উপমহাদেশের প্রথা অনুযায়ী রাজার ছেলে রাজা হয়ে থাকেন। আপনাকে ধন্যবাদ আপনিও আপনার বাবার আদর্শকে সম্মান জানিয়ে তার সহকর্মীদের হাতে গণস্বাস্থ্য কেন্দ্রকে ছেড়ে যাচ্ছেন। আল্লাহ জাফরউল্লাহ স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং উনার মধ্যে যে দেশপ্রেম ও কর্মবীরত্ব ছিলো, তা থেকে আমাদের শিক্ষা নেয়ার সুযোগ দিন। আমিন।
ডাঃ জাফরুল্লাহ ছেলে ও বড় ভাইয়ের মুখে জানলাম তাঁর সাহসিকতার অর্থের এব পদ-পদবী কোন লোভ ছিল না। আল্লাহ জনসেবার জন্য তাঁকে বেহেশতে উচ্চ আসনে আসীন করুন আমিন
আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ সন্তান কে এমন শিক্ষা দেওয়া যাতে সে সামাজিক হয়, দ্বীনদার হয়, দেশপ্রেমিক হয়, দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হয়। আমার সন্তান অনেক বড় শিক্ষিত হল, অর্থের মালিক হল, বড় পদের অধিকারী হল, নামকরা শিল্পী হল কিন্তু মহান রব কে চিনল না, এমনকি মা বাবা পরিবারের প্রতি দায়িত্ব পালন করল না এমন সন্তান আমাদের দরকার নেই।
We all parents always just desire this perfection from our child. But Allah knows the best for us. We should not be so judgemental. Nobody can be judge fully just seeing his attitudes because,unfortunately because we are not ANGEL.
উনার বাবার প্রতি মানুষের সম্মান দেখে উনার মনে কষ্ট চলে গেছে, তাই সে খুশিতে হাসি চলে আসে, এটা অস্বাভাবিক কিছু না উনার বাবা মরেন নাই সবার মাঝে বেঁচে আছে তাহলে উনি কাঁদবেন কেন। প্রত্যেকটা সংসারে এমন বাবা থাকা উচিত। এরকম একটা বাবা পেলে আমার জীবন ধন্য, উনার চাইতে আমি আরো বেশি খুশি থাকতাম
ছেলেটা যে শিক্ষিত তার ভাষায় বোঝা যাচ্ছে। সে যেভাবেই বলুক না কেন, সুন্দর স্পষ্ট ও সাবলীলভাবে গুছিয়ে সে তার বাবাকে প্রকাশ করতে পেরেছে এবং তার বক্তব্য শেষ করতে পেরেছে। তাছাড়া বাংলাদেশের এলিট শ্রেণীর লোকেদের বাচ্চা-কাচ্চারা বিদেশে থেকে বড় হয়। ছেলেটা কে ও তেমনি মনে হয়েছে। কই দেশের খেয়ে দেশের মাটিতে বড় হওয়া কিছু ইউটিউবারের ভাষাও এর চেয়ে বাজে হতে দেখেছি।
আজকের দিনে মানুষের মধ্যে মনুষ্যত্ব হারিয়েগেছে যে ছেলেটার বাবা মারা গেছে তার কথা বলার ক্ষুত ধরতেছে।আরে আজকের দিনের ছেলেদের তুলনায় অনেক ভালো একটা ছেলে আমাদের মতো চালাক নয় আমি গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মী ছিলাম দেখেছি তার বাবাকে কতোটা সম্মান করতো।
ছেলেটি খারাপ কি বলেছে যে আপনার গায়ে লেগে গেল? বাবার সকল সম্পত্তি গণ মানুষের কাছে ছেড়ে দিলেন, লোভ করলেন না, এটাই তু বড় মানসিক অবস্থান। অথচ অনেক ছেলে মেয়ে আছে বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনেরা ঝগড়ায় লিপ্ত। সম্পত্তির জন্যে নিজ বাবা মাকেও খুন করার উদাহরন অনেক আছে। কিন্তু ছেলেটার মধ্যে সেই কঠিন স্বার্থ কিছুই নেই। বরং সহজ সরলভাবেই ব্যাখ্যা করে গেছেন। আর আবেগের কথা বলবেন? সিলেট এলাকায় কেউ মারা গেলে ওইদিন গরু জবাই করে আয়েশি খাবার দাবার চলে। এটা কোন আবেগ তারা দেখায়?
বিদায় কিংবদন্তি ❣️ আজ জাতি হারিয়েছে এক অমূল্য সম্পদ যার শূণ্যতা হয়তো কোনদিন পুরন হবে না। তবে স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা আর অফুরন্ত ভালোবাসা চিরকাল থেকে যাবে।
জন্মিলে মরিতে হবে। কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নিতে বড়ই কষ্ট হয়। তার মধ্যে অন্যতম ডাক্তার জাফরুল্লাহ স্যার। আমার দেখা সত্যিকার অর্থে একজন মানুষ। মুখোশ পরিহিত অভিনয়কারী কোন ব্যক্তি ছিলেন না উনি।
একদম ঠিক কথা বলছেন। ছেলে মেয়েরা বাইরে থাকলে বেশির ভাগই ঐ রকম হিপ্পি ড্যাম কেয়ার টাইপের হয়। ওরা দেশে থাকলেও বিপদ আর বাইরে তো আরও হিপ্পি বন্ধু অনেক। সুতরাং কোনটা ভাল আল্লাহ জানেন।
আমি নিশ্চিত করে বলতে পারি এই ছেলে বুদ্ধি প্রতি:'*"বন্ধী.... বাবা মারা গেছে এখন ও কবর ও দেওয়া হয়নি..কিন্তু ছেলে এর মুখে হাসি... কোনো সুস্থ ছেলে এই ভাবে হেসে interview দিতে পারে না..😡..
