স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।এত সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য। আপনি তো চাষীদের ভগবান। আমি কেন সবাই বলবে। আপনি এতো সুন্দর সুন্দর কথা বলেন অবাক হয়ে যাই। ভগবানের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন।
গাছের ডাক্তার বাবুর ভিডিও প্রতিবেদন মানেই চমক ! এই জন্যেই তো গাছের ডাক্তার বাবু বলি আপনাকে ! এই সারের যোগান যদি সমস্ত জায়গায় হয় বা পাওয়া যায় , তবে রাজ্যের সমস্ত চাষী ভাই ও ছাদ বাগানিরা উপকৃত হবে। ভিডিও প্রতিবেদন এর জন্য ধন্যবাদ আপনাকে।
আমি বাংলাদেশ থেকে বলছি সবজি স্বাদ আর আগের মত করা সম্ভব নয় এই সার দিয়ে, তবে আপনার কথায় যুক্তি আছে , আপনার সব আলোচনাই খুব ভালো কৃষকের উপকার আছে, ধন্যবাদ ভাই,
স্যার আপনি অনেক চাষ সম্পর্কে আলোচনা করেন যা থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। দয়াকরে যদি রজনীগন্ধা ফুলের রোগ ও পোকা মাকড়ের দমন সম্পর্কে কিছু আলোচনা করেন তাহলে আমি খুবই উপকৃত হব।
অনাথ বাবু এই সার কি cinder এ বসানো ফুল গাছে দেওয়া যাবে ? যদি যায় কি ভাবে দেব ? আপনার ভিডিও দেখতে খুবই আনন্দ পাই কিন্তু আপনি বড় বড় বাগান নিয়ে ভাবেন । আমাদের মতো ছোট্ট একটু বাগানের কথা আপনাকে ভাবতে হবে । কারন ভুয়ো ইউটিউবে ভর্তি হয়ে গেছে । যারা বিজ্ঞান সম্মত ভাবে কিছুই বলে না । শুধু নিজের গাছ নিয়ে বলে যায় । তাই প্লীজ reply korben ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই রকম একটা ভীষণ উপকারী একটা সংবাদ পরিবেশনের জন্য । আমার প্রশ্ন টবের গাছে কি পরিমাণে ব্যবহার করব এবং নাইট্রোজেন ও পটাসের জন্য এর সাথে কি মেশাব ? উত্তর পেলে উপকৃত হব । ভালো থাকুন , সুস্থ থাকুন । নমস্কার ।
নমস্কার সুন্দর একটি ভিডিও খুব সুন্দর একটি উপস্থাপন। বলছিলাম কয়েকটি লাফা হাইব্রিড বরটি বীজের নাম বলুন, এবং কোন সময় এই বীজ রোপন করতে হবে। ধন্যবাদ ভালো থাকবেন।
Dhurvi gold নিয়ে আপনার পরবর্তী ভিডিও টি এর অপেক্ষাই আছি । আপনার দেওয়া toll free number এর মারফৎ কলকাতার থেকে সারটি পেয়েছি। ফল ও সবজি গাছে প্রয়োগ করে আপনাই feed back জানাব।
Dhurvi Gold fertilizer er moddhe "ZINC" aache. R aami joto dur jani "ZINC" and "PHOSPHATE" ek sathe use korte nei. Tahole ki eta NPK 10:26:26 fertilizer er sathe use kora jabe?
