Chandranath Temple | চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড | চন্দ্রনাথ মন্দির যাবার সহজ পথ ও এর ইতিহাস |Vlog 17

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #Maverick_Mithun (M Square)
    Chandranath Pahar.
    Chandranath Mondir.
    Chandranath Tample Sitakundu
    চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ড।
    চন্দ্রনাথ মন্দিরের অজানা ইতিহাস।
    chandranath Hill complete travel guide.
    Adventure of chandranath temple.
    গত দশ মার্চ গিয়েছিলাম সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ মন্দির দর্শন করতে। এবারের ভ্রমণটি আমি করি কিশোরগঞ্জের রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে। চন্দ্রনাথ যাবার চাঁদা ধরা হয়েছিল ১২০০ টাকা। এর মধ্যে রাতের হালকা খাবার, পরদিন দুপুরের খাবার ও রাতের খাবার সংযুক্ত ছিল। রাত ১১ টায় কিশোরগঞ্জের রামকৃষ্ণ সেবাশ্রমের গেট থেকে বাসে রওনা করি চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে।
    সকাল ৬টা ৫ মিনিটে সীতাকুণ্ড পৌঁছাই। প্রথমেই আমরা যাই সীতাকুণ্ডের রামকৃষ্ণ সেবাশ্রমে। সেখানে ফ্রেশ হয়ে ও ব্যাসকুণ্ডে স্নান করে আমরা রওনা হই চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে।
    চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ থেকে ৩০ টাকার বিনিময়ে একটি লাঠি ভাড়া করি যেটা আসার পথে ফেরত দিলে ২০ টাকা পাওয়া যাবে। লাঠি নিয়ে আমরা এগিয়ে যাই চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে। প্রথমে ছিল পাকা রাস্তা। এরপর বিভিন্ন চড়াই উৎরাই পার হয়ে আমরা পৌঁছাই চন্দ্রনাথ পাহাড়ের নিচের ঝর্নার কাছে। ঝরনার কাছ থেকে চন্দ্রনাথ মন্দিরে উঠার দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা হল ডান দিকের সিঁড়িপথ, যেটা দিয়ে উপরে উঠতে খুব কষ্ট হয়। তাই এই পথ দিয়ে সবাই উপর থেকে নিচে নামে। উপরে ওঠার জন্য আমরা বামদিকের পাহাড়ি রাস্তাটি বেছে নিলাম। এ পথেও সিঁড়ি রয়েছে। কিন্তু সিঁড়ির পরিমাণ কম এবং অপেক্ষাকৃত কম খাড়া। আরো কিছু চড়াই-উত্রাই পার হয়ে আমরা বিরুপাক্ষ মন্দিরে পৌঁছলাম। বিরুপাক্ষ মন্দিরে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রায় ঘন্টাখানেক ট্রেকিং করে আমরা পৌছালাম চন্দ্রনাথ মন্দিরে। চন্দ্রনাথ মন্দিরে ওঠে চন্দ্রনাথের পুজো দিয়ে বেশ খানিকক্ষণ বিশ্রাম নিলাম। এবার নিচে নামার পালা। প্রথমদিকের সিঁড়িগুলো ছিল ছোট ছোট ধাপের। তাই আমাদের নামতে খুব একটা সমস্যা হয়নি। প্রায় কয়েকশো সিঁড়ি নিচে নামার পর শুরু হলো খাড়া সিঁড়ির পথ। আমরা খুব সাবধানে সময় নিয়ে সবাই নিচে নামলাম। নিচে নেমে প্রথমে আমরা গেলাম শিব মন্দির ও ভবানী মন্দির দেখতে। ভবানী মন্দির দেখা শেষ করে আমরা গেলাম সীতা মন্দির দেখতে। সীতা মন্দির দেখে আবার রামকৃষ্ণ মিশনে সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবারের পর শংকর মঠ দেখে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে।
    এবার আসুন জানি চন্দ্রনাথ মন্দির, ভবানী মন্দির ও সীতা মন্দিরের ইতিহাস
    চন্দ্রনাথ মন্দির : প্রবাদ আছে নেপালের লিচ্ছবি রাজবংশের রাজা প্রচন্ডদেবের স্বপ্নে দেখা দিয়েছিলেন মহাদেব। তিনি রাজাকে পাঁচকোণে পাঁচটি শিব মন্দির নির্মাণের আদেশ দিয়েছিলেন। মহাদেবের স্বপ্নাদেশ পেয়ে রাজা প্রচন্ডদেব তার সভার শাস্ত্রজ্ঞদের থেকে মতামত নিয়ে পাঁচটি পবিত্র স্থানে পাঁচটি শিব মন্দির নির্মাণ করেছিলেন। সেগুলি হল নেপালের পশুপতিনাথ মন্দির, কাশির বিশ্বনাথ মন্দির, পাকিস্তানের ভূতনাথ মন্দির, মহেশখালীর আদিনাথ মন্দির এবং সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির।
    প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী বা শিব চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত উপলক্ষে চন্দ্রনাথ ধামে বসে বিরাট মেলা। চন্দ্রনাথ মন্দিরে হয় চন্দ্রনাথের বিশেষ পূজা। সে সময় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই চন্দ্রনাথ ধামে। মূল মেলাটি তিন দিন ধরে চললেও মেলার রেশ থাকে দোল পূর্ণিমা পর্যন্ত।
    ভবানী মন্দির : পুরান মতে মহাদেব পত্নী সতীর পিতা প্রজাপতি দক্ষ রাজা বিরাট এক যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে তিনি মহাদেব ছাড়া অন্যান্য সব দেবদেবীকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। পতির এই অপমান সইতে না পেরে সতী সেই যজ্ঞের আগুনে আত্মাহুতি দিয়েছিলেন। মহাদেব তখন ক্রোধান্বিত হয়ে সতীর মৃতদেহ কাধে নিয়ে প্রলয় নৃত্য করতে থাকেন। এমতাবস্থায় সৃষ্টি ধ্বংসের উপক্রম হলে শ্রী হরি মহাদেবের প্রলয় নৃত্য থামানোর জন্য সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খন্ড খন্ড করে ফেলেন। সতীর এই দেহাবশেষ ৫১টি খন্ড হয়ে পৃথিবীর ৫১ টি স্থানে পতিত হয়। যেসব স্থানে সতীদেহের ৫১ টি অংশ পতিত হয় ওইসব স্থানে একটি করে শক্তি পিঠের সৃষ্টি হয়। পুরান মতে সতীর ডান হাত পড়েছিল সীতাকুন্ডের এই চন্দ্রনাথ পাহাড়ে। পিঠ নির্ণয় তন্ত্র মতে দেবীর ১৪ তম পীঠ হল ভবানী শক্তি পিঠ।
    সীতা মন্দির ও সীতাকুন্ডের নামকরণ : ইতিহাস মতে মহামনি ভার্গব এই জায়গায় বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামনি ভার্গব এখানে তিনটি কুন্ড সৃষ্টি করেন। তবে বর্তমানে কুণ্ড গুলো শুকিয়ে গেছে। রামচন্দ্রের স্ত্রী সীতা যে কুণ্ডে স্নান করেন তার নাম হয় সীতাকুণ্ড। পরবর্তীতে জায়গার নামও হয়ে যায় সীতাকুণ্ড।
    Email: maverick.mithun@gmail.com।
    Facebook: / debasis.chakraborty.94
    Facebook Page: / maverick.mithun1986
    Instagram: / debasismithun
    Music Credit :
    UA-cam Audio Library
    ===============================
    Thanks all.

