচ্ছে মোটামুটি পাঁচ দিন মত ওয়েট করতে হচ্ছে । সেই জন্য আপনি বাড়ি থেকেই অনলাইনে অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে তারপরে ভেলোরে যান ।
Online kore nin
@md lavlu sheikh md lavlu sheikh Prothome cmc website theke or cmc counter theke general/private doctor appointment korate hbe. Foreign patient hle medical Visa, passport lagbe.
@md lavlu sheikh md lavlu sheikh ভেলোরে পৌঁছানোর পর থেকে বলছি, যদি আগে থেকে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন তাহলে সরাসরি যেইদিন অ্যাপোয়েন্টমেন্ট সেই দিন হসপিটালে পৌঁছে যাবেন তাহলেই হয়ে যাবে, আর যদি অনলাইন এ্যাপয়েন্টমেন্ট না করে যান , তাহলে হসপিটালে গিয়ে হাতে ফরম ফিলাপ করে অ্যাপোয়েন্টমেন্ট এর টাকা পেমেন্ট করে আপনার অ্যাপোয়েন্টমেন্ট নিতে হবে।
@md lavlu sheikh md lavlu sheikh ua-cam.com/video/dGN9-Xmp16g/v-deo.html এই video ta dakhun
Brest tumar surgery cost Kemon hobe
Exact idea nai.
ভাই,আমি একাই জাব।আমি ইংলিস, হিন্দ জানি না।ডাক্তারের সাথে কথা বলতে কি দোভাষি পাওয়া জাবে।
Officially kau k paben na dovasi hisabe. Tobe Dr. ra khub helpful, tuktak hindi , English misiye apnar problem ta bojhate parlei hobe. Tachhara lodge, hotel e bangla diyei kaj hoye jabe. Tobe hospital e dr. bade onnanno staff jmn cash counter, test lab e vasa niye problem hote pare. Tobe Kaj chalanor moto Hindi or English jana thalke subidha hoto.
apni online e appointment book kore nin
ua-cam.com/video/KVUSW8SpiHE/v-deo.html ei video ta drkhe ni
Clinical Immunology & Rheumatology
Debashish Danda, MD., D.M.(Clinical
Rheumatology Immunology), FRCP, FACR, FAMS
: John Mathew, MD, DNB, MNAMS, DM
: Ruchika Goel, MD, DM, PDF in Clinical
Immunology & Rheumatology
: Aswin M.Nair, MD, DM, PDF in Clinical
Immunology & Rheumatology
: Arvind.G, MD, DM, PDF in Clinical
Immunology & Rheumatology
: Ashish Jacob Mathew, DNB, DM
(Study leave)
: Shivraj Padiyar. U, MD, DM
Hematology এর ডাক্তার FOUZIA NA ইনি কি বাঙ্গালী ডাক্তার?
jana nai
আপনাকে অনুরোধ করবো জে আপনি এত extra কথা না বলে CMC র ব্যাপারে একটা টাটকা video আপলোড করুন।
helpful vdo
3 person hola koyta seat Nita hoba.
Train er seat er kotha bolchen ? per person er jonno 1 ta kore seat , 3 jon er jonno total 3 ta seat nite hobe
দাদা বাংলাদেশ থেকে হোটেল নাম্বার গুলো কাজ করছে না বাংলাদেশ থেকে যোগাযোগ করতে পারবো এমন নাম্বার দেয়া যাবে?
বাংলাদেশ থেকে ISD হিসেবে কল করতে হবে , তাই ফোন নম্বরগুলোর আগে , INDIA র ISD code +91 বসিয়ে তারপর কল করুন , আর আপনার মোবাইলে যেন ISD কল করার মত প্যাকেজ থাকে।
আর একান্তই যদি ফোন না লাগে , তাহলেও কোন অসুবিধা নেই , কেননা ফোনের মাধ্যমে কোন লজ কিন্তু বুকিং দেয় না, আপনি পার্সোনালি আসবেন তার পরেই আপনাকে রুম দেওয়া হবে। আপনি আগে থেকে কল করে ভোগ করে রাখতে পারবেন না কেননা প্রেমেন্ট যেহেতু করতে পারলেন না সুতরাং আপনার বুকিং confirm হবে না। আর সত্যি কথা বলতে ভেলোরে লজ আগে থেকে বুক করার দরকার ও পড়েনা । আপনি বছরের যেকোনো সময় আসেন না কেন lodge e room অবশ্যই পাবেন।
Spinal cord tumor surgery korate koto tk lagte pare?