10 ইঞ্চি টবে 30 গ্রাম এই সার সেই সঙ্গে NPK 10 26 26সার 25 গ্রাম মিশিয়ে গাছের গোড়া থেকে একটু দূরে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দেবেন। একদিন পর থেকে জল সেচ দেবেন। সাত দিন পর থেকে গাছের চেহারাই পাল্টে যাবে।
@@farmingadviseranathhalder7579 আপনি পোস্ট করার পর দ্রুত response করে guide করে থাকেন। এত আন্তরিকভাবে সাহায্য এখন আর কেউ করেনা । আমরা কৃতজ্ঞ আপনার নিকট।
আপনার ভিডিও গুলো ভীষণ তথ্য সম্মৃদ্ধ।অনেক কিছু জানতে পারি।স্যার এই দূর্ভি গোল্ড সার কি সেগুন ,গামার, কাঁঠাল, আম, লেবু ইত্যাদি গাছে কি দেওয়া যাবে?এই সব গাছের জন্য কি সার ও পরিচর্যা আছে জানালে খুব উপকার হয়।
এবার বর্ষা আসছে দশ বৎসরের প্রতি গাছে 350 gram এই সার সেই সঙ্গে NPK 10 26 26 এই সার 350 গ্রাম মিশিয়ে গাছের গোড়া থেকে দু ফুট দূর দিয়ে দিয়ে মাটি চাপা দেবেন 20 / 25 দিন পর থেকে গাছের চেহারার পরিবর্তন দেখতে পাবেন।
হ্যাঁ চাষীরা ভালো কাজ পাবেন। তবে ধীরে ধীরে কাজ পাবেন।সাত দিন পর থেকে গাছের পরিবর্তন অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন। তবে এই সারের সঙ্গে 28 28 0 অথবা 20 20 0 13 এই সার ও দিতে হবে ।
সাধারণত চওড়া পাতা যুক্ত আগাছা মারতে ব্যবহার করা হয়। তবে গাছ বার হবার আগে স্প্রে করলে খুব ভালো হয়। গাছ থাকা কালীন সরু গাছ হতে হবে আর চওড়া পাতা যুক্ত আগাছা মরবে। প্রতি লিটার জলে তিন মিলি মিশিয়ে দুপুর বেলায় স্প্রে করবেন।
স্যার প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।।।স্যার ক্যাপসিকাম চাষ নিয়ে ভিডিও দেন।।। কেমন লাভ আছে।। কী রকম খরচ আছে।। কেমন মাটির প্রয়োজন সবকিছু আলোচনা।।।স্যার রিপ্লাই দেবেন আমি অপেক্ষায় থাকবো।।।স্যার সপরিবারে সুস্থ থাকুন ভালো থাকুন।।। ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ স্যার, এই স্যারের বিষয়টা পরিস্কার ভাবে জানানোর জন্য। আমি বসিরহাট হাড়োয়া থেকে বলছি। স্যার আমাদের এদিকে কি এই সার পাওয়া যাবে। এই সার এখন কোথায় পাওয়া যাচ্ছে দয়া করে একটু ঠিকানাটা আপনি পরিষ্কারভাবে বলে দেবেন।
@@farmingadviseranathhalder7579 স্যার আমার বাড়ি তো উত্তর 24 পরগনা, বসিরহাটের, হাড়োয়ায়, এইদিকে কোথায় পাওয়া যায়, ধরবি গোল্ড, স্যার একটু বলে দেবেন।
খরচ কমাতে এবং মিশ্র সারের মান বৃদ্ধি করতে যদি ৫ কেজি ভার্মি কম্পোস্ট এর সাথে ৩ কেজি ধুরভি গোল্ড এবং ২ কেজি ১০:২৬:২৬ মিশিয়ে ব্যবহার করি, তাহলে কেমন হবে? যদি ভালো হয়, তাহলে মিশ্রনের এই অনুপাতটা (৫:৩:২) কি ঠিক আছে?
স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য, স্যার আর একটা বিষয় জানার ছিল যেটা হলো আমরা কি ধান লাগানোর আগে জমি তৈরি করার সময় মুরগি স্যার ব্যাবহার করতে পারি? আর এর ব্যাবহার করলে কি জমির কোনো ক্ষতি হয়?
