আমি এই পুরুলিয়ার ভিডিওগুলো দেখলাম অসাধারন হয়েছে। যেমন সুন্দর বলার ভঙ্গিমা আবার তেমন সুন্দর সব ছবি, ফাটাফাটি হয়েছে , দাদা। আমি ভাবছি যে আমরা কবে যাবো আর এমন সুন্দর দৃশ্য নিজের চোখের সামনে দেখতে উপলব্ধি করতে পারবো।
দাদা রানাঘাট থেকে বলছি। পুরুলিয়ার অযোদ্ধা পাহার থেকে শুরু করে মাইথন ড্যম অবদি ঘুরবো। আমাদের সময় এক রাত দুই দিন কিভাবে ঘুরলে সবগুলো জায়গা দেখতে পারব। একটু বলবেন। আপার ড্যম লোয়ার ড্যম খয়রাবেরা ড্যম বামনি ফলস। মুরগুমা। জয়চন্ডি পাহার। গরপ্নঞ্চকোট পানঞ্চেত ড্যম। এবং মাইথন।। দয়া করে একটু জানাবেন।।
আপনি একদিন অযোধ্যা পাহাড়ের দিকটা আর একদিন রঘুনাথপুর টা ঘুরে দেখুন। তাহলেই আপনার সব কটা জায়গা ঘুরে দেখা হবে। আর তাই দুটো ভাগে ভাগ করে আমি ভিডিও গুলো দিয়েছি আপনি দুটি ভিডিও ভালো করে দেখুন আর ওই ভাবেই ঘুরুন তাহলেই সবকটা জায়গা দুদিনেই আপনি কভার করে নিতে পারবেন।। যাত্রা শুরু করুন অযোধ্যা পাহাড় দিয়ে আর শেষ করুন মাইথন ড্যাম দিয়ে।
Dada apni muruguma dam to khairabera dam er je Google map er road ta dekhalen seta ki family er Jonno safe? Apni ki oi rasta diye esechilen? Ami Google a deklam rasta jungle er majh diye jachhe. Pls ans gulo Deben . Asole Ami family niye jabo Dec er seser dike.
পাখি পাহাড় এর পর একটি রাস্তা সোজা মুরগুমা চলে গিয়েছে আরেকটি রাস্তা বাঁদিকে খয়রাবেড়া ড্যাম এর দিকে চলে গেছে। আপনি মুরগুমা দেখে ব্যাক করে ওই একই রাস্তায় ফিরে চলে এসে খয়রাবেড়া ড্যাম এর বাঁদিকে রাস্তাটি নিতে পারেন। যেহেতু ফ্যামিলি নিয়ে যাবেন তাই জঙ্গলে ঘেরা উঁচু-নিচু সরু রাস্তা টা বাদ দেওয়াটাই ভালো হবে। যদিও ওই রাস্তাটাও ভালো আর অসুবিধা হবার কথা নয়। তবে যেহেতু আপনি ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তাই আমি বলব যে রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম সেটা বাদ দেয়াই ভালো। আর খয়রাবেড়া ড্যাম এর আরো একটি রাস্তা আছে যেটা লোয়ার ড্যাম এর আগে সোজা চলে গিয়েছে। চড়িদা গ্রাম হয়ে সোজা গিয়ে ডানদিকে বেঁকে খয়রাবেড়া ড্যাম পৌঁছানো যাবে।
Baranti thek Pakhi pahar,Lower Dam, Upper Dam, Bamni Falls, Marbel Lake, Khairabera Dam, Chorida village ghure Hill Top lodge.... ETA KI AKDINE SOMVOB?? (BIKE)
হ্যাঁ সম্ভব কিন্তু আপনাকে একটু সকাল-সকাল বেরোতে হবে। আপনি সবার প্রথমে চলে আসুন খয়রাবেড়া ড্যাম। এখান থেকে কুড়ি মিনিটের মত লাগবে চড়িদা গ্রাম আসতে। এখান থেকে সোজা চলে যান পাখি পাহাড়। 30 মিনিটের মতন সময় লাগবে। এরপর ফেরার সময় ডান দিকের লোয়ার ড্যাম আর আপার ড্যাম এর রাস্তা টা ধরুন। আপার ড্যাম থেকে 10 মিনিটের দূরত্বে বামনি ফলস। আবার এখান থেকে আরো 10 মিনিট সময় লাগবে মার্বেল লেক পৌঁছাতে। এরপর এখান থেকে সোজা চলে যান মুরগুমা ড্যাম। যেহেতু এতগুলো জায়গা তাই সময়ের পরিমাপ করে চলবেন। ধন্যবাদ ভালো থাকবেন।
যদিও খয়রাবেড়া ড্যাম থেকে মুরগুমা ডেম যাবার একটি রাস্তা আছে জঙ্গলের মধ্যে দিয়ে। আর তার সৌন্দর্য খুব ভালো কিন্তু নতুন লোকের জন্য একটু অসুবিধা হতে পারে। এই রাস্তাটা বাদ দেয়াই ভালো।
খুব ভাল লাগল।
Subscribe না করে থাকতে পারলাম না।
অসাধারণ.....