Amar ei dharona nai dada , sorry bolte parlam na .
Tobe Kolkata er nurshing home er theke onek kom khoroach e kaj hoye jai CMC te
prakash Haldar dada pronam niben🙏.... Ami apnar shate aktu kotha bolte cai.
দাদা আপনাদের মধ্যে কেউ কি স্পাইনাল কর্ড টিউমারের সার্জারি করিয়াছেন কেমন খরচ হয়েছে এখন কেমন আছেন জানালে খুব উপকৃত হতাম আমারও ঠিক একই সমস্যা আমিও সিএমসিতে অপারেশন করাতে চাচ্ছি
@@jkshawon6508দাদা আপনি কি অপারেশন করাইছেন
@@ADHELPLINEদাদা আপনি কি এখন বলতে পারবেন খরচ কেমন হয়
Ent appointment ki vabe korbo
ua-cam.com/video/KVUSW8SpiHE/v-deo.html
এই ভিডিওটা দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন কিভাবে নিতে হবে।
🙏🙏🙏🙏🙏🙏
Kal apni amar comment er reply diye kichu proshno korechilen..
Tar uttor gulo dilam..
Ami gynecology department e appointment niyechilam.. Tarpor ami onader k boli what's app e j amar date akhono onk deri to apnader jodi kono teleconsultation facility thakle janan .. Tokhon onara janan nai tao jodi special permission korano jai dekhchi,,tarpor somosto report & details cheye pathan ami deoar por amai onara sob check kore bolen apni endocrinologist dakhale beshi valo hobe..apni akta additional appointment niye nin..tai tokhon oi proshno gulo korlam..
Ok , tahole Endocrinologist er appointmen ki ora normal OPD visit option dilo naki special permission diye Tele/video consultation facility dilo.
I mean appointment ki final korlen ?
যদি তাড়াতাড়ি অ্যাপোয়েন্টমেন্ট এর ডেট পেতে চান তাহলে একটা ভিডিও লিংক দিচ্ছি এই অপশনটা একটু চিন্তা-ভাবনা করে দেখতে পারেন ua-cam.com/video/eHX-P-KEh5s/v-deo.htmlsi=jlbNo7IH7cXjJOCo
কিন্তু এটা করতে গেলে আপনাকে সিএমসি হসপিটাল এ আগে পৌঁছতে হবে তারপর এই অপশনটা আপনি নিতে পারবেন।
এই ভিডিও দেখে যদি তৎকাল অ্যাপোয়েন্টমেন্ট সম্পর্কে বুঝতে অসুবিধা হয় তাহলে আর একটা ভিডিও দিচ্ছি এই দুটো ভিডিও দেখলে একদম ক্লিয়ার হবে ধারণাটা
ua-cam.com/video/I7x8raGHsHk/v-deo.htmlsi=4yb4hBCU_nFf3Bq5
@@ADHELPLINE na akhono nini onara regular OPD suggest korlen nite..r bollen 800 porbe additional appointment nite..
@@ADHELPLINE ami download kore nilam duto video-i
@@mantudebnath1165 hmm akhon Tele / video consultation bondho ache, Dr. Jodi special permission dei tobei tele / video consultation er appointment poa jai.But 1st time new patients der jonno Regular OPD appointment best
Ami akoni jete chai tinjon kikre ki krbo bolo
Akhon online appointment bondho ache. Personally giye CMC er couter theke appointment nite hobe.
ua-cam.com/video/xn0O753J_3E/v-deo.html
ei video ta dakhun bujhe jaben.