КОМЕНТАРІ • 43

  • @rinashahana
    @rinashahana Рік тому +6

    Great! প্রথমে ভাবছি এটা বাংলাদেশের বাহিরে, বাংলাদেশের মধ্যে এতো সুন্দর আপনাদের ধর্মের উপাসনা করার জায়গা,সত্যি ই অসাধারণ।

  • @ripaalam3226
    @ripaalam3226 Рік тому +5

    খুব সুন্দর জায়গা স‍্যার 👌👌👌

  • @kazolbiswas7098
    @kazolbiswas7098 Рік тому +3

    অসাধারণ সুন্দর হয়েছে পুরো ভিডিও টা বন্ধু। লাইক কমেন্ট ডান ❤❤❤

  • @amitkumarpanja1016
    @amitkumarpanja1016 Рік тому +2

    হর হর মহাদেব, জয় মা ভবানী, প্রণাম সিতামাতা। হিন্দুদের এক মহাতীর্থ দেখে খুব ভালো লাগলো।
    আপনাকে ভারতবর্ষে কেদারনাথ, অমরনাথ আমন্ত্রণ রহিল।

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому +2

      কেদারনাথ ভ্রমণের প্রচন্ড ইচ্ছা আছে। বলতে পারেন এটা আমার ড্রিম ডেস্টিনেশন। সময় সুযোগ পেলেই যে কোন সময় বেরিয়ে পড়বো কেদারনাথের পথে।

    • @amitkumarpanja1016
      @amitkumarpanja1016 Рік тому

      @@MaverickMithun মাতা ঢাকেশরী দেবীর কোনো পর্ব থাকলে একটু share করবেন pls.

