Walton Charger Fan // Walton Rechargeable Fan Price In Bangladesh & ওয়ালটন স্ট্যান্ড চার্জার ফ্যান

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 126

  • @mdmizanrahman3807
    @mdmizanrahman3807 Рік тому

    Khub valo laglo vidio ta ..voice and information gulo aro beshi valo laglo..thankyou

  • @k.belectronis2564
    @k.belectronis2564 Рік тому

    nice vidio vaiya

  • @Love1.M06
    @Love1.M06 2 місяці тому

    Nice❤❤❤

  • @k.belectronis2564
    @k.belectronis2564 Рік тому

    Nice vidio vai

  • @mdhosen9245
    @mdhosen9245 3 місяці тому +1

    হোম ডেলিভারি দেওয়া যাবে কিনা জানাইয়েন ভাইয়া

    • @2minutestutorial957
      @2minutestutorial957  3 місяці тому

      @@mdhosen9245 কোন জায়,গায় নিবেন ভাইয়া। ডেলিভারি চার্জ দিলে দেওয়া যাবে।

  • @Mousumias
    @Mousumias 5 місяців тому

    Ami kineci 2din age vdo te ja dekhalen ai fan tai but charge a diteci lal light joltece but full charge hote dine koto khon charge a dite hobe r bujhbo kmne full charge hoice kina r 5minit o cholena

    • @2minutestutorial957
      @2minutestutorial957  5 місяців тому

      @@Mousumias এটাতে ফুল সাজ হলে বোঝার কোন উপায় নাই তবে অনুমানের প্রতিদিন ৪ থেকে 5 ঘন্টা চাজ দিলেই হয়ে যাবে
      আর যেহেতু আপনার প্যান্টটা চার-পাঁচ মিনিটও চলে না তাহলে এটার ব্যাটারি গেছেগা মানে ব্যাটারি নষ্ট হয়ে গেছে আপনি যা শোরুম থেকে আনছিলেন ওখানে নিয়ে যান ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তিন মাস ঘুমিয়ে গেলেও ওরা ব্যাটারি চেঞ্জ করে দিবেন হয়তো ফ্রেন্ড চেঞ্জ করে দিবেন যত নতুন ফ্যান

    • @Mousumias
      @Mousumias 5 місяців тому

      @@2minutestutorial957 4 ghonta charge holeo off hoye jacce 15 minit oh cholena

    • @2minutestutorial957
      @2minutestutorial957  5 місяців тому

      @@Mousumias ভাই আপনি যা দোকান থেকে আনছেন ওই দোকানে নিয়ে যান এতব ওয়ালটন সার্ভিস পয়েন্টে নিয়ে যান হয় চার্জার ফ্যান চেঞ্জ করে দিবে না হয় ব্যাটারি চেঞ্জ করে দিবে, আপনি লেট করিয়েন না লেট করলে পরে ওরা দিতে চাইবে না, আপনি ফ্যানের ওয়ারেন্টি কার্ড টা নিয়ে যান সাথে

  • @ftv7544
    @ftv7544 7 місяців тому +2

    আমিও গত কাল নিছি,,,১৫/৫/২৪ ইং বুধবার,,,, ফ্যান এখনো ব্যবহার করি নাই,, কিনে আনার পর আট ঘন্টার উপরে চার্জ দিয়েছি,,, তবে বুঝবো কিভাবে ফুল চার্জ হয়েছে,,,????

    • @2minutestutorial957
      @2minutestutorial957  7 місяців тому +1

      একটা লাইট আছে যেটা অন অফ হয়। আর অনেকগুলা তে এইলাইট একটা দেওয়া থাকে না, তবে আপনি আনুমান ৮ ঘন্টা চার্জ দিলে হয়ে যাবে। পরবর্তীতে আপনি যতক্ষণ চালাবেন তার ডাবল চার্জ দেবেন যেমন আপনি ১ ঘন্টা চালালে দুই ঘন্টা চার্জ দেবেন। তাহলে হবে ভাই

    • @ShahAlam-hu7qe
      @ShahAlam-hu7qe 6 місяців тому

      এগুলো কে এসি ডিসি দুইটাই আছে,,?

