অনুষ্ঠিত হল স্টারলাইট অনন্য সম্মান ২০২৪ | Starlight Ananya Samman 2024 | Alap TV

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • সম্প্রতি পায়েল সরকার অর্গানাইজেশনের প্রযোজনায় রাজারহাট নিউটাউনের রবীন্দ্র তীর্থ অডিটরিয়ামে অনুষ্ঠিত হল স্টারলাইট অনন্য সম্মান ২০২৪। এই পুরস্কারপ্রদান অনুষ্ঠান কিন্তু আর পাঁচটা অনুষ্ঠানের চেয়ে অনেকটাই আলাদা। এখানে ফিল্ম ও টেলভিশন ইন্ডাস্ট্রির প্রতিভাবান শিল্পীদের পাশাপাশি জনদরদী ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন জেলার বিশেষ প্রতিভার অধিকারীদের অনুসন্ধান করে সম্মানিত করা হয়। এছাড়াও এদিন কয়েকজন রাজনীতিবিদ ও কলকাতা পুলিশ কমিশনারকেও স্টার লাইট অনন্য সম্মানে সম্মানিত করা হয়।
    এদিনের এই তারকাখচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ, বর্ষীয়ান অভিনেত্রী অণামিকা সাহা, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর, অভিনেতা সুমিত গাঙ্গুলী, টেলি তারকা ঋষি কৌষিক, তৃণা সাহা, নয়না গাঙ্গুলী সহ অনেকেই। এছাড়াও বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অনেক রাজনীতিবিদরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    পুরস্কারপ্রদান অনুষ্ঠানে বেশ কিছু অভিনব উপস্থাপনা চোখে পড়ে। ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পীর নৃত্য পরিবেশন, এগারো বছরের একটি মেয়ের ম্যাজিক সহ বেশ কয়েকটি পারফর্মেন্স নজর কেড়েছে। এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা টেলি অভিনেত্রী পায়েল সরকারকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
    Starlight Ananya Samman 2024 was recently held at Rabindra Tirtha Auditorium, Rajarhat Newtown, produced by Payal Sarkar Organization. But this award ceremony is very different from the other five ceremonies. Here talented artists from the film and television industry, from philanthropic doctors to special talents of different districts are searched and honored. Also on this day some politicians and Kolkata Police Commissioner were also honored with Star Light Ananya Samman.
    Eminent director Goutam Ghosh, veteran actress Anamika Saha, dancer and actress Mamata Shankar, actor Sumit Ganguly, telly star Rishi Kaushik, Trina Saha, Naina Ganguly and many others were present at this star-studded event. Many politicians were also present on the occasion.
    Several performances caught the eye in this award ceremony, including a dance performance by a transgender dancer, magic by an eleven-year-old girl etc. Everyone applauded the tele actress Payal Sarkar, one of the initiators of this initiative.
    #পায়েল #স্টার #award #awardfunction #tollywood #tollywoodnews #tollywoodupdates #অনামিকা #tollyserialpara

КОМЕНТАРІ •