আপনি "রেডিও আমার" স্টেশনের নামটি স্কিপ করে গিয়েছেন। সেই সময়কার তুমুল জনপ্রিয় চ্যানেল ছিল এটি। সানডে নাইট, রক দা টাউন, আমার ভালবাসা ছিল লিসেনার্সদের পছন্দের টপ লিস্টে।
অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলাম এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরির জন্য। অনেক অনেক ধন্যবাদ। ঢাকার বাইরে থেকে এখন আর কোন এফএম রেডিও শোনা যায় না। বিজ্ঞাপন না থাকায় খরচ সামলাতে না পেরে ঢাকার বাইরের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে সারাদেশে নেটওয়ার্ক বিস্তার করা রেডিও টুডে, রেডিও ফুর্তি ও ঢাকা এফএম। জুলাই বিপ্লবের সময় যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন এফএম রেডিওকে অনেক মিস করেছি। গানের পাশাপাশি সংবাদও প্রচার হতো কিছু এফএম রেডিওতে যেটা তথ্য পেতে অনেক বড় ভূমিকা রাখতো।
আমার মনে হয় যে সঠিক পরিকল্পনার অভাবে বাংলাদেশের এফ এম রেডিও বন্ধ হয়ে গেছে। যদিও জাগো এফেম এখনো বহাল তবিয়তে আছে। তাদের কোনো কোনো ভিডিওতে এখনো এক সপ্তাহে ৩০ হাজার+ ভিউ হয়। পাশের দেশ ভারতে তো ১০ লাখ + ভিউ হয় রেডিও এর শো গুলোতে। এখনো সময় আছে ফিরে আসার। তারা যদি মানসম্মত অনুষ্ঠান করত, তাহলে হয়তো এমন হতো না। ধন্যবাদ আপনাদের সুন্দর ভিডিও উপস্থাপনের জন্য।
মেলা থেকে আমি খুব সম্ভবত ২০১০-২০১১ এর দিকে MP3 Player কিনেছিলাম ২৫০ টাকা দিয়ে। এখানে শুধুমাত্র রেডিও শুনা যেত। ব্যাটারি চালিত রেডিও আমি পড়ালেখার পাশাপাশি অনেক্ষণ শুনতাম।আর রাতে কম্বলের নিচে হেডফোন লাগিয়ে বিভিন্ন অনুষ্ঠান শুনতাম। মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম অনুষ্ঠান শুনার মধ্যে। একদিন ঘুমের মধ্যে আম্মা ধরে ফেলেন এন্ড একটা আছাড় দিয়ে আমার ইমোশন ভেঙে ফেলেন। এখনতো ক্লাস সিক্স, সেভেন পড়ুয়া ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন। খুব বেশি মিছ করি শৈশবের রেডিও অনুষ্ঠানগুলো। 😢❤
২০০৮-২০১০ সালে এফ এম রেডিও ই ছিল আমার প্রথম আবেগ, রেডিও ফুর্তি, এবিসি রেডিও, রেডিও টুডে। এইগুলাই সব সময় শুনতাম, জীবনের গল্প, ভুত এফএম। মোবাইলের মত ডিজাইনের একরকম রেডিও কিনতে পাওয়া যেত। ওগুলা কিনে ব্যবহার করতাম।
এক সময় রেডিও পাগলা ছিলাম। বেশ কয়েকটা রেডিও ছিলো আমার। বাংলাদেশের এফ এম এর অত ভালো নেটওয়ার্ক পেত না আমাদের জেলায় তবে কোলকাতার অনেক স্টেশন শোনা যেত। কত যে স্মৃতি জড়িয়ে আছে এই রেডিও নিয়ে আমার জীবনে বলার মত না। 😢
The journey of FM radio in Bangladesh is fascinating! It started as a fresh medium for entertainment and news, reaching listeners across the country. However, with the rise of digital platforms and streaming services, FM radio has faced significant challenges. It’s amazing to see how it adapted over the years, but also a bit nostalgic to think about the decline. Great documentary - it captures an important part of our media history! 📻
রেডিও টুডে,ফুর্তি এসব রিগুলার শুনতাম। আর হ্যালো ফ্রেন্ডস এবং ভূত এফএম ছিল পছন্দের শো। আরজে তাজদ্বীপ,সালমান,সাব্বির,রাসেল,সামিয়া,স্বাগতা এরা ছিল প্রিয় আরজে।
একমাত্র অনিক খান ও শাহরিয়ার শরিফের ফুর ফুর ফুর্তি ভাল্লাগতো রেডিও ফুর্তিতে। আরো কয়েকটি প্রোগ্রাম ভালো লেগেছে যার নাম ভুলে গিয়েছি। আমার নিকট এফএম রেডিওর ম্যাক্সিমাম কাজকর্ম ক্রিঞ্জ লাগতো।