    • @2minutestutorial957
      @2minutestutorial957  6 місяців тому

      @@ShahAlam-hu7qe সুইজ একটাই কিন্তু এসিডিসি দুইটাই, আমার বিভিন্ন মডেল অনুযায়ী এসিডিসি অপশন দেওয়া থাকে

  • @k.belectronis2564
    @k.belectronis2564 9 місяців тому

    Supar hoyece vaiya

  • @SaifulFarjana-ki1iq
    @SaifulFarjana-ki1iq 7 місяців тому +1

    Vaiya ajke ami ekta nilam 6500 niyese onek khujesi 1 dokanei chilo onek gula niyesi ekta stend er ta

  • @mijanmiah1867
    @mijanmiah1867 Рік тому

    Nice

  • @msmoni9710
    @msmoni9710 Рік тому

    Nice🥰🥰🥰

  • @raselhasan6887
    @raselhasan6887 8 місяців тому

    emi shobida ace ki?

  • @AbdulHalim-wd5ou
    @AbdulHalim-wd5ou 7 місяців тому

    ভাই আমি আজকে একটা নিছি কিন্তু ফোল চার্জ হলে কিভাবে বুঝবো প্লিজ বলবেন

  • @ariyanarfireem3571
    @ariyanarfireem3571 Рік тому +1

    আমি গতকাল ওয়ালটন রিচার্জেবল এই স্ট্যান্ড ফ্যানটা ক্রয় করছি এখন কথা হল এই ফ্যানটা ফুল চার্জ হয়েছে কিনা এটা বুঝবো কিভাবে আমি চার্জে দেওয়ার সময় লাল বাতি জ্বলছিল ১৫ ঘন্টার উপরে চার্জ দিছি এখনো লাল বাতি জ্বলে আছে,
    আমি যতটুকু জানি ফুল চার্জ হলে লাল বাতি এটা সবুজ বাতি হয়ে জ্বলবে কিন্তু এখনো লাল বাতি জ্বলে আছে, আশা করি আমার প্রশ্নের উত্তরটা দিবেন?

    • @2minutestutorial957
      @2minutestutorial957  Рік тому

      চার্জার ফ্যান এই মডেলের আগের যেগুলা মডেল আছিল, ওইগুলোতে ফুল চার্জ হয়ে গেলে হলুদ কালার একটা লাইট জ্বলতো,,! আর এখন যেগুলো ফ্যান আছে বস, এইগুলোতে কোন সিগনাল দেখায় না আপনি অনুমান করে চার্জ দিলে চার্জ হয়ে যাবে, প্রাথমিক অবস্থা ৮ ঘন্টা চার্জ দিতে হয়, পরবর্তীতে দুই ঘন্টা দিলেই ফুল চার্জ হয়ে যায়,,! আর এটা যখন চার্জ কমে আসবে, তখন লাল বাতিটা লিব্বে,আর জ্বলবে, সিগন্যাল দিবে, তো আশা করি বুঝতে পারছেন বস, এটাতে কোন সিগনাল বাতি দেয় না, বিশেষ করে ২০২৩ সালে যেগুলো ফ্যান মার্কেটে আসছে, ওইগুলো একটা ফ্যানেও, ফুল চার্জ হলে কোন লাইট জলে না এটা হয়তো কোম্পানি ওয়ারিং এর মধ্যে কোন ভুল করেছেন,

    • @2minutestutorial957
      @2minutestutorial957  Рік тому

      আপনি চাইলে যখন কারেন্ট থাকে ওটাকে কারেন্ট রাইডে চালাইতে পারবেন, তখন হোয়ায় চার্জ হবে, বাট পাশাপাশিওয়াই সরাসরি কারেন্টে চলবে,

    • @ariyanarfireem3571
      @ariyanarfireem3571 Рік тому +2

      @@2minutestutorial957 সবই বুঝলাম ভাইয়া আরেকটা কথা হচ্ছে আমার এই ফ্যানটাতে মোট ৫ টা সুইচ আছে
      ১ম টা হচ্ছে পাওয়ার সুইচ,
      ২য় ও ৩য় টা হচ্ছে বাতাস বাড়ানো আর কমানোর সুইচ,
      ৪র্থ টা হচ্ছে এলইডি লাইট সুইচ,
      আর
      ৫ম টা হচ্ছে 0.5 H এইটা কিসের কাজ করে একটু বলবেন?

