আনন্দপথ-২১১ তিন ক্রিয়াযোগ অভ্যাস কারীর অদ্ভুত অভিজ্ঞতা।

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 220

  • @ronger-duniya61
    @ronger-duniya61 4 місяці тому

    ❤joy guru ❤jonab,Ami 24years jabote Dom saduna Kori, nad-sound pai light pai .

  • @manikaroy9343
    @manikaroy9343 Рік тому

    10:58

  • @kantithapa6744
    @kantithapa6744 2 роки тому

    Pranam 🙏

    • @ramadas4524
      @ramadas4524 Рік тому

      Sas nebar samoy ki pet pholabo ar chhrbar samoy ki pet bhetore dhukbe ektu bolben

  • @shyamalimahanta2618
    @shyamalimahanta2618 Рік тому

    আপনার কথা বিশ্বাস য্যোগ্য

  • @swastika721
    @swastika721 Рік тому

    Joy guru 🙏🏻🙏🏻🙏🏻

  • @Smile-el9no
    @Smile-el9no 7 місяців тому

    খুব সুন্দর করে বললেন। ক্রিয়া যোগের প্রভাব সত্যিই অপরিসীম।

  • @mousumidas3456
    @mousumidas3456 Рік тому

    Guruji pranam apni kemon achen. Apni kriyajog ki bhabe korbo bolun

  • @tusharchakraborty3249
    @tusharchakraborty3249 2 роки тому +5

    🙏সশ্রদ্ধ প্রণাম 🙏
    আপনার এই একটি ক্রিয়ার গুরুত্ব পরিমাপ করা অসম্ভব। আমার অভিজ্ঞতা অনুসারে এই সরল ক্রিয়াটি যদি অনুভূতির সাথে সংযোগ ঘটিয়ে করা হয় তাহলে মাত্র কয়েক দিনেই সফলতা ১০০%। প্রকৃত পক্ষে অনুভূতির সাথে সংযোগ করলেই চিন্তাতীত ফল লাভ হবেই হবে।
    আমিই সেই বাংলাদেশী যার এই অনুভূতি হয়েছে।
    ### সরস্বতী নাড়ি জাগরণের জন্য সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য ক্রিয়া এটি।
    *** এটিই অজপা যজ্ঞের এমাত্র আহতি ক্রিয়া বলে আমার মনে হয়েছে।

  • @ranajitmajumder2727
    @ranajitmajumder2727 Рік тому

    Very very fine. Joy guru.

  • @subirmitra3004
    @subirmitra3004 Рік тому

    Jai Guru

  • @asokekumarmahato3460
    @asokekumarmahato3460 Рік тому +1

    শরীরকে স্থূল ও সুক্ষ করার ক্রিয়া যোগ প্রবচন শুনে আপনাকে কোটি কোটি নমন।

  • @tarunmondal4155
    @tarunmondal4155 Рік тому

    ক্রিয়া যোগে ও রাজ যোগে আমার প্রবল ইচ্ছা ও আগ্রহ আছে কিন্তু আমি যোগে প্রবৃত্ত হওয়ার মতো সাহস কিছুতেই পাচ্ছিলাম না!কিন্তু আপনার কথায় ইচ্ছা, আগ্রহ এবং সাহস পাচ্ছি। ধন্যবাদ যোগীবর!

  • @simadas8135
    @simadas8135 2 роки тому +1

    আপনাকে সশ্রদ্ধ প্রণাম, এই অস্থির যুগে আপনার মতো মানুষ ,আপনার কথা শুনতে খুব

    • @simadas8135
      @simadas8135 2 роки тому

      ভালো লাগে , মনে শান্তি পাই, আপনি অনেক শুদ্ধ করে দেন আমাদের মনকে, আপনি আন্তরিক প্রণাম নেবেন