কোনো ক্ষতি হবে না। এক বৎসরের বেশি পুরানো পোল্ট্রির লিটার চার বস্তা আর এই সার 20কেজি বিঘাতে শেষ চাষের সময় ছড়িয়ে দিয়ে রোয়া করবেন।20দিন পর 10 কেজি তারপর 35 দিন পর 10কেজি দিয়ে ধান চাষ করবেন ।প্রয়োজন মতো ইউরিয়া সার ব্যবহার করবেন।
Sir, ami dhanbad jharkhande thaki . Ami chat bagani. Bises kore Aamer pray 40 projati seba kore danr karanor chesta korchi. Ami ki online ei sar pete pari. Ei bachar kichu kichu gache fal dhrate perechi. Anek dhanyobad aapnake ei dharoner vedio debar jonyo. Asa kori uttor deben.❤
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।এত সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য। আপনি তো চাষীদের ভগবান। আমি কেন সবাই বলবে। আপনি এতো সুন্দর সুন্দর কথা বলেন অবাক হয়ে যাই। ভগবানের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন।
Sir, আপনার ভিডিও অনেক দিন ধরে দেখছি। আপনার কাছ থেকেই অনেক কিছুই শিখছি । চাষ সম্পর্কে ভালোবাসা
দিনের পর দিন গভীর হচ্ছে । আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ জানাই ,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
আমি ধান গাছে ব্যবহার করিছি।চাপানে খুব সুন্দর গাছ হয়েছে।👍👍
ফলন ও ভালো পাবেন।
33শতকে কত কেজি দেবো,দয়া করে বলবেন
আমি আমার জীবনের সবচেয়ে সেরা সৎ ইমানদার কৃষি বিষয়ক সমস্যা সমাধান পেয়েছি শুধু মাত্র মাননীয় অনাথ হালদার স্যারের কথায়।
গাছের ডাক্তার বাবুর ভিডিও প্রতিবেদন মানেই চমক !
এই জন্যেই তো গাছের ডাক্তার বাবু বলি আপনাকে !
এই সারের যোগান যদি সমস্ত জায়গায় হয় বা পাওয়া যায় , তবে রাজ্যের সমস্ত চাষী ভাই ও ছাদ বাগানিরা উপকৃত হবে।
ভিডিও প্রতিবেদন এর জন্য ধন্যবাদ আপনাকে।
আমি বলেছি সব জায়গায় বিক্রির
ব্যবস্থা করতে।
তবে সময় লাগবে।
নুতন সবে সার টা এসেছে।
sir puro paschim bong e ekhon pawa Jaye saar ta. Apni naam ba phone number dilei amar jogar kore debo 🙏🙏🙏🙏🙏🙏
Can I use in potato ?
স্যার আপনার ভিডিওগুলো এতো সুন্দর করে বুঝিয়ে বলেন আমার মতো গোরুও বুঝতে অসুবিধা হয় না। ভালো থাকুন, অনেকদিন পর্যন্ত বেঁচে থাকুন।❤️❤️❤️❤️
ধন্যবাদ স্যার, এভাবেই এগিয়ে চলার শুভেচ্ছা রইলো
ধন্যবাদ জানাই।
আমি বাংলাদেশ থেকে বলছি সবজি স্বাদ আর আগের মত করা সম্ভব নয় এই সার দিয়ে, তবে আপনার কথায় যুক্তি আছে , আপনার সব আলোচনাই খুব ভালো কৃষকের উপকার আছে, ধন্যবাদ ভাই,
শুধু জৈব সার দিয়ে চাষ করুন
আশাকরি স্বাদ ফিরে পাবেন।
সরিষার খৈলের সঙ্গে মিলিয়ে দেওয়া যাবে কি না, যদি ব্যাবহার করা যায় তবে কি পরিমানে?