    • @mdshadat5835
      @mdshadat5835 Рік тому

      জি আমিও জানতে চাই ৫ নাম্বার সুইচটা কেনো

    • @sagarahmed1547
      @sagarahmed1547 8 місяців тому

      কত নিল

  • @TaniaAkter-f3c
    @TaniaAkter-f3c 8 місяців тому

    ভাই একটু আগে কিনে আনছি।কত খন চার্জ দিতে হবে একটু বলেন।।

    • @2minutestutorial957
      @2minutestutorial957  8 місяців тому

      প্রথমে এক টানে ৮ ঘন্টা চার্জ দিতে হবে আপু

    • @TaniaAkter-f3c
      @TaniaAkter-f3c 8 місяців тому

      @@2minutestutorial957 কিন্তু আমার হাসব্যান্ড দিতে দিলো না। ৩ ঘণ্টা দিছিলো।।।।

    • @2minutestutorial957
      @2minutestutorial957  8 місяців тому +1

      নতুন অবস্থায় ৮ ঘন্টা চার্জ দিলে ব্যাটারিটা উঠে তাহলে একটু ভালো তাকে,ওকে যেহেতু দেন নাই সমস্যা নাই, আমাদের প্রত্যেকটা প্যান্টের প্যাকেটের গায়ে লেখা থাকে আট ঘন্টা চার্জ দেওয়ার জন্য, ওকে ম্যাডাম কোন সমস্যা হবে না ইনশাল্লাহ।

  • @muawiyah00
    @muawiyah00 Рік тому

    ভাই ক‌তো ঘন্টা কা‌রেন্টে লাগি‌য়ে ফ‌্যান চালাতে পারব? ওভার চার্জ হ‌য়ে গে‌লে তো সমস‌্যা।

    • @2minutestutorial957
      @2minutestutorial957  Рік тому

      কারেন্ট এলাকায় আপনি মন যত চাইবো আপনি ততক্ষনে চালাইতে পারবেন। তবে একলা ঘরে সর্বোচ্চ তিন ঘন্টা চালাইয়া। পরে আবার১ ঘন্টাখানেক আপনি লাইন বন্ধ করে চালাইবেন। সে ক্ষেত্রে আপনার ব্যাটারিটাও ভালো থাকবে পাকাটাও ভালো থাকবে

    • @muawiyah00
      @muawiyah00 Рік тому

      @@2minutestutorial957 ধন‌্যবাদ ভাই

  • @mohinuddin151
    @mohinuddin151 8 місяців тому +1

    এই ফ্যান কি অটোমেটিক কারেন্ট আসলে চার্জ হবে আর কারেন্ট গেলে অটো চলবে।

    • @2minutestutorial957
      @2minutestutorial957  8 місяців тому

      জি ভাইয়া, যদি কারেন্টটে লাগানো থাকে তাহলে সবকিছু অটোমেটিক করবে

    • @sonia71gaen64
      @sonia71gaen64 6 місяців тому

      ​@@2minutestutorial957আমি নিছি তবে কারেন্ট আসলে চালানো থাকলে অটোমেটিক চলে বন্ধ হয়না। আবার কারেন্ট গেলে চালাইতে হয় অটোমেটিক চলে না এটার কারণ টা একটু বলবেন প্লিজ

