বাবা চাননি ‘গণস্বাস্থ্য’ পারিবারিক ব্যবসা হোক: ডা. জাফরুল্লাহর ছেলে

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 635

  • @hasantarique415
    @hasantarique415 Рік тому +254

    করোনার কিট নিয়ে উনা কে যে ভাবে অসহযোগিতা / নাজেহাল করা হয়েছিল জাতি আজীবন মনে রাখবে !

  • @saifullahmahfuz859
    @saifullahmahfuz859 Рік тому +27

    উপমহাদেশের প্রথা অনুযায়ী রাজার ছেলে রাজা হয়ে থাকেন। আপনাকে ধন্যবাদ আপনিও আপনার বাবার আদর্শকে সম্মান জানিয়ে তার সহকর্মীদের হাতে গণস্বাস্থ্য কেন্দ্রকে ছেড়ে যাচ্ছেন। আল্লাহ জাফরউল্লাহ স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং উনার মধ্যে যে দেশপ্রেম ও কর্মবীরত্ব ছিলো, তা থেকে আমাদের শিক্ষা নেয়ার সুযোগ দিন। আমিন।

  • @allinavoy
    @allinavoy Рік тому

    দায়িত্বতা নিবে আওয়ামী লীগের একজন সদস্য।

  • @mhrnews5137
    @mhrnews5137 Рік тому

    ডাঃ জাফরুল্লাহ ছেলে ও বড় ভাইয়ের মুখে জানলাম তাঁর সাহসিকতার অর্থের এব পদ-পদবী কোন লোভ ছিল না। আল্লাহ জনসেবার জন্য তাঁকে বেহেশতে উচ্চ আসনে আসীন করুন আমিন

  • @msu744
    @msu744 Рік тому +273

    আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ সন্তান কে এমন শিক্ষা দেওয়া যাতে সে সামাজিক হয়, দ্বীনদার হয়, দেশপ্রেমিক হয়, দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হয়। আমার সন্তান অনেক বড় শিক্ষিত হল, অর্থের মালিক হল, বড় পদের অধিকারী হল, নামকরা শিল্পী হল কিন্তু মহান রব কে চিনল না, এমনকি মা বাবা পরিবারের প্রতি দায়িত্ব পালন করল না এমন সন্তান আমাদের দরকার নেই।

    • @mozibarrahmantalukder5628
      @mozibarrahmantalukder5628 Рік тому +13

      সবকিছুই বললেন। শুধু বললেন না যেন "মানবিক" হয়। এত ধর্মান্ধ হলে হয়!!

    • @proholladroy946
      @proholladroy946 Рік тому +2

      @@mozibarrahmantalukder5628 একদম সঠিক

    • @proholladroy946
      @proholladroy946 Рік тому +7

      মানবিকতা & মনুষ্যত্ব না থাকলে আপনার কথা গুলো আপনার পকেটেই রাখেন

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 Рік тому

      @@proholladroy946 ওদের syllabus এ তো এই শব্দগুলি নাই। কথা বললে আরবি শব্দ মেরে দেবে এবং তল্পিবাহকরা হা হা হি হি করে আপনাক নাস্তানাবুদ করে ছাড়বে।

    • @MohiuddinRahman
      @MohiuddinRahman Рік тому +2

      We all parents always just desire this perfection from our child. But Allah knows the best for us.
      We should not be so judgemental.
      Nobody can be judge fully just seeing his attitudes because,unfortunately because we are not ANGEL.

  • @eushatak-ia3852
    @eushatak-ia3852 Рік тому +2

    ছেলে বাংলামিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম এটা ব্যাপার না..সঠিক শিক্ষা মনুষ্যত্ব এগুলোই মেইন.

  • @MdSohel-fk1xw
    @MdSohel-fk1xw Рік тому +3

    উনার বাবার প্রতি মানুষের সম্মান দেখে উনার মনে কষ্ট চলে গেছে, তাই সে খুশিতে হাসি চলে আসে, এটা অস্বাভাবিক কিছু না উনার বাবা মরেন নাই সবার মাঝে বেঁচে আছে তাহলে উনি কাঁদবেন কেন। প্রত্যেকটা সংসারে এমন বাবা থাকা উচিত। এরকম একটা বাবা পেলে আমার জীবন ধন্য, উনার চাইতে আমি আরো বেশি খুশি থাকতাম

    • @MdSabbir-wr9bb
      @MdSabbir-wr9bb Рік тому

      আর তোমার বাবার কি হয়েছে

    • @MdSohel-fk1xw
      @MdSohel-fk1xw Рік тому

      @@MdSabbir-wr9bb বলে কি হবে ভাই মনের কষ্ট মনেই থাকুক

  • @Alibaba-xu5pq
    @Alibaba-xu5pq Рік тому +59

    এমন একটা লোকের বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া উচিত ছিল।

    • @BanglaYtEntertainment
      @BanglaYtEntertainment Рік тому

      রাষ্ট্রপতি তো হিজরা,প্রধানমন্ত্রী হোয়া দরকার ছিলো

    • @md.sohel1rana116
      @md.sohel1rana116 Рік тому

      জাহান্নামের কিট সালা

  • @tanvirahmedpervez
    @tanvirahmedpervez Рік тому +36

    ভালো মানুষ এর হাতে দায়িত্ব না পরলে শেষ হয়ে যাবে এই ভালো হাস্পাতাল টি

  • @ImranKhan-ke7qw
    @ImranKhan-ke7qw Рік тому

    কথা বলার স্টাইল যেমন ই হোক,গনসাথ্য এত টাকার ব্যবসা ছেড়ে দিতে কলিজা লাগে

  • @mrtelecom5409
    @mrtelecom5409 Рік тому

    সাত দিন পর কমেন্ট করছি , জাতি কি এর থেকে শিক্ষা নিবে না যে, সন্তানকে সুশিক্ষা দেয়ার সাথে সাথে তাঁদের ভালোবাসা হৃদয়ে গেঁথে রাখতে হবে