@@MinhajulIslam-y9jএফ এমে ছিল ভাই, আমার কাছে অসংখ্য অডিও ক্যাসেট আছে যাতে আমি ঐ স্টেশনের RJ চপলার কথা টেপ করতাম, সে ছিল আমার শৈশবের প্রেম। পরে সে আমার ফেসবুক ফ্রেন্ড হয়। চপলা এখন কানাডার সাসকাটুনে থাকে।
কিছুদিন আগে রেডিও টুডে শুনতেসিলাম। এক ঘন্টার মত শুনেও কোন বিজ্ঞাপন পাইনি৷ অথচ বিজ্ঞাপনের যন্ত্রনায় এক সময় রেডিও টুডে শুনাই যেতো না। পাশের দেশ ভারতে এখনো এফএম রেডিও বহাল তবিওতেই আছে। মিরচি বাংলার কন্টেন্ট প্রায় সময়ই শুনা হয় অনলাইনে।
ভাল লাগছে যে রেডিও নিয়ে একটা পর্ব নির্মানের চেষ্টা করেছেন। সাধুবাদ জানাই এজন্য। তথ্যগুলো যাচাই করে ক্রস চেকিং করে নিলে ভালো হতো। বাংলাদেশে বেসরকারী খাতে প্রথম এফ এম রেডিও ষ্টেশন রেডিও মেট্রোওয়েভ। ১৯৯৯ সালের ২৬ মার্চ এটি সম্প্রচার শুরু করে এবং ২০০৫ সালের ২৭ জুন বন্ধ হয়ে যায়। সরকারী এফ এম ষ্টেশন কিন্তু বহু আগে থেকেই সম্প্রচার চালিয়ে আসছিল। ফ্রিকোয়েন্সি মডিউলেশন করে ৮৭.৫ থেকে ১০৮.০ মেগাহার্টজের মধ্যে ষ্টেশন গুলোর ফ্রিকোয়েন্সি বরাদ্দ দেয়া হতো । বিভিন্ন বেতার যন্ত্রে বিশেষ করে গাড়িতে ব্যবহৃত রেডিওগুলোতে ২০০২ সাল থেকে ২০০৮ সালের মধ্যে ১০২.০ মেগাহার্টজের উপরে ফ্রিকোয়েন্সি যুক্ত বেতারযন্ত্র ছিলনা। ছিলনা মানে ঐ সময় থেকে আমদানীকৃত রিকন্ডিশন গাড়িতে এর উপরের ফ্রিকোয়েন্সিযুক্ত বেতারযন্ত্র থাকতো না। ফ্রিকোয়েন্সি বরাদ্দের ক্ষেত্রে এই পক্ষপাতিত্ব এফ এম বেতার সম্প্রচারের ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করে এবং নতুন বেতার কেন্দ্রগুলো ধীরে ধীরে মুখ থুবরে পড়ে। মিডিয়াম ওয়েভ, শর্টওয়েভ এবং এফ এম সম্প্রচারে অনুষ্ঠান উপস্থাপনার কৌশল ও ভিন্ন ধরনের। পেশাগতভাবে এফ এম সম্প্রচারে পারদর্শী উপস্থাপক আমাদের ছিল কম। এফ এম রেডিও যে কতটা শক্তিশালী এবং বাণিজ্যিকভাবে সফল হতে পারে তার উদাহরণ ভারতের রেডিও মির্চি। ভারতের ৬৩ টি শহরে মোট ৭৬ টি চ্যানেলে বেতার সম্প্রচার করে এফ এম এবং অনলাইনে। ইউ এ ই, কাতার এবং বাহরাইনেও তাদের বেতার সম্প্রচার সম্প্রসারিত হয়েছে। ফিজিতেও তাদের বেতার সম্প্রচার হয়ে থাকে । অথচ তারা সম্প্রচার শুরু করে ২০০১ এ। যদিও ইন্দোরে তাদের প্রথম সম্প্রচার শুরু হয় ১৯৯৩ সালে। জাতীয় পর্যায়ে তাদের বিস্তৃতি ঘটে সব শহরে ৯৮.৩ ফ্রিকোয়েন্সি বরাদ্দ পাবার পরে। দেশব্যাপী ৯৮.৩ ফ্রিকোয়েন্সি টি সরকার নিলামে তুলে বরাদ্দ দেয় যা কিনে নেবার পরেই তাদের অগ্রযাত্রা শুরু হয়। চলচ্চিত্র এবং স্যাটেলাইট টেলিভিশনের সাথে পাল্লা দিয়ে ২০২৪ এর মার্চে সমাপ্ত ত্রৈমাসিকে তাদের আয় ১৪৯.৩ কোটি রুপি ( তিন মাসের আয় )। মূলত সরকারের আন্তরিক উৎসাহ,উদ্যোক্তাদের দূরদর্শীতা এবং সম্প্রচারের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের কাজে না লাগিয়ে এদেশের এফ এম তথা বেতার সম্প্রচারের সম্ভাবনাময় দিকটিকে গলা টিপে হত্যা করা হয়েছে।
দেশের এফএম রেডিও অবস্থা খুবই খারাপ ইতিমধ্যে অনেকগুলো এফএম স্টেশন বন্ধ হয়ে গেছে বাংলাদেশের এফএম রেডিও স্টেশনগুলোর ভবিষ্যৎ অন্ধকার একটা সময় আমরা রেডিও শুনতাম ছোটবেলায়😢😢😢💔
Sony আর Ericsson কোম্পানির একত্রিত ভাবে ফোন তৈরি এবং তাদের আলাদা হয়ে যাওয়া ও বর্তমানে sony ফোন কেন মার্কেটে চাইনিজ ফোন গুলোর সাথে টেক্কা দিতে পারছে না তা নিয়ে বিস্তারিত জানতে চাই।
গ্রামের বাড়িতে FM নেটওয়ার্ক কম ছিলো বলে বাঁশের মাথায় এন্টেনা লাগিয়ে উচু গাছের মগ ডালে চরে রেডিও সুনতাম আহা সেই দিনগুলি।।😮😢 Bhoot Fm, প্রান Up ভালোবাসার বাংলাদেশ, যাহা বলিব সত্যি বলিব। কুয়াশা সহ সকল ধরনের এপিসোড গুলো সুনার জন্য রাত জেগে অধির আগ্রহে অস্থির হয়ে থাকতাম।।