    • @2minutestutorial957
      @2minutestutorial957  6 місяців тому

      @@sonia71gaen64 কোন মডেলটা নিয়েছেন আপনি, আমাদের কিছু ফ্যান আছে এসি এবং ডিসি যেগুলা সূর্যের মধ্যে এসি ডিসি উল্লেখ করা আছে এগুলা কারেন্ট থাকলে এসেতে দিতে হবে না থাকলে দিতে হবে, আর আমার ভিডিওতে যেটা দেখছেন এই যে বড় হয় এটা কারেন্ট থাকলেও যেভাবে চলবে না তাকলেও এবাবেই চলবে, কারণ এটা সম্পূর্ণ অটোমেটিক। তো আপনার গুলা যদি এরকম না হয় তাহলে যেখান থেকে আনছেন ওখানে একটু যোগাযোগ করেন

    • @sonia71gaen64
      @sonia71gaen64 6 місяців тому

      @@2minutestutorial957 মোডেল কোন জায়গায় লিখা থাকে বলবেন

    • @2minutestutorial957
      @2minutestutorial957  6 місяців тому

      প্যাকেটের গায়ে লেখা থাকে, এবং ফ্যানের নিচে লেখা থাকে।

  • @bidyutmondal2302
    @bidyutmondal2302 Рік тому

    ফুল চার্জ হয়েছে কিনা বুঝবো কেমন করে ভাই।

    • @2minutestutorial957
      @2minutestutorial957  Рік тому

      এই ফ্যানগুলোতে ফুল চার্জ হলে, আপনি বুঝতে পারবেন না, কারণ ফুল চার্জ হলে এটাতে কোন ইন্টিগ্যাটার লাইট জ্বলবে না, এটা যখন চার্জ পুরায়ে যাবে তখন আন্টিকেটার লাইট জ্বলবে আর লিখবে,। তখন মনে করবেন যে চার্জ ফুরিয়ে গেছে চার্জ দিতে হবে, আর এটাকে অনুমান করে চার্জ দিতে হবে, প্রতিদিন তিন ঘন্টা চার্জ দিলে এটা ফুল চার্জ হয়ে যাবে,, আপনি যখন কারেন্টে রাইখা এটাকে চালাবেন তখন ওই ব্যাটারি অটোমেটিক চার্জ হয়ে যাবে।

  • @AnwarHossain-gv2qx
    @AnwarHossain-gv2qx 10 місяців тому

    A fan ta crg hole bujbo ki vabe

    • @2minutestutorial957
      @2minutestutorial957  10 місяців тому

      Ata boja jayna, vaiya aponi onomanik 3gonta caj dilei hobe

  • @2minutestutorial957
    @2minutestutorial957  Рік тому

    আসসালামু আলাইকুম

  • @takyahmmed8574
    @takyahmmed8574 Рік тому

    ভাই walton এর স্ট্যান্ডিং ফ্যান একটা কিনেছি।কিন্তু চার্জ উঠছে কী না বুঝতেছি না।মাঝখানের পাওয়ার বাটন চাপ দিলেও ঐ লাল বাতি আর জলে না।তাছাড়া হলুদ বাতিটাও অল্প কিছুক্ষণ টিপটিপ করার পরে নিভে যায়।একটু যদি বলতেন

    • @2minutestutorial957
      @2minutestutorial957  Рік тому +1

      এটা যখন চার্জ হবে তখন লাল বাতিটা জ্বলবে, আর যখন লাল বাতিটা জ্বলবে তখন আপনি বুঝতে পারবেন যে ফ্যানটা চার্জ হইতেছে, যদি লালবাতিটা না জ্বলে সে ক্ষেত্রে প্যান চার্জ হবে না, কারেন্ট থাকা অবস্থায় যখন এটাকে আপনি চালাবেন, তখন এসিতে চলবে, বাট পাশাপাশি ডিসি চার্জ হবে, মানে এটা যখন আপনি সরাসরি চালাবেন কারেন্ট রাইখা, তখন ওই ব্যাটারি চার্জও হবে ডিরেক্ট লাইনেও চলবে, আশা করি বুঝতে পারছেন ভাইয়া, যদি না বোঝেন আবার কমেন্ট করবেন আমি বলার চেষ্টা করব।

    • @fazlerabbi4857
      @fazlerabbi4857 8 місяців тому

      চার্জ দেওয়া অবস্থায় লাল বাতি জ্বলে ওঠবে এটা বুঝলাম, কিন্তু ফুল চার্জ হলে, কিভাবে বুঝব? এর সাংকেতিক চিহ্নটা কী?