  • @bijoysafin5199
    @bijoysafin5199 Рік тому

    বাবার মৃত্যুতে ছেলের কথা বলার ধরন দেখে মনে হচ্ছে সে খুব ফুর্তিতে আছে। বাবার আর্দশ ধারন করতে পারে নাই ছেলে। আল্লাহ যেন কোন পিতাকে এমন ছেলে না দেয়।

  • @anissikder951
    @anissikder951 Рік тому +4

    ছেলেটা সারা জীবন বিদেশে থেকেছে। সেই হিসাবে সে বেশ গুছিয়ে বাংলায় কথাগুলো বলেছে।

  • @insectsandplants129
    @insectsandplants129 Рік тому

    ছেলেটা যে শিক্ষিত তার ভাষায় বোঝা যাচ্ছে। সে যেভাবেই বলুক না কেন, সুন্দর স্পষ্ট ও সাবলীলভাবে গুছিয়ে সে তার বাবাকে প্রকাশ করতে পেরেছে এবং তার বক্তব্য শেষ করতে পেরেছে।
    তাছাড়া বাংলাদেশের এলিট শ্রেণীর লোকেদের বাচ্চা-কাচ্চারা বিদেশে থেকে বড় হয়। ছেলেটা কে ও তেমনি মনে হয়েছে। কই দেশের খেয়ে দেশের মাটিতে বড় হওয়া কিছু ইউটিউবারের ভাষাও এর চেয়ে বাজে হতে দেখেছি।

  • @fiazsharif9005
    @fiazsharif9005 Рік тому +50

    ছেলেটা তো ভালো বলেছে। নিজেদের চোখে ওনাকে না মাপি বা দেখি।।

  • @m.a.yousuf397
    @m.a.yousuf397 Рік тому +3

    অন্যোর ছেলের কথা চিন্তা না করে নিজের ছেলের এবং মেয়ের কথা চিন্তা করুন। ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করছি।

  • @mdabukawsermridha7112
    @mdabukawsermridha7112 Рік тому

    ছেলেটি বাহিরে পড়াশুনা করছে, তাই accent টা ভিন্ন ধরনের। তবে জাফরুল্লা স্যার এর সৌভাগ্য যে মৃত্যুর সময় ছেলেটি পাশে ছিল।

  • @mitalidebi1677
    @mitalidebi1677 Рік тому +33

    আজকের দিনে মানুষের মধ্যে মনুষ্যত্ব হারিয়েগেছে যে ছেলেটার বাবা মারা গেছে তার কথা বলার ক্ষুত ধরতেছে।আরে আজকের দিনের ছেলেদের তুলনায় অনেক ভালো একটা ছেলে আমাদের মতো চালাক নয় আমি গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মী ছিলাম দেখেছি তার বাবাকে কতোটা সম্মান করতো।

  • @justiceforpeace1938
    @justiceforpeace1938 Рік тому

    আপনার পিতা অনেকের জন্য অনেক কিছু করেছেন কিন্তু আপনার জন্য কিছুই করেন নাই।
    বাবাকে সন্মানসূচক একটু আপনি বা তিনি বলে কথা বলা সেটা আপনার কথায় অনুপস্থিত।

  • @tareqislam9966
    @tareqislam9966 Рік тому +2

    যেমন মনে হয়তেছে শুটিং করতে আসছে।
    এই শিক্ষা দিয়ে গেছে জাফরুল্লাহ 😊

  • @takakini
    @takakini Рік тому

    সকল মানুষের ভালবাসার কেন্দ্র জাফর স্যার।

  • @এ্যাটমবোম

    আমরা নিজের বাপ-মাকেই ঠিকমত দেখাশুনা করি না আবার ওনারটা নিয়া টানা-টানি !
    জাফর স্যরে ৮১তে প্র্রয়াত,অনেক বছর জীবিত ছিলেন !

  • @mdabdussubahanali8123
    @mdabdussubahanali8123 Рік тому +1

    জাফরুল্লাহ সাহেবের মত এক জন সম্মানি মানুষের সন্তান. লেডিস না জন্ডিস তা বোঝাই বাহুল্য।

  • @ongkodour1126
    @ongkodour1126 Рік тому

    এমন একজন বাবার জন্য একটা ফোটা পানি আসলোনা। উন্নত জীবনে ছেলে গুলো রোবটে পরিনত হচ্ছে।

  • @mdarzu7882
    @mdarzu7882 Рік тому +1

    ইসলামী শিক্ষায় শিক্ষিত না হলে সন্তান এমন ই হবে এটাই স্বাভাবিক।
    হাফ প্যান্ট পরে হাটে এখনো এই ছেলে।

  • @sundarbanbdfishing2193
    @sundarbanbdfishing2193 Рік тому +5

    দুনিয়ার মায়া মহব্বত বলতে কিছু নেই একজন সন্তানের কাছে বাবা বাবার মৃত্যু যেরকম ভাবে ভাবভঙ্গিতে কথা বলতেছে

    • @Rishan.c_kent
      @Rishan.c_kent Рік тому

      বাপের জন্য নামাজ পড়ার মতো শিক্ষা এদের নেই। জাফরুল্লাহ ব্যর্থ!

