কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন প্রতিযোগিতা | বারি উদ্ভাবিত কৃষিযন্ত্র প্রদর্শন মেলা। Agricultural Project

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • Bangladesh Agricultural Research Institute ( BARI ) আয়োজিত প্রতিযোগিতা 💥
    বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) এর কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা বিষয়ক আয়োজনে প্রতিযোগিতায় ইইই বিভাগের ৩ টি দল যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে। ইইই বিভাগের বিজয়ী ৩ টি দলের নেতৃত্ব দেন তানভীর আহাম্মেদ দ্বীপ, রাবেয়া খান ও সামাতুন মীম। প্রজেক্ট প্রদর্শন আর লাভজনক কৃষি প্রযুক্তি বিষয়ক আইডিয়ার পোস্টার প্রেজেন্টেশনের পর আয়োজক বিচারকদের বিবেচনায় বেশকয়েকটি গ্রুপের সাথে প্রতিযোগিতায় ইইই বিভাগের দল তিনটি বিজয়ী হয়।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ মোহাম্মদ রোকনুজ্জামান, মাননীয় উপাচার্য, বশেফমুবিপ্রবি‌। সভাপতির আসন গ্রহণ করেন ড.মো.মন্জুরুল কাদির, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বারি, জামালপুর।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডঃ মোহাম্মদ এরশাদুল হক, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপি, ইঞ্জিনিয়ারিং বিভাগ, বারি, গাজীপুর।মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডঃ মোঃ নুরুল আমিন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিএআরআই, গাজীপুর।
    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা, আরএআরএস, জামালপুর। উক্ত অনুষ্ঠানে বশেফমুবিপ্রবির কয়েকশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
    জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    জাবিপ্রবি
    #JSTU
    Jamalpur Science and Technology University
    EEE BSFMSTU
    Bangamata Sheikh Fojilatunnesa Mujib Science and Technology University Jamalpur
    #agriculture
    #agricultural
    #arduinoproject
    #project
    #automatedsystem
    #cuttingmachine
    #conveyor
    #bari
    #bangladesh_agricultural_research_institute_fair
    #জামালপুর

КОМЕНТАРІ •