নাগ চম্পা ফুলের সহজ পরিচর্যায় ছাদ বাগান সুন্দর ও প্রাণবন্ত করে তুলুন; Care of Plumeria Pudica Flower

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 123

  • @soumadeepsarkar2424
    @soumadeepsarkar2424 3 роки тому +5

    👍👍👍👍👍 ei gachta kenar khub ichche chilo kintu porichorja jantam na bole kini ni jak tumi sob problem solve kore dile ebar kinbo

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому +1

      আপনার বাড়ি কাছে থাকলে আমি এর ডাল দিতে পারতাম।
      তাহলেই খুব সহজেই হয়ে যেত এই গাছ আপনার ছাদ বাগানে।
      ভালো থাকবেন সৌমদীপ দা।
      শুভকামনা নিরন্তর।

    • @soumadeepsarkar2424
      @soumadeepsarkar2424 3 роки тому +1

      Thanks

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      Welcome

    • @shyamapadamukherji1812
      @shyamapadamukherji1812 Рік тому

      ​@@sadherchhadbagan

  • @rimachakraborty9875
    @rimachakraborty9875 Рік тому +1

    Khub sundor kore bujiye balen, Thank u

  • @sujatadas7146
    @sujatadas7146 2 роки тому +1

    Asankhya dhanyabad
    Bhisan upakrita holam

  • @SmitaDebBanik
    @SmitaDebBanik 2 місяці тому +1

    Dada foler jhurite ki ful gach lagale gacher growth hoy r valo ful dhore?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 місяці тому

      আম
      পেয়ারা
      লিচু
      পেঁপে
      মাল্টা লেবু
      বাতাবী লেবু
      কমলা
      ডালিম
      কামরাঙ্গা
      জামরুল
      ইত্যাদি নানা গাছ খুব সহজে ফলের ঝুড়িতে করতে পারেন।

  • @subratadutta8451
    @subratadutta8451 Рік тому +1

    অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
    এক বছর আগে আমি নাগ চাঁপা ফুল গাছ লাগিয়েছি দুখানা মোটামুটি কিছু ফুল আমি পেয়েছি। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      বাহ্
      এবার গাছটি Prunning করে দিন।
      প্রচুর ফুল পাবেন।

  • @uniquebird6747
    @uniquebird6747 Рік тому +1

    দীর্ঘস্থায়ী জলে লাকি বাম্বুগাছ রাখতে কি সার প্রয়োগ করতে হবে ?🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      জল দীর্ঘস্থায়ী করবেন না।
      প্রতি সপ্তাহে অন্তত একবার পাল্টে দিন।
      আর থকথকে জেলির মত একটা খাবার পাওয়া যায় Lucky Bamboo গাছের জন্য।
      সংগ্রহ করুন।

  • @jayotipaul4975
    @jayotipaul4975 Рік тому +1

    আমিও আপনার পরম ভক্ত।খুব খুব ভালো লাগে আপনার ভিডিও গুলো। আচ্ছা ফসফেট আর ফসফরাস কি একই?

  • @farzanaakter2523
    @farzanaakter2523 5 місяців тому +1

    Dada ful anar jnno....pottas r fosforas.....10 deen por por koto bar ditey hbey???Ami ajk deye chi.Please ans diben.

  • @ashisbose2138
    @ashisbose2138 Рік тому +1

    Apni ya bollen sab korechii,kintu flower aschena na two years

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      আশীষ দা
      একটু পটাসিয়াম সমৃদ্ধ ফার্টিলাইজার আর Maicronutraint দিন।
      অবশ্যই ফুল পাবেন।

  • @stutimukherjee2100
    @stutimukherjee2100 3 місяці тому

    এখন জুলাই মাস কলকাতা বৃষ্টি শুরু হয়েছে মাটি সবসময় ভিজে থাকছে এই অবস্থায় কি করতে পারি? প্লিজএকটু বলে দেবেন দাদা

  • @jayotipaul4975
    @jayotipaul4975 Рік тому +1

    দাদা এই গাছ repoting করতে হয়? আমার গাছগুলো ১০ ইঞ্চি টবে আছে।মনে হচ্ছে খুব বেশি রুট হয় গেছে