এ দেশের মানুষ একেকজন বড় বড় জাজ। কাউকে একটু দেখে জাজ করতে ওস্তাদ।ছেলেটা তার বাবার মৃত্যুর সময় পাশে ছিল। বাবার লাশের খাট আগে টেনে নিয়ে গেছে, বাবার প্রতি সম্মান দেখা যাচ্ছে, তারপরও মানুষের তার কান্না দেখার শখ।
@@mozibarrahmantalukder5628 তাও ঠিক,লোক দেখানো ভণ্ডামি ও করে নাই,তবে সামাজিক ও ধর্মীয় কিছু রীতিনীতি তো আছেই,আমি বেক্তিগত ভাবে অনেক জানাযায় শরিক হয়ে দেখেছি উত্সব মুখর পরিবেশ,মিত্তু আমাদের অবধারিত,আমিও থাকবো না যারা আমার জানাযায় অংশ নিবে তারাও থাকবে না,আমি আমার ছোট সন্তান (@ ১০ বছর বয়স) টাকে ভীষণ স্নেহ করি পরক্ষণেই ভাবি ওতো একদিন না একদিন চলে যাবে অচেনা জায়গায়,সেখানে কি হয় সে সম্পর্কে কোন মানুষই অবগত নয়,এমনকি রাসুল গনও অবগত ছিলেন না,আল্লাহ আমাদের সহায় হউন
একরকম না, অন্যরকম। তা-ই তো মানুষ বলছে যে, সে অন্যরকম। অস্বাভাবিক বা অন্যরকম হলে তা মানুষের চোখে তো পরবেই, আর মানুষ তা নি তো কথা বলবেই। তা, আপনিও বা কেন এত মানুষের মতামতকে তুচ্ছতাচ্ছিল্য করছেন?
@@shimul1679 হ্যা তাই তো অস্বাভাবিক হলে তাকে মাটিতে মিশিয়ে দিতে হবে। কমেন্ট সেকশনটা চেক করেন। আমার কথাটা ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যা একজনকে নিয়ে অনর্থক বাজে কথা বলবে আর সেটার বিরুদ্ধে বলা যাবে না! হা হা হা দারুণ বলেছেন ভাই।
সবই বুঝলাম কেমল মাত্র একটা বিষয় বাদে।আর সেটা হলো ইনি হাসছে কেনো...? ইনার তো বাবা মারা গেছে তাই না।তো সেই হিসেবে না কাঁদলেও অন্ততপক্ষে মুখটা তো একটু শুকনো বা ভারাক্রান্ত থাকবে।
#শিক্ষণীয়ঃ উচ্চ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা খুবই জরুরি, সেটা ওনাকে দেখেই মনে হয়, আপসোস বাবা মারা গেছে, ছেলের চেহারায় কোন কষ্ট প্রকাশ নাই 😭, ডাঃ জাফরুল্লাহ স্যারের জন্য কষ্ট হয়, কি রেখে গেছেন..😭 আপনী আমি যত বড় ই হয়ই না কেন, সন্তানদের কে উচ্চ শিখার পাশাপাশি ধর্মীয় শিখার মাধ্যমে একজন আদর্শ মানুষ করে যাওয়াই উত্তম । আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেউক 🤲
ছেলেটি খারাপ কি বলেছে যে আপনার গায়ে লেগে গেল? বাবার সকল সম্পত্তি গণ মানুষের কাছে ছেড়ে দিলেন, লোভ করলেন না, এটাই তু বড় মানসিক অবস্থান। অথচ অনেক ছেলে মেয়ে আছে বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনেরা ঝগড়ায় লিপ্ত। সম্পত্তির জন্যে নিজ বাবা মাকেও খুন করার উদাহরন অনেক আছে। কিন্তু ছেলেটার মধ্যে সেই কঠিন স্বার্থ কিছুই নেই। বরং সহজ সরলভাবেই ব্যাখ্যা করে গেছেন। আর আবেগের কথা বলবেন? সিলেট এলাকায় কেউ মারা গেলে ওইদিন গরু জবাই করে আয়েশি খাবার দাবার চলে। এটা কোন আবেগ তারা দেখায়?
প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে ধন-সম্পদ থাকলে প্রায় ছেলে-মেয়েরা যে বেশ-ভূষায় চলতে পছন্দ করেন এবং তাদের কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ যেমন হয়, জনাব বারিশ চৌধুরী তার ব্যাতিক্রম নয়।
Intentionally he is speaking Bengali in a unnatural way . Living in Bangladesh not learning Bangla is not any excuse. Respect for his father Dr Jafarullah
বাবার সকল সম্পদ তার সন্তান পিতার স্বপ্ন অনুযায়ী দেশের মানুষের জন্যই ত্যাগ করে দিলো,এরপরও তোগো মনে হয় সে টাউড।তোরা কোন পর্যায়ের সেটাই দেখ।ছেলেটা বিদেশে পড়ার কারণে দেশীয় সংস্কৃতি বোঝে না। কিন্তু মানবিক সম্মান বোধ বাবা শেখায় নাই সেটা তো বলতে পারবি না।তুমি দিবা বাবার সম্পদ জনগণের জন্য? দিবার হেডম আছে???
তার পরিবারকে বাইরে রেখেছিলেন তিনি । কথা বার্তা কেমন কি এসব না দেখে মেন্টালিটি দেখেন । টুপি দাড়ি থাকলেই ধার্মিক হবে এমন না । মন মানসিকতা ভালো থাকলেই হয়।
রাইট দাদা,এই যেমন আপনাদের বাবা @ কসাই নরেন্দ্র মোদীর দাড়ি দেখলে যে কেউ অবলীলায় বলে দিবে উনি জগৎ বিখ্যাত একজন আলেম,আবার আমাদের প্রধানমন্ত্রীর কথা শুনলে মনে হবে কতো মানব দরদী,গরিবের বন্ধু,কিন্তু বাস্তবে নরেন্দ্র মোদী একজন কসাই আর হাসিনা একজন ভন্ড,আর আপনি নিজে মনে হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট,
বাংলা বললে শুধু বাংলাই বলতে হবে এটা কই লেখা???? একসাথে ৩/৪ ভাষা মিলিয়েও মানুষ কথা বলে। এটা কোনো সমস্যাই না। তবে বাপের জন্য নামাজ পড়ার মতো শিক্ষা এদের নেই। জাফরুল্লাহ ব্যর্থ!
