🛑 বিতর্কসভা: বিবাহ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ! CDC & Park Circus Institute Debate 2023

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2023
  • #marriage #love #debate #kolkata #aajtakbangla #aajtak
    🛑 বিতর্কসভা: বিবাহ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ! CDC & Park Circus Institute Debate 2023
    Follow Us on:
    Facebook: / aajtakbangla
    Twitter: / aajtakbangla
    Instagram: / aajtakbangla

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @satyanweshi006
    @satyanweshi006 Рік тому +352

    চন্দ্রিল ভট্টাচার্য ~

  • @mousumithakur658
    @mousumithakur658 Рік тому +83

    মনে মনে ভালোবেসেছি বছর দশেক সেই কোন্ কচি বয়স থেকে। তারপর তার সাথেই ৫ বছরের প্রেম । অবশেষে এখনও পর্যন্ত ১২ বছরের বিবাহিত জীবন । এখনো পস্তাইনি। ভীষন ভালো আছি। জন্মান্তরেও তাকেই চাই ‌ । প্রেমিক রূপেও , জীবন সাথী রূপেও ।

  • @AnowarHossain-or7iv
    @AnowarHossain-or7iv Рік тому +44

    বিবাহ করেছি বলেই বাবা হতে পেরেছি

  • @ramonkirtoniya6614
    @ramonkirtoniya6614 Рік тому +27

    বিবাহ একটি চুক্তি। তবে কাউকে জোর করে এতে আবদ্ধ করা উচিত নয়।

  • @pritamsardar5553
    @pritamsardar5553 Рік тому +16

    সব শেষে এটাই বলবো যে পক্ষে,বিপক্ষে সবাই শুনুন তবে এটা জরুরি নয় যে বিপক্ষে বলে আপনারও বিপক্ষেই হবে বা পক্ষে মনে পক্ষেই হতে হবে,শুনুন এবং নিজের জীবনে নিজের মতন প্রয়োগ করুন।মনে রাখবেন সবাই সমান নয়।যে যার নিজের মতো বক্তব্য দিচ্ছেন যেটা নিজের হচ্ছে,দরকারি নয় আপনি উনি একই। ভালো থাকবেন,ভালো রাখবেন❤

  • @subharup71
    @subharup71 Рік тому +221

    "(কিছু)ডাক্তারদের দূর্নীতি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার" এই বিষয়ে একটা বিতর্ক সভা হোক @ডাক্তার কুনাল সরকার

  • @yakubhossain1853
    @yakubhossain1853 Рік тому +3

    বিতর্কিত টপিকটা ভাল।আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। খুব ভালো লাগলো।অনেক শেখার আছে। সবাই খুব সুন্দর ভাবে লজিক দিয়ে কথা বলছেন। ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে শুনছিলাম। উপস্থাপক কুনালদার উপস্থাপনা এত সুন্দর ভাবাই যায় না। বাংলাদেশে আমরা এরকম উপদেশ মুলক ডিবেট না করে কিরন সাহেব রাজনীতি নিয়া ডিবেট করতে পছন্দ করেন। ওনার ডিবেটটা পক্ষে বিপক্ষে, সরকারীদল,বিরোধী দল নিয়ে করেন। কিরন সাহেবকে অনুরোধ করবো এই ধরনের জ্ঞান গর্ব ডিবেট করুন।আমার বিবাহিত জীবন ৪৯ বছর।এর মধ্যে অনেকদিন

  • @SrikantaSrikanta-ol2ff

    শেষ লেকচার বা উদাহরণ সত্যিই অসাধারণ। বার্ড সৃষ্টিকে আগে বাড়াবার জন্য বিবাহের প্রয়োজন। কিছু মানুষ সুখী, আর কিছু?

