কিভাবে নিষ্ক্রীয় শিক্ষার্থীকে সক্রীয় করবেন?How to activate inactive students?

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • 👉👉কিভাবে নিষ্ক্রীয় শিক্ষার্থীকে সক্রীয় করবেন?How to activate inactive students?
    আস-সালামুয়ালাইকুম,
    সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মোঃ কামাল হোসেন, আপনারা দেখছেন "SST Tech BD" আমি যা কিছু জানি তার সব কিছু আপনাদের জানিয়ে দেবো, আর সেই উদ্দেশ্যেই আমি এই চ্যানেল খুলেছি। এই চ্যানেলে আপনারা পাবেন প্রাথমিক শিক্ষকদের জন্য, প্রাথমিক শিক্ষা সম্পর্কিত আপডেট তথ্যসমূহ,৫ম-১০ম শ্রেণির গণিত ও বিজ্ঞান ক্লাশ, আইসিটি বিষয়ক বিভিন্ন কন্টেন্ট সমূহ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেইল আইকনটি অন করে রাখবেন। ভিডিও দেখে ভালো লাগলে লাইক করবেন এবং আপনার যে কোনো পরামর্শ কমেন্ট করে আমাকে সহযোগীতা করবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ।
    👉👉Follow ME:👇👇👇👇👇
    FB Page: / ssttechbdofficial
    how to,
    how can,
    tutorial in bangla,
    How to activate inactive students,
    Stipend-2024,
    upobrritty,
    upobrritti entry,
    ক্লাস প্রমোশন,
    শ্রেণি প্রমোশন ২০২৪,
    upobrritti 2024,
    upobrritti entry 2024,
    pesp,nagad,upobrritti portal,
    শ্রেণি হালনাগাদ ২০২৪,
    students scholarship portal,
    students scholarship,
    students scholarship 2024,
    students stipend,
    উপবৃত্তি পোর্টাল,
    উপবৃত্তি পোর্টাল ২০২৪,
    to activate inactive students,
    নিষ্ক্রীয় শিক্ষার্থীকে সক্রীয়
    #SST_Tech_BD

КОМЕНТАРІ • 136

  • @user-uf5pp9uc9h
    @user-uf5pp9uc9h 2 місяці тому +1

    so nice video sir.

  • @312sabinayeasmin2
    @312sabinayeasmin2 2 місяці тому

    ধন্যবাদ স‍্যার
    আপনার ভিডিও দেখে অনেক বিষয় জানতে পারি।

  • @Sufia.Begum.
    @Sufia.Begum. 2 місяці тому

    Very useful video Thank you sir ❤❤❤

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      Most welcome, madam.❤️❤️❤️❤️

  • @MizanurRahman-zm3pj
    @MizanurRahman-zm3pj 2 місяці тому +1

    অন্তবর্তী অথবা গত বছর ভুলক্রমে নিজ বিদ্যালয় থেকে বদলীর ঢ়রে বর্তমানে আছে কিভাবে সচল করব। নিজ বিদ্যালয়ে বদলী নিচ্ছে না। অন্তবর্তী সচল করব কিভাবে? সময় কম উত্তর বা ভিডিও দিবেন।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому +1

      এই ভিডিওতেই বলেছি।

  • @shehabuddin1039
    @shehabuddin1039 2 місяці тому

    অসংখ্য ধন্যবাদ, স্যার

  • @MdSaifulIslam-bv6up
    @MdSaifulIslam-bv6up 2 місяці тому

    Thanks Sir

  • @sarowarislamshojib2005
    @sarowarislamshojib2005 2 місяці тому +1

    স্যার কিছু শিক্ষার্থী নিষ্ক্রিয় করা হয়েছে আর অন্য শিক্ষার্থী দের শ্রেণি হালনাগাদ করে ক্লাস্টারে জমা দিয়া হয়েছে এখন নিষ্ক্রিয় শিক্ষার্থী সক্রিয় করে টান্সফার করা প্রয়োজন এখন শিক্ষার্থী স্ট্যাটাস আপডেট অপশন এ শিক্ষার্থী সো করে না