একসময় হাই-স্কুলে থাকাকালীন এফ এম রেডিওতে ভূত এফ এম, লাভ গুরু, জীবনের গল্প, যাহা বলিব সত্য বলিব এগুলো রেগুলার শুনতাম। সময়ের সাথে সাথে এসব হারিয়ে গেছে
আম "আমার ভালোবাসা" বা "লাভ গুরু" প্রোগ্রামের কথা উল্লেখ করলেও "রেডিও আমার" এর কথা উল্লেখ না করে "ঢাকা এফএম" এর কথা উল্লেখ করলেন!!! ঢাকা এফএম-এ তেমন কোনো আইকনিক প্রোগ্রাম হয়নি। রেডিও আমার-র কথা না বললে বাংলাদেশের প্রাইভেট রেডিও স্টেশনের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়।
Soto belar memory monr pore gelo 🥺 Nokia er Java phone diye FM suntam.. amr Always favorite silo Bhoot FM aka radio Forti, radio today oh ami suntam khulna er fm silo nam vule gesi
I still listen to radio everyday at night, recently bought some cool radios from china, with SW and MW I listen to other countries radio station too ;)
রেডিও নেটওয়ার্ক যদি সারা দেশ জুড়ে অন্তর ভুক্ত হয় তাহলে আমার মনে হয় রেডিও আবার ফিরে আসবে কারণ অনেকে বাটন ফোন ব্যবহার করেন আমি আমার স্মার্ট ফোনে ইন্টারনেট থেকে বেটার সংগীত গুলো শুনি অনেক ভালো লাগে অনেক সুন্দর ঘুম হয়
ব্যাক্তিগত ভাবে আমি রেডিও শুনতাম যখন চারটির মতো চ্যানেল একটিভ ছিল।এরপর ক্রমাগত ব্যাঙের ছাতার মতো চ্যানেল গজিয়ে উঠতে থাকে এবং একটা বিরক্তির উদ্রেক করে।আস্তে আস্তে তখন আনন্দ কমে বিরক্তি তৈরি হতে থাকে,পুরোপুরি বেসরকারি টিভি চ্যানেলগুলোর মতো।যখন চারটি চ্যানেল ছিল,তখন পুরো ব্যাপারটিই আনন্দদায়ক ছিল।
রেডিও টুডে, রেডিও ফূর্তি, রেডিও আমার, এবিসি রেডিও... হ্যালো 8920, ভূত এফএম, যাহা বলিব সত্য বলিব, কুয়াশা, লাভ গুরু, আজাইরা শো... RJ উদয়, সেজুতি, রাজু, সালমান, অপু, কিবরিয়া.... আরজে রাজুর নাটক গুলো, রঙ বে রঙ, বিদ্যাসাগর ছাত্রাবাস... নস্টালজিয়া❤
যারা এগুলো চিনতে পেরেছেন, তারাই প্রকৃত FM লাভার
জীবনের গল্প , অন্ধকারের গল্প আর কুয়াশা বাদ পড়েছে। বিদ্যাসাগর ছাত্রাবাস নাটকটা অনেক মজার ছিল।
Truly nostalgia!
রেডিও টুডের রিচার্ড
হ্যা ভাই, লিখতে মিস করে ফেলেছি@@Sam_Bushman
Seriously..?
90's..?
আপনি "রেডিও আমার" স্টেশনের নামটি স্কিপ করে গিয়েছেন। সেই সময়কার তুমুল জনপ্রিয় চ্যানেল ছিল এটি। সানডে নাইট, রক দা টাউন, আমার ভালবাসা ছিল লিসেনার্সদের পছন্দের টপ লিস্টে।
ঠিক বলেছেন আমারও
@@rumelkhan143 আহ সানডে নাইট.......ওদের নাটকগুলো..... গুড মেমোরিস 🙉
৯ টার মত এফএম স্টেশন সম্প্রচার বন্ধ হয়ে গেছে একটা সময় আমিও প্রচুর এফএম শুনতাম এখনো শুনি। 😢
Radio amar er theme song sunar jonno ei radio te kan pete thaktam chuto belay 😑
অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলাম এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরির জন্য। অনেক অনেক ধন্যবাদ।
ঢাকার বাইরে থেকে এখন আর কোন এফএম রেডিও শোনা যায় না। বিজ্ঞাপন না থাকায় খরচ সামলাতে না পেরে ঢাকার বাইরের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে সারাদেশে নেটওয়ার্ক বিস্তার করা রেডিও টুডে, রেডিও ফুর্তি ও ঢাকা এফএম। জুলাই বিপ্লবের সময় যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন এফএম রেডিওকে অনেক মিস করেছি। গানের পাশাপাশি সংবাদও প্রচার হতো কিছু এফএম রেডিওতে যেটা তথ্য পেতে অনেক বড় ভূমিকা রাখতো।
It is unfortunate for the industry.