    • @natasas1436
      @natasas1436 8 місяців тому

      Amr o Sam question

  • @mdshadat5835
    @mdshadat5835 4 місяці тому

    এই ফ্যান দৈনিক কত ঘন্টা চার্জ দিতে হবে??

    • @2minutestutorial957
      @2minutestutorial957  4 місяці тому

      @@mdshadat5835 আপনি দৈনিক যত গানটা চালাবেন তত ঘণ্টা চার্জ দিবেন যেমন আপনি যদি প্রতিদিন ৪ ঘন্টা চালান তাহলে এই ফ্যানটাকে চার ঘণ্টা চার্জ দিবেন

  • @yourfavourites4938
    @yourfavourites4938 7 місяців тому

    কারেন্ট ব্যবহার না করে কেমনে অন করব অন হচ্ছেনা তো

  • @johurasvlog7558
    @johurasvlog7558 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤আমি কিনতে আসবো না আমি তোমার শোরুম ঘুরে দেখতে আসবো৷

  • @MDBabul-tq6om
    @MDBabul-tq6om 7 місяців тому

    আমি গতকাল ফ্যানটা নিয়েছি,পর্যাপ্ত চার্জ দেওয়া হয়েছে।কিন্তু কারেন্ট এর লাইন দিলে ফ্যানটা চলে,কারেন্ট এর লাইন না দিলে চলে না।সমস্যা টা কোথায়?দয়া করে জানাবেন।প্লিজ 😊

    • @2minutestutorial957
      @2minutestutorial957  7 місяців тому +1

      প্রাথমিক অবস্থায় ব্যাটারি লাইন গুলা ছুটানো থাকে, নিচের নাট গোলো কোলে লাল তারের সাতে লালটা লাগান কালোটার সাতে কালো টা,তেয় হবে ভাইয়া

    • @ojifakhatun3674
      @ojifakhatun3674 7 місяців тому

      Same plm amr o hcche apnr ki thik hyca

  • @farhanaistiatoli6965
    @farhanaistiatoli6965 Рік тому

    Vaiya...
    ৮ ঘন্টা চার্জ দেওয়া হয়ছে কিন্তু বাতি তো হলুদ হয় নি,,লাল কালার ই আছে।
    আমার ফ্যান যে শো-রুম থেকে কেনা হয়েছে, অইখানে বলা হয়েছে চার্জ ফুল হলে বাতি নাকি লাল থেকে কমলা হবে😢
    আসলে আমি কনফিউজড ভাইয়া
    একটু যদি হেল্প করতেন😪

    • @2minutestutorial957
      @2minutestutorial957  Рік тому

      চার্জার ফ্যান এই মডেলের আগের যেগুলা মডেল আছিল, ওইগুলোতে ফুল চার্জ হয়ে গেলে হলুদ কালার একটা লাইট জ্বলতো,,! আর এখন যেগুলো ফ্যান আছে বস, এইগুলোতে কোন সিগনাল দেখায় না আপনি অনুমান করে চার্জ দিলে চার্জ হয়ে যাবে, প্রাথমিক অবস্থা ৮ ঘন্টা চার্জ দিতে হয়, পরবর্তীতে দুই ঘন্টা দিলেই ফুল চার্জ হয়ে যায়,,! আর এটা যখন চার্জ কমে আসবে, তখন লাল বাতিটা লিব্বে,আর জ্বলবে, সিগন্যাল দিবে, তো আশা করি বুঝতে পারছেন বস, এটাতে কোন সিগনাল বাতি দেয় না, বিশেষ করে ২০২৩ সালে যেগুলো ফ্যান মার্কেটে আসছে, ওইগুলো একটা ফ্যানেও, ফুল চার্জ হলে কোন লাইট জলে না এটা হয়তো কোম্পানি ওয়ারিং এর মধ্যে কোন ভুল করেছে।

    • @2minutestutorial957
      @2minutestutorial957  Рік тому

      আপনি চাইলে যখন কারেন্ট থাকে ওটাকে কারেন্ট রাইডে চালাইতে পারবেন, তখন হোয়ায় চার্জ হবে, বাট পাশাপাশিওয়াই সরাসরি কারেন্টে চলবে,

  • @dr-mdferozshaikh87
    @dr-mdferozshaikh87 9 місяців тому

    এটাকে সারা দিন লাইনে দিয়ে রাখলে কি কোন সমস্যা হবে ব্যাটারির?