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому +2

      আবার অনুমোদন হয়ে আসার পর ট্রাই করবেন।

    • @75salokibala_2ndshift2
      @75salokibala_2ndshift2 2 місяці тому

      Same pblm

    • @ChameliKhatun-tl8jq
      @ChameliKhatun-tl8jq 2 місяці тому

      একই সমস্যা। করনীয় জানতে চাই

  • @afrinaahamedmunmun5552
    @afrinaahamedmunmun5552 2 місяці тому

    স্যার গত বছর ২জন শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করেছিলাম। এখন এদেরকে সক্রীয় করা যাচ্ছে না। ওদের শুধু "শিক্ষার্থীর প্রাথমিক তালিকায়" শো করে, কোনো এডিটের অপশন নাই। কীভাবে সক্রীয় করা যাবে স্যার জানালে উপকৃত হবো। ধন্যবাদ।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому +1

      এখন এদের সক্রিয় করতে চাইলে AUEO স্যারের মাধ্যমে করতে হবে।

  • @shajuat6818
    @shajuat6818 2 місяці тому

    স্যার, আপনি যেভাবে দেখিয়েছেন সেভাবে করার পর অর্থাৎ নিষ্ক্রিয় শিক্ষার্থীকে সক্রিয় করার পর, শিক্ষার্থীটিকে প্রাথমিক নির্বাচনের শিক্ষার্থী প্রাথমিক তালিকায় ও খুঁজে পাচ্ছি না। এর সমাধান কি হতে পারে জানালে উপকৃত হোতাম স্যার।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করে থাকলে অবশ্যই পাবেন।

  • @s.m.abulkalamazad3716
    @s.m.abulkalamazad3716 2 місяці тому

    আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? স্যার উপবৃত্তি শেনি হালনাগাদ এ গত বছর এর ৫ম শ্রেণির হালনাগাদ এ প্রাথমিক চক্রের সমাপ্তি দিয়ে হালনাগাদ করেছি কিন্তু ক্লাস্টারে জমাদান আছে। এখন কি ক্লাস্টার এ সেন্ট করবো। দয়াকরে জানাবেন স্যার।

  • @shahianriju
    @shahianriju 2 місяці тому

    স্যার, নতুন এবং পরাতন শিক্ষার্থীদের অর্থ্যাৎ যাদের নতুন এন্ট্রি করছি বা শ্রেণি হালনাগাদ করছি তাদের রোল একাধিক বার হয়েছে। এখন উপায় কী?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      সমস্যা নেই। চাহিদার সময় ঠিক হয়ে যাবে।

  • @salimmiah7516
    @salimmiah7516 2 місяці тому

    স্যার, শ্রেণি ঠিক করার একটা ভিডিও দিববন। ৩ য় শ্রেণি থেকে ৫ম করতে হবে।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      এই ভিডিওটি দেখুন👇
      ua-cam.com/video/OIuEEoDPOGo/v-deo.html

  • @mdabduljalil7162
    @mdabduljalil7162 2 місяці тому

    স্যার কোন কারণে শিক্ষার্থীর স্ট্যাটাস ”বদলী” দেখালে ঐ শিক্ষার্থীকে স্ব বিদ্যালয়ে ফেরৎ আনার উপায়ের একটা ভিডিও দিবেন ।

  • @mst.hazeraakterlipi2058
    @mst.hazeraakterlipi2058 2 місяці тому

    স্যার,৫ম উত্তীর্ণ শিক্ষার্থীদের কে নিস্ক্রিয় করে দিতে হবে নাকি??