  • @simaguchhait8926
    @simaguchhait8926 Рік тому

    আমি আপনার আনন্দপথ এর সকল পর্বগুলো শুনে চলেছি।

  • @champakarmakar5127
    @champakarmakar5127 Рік тому

    আমার ধ্যান করার সময় শরীরে কম্পন হয়।

  • @shilpichatterjee9675
    @shilpichatterjee9675 Рік тому +2

    অসম্ভব সুন্দর কথামৃত🙏

  • @minatiroy6031
    @minatiroy6031 Рік тому

    খুবই ভালো লাগলো আপনার আলোচনা। ভালো থাকবেন সবসময়।

  • @asokekumarmahato3460
    @asokekumarmahato3460 Рік тому

    ওম নমো শিবায়।

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 2 роки тому

    Joy guru apurbo 🙏🙏

  • @AmitKumarDas-j1b
    @AmitKumarDas-j1b 4 місяці тому

    190

  • @sreelekhanarayan3543
    @sreelekhanarayan3543 2 роки тому

    Apnake Onek dhonyabad.

  • @geetapaul244
    @geetapaul244 3 роки тому +6

    আপনার ক্রীয়াযোগের এই চ্যানেলের ভিডিও আমি আজ প্রথম দেখলাম । এটা পেয়ে আমি খুব খুশি হলাম।এর প্রতিটা কথাই খাঁটি।

  • @kingstarking7844
    @kingstarking7844 2 роки тому

    Joy guru,pronam

  • @susantachatterjee1141
    @susantachatterjee1141 Рік тому

    Apnar sathe ki bhabe joga jog korbo
    Apni kar kache sikhechen

  • @chitramukherjee6475
    @chitramukherjee6475 3 роки тому +6

    শরীর একদম হালকা হয়ে গেছিলো
    শ্বাস ও আটকে থেকে গেছিলো
    প্রথম দিনেই

  • @bidhanbhattacharjee4297
    @bidhanbhattacharjee4297 2 роки тому

    Khub bhalo laglo -- pronnam Sir.

  • @pritilotasarkar3499
    @pritilotasarkar3499 Рік тому

    💖💖🙏🙏🙏🙏🙏

  • @srabantibhattacharyya6188
    @srabantibhattacharyya6188 3 роки тому +3

    Onek dhonyobad 🙏🏻🙏🏻

  • @SukumarModak-ct1xk
    @SukumarModak-ct1xk Рік тому

    কিভাবে যোগাযোগ করব ?

  • @ajaynath1108
    @ajaynath1108 Рік тому

    Amar breathe khub Kom hoe jacche..

  • @mantudatta383
    @mantudatta383 Рік тому

    Namashker Dada. Apner no. Description box-a to pelam na.Apni daya kore ki no.-ta pthaben.? Khub upoker hoy. Bashi somoy nebona. Ami Jani apner shomoyer anek mullo.Apekhate roilam.

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Рік тому

      ৭৫৯৫৮৫২২৩১ নম্বরে বিকেলে ফোন করবেন।

  • @malabasu5940
    @malabasu5940 3 роки тому +1

    Pronam neben🙏🙏

    • @anupbacharya5711
      @anupbacharya5711  3 роки тому

      নমস্কার জানবেন।

    • @minakshichakraborty7992
      @minakshichakraborty7992 2 роки тому

      প্রণাম নেবেন।আপনার ভি ডি ও গুলো নিয়মিত শুনি ও অনেক কিছুই নিয়মিত অভ্যাস করে থাকি। আমার কয়েকটা প্রশ্ন আছে যা আপনার সাথে সরাসরি ফোনে কথা বলে জানতে চাই।কিন্তু আপনার ফোন নম্বর কোথাও খুঁজে পাচ্ছিনা কোথায় পাব জানালে উপকৃত হই। আমার বয়স পঁচাত্তর।দিব্যত্রয়ী আপনার মঙ্গল করুণ।

  • @vishnuchandra8830
    @vishnuchandra8830 7 місяців тому

    aom santhi goro vai apni ami o a name thikha niece dada amar bari Bangladesh tikana parkhi kito dada ami Dubai thaki hospitable job kori kintu dada akhon to ason bolo kore kormo korar motoi jaiga nai akhane ki korbo please bolben dada.