    • @arizmiah3508
      @arizmiah3508 Рік тому

      ছেলেটি খারাপ কি বলেছে যে আপনার গায়ে লেগে গেল? বাবার সকল সম্পত্তি গণ মানুষের কাছে ছেড়ে দিলেন, লোভ করলেন না, এটাই তু বড় মানসিক অবস্থান। অথচ অনেক ছেলে মেয়ে আছে বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনেরা ঝগড়ায় লিপ্ত। সম্পত্তির জন্যে নিজ বাবা মাকেও খুন করার উদাহরন অনেক আছে। কিন্তু ছেলেটার মধ্যে সেই কঠিন স্বার্থ কিছুই নেই। বরং সহজ সরলভাবেই ব্যাখ্যা করে গেছেন। আর আবেগের কথা বলবেন? সিলেট এলাকায় কেউ মারা গেলে ওইদিন গরু জবাই করে আয়েশি খাবার দাবার চলে। এটা কোন আবেগ তারা দেখায়?

  • @mdmainuddin4038
    @mdmainuddin4038 Рік тому +8

    তবে সন্তান কে দ্বীন শিক্ষা দেয় নাই । আল্লাহ আমাদের সন্তান দের কে দ্বীনি শিক্ষা দান করুক । আমিন

  • @mohammadrabbi3237
    @mohammadrabbi3237 Рік тому +1

    জান্নাত কি এতো সুজা নাকি উনি লোক হিসাবে ভাল ছিল তবে আমাদের মুসলিম দের নিয়ে ওনার একটু চুল কানি ছিলো সারা জীবন ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়েছে

    • @tamannachowdhury8233
      @tamannachowdhury8233 Рік тому

      ভাই, আললাহ সবার মনের খবর জানে ন।

  • @mdf8267
    @mdf8267 Рік тому +62

    বিদায় কিংবদন্তি ❣️
    আজ জাতি হারিয়েছে এক অমূল্য সম্পদ যার শূণ্যতা হয়তো কোনদিন পুরন হবে না। তবে স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা আর অফুরন্ত ভালোবাসা চিরকাল থেকে যাবে।

  • @rubelahmed-um2cc
    @rubelahmed-um2cc Рік тому +162

    হে আল্লাহ আপনি ড জাফরুল্লাহ স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন।

    • @mohammadrabbi3237
      @mohammadrabbi3237 Рік тому +13

      জান্নাত কি এত সোজা নাকি সারাজীবন করছে ইসলাম বিদ্বেষী বক্তব্য

    • @lutfurkhan317
      @lutfurkhan317 Рік тому +1

      কেন

    • @robelrobel7351
      @robelrobel7351 Рік тому +4

      ড.জাফরুল্লাহ কি মুসলমান ছিলেন

    • @yakubgazi3545
      @yakubgazi3545 Рік тому +3

      জান্নাত কি এতই সোজা

    • @rabbisheikh-mn7ml
      @rabbisheikh-mn7ml Рік тому

      Uni manusher jonno ja korche ta kokono bhulbena

  • @eshatv6134
    @eshatv6134 Рік тому +1

    জন্মিলে মরিতে হবে। কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নিতে বড়ই কষ্ট হয়। তার মধ্যে অন্যতম ডাক্তার জাফরুল্লাহ স্যার। আমার দেখা সত্যিকার অর্থে একজন মানুষ। মুখোশ পরিহিত অভিনয়কারী কোন ব্যক্তি ছিলেন না উনি।

  • @md.afsaruddin-cg4my
    @md.afsaruddin-cg4my Рік тому +1

    গণস্বাস্থ্য যেন ইসলামি ব্যাংকের মতো হজম না হয়।

  • @meghlameghla8086
    @meghlameghla8086 Рік тому +92

    ড. জাফরুল্লাহ স্যারের মৃত্যুতে বাংলাদেশ একজন সত্যিকারের মহান মানুষকে হারিয়েছে।

    • @md.sohel1rana116
      @md.sohel1rana116 Рік тому +2

      একজন নাস্তিক হাড়িয়েছে

  • @Kothin-011
    @Kothin-011 Рік тому +21

    এমন মানুষকে নিয়ে গর্ব করাটাও গর্বের ব্যপার॥ আপনার বাবার পথ ধরে এগিয়ে চলুন জীবনের বাকীটা পথ।শুভ কামনায় - কঠিন

  • @mdzaiurrahman2861
    @mdzaiurrahman2861 Рік тому +335

    মনে হচ্ছে ছোট বেলা থেকে দেশের বাইরে থাকার কারনে কথা বলার ধরনটা একটু বদলে গেছে

    • @mdsaddamhoshen7573
      @mdsaddamhoshen7573 Рік тому +13

      আমি একমত পোষণ করলাম।

    • @M.Shuvro
      @M.Shuvro Рік тому +7

      আপনি ঠিক বলেছেন।

    • @islammohammadmazharul4382
      @islammohammadmazharul4382 Рік тому +14

      এ জন্যই ভাই গনস্বাস্থ্যটা দেশের মানুষের হাতে রাখতে চাইছে, দেশে থাকলে নিজেই দায়িত্ব নিত এবং পকেট কাটত জনগণের।

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 Рік тому

      একদম ঠিক কথা বলছেন। ছেলে মেয়েরা বাইরে থাকলে বেশির ভাগই ঐ রকম হিপ্পি ড্যাম কেয়ার টাইপের হয়। ওরা দেশে থাকলেও বিপদ আর বাইরে তো আরও হিপ্পি বন্ধু অনেক। সুতরাং কোনটা ভাল আল্লাহ জানেন।

    • @eyesun4841
      @eyesun4841 Рік тому +2

      @@islammohammadmazharul4382 😂😂 gorib

  • @rustomali2472
    @rustomali2472 Рік тому +11

    আমরা যে কর্পোরেট যুগে বাস করা শুরু করেছি এটা তারই প্রমাণ। পরিবারের কারও চোখে শোকের ছায়া নাই।

  • @rakibhossainvlogs5379
    @rakibhossainvlogs5379 Рік тому +1

    আমি নিশ্চিত করে বলতে পারি এই ছেলে বুদ্ধি প্রতি:'*"বন্ধী....
    বাবা মারা গেছে এখন ও কবর ও দেওয়া হয়নি..কিন্তু ছেলে এর মুখে হাসি...
    কোনো সুস্থ ছেলে এই ভাবে হেসে interview দিতে পারে না..😡..