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      নিষ্ক্রিয় করে দিন।

  • @meherunakhter8538
    @meherunakhter8538 2 місяці тому

    স্যার,আমি কয়েকটি সক্রিয় শিক্ষার্থীকে ভুলে নিষ্ক্রিয় করে ফেলেছিলাম। তারপর সক্রিয় করার সময় কারণ নির্বাচনের ক্ষেত্র 'ভুল' সিলেক্ট করেছি।এখন তারা কি উপবৃত্তি পাবে?স্যার,দয়া করে একটু দ্রুত জানাবেন।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому +1

      বলতে পারছি না। তবে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করে থাকলে পাবে।

  • @sknazimofficial59
    @sknazimofficial59 2 місяці тому +1

    স্যার এই স্টুডেন্ট গুলো কি উপবৃত্তি পাবে

  • @SabikunNahar-up2mg
    @SabikunNahar-up2mg 2 місяці тому

    স্যার,ভুল এন্ট্রি দেওয়া শিক্ষার্থীকে কিভাবে ফিরে এনে সঠিক করা যায়? please জানাবেন।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      ভিডিও দেবো।

  • @iqbalhusen4099
    @iqbalhusen4099 2 місяці тому

    প্রধান শিক্ষকদের টিএ বিল অনলাইনে জমা দেওয়ার একটি ভিডিও চাই

  • @misedunia4209
    @misedunia4209 2 місяці тому

    স্যার সক্রিয় করেছিলাম কিন্তু এখানে অন্তর্বর্তী দেখাচ্ছে।
    আর একটা কথা হলো এটি হাল নাগাদ করার কোন উপায় আছে কী?
    স্যার বললে একটু ভালো হতো।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому +1

      শ্রেণি হাল নাগাদে সার্চ দিয়ে দেখুন।

    • @misedunia4209
      @misedunia4209 2 місяці тому

      @@ssttechbd ২৩ সালে স্কুল পড়া ছেরে দিছে তাই তাকে উপবৃত্তি দেয়া হয়নি ২৪সালে আবার ভর্তি হয়েছে এখন উপবৃত্তি দেয়ার জন্য নিস্ক্রিয় থেকে সক্রিয় করতে গেলে অন্তর্বর্তী হয়েছে। এখন এটাকে হালনাগাদ করতে পারতেছি না😭 হালনাগাদে সার্চ দিলেও আসছে না।

  • @biplabhasan4782
    @biplabhasan4782 2 місяці тому

    স্যার সক্রিয় করতে পেরেছি। এখন তাকে ট্রান্সফার করা প্রয়োজন। কিন্তু ট্রান্সফার করনে সেই শিক্ষার্থীর ডেটা শো করছে না। কি করণীয় প্লিজ বলবেন স্যার।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      আগে ভিডিওর কথাগুলো শুনুন। তারপরে কাজ করুন।

    • @32.md.saifulislam_1stshift3
      @32.md.saifulislam_1stshift3 2 місяці тому

      কথা ভালোভাবেই শুনেছি। কিন্তু উপরে ভাই যে প্রশ্ন করেছেন তার উত্তর আপনার কথাগুলোতে নেই। আর সক্রিয় করার পরের করণীয়গুলো কিছুই বলেননি, যেমন- হালনাগাদ/ শ্রেণি আপডেট কিভাবে করবো, চাহিদায় নাম আসবে কিনা? ইত্যাদি অনেক প্রশ্নই আমাদের মনে থেকেই যায়।

  • @s.m.abulkalamazad3716
    @s.m.abulkalamazad3716 2 місяці тому

    আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? শ্রেণি হালনাগাদ এর ক্ষেত্রে ৫ম শ্রেনির ছাত্র ছাত্রীদের কি প্রাথমিক চক্রের সমাপ্তি দিতে হবে?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      দিতে পারেন আবার নিষ্ক্রীয় ও করতে পারবেন।

  • @Enamulofpower
    @Enamulofpower 2 місяці тому

    ভাই এখন যারা 2024 নতুন ভর্তি হইছে তাদের উপবৃত্তি কতো তারিখ দিবো?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      সকল প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির কাজ শেষ করতে পারলে এ মাসেই দিতে পারে।