শেষ রেডিও শুনেছিলাম ২০২৪ এর জুলাই মাসে যখন ইন্টারনেট বন্ধ ছিল, ভালো সঙ্গ ছিল।
Luckily some still operating.
তখন তো রেডিও বন্ধ ছিল!
@@mdsydunnabi366nah khola chelo
@@mdsydunnabi366 নাহ এফএম চলমান ছিল
আমার মনে হয় যে সঠিক পরিকল্পনার অভাবে বাংলাদেশের এফ এম রেডিও বন্ধ হয়ে গেছে। যদিও জাগো এফেম এখনো বহাল তবিয়তে আছে। তাদের কোনো কোনো ভিডিওতে এখনো এক সপ্তাহে ৩০ হাজার+ ভিউ হয়। পাশের দেশ ভারতে তো ১০ লাখ + ভিউ হয় রেডিও এর শো গুলোতে। এখনো সময় আছে ফিরে আসার। তারা যদি মানসম্মত অনুষ্ঠান করত, তাহলে হয়তো এমন হতো না। ধন্যবাদ আপনাদের সুন্দর ভিডিও উপস্থাপনের জন্য।
Thank you for sharing your thoughts!
২০১১ সালের দিকে তখন আমি ক্লাস এইটে পড়তাম, শুধুমাত্র ভূত এফ এম শোনার জন্য আম্মার কাছে আবদার করে একটা চাইনিজ রেডিও কিনেছিলাম।
Many saved pocket money to buy FM Radio's.
Symphony কেন হারিয়ে গেল এরকম একটা ভিডিও চাই
Thank you for your support and content suggestion.
Symphony এখনো মোবাইল ফোন তৈরি করে.. হারিয়ে যায় নি
কই হারাইসে? সিম্ফোনি বাটন ফোনে এখনো ১ নাম্বার
Symphony helio 90 launch korse
@@BusinessInspectionBD হারিয়ে যাওয়া বলতে তাদের আগের ডিম্যান্ড এখন আর নেই
জনপ্রিয় রেডিও স্টেশন গুলোর মধ্যে রেডিও আমার অন্যতম ছিল। আমার সবচেয়ে প্রিয় রেডিও স্টেশন ছিল রেডিও আমার ❤। খুব মিস করি সেই দিনগুলো 😢 2007 to 2015
Great memories
"যাহা বলিব সত্য বলিব" অনুষ্ঠানটা প্রিয় ছিলো।
i miss it badly
Thank you for sharing.
Jbsb
২০০৩ সালের ডিসেম্বরে জন্ম, রেডিও টুডে ৮৯.৬ এফ এম ইমোশন❤
thanks for sharing.
ভূত FM 'Redio foorti-তে সম্প্রচার
বন্ধ হওয়ার পর, আমি জীবনে আর কোনদিন রেডিও শুনিনি।
এরকম একটি প্রতিবেদন কিছুদিন ধরেই আশা করছিলাম। আজ পেয়ে গেলাম।
Glad we were helpful.
মেলা থেকে আমি খুব সম্ভবত ২০১০-২০১১ এর দিকে MP3 Player কিনেছিলাম ২৫০ টাকা দিয়ে। এখানে শুধুমাত্র রেডিও শুনা যেত। ব্যাটারি চালিত রেডিও আমি পড়ালেখার পাশাপাশি অনেক্ষণ শুনতাম।আর রাতে কম্বলের নিচে হেডফোন লাগিয়ে বিভিন্ন অনুষ্ঠান শুনতাম। মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম অনুষ্ঠান শুনার মধ্যে। একদিন ঘুমের মধ্যে আম্মা ধরে ফেলেন এন্ড একটা আছাড় দিয়ে আমার ইমোশন ভেঙে ফেলেন।
এখনতো ক্লাস সিক্স, সেভেন পড়ুয়া ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন।
খুব বেশি মিছ করি শৈশবের রেডিও অনুষ্ঠানগুলো। 😢❤
আমিও কিনেছিলাম
একসময় ইন্টারনেটের সুযোগ সুবিধা ছিলো না,বিনোদনের মাধ্যম ছিলো না...
এই ফেসবুক,গুগল,ইউটিউবের যুগে কে রেডিও শুনবে!বিলুপ্ত হবারই ছিলো...
Very unfortunate!
আমি এখনো ইউটিউব এ ভূত ডটকম আ রাসেল ভাই এর বলা গল্প শুনি। সাথে আফনান ভাই এরও শুনি। it is an emotion
Great times.
২০০৮-২০১০ সালে এফ এম রেডিও ই ছিল আমার প্রথম আবেগ, রেডিও ফুর্তি, এবিসি রেডিও, রেডিও টুডে। এইগুলাই সব সময় শুনতাম, জীবনের গল্প, ভুত এফএম। মোবাইলের মত ডিজাইনের একরকম রেডিও কিনতে পাওয়া যেত। ওগুলা কিনে ব্যবহার করতাম।
রাত ভর গান।
RJ নিরব।
রেডিও ইতিহাসের এক অতিমানব❤
Thank you for your comment.
হুম রাত ভর গান। অনেক মিস করি এসব।
এফএম রেডিও সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলেম।
Glad it was helpful!
আমার মতে স্মার্টফোনের আবির্ভাব এর জন্য দায়ী।
thank you for sharing.