  • @tahminaakhterakhi2184
    @tahminaakhterakhi2184 Рік тому +51

    এ দেশের মানুষ একেকজন বড় বড় জাজ। কাউকে একটু দেখে জাজ করতে ওস্তাদ।ছেলেটা তার বাবার মৃত্যুর সময় পাশে ছিল। বাবার লাশের খাট আগে টেনে নিয়ে গেছে, বাবার প্রতি সম্মান দেখা যাচ্ছে, তারপরও মানুষের তার কান্না দেখার শখ।

    • @mbbs32569
      @mbbs32569 Рік тому +2

      এগুলো জার্জমেন্ট নয়,বরং সামাজিকতা বলাই শ্রেয়, ছেলেটা বাবার লাশ টেনে নিতে অগ্রভাগে থাকলেও তার পরনে ছিল সর্ট পেন্ট যা দৃষ্টি কটু

    • @mozibarrahmantalukder5628
      @mozibarrahmantalukder5628 Рік тому +12

      ছেলেটার একটাই দোষ যে সে আমাদের মত ভন্ডামি করে নাই, করতে জানেনা। অভিনয় করে নাই।তাই আমাদের মত ভন্ডদের চোখে সে সুপুত্র নয় ।

    • @mbbs32569
      @mbbs32569 Рік тому

      @@mozibarrahmantalukder5628 তাও ঠিক,লোক দেখানো ভণ্ডামি ও করে নাই,তবে সামাজিক ও ধর্মীয় কিছু রীতিনীতি তো আছেই,আমি বেক্তিগত ভাবে অনেক জানাযায় শরিক হয়ে দেখেছি উত্সব মুখর পরিবেশ,মিত্তু আমাদের অবধারিত,আমিও থাকবো না যারা আমার জানাযায় অংশ নিবে তারাও থাকবে না,আমি আমার ছোট সন্তান (@ ১০ বছর বয়স) টাকে ভীষণ স্নেহ করি পরক্ষণেই ভাবি ওতো একদিন না একদিন চলে যাবে অচেনা জায়গায়,সেখানে কি হয় সে সম্পর্কে কোন মানুষই অবগত নয়,এমনকি রাসুল গনও অবগত ছিলেন না,আল্লাহ আমাদের সহায় হউন

    • @yourteacher672
      @yourteacher672 Рік тому

      ​@@mozibarrahmantalukder5628 etodin por ekta perfect reply pelam..

    • @adifas9848
      @adifas9848 Рік тому

      ঠিক বলেছেন

  • @Vinnotori
    @Vinnotori Рік тому

    অর্থ সম্পদ কিছুই যাবেনা সাথে। কিন্তুু তার মতো ব্যাক্তিত্বের নিদর্শন আপনারা পরিবার থেকে ধরে রাখলে ইনশাআল্লাহ অনেক সুনাম অর্জন করতে পারবেন।

  • @quamrulahsan2143
    @quamrulahsan2143 Рік тому

    এদেশের প্রতিটি মানুষের নাম যদি জাফরুল্লা হতো তাহলে কেমন হত .....

  • @tamim.mt.1
    @tamim.mt.1 Рік тому

    লুঙ্গি নিয়ে উনার সংকোচ বোধ না করার বিষয়টা আমার খুবই ভালো লাগে।

  • @shakhawat55
    @shakhawat55 Рік тому

    বাপ মারা গেছে সে মনে হচ্ছে খুব সুখী

  • @aiatik7441
    @aiatik7441 Рік тому

    প্রকৃত ধর্মীয় শিক্ষা ছাড়া কোন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না।

  • @mdmossarafhossan786
    @mdmossarafhossan786 Рік тому +1

    এই গন সাস্থ যদি ওনার বাবার মর্যাদা রাখতে চায় তাহলে ডঃ জাফরুল্লাহ স্যারের ছেলেকেই দায়িত্ব নেওয়া উচিত বলে আমরা মনে করি ।

  • @kuddusjajira8392
    @kuddusjajira8392 Рік тому

    আমি আমার বাবা মাকে আপনি করে বলি তাই স্যার এর ছেলে যখন সে , তাঁর এসব বলে বাবাকে সম্বোধন করছেন তখন আমার খুব কানে লাগছে।

    • @imanhossen3300
      @imanhossen3300 Рік тому

      আসলে আমরা শুধু মানুষের দোষটা নিয়ে পড়ে থাকি।এটাই বাংলাদেশের কালচারাল।

  • @MuhammadAli-sl1yw
    @MuhammadAli-sl1yw Рік тому +1

    এমন বাবার মৃত্য হলে সম্মান বোধ হয়
    তার বাবাকে সবাই সম্মান দেখাচ্ছে
    এতে আনান্দিত ও শম্মান বোধ করি আমরা সকলেই।

    • @syednizam201
      @syednizam201 Рік тому

      No Good Nagative coment .
      This not Right Time .Please .

    • @MuhammadAli-sl1yw
      @MuhammadAli-sl1yw Рік тому

      @@syednizam201والدي كان رجلاً محترمًا ، وبعد وفاة والدي كان كل أهل المنطقة يبدون الاحترام ، ثم استطعت التخلص من إحباطي.

  • @alinursheikh6391
    @alinursheikh6391 Рік тому

    স‍্যার এর প্রতি অনেক কৃতজ্ঞতা দেশ দেশের মানুষের পাশে সর্বদা থাকার জন্য

  • @MOHAMMEDYOUSUFOFFICIAL
    @MOHAMMEDYOUSUFOFFICIAL Рік тому +2

    এরা কি চট্রগ্রামের বংশধর নাকি অন্য কিছু? সারা বছর বিলেতে কাটিয়ে এখন শেষ ঠিকানা চট্রগ্রামের রাউজানের। হায়রে দেশপ্রেম?