  • @sreelekhanarayan3543
    @sreelekhanarayan3543 2 роки тому

    Khub valo laglo. Prothom shunlam ei kahini.

  • @dr.samirroy8094
    @dr.samirroy8094 3 роки тому +1

    প্রণাম

  • @shortviewtamoghna3775
    @shortviewtamoghna3775 2 роки тому

    বাবা আমার প্রণাম নেবেন, এই শাস হিন অবস্থা আমার ক্রিয়া যোগে আমি পাইনি তবে সাউন্ড ওফ সাইলেন্স মেডিটেশন করার সময় আমর এই অনুভূতি আমি লক্ষ্য করেছি, আমি হুগলি ব্রম্ভোগুরু ধাম থেকে ক্রিয়া পেয়েছি,

  • @pranabchakrabarti7157
    @pranabchakrabarti7157 2 роки тому

    ভালো লাগল

  • @chabbigorai2663
    @chabbigorai2663 10 місяців тому

    এই সব যোগ অভ্যাস করলে মাথা র কোন গন্ডগোল হবে না তো

  • @lailapal2766
    @lailapal2766 3 роки тому +2

    আমি আজ প্রথম করলাম খুব হালকা শরীর অনুভব করছি প্রনাম নেবেন।

  • @diptiroy5517
    @diptiroy5517 3 роки тому +3

    ইউটিউব কে ধন্যবাদ। আপনার কথা গুলো শুনে খুব ভালো লাগছে।

  • @SOM.gamer.1k.somdip
    @SOM.gamer.1k.somdip 2 роки тому

    ভালো থাকবেন

  • @tusharchakraborty3249
    @tusharchakraborty3249 2 роки тому

    🙏সশ্রদ্ধ প্রণাম 🙏

  • @sumitanandi8842
    @sumitanandi8842 3 роки тому +3

    শুনতে খুব ভালো লাগলো। কিছু ক্ষন খালি হাতে ব্যয়া ম করে তারপর নাড়ি শোধন ক্রি য়া শুরু করি। এইভাবে করলে ভালো লাগে

  • @ajitbhattacharjee430
    @ajitbhattacharjee430 2 роки тому

    সহস্রার ফেটে মৃত্যু ও হতে পারে

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 роки тому

      পারে। যেকোন সময় যেকোন ভাবে মৃত্যু আসতে পারে। করবেনটা কি?

  • @komal.musicsarker6906
    @komal.musicsarker6906 Рік тому

    Pronam Guro,I do your shorol kriya. I want to talk with you. Plesse phone or adress. I am benefitted to the kria.

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Рік тому

      Description boxএ সব‌ লেখা আছে , দেখে নেবেন।

  • @mantudatta383
    @mantudatta383 Рік тому

    Pronam neben. Amar kicu kotha cilo jeta amar khub jana proyojon.Apner phone no. Kothy pabo?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Рік тому

      ভিডিওর description boxএ পাবেন।

  • @sanjitabiswas6983
    @sanjitabiswas6983 3 роки тому +3

    আপনাকে প্রণাম..অনেক অনেক ধন্যবাদ । 🙏🏻🙏🏻

  • @debrajkumar9868
    @debrajkumar9868 3 роки тому +6

    হ্যা, প্রথম যুবকটি আমি, দেবরাজ কুমার।। ক্রিয়া যোগ অভ্যাস করে আমি খুব উপকৃত হয়েছি দাদা

    • @anupbacharya5711
      @anupbacharya5711  3 роки тому

      অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। নিষ্ঠা পূর্ণ অভ্যাসের দ্বারা উন্নতির পথ সুগম করুন। নমস্কার জানাই আপনার আত্মশক্তিকে।

    • @manabray7063
      @manabray7063 3 роки тому

      Apni kotodin practice korar por ei experience holo??