2005 - 2008 পর্যন্ত খুব খুব শুনেছি। অনেক প্রিয় ছিলো চ্যানেল গুলো।
Right Apu
Internet 🛜 is so boring 🥱
এক সময় রেডিও পাগলা ছিলাম। বেশ কয়েকটা রেডিও ছিলো আমার। বাংলাদেশের এফ এম এর অত ভালো নেটওয়ার্ক পেত না আমাদের জেলায় তবে কোলকাতার অনেক স্টেশন শোনা যেত। কত যে স্মৃতি জড়িয়ে আছে এই রেডিও নিয়ে আমার জীবনে বলার মত না। 😢
Thank you for the comment.
২০২১ সালের জুলাই পর্যন্ত স্মার্টফোন কেনার আগে সারাদিন রেডিও শুনতাম
Smartphone was a great contributing factor for FM radio's decline.
Radio foorti my favourite Radio station ❤️🔥
thank you for sharing.
Me too
বাংলাদেশ থেকে রেডিওর জনপ্রিয়তা কমার মূল কারণ হচ্ছে স্মার্টফোন মানুষ এখন স্মার্টফোনেই ডুবে থাকে।
Is there any other factor?
Bhoot fm, door,Rongin dhaka,College fm, love guru, R Rock song etc onek shunechi ❤
আরজে কিবরিয়ার অনুষ্ঠান জীবনের গল্প সবার কাছে জনপ্রিয়
Yes many still misses those show.
সঠিক পরিকল্পনার অভাব,..
Unfortunate!
Bhoot fm ❤❤❤ RJ Russel I am 27 years old and I still listen to their old videos .
Great!
রেডিও ফূর্তির ভূত এফ এম আর এবিসি রেডিওর ডর এফ এম অনেক মিস করি
আমার ছোট ফুপির সাথে শুনতাম ছোটবেলায় 😢
The journey of FM radio in Bangladesh is fascinating! It started as a fresh medium for entertainment and news, reaching listeners across the country. However, with the rise of digital platforms and streaming services, FM radio has faced significant challenges. It’s amazing to see how it adapted over the years, but also a bit nostalgic to think about the decline. Great documentary - it captures an important part of our media history! 📻
Thank you for your appreciation.
Radio Foorti এর বাথরুম সিঙ্গারের ফ্যান ছিলাম, ভূত এফ এম শুরু হওয়ার আগে থেকেই এফ এম শুনতাম। অনেক সময় ঘুম থেকে উঠে দেখতাম এখন ও রেডিও বাজছে😊। আহ দিন ❤️
Thank you for your comment.
আমার একটা প্রশ্ন ছিল -"এখনও কী কোনো এফএম রেডিও অনুষ্ঠান প্রচার করা হয় বরিশালে?"
আর হলেও কোন চ্যানেলে হয়,আর কোন সময়ে হয়?"
কারো জানা থাকলে বলেন।❤️
রেডিও টুডে,ফুর্তি এসব রিগুলার শুনতাম।
আর হ্যালো ফ্রেন্ডস এবং ভূত এফএম ছিল পছন্দের শো।
আরজে তাজদ্বীপ,সালমান,সাব্বির,রাসেল,সামিয়া,স্বাগতা এরা ছিল প্রিয় আরজে।
Thanks for your comment
একমাত্র অনিক খান ও শাহরিয়ার শরিফের ফুর ফুর ফুর্তি ভাল্লাগতো রেডিও ফুর্তিতে। আরো কয়েকটি প্রোগ্রাম ভালো লেগেছে যার নাম ভুলে গিয়েছি।
আমার নিকট এফএম রেডিওর ম্যাক্সিমাম কাজকর্ম ক্রিঞ্জ লাগতো।
Well, to many it was cringe.
দেশের প্রথম প্রাইভেট রেডিও স্টেশন রেডিও মেট্রোওয়েভ, রেডিও টুডে নয়।
আমিও ভাবছিলাম পড়ে খেয়াল করে শুনি এনারা আগে এফ এম যুক্ত করছে রেডিও মেট্রোওয়েভ এফ,এম ব্যান্ডে ছিল না
@@MinhajulIslam-y9jএফ এমে ছিল ভাই, আমার কাছে অসংখ্য অডিও ক্যাসেট আছে যাতে আমি ঐ স্টেশনের RJ চপলার কথা টেপ করতাম, সে ছিল আমার শৈশবের প্রেম। পরে সে আমার ফেসবুক ফ্রেন্ড হয়। চপলা এখন কানাডার সাসকাটুনে থাকে।
Thanks for sharing with us.
Thanks for sharing with us.
রেডিও নিয়ে প্রতিবেদন টা ভালো লাগলো...
যাই একটু রেডিও শুনে আশি।
Thank you for your comment.
@@BusinessInspectionBD
আপনাকেও অনেক ধন্যবাদ ❤❤
ফেস টা রিভিল করলে অনেক খুশি হতাম
আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো 😍😍
thank you for your support and love.
I was born after 2000 but I have many memories with radio. Especially the Radio Foorti. Which was very Nostalgic 😢
কিছুদিন আগে রেডিও টুডে শুনতেসিলাম। এক ঘন্টার মত শুনেও কোন বিজ্ঞাপন পাইনি৷ অথচ বিজ্ঞাপনের যন্ত্রনায় এক সময় রেডিও টুডে শুনাই যেতো না। পাশের দেশ ভারতে এখনো এফএম রেডিও বহাল তবিওতেই আছে। মিরচি বাংলার কন্টেন্ট প্রায় সময়ই শুনা হয় অনলাইনে।
Thanks for your comment
2000 সালে জন্ম।
রেডিও ৯৮.৮ এ মহানন্দা দেখতাম।
ছোট ফোন ছিলো, একটা নরমাল হেডফোন জানালা দিয়ে বের করে এফএম শুনতাম।
Great!