  • @behindertengleichstellungs7105
    @behindertengleichstellungs7105 Рік тому +69

    কমেন্ট সেকশনে সবাই এমন কেন? স্যারের ছেলে কেন এইরকম, ওইরকম? আরে ভাই! সবাইতো একরকম না, এটাতো আগে বুঝুন।

    • @Rishan.c_kent
      @Rishan.c_kent Рік тому

      বাল! That's not cool. জোর করে স্বাভাবিক ভাবার অবকাশ নেই। বাপের জন্য নামাজ পড়ার মতো শিক্ষা এদের নেই। জাফরুল্লাহ ব্যর্থ!

    • @rupalyakther1992
      @rupalyakther1992 Рік тому +1

      রাইট

    • @mdjdas-nb4wz
      @mdjdas-nb4wz Рік тому

      রাইট

    • @shimul1679
      @shimul1679 Рік тому

      একরকম না, অন্যরকম। তা-ই তো মানুষ বলছে যে, সে অন্যরকম। অস্বাভাবিক বা অন্যরকম হলে তা মানুষের চোখে তো পরবেই, আর মানুষ তা নি তো কথা বলবেই। তা, আপনিও বা কেন এত মানুষের মতামতকে তুচ্ছতাচ্ছিল্য করছেন?

    • @behindertengleichstellungs7105
      @behindertengleichstellungs7105 Рік тому +1

      @@shimul1679 হ্যা তাই তো অস্বাভাবিক হলে তাকে মাটিতে মিশিয়ে দিতে হবে। কমেন্ট সেকশনটা চেক করেন। আমার কথাটা ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যা একজনকে নিয়ে অনর্থক বাজে কথা বলবে আর সেটার বিরুদ্ধে বলা যাবে না! হা হা হা দারুণ বলেছেন ভাই।

  • @edsonbaroi-ko9fo
    @edsonbaroi-ko9fo Рік тому

    একজন যোগ্য পিতার যোগ্য পুত্র সন্তান হওয়া এতো সহজ কাজ না...

  • @khorshedalam1866
    @khorshedalam1866 Рік тому +13

    বাউলা চেহারা থেকে স্বাভাবিক চেহারা আসা উচিত।

  • @raselbohor
    @raselbohor Рік тому

    ওনার ছেলের কথার বাচনভঙ্গি এমন অদ্ভুত কেনো??

  • @habibahmad4823
    @habibahmad4823 Рік тому

    জামাত কে দিয়ে দাও। জন কল্যানই থাকবে ইনশাআল্লাহ

  • @FAJubayer
    @FAJubayer Рік тому +3

    যেমন বাবা তেমন ছেলে,, দেখে খুব ভালো লাগলো 🥰🥰

  • @mostafabaye2821
    @mostafabaye2821 Рік тому

    আসল জায়গায় খটকা লেগে গেল জানিনা ছেলেটা জানি কেমন কেমন লাগে। জাফর উল্লাহ স্যারের মনে হচ্ছে

  • @shaikotkhan8773
    @shaikotkhan8773 Рік тому

    সবই বুঝলাম কেমল মাত্র একটা বিষয় বাদে।আর সেটা হলো ইনি হাসছে কেনো...?
    ইনার তো বাবা মারা গেছে তাই না।তো সেই হিসেবে না কাঁদলেও অন্ততপক্ষে মুখটা তো একটু শুকনো বা ভারাক্রান্ত থাকবে।

  • @mdjohirulislam5095
    @mdjohirulislam5095 Рік тому +5

    এই কারনেই সন্তান কে কোরআন এর শিক্ষা শিখাতে হবে।

  • @shamsmiah3868
    @shamsmiah3868 Рік тому +1

    কথা বলতে শিখতে হবে, ভদ্রতা এবং ইজ্জত দিয়ে বড়দের কে সম্মান করতে শিখে নিতে হবে।

  • @sohelrana-jm7fb
    @sohelrana-jm7fb Рік тому +2

    ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছেলের এই অবস্থা কেন,, ধর্মীয় শিক্ষা না দিলে এই অবস্থাই হবে।

  • @simplethings7302
    @simplethings7302 Рік тому +1

    শোকসন্তপ্ত অনুভূতি প্রকাশ করা মানবিকতা ও স্বাভাবিক সামাজিক অনুভূতি। এর পরিবর্তে হাসিমুখে, শোকের ছায়াহীন মুখে ছেলেটা কথা বলছে কেন? পিতার এ কেমন সন্তান।

  • @hamidulhoque1068
    @hamidulhoque1068 Рік тому +3

    #শিক্ষণীয়ঃ
    উচ্চ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা খুবই জরুরি, সেটা ওনাকে দেখেই মনে হয়, আপসোস বাবা মারা গেছে, ছেলের চেহারায় কোন কষ্ট প্রকাশ নাই 😭, ডাঃ জাফরুল্লাহ স্যারের জন্য কষ্ট হয়, কি রেখে গেছেন..😭
    আপনী আমি যত বড় ই হয়ই না কেন, সন্তানদের কে উচ্চ শিখার পাশাপাশি ধর্মীয় শিখার মাধ্যমে একজন আদর্শ মানুষ করে যাওয়াই উত্তম । আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেউক 🤲

    • @hamidulhoque1068
      @hamidulhoque1068 Рік тому

      @@blessaquagarden1511 আপনার বাপ মরলে আনন্দশোভা যাত্রা করিয়েন

    • @BVM9779
      @BVM9779 Рік тому

      ​@@hamidulhoque1068 ফাও কথা কন ক্যান বাপ মরলে কি মাইক নিয়া কাঁদতে হবে? জাফরুল্লাহ র ছেলে হাসছে ওনা কাদছেও না। আপনাগো কাজ হইলো মাইনসের সমালোচনা করে বেড়ানো