বাংলিশ কি বললো? ছেলেটা বিদেশ বেড়ে উঠেছে তবুও ক্যামেরার সামনে যেভাবে বাংলা কথা বলছে- তোর বাপ দাদা চৌদ্দগোষ্ঠী এভাবে কথা বলতে পারবে কিনা সেটা চিন্তা করিস । গাধার গাধা, শুধু মানুষের দোষ খুজিস ।
মানে এরাবিক কোনো ধর্ষক এর শিক্ষা মানে দাসি লাগাবে, কাল্পনিক আল্লাহ বানিয়ে মানুষকে ধোকা দিবে,, ধর্ষন করবে ২-৪ বছরের শিশু, বিনা হিসাবে মানুষ হত্যা করবে।।এগুলো শিক্ষা নিয়ে কাজ করলে তো ভাই উনি কবে জেলে থাকতেন।।
@@mohammadrabbi3237 ভাই আল্লাহ্ কাকে জান্নাহ আর কাকে জাহান্নাম দিবেন সেটা আল্লাহ্ নিজেই জানেন। আমরা যারা বিন্দুমাত্র ঈমান নিয়ে মারা যাবো তার বিচার আল্লাহ্ করবেন। জান্নাহ কার জন্য সহজ হবে আর কার জন্য কঠিন সেটা একমাত্র আল্লাহ্ রাব্বুল আলামিন জানেন। তিনি জীবনের শেষে ঈমান নিয়ে মারা গেছেন নাকি অন্যথা হয়েছে তা হয়তো আমি বা আপনি কেউই জানি না। আল্লাহ্ আমাদের বারযাখ ও আখিরাহ সহজ করে দিন।
আসসালামু আলাইকুম সাহস না শুধু উনি ঠিকই বলেছেন লুঙ্গি পাঞ্জাবি আমাদের জাতীয় পোশাক আমিও লুঙ্গিকে সম্মান করি আর বয়স্ক মানুষ হলে তো কথাই নাই তাকে আরো বেশি সম্মান করি
ছেলেটি খারাপ কি বলেছে যে আপনার গায়ে লেগে গেল? বাবার সকল সম্পত্তি গণ মানুষের কাছে ছেড়ে দিলেন, লোভ করলেন না, এটাই তু বড় মানসিক অবস্থান। অথচ অনেক ছেলে মেয়ে আছে বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনেরা ঝগড়ায় লিপ্ত। সম্পত্তির জন্যে নিজ বাবা মাকেও খুন করার উদাহরন অনেক আছে। কিন্তু ছেলেটার মধ্যে সেই কঠিন স্বার্থ কিছুই নেই। বরং সহজ সরলভাবেই ব্যাখ্যা করে গেছেন। আর আবেগের কথা বলবেন? সিলেট এলাকায় কেউ মারা গেলে ওইদিন গরু জবাই করে আয়েশি খাবার দাবার চলে। এটা কোন আবেগ তারা দেখায়?
🎉মিন্টু ভাই আপনার প্রতি দোয়া ও শুভকামনা রইলো .🎉 জাফরুল্লাহ চৌধুরী স্যার নেই মনটা ভীষণ খারাপ। ওনার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ এই শোক সইবার তৌফিক দান করুক 🎉আমীন 🎉 রানা তালুকদার সভাপতি বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ বিভাগ🎉🎉🎉🎉 সদস্য থানা বিএনপি পূর্বধলা নেএকোনা।🎉🎉🎉🎉🎉
করোনার কিট নিয়ে উনা কে যে ভাবে অসহযোগিতা / নাজেহাল করা হয়েছিল জাতি আজীবন মনে রাখবে !
কি করেছিল?
এটা আপনি ঠিক বলেছেন
উপমহাদেশের প্রথা অনুযায়ী রাজার ছেলে রাজা হয়ে থাকেন। আপনাকে ধন্যবাদ আপনিও আপনার বাবার আদর্শকে সম্মান জানিয়ে তার সহকর্মীদের হাতে গণস্বাস্থ্য কেন্দ্রকে ছেড়ে যাচ্ছেন। আল্লাহ জাফরউল্লাহ স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং উনার মধ্যে যে দেশপ্রেম ও কর্মবীরত্ব ছিলো, তা থেকে আমাদের শিক্ষা নেয়ার সুযোগ দিন। আমিন।
দায়িত্বতা নিবে আওয়ামী লীগের একজন সদস্য।
ডাঃ জাফরুল্লাহ ছেলে ও বড় ভাইয়ের মুখে জানলাম তাঁর সাহসিকতার অর্থের এব পদ-পদবী কোন লোভ ছিল না। আল্লাহ জনসেবার জন্য তাঁকে বেহেশতে উচ্চ আসনে আসীন করুন আমিন
আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ সন্তান কে এমন শিক্ষা দেওয়া যাতে সে সামাজিক হয়, দ্বীনদার হয়, দেশপ্রেমিক হয়, দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হয়। আমার সন্তান অনেক বড় শিক্ষিত হল, অর্থের মালিক হল, বড় পদের অধিকারী হল, নামকরা শিল্পী হল কিন্তু মহান রব কে চিনল না, এমনকি মা বাবা পরিবারের প্রতি দায়িত্ব পালন করল না এমন সন্তান আমাদের দরকার নেই।
সবকিছুই বললেন। শুধু বললেন না যেন "মানবিক" হয়। এত ধর্মান্ধ হলে হয়!!
@@mozibarrahmantalukder5628 একদম সঠিক
মানবিকতা & মনুষ্যত্ব না থাকলে আপনার কথা গুলো আপনার পকেটেই রাখেন
@@proholladroy946 ওদের syllabus এ তো এই শব্দগুলি নাই। কথা বললে আরবি শব্দ মেরে দেবে এবং তল্পিবাহকরা হা হা হি হি করে আপনাক নাস্তানাবুদ করে ছাড়বে।
We all parents always just desire this perfection from our child. But Allah knows the best for us.
We should not be so judgemental.
Nobody can be judge fully just seeing his attitudes because,unfortunately because we are not ANGEL.
ছেলে বাংলামিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম এটা ব্যাপার না..সঠিক শিক্ষা মনুষ্যত্ব এগুলোই মেইন.