    • @shreejayabhattacharya5267
      @shreejayabhattacharya5267 5 місяців тому

      @@anupbacharya5711 আপনার সনগে যোগাযোগের উপায় কি? আমার আপনার সনগে কথা বলার পরওযন । প্রনাম ।

  • @tusherkantichakraborty7606
    @tusherkantichakraborty7606 3 роки тому +1

    অবশ্যই জানব।

  • @sonu-lz4zo
    @sonu-lz4zo 2 роки тому

    Apna k PanAm 🙏🙏🙏🙏atmagyan jaga avs sampak balar Jana 🙏🙏🙏🙏✌️✌️✌️

  • @mithunghosh62
    @mithunghosh62 3 роки тому +3

    অপূর্ব |

  • @abhi29992
    @abhi29992 3 роки тому

    Onek pronam neben.

  • @ashimroy3967
    @ashimroy3967 3 роки тому +1

    PRONAM NABEN 🙏

  • @sanjoysanjoy8602
    @sanjoysanjoy8602 2 роки тому

    Aktu akagro hole puro sorera akta awaj onuvob korche ar karon janala upokreto hobo nomoskar

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 роки тому +1

      ফোনে কথা বলতে পারেন।

  • @lakhinapon7360
    @lakhinapon7360 2 роки тому

    প্রনাম নেবেন ঠাকুর

  • @sougatachaki2135
    @sougatachaki2135 2 роки тому

    ক্রিয়াযোগ করে শরীর সুস্থ্য থাকে এর থেকে আর বেশি কিছু না। ক্রিয়া যোগে বিশ্ব প্রেম জাগেনা মনের ময়লা পরিষ্কার হয় না , আর ঈশ্বর কেও পাওয়া যায় না।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 роки тому +2

      আপনি বিস্তৃত জ্ঞানী, সেইসঙ্গে অভিজ্ঞতাও নিশ্চয়ই ব্যাপক। ধন্যবাদ আপনাকে।

  • @madhumitam5955
    @madhumitam5955 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @runumitra4740
    @runumitra4740 3 роки тому

    এই পর্বটি আমি আজ দেখলাম। আসলে আপনার চ্যানেল টি অদ্ভুতভাবে কাছে এসেছে। এই ক্রিয়াগুলি করতে আমি আগ্রহী। কিন্তু আমার কতকগুলো স্থায়ী অসুখ রয়েছে। তারমধ্যে একটা হলো হার্টে ফুটো। এই ব্যাপারে যদি কিছু পরামর্শ দেন , বাধিত হবো।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  3 роки тому +1

      ক্রিয়া বা প্রাণায়াম অভ্যাস করবেন না। ফোন করে যোগাযোগ করুন, কথা বলা যাবে।

    • @runumitra4740
      @runumitra4740 3 роки тому

      @@anupbacharya5711 অবশ্যই যোগাযোগ করব। খুবই বাধিত হলাম।

  • @ranjanamitra7814
    @ranjanamitra7814 3 роки тому +2

    🙏Danyabad.

  • @asokchatterjee4044
    @asokchatterjee4044 2 роки тому

    Nice video

  • @পাগলবাউল-দ৯ষ
    @পাগলবাউল-দ৯ষ 3 роки тому +3

    🙏🙏🙏 ভালো থাকবেন

  • @bhajaharimondal2865
    @bhajaharimondal2865 2 роки тому +1

    পুরাতন আলোচনা খুবই ভালো লাগলো আমার প্রনাম নেবেন নমস্কার 🙏🙏🙏🙏🙏

  • @tapasbose5136
    @tapasbose5136 2 роки тому

    আমি আপনার ক্রিয়া যোগ দেখি,আজ্ঞা চক্রে শ্বাস উঠলেই ভার হয়ে থাকে

  • @prof.dr.subhasishroychowdh2182
    @prof.dr.subhasishroychowdh2182 2 роки тому +1

    Detailed analysis
    Darun laglo dada
    Ekkeybarey poriskar explanation

  • @bipulmajumdar5335
    @bipulmajumdar5335 2 роки тому

    আনন্দ পথ পর্ব ১৮২ আসছে না

  • @manabray7063
    @manabray7063 3 роки тому +1

    Khub sundor bolechen. Darun... Sobaike aaro somriddho korar ashirbad bhogoban apnake diyechen. Pronam neben.