  • @nurunnaharmoni1444
    @nurunnaharmoni1444 2 місяці тому

    স্যার,মোবাইল নম্বর সংশোধন করার পর শিক্ষার্থীর স্ট্যাটার্স অপশনে চলে যায়।এতে শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করে ক্লাস্টারে পাঠানো সম্ভব হচ্ছে না। করণীয় কি?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      সম্ভব তো ভালো।

  • @mdakhtaruzzaman3347
    @mdakhtaruzzaman3347 2 місяці тому

    বর্তমানে ২য় শ্রেনিতে অধ্যায়নত ছাএ শ্রেনি হালনাগাদে আসেনি। কিন্ত প্রাথমিক তালিকায় প্রাক প্রাথমিক শ্রেণিতে ( সক্রিয়) দেখাচ্ছে। এখন এটা শ্রেনি হালনাগাদ করব কিভাবে?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      AUEO স্যারের মাধ্যমে করবেন।

  • @rajibdash3738
    @rajibdash3738 2 місяці тому

    স্যার শ্রেণি ও রোল নম্বর ভূল হলে তা সংশোধনের উপায় কি। যেমন তারা পড়ে ২য় শ্রেণিতে চলে গেছে ৩য় শ্রেণিতে বা
    ১ম শ্রেণিতে। উপবৃত্তি পাইতেছে। সংশোধনের উপায় জানতে চাই।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      উপজেলায় পাঠিয়ে আবার রিটার্ন এনে তারপর সংশোধন করতে পারবেন।

  • @runaakter1735
    @runaakter1735 2 місяці тому

    স্যার, আমি ভুলে একজন শিক্ষার্থীকে পুনরাবৃত্তি দিয়েছি হালনাগাদ করার সময়। এখন তাকে কিভাবে ঠিক করবো?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому +1

      উপজেলায় পাঠিয়ে AUEO মহোদয়কে বলবেন।

  • @abdulgoffar9944
    @abdulgoffar9944 2 місяці тому +1

    cahiday name thakbey to

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому +1

      থাকবেনা কেন?

  • @mohanmondal7594
    @mohanmondal7594 2 місяці тому

    স্যার, কোন কোন শিক্ষার্থীদের নিষ্কৃয় প্রয়োজন?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      আপনার বিদ্যালয় থেকে কোথায় গেছে তা যদি না জানেন তাহলে পোর্টালে রেখে লাভ নেই। নিষ্ক্রীয় করে দিন।

  • @mrityunpaul819
    @mrityunpaul819 2 місяці тому

    স্যার স্ট্যাটাস অন্তবর্তী দেখানো শিক্ষার্থীর ট্রান্সফার করা যাবে???

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      না স্যার।

  • @ChandraRaniDey
    @ChandraRaniDey 2 місяці тому

    স্যার আমি ভুল করে পুনরাবৃত্তি দিয়ে ফেলেছি। AUEO স্যারের সাথে কথা বলায় উনি বললেন পাঠিয়ে দিতে। আমি পাঠিয়ে দেওয়ার পর উনার সাথে যোগাযেগ করায় উনি বললেন আমি আপনার আইডিতে পাঠিয়ে দিয়েছি।কিন্তু আমি দেখতে পাচ্ছি না।এখন করণীয় কি?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      শ্রেণি হালনাগাদে খুঁজে দেখুন।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      অথবা তার তথ্য দিয়ে সার্চ দিয়ে দেখুন।

  • @alizas4644
    @alizas4644 2 місяці тому

    স্যার ডাউনলোড করে দেখা যাচ্ছে শ্রেণি হালনাগাদের অনেক শিক্ষার্থীর নগদ এর জায়গায় বিকাশ লেখা আছে,সেটা এখন ঠিক করার উপায় আছে কি?জানাবেন প্লিজ্।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      এগুলোতো গত বছরই নগদে রূাপান্তরিত করার কথা। আপনারা করেন নি?

