জন্মকথা| রবীন্দ্রনাথ ঠাকুর | আবৃত্তি তবষ্যুম

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • জন্মকথা ( কাব্যগ্রন্থ- শিশু)
    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
    খোকা মাকে শুধায় ডেকে-
    “এলেম আমি কোথা থেকে,
    কোন জায়গায় কুড়ে পেলি আমার'।
    মারে কয় হেসে কেঁদে
    খোকারে তার বুক বেঁধে-
    “ইচ্ছা ছিলি মনে মাঝারে।
    ছিলি তুলতুল-খেলায়,
    প্রভাতে শিবপূজার আমার বেলায়
    তোরে আমি পুছি আরছি।
    আমার ঠাকুরের সনে
    ছিলি পূজার সিংহাসনে,
    তাঁর পূজায় তোমার পূজা করেছি।
    আমার চিরকালের আশা,
    আমার সকল ভালোবাসায়,
    আমার দিদিমায়ের পরানে-
    পুরানো এই মোদের
    গৃহদেবীর কোলের 'পরে
    কতকাল যে লুকিয়ে ছিলি কে অভিজ্ঞতা।
    যৌবনে যখন হিয়া
    পালন করেছিল প্রস্ফুটিয়া,
    আপনার বনে ছিল সৌরভের মতো মিলায়,
    আমার তরুণ অঙ্গে সংগঠনে
    বিলালি ছিল
    তার সঙ্গে তোরবণ্য কোমল।
    সব দেবেরের কালের
    আদিকালের শেষ,
    নিতার প্রভাতের আলোর সমবয়সী- আমাদের
    স্বপ্নের জন্য
    আনন্দ-স্রোতে
    নতন হওয়া আমার বুকে বিলসি।
    নির্নিমেষ তোমায় হেরে
    তোর মনে মনে ছিল রে,
    সবাই আমার হল।
    দেহে দেহে এই দেহ চুমি হে
    আমার খোকা হওয়া তুমি
    মধুরসে দেখা দেখা বনে।
    হারাই হারাই ভয়ে গো তাই
    বুকে চেপে রাখতে চাই,
    কেঁদে মরি সরে দাঁড়ালে।
    জানি না কোন্‌ মায়া ফেঁদে
    দেশের ধনে রাখব বেঁধে
    আমার এ ক্ষীণ বাহুর আড়ালে।'
    #banglakobita
    #kobita
    #abritti
    #জন্মকথা
    #রবিঠাকুর
    #রবীন্দ্রকবিতা
    #rabindranath

КОМЕНТАРІ • 2