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому +1

      এখনো করিনি।

  • @debanjonadas8688
    @debanjonadas8688 6 місяців тому +2

    AI PAHARER PADODESHEBOSHE CHABI TULESI ! PRONAM CHANDRANATH THAUR!

  • @titashpaul6838
    @titashpaul6838 Рік тому +3

    Anek valo laglo❤

  • @babluchakraborty8532
    @babluchakraborty8532 Рік тому +2

    হার হার মহাদেব 🙏🙏🙏

  • @bishalchakraborty5574
    @bishalchakraborty5574 Рік тому +3

    সুন্দর ❤️

  • @turnanishitachakraborty3449
    @turnanishitachakraborty3449 Рік тому +2

    Wow.................,...

  • @turnanishitachakraborty3449
    @turnanishitachakraborty3449 Рік тому +2

    মাম্মা,পাপা🥰🥰🥰

  • @MoinakSurajit
    @MoinakSurajit Рік тому +3

    আমি ভারত থেকে দেখছি, বছরের কোন সময়ে চন্দ্রনাথ পাহাড় যাওয়া ভালো? একটু জানাবেন। অগ্রিম ধন্যবাদ 🙏🏻

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому +2

      অবশ্যই শীতের সময়। বর্ষাকালে পাহাড়ে ওঠা বিপদজনক। কারণ যখন খুশি তখন বৃষ্টি আসতে পারে। আর বৃষ্টি আসলে পথ গুলো খুব পিচ্ছিল হয়ে যায়।

    • @MoinakSurajit
      @MoinakSurajit Рік тому +1

      @@MaverickMithun অনেক ধন্যবাদ

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому +1

      welcome ❤️❤️❤️

  • @tanzimhasan01
    @tanzimhasan01 Рік тому +1

    Amazing, Sir

  • @sabujnandi8939
    @sabujnandi8939 6 місяців тому

    দাদা রামকৃষ্ণ মন্দিরে ভক্তদের রাত্রি যাপনের ব্যবস্থা থাকলে একটু জানাবেন ,

    • @MaverickMithun
      @MaverickMithun  5 місяців тому

      আসলে ব্যবস্থা কেমন আছে সেটা সঠিক আমি জানিনা। আমি রামকৃষ্ণ মিশন থেকে গিয়েছিলাম এবং মিশনের এক সদস্য ঐখানকার অর্থাৎ সীতাকুন্ড মিশনের সাথে জড়িত তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন।

  • @shobujsd3492
    @shobujsd3492 Місяць тому +1

    সার আমি সনজয়

  • @jeweldas4583
    @jeweldas4583 Рік тому +1

    ৭:১০ মিনিট.... পলাশ স্যার😒

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому

      পড়ে গেছিলো নাকি?

    • @jeweldas4583
      @jeweldas4583 Рік тому +1

      এখান থেকেই ফেরত গেছিলো😢

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому

      পরেরবার মনে হয় তোমাদের দেখাইছিল এই জায়গাটা।

    • @jeweldas4583
      @jeweldas4583 Рік тому +1

      আমি তখনি দেখেছিলাম।

  • @Huthatvideo
    @Huthatvideo Рік тому +2

    Kobe gesen?

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому

      ১০ মার্চ, ২০২৩।

    • @Huthatvideo
      @Huthatvideo Рік тому

      @@MaverickMithun khabarer dam ta kmn?..Ager motoi..naki barse?

    • @MaverickMithun
      @MaverickMithun  Рік тому

      কিছুটা বেশি।

    • @Huthatvideo
      @Huthatvideo Рік тому

      @@MaverickMithun jmn? Koto kore

  • @BillalHossain-n2h
    @BillalHossain-n2h Рік тому

    vai amaro gesilam