    • @anupbacharya5711
      @anupbacharya5711  3 роки тому

      ধন্যবাদ ধন্যবাদ। নমস্কার জানবেন।

  • @tapanbasak9200
    @tapanbasak9200 3 роки тому +2

    Darun dada

  • @seemapal2376
    @seemapal2376 2 роки тому

    Dada apna ke pronam janai. Apna ke khub valo lage adhyatikotha too a6i. Echere anno karoneo. Apnake akdom amer babar moto dekhte. Uni 85 sale 60 years old hard atake marajen.

  • @Somassimplekitchenvlog
    @Somassimplekitchenvlog 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @minatikauri2012
    @minatikauri2012 2 роки тому

    নাড়ি শুদ্ধির সময় কি হাত বদলানো যায়?

  • @sagarsen647
    @sagarsen647 2 роки тому

    আমার বুকে স্টেইন বসান হয়েছে এক মাস হল বয়স 48 আমি কি পারব ক্রিয়াযোগ করতে।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 роки тому

      না করবেন না। শুধু জপ করতে পারেন।

    • @sagarsen647
      @sagarsen647 2 роки тому

      অসংখ্য ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। দয়া করে যদি আমাকে জপ করার প্রক্রিয়া বুঝিয়ে দেন তো খুব ভালো হয়। আমি বতর্মানে খুবই অর্থকষ্টে আছি।উনি কেন বাঁচিয়ে রেখেছেন জানি না তবে অবশ‍্য আমার আট বছরের ছেলের জন্য অবশ‍্য বাঁচতে হবে। দয়া করে জপ করাটা শিখিয়ে দিন আমাকে।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 роки тому

      জপ সম্বন্ধে অনেক আলোচনা প্রকাশ করা হয়েছে। সেগুলি দেখুন।

  • @debrajkumar9868
    @debrajkumar9868 3 роки тому +4

    আমি যেন যোগীরাজ শ্যামাচরন লাহিড়ী মহারাজের কৃপা লাভ করি, এই আশির্বাদ করবেন দাদা।।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  3 роки тому +3

      নিজ শুভ কর্ম প্রভাবে গুরু প্রীত হন। আমিই আমার যন্ত্রনা ও বন্ধনের কারণ, অন্য কেউ নয়। মনে রাখবেন, হরি গুরু- গুরুই হরি।

  • @bubunchatterjee8951
    @bubunchatterjee8951 2 роки тому +2

    আপনাকে জানাই হ্রদয়ের অন্তস্থল থেকে সশ্রদ্ধ প্রনাম🙏🙏🙏

  • @kumudroy7322
    @kumudroy7322 3 роки тому +1

    আপনি সঠিক কাজ করেছেন ৷ জানুয়ারীতে যে কনফারেন্স করবেন
    সেটা কি ভিডিও কনফারেন্স করবেন ? আমি ভারতের বাইরে থাকি ৷

    • @anupbacharya5711
      @anupbacharya5711  3 роки тому +1

      ছোট্ট সম্মেলন করা হবে, ভিডিও কনফারেন্স নয়। তবে ভিডিওগ্রাফি করা হবে এবং পরে সেসব সম্প্রচারও করা হবে। আপনার বর্তমান ঠিকানা জানাতে পারেন। নমস্কার।

