অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। সুদূর উত্তরবঙ্গ থেকে আপনি মতবিনিময়ে যুক্ত হলেন। আপনাদের ওখানে এরকম কিছু লোকসংস্কৃতি থাকলে জানাবেন। ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।
অনেক ধন্যবাদ ভাই এত দূর থেকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যদি কোনোদিন সম্ভব হয় আপনাদের ওখানকার ভাদু গান দেখার ইচ্ছে রইল। ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।
স্বাগত প্রিয় সূধী, অনেক ভালোলাগছে আপনার এই অনুভূতি। আপনার কথায় রামযাত্রা নিয়ে কাজ করার ইচ্ছে রইল। ছোটবেলায় কোথায় রামযাত্রা দেখতেন যদি বলেন.... অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল 🙏
প্রিয় সূধী, আমার খুব ভালো লাগছে এত দূর থেকে আপনি আপনার এই অনুভূতি প্রকাশ করছেন। আপনি পুরুলিয়ার মানুষ আমার খুব ইচ্ছা আছে ওখানকার ভাদু গানের সঙ্গে পরিচিত হওয়ার। ভালো থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। 🙏
বাংলার লুপ্ত প্রায় সংস্কৃতিকে মানুষের সামনে তুলে আনার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ছোট্ট তে দেশের বাড়ি তে একবার দেখেছিলাম স্মৃতি তে তার ছবি ছিল, খুবই অষ্পষ্ট। সেটা বোঝার মতো বয়স তখন ছিল না।আজ দেখে শিশুকালের স্মৃতি ভেসে এলো। যেহেতু আমি ৪ বছর বয়স থেকে গান করি তাই সেই ৫/৬বয়সে শোনা একটি গানের একটি লাইন এবং তার সুর আজও মনে আছে। ভাদু আমার ছোটো ছেলে কাপড় পড়তে জানে না।😊 সর্বোপরি ভাদুর বিষয় এবং তার সুরের বিবর্তন সব কিছু কে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে এই ভিডিওটি তে। ভীষণই ভালো উদ্যোগ।
আপনার প্রশংসা আমার ভালো লাগছে। ভিডিয়ো বানাতে অনেক পরিশ্রম হয়, সেটা মানুষের ভালো লাগলে পরিশ্রম সার্থক হয়। ভালো থাকবেন সঙ্গে থাকবেন। চেষ্টা করব এভাবেই সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার।
হুগলির অনেকাংশেই ভাদুগান বাড়ী বাড়ী গিয়ে কিছু মহিলাকে গান পরিবেশন করতে দেখা যায় । আমার দেখা হুগলির ধনীয়াখালি ব্লকের দেধারা গ্রামের ভাদুমেলার কি অসাধারণ বৈচিত্র্য না দেখলে বোঝা যায়না ,ধন্যবাদ।
প্রধানত পুরুলিয়া ও বর্ধমান জেলাy bhadu গান বেশি জন প্রিয় ছিল. গ্রামের bagdi জাতি কে bhadu আনতে দেখেছি. আমাদের এখানে পুরুষ নাচত না. একটা ছোট মেয়ে নাচত. এটা abluptir পথে yachhe এর জন্যে আমরাi দায়ী. Thank you for your video.
পুরুলিয়া জেলায় একটা ভাদু গান শুনেছিলাম ১৯৭৪ সালে!! তোরা দে উলু দে, উলু দে - আমার ভাদু আসবে বলে - -!!!!!!! যিনি পুরো গানটা জানেন তিনি বাকিটা লিখে দিলে আনন্দ পাবো!!!!