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      অনেকদিন হয়ে গেলে
      Repotting করে দিলে খুব ভালো ফুল পাওয়া যায়।

    • @jayotipaul4975
      @jayotipaul4975 Рік тому

      Thank you Dada

  • @SubhraMazumder-j1y
    @SubhraMazumder-j1y 6 місяців тому +1

    এখন ডাল কাটা যাবে?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  6 місяців тому

      না।
      জুন মাসে বর্ষার আগে কাটবেন।

  • @swagataroy1789
    @swagataroy1789 Рік тому +1

    ami ekta dal ligiechilam ekhon ek ft er moto lamba hoeche, ekhon to borsakal , eisomoy daltake upor dike ektu kete duto dal ber kora jabe ?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      ডাল টি মোটা হলে যাবে।
      তবে কাটার পর, অবশ্যই fungicide পাউডার লাগিয়ে দিন।

    • @swagataroy1789
      @swagataroy1789 Рік тому

      thank you bhai .

  • @manisgarden1512
    @manisgarden1512 3 роки тому +2

    Raju da ashadharon laglo... Ato sundor kore apni guchiye bolen.. Je bujte kono asubidhayi hoye na... Rahi da amar chad bagane kath chapa ar sorno chapa ache... Ader porichorchayoki aki rokom hobe... Jehetu agulo chapa family thekheyi..

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому +1

      ধন্যবাদ মনিদীপা দি।
      স্বর্ণ চাপা খুবই সুখী গাছ। যত্ন না করলে যখন তখন ফাঙ্গাস এর আক্রমণ হতে পারে। তাই সাবধানে রাখবেন।
      কাঠ চাপা এর ক্ষেত্রে অসুবিধা হবে না।

    • @manisgarden1512
      @manisgarden1512 3 роки тому +1

      Kibhabe sorno chaper porichorcha korbo... Akta video korun na Raju da... Apner upor atotayi nirvorshil je apner kache akopote abader kori... 😌😋

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому +1

      আমার খুবই ভালো লাগলো, আপনি মন খুলে কিছু চাইলেন আমার কাছে। অবশ্যই চেষ্টা করবো মণিদীপা দি, আপনার আব্দার পূরণ করবার।

    • @manisgarden1512
      @manisgarden1512 3 роки тому

      @@sadherchhadbagan Anek dhonobad Raju da.. ☺

  • @ashrafhossain1437
    @ashrafhossain1437 Рік тому +1

    নাগচাপ্পা গাছের ফুলে ঘ্রাণ পাওয়া যাবে কি ।

  • @sukhirakhanam3312
    @sukhirakhanam3312 9 місяців тому

    দাদা এই সময় মাধবীলতা অলকানন্দা গাছের পরিচর্যা নিয়ে একটি ভিডিও দেন

  • @swarnapurnam
    @swarnapurnam 11 місяців тому

    Rakto shar ki? Please jodi balen 😊

  • @arundassarma9918
    @arundassarma9918 3 роки тому +3

    ভাই রাজু, আমি তোমার একজন ভক্ত। বলি, দীর্ঘদিন শরীর ভালো না থাকায় , আমার বন্ধুদের কোন পরিচর্যাই আমি করতে পারিনি। ফলে আমার নাগচম্পার অবস্থা খুবই খারাপ। চোখে দেখতে পারছি না। পাতার সংখ্যা খুব কম। ফুল তো আরও কম। গাছটাও বেশ দুর্বল মনে হচ্ছে। এ গাছ যখন লাগানো হয়েছিল, তখন আমি মালী গিরির কিছুই জানতাম না। ফলে টব ঠিক মত তৈরি করাও হয় নি। আমি এখন , এই সময় কি রিপট করতে পারবো?প্রসঙ্গত জানাই, প্রচুর ব্লগ দেখার পর, আমি ঠিক করেছি, তোমাকেই আমি ফলো করবো। তাই তোমার উপদেশের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছি। একটু তাড়াতাড়ি উত্তর দিয়ে আমার উৎকণ্ঠার নিরসন করো। তোমার সর্বাঙ্গীন কুশল কামনা করি।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому +2