যদি রেডিও স্টেশনগুলো ঢাকার বাহিরে ব্রডকাষ্ট করতে পারব সব জেলাতে, তাহলে সবসময়ই জনপ্রিয় থাকতো
ভাল লাগছে যে রেডিও নিয়ে একটা পর্ব নির্মানের চেষ্টা করেছেন। সাধুবাদ জানাই এজন্য। তথ্যগুলো যাচাই করে ক্রস চেকিং করে নিলে ভালো হতো। বাংলাদেশে বেসরকারী খাতে প্রথম এফ এম রেডিও ষ্টেশন রেডিও মেট্রোওয়েভ। ১৯৯৯ সালের ২৬ মার্চ এটি সম্প্রচার শুরু করে এবং ২০০৫ সালের ২৭ জুন বন্ধ হয়ে যায়। সরকারী এফ এম ষ্টেশন কিন্তু বহু আগে থেকেই সম্প্রচার চালিয়ে আসছিল। ফ্রিকোয়েন্সি মডিউলেশন করে ৮৭.৫ থেকে ১০৮.০ মেগাহার্টজের মধ্যে ষ্টেশন গুলোর ফ্রিকোয়েন্সি বরাদ্দ দেয়া হতো । বিভিন্ন বেতার যন্ত্রে বিশেষ করে গাড়িতে ব্যবহৃত রেডিওগুলোতে ২০০২ সাল থেকে ২০০৮ সালের মধ্যে ১০২.০ মেগাহার্টজের উপরে ফ্রিকোয়েন্সি যুক্ত বেতারযন্ত্র ছিলনা। ছিলনা মানে ঐ সময় থেকে আমদানীকৃত রিকন্ডিশন গাড়িতে এর উপরের ফ্রিকোয়েন্সিযুক্ত বেতারযন্ত্র থাকতো না। ফ্রিকোয়েন্সি বরাদ্দের ক্ষেত্রে এই পক্ষপাতিত্ব এফ এম বেতার সম্প্রচারের ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করে এবং নতুন বেতার কেন্দ্রগুলো ধীরে ধীরে মুখ থুবরে পড়ে। মিডিয়াম ওয়েভ, শর্টওয়েভ এবং এফ এম সম্প্রচারে অনুষ্ঠান উপস্থাপনার কৌশল ও ভিন্ন ধরনের। পেশাগতভাবে এফ এম সম্প্রচারে পারদর্শী উপস্থাপক আমাদের ছিল কম। এফ এম রেডিও যে কতটা শক্তিশালী এবং বাণিজ্যিকভাবে সফল হতে পারে তার উদাহরণ ভারতের রেডিও মির্চি। ভারতের ৬৩ টি শহরে মোট ৭৬ টি চ্যানেলে বেতার সম্প্রচার করে এফ এম এবং অনলাইনে। ইউ এ ই, কাতার এবং বাহরাইনেও তাদের বেতার সম্প্রচার সম্প্রসারিত হয়েছে। ফিজিতেও তাদের বেতার সম্প্রচার হয়ে থাকে । অথচ তারা সম্প্রচার শুরু করে ২০০১ এ। যদিও ইন্দোরে তাদের প্রথম সম্প্রচার শুরু হয় ১৯৯৩ সালে। জাতীয় পর্যায়ে তাদের বিস্তৃতি ঘটে সব শহরে ৯৮.৩ ফ্রিকোয়েন্সি বরাদ্দ পাবার পরে। দেশব্যাপী ৯৮.৩ ফ্রিকোয়েন্সি টি সরকার নিলামে তুলে বরাদ্দ দেয় যা কিনে নেবার পরেই তাদের অগ্রযাত্রা শুরু হয়। চলচ্চিত্র এবং স্যাটেলাইট টেলিভিশনের সাথে পাল্লা দিয়ে ২০২৪ এর মার্চে সমাপ্ত ত্রৈমাসিকে তাদের আয় ১৪৯.৩ কোটি রুপি ( তিন মাসের আয় )। মূলত সরকারের আন্তরিক উৎসাহ,উদ্যোক্তাদের দূরদর্শীতা এবং সম্প্রচারের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের কাজে না লাগিয়ে এদেশের এফ এম তথা বেতার সম্প্রচারের সম্ভাবনাময় দিকটিকে গলা টিপে হত্যা করা হয়েছে।
Thank you sharing with us.
রেডিও আমার এর নামটা স্কিপ করে গেছেন, দীর্ঘসময় চাকরির অভিজ্ঞতা হয়েছিলো,
অনেকটা ক্যারিয়ার শুরু হয়েছিলো সেখানেই।
লাভগুরু তামিম হাসান নিজেই আমাকে বাছাই করেছিলেন। করোনা পরবর্তী সময়ে অফিস টা আর ঘুরে দাড়াতে পারেনি। বেতন না পেয়ে আর্থিক কারণেও ছেড়ে আসতে হয় প্রাণের রেডিও আমার। অফিস টা এখনও সেভাবেই আছে। কিন্ত হয়না কোনও প্রোগ্রাম😥
দেশের এফএম রেডিও অবস্থা খুবই খারাপ ইতিমধ্যে অনেকগুলো এফএম স্টেশন বন্ধ হয়ে গেছে বাংলাদেশের এফএম রেডিও স্টেশনগুলোর ভবিষ্যৎ অন্ধকার একটা সময় আমরা রেডিও শুনতাম ছোটবেলায়😢😢😢💔
Very unfortunate!