@@anjankumarsengupta9409 ভাদু গানের বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার শোনা ওই গানটার খোঁজ যদি পাই সেই চেষ্টা করব। ভালো থাকবেন সঙ্গে থাকবেন।
দারুণ দারুণ ,মন মুগ্ধ করা ভিডিও,আর ভিডিও কোয়ালিটি তো অসাধারণ,অনেক পরিশ্রম করেছেন ভিডিও টা বানাতে ,তাই আজ অবধি সব ভিডিও স্কিপ করে দেখি কিন্তু এটা পুরোটাই দেখলাম ,আরও এগিয়ে চলুক আপনার এই চ্যানেল ।
আপনার কথা এক দিক থেকে ফেলার নয়। আসলে সুর খানিকটা ধার করা হলেও সমস্ত আঙ্গিক এবং ধারাবাহিকতা প্রায় আগের মতোই আছে। সমস্তটা বিচার করলে এটা লোকসংস্কৃতির শর্ত পূরণ করছে। অনেক ধন্যবাদ আপনাকে মতামত দেবার জন্য। জানাবেন কোথা থেকে দেখছেন, ভালো থাকবেন সঙ্গে থাকবেন।
Apnader gan khube valo lagalo
Dhanna bath apanader.
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।
Fdd
1:30 1:30 1:30 1:30 1:30
আমার বাড়ি কোচবিহার । ভাদু গানের কথা শুনেছিলাম , আজ আপনাদের মাধ্যমে দেখলাম । খুব ভালো লাগলো । আপনাদের অসংখ্য ধন্যবাদ ।
অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। সুদূর উত্তরবঙ্গ থেকে আপনি মতবিনিময়ে যুক্ত হলেন। আপনাদের ওখানে এরকম কিছু লোকসংস্কৃতি থাকলে জানাবেন।
ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।
@@barundubey a
আমাদের অতীত ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রেখে আমাদেরকে শিকড়মুখী করার জন্য আপনার মহতী প্রচেষ্টা ও উদ্দেশ্যকে সাধুবাদ জানাই। তমলুক, পূর্ব মেদিনীপুর।
স্বাগত আপনাকে। অনেক ভালো লাগলো আপনার অনুভূতির প্রকাশ। তমলুকের বিশেষ কোনো সংস্কৃতি থাকলে জানবেন। ভালো থাকবেন সঙ্গে থাকবেন।
অতি সুন্দর, অতি উত্তম, অতি চমৎকার পরিবেশনা। ধন্যবাদ।❤️❤️❤️❤️
অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রশংসার মালা দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য। জানাবেন কোন জেলা থেকে বলছেন। অনেক ভালো থাকবেন সঙ্গে থাকবেন।
Dada vadu gan khub valo laglo Amader Dhandab a vadu gan hoi
অনেক ধন্যবাদ ভাই এত দূর থেকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
যদি কোনোদিন সম্ভব হয় আপনাদের ওখানকার ভাদু গান দেখার ইচ্ছে রইল।
ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।
Khub sundor mama
Thank you মামা
দারুন উপস্থাপনা
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।
পদ্মশ্রী রতন কাহার ভাদু গানে বিখ্যাত আমরা ছোটবেলা তে অনেকশূনেছি অনেক দিন পর আবার শূনমাম ভালো লাগল
অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ রতন কাহার এই বিষয়ে একজন বিখ্যাত মানুষ।
ভালো থাকবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন।
ভীষণ ভীষণ ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ।
স্বাগত আপনাকে। ভালো থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন।
Khub Valo Laglo Kaku Ei Rokom Aro Valo Valo Video Banaw O WhatsApp r Facebook e charo Baje Video Bad Diye r Hasir r Mojar Video Shaer Koro👌👌👌👌
Thank you সোনু মা, চেষ্টা করব তোমার পরামর্শ অনুযায়ী চলার।
ছেলে বেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোট বেলায় এ রকমই রামযাতরা দেখতাম। খুব সুন্দর লাগলো। ধন্যবাদ
স্বাগত প্রিয় সূধী, অনেক ভালোলাগছে আপনার এই অনুভূতি। আপনার কথায় রামযাত্রা নিয়ে কাজ করার ইচ্ছে রইল। ছোটবেলায় কোথায় রামযাত্রা দেখতেন যদি বলেন....
অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল 🙏
Darun bhala lagacha Ami odisha thaka balachi purulia Amar Desh Ami puruliyar lokke
প্রিয় সূধী, আমার খুব ভালো লাগছে এত দূর থেকে আপনি আপনার এই অনুভূতি প্রকাশ করছেন। আপনি পুরুলিয়ার মানুষ আমার খুব ইচ্ছা আছে ওখানকার ভাদু গানের সঙ্গে পরিচিত হওয়ার।
ভালো থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। 🙏
Khub valo laglo video.
অনেক ধন্যবাদ। সঙ্গে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ❣️
লাখ অতিক্রম করার লাখ লাখ শুভেচ্ছা।এমন করেই লাখ লাখ পথ অতিক্রম করুক পরবর্তী কাজগুলো.....
Thank you and keep staying also.
আমি সোনার পুর থেকে দেখছি খুব ভালো লাগলো ধন্যবাদ 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
স্বাগত আপনাকে। ভালো থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন।🙏
বাংলার লুপ্ত প্রায় সংস্কৃতিকে মানুষের সামনে তুলে আনার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ছোট্ট তে দেশের বাড়ি তে একবার দেখেছিলাম স্মৃতি তে তার ছবি ছিল, খুবই অষ্পষ্ট। সেটা বোঝার মতো বয়স তখন ছিল না।আজ দেখে শিশুকালের স্মৃতি ভেসে এলো। যেহেতু আমি ৪ বছর বয়স থেকে গান করি তাই সেই ৫/৬বয়সে শোনা একটি গানের একটি লাইন এবং তার সুর আজও মনে আছে।
ভাদু আমার ছোটো ছেলে কাপড় পড়তে জানে না।😊 সর্বোপরি ভাদুর বিষয় এবং তার সুরের বিবর্তন সব কিছু কে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে এই ভিডিওটি তে। ভীষণই ভালো উদ্যোগ।
আমার ভিডিয়ো দেখে আপনার শৈশবের স্মৃতি আর অনুভূতির প্রকাশ আমাকে অনেক ভালোলাগা দিলো। অনেক ভালো থাকবেন আর চ্যানেলের সঙ্গে থাকবেন।
অনেক ভালো ভাবে সব কিছু তুলে ধরেছেন,সত্যি বলতে আমি কখনো এসব দেখিনি।আপনার কারনে এসব দেখলাম
আপনার প্রশংসা আমার ভালো লাগছে। ভিডিয়ো বানাতে অনেক পরিশ্রম হয়, সেটা মানুষের ভালো লাগলে পরিশ্রম সার্থক হয়। ভালো থাকবেন সঙ্গে থাকবেন। চেষ্টা করব এভাবেই সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার।
ভাদু উৎসবের এত বিস্তারিত ছবি আগে কখনও দেখতে পাওয়ার সুযোগ হয় নি।
ধন্যবাদ ভাই। 😊
আমার চ্যানেলে আপনাকে স্বাগত। এই ভালোলাগাটা আমার কাছে অনেক দামি। জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন।
ভালো থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন।
খুব ভালো লাগলো ভাদুগান
অনেক ধন্যবাদ
খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন।
খুব ভালো লাগলো দাদা, আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি ঐতিহ্য কে তুলে ধরার জন্য।তোমাকে অনেক অনেক ধন্যবাদ।🙏🙏🙏❤❤❤
তোমার ভালোলেগেছে জেনে ভালোলাগছে ভাই।
কোন জেলা থেকে দেখছ জানাও।
ভালো থেকো সঙ্গে থেকো।
@@barundubey দাদা জলপাইগুড়ি জেলা থেকে দেখছি
সুদুর উত্তরবঙ্গ....
ভালো থেকো ভাই।
@@barundubey Thank you so much dada ❤️❤️
বাংলার লোক সংস্কৃতি যুগ যুগ বেঁচে থাকুক। ধন্যবাদ
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সঙ্গে থাকবেন।
খুব ভালো হয়েছে বন্ধু
অনেক ধন্যবাদ বন্ধু।
ভালো থেকো সঙ্গে থেকো।
আমার বাড়ি পুরুলিয়া জেলার চড়িদা (মুখোশ গ্রাম) এর একজন ছৌ মুখোশ শিল্পী আমি। আমাদের এখানে ভাদু পুজো ও ভাদু গীত গাওয়া হয়ে থাকে মূলত❤️🙏🏻👍....