      অরুণ দা
      আপনার স্নেহাসিস এ আমি সমৃদ্ধ হলাম।
      আপনি repot করতেই পারেন অসুবিধা নেই, তবে ফুল আসবার আগে আপনাকে গাছের ভেজেটেরিয়ান গ্রোথ এর উপর নজর দিতে হবে।
      গাছে প্রচুর branches আনতে হবে। তাই নাইট্রোজেন সমৃদ্ধ সার যেমন সর্ষের খোল পচানো জল হালকা চায়ের লিকার এর মত করে সপ্তাহে 1 দিন, 1 কাপ করে গাছের গোড়ায় দিন।
      একমাস এটা করুন প্লিজ।
      গাছ টা সুন্দর হয়ে উঠলে তারপর ফসফেট ও পটাশ সমৃদ্ধ সার দিলেই প্রচুর ফুল পাবেন।
      ভালো থাকুন, সুস্থ থাকুন। *সাধের ছাদ বাগান* সব সময় আপনাদের পাশে রয়েছে।

    • @arundassarma9918
      @arundassarma9918 3 роки тому

      ভাই , তোমাকে অনেক, অনেক ধন্যবাদ, তোমার সুপরামর্শ এর জন্যে। আমি তাই করবো। ভালো থেকো।

  • @tinkubiswas9971
    @tinkubiswas9971 Рік тому +1

    আপনার ভিডিও টা দেখার পর, আমার ও এই গাছ বসানোর ইচ্ছে করছে ।

  • @sukhirakhanam3312
    @sukhirakhanam3312 9 місяців тому

    দাদা আমি একমাস হলো একটি নাগচম্পা গাছ বসিয়েছি এখন দেখছি পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে এখন কীভাবে পরিচর্যা করব বলবেন প্লিজ

  • @kakaligoswami2850
    @kakaligoswami2850 3 роки тому +1

    Daroon upokrito holaam raju bhai....
    Khub bhalo theko....

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      আন্তরিক ধন্যবাদ দিদি।
      অনেক অনুপ্রেরণা পেলাম।

  • @sujatapatra5459
    @sujatapatra5459 Рік тому +1

    ১ চামচ সুপার ফসফেট হাফ চামচ পটাস দিতে বলছেন পর পর ১০ দিন বুঝতে পারলাম না ১০ দিন অন্তর না পর পর ১০ দিন যদি একটু বুঝিয়ে বলেন তাহলে খুব ভালো হয়।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      10 দিনে একবার করে দিন।

  • @kabitaguha4365
    @kabitaguha4365 2 роки тому +1

    রিপটি়ং এর পর পাতা শুকিয়ে গেছে।কি করব?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      ডাল সবুজ আছে কিনা দেখুন।
      পচে না গেলে,
      ওখান থেকে নতুন পাতা বের হবে।

  • @jayotipaul4975
    @jayotipaul4975 2 роки тому +1

    দাদা নমস্কার! আমি আপনার পরম ভক্ত যদিও আপনার থেকে বয়সে অনেক বড়।আমার খুব ভালো লাগে আপনার ভিডিও

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      আমি আপ্লুত।
      অনেক অনুপ্রেরণা পেলাম।
      পাশে আছি সবসময়।

  • @masudreza7470
    @masudreza7470 3 роки тому +1

    Good. Onek vhalo laglo. Reza form Bangladesh

  • @deepanjanachakraborty2756
    @deepanjanachakraborty2756 Рік тому +1

    বাবা তুমি বোধ হয় ভুলে গেছ আমাকে।আমি নাগ চম্পা আমার প্রচুর ফুল ফুটছে।কিন্তু একটা গা ছ বড়ো ড্রামে আছে।সেটা বিরাট লম্বা মানে একতলা সমান লম্বা হয়ে গেছে।অথচ ফুল এখন দিচ্ছে না। কি করব একটু বলো না ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      কেন ভুলবো কাকিমা।
      এমন কি কখনো হয়েছে আপনি কমেন্টস করেছেন আমি উত্তর দেই নি!
      আপনি গাছের গোড়ায় সার দিন, যেভাবে আমি ভিডিওতে বলেছি।
      তারপর কেটে দিন এক্ সপ্তাহ পর।
      দেখবেন গাছ বুসি হবে ও প্রচুর ফুল ফুটবে।

  • @itsdiptilaha6996
    @itsdiptilaha6996 3 роки тому +2

    Accha bhai ai gach amer acha ful o hoi kintu procher pata o hoi pata gulo kate dibo..