    • @alizas4644
      @alizas4644 2 місяці тому

      হ্যা,তারা তো টাকা পেয়ে আসছে।তাহলে কেনো বিকাশ দেখাবে?

  • @shantaislam2056
    @shantaislam2056 2 місяці тому

    Crvs এ শিক্ষার্থী ট্রান্সফার করা নিয়ে ভিডিও দেন প্লিজ।

  • @NasimaAkter-ee2hr
    @NasimaAkter-ee2hr 2 місяці тому

    আসসালামু আলাইকুম স্যার, সক্রিয় আর নিস্ক্রিয় কোন স্টুডেন্টসদের করতে হয়?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      যদি ভুলে কোনো শিক্ষার্থীকে নিষ্ক্রীয় করে ফেলেন তাহলে সে শিক্ষার্থীকে কিভাবে সক্রীয় করবেন, এই ভিডিওটি সে সম্পর্কে করেছি।

  • @Fallacy75
    @Fallacy75 2 місяці тому

    নিষ্ক্রিয় শিক্ষার্থী সক্রিয় করার পর শ্রেণী প্রোমোশন কিভাবে করবো ?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      AUEO স্যারের মাধ্যমে।

    • @SiddikurRahman-dg3xc
      @SiddikurRahman-dg3xc Місяць тому

      এক স্কুল থেকে অন্য স্কুলে সক্রিয় করা যায়

  • @alizas4644
    @alizas4644 2 місяці тому

    স্যার, আমার এক ছাত্রীকে নিস্ক্রিয় করেছি এখন তাকে ট্রান্সফার করে চাচ্ছে, এখন কিভাবে করবো। বলবেন প্লিজ

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      তাহলে আবার সক্রিয় করেন, তারপর ট্রান্সফার করেন।

    • @mazharulislamatchondanpurg1755
      @mazharulislamatchondanpurg1755 2 місяці тому

      নিস্ক্রিয় কে সক্রিয় করেছি কিন্তু শ্রেণি হালনাগাদ অপশনে সে ছাত্রের তথ্য আসছেনা।

  • @RafiaSultana-so6js
    @RafiaSultana-so6js 2 місяці тому

    স্যার, অনুমোদিত ডাটা মানে কি?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      ক্লাস্টারে নতুন শিক্ষার্থী এন্ট্রি ও শ্রেণি হালনাগাদ পাঠানোর পর AUEO /UEO কর্তৃক অনুমোদিত ডাটাকে বুঝায়।

  • @NurnabindRaj
    @NurnabindRaj 2 місяці тому

    Duplicate birth registration is found আসে, এখন কি করব, স্যার?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      তাহলে সার্চ দিয়ে দেখুন কোথায় আছে।

    • @khadizaakter7494
      @khadizaakter7494 2 місяці тому

      স্যার, আমারও একি সমস্যা।কোথায় সার্চ দিতে হবে?

  • @user-lm4lv9ii3o
    @user-lm4lv9ii3o 2 місяці тому

    স্যার, একটি ছাত্রের স্ট্যাটাস বদলি দেখাচ্ছে , এখন ওই ছাত্রের উপবৃত্তি পাওয়ার জন্য করণীয় কি ?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому +1

      তাকে সক্রিয় করুন।

    • @user-lm4lv9ii3o
      @user-lm4lv9ii3o 2 місяці тому

      @@ssttechbd ধন্যনাদ স্যার, আপনার ভিডিও গুলো দেখেই গত বছর থেকে কাজ করছি। ❤️❤️❤️

    • @user-lm4lv9ii3o
      @user-lm4lv9ii3o 2 місяці тому

      @@ssttechbd স্যার , তাকে সক্রিয় করণ অপশনে গিয়ে সার্চ করলেও দেখাচ্ছে না. তথ্য আপডেট এখানেও পাওয়া যাচ্ছে না.