দাদা আমার ছেলে ২বছর বয়স। আগে জর খিচুনি ছিল। এখন দিনে ৪০/৫০ বার মাতা ঝাকি মেরে পডে জায়। এর জন্য কোন ডাক্তার ভালো হবে।
Paed. Neurology
(Epilepsy Clinic)
Block, 1st floor 910 & OPD Block, 1st floor 110 :
Maya Thomas,D.Ch.,MD(Paed),
D.M (Neuro)
: Karthik Muthusamy, MD (Paed),
D.M (Neuro), DNB (Neuro) (On leave)
: Sangeetha.Y, MD (Paed) DNB (Paed)
D.M (Paed. Neuro)
: Mukul Malhotra, MD (Paed), DNB (Paed),
PDF (Paed Neuro)
: Sudhakar.K, MD (Paed) , DM (Neuro), PDF
(Paed Neuro), PGDDN
উপরের দেওয়া লিস্ট এর মধ্যে থেকে যেকোনো একজন Dr. কে দেখালেই হবে সবাই ভালো।
আর ডিপার্টমেন্টের নাম হচ্ছে Paediatric Neurology ( Epilepsy clinic)
দাদা এখানে বাংলা বোঝে এমন কোন ডাক্তারের নাম জানেন।
@@shohagkazi5716 Dr. দের নামের যে তালিকা দিয়েছি তাদের মধ্যে কেউ বাংলা বোঝে নাকি বোঝে না সেটা বলতে পারছি না।
ভাই আপনি তো সিএমসি হাসপাতালে গিয়েছেন আমাকে একটি পরামর্শ দিন হার্টের জন্য সিএমসি হাসপাতাল ভালো হবে না নারায়ণা হাসপাতাল ভালো হবে
নারায়ণা হসপিটালে গিয়ে যদি আপনি দেবিশেটিকে দেখাতে পারেন তাহলে তো খুবই ভালো । যদিও ওখানে গিয়েও আপনারা ওনার দেখা পাবেন না। খুব জটিল অপারেশন ছাড়া উনি ইন্টারফেয়ার করেন না ।ওই হসপিটালি অন্যান্য সিনিয়র ডাক্তাররা আপনাকে দেখবেন। সেজন্যই বলব যদি বড় কোন অপারেশন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই নারায়ানাতে যান।
আর যদি জাস্ট চেকআপের জন্য যাচ্ছেন বা ওষুধ দিয়েই সেরে যাবে এরকম সম্ভাবনা আছে তাহলে যে কোন এক জায়গাতে গেলেই হল কোন অসুবিধা নেই চয়েজ সম্পন্ন আপনার দুটো ইনস্টিটিউশন ই খুব ভালো।
অন্যদিকে সিএমসিতে গেলে একটা সুবিধা পাবেন সেখানে সমস্ত রকম ডিপার্টমেন্ট একই হসপিটালে রয়েছে ফলে পেশেন্টের যদি একের বেশি ডিপার্টমেন্ট দেখাতে হয় অথবা পেশেন্টের সাথে যে আত্মীয়-স্বজনরা যাবেন তাদের যদি কোন চেকআপ থাকে সবকিছু এক হসপিটালেই হয়ে যাবে সিএমসি তে গেলে এটাই সুবিধা। তবে সিএমসি সবথেকে বড় অসুবিধা হচ্ছে পেশেন্টের প্রচুর ভিড় তাই চিকিৎসা পেতে কিছুটা দেরি হতে পারে। তবে আগে থেকে যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করে যাওয়া যায় তাহলে খুব একটা দেরি হবে না
অনেক অনেক ধন্যবাদ আপনাকে পরামর্শ দেওয়ার জন্য
যাওয়ার জন্য কি আপনি সাহায্য করতে পারবেন,,,?
কী রকম সাহায্য?
@@ADHELPLINE মানে আপনি কি কয়েক মাসের মধ্যে যাবেন,,,,?
@@sabirulislampappu3785 Na
নিউরো সিনিয়র ডক্টর তালিকা প্রকাশ করলে ভালো হতো
নিউরো মেডিসিন নাকি নিউরো সার্জারি কোনটা লাগবে। আর পেশেন্টের বয়স কত?
এই তথ্য দুটো দিন তারপর আমি উপযুক্ত লিস্ট দিচ্ছি
@@ADHELPLINE ভাইয়া আমার বাবুর মাথার শিরা সমস্যা বাবুর বয়স 2মাস কোন ডক্টর দেখাইলে ভাল হবে।
@@nushratsoniya9438 Ki problem hoi?