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      পাতা কাটবেন কেন?
      থাকুক।
      গাছের গোড়ায় ফসফেট ও পটাশ সমৃদ্ধ সার দিন। প্রচুর ফুল আসবে।

    • @itsdiptilaha6996
      @itsdiptilaha6996 3 роки тому +1

      Thanks bhai...

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому +1

      Welcome

  • @sadhanaghosh973
    @sadhanaghosh973 3 роки тому +1

    Khub bhalo lagche .Amar gache phul asche na .

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      আমি যে সারের কথা বলেছি
      দিন।
      ফুল চলে আসবে।

  • @sujatapatra5459
    @sujatapatra5459 Рік тому

    আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো। অনেক কিছু জানতেও পারলাম । কিন্তু আমার নাগচম্পা গাছের অনেক কুঁড়ি এসেছে দুটো ফুলো হল তারপর দেখছি কুড়িগুলো খসে যাচ্ছে। আমার তো খুব মন খারাপ হয়ে যাচ্ছে এবার কি করবো।যদি একটু কিছু বলেন এ সম্পর্কে তাহলে আমি খুব উপকৃত হবো ধন্যবাদ।

  • @geekaydutta
    @geekaydutta 3 роки тому +1

    Khub sundor dada

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      গৌতম দা
      আন্তরিক ধন্যবাদ।
      এভাবেই সঙ্গে থাকবেন।

  • @soumitraseth6921
    @soumitraseth6921 2 роки тому +3

    অত্যন্ত গুরুত্বপূর্ণ ✍ উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ নেবেন। 🦉💦 ভালো থাকবেন।
    FROM HARINAVI WITH LOVE 💘

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      আপনিও ভালো থাকুন।
      শুভকামনা নিরন্তর।

  • @nayanhazra2982
    @nayanhazra2982 3 роки тому +1

    ভালো লাগলো। আপনি চালিয়ে যান আমি আছি আপনার সঙ্গে।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      আন্তরিক ধন্যবাদ
      নয়ন দা।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      এভাবেই যেন পাশে পাই।

  • @deepanjanachakraborty2756
    @deepanjanachakraborty2756 2 роки тому +1

    ধন্যবাদ।ভালো থেকো বাবা।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      আমার প্রণাম নেবেন।

  • @tanmoysinha9879
    @tanmoysinha9879 2 роки тому +1

    গাছটা মাটিতে আছে। পাতা কুচকে যাচ্ছে। এটা কি বেশি বর্ষার জলের জন্য?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому +1

      না
      গাছে মাকড় লেগেছে।
      KAKA পেস্টিসাইড দিন
      1.5 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন।

    • @tanmoysinha9879
      @tanmoysinha9879 2 роки тому

      @@sadherchhadbagan আচ্ছা, অনেক ধন্যবাদ

  • @subratadutta8451
    @subratadutta8451 2 роки тому +1

    আমি নতুন নাগ চম্পা গাছ লাগিয়েছি। মাঝে মাঝে কি সার দিলে গাছটির উপকৃত হবে এবং প্রচুর ফুল আসবে।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      দেখুন ভিডিওতে একটা মিশ্র জৈব সার দেখিয়েছি। এটাই দিন। খুব ভালো ফুল পাবেন।

  • @kshemsundermandal7744
    @kshemsundermandal7744 4 місяці тому

    একটানা ফুল দেয় না।

  • @nupurdutta6347
    @nupurdutta6347 3 роки тому +1

    Bolun to potash lalcha thakey on liney potash deachey d a pr moto right or rong please janaben

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      পটাশ অবশ্যই লালচে থাকে, অনেকটা লংকার গুঁড়ো মেশানো লবণের মতো।
      DAP দানার মতো দেখতে হয় Bio পটাশ।
      সেটা আরো ভালো।
      আপনি দেখুন প্যাকেটের গায়ে Bio potash লেখা আছে কিনা।

  • @cindrellara6195
    @cindrellara6195 3 роки тому +1

    Ai gach er pata kukre jasse.ki dibo dada?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому +1