Nice
Khub sundor video 👌👌
ধন্যবাদ ভালো থাকবেন। 😊
Hmm
সুন্দর উপস্থাপনা করেছেন
আপনাকে অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন।
আমি এই পুরুলিয়ার ভিডিওগুলো দেখলাম অসাধারন হয়েছে। যেমন সুন্দর বলার ভঙ্গিমা আবার তেমন সুন্দর সব ছবি, ফাটাফাটি হয়েছে , দাদা।
আমি ভাবছি যে আমরা কবে যাবো আর এমন সুন্দর দৃশ্য নিজের চোখের সামনে দেখতে উপলব্ধি করতে পারবো।
অনেক ধন্যবাদ তোমাকে, ভালো থেকো।
আমার খুব প্রিয় পুরুলিয়া |আমিও গেছি এই জায়গাগুলোয় ,আপনার ব্যাখ্যা ও গলার স্বর খুব সুন্দর ,ধন্যবাদ |
অসংখ্য ধন্যবাদ। ভাল ও সুস্থ থাকুন।
যদি আপনি পুরুলিয়াবাসী হোন তাহলে এই Comment টাকে একটা Like করে যান ।
দেখতে চাই কত জন পুরুলিয়া ভিডিও প্রেমি আছে🙏
Thank you❣️
👌👌👌👌👌👌👌
Thanks 😊
নওড়াহুডা পুরুলিয়া জায়গাটা কোথায় এবং কিভাবে যাবো আগে নাম ছিল নরহরি
দুঃখিত, আমার জানা নেই।
দাদা রানাঘাট থেকে বলছি। পুরুলিয়ার অযোদ্ধা পাহার থেকে শুরু করে মাইথন ড্যম অবদি ঘুরবো। আমাদের সময় এক রাত দুই দিন কিভাবে ঘুরলে সবগুলো জায়গা দেখতে পারব। একটু বলবেন। আপার ড্যম লোয়ার ড্যম খয়রাবেরা ড্যম বামনি ফলস। মুরগুমা। জয়চন্ডি পাহার। গরপ্নঞ্চকোট পানঞ্চেত ড্যম। এবং মাইথন।। দয়া করে একটু জানাবেন।।
আপনি একদিন অযোধ্যা পাহাড়ের দিকটা আর একদিন রঘুনাথপুর টা ঘুরে দেখুন। তাহলেই আপনার সব কটা জায়গা ঘুরে দেখা হবে। আর তাই দুটো ভাগে ভাগ করে আমি ভিডিও গুলো দিয়েছি আপনি দুটি ভিডিও ভালো করে দেখুন আর ওই ভাবেই ঘুরুন তাহলেই সবকটা জায়গা দুদিনেই আপনি কভার করে নিতে পারবেন।।
যাত্রা শুরু করুন অযোধ্যা পাহাড় দিয়ে আর শেষ করুন মাইথন ড্যাম দিয়ে।
Very good...😊
Thanks 😊
যেমন সুন্দর এই জায়গাটা তেমনই দারুন আপনার বর্ণনা👌
Thanks ☺️
Dada apni muruguma dam to khairabera dam er je Google map er road ta dekhalen seta ki family er Jonno safe? Apni ki oi rasta diye esechilen? Ami Google a deklam rasta jungle er majh diye jachhe. Pls ans gulo Deben . Asole Ami family niye jabo Dec er seser dike.