উনার বাবার প্রতি মানুষের সম্মান দেখে উনার মনে কষ্ট চলে গেছে, তাই সে খুশিতে হাসি চলে আসে, এটা অস্বাভাবিক কিছু না উনার বাবা মরেন নাই সবার মাঝে বেঁচে আছে তাহলে উনি কাঁদবেন কেন। প্রত্যেকটা সংসারে এমন বাবা থাকা উচিত। এরকম একটা বাবা পেলে আমার জীবন ধন্য, উনার চাইতে আমি আরো বেশি খুশি থাকতাম
আর তোমার বাবার কি হয়েছে
@@MdSabbir-wr9bb বলে কি হবে ভাই মনের কষ্ট মনেই থাকুক
এমন একটা লোকের বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া উচিত ছিল।
রাষ্ট্রপতি তো হিজরা,প্রধানমন্ত্রী হোয়া দরকার ছিলো
জাহান্নামের কিট সালা
ভালো মানুষ এর হাতে দায়িত্ব না পরলে শেষ হয়ে যাবে এই ভালো হাস্পাতাল টি
কথা বলার স্টাইল যেমন ই হোক,গনসাথ্য এত টাকার ব্যবসা ছেড়ে দিতে কলিজা লাগে
সাত দিন পর কমেন্ট করছি , জাতি কি এর থেকে শিক্ষা নিবে না যে, সন্তানকে সুশিক্ষা দেয়ার সাথে সাথে তাঁদের ভালোবাসা হৃদয়ে গেঁথে রাখতে হবে
বাবার মৃত্যুতে ছেলের কথা বলার ধরন দেখে মনে হচ্ছে সে খুব ফুর্তিতে আছে। বাবার আর্দশ ধারন করতে পারে নাই ছেলে। আল্লাহ যেন কোন পিতাকে এমন ছেলে না দেয়।
ছেলেটা সারা জীবন বিদেশে থেকেছে। সেই হিসাবে সে বেশ গুছিয়ে বাংলায় কথাগুলো বলেছে।
ছেলেটা যে শিক্ষিত তার ভাষায় বোঝা যাচ্ছে। সে যেভাবেই বলুক না কেন, সুন্দর স্পষ্ট ও সাবলীলভাবে গুছিয়ে সে তার বাবাকে প্রকাশ করতে পেরেছে এবং তার বক্তব্য শেষ করতে পেরেছে।
তাছাড়া বাংলাদেশের এলিট শ্রেণীর লোকেদের বাচ্চা-কাচ্চারা বিদেশে থেকে বড় হয়। ছেলেটা কে ও তেমনি মনে হয়েছে। কই দেশের খেয়ে দেশের মাটিতে বড় হওয়া কিছু ইউটিউবারের ভাষাও এর চেয়ে বাজে হতে দেখেছি।
ছেলেটা তো ভালো বলেছে। নিজেদের চোখে ওনাকে না মাপি বা দেখি।।
অন্যোর ছেলের কথা চিন্তা না করে নিজের ছেলের এবং মেয়ের কথা চিন্তা করুন। ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করছি।
ছেলেটি বাহিরে পড়াশুনা করছে, তাই accent টা ভিন্ন ধরনের। তবে জাফরুল্লা স্যার এর সৌভাগ্য যে মৃত্যুর সময় ছেলেটি পাশে ছিল।
আজকের দিনে মানুষের মধ্যে মনুষ্যত্ব হারিয়েগেছে যে ছেলেটার বাবা মারা গেছে তার কথা বলার ক্ষুত ধরতেছে।আরে আজকের দিনের ছেলেদের তুলনায় অনেক ভালো একটা ছেলে আমাদের মতো চালাক নয় আমি গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মী ছিলাম দেখেছি তার বাবাকে কতোটা সম্মান করতো।
ধন্যবাদ
Right..
Thank u for your information
You're right, aro 300yrs por holeo kanglu mentality theke ber hotey parbe na ei jaati.
আপনার পিতা অনেকের জন্য অনেক কিছু করেছেন কিন্তু আপনার জন্য কিছুই করেন নাই।
বাবাকে সন্মানসূচক একটু আপনি বা তিনি বলে কথা বলা সেটা আপনার কথায় অনুপস্থিত।
যেমন মনে হয়তেছে শুটিং করতে আসছে।
এই শিক্ষা দিয়ে গেছে জাফরুল্লাহ 😊
সকল মানুষের ভালবাসার কেন্দ্র জাফর স্যার।
আমরা নিজের বাপ-মাকেই ঠিকমত দেখাশুনা করি না আবার ওনারটা নিয়া টানা-টানি !
জাফর স্যরে ৮১তে প্র্রয়াত,অনেক বছর জীবিত ছিলেন !
জাফরুল্লাহ সাহেবের মত এক জন সম্মানি মানুষের সন্তান. লেডিস না জন্ডিস তা বোঝাই বাহুল্য।
এমন একজন বাবার জন্য একটা ফোটা পানি আসলোনা। উন্নত জীবনে ছেলে গুলো রোবটে পরিনত হচ্ছে।
ইসলামী শিক্ষায় শিক্ষিত না হলে সন্তান এমন ই হবে এটাই স্বাভাবিক।
হাফ প্যান্ট পরে হাটে এখনো এই ছেলে।
দুনিয়ার মায়া মহব্বত বলতে কিছু নেই একজন সন্তানের কাছে বাবা বাবার মৃত্যু যেরকম ভাবে ভাবভঙ্গিতে কথা বলতেছে
বাপের জন্য নামাজ পড়ার মতো শিক্ষা এদের নেই। জাফরুল্লাহ ব্যর্থ!
ছেলেটি খারাপ কি বলেছে যে আপনার গায়ে লেগে গেল? বাবার সকল সম্পত্তি গণ মানুষের কাছে ছেড়ে দিলেন, লোভ করলেন না, এটাই তু বড় মানসিক অবস্থান। অথচ অনেক ছেলে মেয়ে আছে বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনেরা ঝগড়ায় লিপ্ত। সম্পত্তির জন্যে নিজ বাবা মাকেও খুন করার উদাহরন অনেক আছে। কিন্তু ছেলেটার মধ্যে সেই কঠিন স্বার্থ কিছুই নেই। বরং সহজ সরলভাবেই ব্যাখ্যা করে গেছেন। আর আবেগের কথা বলবেন? সিলেট এলাকায় কেউ মারা গেলে ওইদিন গরু জবাই করে আয়েশি খাবার দাবার চলে। এটা কোন আবেগ তারা দেখায়?