@@ADHELPLINE খিচুনি ওঠে ভাইয়া। তা E G G টেস্ট করছি রিপট মাথার 7টা শিরায় সমস্যার কথা বলছে।
এখন আপনি কি বলতে পারবেন। ।
dada jokjoke poriskar kono loj ba hotel er pn no deben please
DAWN Bakery এর উপরের সমস্ত ফ্লোরগুলো লজ এখানে যেতে পারেন । ফোন নাম্বারটা এখন আমার কাছে নেই।
##gastroenterology doctor CMC Vellore কোন ডাক্তারকে দেখালে সবচেয়ে ভালো হবে একটু বললে উপকৃত হতাম
দেখুন সিএমসি তে এভাবে ডাক্তারের নাম দিয়ে অ্যাপোয়েন্টমেন্ট নেওয়াটা ঠিক না ।
গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট এর আন্ডারে অনেকগুলো ইউনিট রয়েছে যেমন গ্যাস্ট্রোলজি 1, গ্যাস্ট্রোলজি 2, গ্যাস্ট্রোলজি3, ইত্যাদি । এরমধ্যে যতদূর জানি গ্যাস্ট্রোলজি একটা সবথেকে ভালো হয় , সুতরাং আপনি গ্যাস্ট্রোলজি বোনের যে সমস্ত ডাক্তারবাবু লিস্ট আছে তাদের থেকে বাছাই করে আপনাকে সিলেক্ট করতে হবে যে এই ডাক্তারের Appointment আপনি নিতে চান । এই ডাক্তারের লিস্ট দেখার জন্য আপনাকে সিএমসির অফিশিয়াল যে গাইডবুক রয়েছে সেটা ডাউনলোড করে দেখতে হবে । আর কিভাবে এই অফিশিয়াল গাইড বুক ডাউনলোড করবেন এবং সেখান থেকে ডাক্তারবাবুদের নাম সিলেক্ট করবেন সেই রিলেটেড একটা ভিডিও অলরেডি চ্যানেলে আছে সেটার লিংক আমি দিয়ে দিচ্ছি এখানে
ua-cam.com/video/FIHjfVdNsbo/v-deo.html এই লিঙ্কে গিয়ে দেখে নিন
Dada meyader niye kono risk nei toh
kono risk nai . Totally safe
রিউমাটোলিজি বিভাগের কয়েকজন ডাক্তারের নাম দিলে উপকৃত হতাম
davasis danda, asin m nair,jhon matw,
ইউরোলজি ডাক্তার দেখাতে হলে এপয়েটমেনট কিভাবে নিব
ua-cam.com/video/KVUSW8SpiHE/v-deo.html
এই ভিডিওতে বলা আছে ভিডিওটা দেখুন।
স্যার খুবই দরকার একটু কথা ছিলো
বলুন কী কথা।
Cmc te ki hindi cole vai?
ভাষা নিয়ে কোন প্রশ্ন থাকলে তার উত্তর জানার জন্য নিচে একটি ভিডিও লিঙ্ক দিলাম সেই ভিডিওতে 17 মিনিট 42 সেকেন্ডের পর থেকে দেখুন উত্তর পেয়ে যাবেন ua-cam.com/video/SY09LR0x0i0/v-deo.html
১)ইংলিশ এবং তামিল সব থেকে বেশি ব্যবহার হয়।
২)হিন্দি দিয়ে সব কাজ চলতে পারে।
৩)তবে বাংলা এবং সাথে ভাঙা -ভাঙ্গা ইংলিশ/ হিন্দি দিয়েও কাজ চালাতে পারবেন।
মাইশা মনজিল দুজনের রুম কত
R.s.-320/- dauble bed room with attached toilet.