    • @chakranirtube
      @chakranirtube 3 роки тому

      @@anupbacharya5711 এই উত্তর পড়ে ভবিষ্যতের জন্য আশ্বস্ত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ ও আন্তরিক নমস্কার। আপনি সাধনপিপাসুদের যে কতবড় উপকার করেছেন তা বর্ণনার অতীত। আপনার প্রদর্শিত পথে অভীষ্ট যেমন যেমন প্রাপ্তি হবে আপনাকে জানাবো। নমস্কার জানিয়ে আজ থেকেই শুরু করবো।

  • @mrinalkundu5678
    @mrinalkundu5678 3 роки тому +8

    পূজনীয় দাদা, প্রণাম নেবেন। আপনার কি দেহ ছেড়ে ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে ? এ ব্যাপারে জানালে খুশি হব। আমি একটু ক্রিয়া অভ্যাস করি। 🙏

  • @tusherkantichakraborty7606
    @tusherkantichakraborty7606 3 роки тому +1

    আমি আমার উত্তর লাভ করেছি আপনার কৃপায়।

  • @mukulikaganguly4071
    @mukulikaganguly4071 2 роки тому

    Pronam naben amar 🙏 ♥️

  • @arefinsiddiqui6940
    @arefinsiddiqui6940 2 роки тому

    Vinno Dhormer Manuh ki montro porbe?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 роки тому

      মন্ত্রের গায়ে ধর্মের নাম লেখা থাকে না। আপনি সাক্ষাৎ উপস্থিত হলে আপনাকে সাদরে বরণ করে নেবো। নমস্কার।

  • @indranimitraa5
    @indranimitraa5 3 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @bananeebanerjee1608
    @bananeebanerjee1608 3 роки тому +2

    🙏🙏🙏

  • @aloknathpaul4727
    @aloknathpaul4727 3 роки тому +1

    Superb.

  • @narendrabhattacharya2370
    @narendrabhattacharya2370 3 роки тому +3

    Amazing very nice you are doing fantastic job; many many thanks.
    Canada

    • @anupbacharya5711
      @anupbacharya5711  3 роки тому +1

      অনেক অনেক ধন্যবাদ। নমস্কার জানবেন।

  • @basuadhikary3352
    @basuadhikary3352 3 роки тому +1

    Kria jog suru korbar tindin por ami doibk sopno deklam eita kiser sonket doya kore janale valo hoy.aponake onek nomoskar.

  • @chhabindranathkushari2531
    @chhabindranathkushari2531 2 роки тому

    আপনি আমার প্রথমেই শ_ শ্রদ্ধা প্রণাম নেবেন। আপনার ইউ টিউবে র একজন নিয়মিত দর্শক ও ভক্তিভরে দেখি ও উপলব্ধি করতে পারি। আপনি যে সবার জন্য এই কঠিন কাজ উন্মুক্তভাবে প্রচার করে যাচ্ছেন এরজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে। আমার বয়স এখন ৬৫ চলেছে।আমি দীক্ষিত। আমার প্রশ্ন হচ্ছে আমি প্রতিদিন সকালে ও ভোররাতে প্রায় ১/১.৫ ঘন্টা এই যোগ সাধন করে থাকি। আমার হার্টৈ স্টৈন বসানো আছে। আমার ১ঘন্টার মত বসলে তখন পা/হাত অবস হয়ে আসে ও মাথয় না না রঙের জিনিস উপলব্ধি করি। এমতাবস্থায় আমার তখন কি করনীয় দয়াকরে জানাবেন তাহলে আমি উপকৃত হব।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 роки тому

      দয়াকরে সময়মতো একবার ফোন করুন। কথা বলে নেওয়া যাবে। নমস্কার।

  • @75anowaraakter48
    @75anowaraakter48 2 роки тому

    যদি মুসলিম হই তাহলে কি মন্ত্র পরব জানাবেন

  • @jabachakraborty9620
    @jabachakraborty9620 3 роки тому

    Ami jano dak pai guruji
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joyguru3127
    @joyguru3127 3 роки тому +3