অনেক ধন্যবাদ আপনাকে আপনার গ্রামের সাংস্কৃতিক সৌন্দর্যের কথা শেয়ার করার জন্য। ভালো থাকবেন সঙ্গে থাকবেন।
@@barundubey àa
আপনার সঙ্গে কথা বলার ইচ্ছে রইল।
হুগলির অনেকাংশেই ভাদুগান বাড়ী বাড়ী গিয়ে কিছু মহিলাকে গান পরিবেশন করতে দেখা যায় । আমার দেখা হুগলির ধনীয়াখালি ব্লকের দেধারা গ্রামের ভাদুমেলার কি অসাধারণ বৈচিত্র্য না দেখলে বোঝা যায়না ,ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে হুগলি জেলার অন্য রকম ভাদু গানের বিষয়টি শেয়ার করার জন্য।
ভাদু মেলার বিষয়টি একটু বিস্তারিত জানতে চাই।
অনেক ভালো থাকবেন সঙ্গে থাকবেন।
Amader life science teacher ,
Khub sundor hoyeche video ta
Sir ami aponar students
Thank you Rijan. কোন ক্লাসে পড় তুমি?
@@barundubey 10th
প্রধানত পুরুলিয়া ও বর্ধমান জেলাy bhadu গান বেশি জন প্রিয় ছিল. গ্রামের bagdi জাতি কে bhadu আনতে দেখেছি. আমাদের এখানে পুরুষ নাচত না. একটা ছোট মেয়ে নাচত. এটা abluptir পথে yachhe এর জন্যে আমরাi দায়ী. Thank you for your video.
প্রিয় সূধী আপনি কোন জায়গা থেকে বলছেন জানাবেন ; আপনার তথ্যমূলত স্মৃতি শেয়ার করলেন তার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন।
@@barundubey patuna. Mahachanda. Purb burdwan. Pin 713102.thank you.
Debiprasad
পুরুলিয়া জেলায় একটা ভাদু গান শুনেছিলাম ১৯৭৪ সালে!! তোরা দে উলু দে, উলু দে - আমার ভাদু আসবে বলে - -!!!!!!! যিনি পুরো গানটা জানেন তিনি বাকিটা লিখে দিলে আনন্দ পাবো!!!!
@@anjankumarsengupta9409 ভাদু গানের বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার শোনা ওই গানটার খোঁজ যদি পাই সেই চেষ্টা করব।
ভালো থাকবেন সঙ্গে থাকবেন।
আমার নাম মদন মোহন দে ।আমার বাড়ি মুর্শিদাবাদ কান্দি তিলিপাড়া। আমি কাজের সূত্রে দুবাইয়ে থাকি। ভাদু গান শুনে খুবই ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ভাই।
আপনার ভালোলাগার কথা শুনে অনেক আনন্দ পেলাম। বিদেশ থেকে আমার ভিডিয়ো দেখছেন এটা অনেক আনন্দের আমার কাছে। সঙ্গে থাকবেন।
📌All Team Member
ভাদুর মা :- সন্যাসী বাগদী।
ভাদুর বাবা :- নাগর বাগদী।
তবলা :- স্বপন বাগদী।
ক্যাসিও :- মুকা বাগদি।
খাতা পড়ছেন :- পলাশ বাগদী।
অন্যান্য :- গোপাল বাগদী এবং উৎপল বাগদী।
রচনাকার :- পলাশ রাজবংশী।
Raipur, Purandarpur, Kandi, Murshidabad
অনেক ধন্যবাদ আপনাকে। তথ্যগুলো উল্লেখ করার জন্য। ভিডিয়োর ডেসক্রিপশনে দেখুন অনেক তথ্য দেওয়া আছে।
আমার সঙ্গে যোগাযোগ করার আমন্ত্রণ রইল।
এনারা সকলে আমার আত্মীয় হন ।
(আমার গ্রামের) ❤️
ধন্যবাদ আপনাকে ❤️
আপনার কনটাক্ট নাম্বার দেন।
Instagram a knock korechi dekhun.