এমন এক সময় ছিলো গাছে উঠে শুনতাম ভালো নেটওয়ার্ক এর জন্য
Thanks for sharing with us!
এক সময় রেডিও শুনতে আমগাছে উঠতাম, মাঠে ঘাটে চেস্টা করতাম শুনার ভূত এফ এম ও অনান্য আহা ...
শুধু বাংলাদেশই এমন হয়। বিদেশে দেখেন পোস্ট অফিসও হারায়নি, রেডিও ও হারায়নি। কারণ ওরা এডাপ্ট করতে জানে।
True.
রেডিও প্রায় বিলুপ্তির পথে রেডিও বিলুপ্তের পথে দায় হলো স্মার্টফোন
Is there any other factor?
তবে তাই হোক,আমার প্রিয় অনুষ্ঠান
খুব ভালো লাগলো..................... দারুন বিশ্লেষণ
Glad you liked it.
আমি রেডিও শুনি এখনও বিশেষ করে খেলার সংবাদ আমার খুবই ভালো লাগে।
Thank you for sharing.
এফ এম রেডিও শুনে মেসেজ করে প্রথম প্রেম শুরু করেছি ২০০৫ সালের শেষ থেকে।
Great memories I hope.
কুমিল্লার গ্রাম গুলুতে ভালো রেডিও নেটওয়ার্ক ছিলোনা তারপরেও ওই সময় সযুগ ফেলেই শুনতাম, কিজে ভালো লাগতো RJ দের কথা বার্তা গুলা, ❤
Radio was quite popular in village areas also.. Back in 2010-11 we used to listen Bhootfm on Firday night!
Ah that was an amazing era!😍
It was!
রেডিও তে ভূত এফএম, রেডিও টুডে, এবিসি রেডিও ভালো অনুষ্ঠান ছিল শুনতাম ভালো ছিল
Many were fans.
Radio Foorti 88.0 is my favourite radio channel
Thank you for sharing.
@@BusinessInspectionBD welcome.Huge fan of Bhoot FM.
এখনও শুনি অনলাইন এ্যাপে (Instant Radio) তবে আগের ফিলিংসটা তেমন নাই।
True that!
আমি এখনো শখের বর্ষে রেডিও শুনি। যদিও আমার জন্ম ২০০৪ সালে।
My fev show was Sunday night ❤
thank you for sharing
Watching it as one of the last regular listeners of FM Radio in Bangladesh🥲
Sad
ধন্যবাদ চমৎকার একটা ভিডিও
Thank you for your support.
Sony আর Ericsson কোম্পানির একত্রিত ভাবে ফোন তৈরি এবং তাদের আলাদা হয়ে যাওয়া ও বর্তমানে sony ফোন কেন মার্কেটে চাইনিজ ফোন গুলোর সাথে টেক্কা দিতে পারছে না তা নিয়ে বিস্তারিত জানতে চাই।
Thank your for your suggestion.
গ্রামের বাড়িতে FM নেটওয়ার্ক কম ছিলো বলে বাঁশের মাথায় এন্টেনা লাগিয়ে উচু গাছের মগ ডালে চরে রেডিও সুনতাম আহা সেই দিনগুলি।।😮😢 Bhoot Fm, প্রান Up ভালোবাসার বাংলাদেশ, যাহা বলিব সত্যি বলিব। কুয়াশা সহ সকল ধরনের এপিসোড গুলো সুনার জন্য রাত জেগে অধির আগ্রহে অস্থির হয়ে থাকতাম।।
Great memories!
পরবর্তীতে বাংলাদেশে অনলাইন রেডিও নিয়ে একটা পর্ব করার অনুরোধ রইলো।
Thank you for your suggestion!
SAMSUNG আসলে কত বড় কিভাবে শুরু হলো এটা নিয়ে একটা ভিডিও চাই😊
Samsung কত বড়? >>> ua-cam.com/video/Fv72YIcLnzk/v-deo.html
একসময় হাই-স্কুলে থাকাকালীন এফ এম রেডিওতে ভূত এফ এম, লাভ গুরু, জীবনের গল্প, যাহা বলিব সত্য বলিব
এগুলো রেগুলার শুনতাম।
সময়ের সাথে সাথে এসব হারিয়ে গেছে
Unfortunate.
সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসের আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ থাকায় রেডিওতে খবর শুনেছিলাম।
Many listened that time.
Love guru onek joss lagto !! shei ekta emotion silo uff !
Yes!
আম
"আমার ভালোবাসা" বা "লাভ গুরু" প্রোগ্রামের কথা উল্লেখ করলেও "রেডিও আমার" এর কথা উল্লেখ না করে "ঢাকা এফএম" এর কথা উল্লেখ করলেন!!! ঢাকা এফএম-এ তেমন কোনো আইকনিক প্রোগ্রাম হয়নি। রেডিও আমার-র কথা না বললে বাংলাদেশের প্রাইভেট রেডিও স্টেশনের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়।
প্রতিদিন সকালে ফজর,কুরআন তেলাওয়াত করে ৮ ব্যান্ড রেডিও শুনি আজও, বয়স ৩৩ মাত্র।
I listen to radio. My favorite is SpiceFM and Dhaka FM
Thanks for sharing with us!