  • @mhkousar671
    @mhkousar671 Рік тому

    ওনার কথা শুনে মনে হচ্ছে ওনি এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে পারবে না।

  • @oman2650
    @oman2650 Рік тому

    ধর্মের শিক্ষা না তাকলে যা হওয়ার তাই হয়। বাবার ও ছিলনা চেলের ও নেই।

  • @mdmamunmbmamun5626
    @mdmamunmbmamun5626 Рік тому +4

    জীবনে পথম দেখলাম বাবার বিদায় বেলায় ছেলের চেহারায় কোন শোকের ছায়া নাই।

    • @arizmiah3508
      @arizmiah3508 Рік тому

      ছেলেটি খারাপ কি বলেছে যে আপনার গায়ে লেগে গেল? বাবার সকল সম্পত্তি গণ মানুষের কাছে ছেড়ে দিলেন, লোভ করলেন না, এটাই তু বড় মানসিক অবস্থান। অথচ অনেক ছেলে মেয়ে আছে বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনেরা ঝগড়ায় লিপ্ত। সম্পত্তির জন্যে নিজ বাবা মাকেও খুন করার উদাহরন অনেক আছে। কিন্তু ছেলেটার মধ্যে সেই কঠিন স্বার্থ কিছুই নেই। বরং সহজ সরলভাবেই ব্যাখ্যা করে গেছেন। আর আবেগের কথা বলবেন? সিলেট এলাকায় কেউ মারা গেলে ওইদিন গরু জবাই করে আয়েশি খাবার দাবার চলে। এটা কোন আবেগ তারা দেখায়?

  • @rafsanhashan7635
    @rafsanhashan7635 Рік тому +1

    এক অসাধারণ ব্যক্তিত্বের নাম। উনার ভালো কাজগুলো কে আল্লাহ কবুল করুক, আল্লাহ সে উসিলায় ওনাকে জান্নাত নসিব করুক

  • @kabirAhmed-he9vg
    @kabirAhmed-he9vg Рік тому

    প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে ধন-সম্পদ থাকলে প্রায় ছেলে-মেয়েরা যে বেশ-ভূষায় চলতে পছন্দ করেন এবং তাদের কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ যেমন হয়, জনাব বারিশ চৌধুরী তার ব্যাতিক্রম নয়।

  • @siddikamustafa773
    @siddikamustafa773 6 днів тому

    Intentionally he is speaking Bengali in a unnatural way . Living in Bangladesh not learning Bangla is not any excuse. Respect for his father Dr Jafarullah

  • @BDBloggerLucky
    @BDBloggerLucky Рік тому

    ছেলে টা ভালো ই কিন্তু একটু অন্য রকম,,, বাবাকে সে সে বলছে 🤔

  • @goltazbegum672
    @goltazbegum672 Рік тому +2

    মন্তব্য পড়ে মনে হয় অনলাইন প্লাটফর্ম এ ভালো মানুষ থাকেনা।

  • @rssetu2.0
    @rssetu2.0 Рік тому

    বাবা দেশের জন্য অনেককিছু দিয়েছে কিন্তু ছেলে মেয়ে বাংলাটাও বলতে কষ্ট হয়

  • @nazmulhossainkhan2906
    @nazmulhossainkhan2906 Рік тому +5

    তিনির পরিবারের একজন ও লোকের
    চোখে শোকের আচ দেখতে পেলাম না।
    আমাদের চোখে তিনির জন্য অভিরাম
    চোখে জল ঝরছে। খোদা তিনিকে বেহেশত
    নচিব করে এদোয়া করছি

  • @selimkaiser5259
    @selimkaiser5259 Рік тому

    বাংলাদেশের মেডিকেল বোর্ড শিক্ষা ও চিকিৎসা স্বাস্থ্য যেখানে মেধাবী কর্মঠ গবেষণা

  • @mehedihasansurjo9717
    @mehedihasansurjo9717 Рік тому +90

    এ কেমন ছেলে নিজের বাবা মারা গেছে আর সে হেসে হেসে আবার স্টাইল করে কথা বলছে জানিনা আর কত কি দেখতে হবে এই দুনিয়ায়, আল্লাহ সবাইকে হেদায়েত দিন, আমিন 😢

    • @zahidul4174
      @zahidul4174 Рік тому

      একজন ছিঁচকে নাস্তিকের ছেলের কাছে তো আর আদব কায়দার আশা করা যায়না ।

    • @roshnimohshin1233
      @roshnimohshin1233 Рік тому +11

      স্টাইল না,বাংলা উচ্চারণ এ সমস্যা

    • @atikulislam5930
      @atikulislam5930 Рік тому

      বাবার সকল সম্পদ তার সন্তান পিতার স্বপ্ন অনুযায়ী দেশের মানুষের জন্যই ত্যাগ করে দিলো,এরপরও তোগো মনে হয় সে টাউড।তোরা কোন পর্যায়ের সেটাই দেখ।ছেলেটা বিদেশে পড়ার কারণে দেশীয় সংস্কৃতি বোঝে না। কিন্তু মানবিক সম্মান বোধ বাবা শেখায় নাই সেটা তো বলতে পারবি না।তুমি দিবা বাবার সম্পদ জনগণের জন্য? দিবার হেডম আছে???