Gramer nam o address please
Check in Description.
@@BENUKAR Brother oder Ekjoner Mobile No pele valo hoto.
দারুণ দারুণ ,মন মুগ্ধ করা ভিডিও,আর ভিডিও কোয়ালিটি তো অসাধারণ,অনেক পরিশ্রম করেছেন ভিডিও টা বানাতে ,তাই আজ অবধি সব ভিডিও স্কিপ করে দেখি কিন্তু এটা পুরোটাই দেখলাম ,আরও এগিয়ে চলুক আপনার এই চ্যানেল ।
অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোলাগা প্রকাশের জন্য।
ভিডিয়োটা আপনার মা বাবাকে দেখাবেন আশাকরি ওঁদেরও ভালোলাগবে।
Nice
Thank you. Keep staying also.
🙏🙏🙏♥️👍
❣️
❤❤❤
❣️
Kun gaan er sur eta ?? At o sundhor
এটা ভাদু গান।
চ্যানেলের সঙ্গে থাকবেন।
দাদা আপনার বাড়ি কোথায় একটু বলবেন?
আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার কান্দি শহর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে রুহা নামে একটি গ্রাম।
আপনার কোথায় বাড়ি দাদা?
17
sept purulia r kasai nodi te jan
কী বিষয়ে যদি বলেন এবং এব্যাপারে তথ্য দিয়ে যদি সাহায্য করেন ভালো হয়।
Ruhar kon para ata??
হাড়ি পাড়া
এতো ভাষন দিলে, গানের কথা শুনবো কখন,,,
গানের কথা ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নেওয়া যাবে।
আমি এই ভাদু গান নিয়ে কাজ করতে চায় আপনি আমায় যদি একটু সাহায্য করেন আর কি
কোথা থেকে বলছেন
কী সাহায্য লাগবে বলুন...
সরকারি কর্মকর্তা রা বেশ সুন্দর করে বলতে পারেন।
তা ঠিক কিন্তু এখানে সরকারি কর্মকর্তা কোথায় পেলেন?
সিনেমা, বাউল সুরে যখন গাইতে বাধ্য হচ্ছে তাহলে এটাকে আর লোকগীতি বলার যুক্তি আছে কী?
আপনার কথা এক দিক থেকে ফেলার নয়। আসলে সুর খানিকটা ধার করা হলেও সমস্ত আঙ্গিক এবং ধারাবাহিকতা প্রায় আগের মতোই আছে। সমস্তটা বিচার করলে এটা লোকসংস্কৃতির শর্ত পূরণ করছে।
অনেক ধন্যবাদ আপনাকে মতামত দেবার জন্য। জানাবেন কোথা থেকে দেখছেন, ভালো থাকবেন সঙ্গে থাকবেন।
@@barundubey নমস্কার নেবেন --- আমি ভাদু গানের উৎসস্থল পুরুলিয়া থেকে দেখছি 🙏
নমস্কার নেবেন আপনিও🙏
আপনি পুরুলিয়া থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন এটাতে ভালো লাগছে।
Up y
কী?
গান কম কোথা বেশি
মতামত দেওয়ার জন্য ধন্যবাদ
Kotha bole gan ta kharap kore diyeche
খুব অন্যায়
Tumi katha ta deya video ta kor lai parta
বুঝলাম না কী বলতে চাইলে
0000000000000
কী এটা?
গানের কোন ভাষা বুঝা যায়নি
হেডফোন দিয়ে শুনলে আশা করি বুঝতে পারবেন।
বাংলার লুপ্ত প্রায় সংস্কৃতি গুলো বাঁচিয়ে রাখুন ।যেমন সত্যপীর ,কালু গাজীর ,ভাদু গান ,মহরম এর শহীদের কারবালা ইত্যাদি।
অবশ্যই চেষ্টা করব। এই চ্যানেলের সাবজেক্ট এগুলোই। কালু গাজীর এবং সত্যপীরের গান কোথায় হয় জানি না, জানা থাকলে জানাবেন।