88.4 রেডিও আমার এর কথা বল্লেন না কেন আমার ভালোবাসা বা লাভগুরু অনুষ্ঠান টা রেডিও আমারেই ছিলো
We mentoined it.
Soto belar memory monr pore gelo 🥺 Nokia er Java phone diye FM suntam.. amr Always favorite silo Bhoot FM aka radio Forti, radio today oh ami suntam khulna er fm silo nam vule gesi
Nostalgia hits really hard.
কুয়াশা সুনতাম। আর জে সারমিন এর মুখে। অসাধারন ছিলো😊
২০১০সালের দিকে অনেক গুলো এফএম রেডিও শুনতে পেতাম, এখন ১টি ও শোনা যায় না।
I still listen to radio everyday at night, recently bought some cool radios from china, with SW and MW I listen to other countries radio station too ;)
Thanks for sharing
যদি ভূত এফ এম মিস করতাম ...নকিয়া 2700 ক্লাসিক দিয়ে ফিউশন বিডি থেকে 2g দিয়ে এপিসোড ডাউনলোড করে শুনতাম ❤❤
কোথায় গেলো দিনগুলা
রেডিও নেটওয়ার্ক যদি সারা দেশ জুড়ে অন্তর ভুক্ত হয় তাহলে আমার মনে হয় রেডিও আবার ফিরে আসবে কারণ অনেকে বাটন ফোন ব্যবহার করেন আমি আমার স্মার্ট ফোনে ইন্টারনেট থেকে বেটার সংগীত গুলো শুনি অনেক ভালো লাগে অনেক সুন্দর ঘুম হয়
Thanks for the comment.
ভূত এফ এম
কুয়াশা
আমার ভালোবাস
জীবনের গল্প
রেডিও টুডের সবার আগে সর্বষেশ সংবাদ
আজকের ঢাকা
ঢাকার চাকা
এগুলি অনেক মিছ করি।
i miss love story ,which was from jago fm
So many people misses those shows.
My Favorite Channel Radio Foorti
Thank you for sharing with us.
Radio foorty miss kori
many misses fm radio stattions.
ব্যাক্তিগত ভাবে আমি রেডিও শুনতাম যখন চারটির মতো চ্যানেল একটিভ ছিল।এরপর ক্রমাগত ব্যাঙের ছাতার মতো চ্যানেল গজিয়ে উঠতে থাকে এবং একটা বিরক্তির উদ্রেক করে।আস্তে আস্তে তখন আনন্দ কমে বিরক্তি তৈরি হতে থাকে,পুরোপুরি বেসরকারি টিভি চ্যানেলগুলোর মতো।যখন চারটি চ্যানেল ছিল,তখন পুরো ব্যাপারটিই আনন্দদায়ক ছিল।
Many had similar experience.
রেডিও আছে ছিল থাকবে। শুধু আমাদের দেশেই কন্টেন্ট এর অভাব
Very unfortunate!
"হ্যালো লিসেনাস, আমি অভি, বরিশাল থেকে আগত"
Radio culture is not dead yet. If an apocalypse ever occurs, this will come useful.
Also people still use radio in their vehicles.
Yes, some still does. Bit the nimber has declined significantly.
রেডিও আমার এর আমার ভালোবাসা অনুষ্ঠান টা❤️
আমি এখন ও রেডিও তে গান শুনি আমাদের একটা ক্যসিও৩ ব্যন্ড এর রেডিও আছে।। প্রতিদিন রাতে শুনি 😃😃😃 1:10
Citycell niye ekta vdo chai..
নকিয়া C1 ফোনে হেড ফোন লাগিয়ে শুনতাম। ডর মানে ভয়,আর ভূত এফএম
Many misses those program.
Onak miss kori fm radio k onak sunc rat jege jodio akhn o sune fm na youtube a
Thank you for your comment.
micromax এক সময় বিপুল জনপ্রিয়তা পেলেও কেন টিকে থাকতে পারলো না?এই নিয়ে একটি ভিডিও চাই।
Innovation, R&D ভাল না হলে টিকে থাকা কঠিন এই যুগে।
thank you for your suggestion.
ভূত.কম এখনো শুনি আর এই ভিডিও এর পরে আবার শুনবো
Good luck.
Onk vhalo video
প্রিয় ছিল এবিসি রেডিও আসিফ এন্তাজ রবি রাজীব হাসান তাদের মেন্টস বাত্তি জ্বালাও নামে অনুষ্ঠান ছিল সবচেয়ে সেরা শো
Those were great times.
আমি এখনো মাঝে মধ্যেই রেডিও শুনি।
প্রথম বেসরকারি রেডিও স্টেশন 'রেডিও মেট্রোওয়েভ'
মুসলিম পরিচালিত হালাল এবং অর্গানিক ফুড প্রডিউস কোম্পানি গুলো কেন ব্র্যান্ড তৈরি করতে পারছে না??? Please make a content like this 👍🏻
Thank you for your suggestion.
Make a video about the rise and fall of Physical Media (DVD-CD) in Bangladesh.
Rj Kibria ❤
Many still watches his facebook shows.