তবে সন্তান কে দ্বীন শিক্ষা দেয় নাই । আল্লাহ আমাদের সন্তান দের কে দ্বীনি শিক্ষা দান করুক । আমিন
জান্নাত কি এতো সুজা নাকি উনি লোক হিসাবে ভাল ছিল তবে আমাদের মুসলিম দের নিয়ে ওনার একটু চুল কানি ছিলো সারা জীবন ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়েছে
ভাই, আললাহ সবার মনের খবর জানে ন।
বিদায় কিংবদন্তি ❣️
আজ জাতি হারিয়েছে এক অমূল্য সম্পদ যার শূণ্যতা হয়তো কোনদিন পুরন হবে না। তবে স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা আর অফুরন্ত ভালোবাসা চিরকাল থেকে যাবে।
একজন খাঁটি মানুষ।
হে আল্লাহ আপনি ড জাফরুল্লাহ স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন।
জান্নাত কি এত সোজা নাকি সারাজীবন করছে ইসলাম বিদ্বেষী বক্তব্য
কেন
ড.জাফরুল্লাহ কি মুসলমান ছিলেন
জান্নাত কি এতই সোজা
Uni manusher jonno ja korche ta kokono bhulbena
জন্মিলে মরিতে হবে। কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নিতে বড়ই কষ্ট হয়। তার মধ্যে অন্যতম ডাক্তার জাফরুল্লাহ স্যার। আমার দেখা সত্যিকার অর্থে একজন মানুষ। মুখোশ পরিহিত অভিনয়কারী কোন ব্যক্তি ছিলেন না উনি।
গণস্বাস্থ্য যেন ইসলামি ব্যাংকের মতো হজম না হয়।
ড. জাফরুল্লাহ স্যারের মৃত্যুতে বাংলাদেশ একজন সত্যিকারের মহান মানুষকে হারিয়েছে।
একজন নাস্তিক হাড়িয়েছে
এমন মানুষকে নিয়ে গর্ব করাটাও গর্বের ব্যপার॥ আপনার বাবার পথ ধরে এগিয়ে চলুন জীবনের বাকীটা পথ।শুভ কামনায় - কঠিন
মনে হচ্ছে ছোট বেলা থেকে দেশের বাইরে থাকার কারনে কথা বলার ধরনটা একটু বদলে গেছে
আমি একমত পোষণ করলাম।
আপনি ঠিক বলেছেন।
এ জন্যই ভাই গনস্বাস্থ্যটা দেশের মানুষের হাতে রাখতে চাইছে, দেশে থাকলে নিজেই দায়িত্ব নিত এবং পকেট কাটত জনগণের।
একদম ঠিক কথা বলছেন। ছেলে মেয়েরা বাইরে থাকলে বেশির ভাগই ঐ রকম হিপ্পি ড্যাম কেয়ার টাইপের হয়। ওরা দেশে থাকলেও বিপদ আর বাইরে তো আরও হিপ্পি বন্ধু অনেক। সুতরাং কোনটা ভাল আল্লাহ জানেন।
@@islammohammadmazharul4382 😂😂 gorib
আমরা যে কর্পোরেট যুগে বাস করা শুরু করেছি এটা তারই প্রমাণ। পরিবারের কারও চোখে শোকের ছায়া নাই।
আমি নিশ্চিত করে বলতে পারি এই ছেলে বুদ্ধি প্রতি:'*"বন্ধী....
বাবা মারা গেছে এখন ও কবর ও দেওয়া হয়নি..কিন্তু ছেলে এর মুখে হাসি...
কোনো সুস্থ ছেলে এই ভাবে হেসে interview দিতে পারে না..😡..
এ দেশের মানুষ একেকজন বড় বড় জাজ। কাউকে একটু দেখে জাজ করতে ওস্তাদ।ছেলেটা তার বাবার মৃত্যুর সময় পাশে ছিল। বাবার লাশের খাট আগে টেনে নিয়ে গেছে, বাবার প্রতি সম্মান দেখা যাচ্ছে, তারপরও মানুষের তার কান্না দেখার শখ।
এগুলো জার্জমেন্ট নয়,বরং সামাজিকতা বলাই শ্রেয়, ছেলেটা বাবার লাশ টেনে নিতে অগ্রভাগে থাকলেও তার পরনে ছিল সর্ট পেন্ট যা দৃষ্টি কটু
ছেলেটার একটাই দোষ যে সে আমাদের মত ভন্ডামি করে নাই, করতে জানেনা। অভিনয় করে নাই।তাই আমাদের মত ভন্ডদের চোখে সে সুপুত্র নয় ।
@@mozibarrahmantalukder5628 তাও ঠিক,লোক দেখানো ভণ্ডামি ও করে নাই,তবে সামাজিক ও ধর্মীয় কিছু রীতিনীতি তো আছেই,আমি বেক্তিগত ভাবে অনেক জানাযায় শরিক হয়ে দেখেছি উত্সব মুখর পরিবেশ,মিত্তু আমাদের অবধারিত,আমিও থাকবো না যারা আমার জানাযায় অংশ নিবে তারাও থাকবে না,আমি আমার ছোট সন্তান (@ ১০ বছর বয়স) টাকে ভীষণ স্নেহ করি পরক্ষণেই ভাবি ওতো একদিন না একদিন চলে যাবে অচেনা জায়গায়,সেখানে কি হয় সে সম্পর্কে কোন মানুষই অবগত নয়,এমনকি রাসুল গনও অবগত ছিলেন না,আল্লাহ আমাদের সহায় হউন
@@mozibarrahmantalukder5628 etodin por ekta perfect reply pelam..
ঠিক বলেছেন
অর্থ সম্পদ কিছুই যাবেনা সাথে। কিন্তুু তার মতো ব্যাক্তিত্বের নিদর্শন আপনারা পরিবার থেকে ধরে রাখলে ইনশাআল্লাহ অনেক সুনাম অর্জন করতে পারবেন।
এদেশের প্রতিটি মানুষের নাম যদি জাফরুল্লা হতো তাহলে কেমন হত .....