    নমস্কার গুরুজি প্রণাম নেবেন 🙏 আজকে আপনার নতুন ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো ভিডিওতে যে ক্রিয়ার কথা বললেন
    আমি তো একদম নতুন কিছু জানিনা যদি লিঙ্ক টা একটু পাঠান খুব ভালো হতো

    • @anupbacharya5711
      @anupbacharya5711  3 роки тому +1

      ১৮২ থেকে ১৯১ পর্ব পর্যন্ত ক্রিয়া যোগের বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে।

  • @alpanadas4044
    @alpanadas4044 2 роки тому

    Apni kriya bolechen katodin karbo kothu ghorte gelam takhan to Kara habe naa takhan ki karbo please janaben

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 роки тому

      আজীবন ক্রিয়া অভ্যাস করতে হবে। বেড়াতে গেলে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার।

  • @sujitmukhopadhyay790
    @sujitmukhopadhyay790 3 роки тому +2

    Ai Saral Abhyas Kriya Ki Bose Chhara Annya Kono Abosthay Karajay , Chalte chalte ba Suye Suye ?

  • @naihatiyogaandmediationcen5784
    @naihatiyogaandmediationcen5784 2 роки тому

    Namaskar sir. Jay guru maharaj ar joy. Aponer contact number ta apanar video ta bola dila valo hoy.

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 роки тому

      ৭৫৯৫৮৫২২৩১ নম্বরে বিকেলে (৪-৬(( ফোন করতে পারেন। নমস্কার।

  • @simabhowmick4356
    @simabhowmick4356 3 роки тому +1

    Ami januari mase dekha korte hai kobe kothae kokhon janale khub upokrito hobo .

  • @sujanroy1060
    @sujanroy1060 2 роки тому

    প্রনাম নেবেন 🙏🙏🙏

  • @swapnabanerjee4422
    @swapnabanerjee4422 2 роки тому

    Namoskar dada.amar ekta prosno je.ami anek mas dhore...e ei dhayner chesta kori.kintu je din...e besikhon dhayn korbo bole boste jai takhon..e hoy coling bell na hoy phon bajtei thake.erom vabe diner por din nosto hoe jachhe.athochocho amar ghore keu sakaler por theke thake na.kintu emoni..abostha hoy je ami ason chere uthte badhho hoi.jedin vabi aj sob mitie deri kore bosi sedin..o oi eki ghatona ghatote arthath deri bosleo ja hoy taratari bosle..o badha pai.er karon ki amay jodi aj ba kalker modhhey janan tahole ami ekta muhurto somay..o nasto korbo na.apnar kache eta amar ekanto anurodh.

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 роки тому

      আমাদের মনের মধ্যে গভীর নঞর্থক চিন্তা থাকে, মা আমরা বুঝতে পারি না। কাজ শুরুর আগে গুরু ও ইষ্টদেবের কাছে আকুল প্রার্থনা সাহায্য করে। মোবাইল ফোনের সুইচ অফ করে দেবেন, পারলে কলিং বেলেরও। আর তাই তীব্র তেজ, আমি কিছুতেই উঠবো না। সব কটি উপায় কাজে লাগিয়ে দেখুন। নমস্কার।

  • @Ramkrishna847
    @Ramkrishna847 2 роки тому

    গুরুজী প্রনাম নেবেন,,,আমি ক্রিয়া যোগ করছি কিন্তু একটা সমস্যা হচ্ছে মন শান্ত করে বসলে শাস প্রশাস ছোট হয়ে যাচ্ছে এত ছোট হচ্ছে যে আমি মূলাধার চক্র থেকে আজ্ঞা চক্র মন কে নিয়ে যাওয়ার সময় পাচ্ছি না এ ক্ষেত্রে কি করব যদি একটু বলেন অনেক উপকার পেতাম,,,,,

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 роки тому

      এসম্বন্ধে আলোচনা প্রকাশ করা হবে।

  • @ksp175
    @ksp175 3 роки тому +1

    Ami ei bhoyete ar dhyan prai kori na....ami chotobela theke dhyan kori...chere diyechhi....Alote mathar jontrona hoto....