স্যার আপনি অনেক চাষ সম্পর্কে আলোচনা করেন যা থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। দয়াকরে যদি রজনীগন্ধা ফুলের রোগ ও পোকা মাকড়ের দমন সম্পর্কে কিছু আলোচনা করেন তাহলে আমি খুবই উপকৃত হব।
অনাথ বাবু এই সার কি cinder এ বসানো ফুল গাছে দেওয়া যাবে ? যদি যায় কি ভাবে দেব ? আপনার ভিডিও দেখতে খুবই আনন্দ পাই কিন্তু আপনি বড় বড় বাগান নিয়ে ভাবেন । আমাদের মতো ছোট্ট একটু বাগানের কথা আপনাকে ভাবতে হবে । কারন ভুয়ো ইউটিউবে ভর্তি হয়ে গেছে । যারা বিজ্ঞান সম্মত ভাবে কিছুই বলে না । শুধু নিজের গাছ নিয়ে বলে যায় । তাই প্লীজ reply korben ।
Beautiful line sir nomoskar neben KHUB Valo laglo video Jay kisan Jay jagannath.
সার (আতা) গাছে ফুল পডে় যাচ্ছে কিকরব। গাছ কিন্তু সুস্থ সবল।
Amar same
অনেক আগেই এটা দেখেছি।
অন্য এক ইউটিউব চ্যানেল থেকে । ধন্যবাদ।
ধন্যবাদ ভালো থাকবেন
সরকারের অনেক প্রযুক্তি আছে সেগুলো তুলে ধরুন স্যার চাষিরা উপকৃত হবে পয়সা লাগবে না
যেমন
Pusa decomposer kotho pawa jai na ei to sarkaar
@@abhisheksarkar9436 00000000000
সারের নাম কি।
সারের নাম বলুন।
সত্যি খুব ভালো সার।
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
ছাদ বাগানে টবে দেওয়ার অনুপাত জানাবেন।
10:13 10:13
কাকু আমি নর্থবেঙ্গল শিলিগুড়িতে থাকি এই স্যার আমি এখানে কোথায় পাবো অনলাইনের কোন ব্যবস্থা আছে কি
স্যার অপেক্ষায় থাকি এই রকম ভিডিও পাবার আশায়। ভিডিওটা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ জানাই ভালো থাকবেন।
স্যার একটা 10" টবে কতটা পরিমাণ দেওয়া যেতে পারে? এই সার
ধন্যবাদ জানাই আপনাকে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি আনার জন্য আপনিই আমাদের ভরসা ভালো থাকবেন
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
স্যার পেয়ারা গাছের জন্য কতটা সার ব্যবহার করতে হবে দয়া করে বলে দিলে উপকৃত হতাম।
খুব কাজে লাগবে। অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন
Pabo kothay
স্যার আপনার নিকট হইতে কৃষিকাজে উৎসাহ পাই।bai enzyme নিয়ে একটি ভিডিও আনুন।
শুধু tata নয় আপনাৰ উপৰও ভৰষা আছে।ধন্যবাদ।
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
সত্যি স্যার
আপনার ভিডিও দেখার পর মনে হয়না আর কিছু জানার বাকী থাকলো ,ভালো থাকবেন 🙏
ফল গাছের পরিমাণ কতো হবে
স্যার আমি বীরভূম জেলায় পাড়ুই থানা রায় পুর গাও
থেকে দেখছি ভিডিও টা দেখে খুব ভালো লাগলো !
ধন্যবাদ জানাই।
আপনার ভিডিও অসাধারণ ❤
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
এইসার,আমিবেবহার,করেছি,খুপভালো
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
You are simply excellent sir. Doing a great job by helping us. Thank you from the bottom of my heart ❤️. 🙏
Many thanks to you for watching my video .
May God bless you all the time.