লুঙ্গি নিয়ে উনার সংকোচ বোধ না করার বিষয়টা আমার খুবই ভালো লাগে।
বাপ মারা গেছে সে মনে হচ্ছে খুব সুখী
প্রকৃত ধর্মীয় শিক্ষা ছাড়া কোন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না।
এই গন সাস্থ যদি ওনার বাবার মর্যাদা রাখতে চায় তাহলে ডঃ জাফরুল্লাহ স্যারের ছেলেকেই দায়িত্ব নেওয়া উচিত বলে আমরা মনে করি ।
আমি আমার বাবা মাকে আপনি করে বলি তাই স্যার এর ছেলে যখন সে , তাঁর এসব বলে বাবাকে সম্বোধন করছেন তখন আমার খুব কানে লাগছে।
আসলে আমরা শুধু মানুষের দোষটা নিয়ে পড়ে থাকি।এটাই বাংলাদেশের কালচারাল।
এমন বাবার মৃত্য হলে সম্মান বোধ হয়
তার বাবাকে সবাই সম্মান দেখাচ্ছে
এতে আনান্দিত ও শম্মান বোধ করি আমরা সকলেই।
No Good Nagative coment .
This not Right Time .Please .
@@syednizam201والدي كان رجلاً محترمًا ، وبعد وفاة والدي كان كل أهل المنطقة يبدون الاحترام ، ثم استطعت التخلص من إحباطي.
স্যার এর প্রতি অনেক কৃতজ্ঞতা দেশ দেশের মানুষের পাশে সর্বদা থাকার জন্য
এরা কি চট্রগ্রামের বংশধর নাকি অন্য কিছু? সারা বছর বিলেতে কাটিয়ে এখন শেষ ঠিকানা চট্রগ্রামের রাউজানের। হায়রে দেশপ্রেম?
কমেন্ট সেকশনে সবাই এমন কেন? স্যারের ছেলে কেন এইরকম, ওইরকম? আরে ভাই! সবাইতো একরকম না, এটাতো আগে বুঝুন।
বাল! That's not cool. জোর করে স্বাভাবিক ভাবার অবকাশ নেই। বাপের জন্য নামাজ পড়ার মতো শিক্ষা এদের নেই। জাফরুল্লাহ ব্যর্থ!
রাইট
রাইট
একরকম না, অন্যরকম। তা-ই তো মানুষ বলছে যে, সে অন্যরকম। অস্বাভাবিক বা অন্যরকম হলে তা মানুষের চোখে তো পরবেই, আর মানুষ তা নি তো কথা বলবেই। তা, আপনিও বা কেন এত মানুষের মতামতকে তুচ্ছতাচ্ছিল্য করছেন?
@@shimul1679 হ্যা তাই তো অস্বাভাবিক হলে তাকে মাটিতে মিশিয়ে দিতে হবে। কমেন্ট সেকশনটা চেক করেন। আমার কথাটা ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যা একজনকে নিয়ে অনর্থক বাজে কথা বলবে আর সেটার বিরুদ্ধে বলা যাবে না! হা হা হা দারুণ বলেছেন ভাই।
একজন যোগ্য পিতার যোগ্য পুত্র সন্তান হওয়া এতো সহজ কাজ না...
বাউলা চেহারা থেকে স্বাভাবিক চেহারা আসা উচিত।
ওনার ছেলের কথার বাচনভঙ্গি এমন অদ্ভুত কেনো??
জামাত কে দিয়ে দাও। জন কল্যানই থাকবে ইনশাআল্লাহ
যেমন বাবা তেমন ছেলে,, দেখে খুব ভালো লাগলো 🥰🥰
আসল জায়গায় খটকা লেগে গেল জানিনা ছেলেটা জানি কেমন কেমন লাগে। জাফর উল্লাহ স্যারের মনে হচ্ছে
সবই বুঝলাম কেমল মাত্র একটা বিষয় বাদে।আর সেটা হলো ইনি হাসছে কেনো...?
ইনার তো বাবা মারা গেছে তাই না।তো সেই হিসেবে না কাঁদলেও অন্ততপক্ষে মুখটা তো একটু শুকনো বা ভারাক্রান্ত থাকবে।
এই কারনেই সন্তান কে কোরআন এর শিক্ষা শিখাতে হবে।
কথা বলতে শিখতে হবে, ভদ্রতা এবং ইজ্জত দিয়ে বড়দের কে সম্মান করতে শিখে নিতে হবে।
ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছেলের এই অবস্থা কেন,, ধর্মীয় শিক্ষা না দিলে এই অবস্থাই হবে।
শোকসন্তপ্ত অনুভূতি প্রকাশ করা মানবিকতা ও স্বাভাবিক সামাজিক অনুভূতি। এর পরিবর্তে হাসিমুখে, শোকের ছায়াহীন মুখে ছেলেটা কথা বলছে কেন? পিতার এ কেমন সন্তান।
#শিক্ষণীয়ঃ
উচ্চ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা খুবই জরুরি, সেটা ওনাকে দেখেই মনে হয়, আপসোস বাবা মারা গেছে, ছেলের চেহারায় কোন কষ্ট প্রকাশ নাই 😭, ডাঃ জাফরুল্লাহ স্যারের জন্য কষ্ট হয়, কি রেখে গেছেন..😭
আপনী আমি যত বড় ই হয়ই না কেন, সন্তানদের কে উচ্চ শিখার পাশাপাশি ধর্মীয় শিখার মাধ্যমে একজন আদর্শ মানুষ করে যাওয়াই উত্তম । আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেউক 🤲
@@blessaquagarden1511 আপনার বাপ মরলে আনন্দশোভা যাত্রা করিয়েন
@@hamidulhoque1068 ফাও কথা কন ক্যান বাপ মরলে কি মাইক নিয়া কাঁদতে হবে? জাফরুল্লাহ র ছেলে হাসছে ওনা কাদছেও না। আপনাগো কাজ হইলো মাইনসের সমালোচনা করে বেড়ানো
ওনার কথা শুনে মনে হচ্ছে ওনি এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে পারবে না।
ধর্মের শিক্ষা না তাকলে যা হওয়ার তাই হয়। বাবার ও ছিলনা চেলের ও নেই।
জীবনে পথম দেখলাম বাবার বিদায় বেলায় ছেলের চেহারায় কোন শোকের ছায়া নাই।
ছেলেটি খারাপ কি বলেছে যে আপনার গায়ে লেগে গেল? বাবার সকল সম্পত্তি গণ মানুষের কাছে ছেড়ে দিলেন, লোভ করলেন না, এটাই তু বড় মানসিক অবস্থান। অথচ অনেক ছেলে মেয়ে আছে বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনেরা ঝগড়ায় লিপ্ত। সম্পত্তির জন্যে নিজ বাবা মাকেও খুন করার উদাহরন অনেক আছে। কিন্তু ছেলেটার মধ্যে সেই কঠিন স্বার্থ কিছুই নেই। বরং সহজ সরলভাবেই ব্যাখ্যা করে গেছেন। আর আবেগের কথা বলবেন? সিলেট এলাকায় কেউ মারা গেলে ওইদিন গরু জবাই করে আয়েশি খাবার দাবার চলে। এটা কোন আবেগ তারা দেখায়?