    • @NAFIS721
      @NAFIS721 Рік тому

      @@roshnimohshin1233 ⁰00⁰⁰⁰00⁰0

    • @realeyesbd
      @realeyesbd Рік тому +4

      সে হয়তো বাংলা বলতে পারে না ঠিক করে

  • @AmirHossain-cv3zq
    @AmirHossain-cv3zq Рік тому

    বাবা মারা গেছে আর তার ছেলের মুখে হাসি খুশি,এ কেমন ছেলে

  • @rownakul720
    @rownakul720 Рік тому

    তোর মতো ছেলেকে তিনি বিশ্বাস করেন নি,,? তাই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি,,,!! সঠিক সিদ্ধান্ত,,,??

  • @Funmedia111
    @Funmedia111 Рік тому

    তার পরিবারকে বাইরে রেখেছিলেন তিনি । কথা বার্তা কেমন কি এসব না দেখে মেন্টালিটি দেখেন । টুপি দাড়ি থাকলেই ধার্মিক হবে এমন না । মন মানসিকতা ভালো থাকলেই হয়।

    • @mbbs32569
      @mbbs32569 Рік тому

      রাইট দাদা,এই যেমন আপনাদের বাবা @ কসাই নরেন্দ্র মোদীর দাড়ি দেখলে যে কেউ অবলীলায় বলে দিবে উনি জগৎ বিখ্যাত একজন আলেম,আবার আমাদের প্রধানমন্ত্রীর কথা শুনলে মনে হবে কতো মানব দরদী,গরিবের বন্ধু,কিন্তু বাস্তবে নরেন্দ্র মোদী একজন কসাই আর হাসিনা একজন ভন্ড,আর আপনি নিজে মনে হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট,

  • @SazzadurRahman-d2u
    @SazzadurRahman-d2u Рік тому +1

    আহ আপছোছ ছেলে মেয়ে একটু ইসলামের মুল্যবোদ যদি যানতো । বা বুঝতো ।

  • @yeaminkhankhan9424
    @yeaminkhankhan9424 Рік тому

    এইভাই মনে হয় তার জীবনের কোন জিনিস টা হারিয়ে ফেলেছে এখনো বুঝতে পারে নাই তার কথার ভাবে বোঝা যায়।

  • @iqravlogstyle1275
    @iqravlogstyle1275 Рік тому +8

    পাগল ছেলে 😊 বাংলিশ কথা বলে, আবার হাসে

    • @Rishan.c_kent
      @Rishan.c_kent Рік тому

      বাংলা বললে শুধু বাংলাই বলতে হবে এটা কই লেখা???? একসাথে ৩/৪ ভাষা মিলিয়েও মানুষ কথা বলে। এটা কোনো সমস্যাই না। তবে
      বাপের জন্য নামাজ পড়ার মতো শিক্ষা এদের নেই। জাফরুল্লাহ ব্যর্থ!

    • @disableid
      @disableid Рік тому

      বাংলিশ কি বললো? ছেলেটা বিদেশ বেড়ে উঠেছে তবুও ক্যামেরার সামনে যেভাবে বাংলা কথা বলছে- তোর বাপ দাদা চৌদ্দগোষ্ঠী এভাবে কথা বলতে পারবে কিনা সেটা চিন্তা করিস । গাধার গাধা, শুধু মানুষের দোষ খুজিস ।

  • @Rishan.c_kent
    @Rishan.c_kent Рік тому

    বিদেশের জন্য হয়ে বিদেশে পড়ালেখা করে আমাদের তো এমন হয়নি। ওরা তো সেই তুলনায় কিছুই না।

  • @অচেনাপাখি-জ৩ঢ

    এই প্রথম এরকম সন্তান দেখলাম। স্যারের জন্য আমাদের কলিজা ফেটে পড়ছে । সবাই সন্তানকে দ্বীনি শিক্ষা দিলে এরকম হতো না

  • @emrandhali8026
    @emrandhali8026 Рік тому

    তার বাবা দেশকে এতো ভালোবাসলে নিজের ছেলে মেয়েরা কেনো বাংলা বলতে পারে না😮

  • @MdDelawar-w9t
    @MdDelawar-w9t Рік тому +12

    পারিবারিক ভাবে ইসলামিক শিক্ষা খুবই প্রয়োজন

    • @maxpro6379
      @maxpro6379 Рік тому

      তোর আবার এখানে ও ধর্ম ডুকিয়ে দেওয়া উচিত ছাগলের নাতি

    • @rahimkhan-us5qw
      @rahimkhan-us5qw Рік тому

      মানে এরাবিক কোনো ধর্ষক এর শিক্ষা মানে দাসি লাগাবে, কাল্পনিক আল্লাহ বানিয়ে মানুষকে ধোকা দিবে,, ধর্ষন করবে ২-৪ বছরের শিশু, বিনা হিসাবে মানুষ হত্যা করবে।।এগুলো শিক্ষা নিয়ে কাজ করলে তো ভাই উনি কবে জেলে থাকতেন।।

  • @SaifulIslam-lp5vf
    @SaifulIslam-lp5vf Рік тому

    এটাকে পতি বন্দী পাগলের মত লাগে একজন দেশ প্রেমিকের ছেলে এমন হয় ভাবা যায়

  • @kazijashim1020
    @kazijashim1020 Рік тому +30

    আল্লাহ তাআলা তাকে জান্নাত বাসি করেন আমিন

    • @mohammadrabbi3237
      @mohammadrabbi3237 Рік тому

      জান্নাত কি এত সোজা নাকি সারাজীবন করছে ইসলাম বিদ্বেষী বক্তব্য

    • @Universal69man
      @Universal69man Рік тому

      বিএনপি পছন্দ করতো তাই সেক্যুলার হয়ে জান্নাতে যাবে?
      আওয়ামিলীগ পছন্দ করলে ঠিকই জাহান্নামে যেত 😅

    • @RiyashuvoRS
      @RiyashuvoRS Рік тому +1

      @@mohammadrabbi3237 apni amon vabe bolcen jno apni antor jami.all time sudharona korte hoy..kharap noy Allah kokhn kake kivabe maf korbe seta amra Kew janina.