( যদি কোনো তৃতীয় ব্যক্তি ওই রুমেই থাকতে চায় তাহলে তার জন্য 50 টাকা অতিরিক্ত দিতে হবে)
দাদা,ভেলোরে এখন শীত না গরম
শীত তো বলা যাবেনা । কিন্তু গরম তুলনামূলক কম ।
দাদা, সিএমসি হসপিটালে এমআরআই টেস্ট কত টাকা লাগতে পারে।আমি বাংলদেশ থেকে জাব
@@soaibtarek7404 নির্ভর করছে শরীরের কতটুকু অংশ করতে হবে তার উপরে। আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারবো না কারণ অফিসিয়াল রেট কত আছে সেটা আমার এখন জানা নেই। তবে আমার পরিচিত এক পেশেন্টের বাঁ দিকের কানের এমআরআই হয়েছে , সেজন্য তাকে পেমেন্ট করতে হয়েছে ৬০০০ টাকা। অন্য আরেক পেশেন্টের গলায় একটা টিউমার ছিল সেটার এমআরআই করতে তাকে পেমেন্ট করতে হয়েছে আট হাজার টাকা ।
এর থেকে আপনি ধারণা করতে পারবেন যদি মেরুদন্ডের করতে হয় সেক্ষেত্রে খরচ বেশি হবে । অর্থাৎ ন্যূনতম ৬ হাজার থেকে শুরু করে মেক্সিমাম 12 থেকে 15 হাজারের মধ্যে সমস্ত রকম এমআরআই হয়ে যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা।
সমস্ত শরির করতে কত লাগতে পারে।একটু ধারনা দিন।
Amar boyos 51 mynopose er problem kon doctor dekhale valo hoi
আমি সঠিক বলতে পারবোনা, তবে যতদূর বুঝলাম মনে হয় গাইনোকোলজিস্ট দেখালে ভালো হয় । আপনি এতদিন লোকালি কোন ডিপার্টমেন্টের ( জেনারেল মেডিসিন, গাইনোকোলজিস্ট) ডাক্তারকে দেখিয়েছিলেন ? সিএমসিতে ও ওই সেম ডিপার্টমেন্টেই ডাক্তারের কাছে যাবেন তাহলে ভালো হবে। আর অ্যাপোয়েন্টমেন্ট যদি আপনি অ্যাডভান্স অনলাইনে বুক করে যান তাহলে আপনার ডিপার্টমেন্ট সিলেক্ট করার ব্যাপারটা নিজেকেই করতে হবে আর যদি সিএমসি তে গিয়ে তারপরে অ্যাপোয়েন্টমেন্ট নিতে চান তাহলে ওখানে হেল্প ডেস্কে আপনার প্রিভিয়াস যতরকম ডকুমেন্টস রয়েছে প্রেসক্রিপশন টেস্ট রিপোর্ট সেগুলো দেখাবেন তখন ওখান থেকেই আপনাকে বলে দেওয়া হবে যে আপনাকে কোন ডিপার্টমেন্ট দেখাতে হবে।
দাদা নামাজ পড়ার জন্য মসজিদ কি কাছাকাছি আছে?
ভাই, সিএমসি হাসপাতালে কি ইনফার্টিলিটি বিভাগ আছে? জানাবেন প্লিজ।
Hmm ache
Apni ki gechen cmc?
@@mrsahmed3227 Last giyechilam 20
21 er January te.
Apni jaban?
@@taslimanasrin2956 jabo abar next year
1st part
link in description box
gastroenterology doctor CMC Vellore কোন ডাক্তারকে দেখালে সবচেয়ে ভালো হবে একটু বললে উপকৃত হতাম
Gastroenterology দেখাতে হলে Hyderabad AIG যান, CMC থেকে ভালো হবে
Er tomer phone number ta ki deya jabe??? Tahole khubi upkar hoto amer
mail id
atclub.18@gmail.com
দাদা
আমি দুই এক মাসের মাঝে যাব।
Cmc এ খুব ভাল নিউরোমেডিসিন এর ডাক্তার সাজেষ্ট করেন প্লিজ
আর আমার ১ টা ২ বেড ও ১ টা ১ বেড রুম দরকার হলে- আর রুমের মাঝে রান্না করা যাবে, এটাচ বাথ আছে ও ওয়াইফাই আছে এমন লজ/হোটেল সাজেষ্ট করেন প্লিজ। যোগাযোগের জন্য ওয়াইফাই লাগবে। আমি বাংলাদেশ হতে আসব