      Intrepid
      বা
      Confidar যেকোন একটি পেস্টিসাইড কিনে
      1ml 1 লিটার জলের সঙ্গে গুলে সপ্তাহে 1বার করে স্প্রে করুন বিকেল চার টার পর।

  • @kabitadutta6695
    @kabitadutta6695 2 роки тому

    Ami 3ta ei gachh laieachhi 6 Mas hoe gelo sei vabe ful hachchena samadha ki

  • @arunimabhattacharyyadhansa4135
    @arunimabhattacharyyadhansa4135 3 роки тому +1

    খুব সুন্দর ভিডিও। অনেক উপকার পেলাম রাজু ভাই।আমিও নাগছম্পা লাগাবো আমার ফ্ল্যাটে।অনেক ধন্যবাদ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому +1

      নিশ্চয়ই লাগাবেন দিদি।
      আমি পাশে রয়েছি কোনো অসুবিধা হলে, প্লিজ জানাবেন।

    • @arunimabhattacharyyadhansa4135
      @arunimabhattacharyyadhansa4135 3 роки тому +1

      আপনি তো আমাদের পথপ্রদর্শক।ধন্যবাদ

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому +1

      চেষ্টা করি অরুনিমা দি
      নিজেকে উজাড় করে দিতে।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      চেষ্টা করি অরুনিমা দি
      নিজেকে উজাড় করে দিতে।

  • @deepanjanachakraborty2756
    @deepanjanachakraborty2756 2 роки тому +2

    এটা নাক চম্পা গাছের ডাল রুলিং করে বসানো হয়েছে। কিন্তু এখন পাতাগুলো খুব সরু সরু বেরোচ্ছে। একটু বলো না বাবা কি করলে আমার ফুল গাছটা হবে।

    • @deepanjanachakraborty2756
      @deepanjanachakraborty2756 2 роки тому +1

      প্রুনিং করে।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      সর্ষের খোল পচা জল
      খুব পাতলা করে প্রতি সপ্তাহে 200 ml করে টবে দিন।
      ঠিক হয়ে যাবে।

  • @ashisbose2138
    @ashisbose2138 2 роки тому

    Amar gachta 1year holo o 6ft night kintu aktao flower holo na till September 4th, sabrakam sat prayog kari, ki korbo

  • @chhandabarmanroy4318
    @chhandabarmanroy4318 3 роки тому +1

    Khub bhalo laglo. NPK 20 20 20 ki dite pari ?

  • @subhradey7422
    @subhradey7422 3 роки тому +1

    স্থলপদ্ম গাছ নিয়ে একটা ভিডিও করলে খুব ভালো হয়।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      অনেকেই বলেছেন।
      অবশ্যই চেষ্টা করবো।
      সঙ্গে থাকবেন।

  • @maitreyeebhaduri1511
    @maitreyeebhaduri1511 3 роки тому

    Bhai daaaruuun video 🤩

  • @chinmoygupta6225
    @chinmoygupta6225 3 роки тому +2

    অসাধারন দাদা. অনেক দিন পর আবার ভিডিও পেলাম।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাই।
      পাশে থাকবেন।

  • @sg3812
    @sg3812 2 роки тому +1

    Dal lagiechhi 3 mash aage. Root aseni. Ki korbo?

  • @glossygarden9473
    @glossygarden9473 3 роки тому +1

    00:52:34 r 00:00:50 ay 2 t sarer kaj ki ?? Kokhn use korte hoy?? Please bujhiyea bolun dada???🙏🙏🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому +1

      0 52 34 এর মধ্যে
      ফসফেট হয়েছে 54%
      পটাশ রয়েছে 34%
      এটা গাছের রুট ডেভেলপমেন্ট করে ও গাছে ফুল ফল আনতে সাহায্য করে।
      অন্য দিকে
      0 0 50 এর মধ্যে
      ফসফেট হয়েছে 0%
      পটাশ রয়েছে 50%
      এটা pure পটাশ সার। শুধুমাত্র গাছে ফুল ফল আনতে সাহায্য করে।
      গাছের কান্ড মোটা করাও, এর অন্যতম কাজ।

    • @glossygarden9473
      @glossygarden9473 3 роки тому

      @@sadherchhadbagan thanks dada 👍👍 bolchi dada 0:0:50 mane simple potash bolchen,tarmane oi lal mop potas use korle hobe ki🙏

