জীবনের ব্যাকরণ।। শ্রীপ্রলয় মজুমদার।। Proloy Majumder's Speech।।

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • শ্রী প্রলয় মজুমদার একজন ভারতীয় বাগ্মীপ্রবর বক্তা। যুগপুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্রশিষ্য, লীলাপরিকর, অন্যতম সেবক শ্রী গোবর মজুমদার ছিলেন তার পিতা। শ্রীপ্রলয় মজুমদার আশৈশব শ্রীশ্রীঠাকুরের সান্নিধ্যে কাটিয়েছেন। বর্তমানে তিনি ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শ্রীশ্রীঠাকুরের দিব্যজীবনদর্শন অবিকৃতভাবে ছড়িয়ে দেওয়ার মানসে ঘুরে বেড়ান। এবং তাঁর বাগ্মীতা আর ক্ষুরধার স্মৃতিচারণায় পরম দয়ালের লীলা ও দিব্য জীবনের নানান ঘটনা বলে বেড়ান।

КОМЕНТАРІ • 9