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই রকম একটা ভীষণ উপকারী একটা সংবাদ পরিবেশনের জন্য । আমার প্রশ্ন টবের গাছে কি পরিমাণে ব্যবহার করব এবং নাইট্রোজেন ও পটাসের জন্য এর সাথে কি মেশাব ? উত্তর পেলে উপকৃত হব । ভালো থাকুন , সুস্থ থাকুন । নমস্কার ।
Tata is tata , kotha hobe na. 👌
ধন্যবাদ জানাই।
নমস্কার সুন্দর একটি ভিডিও খুব সুন্দর একটি উপস্থাপন। বলছিলাম কয়েকটি লাফা হাইব্রিড বরটি বীজের নাম বলুন, এবং কোন সময় এই বীজ রোপন করতে হবে। ধন্যবাদ ভালো থাকবেন।
নদীয়া জেলার তেহট্ট থানায় সারের দোকানে ধুরভী গোল্ড পাওয়া যায় না
গাছ যখন ছোট্ট চকচকেে থাকে গবর না দিলে কিছু হবে না গরু প্রতিটি চাষি কে রাখতে হবে জয় গো মাতা
হ্যাঁ,
ঠিকই বলেছেন।
আগে গো সম্পদ দিয়ে আর্থিক অবস্হার
বিচার করা হতো।
স্যর আপনার কাছে অনুরোধ গাঁদা ফুলের রোগ এবং ভাইরাস বিষয় নিয়ে আলোচনা করবেন দয়া করে🙏🙏🙏🙏
আচ্ছা ঐ নিয়ে পরে ভিডিও করার চেষ্টা করবো।
Dhurvi gold নিয়ে আপনার পরবর্তী ভিডিও টি এর অপেক্ষাই আছি । আপনার দেওয়া toll free number এর মারফৎ কলকাতার থেকে সারটি পেয়েছি। ফল ও সবজি গাছে প্রয়োগ করে আপনাই feed back জানাব।
এই সার টি ব্যবহার করেছি খুব ভালো সার. বারুইপুর পিয়ারা চাষি krishnakanta 🙏
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
বারুইপুরে কোথায় পাওয়া যায় জানালে ভালো হয়।
ধান্যবাদ জানাই আপনাকে
ধন্যবাদ।
সপরিবারে ভালো থাকুন,
আর এগিয়ে চলুন,
এই কামনা করবো।
স্যার,amiter top ও 19:19:19ও for একসঙ্গে স্প্রে করা যাবে কি ঝিঙে গাছে।আরেকটি প্রশ্ন একতারা ও19:19:19ওpropessuper একসঙ্গে ঢ়েড়সগাছে স্প্রে করা যায় কি
Dhurvi Gold সারে থাকে জিঙ্ক এবং NPK 10:26:26 -এ থাকে ফসফেট। তাই Dhurvi Gold এবং NPK একসাথে গাছের মাটিতে দেওয়া যাবে কী?
Dhurvi Gold fertilizer er moddhe "ZINC" aache. R aami joto dur jani "ZINC" and "PHOSPHATE" ek sathe use korte nei. Tahole ki eta NPK 10:26:26 fertilizer er sathe use kora jabe?
Khub sundor video
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
আসাধারন
খুবই উপকারী ভিডিও
এ রকম উপকারী ভিডিও তৈরী করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার।
এ ভাবে এগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি।
অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন
অসাধারণ একটা ভিডিও। আপনার ভিডিও অনন্য।
টবের গাছের জন্য কি পরিমাণ ব্যবহার করব, এই বিষয়ে একটি ভিডিও করলে খুবই ভালো হয়।
10 ইঞ্চি টবে 30 গ্রাম এই সার সেই সঙ্গে
NPK 10 26 26সার 25 গ্রাম মিশিয়ে গাছের গোড়া থেকে একটু দূরে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দেবেন।
একদিন পর থেকে জল সেচ দেবেন।
সাত দিন পর থেকে গাছের চেহারাই পাল্টে যাবে।
@@farmingadviseranathhalder7579 আপনি পোস্ট করার পর দ্রুত response করে guide করে থাকেন। এত আন্তরিকভাবে সাহায্য এখন আর কেউ করেনা । আমরা কৃতজ্ঞ আপনার নিকট।
আপনার ব্যাখ্যা অনুযায়ী এর অনেক উপাদান কেঁচো সারে আছে। ভার্মিকম্পোস্ট নিয়ে একটা ভিডিও করুন।
আমার চ্যানেলে এই ব্যাপারে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।
জমিতে প্রয়োগ এর সঠিক সময় ধান চাষে বলুন দযা করে বলুন ❤❤❤❤❤❤❤❤❤
Tata steel ta change korun only tata company likhun.baki video khub bhalo hoyeche.