    • @2minutestutorial957
      @2minutestutorial957  9 місяців тому

      জি সমস্যা হবে, সারা দিন চার্জে লাগায়া রাইখেন না, তাহলে কিছুদিন পরে ব্যাটারি বসে যাবে, প্রতিদিন চার পাঁচ ঘন্টা রাখতে পারবেন না চাজে।

    • @2minutestutorial957
      @2minutestutorial957  9 місяців тому

      প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা চার্জে রাখতে পারবেন।

    • @nikhilbp5237
      @nikhilbp5237 8 місяців тому

      এটা রংপুরে পাওয়া যাবে

    • @2minutestutorial957
      @2minutestutorial957  8 місяців тому

      @@nikhilbp5237 যে রংপুর ওয়ালটনের শোরুম থাকলে ওখানে পাবেন

  • @mdmohasin4239
    @mdmohasin4239 2 місяці тому

    ভাই চার্জার ফেন টা কত ইঞ্চি

    • @2minutestutorial957
      @2minutestutorial957  2 місяці тому

      @@mdmohasin4239 ভাই ভিডিওতে বিস্তারিত বলা আছে ঠিক আছে আর ভিডিওর প্রথমেই তো বলছি যে এটা ১৬ ইঞ্চি পাকার চাইজ,এত লস 16 ইঞ্চি ফাঁকা

  • @TuhinBhai-s5h
    @TuhinBhai-s5h 7 місяців тому

    এই ফ্যান কিভাবে চারদিকে মোবিং করবে

    • @2minutestutorial957
      @2minutestutorial957  7 місяців тому

      ফ্যানের উপরে চুষটা নিচের দিকে চাপ দিলেই হবে। দেখেন ফ্যানের মোটরে উপর একটা লাঠির মত লম্বা দেওয়া আছে এটাকে নিচের দিকে চাপ দিলেই মোফ করবেন

  • @sadiajahan6248
    @sadiajahan6248 Рік тому

    রিমোট আছে?

    • @2minutestutorial957
      @2minutestutorial957  Рік тому

      জি ভাই আছে, একদম ওরজিনিয়াল কোম্পানি থেকে আনা।

    • @sadiajahan6248
      @sadiajahan6248 Рік тому

      @@2minutestutorial957 WhatsApp number ase?

  • @khairulIslam-cl4gq
    @khairulIslam-cl4gq 7 місяців тому

    O.5 H ata ki vai

  • @ikbalhossain7298
    @ikbalhossain7298 7 місяців тому

    Model ki

  • @SRTAMIM-mg2pr
    @SRTAMIM-mg2pr 7 місяців тому

    প্রতিদিন কতক্ষণ চার্জ দিতে হবে?

    • @2minutestutorial957
      @2minutestutorial957  7 місяців тому

      ৩/৫ ঘন্টা দিলেই হবে ভাইয়া।

  • @sumabegum2614
    @sumabegum2614 7 місяців тому

    দাম কত ভাই

  • @mdanarulislam9663
    @mdanarulislam9663 8 місяців тому

    ৫ টা বান এর মোধে ৪ টা কথা বলেন কিন্তু আর একটা কথা তো বলেন না সেটা হলো 0.5H
    এটার কাজ কি

  • @MRSMuniya
    @MRSMuniya 7 місяців тому +1

    ভাইয়া আমি আজকে ফ্যান নিয়েছি কিন্তু ফুল চার্জ হলে কিভাবে বুঝব? প্লিজ রিপ্লাই দিবেন