  • @sujatamondal7159
    @sujatamondal7159 3 роки тому +1

    20 বছর kriya jog korchi

    • @anupbacharya5711
      @anupbacharya5711  3 роки тому

      তাতে আপনার এই অবস্থা! পরের ছিদ্র অন্বেষণ করতেই মন আগ্রহী হয়ে আছে। ধন্যবাদ।

  • @amalchandrahalder5286
    @amalchandrahalder5286 Рік тому

    আপনার ফোন। নাম্বার দিয়ে। দন

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Рік тому

      ভিডিওর description boxএ ফোন নম্বর ও কথা বলার সময় দেওয়া আছে, দেখে নেবেন।

  • @sujatamondal7159
    @sujatamondal7159 3 роки тому +1

    আপনাকে লাহিড়ী বাবা বলেন নি kriya gurumukhi বিদ্যা বা প্রচার করা নিষেধ আছে ‌ পু্রাণ পুরুষে উনি নিজের wife কেও দেখাতেন না একবার দেখে ফেলেছিলেন বলে দীক্ষা দিতে বাধ্য হন

    • @rajeswaride7156
      @rajeswaride7156 3 роки тому

      Ami to obak hoye jacchi ..eta shudhu matro guru prodan korte paren...ebong seta pawar por apni kauke seta dekhate parben na...infact ami kriya korte boshle ondhokar ghore porda tene shob block kore boshi...ar ini UA-cam channel e kriya shikhha dicchen...koto hajar hajar manush bipothe chalito hocchen...

    • @anupbacharya5711
      @anupbacharya5711  3 роки тому

      সায়নের ভিডিওতে আপনাদের সবার সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। নমস্কার।

  • @aniruddhachakraborty5689
    @aniruddhachakraborty5689 3 роки тому

    Pronam Gurudeb ami akdin Shyamachoron Lahiry mohasoyer jiboni porte porte onake pronam kore ghumie porlam sopne dekhi ami asone bose achi amar sarir sunnye bhasche janala die amar sorir baire jabar mukhe amar ma dakadaki korai abar asone bose porlam amar dikkha nei tobe Shyamachoron my friend my soul amar cheyeo priyo aktuadhtu dhyan kori kajkorme basto thakleo mone mone protimuhurte namgan kori apnake bikele kon somoy theke kon somoy phone korle apnar subidha hoi?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  3 роки тому

      ২৪০/২৪৫/২৫০ সবকটি পর্বের description boxএ ফোন নম্বর ও কথা বলার সময় দেওয়া আছে। দেখে নিন।

  • @mousumitalukder853
    @mousumitalukder853 2 роки тому

    Apnar ai kriya yog sonar onek age thekei ami meditation kortam....kintu ai kriya yog ami sunchi apnar porbogulote ...Ami aktu jante chaichi apni ki nije ai kriya yog nije samnasamni othoba zoom option er madhyome sekhan.....Tahole ami vishon upokrito hobo.... Ami kichu bishoy niye apatoto aktu tention a achi...Tobe ami Shirdi Sai Baba r akjon Devotee....Baba onek bar amake safe korechen.....apnar kache amar request jodi apni kauke so kriya yog sekhan tobe amio apnar kache samnasamni othoba Mobile er madhyome shikhte chai....Sobtai apnar icche Iswar chaile nischoy hobe.....Valo thakun sushtho thakun.... Amar pronam roilo apnar jonnyo 🙏🙏

    • @anupbacharya5711
      @anupbacharya5711  2 роки тому

      অনেক ধন্যবাদ। ফোন করতে পারেন, কথা বলে নেওয়া যাবে। নমস্কার।