Folk Music Instruments || সমস্ত লোক বাদ্যযন্ত্র পাবেন এই গ্রামে || দোতারা , একতারা , ডুপকি, খমক
Вставка
- Опубліковано 23 січ 2025
- Folk Music Instruments || সমস্ত লোক বাদ্যযন্ত্র পাবেন এই গ্রামে || দোতারা , একতারা , ডুপকি, খমক
.........................................
নমস্কার সুধীদর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। জীবন আর জীবিকার সন্ধানে আজকে আপনাদের নিয়ে যাব লোক বাদ্যযন্ত্রের গ্রাম । এই গ্রামে বহু লোকবাদ্যযন্ত্রের শিল্পী রয়েছেন যারা বিভিন্ন ধরনের লোক বাদ্যযন্ত্র তৈরি করেন। যেমন একতারা দোতারা, ডূপকী, খমক ইত্যাদি । কয়েকশো বছর ধরে এই গ্রামে এই লোক বাদ্যযন্ত্র তৈরির জন্য বিখ্যাত । এখানকার শিল্পীরা বংশপরম্পরায় এই সমস্ত লোক বাদ্যযন্ত্র তৈরি করেন। আপনারাও চাইলে খুব সস্তায় এখান থেকে লোক বাদ্য যন্ত্র কিনতে পারেন। এখানকার শিল্পীরা এই সমস্ত লোকবাদ্য যন্ত্র পাইকারি এবং খুচরো বিক্রি করেন এবং আপনারা চাইলে বাড়িতে বসে অর্ডার করলেও আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন এই সমস্ত লোক বাদ্য যন্ত্র। এখানকার শিল্পীরা সারা ভারত বর্ষ এমনকি ভারতের বাইরে ও এই সমস্ত লোকবাদ্য যন্ত্র অর্ডার অনুযায়ী দিয়ে থাকেন। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি লোক বাদ্যযন্ত্র তৈরি হয় এই গ্রামে।
ঠিকানা নদীয়া জেলার আড়ংঘাটায় এই গ্রাম অবস্থিত।
কিভাবে যাবেন -শিয়ালদা গেদে লাইনে ট্রেনে আপনারা আড়ংঘাটা স্টেশনে নেমে যে কেউ কি জিজ্ঞেস করলেই আপনারা বিভিন্ন লোকবাদ্য শিল্পীর দোকান পেয়ে যাবেন এবং বাড়ি পেয়ে যাবেন।
যোগাযোগ - 9002630055 //
7679552043
8927275862
.........................................................................
video টি ভালো লাগলে like করবেন এবং channel টি SUBSCRIBE করবেন ।
..............................................................
my others video
• কয়েকশো বছরের পুরনো এই...
• একমাত্র এই গ্রামেই তৈর...
• কারখানায় কিভাবে গিটার ...
• হারমোনিয়াম গ্রাম || কি...
• এশিয়ার সর্ববৃহৎ বাদ্য...
#folkinstruments#dotaramusic#jibonrjibika
আপনার বা আপনার এলাকার কোন শিল্প বা কাজ , এই চ্যনেলে দেখাতে চাইলে আমাকে এই নম্বরে call বা whatsapp করুন -9830858983
email-09sajal@gmail.com
..........................................
channel disclaimer:-
The video in this channel is non profitable & doesn't promote anyone it's only for the information of the basic market purposes. If you do any kind of business or you get any profit, loss or any damages, this channel is not responsible for that, so please do at your own risk & before doing any business please do the survey of the market.
খুবই ভালো লাগল ।সব থেকে ভালো লাগলো ।আমাদের গ্রামিন শিল্প ও সংস্কৃতি আমরা জানতে পারিনা ।আপনার এই ধরনের গ্রামিন শিল্প ও সংস্কৃতি কলা তুলে ধরুন ।অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।আমাদের ভালো ভালো কারিগর আমাদের না জানার জন্য হারিয়ে যায় ।ধন্যবাদ UA-cam চ্যানেল ।
ধন্যবাদ কলকাতা
আপনাকেও অনেক ধন্যবাদ , আপনাদের মতো মানুষ , যারা এখনও শিল্পের কদর করেন , তাদের জন্যই এই ভিডিও । সাথে থাকবেন ......।। এমন আরও ভিডিও দেখার জন্য ।
Darun darun laglo video ta. Thank you Dada eivabe egiye jaben.
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো লাগলো ধন্যবাদ
আপনাকেও অসখ্য ধন্যবাদ ...............।
Daadaa aam aapnaar ekjan subscriber,trek music sisteme gaan kraar jonno music sistems kinte chaai. Kothaay toiri hoy baa kothaay kinte paoaa jaay ebang Kato daam jodi balen khub vaalo hoy
ধন্যবাদ সাথে থাকবেন , আমি চেষ্টা করবো ।
Darun to
দাদা ছোট্ট বাচ্চার জন্য দোতারা কত দাম হবে
একটা হাত বায়া, আর একটা ঝুরি, লাগতো, গাজীপুর সাইনর্বোড, কি ভাবে পাবো,
দাদা আমি একটা দোতারা নিতে চাই? বাংলাদেশ থেকে কি ভাবে নিতে পারি?
হুক্কা কোথায় পাওয়া যায় তার ওপর 1 টা ভিডিও বানান না দাদা❤
ধন্যবাদ দাদা , আমি যদি খোজ পাই তবে এই নিয়ে ভিডিও বানাবো , সাথে থাকবেন ।
দাদাভাই বাঁশি কোথায় তৈরি হয় সেই নিয়ে ভিডিও বানালে উপকৃত হবো 🙏
আপনি এই ভিডিও টা দেখুন পুরোটা , এখানে প্রফেশনাল বাঁশী তৈরি হয় - ua-cam.com/video/WDgF58V0F60/v-deo.html
মিন্টুদা আদাব আমি বাংদেশ থেকে বলছি আমি কালো দোতারাটা নিতে চাই আমাকে সহযোগিতা করবেন।।
ভিডিওতে নম্বর দেওয়া আছে যোগাযোগ করেনিন ।
দাদা electric গিটার কোথায় তৈরী হয় সেটা নিয়ে ভিডিও করার অনুরোধ রইলো
ধন্যবাদ দাদা , আপনার অনুরধের ভিডিও বানাবার চেষ্টা করবো ।
You are most welcome
এগিয়ে যান।।
মিন্টুদা আদাব আমি বাংলাদেশ থেকে বলছি আমাকে কালো কালারএকটা দোতারা দিতে পারবেন।
যোগাযোগ - 9002630055 //
ভীষণ ভালো লাগলো
ধন্যবাদ ............।।
বাংলাদেশ এ কিভাবে পাব? দয়া করে জানাবেন
যোগাযোগ - 9002630055 //
7679552043
8927275862
বাংলাদেশ থেকে কিভাবে অডার করবো
যোগাযোগ - 9002630055
দাম কতো
ভিডিও টি ভালকরে দেখুন দাম বলাছে এবং যোগাযোগের নম্বর দেওয়া আছে ।
Rate of violin is very high. Dont go there.
একদম ঠিক বলেছেন , বেহালার দাম এতো বেশী না ,জানি না উনি এতো বেশী দাম বললেন কেন ।