নিউরো মেডিসিনের কোন ডাক্তার ভালো হবে সেটা আমার অতটা জানা নেই, আপনাকে একটা ভিডিও লিংক দিচ্ছি এই লিংকে গিয়ে দেখে নিন, এখানে গিয়ে আপনি হসপিটালের গাইড বুক ডাউনলোড করতে পারবেন, সেই গাইড বুকে নির্দিষ্ট পেজে গিয়ে আপনি দেখতে পারবেন , নিউরো মেডিসিন এর সমস্ত ডাক্তারবাবুদের লিস্ট, এবং এখানে তাদের ডিগ্রিও উল্লেখ করা থাকবে এবং এই সমস্ত দেখে আপনি নির্বাচন করে নিতে পারবেন সঠিক ডাক্তার
ভিডিও লিংক ua-cam.com/video/FIHjfVdNsbo/v-deo.html
আপনি যদি মিডিয়াম খরচের মধ্যে হোটেল চান ( ডাবল বেড রুম 350 টাকা, ত্রিপল বেড্রুম 450 টাকা এই রকম দাম পড়বে) তাহলে" মাইসোর মঞ্জিল" নামে একটি লজ আছে সেখানে গেলে এই সমস্ত সুবিধা পাবেন ওয়াইফাই , লিফট ,হসপিটাল থেকে 400 মিটার এর মধ্যেই , পাশাপাশি বাঙ্গালীদের খাবারের অনেকগুলো হোটেল আছে বাঙ্গালীদের খাবারের বাজার আছে , রান্নার ব্যবস্থা ঘরের ভিতর নেই তবে রুমগুলো সামনে যে passage / বারান্দা রয়েছে সেখানে কমন রান্নার জায়গা, প্রতিটি রুমের সঙ্গেই attached টয়লেট । তবে এখানে সিঙ্গেল বেড রুম আছে কিনা সেটা আমার জানা নেই যে আপনাকে খোঁজ নিতে হবে।
আর যদি ভালো কোয়ালিটির লজে থাকতে চান ( ধরুন ডাবল বেডের রুমের যে ভাড়া সেটা পড়বে বার্থডে 600/700 টাকা)তাহলে আপনাকে যেতে হবে Dawn Bakery বলে একটি বেকারি আছে তার উপরে যে সমস্ত রুম গুলো আছে সেগুলো ভালো কোয়ালিটি।
@@ADHELPLINE অসংখ্য ধন্যবাদ দাদা। পাসপোর্ট এর নাম সংশোধনে দেওয়া - ওটা হলেই এল্প্যেন্টমেন্ট নিব।
সাথে মা খালা থাকবেন একারনে ৩০০ এর যায়গায় ৪০০-৪৫০ হলেও একটু ভাল খুজতেছি আর কি।
আর ভারতে বসে এদেশে যোগাযোগ রাখতে নেট টা জরুরী আমার জন্য :/
@@gplabon 450- 500 range er modhye Myshur Manzil e bhalo hobe.
মার্চ কংবা এপ্রিলে যাওয়া হলে খুব সমস্যা হবে।
না না সমস্যা হবে না।
ধন্যবাদ। আমরা তিনজন পূর্ণবয়স্ক ও একজন ৭ বছর বয়সের কয়টি সিট ক্রয় করতে হবে।
@@basudevsingha1401 Train e ?
@@ADHELPLINE দুঃখিত। আমি উত্তরটা বুঝতে পারি নাই। অনুগ্রহ করে একটু বুঝিয়ে বলবেন।
@@basudevsingha1401 আমিও আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি। বিস্তারিতভাবে প্রশ্নটা করুন। তিনজন বা চারজনের জন্য কিসের সিট ক্রয় করার কথা বলছেন?
dada hotel er phon num. adders ta pelo valo hoto august jabo
ভিডিওতেই তো দেখানো আছে । 5-6টা হোটেলের (লজ) এর ফোন নাম্বার লেখা কার্ড দেওয়া আছে । video ta 7.00 minuite এরপর থেকে দেখুন।
@@ADHELPLINE dada আপনি যে হোটেলে ছিলেন সেই hotel taয় lift আছে ৷ কারন আমার wife এর oparetion হবে ৷ hotel ta cmc থেকে কত দুর বললে খুব ভালো হতো ৷
@@ADHELPLINE thank you dada
@@swadhinray9428 Hmm lift ache. Lodge er name " Myshor Manzil" Hospital theke maximum 500 mtr. durotto.
@@ADHELPLINE hotel ta kato dur .lift ase
করোনা পরিস্থিতি কিরকম
সব নরমাল , শুধু মাস্ক পরে হসপিটাল এ প্রবেশ করতে হয়।
Apnar numberta dewa jabeki kotha bolbo
Please sir