    • @2minutestutorial957
      @2minutestutorial957  7 місяців тому

      আপনার ফ্যান কোন মডেলের অথবা কত ইঞ্চি এটা বলতে হবে

  • @PurnimaBiswas-g9p
    @PurnimaBiswas-g9p 10 місяців тому

    Vai power a chap dele fan colce na

  • @muhammadahsan2757
    @muhammadahsan2757 9 місяців тому

    17 koto

    • @2minutestutorial957
      @2minutestutorial957  9 місяців тому

      6 হাজার আচে একটা, আরেকটা ৬২৯০ টাকা

  • @farjanamamun6901
    @farjanamamun6901 7 місяців тому

    এইটার কি রিমোট আছে

    • @2minutestutorial957
      @2minutestutorial957  7 місяців тому

      Na vaiya nai

    • @shabbirhossain7811
      @shabbirhossain7811 4 місяці тому

      ​@@2minutestutorial957রিমোট সিস্টেম করে নেওয়া যাবে কি?

    • @2minutestutorial957
      @2minutestutorial957  4 місяці тому

      @@shabbirhossain7811 আপনি আলাদার রিমোট সিস্টেম সুইচ পাওয়া যায় তাহলে আপনি সুইজের মধ্যে রিমোট সিস্টেম করতে হবে

  • @sagarahmed1547
    @sagarahmed1547 8 місяців тому

    ppp কত

  • @HossainRobel-yr3qn
    @HossainRobel-yr3qn 7 місяців тому

    ভাইয়া আমি এমন একটা কিনছি। কিন্তু এটার সারাক্ষণ লাল বাতি জলতেছে। চার্জে লাগালেও জ্বলে না লাগালেও জলে।

    • @2minutestutorial957
      @2minutestutorial957  7 місяців тому +1

      বাইয়া এটা লাইট টা মনে হয় ডাইরেক হয়ে গেচে,

  • @EmonKhan-es3ws
    @EmonKhan-es3ws 8 місяців тому

    Kisti aca

  • @MehediHasan-xv7ww
    @MehediHasan-xv7ww 2 місяці тому

    চাজ ফুল হলে কিভাবে বোঝা যায়

    • @2minutestutorial957
      @2minutestutorial957  2 місяці тому

      @@MehediHasan-xv7ww এই মডেলের চার্জ হলে বোঝা যায় না ভাই, আপনি অনুমান করে প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা চার্জ দেবেন তাহলেই হবে,,,, আরে যে ১৭ ইঞ্চি যে মডেলটা আছে এটাতে হলো চার্জিং অবস্থা একটা লাইক দিতে হলে লিবে হলুদ কালারের যখন ফুল চাষ হয়ে যাবে তখন সেই লাইটটা শুধু হলুদ হয়ে যাবে

  • @Ashad_Ripon
    @Ashad_Ripon Рік тому

    Price koto bhaíya

  • @MsRatna-v8i
    @MsRatna-v8i 8 місяців тому

    ফ্যান টা অটো বন্ধ হয়ে যাচ্ছে কারণ কি,লাইনে লাগানো অবস্থায় ও অটো বন্ধ হয়ে যাচ্ছে কারণ কি, আমি দুই দিন হলো নিয়ে আসছি

    • @2minutestutorial957
      @2minutestutorial957  8 місяців тому

      এটা ব্যাটারিতে সমস্যা আছে, যে শোরুম তেকে আনচেন,সেই শোরুমের সাথে কথা বলে পেনটা পাল্টায় আনার ব্যবস্থা করেন অথবা সমস্যাটা সমাধান করে দেবে ওরা,

  • @SaifullslamJibon
    @SaifullslamJibon 10 місяців тому

    Price koto

  • @tareksheikh3790
    @tareksheikh3790 7 місяців тому

    এইটা কি Ac/Dc Fan?

  • @TaniaAkter-f3c
    @TaniaAkter-f3c 8 місяців тому

    6590 টাকা নিছে

  • @harunmoulvi6114
    @harunmoulvi6114 Рік тому

    এইটার রিমোট নাই ওয়ালটনের

    • @2minutestutorial957
      @2minutestutorial957  Рік тому

      না ভাইয়া এই মডেলের মধ্যে রিমোট হয় না।