খুব সুন্দর খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 🙏🌹🙏
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
দারূন লাগলো দাদাভাই আজকের ভিডিও 👌🙏
ধন্যবাদ
sir ami apnake bole6ilam dhurvi gold niye kichu bolte.khub valo. malta lebu gache koto tuku kore debo...1 বছরের গাছ।
আপনার ভিডিও গুলো ভীষণ তথ্য সম্মৃদ্ধ।অনেক কিছু জানতে পারি।স্যার এই দূর্ভি গোল্ড সার কি সেগুন ,গামার, কাঁঠাল, আম, লেবু ইত্যাদি গাছে কি দেওয়া যাবে?এই সব গাছের জন্য কি সার ও পরিচর্যা আছে জানালে খুব উপকার হয়।
এবার বর্ষা আসছে দশ বৎসরের প্রতি গাছে 350 gram এই সার সেই সঙ্গে
NPK 10 26 26 এই সার 350 গ্রাম মিশিয়ে গাছের গোড়া থেকে দু ফুট দূর দিয়ে দিয়ে মাটি চাপা দেবেন 20 / 25 দিন পর থেকে গাছের চেহারার পরিবর্তন দেখতে পাবেন।
Tata nam tai mone taane .👍
শুধু ঐ সার ব্যবহার করলে কাজ পাবেন না।
ঐ সারের সঙ্গে NPK 28 28 0 /
10 26 26 / 20 20 0 13 / 14 35 14
এদের মধ্যে যে কোনো একটা মিশিয়ে
ব্যবহার করতে হবে।
OK SIR
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
চাষীদের কাছে আশাপ্রদ হবে। ধন্যবাদ নেবেন।
হ্যাঁ
চাষীরা ভালো কাজ পাবেন।
তবে ধীরে ধীরে কাজ পাবেন।সাত দিন পর থেকে গাছের পরিবর্তন অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন।
তবে এই সারের সঙ্গে 28 28 0 অথবা
20 20 0 13 এই সার ও দিতে হবে ।
Namaskar sir.mon venge gelo.minimum 5% zinc rakha jete parto.r sir syngenta CAPCADIS information dile valo hoto.dhanyabad
Apner kotha sune ami anath haye gechi
কি সমস্যা হচ্ছে আমাকে জানান আমি আশা করি সেই অসুবিধা থেকে আপনার সমস্যার সমাধান করতে পারবো।
Ok
❤
ধন্যবাদ sir
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
স্যার অন লাইন এ পাব কি। আমি আসামে থাকি।অনেক ধন্যবাদ এই রকম তথ্য গুলো তুলে ধরার জন্য। আমি টবে ফুল ফল করি। খুব ভাল থাকবেন ❤❤
ঐ সার ব্যবহার করবেন।সহজে গাছে রোগ আসবেনা। মাটির P H মান ঠিক রাখবে।মাটিকে দীর্ঘ দিন উর্বর করে তুলবে।
ঐ ফোন নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবেন।
অনাথ কাকা, Pendimethalin 30% EC কখন ও কোন সময় ব্যবহার করব????
সাধারণত চওড়া পাতা যুক্ত আগাছা মারতে ব্যবহার করা হয়। তবে গাছ বার হবার আগে স্প্রে করলে খুব ভালো হয়।
গাছ থাকা কালীন সরু গাছ হতে হবে
আর চওড়া পাতা যুক্ত আগাছা মরবে।
প্রতি লিটার জলে তিন মিলি মিশিয়ে দুপুর বেলায় স্প্রে করবেন।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ কাকা, খুব ভালো লাগলো... ভালো থাকবেন কাকা
Sir জৈব সঙ্গে রাসায়নিক দিলে খতি হবে না
স্যার,, বাংলাদেশে তো এটা পাওয়া যাবে না।তাহলে আমরা এটার পরিবর্তে কি ব্যবহার করতে পারি??