এক অসাধারণ ব্যক্তিত্বের নাম। উনার ভালো কাজগুলো কে আল্লাহ কবুল করুক, আল্লাহ সে উসিলায় ওনাকে জান্নাত নসিব করুক
প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে ধন-সম্পদ থাকলে প্রায় ছেলে-মেয়েরা যে বেশ-ভূষায় চলতে পছন্দ করেন এবং তাদের কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ যেমন হয়, জনাব বারিশ চৌধুরী তার ব্যাতিক্রম নয়।
Intentionally he is speaking Bengali in a unnatural way . Living in Bangladesh not learning Bangla is not any excuse. Respect for his father Dr Jafarullah
ছেলে টা ভালো ই কিন্তু একটু অন্য রকম,,, বাবাকে সে সে বলছে 🤔
মন্তব্য পড়ে মনে হয় অনলাইন প্লাটফর্ম এ ভালো মানুষ থাকেনা।
Vbu
বাবা দেশের জন্য অনেককিছু দিয়েছে কিন্তু ছেলে মেয়ে বাংলাটাও বলতে কষ্ট হয়
তিনির পরিবারের একজন ও লোকের
চোখে শোকের আচ দেখতে পেলাম না।
আমাদের চোখে তিনির জন্য অভিরাম
চোখে জল ঝরছে। খোদা তিনিকে বেহেশত
নচিব করে এদোয়া করছি
বাংলাদেশের মেডিকেল বোর্ড শিক্ষা ও চিকিৎসা স্বাস্থ্য যেখানে মেধাবী কর্মঠ গবেষণা
এ কেমন ছেলে নিজের বাবা মারা গেছে আর সে হেসে হেসে আবার স্টাইল করে কথা বলছে জানিনা আর কত কি দেখতে হবে এই দুনিয়ায়, আল্লাহ সবাইকে হেদায়েত দিন, আমিন 😢
একজন ছিঁচকে নাস্তিকের ছেলের কাছে তো আর আদব কায়দার আশা করা যায়না ।
স্টাইল না,বাংলা উচ্চারণ এ সমস্যা
বাবার সকল সম্পদ তার সন্তান পিতার স্বপ্ন অনুযায়ী দেশের মানুষের জন্যই ত্যাগ করে দিলো,এরপরও তোগো মনে হয় সে টাউড।তোরা কোন পর্যায়ের সেটাই দেখ।ছেলেটা বিদেশে পড়ার কারণে দেশীয় সংস্কৃতি বোঝে না। কিন্তু মানবিক সম্মান বোধ বাবা শেখায় নাই সেটা তো বলতে পারবি না।তুমি দিবা বাবার সম্পদ জনগণের জন্য? দিবার হেডম আছে???
@@roshnimohshin1233 ⁰00⁰⁰⁰00⁰0
সে হয়তো বাংলা বলতে পারে না ঠিক করে
বাবা মারা গেছে আর তার ছেলের মুখে হাসি খুশি,এ কেমন ছেলে
তোর মতো ছেলেকে তিনি বিশ্বাস করেন নি,,? তাই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি,,,!! সঠিক সিদ্ধান্ত,,,??
তার পরিবারকে বাইরে রেখেছিলেন তিনি । কথা বার্তা কেমন কি এসব না দেখে মেন্টালিটি দেখেন । টুপি দাড়ি থাকলেই ধার্মিক হবে এমন না । মন মানসিকতা ভালো থাকলেই হয়।
রাইট দাদা,এই যেমন আপনাদের বাবা @ কসাই নরেন্দ্র মোদীর দাড়ি দেখলে যে কেউ অবলীলায় বলে দিবে উনি জগৎ বিখ্যাত একজন আলেম,আবার আমাদের প্রধানমন্ত্রীর কথা শুনলে মনে হবে কতো মানব দরদী,গরিবের বন্ধু,কিন্তু বাস্তবে নরেন্দ্র মোদী একজন কসাই আর হাসিনা একজন ভন্ড,আর আপনি নিজে মনে হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট,
আহ আপছোছ ছেলে মেয়ে একটু ইসলামের মুল্যবোদ যদি যানতো । বা বুঝতো ।
এইভাই মনে হয় তার জীবনের কোন জিনিস টা হারিয়ে ফেলেছে এখনো বুঝতে পারে নাই তার কথার ভাবে বোঝা যায়।
পাগল ছেলে 😊 বাংলিশ কথা বলে, আবার হাসে
বাংলা বললে শুধু বাংলাই বলতে হবে এটা কই লেখা???? একসাথে ৩/৪ ভাষা মিলিয়েও মানুষ কথা বলে। এটা কোনো সমস্যাই না। তবে
বাপের জন্য নামাজ পড়ার মতো শিক্ষা এদের নেই। জাফরুল্লাহ ব্যর্থ!