    • @tabreznazir6265
      @tabreznazir6265 Рік тому +1

      ​@@mohammadrabbi3237 ভাই আল্লাহ্ কাকে জান্নাহ আর কাকে জাহান্নাম দিবেন সেটা আল্লাহ্ নিজেই জানেন। আমরা যারা বিন্দুমাত্র ঈমান নিয়ে মারা যাবো তার বিচার আল্লাহ্ করবেন। জান্নাহ কার জন্য সহজ হবে আর কার জন্য কঠিন সেটা একমাত্র আল্লাহ্ রাব্বুল আলামিন জানেন। তিনি জীবনের শেষে ঈমান নিয়ে মারা গেছেন নাকি অন্যথা হয়েছে তা হয়তো আমি বা আপনি কেউই জানি না।
      আল্লাহ্ আমাদের বারযাখ ও আখিরাহ সহজ করে দিন।

  • @RezaulKarim-os8dj
    @RezaulKarim-os8dj Рік тому +6

    উনি জাফরুল্লাহর ছেলে না অন্য কারো।

  • @labumolla688
    @labumolla688 Рік тому +8

    আসসালামু আলাইকুম সাহস না শুধু উনি ঠিকই বলেছেন লুঙ্গি পাঞ্জাবি আমাদের জাতীয় পোশাক আমিও লুঙ্গিকে সম্মান করি আর বয়স্ক মানুষ হলে তো কথাই নাই তাকে আরো বেশি সম্মান করি

  • @abduljalil6018
    @abduljalil6018 Рік тому

    সাবরিনা কে অথবা সাহেদ কে দেওয়া হোক

  • @mdyasinsohel3780
    @mdyasinsohel3780 Рік тому

    ওনার মতো নির্স্বার্থ মাটির মানুষ বাংলাদেশ এ আর কোনটা নাই

  • @md.tanvirhossen3028
    @md.tanvirhossen3028 Рік тому

    স্যাক এর নাতি বিজ্ঞানী জয় কে দায়িত্বে দেন,
    ইনস্টিটিউট এর ইট খুলে বেইচা খাবে 😪

  • @mainulsagor4999
    @mainulsagor4999 Рік тому

    এই সন্তান দের কে দিয়ে কারও বাবা মায়ের দুনিয়া ও আখেরাতের উপকার হবে বলে আমার মনে হয় না

  • @cookingstudiobyvashabithe4378

    আপনারা এই ছেলেটিকে অপমান করছেন কেন?সব কিছু না যেনে

  • @ibrahimmiah356
    @ibrahimmiah356 Рік тому +1

    আর হবে না, এখন গণস্বাস্থ্য ব্যবসার কেন্দ্র হবে ১০০%

    • @arizmiah3508
      @arizmiah3508 Рік тому

      ছেলেটি খারাপ কি বলেছে যে আপনার গায়ে লেগে গেল? বাবার সকল সম্পত্তি গণ মানুষের কাছে ছেড়ে দিলেন, লোভ করলেন না, এটাই তু বড় মানসিক অবস্থান। অথচ অনেক ছেলে মেয়ে আছে বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনেরা ঝগড়ায় লিপ্ত। সম্পত্তির জন্যে নিজ বাবা মাকেও খুন করার উদাহরন অনেক আছে। কিন্তু ছেলেটার মধ্যে সেই কঠিন স্বার্থ কিছুই নেই। বরং সহজ সরলভাবেই ব্যাখ্যা করে গেছেন। আর আবেগের কথা বলবেন? সিলেট এলাকায় কেউ মারা গেলে ওইদিন গরু জবাই করে আয়েশি খাবার দাবার চলে। এটা কোন আবেগ তারা দেখায়?

  • @RonyHassan-gh5ng
    @RonyHassan-gh5ng Рік тому +2

    এরকম একটা জ্ঞানীজনের ছেলে বাংলা ঠিকমত বলতে পারেনা আসলে জাতির জন্য ও তার পিতার জন্য দুঃখজনক

  • @tarequehossen4422
    @tarequehossen4422 Рік тому

    একেমন ছেলেরে বাবা বাবা মারা গেছে ছেলে সাবলীল ভাষায় কথা বলতেছে।

  • @md.sohelrana4166
    @md.sohelrana4166 Рік тому

    🎉মিন্টু ভাই আপনার প্রতি দোয়া ও শুভকামনা রইলো .🎉 জাফরুল্লাহ চৌধুরী স্যার নেই মনটা ভীষণ খারাপ। ওনার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ এই শোক সইবার তৌফিক দান করুক 🎉আমীন 🎉 রানা তালুকদার সভাপতি বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ বিভাগ🎉🎉🎉🎉 সদস্য থানা বিএনপি পূর্বধলা নেএকোনা।🎉🎉🎉🎉🎉

  • @mdabutalibprodhen4459
    @mdabutalibprodhen4459 Рік тому

    আমি তত্ত্বাবধায়ক সরকার হতে চাই তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চাই আমি

    • @fsat5673
      @fsat5673 Рік тому

      Bambo
      Deakhcho
      Jibonea
      Samnea
      Sayta
      Dar
      Kora
      Achea

  • @md.jahirulislamapu
    @md.jahirulislamapu Рік тому +1

    বাবা বলার ক্ষেত্রে বারবার সে আসে কেন।

  • @NoorNoor-by8ne
    @NoorNoor-by8ne Рік тому +2

    দেখলে মনে হয় বাবা মরে নাই ছেলের ঈদ লাগছে বাবার মূতুতে ছেলের হাসি আসে কেমন করে

  • @c.abahad5813
    @c.abahad5813 Рік тому +1

    Don't insult this boy.he is innocent.