  • @shaktipadamajumdar6554
    @shaktipadamajumdar6554 Рік тому +161

    সকলের বিশ্লেষণ খুব সুন্দর। তবে আমার মনে হয় না বিবাহ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তবে হ্যাঁ বিবাহ সম্পর্ক যদি সুখের না হয়, এর থেকে অ স্বাস্থ্যের আর কিছু হতে পারে না।👍🙏

  • @nirvana9891
    @nirvana9891 Рік тому +25

    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় একটা কথা খুব ভালো বললেন। বিবাহিত সম্পর্কেও স্বামী-স্ত্রীর একটা space প্রয়োজন। যেটা আজকের দিনে প্রায় অসম্ভব। আজকের দিনে শারীরিক বা social mediaজনিত space না থাকায়, কোথাও হয়ত একটা সাংঘাতিক বড মানসিক দূরত্ব তৈরী হয়।

  • @champagarai8086
    @champagarai8086 Рік тому +9

    এই সম্পর্কটা খুব যত্নের সম্পর্ক যারা যত্ন করতে পারে তাদের কাছে বিবাহ স্বাস্থ্যকর আর যারা যত্ন করতে পারে না তাদের কাছে বিবাহ অসাস্থ্যকর

  • @tanmoymondal7398

    বেশি শিক্ষিত হওয়াটাও অতিরিক্ত ভয়ঙ্কর! কারণ এই আলোচনা সভায় প্রত্যেকে জন্মলাভ হবার পর, এখন বিয়ের বিরোধিতা করতে এসেছো😂 এই বিষয়টা তোমরা, তোমাদের মা বাবাকে বলো যে বিয়ে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, দেখো তারা কি উত্তর দেয়!

  • @Partha_official76
    @Partha_official76 Рік тому +57

    কুণাল বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইরকম স্বাস্থ্যকর বিতর্কসভার উদ্যোগ নেওয়ার জন্যে। সমাজের স্বাস্থ্য ভালো করার জন্য এধরনের স্বাস্থ্যকর বিতর্ক হওয়া ভীষন প্রয়োজন।

  • @swadeshdebroy8058
    @swadeshdebroy8058 Рік тому +11

    আমি ৭১ + একজন প্রবীণ নাগরিক। স্ত্রী, উপযুক্ত সরকারী অফিসার একমাত্র পুত্র, বৌমা এবং নাতি সহ ভরা সংসার। ৩৩ বছর বিবাহিত জীবন। আমার মতে বাস্তব হচ্ছে বিবাহ হল দিল্লির লাড্ডু। খেলেও পোস্টবে আবার না খেলেও পোস্টবে। তবে খেয়ে পস্তান ভাল। ডা: কুণাল সরকারকে এত সুন্দর উপস্তাপনার জন্য অনেক ধন্যবাদ।

  • @baishalichakroborty8053
    @baishalichakroborty8053 Рік тому +4

    নিজের পায়ে না দাড়িয়ে,,নিজেকে আর্থিক দিক থেকে স্বচ্ছল না করে বিয়ে করাটা অস্বাস্থ্যকর আমার মনে হয়।

  • @tapanprakashsen3873
    @tapanprakashsen3873 Рік тому +4

    কেউ কিন্তু "" চিরকুমার সভা "" এর কথা কেউ বললেন না। ১০০ বছর আগেই কবিগুরু প্রমাণ করেছেন যে, ম্যারেজ ইজ দ্য এটারনাল ইনস্টিটিউশন।

  • @chamelimaiti4482
    @chamelimaiti4482 Рік тому +11

    এইরকম একটা সচেতন মূলক বিতর্ক সভার আয়োজনে সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ ✍️🙏।

  • @chandrakantadas4015
    @chandrakantadas4015 Рік тому +168

    শতরূপ ও চন্দ্রিল অসাধারণ। টানটান উত্তেজনা ।দুই জনের তীক্ষ্ণ যুক্তিতে এই বিতর্কসভা অন্য মাত্রায় গেলো।

  • @snehaghosh4132
    @snehaghosh4132 Рік тому +6

    Love You Chandril da , you are awesome

  • @3see572
    @3see572 Рік тому +2

    অত্যন্ত উচ্চাঙ্গের বিতর্কসভা।কুণালবাবুর সঞ্চালনা, শতরূপ ঘোষ এবং চন্দ্রিলবাবুর বলা-বক্তব্য, এক কথায় অসাধারণ। ❤❤❤