বাংলিশ কি বললো? ছেলেটা বিদেশ বেড়ে উঠেছে তবুও ক্যামেরার সামনে যেভাবে বাংলা কথা বলছে- তোর বাপ দাদা চৌদ্দগোষ্ঠী এভাবে কথা বলতে পারবে কিনা সেটা চিন্তা করিস । গাধার গাধা, শুধু মানুষের দোষ খুজিস ।
বিদেশের জন্য হয়ে বিদেশে পড়ালেখা করে আমাদের তো এমন হয়নি। ওরা তো সেই তুলনায় কিছুই না।
এই প্রথম এরকম সন্তান দেখলাম। স্যারের জন্য আমাদের কলিজা ফেটে পড়ছে । সবাই সন্তানকে দ্বীনি শিক্ষা দিলে এরকম হতো না
তার বাবা দেশকে এতো ভালোবাসলে নিজের ছেলে মেয়েরা কেনো বাংলা বলতে পারে না😮
পারিবারিক ভাবে ইসলামিক শিক্ষা খুবই প্রয়োজন
তোর আবার এখানে ও ধর্ম ডুকিয়ে দেওয়া উচিত ছাগলের নাতি
মানে এরাবিক কোনো ধর্ষক এর শিক্ষা মানে দাসি লাগাবে, কাল্পনিক আল্লাহ বানিয়ে মানুষকে ধোকা দিবে,, ধর্ষন করবে ২-৪ বছরের শিশু, বিনা হিসাবে মানুষ হত্যা করবে।।এগুলো শিক্ষা নিয়ে কাজ করলে তো ভাই উনি কবে জেলে থাকতেন।।
এটাকে পতি বন্দী পাগলের মত লাগে একজন দেশ প্রেমিকের ছেলে এমন হয় ভাবা যায়
আল্লাহ তাআলা তাকে জান্নাত বাসি করেন আমিন
জান্নাত কি এত সোজা নাকি সারাজীবন করছে ইসলাম বিদ্বেষী বক্তব্য
বিএনপি পছন্দ করতো তাই সেক্যুলার হয়ে জান্নাতে যাবে?
আওয়ামিলীগ পছন্দ করলে ঠিকই জাহান্নামে যেত 😅
@@mohammadrabbi3237 apni amon vabe bolcen jno apni antor jami.all time sudharona korte hoy..kharap noy Allah kokhn kake kivabe maf korbe seta amra Kew janina.
@@mohammadrabbi3237 ভাই আল্লাহ্ কাকে জান্নাহ আর কাকে জাহান্নাম দিবেন সেটা আল্লাহ্ নিজেই জানেন। আমরা যারা বিন্দুমাত্র ঈমান নিয়ে মারা যাবো তার বিচার আল্লাহ্ করবেন। জান্নাহ কার জন্য সহজ হবে আর কার জন্য কঠিন সেটা একমাত্র আল্লাহ্ রাব্বুল আলামিন জানেন। তিনি জীবনের শেষে ঈমান নিয়ে মারা গেছেন নাকি অন্যথা হয়েছে তা হয়তো আমি বা আপনি কেউই জানি না।
আল্লাহ্ আমাদের বারযাখ ও আখিরাহ সহজ করে দিন।
উনি জাফরুল্লাহর ছেলে না অন্য কারো।
উনার কু সন্তান
আসসালামু আলাইকুম সাহস না শুধু উনি ঠিকই বলেছেন লুঙ্গি পাঞ্জাবি আমাদের জাতীয় পোশাক আমিও লুঙ্গিকে সম্মান করি আর বয়স্ক মানুষ হলে তো কথাই নাই তাকে আরো বেশি সম্মান করি
সাবরিনা কে অথবা সাহেদ কে দেওয়া হোক
ওনার মতো নির্স্বার্থ মাটির মানুষ বাংলাদেশ এ আর কোনটা নাই
স্যাক এর নাতি বিজ্ঞানী জয় কে দায়িত্বে দেন,
ইনস্টিটিউট এর ইট খুলে বেইচা খাবে 😪
এই সন্তান দের কে দিয়ে কারও বাবা মায়ের দুনিয়া ও আখেরাতের উপকার হবে বলে আমার মনে হয় না
আপনারা এই ছেলেটিকে অপমান করছেন কেন?সব কিছু না যেনে
আর হবে না, এখন গণস্বাস্থ্য ব্যবসার কেন্দ্র হবে ১০০%
ছেলেটি খারাপ কি বলেছে যে আপনার গায়ে লেগে গেল? বাবার সকল সম্পত্তি গণ মানুষের কাছে ছেড়ে দিলেন, লোভ করলেন না, এটাই তু বড় মানসিক অবস্থান। অথচ অনেক ছেলে মেয়ে আছে বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনেরা ঝগড়ায় লিপ্ত। সম্পত্তির জন্যে নিজ বাবা মাকেও খুন করার উদাহরন অনেক আছে। কিন্তু ছেলেটার মধ্যে সেই কঠিন স্বার্থ কিছুই নেই। বরং সহজ সরলভাবেই ব্যাখ্যা করে গেছেন। আর আবেগের কথা বলবেন? সিলেট এলাকায় কেউ মারা গেলে ওইদিন গরু জবাই করে আয়েশি খাবার দাবার চলে। এটা কোন আবেগ তারা দেখায়?
এরকম একটা জ্ঞানীজনের ছেলে বাংলা ঠিকমত বলতে পারেনা আসলে জাতির জন্য ও তার পিতার জন্য দুঃখজনক
একেমন ছেলেরে বাবা বাবা মারা গেছে ছেলে সাবলীল ভাষায় কথা বলতেছে।
🎉মিন্টু ভাই আপনার প্রতি দোয়া ও শুভকামনা রইলো .🎉 জাফরুল্লাহ চৌধুরী স্যার নেই মনটা ভীষণ খারাপ। ওনার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ এই শোক সইবার তৌফিক দান করুক 🎉আমীন 🎉 রানা তালুকদার সভাপতি বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ বিভাগ🎉🎉🎉🎉 সদস্য থানা বিএনপি পূর্বধলা নেএকোনা।🎉🎉🎉🎉🎉
আমি তত্ত্বাবধায়ক সরকার হতে চাই তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চাই আমি
Bambo
Deakhcho
Jibonea
Samnea
Sayta
Dar
Kora
Achea
বাবা বলার ক্ষেত্রে বারবার সে আসে কেন।
দেখলে মনে হয় বাবা মরে নাই ছেলের ঈদ লাগছে বাবার মূতুতে ছেলের হাসি আসে কেমন করে
Don't insult this boy.he is innocent.