  • @deepanjanachakraborty2756
    @deepanjanachakraborty2756 2 роки тому +1

    আমার গাছে পাতা খুব সরু হচ্ছে।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      হয়ত এটা অন্য জাত, তাই সরু হচ্ছে।

  • @sujatadas7146
    @sujatadas7146 3 роки тому

    Dada neem gache ki sar dite hobe
    Amar neem gacher pata holud hoe jachhe

  • @chayanchowdhury6300
    @chayanchowdhury6300 2 роки тому

    Ata ekhn lgale hbe? Sarabochor ful debe kon col ta? মাটিতে লাগালে হবে?

  • @dr.samirdas3906
    @dr.samirdas3906 3 роки тому +2

    ইউরিয়া ও ম্যাগনেসিয়াম এর যে জল স্প্রে করতে বলেছেন সেটা কি অন্যান্য গাছেও করা যাবে?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      হ্যাঁ ডাক্তারবাবু।
      আপনি সব গাছে দিতে পারবেন। তবে 5 লিটার জলে মেশাবেন আর 15 দিনে 1 বার দেবেন।

  • @hemantadhali2217
    @hemantadhali2217 3 роки тому +1

    অসাধারন

  • @radhashyamdikshit3162
    @radhashyamdikshit3162 3 роки тому +1

    Sorno chapa tree kivabe lagabo . 🙏🙏🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      50% ভার্মিকম্পোস্ট 40 % মাটি ও 10% বালি দিয়ে হালকা দোয়াশ মাটি তৈরি করুন।
      মাটিতে যেন জল না জমে, তারজন্য drainage সিস্টেম ভালো হওয়া আবশ্যিক।
      এবার মাটির মধ্যে 1 চামচ হারগুড়ো ও 1 চামচ নিমখোল মিশিয়ে গাছ বসিয়ে দিন।

  • @debaprasadkar2783
    @debaprasadkar2783 2 роки тому

    অনেক যত্ন করেও ফুল বড় হচ্ছে না প্লিজ জানান আর কি করব

  • @glossygarden9473
    @glossygarden9473 3 роки тому

    Very nice video dada ❤️❤️ dada plumeriar bengali ki nagchompa?? Er ki gondho ache?? Dada chapa r chompa ki ak e ful na alada?? Whatsapp ta follow korun please..🙏🙏🙏🙏🙏🙏

  • @basabsarkar5149
    @basabsarkar5149 3 роки тому

    আমার গাছে ফুল নেই একদম মাটি ভালোভাবেই করা। কি করবো?

  • @halimbaidya8805
    @halimbaidya8805 3 роки тому +1

    ভাই আপনি কেমন আছেন আর আপনার মোবাইল নম্বর টা দিলে ভাল হয়

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      আপনাদের শুভকামনায় ভালো আছি দাদা
      আমার নাম্বার
      09874066457

    • @dipalisingha160
      @dipalisingha160 Рік тому

      Well down .

  • @deepanjanachakraborty2756
    @deepanjanachakraborty2756 Рік тому +1

    বাবা তুমি বোধ হয় ভুলে গেছ আমাকে।আমি নাগ চম্পা আমার প্রচুর ফুল ফুটছে।কিন্তু একটা গা ছ বড়ো ড্রামে আছে।সেটা বিরাট লম্বা মানে একতলা সমান লম্বা হয়ে গেছে।অথচ ফুল এখন দিচ্ছে না। কি করব একটু বলো না ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      কেন ভুলবো কাকিমা।
      এমন কি কখনো হয়েছে আপনি কমেন্টস করেছেন আমি উত্তর দেই নি!
      আপনি গাছের গোড়ায় সার দিন, যেভাবে আমি ভিডিওতে বলেছি।
      তারপর কেটে দিন এক্ সপ্তাহ পর।
      দেখবেন গাছ বুসি হবে ও প্রচুর ফুল ফুটবে।

  • @sukalyanroy7179
    @sukalyanroy7179 3 роки тому +1

    Amar gacher growth sei bhave hocche na , ki korbo?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 роки тому

      আমি ভিডিও তে কিছু জৈব সারের কথা বলেছি।
      একটু Apply করবেন দাদা।