পাখি পাহাড় এর পর একটি রাস্তা সোজা মুরগুমা চলে গিয়েছে আরেকটি রাস্তা বাঁদিকে খয়রাবেড়া ড্যাম এর দিকে চলে গেছে। আপনি মুরগুমা দেখে ব্যাক করে ওই একই রাস্তায় ফিরে চলে এসে খয়রাবেড়া ড্যাম এর বাঁদিকে রাস্তাটি নিতে পারেন। যেহেতু ফ্যামিলি নিয়ে যাবেন তাই জঙ্গলে ঘেরা উঁচু-নিচু সরু রাস্তা টা বাদ দেওয়াটাই ভালো হবে। যদিও ওই রাস্তাটাও ভালো আর অসুবিধা হবার কথা নয়। তবে যেহেতু আপনি ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তাই আমি বলব যে রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম সেটা বাদ দেয়াই ভালো।
আর খয়রাবেড়া ড্যাম এর আরো একটি রাস্তা আছে যেটা লোয়ার ড্যাম এর আগে সোজা চলে গিয়েছে। চড়িদা গ্রাম হয়ে সোজা গিয়ে ডানদিকে বেঁকে খয়রাবেড়া ড্যাম পৌঁছানো যাবে।
আপনার যদি অন্য কোন প্রশ্ন থাকে নিশ্চয়ই জানাবেন চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার। ভালো থাকবেন ধন্যবাদ।
@@tripandtourguide apnake asankho dhanyobad sahajja karar Jonno.
SO BEAUTIFUL 🥰🥰
Thanks
Dreskiption box
ভিডিও টাইটেল এ ক্লিক করলে ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন।
ওওও বাবা আবার হেটে pose মারা হচ্ছে।।।👍👍👍👍👍
😀
@@tripandtourguide দীঘার video চাই।।।।।।।।।।।।।।।
😌
@@tripandtourguide 🤩🤩🤩🤩🤩
New Digha video daba...
apnar contact no ti paoa somvob?
বলুন না কি জানতে চান ? চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার।
@@tripandtourguide oto lekha somvob noi bolei, jante chaichilam!!
Baranti thek Pakhi pahar,Lower Dam, Upper Dam, Bamni Falls, Marbel Lake, Khairabera Dam, Chorida village ghure Hill Top lodge....
ETA KI AKDINE SOMVOB?? (BIKE)
হ্যাঁ সম্ভব কিন্তু আপনাকে একটু সকাল-সকাল বেরোতে হবে। আপনি সবার প্রথমে চলে আসুন খয়রাবেড়া ড্যাম। এখান থেকে কুড়ি মিনিটের মত লাগবে চড়িদা গ্রাম আসতে। এখান থেকে সোজা চলে যান পাখি পাহাড়। 30 মিনিটের মতন সময় লাগবে। এরপর ফেরার সময় ডান দিকের লোয়ার ড্যাম আর আপার ড্যাম এর রাস্তা টা ধরুন।
আপার ড্যাম থেকে 10 মিনিটের দূরত্বে বামনি ফলস। আবার এখান থেকে আরো 10 মিনিট সময় লাগবে মার্বেল লেক পৌঁছাতে। এরপর এখান থেকে সোজা চলে যান মুরগুমা ড্যাম। যেহেতু এতগুলো জায়গা তাই সময়ের পরিমাপ করে চলবেন।
ধন্যবাদ ভালো থাকবেন।
যদিও খয়রাবেড়া ড্যাম থেকে মুরগুমা ডেম যাবার একটি রাস্তা আছে জঙ্গলের মধ্যে দিয়ে। আর তার সৌন্দর্য খুব ভালো কিন্তু নতুন লোকের জন্য একটু অসুবিধা হতে পারে। এই রাস্তাটা বাদ দেয়াই ভালো।