  • @md.kafiluddin648
    @md.kafiluddin648 2 місяці тому

    আসসালামুয়ালাইকুম স্যার।
    আমার একজন শিক্ষার্থী ২য় শ্রেনিতে পড়ে।কিন্তু উপবৃত্তি সার্ভারে ভুলবশত প্রাক প্রাথমিক শ্রেণিতে রয়ে গেছে। এমতাবস্থায় ভুল এন্ট্রি দিয়ে শ্রেণি হালনাগাদ করি। শ্রেণি হালনাগাদ করার পর নিস্ক্রিয় দেখাচ্ছিল।
    এইবার সক্রিয় করার জন্য চেষ্টা করি এবং ভুল অপশন সিলেক্ট করি।তার পর থেকে উক্ত শিক্ষার্থী হাইড হয়ে গেছে।কোথাও খুঁজে পাচ্ছি না।এমতাবস্থায় কি করনীয় একটু জানাবেন স্যার।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      সক্রিয় করার সময় ভুল অপশন দিলেন কেন?

    • @md.kafiluddin648
      @md.kafiluddin648 2 місяці тому

      @@ssttechbd এখন কি করবো স্যার?

  • @user-xg4hr3yn4n
    @user-xg4hr3yn4n 2 місяці тому

    এই শিক্ষার্থী কে ট্রান্সফার করতে চাইলে কিভাবে কি করবো স্যার,,,

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      ট্রান্সফার অপশন তো এখনো চালু করেনি।

  • @mdshohidullah5993
    @mdshohidullah5993 2 місяці тому

    shokrio korar por ati hal nagad korar upay ki

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      সার্চ দিন।

  • @sarowarislamshojib2005
    @sarowarislamshojib2005 2 місяці тому

    স্যার শিক্ষার্থী স্ট্যাটাস আপডেট অপশন এ কোনো শিক্ষার্থী নাই?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      উপজেলায় পাঠিয়ে থাকলে পাবেন না।

  • @sknazimofficial59
    @sknazimofficial59 2 місяці тому

    এইভাবে করার পরে তো অনুমতি ডাটা আসতেছে। ক্লাস প্রমোশন করে এদের ক্লাসটার পাঠাবো কিভাবে

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      ভিডিওতে বলেছি। তাদের আর কোন কিছুই পরবর্তন করা যাচ্ছে না। পরে হয়তো সুযোগ দিতে পারে।

  • @AKShahintech
    @AKShahintech 2 місяці тому

    স্যার কিভাবে ভুল মোবাইল নাম্বার সংশোধন করবো, এজটি ভিডিও দিয়েন,প্লিজ

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      একমাত্র UEO / AUEO স্যার মোবাইল নাম্বার সংশোধন করতে পারেন।

  • @MohabbatHossain-yg2pv
    @MohabbatHossain-yg2pv 2 місяці тому

    অন্তর্বর্তী স্ট্যাটাস আপডেটে দেখা যায় না

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      সার্চ দিয়ে দেখুন।

    • @sharminakter4220
      @sharminakter4220 2 місяці тому

      @@ssttechbdস্ট্যাটাস আপডেটে পাচ্ছি na

  • @mamunhossain-kk5ix
    @mamunhossain-kk5ix 2 місяці тому

    স্যার শিক্ষাথী শ্রেণি আপডেট কি ভাবে করবো চট্টগ্রাম বিভাগ স্যার

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      নিচে লিঙ্ক দিলাম। এটি দেখে শ্রেনি আপডেট করুন, স্যার।
      ua-cam.com/video/QeE1Fr66J2c/v-deo.html

  • @ariyanahmed7150
    @ariyanahmed7150 2 місяці тому

    Ami password Notun দেয়ার পরে লগইন করতে পারছি না কি করব

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      তাহলে পুরাতনটা দিয়ে দেখুন।