ami 2month age dekhe6i
খুব সুন্দর প্রতিবেদন
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
অসাধারণ একটি ভিডিও
ধন্যবাদ
Excellent excellent excellent
ধন্যবাদ জানাই, সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
ধন্যবাদ
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
দাদা,
১ কেজি ধু্র্ভি গোল্ড এর সঙ্গে কতোটা ১০ : ২৬ : ২৬ মিশিয়ে ব্যবহার করা প্রয়োজন? জানতে চেয়ে অনুরোধ করছি।
স্যার প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।।।স্যার ক্যাপসিকাম চাষ নিয়ে ভিডিও দেন।।। কেমন লাভ আছে।। কী রকম খরচ আছে।। কেমন মাটির প্রয়োজন সবকিছু আলোচনা।।।স্যার রিপ্লাই দেবেন আমি অপেক্ষায় থাকবো।।।স্যার সপরিবারে সুস্থ থাকুন ভালো থাকুন।।। ধন্যবাদ
আমিও জানতে চাই স্যার..
@@abhijitbhar9890 অভিজিৎ তুমি কি করো এখন পড়াশোনা।।। অনাথ স্যার প্রশ্নের উত্তর দেন অপেক্ষা করো নিশ্চয় আমাদের প্রশ্নের উত্তর পাবো
খুব উপযোগী।
কথা বলার বা দেখা করার সুযোগ পেলে আরো ভালো লাগতো।
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
স্যার এই ধূর্ভি গোল্ডের প্রয়োগ পদ্ধতি ও তার ব্যবহার কোন গাছের ক্ষেত্রে কেমন তা নিয়ে একটি ভিডিও করুন।
পরে চেষ্টা করবো।
@@farmingadviseranathhalder7579আম গাছ সোবেদা গাছ এ এই সার দেওয়া যাবে কি?
দারুন উপস্থাপন 👌
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Sir, তিল গাছে ফুল এসেছে মিরাকুলান আর NPK 10:05:36 দেয়া যাবে গাছ খুব ছোট
এখন আর ব্যবহার করবেন না।
আমাদের কুচবিহার জেলায় ধুরভী গোল্ড পাওয়া যায়না ।
Jay dada
Lagle bolben
ধন্যবাদ ❤❤❤
অসংখ্য ধন্যবাদ স্যার, এই স্যারের বিষয়টা পরিস্কার ভাবে জানানোর জন্য।
আমি বসিরহাট হাড়োয়া থেকে বলছি। স্যার আমাদের এদিকে কি এই সার পাওয়া যাবে। এই সার এখন কোথায় পাওয়া যাচ্ছে দয়া করে একটু ঠিকানাটা আপনি পরিষ্কারভাবে বলে দেবেন।
আমতলা বাজারের ভিতরে জনার্দন পাড়ুই এর দোকানে পাবেন।
@@farmingadviseranathhalder7579 স্যার আমার বাড়ি তো উত্তর 24 পরগনা, বসিরহাটের, হাড়োয়ায়, এইদিকে কোথায় পাওয়া যায়, ধরবি গোল্ড, স্যার একটু বলে দেবেন।
স্যার simodish কেমন।
Video দেন।
Sir alur jomita dhurbi gold use korla ki alada bava jink r boron use korta hoba ki
সব থেকে সৎ যুকিত ,দেন অনাথ বন্ধু বাবু।
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
10 inc tobe ay sar kotota porimane debo... R koto din por por..
