হুজুরের দামি কথাগুলো শুনে নিজেকে পরীক্ষা করুন | জীবন পাল্টে যাবে | Allama Mozammel Haque New Tafsir

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • সূরা সফফাত এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৬, আয়াত : ১৩৩-১৫৭ || Sura Soffat tafsir : 133-157 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Principle Mau. Mozammel Haque || Tahjib Center.
    #tahjibcentermozammelhaque
    #সুরা_সাফফাত
    وَإِنَّ لُوطًا لَّمِنَ الْمُرْسَلِينَ
    নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন। [সুরা সাফফাত - ৩৭:১৩৩]
    إِذْ نَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ
    যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম; [সুরা সাফফাত - ৩৭:১৩৪]
    إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ
    কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল। [সুরা সাফফাত - ৩৭:১৩৫]
    ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ
    অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম। [সুরা সাফফাত - ৩৭:১৩৬]
    وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ
    তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায় [সুরা সাফফাত - ৩৭:১৩৭]
    وَبِاللَّيْلِ أَفَلَا تَعْقِلُونَ
    এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না? [সুরা সাফফাত - ৩৭:১৩৮]
    وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ
    আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন। [সুরা সাফফাত - ৩৭:১৩৯]
    إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ
    যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন। [সুরা সাফফাত - ৩৭:১৪০]
    فَسَاهَمَ فَكَانَ مِنْ الْمُدْحَضِينَ
    অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন। [সুরা সাফফাত - ৩৭:১৪১]
    فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ
    অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন। [সুরা সাফফাত - ৩৭:১৪২]
    فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنْ الْمُسَبِّحِينَ
    যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন, [সুরা সাফফাত - ৩৭:১৪৩]
    لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ يُبْعَثُونَ
    তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত। [সুরা সাফফাত - ৩৭:১৪৪]
    فَنَبَذْنَاهُ بِالْعَرَاء وَهُوَ سَقِيمٌ
    অতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ-ব িজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন। [সুরা সাফফাত - ৩৭:১৪৫]
    وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ
    আমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম। [সুরা সাফফাত - ৩৭:১৪৬]
    وَأَرْسَلْنَاهُ إِلَى مِئَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ
    এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। [সুরা সাফফাত - ৩৭:১৪৭]
    فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ
    তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম। [সুরা সাফফাত - ৩৭:১৪৮]
    فَاسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ
    এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র-সন্তা ন। [সুরা সাফফাত - ৩৭:১৪৯]
    أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ
    না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি? [সুরা সাফফাত - ৩৭:১৫০]
    أَلَا إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ
    জেনো, তারা মনগড়া উক্তি করে যে, [সুরা সাফফাত - ৩৭:১৫১]
    وَلَدَ اللَّهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ
    আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী। [সুরা সাফফাত - ৩৭:১৫২]
    أَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِينَ
    তিনি কি পুত্র-সন্তা নের স্থলে কন্যা-সন্তা ন পছন্দ করেছেন? [সুরা সাফফাত - ৩৭:১৫৩]
    مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
    তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত? [সুরা সাফফাত - ৩৭:১৫৪]
    أَفَلَا تَذَكَّرُونَ
    তোমরা কি অনুধাবন কর না? [সুরা সাফফাত - ৩৭:১৫৫]
    أَمْ لَكُمْ سُلْطَانٌ مُّبِينٌ
    না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে? [সুরা সাফফাত - ৩৭:১৫৬]
    فَأْتُوا بِكِتَابِكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ
    তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন। [সুরা সাফফাত - ৩৭:১৫৭]

КОМЕНТАРІ • 68