  • @2.4-cm9bv
    @2.4-cm9bv 2 місяці тому

    উপবৃত্তি কবে দিবে

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      জুলাই মাসে।

  • @user-of1hj7qi5n
    @user-of1hj7qi5n 2 місяці тому

    স্যার পুনরাবৃত্তি কী

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      রিপিটর স্টুডেন্ট।

  • @32.md.saifulislam_1stshift3
    @32.md.saifulislam_1stshift3 2 місяці тому

    ঐ শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ করা লাগবে না!!??.. চাহিদায় নাম আসবে ওই শিক্ষার্থীর?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      আমারতো আসছে।

    • @32.md.saifulislam_1stshift3
      @32.md.saifulislam_1stshift3 2 місяці тому

      চাহিদায় নাম আসছে, স্যার।?
      শ্রেণি পরিবর্তন প্রয়োজন হলে?!!
      আর তালিকা ক্লাস্টারে না পাঠিয়েই কি চাহিদায় নাম আসবে, স্যার?

  • @saidulislam-rq3dq
    @saidulislam-rq3dq 2 місяці тому

    স্যার আমি ২০২৩ সালে ৩ জন শিক্ষাথীকে ভুলে ২য় শ্রেণীর ছাত্র কে চতুর্থ শ্রেণিতে প্রমোশন দিয়েছিলাম এখন কিভাবে ঠিক করব

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      উপজেলা থেকে রিটার্ন এনে তারপর আবার এডিট করুন।

  • @SonjuKumar-do1th
    @SonjuKumar-do1th 2 місяці тому

    বেসরকারি কলেজে কী উপবৃত্তি পেলে কি কলেজের বেতন লাগে

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      বেসরকারি কলেজে বেতন অবশ্যই লাগবে।

  • @shamimraj6477
    @shamimraj6477 2 місяці тому

    শ্রেনি হালনাগাদ না করেই নিষ্ক্রিয় করা হয়েছে সক্রিয় করার পর কিভাবে শ্রেণি হালনাগাদ করা যাবে স্যার প্লিজ জানাবেন?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      শুধু সক্রিয় করা যায়। অন্য কোনো কিছু এডিট করা যায় না, স্যার।

    • @nayankc85
      @nayankc85 2 місяці тому

      আমারও একই প্রশ্ন। উত্তর দিলে খুশি হবো।

    • @prantadutta8018
      @prantadutta8018 2 місяці тому

      @@ssttechbd স্যার এই শিক্ষার্থী যাদের সক্রিয় করা হয়েছে কিন্তু শ্রেণি হালনাগাদ করা হয়নি তারা কি উপবৃত্তি পাবে??

  • @MOONCHILD-e3n
    @MOONCHILD-e3n 2 місяці тому

    HSC 2024 TK kobe dibe ? Please aktu bolben ?

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      জুলাই মাসে দিতে পারে।

  • @salinaakter9000
    @salinaakter9000 2 місяці тому

    Thank you sir

  • @SabikunNahar-up2mg
    @SabikunNahar-up2mg 2 місяці тому

    স্যার,ভুল এন্ট্রি দেওয়া শিক্ষার্থীকে কিভাবে ফিরে এনে সঠিক করা যায়? please জানাবেন।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      ভিডিও দেবো।

  • @SabikunNahar-up2mg
    @SabikunNahar-up2mg 2 місяці тому

    স্যার,ভুল এন্ট্রি দেওয়া শিক্ষার্থীকে কিভাবে ফিরে এনে সঠিক করা যায়? please জানাবেন।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      ভিডিও দেবো।

  • @SabikunNahar-up2mg
    @SabikunNahar-up2mg 2 місяці тому

    স্যার,ভুল এন্ট্রি দেওয়া শিক্ষার্থীকে কিভাবে ফিরে এনে সঠিক করা যায়? please জানাবেন।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      ভিডিও দেবো।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      ভিডিও দেবো।

    • @ssttechbd
      @ssttechbd  2 місяці тому

      ভিডিও দেবো।