স্যার প্রণাম নেবেন।শুভ সকাল।ভালো নার্শারীর একটা সন্ধান দিন।
মাশরুম চাষ নিয়ে ভিডিও করলে ভালো হয়
আচ্ছা চেষ্টা করবো।
টাটা হচ্ছে ভারত রতন (রত্ন) ! তার প্রতি টি প্রডাক্ট উৎকৃষ্ট মানের।
খরচ কমাতে এবং মিশ্র সারের মান বৃদ্ধি করতে যদি ৫ কেজি ভার্মি কম্পোস্ট এর সাথে ৩ কেজি ধুরভি গোল্ড এবং ২ কেজি ১০:২৬:২৬ মিশিয়ে ব্যবহার করি, তাহলে কেমন হবে? যদি ভালো হয়, তাহলে মিশ্রনের এই অনুপাতটা (৫:৩:২) কি ঠিক আছে?
স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য, স্যার আর একটা বিষয় জানার ছিল যেটা হলো আমরা কি ধান লাগানোর আগে জমি তৈরি করার সময় মুরগি স্যার ব্যাবহার করতে পারি? আর এর ব্যাবহার করলে কি জমির কোনো ক্ষতি হয়?
কোনো ক্ষতি হবে না।
এক বৎসরের বেশি পুরানো পোল্ট্রির লিটার চার বস্তা আর এই সার 20কেজি
বিঘাতে শেষ চাষের সময় ছড়িয়ে দিয়ে রোয়া করবেন।20দিন পর 10 কেজি
তারপর 35 দিন পর 10কেজি দিয়ে ধান চাষ করবেন ।প্রয়োজন মতো ইউরিয়া সার ব্যবহার করবেন।
Sir, ami dhanbad jharkhande thaki . Ami chat bagani. Bises kore Aamer pray 40 projati seba kore danr karanor chesta korchi. Ami ki online ei sar pete pari. Ei bachar kichu kichu gache fal dhrate perechi. Anek dhanyobad aapnake ei dharoner vedio debar jonyo. Asa kori uttor deben.❤
ঐ নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন
অথবা আপনার রাজ্যে Jamshedpur
TATA STEEL কোম্পানিতে ঐ সার তৈরি হচ্ছে। ওখানে খোঁজ খবর নিতে পারেন।
জয় হিন্দু বন্দেমাতরম স্যার।
Dragon fruit গাছে এই সার দেওয়া যাবে কি?
স্যর আপনাকে ধন্যবাদ, ছাদ বাগানের ফল গছে এই ধুভরি gold এর ব্যবহার কী করে যাবে সেটা বোলে দিলে ভালো হত।
দারুণ, আবার একটি জৈব সারের সন্ধান পেলুম 🙏🙏🙏
ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
দারুন লাগলো ভিডিও টা
স্যার এটা বোরো ধানের দ্বিতীয় চাপানে দেওেয়া যাবে। এবং কতটুকু পরিমাণ দিতে হবে।
অনেক অনেক ধন্যবাদ স্যার🙏
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
অসাধারণ খবর দিলেন দাদু।তবে দুটোকে বাদ দিলো কেন ইশ ষোলোকলা পূর্ন হয়ে যেত রে।
হ্যাঁ ঠিকই বলেছেন।
ঐ দুটো যোগ করলে আর কোনো
সার চাষীদের কিনতে হতো না।
স্যার বোরো ধানে কিভাবে ব্যবহার করবো একটু বললে ভালো হয়
স্যার মাছ চাষের ভিডিও গুলো দিন..
অবশ্যই অবশ্যই ভিডিও আনবো।
Sir
পানের বাগানে এই সার জল করে গোড়া দিলে হবে??পরিমান কত??
Please tell me , How to use in potted plants?
You must use it in the verge of the potted area .
স্যার পাতি লেবুর চাষ করতে চাই। কোন লেবুর চারা ভালো হবে জাত কি লাগানো। অনুরোধ করছি ansar টা দেবেন। বর্ষা চলে আসছে
স্যার আমি g9 banana চাষ করেছি 1 বছর হয়ে গেছে কিন্তু গাছ খুব বেশি লম্বা হয়নি কান্দি বেশি বড় আসছে না কি করবো একটু বলেন খুব উপকৃত হতাম যদি সাহায্যে করেন