Zero Cost Homemade ORGANIC Potassium | বিনা খরচে বাতিল জিনিস থেকে অর্গানিক পটাসিয়াম তৈরি | জৈব পটাশ

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 141

  • @rajgardens
    @rajgardens  Рік тому +9

    এরকম তথ্য-সমৃদ্ধ ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
    ভিডিওটি লাইক ও শেয়ার করবেন।

    • @samarkumarnandy9056
      @samarkumarnandy9056 Рік тому

      নিশ্চয়ই, সে কথা আর বলতে। আপনার কাছে যে সমস্ত তথ্য আমারা জানতে পারি তাতে আমরা সবাই উপকৃত হয়ে থাকি। আরও অনেক বেশি তথ্য জানার আগ্রহ প্রকাশ করি। ধন্যবাদ আপনাকে ও রাজ গার্ডেন্সের সকল ফলোয়ার দের।

    • @upamanyughosh8535
      @upamanyughosh8535 Рік тому

      Osadharon ekti video baniyechhen, je bishoy niye aj obdhi onyo kono video youtube ey dekhini...

  • @samarkumarnandy9056
    @samarkumarnandy9056 Рік тому +1

    আপনার এই তথ্য গুলি এত বেশি প্রয়োজনীয় যে আমাদের মত বহু ছাদ বাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে এই রকমের তথ্য আরও পেতে চাই।

  • @tapasimohinta1488
    @tapasimohinta1488 Рік тому

    আপনার কথার সঙ্গে মিলিয়ে নিয়ে আনন্দিত হলাম কারন এগুলো দিয়ে ই আমি সম্পূর্ন নিজের হাতে বাগান করি মনের আনন্দে। আপনার কথায় জানুয়ারীতে ও শিউলি হয়েছে।
    অনেক ধন্যবাদ

  • @subratasarkar-ki1sp
    @subratasarkar-ki1sp Рік тому +1

    অদ্ভুত সুন্দর বলেছেন ৷ concrete কোথাও বাড়তি ফেটানো নেই ৷ খুব সুন্দর i

  • @Debjanibannya
    @Debjanibannya Рік тому

    খুব উপকারে লাগবে ভিডিও টি...অনেক ধন্যবাদ আপনাকে

  • @kohinoorbegum3224
    @kohinoorbegum3224 Рік тому

    অনেক উপকারি একটি ভিডিও,সব বাগানিদের কাজে লাগবে।

  • @BikashChandradey-jw2jy
    @BikashChandradey-jw2jy 2 місяці тому

    খুব সুন্দর ভিডিও।

  • @nabinsarkar3834
    @nabinsarkar3834 Рік тому

    অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ধরনের ভিডিও করার জন্য

  • @subhashdebnath3874
    @subhashdebnath3874 Рік тому

    খুবই উপকৃত হলাম । ধন্যবাদ ।

  • @kbplayz7721
    @kbplayz7721 Рік тому

    আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম উপকারী তথ্য সমৃদ্ধ ভিডিও করার জন্য।

  • @afzalbhuiyan4956
    @afzalbhuiyan4956 Рік тому

    অনেক ধন্যবাদ এমন একটা ভিডিও করার জন্য। আমি কয়েক বছর ধরেই পিয়াজ, রসুন, ডিম আর কলার খুসা এর পাউডার বানাই। এবার রুই মাছের আঁস এর পাউডার করছি। গ্রীষ্মের সময় গ্রীণ হাউজের যে অতিরিক্ত তাপ আর রোদের প্রখরতা হয় তা থেকে এইসব শুকানো অনেক সহজ হয়। আমাদের শীত প্রধান শহরের সবচেয়ে বড় সমস্যা হল দেশের গাছ গুলি বাঁচানো অনেক কষ্টের। গত শীতে আমার অনেক গুলি প্রিয় গাছ বাঁচানোর চেষ্টা বিফল হয়েছে।

    • @belamukherjee4636
      @belamukherjee4636 Рік тому

      রুই মাছের আঁশ কি হবে?কেমন করে প্রয়োগ করতে হবে?শুধুমাত্র রুই মাছের না অন্য কোন হলেও হবে?

  • @malayghosh5928
    @malayghosh5928 Рік тому

    সমৃদ্ধ হলাম, ধন্যবাদ।

  • @sanjitpaul4854
    @sanjitpaul4854 Рік тому

    অসাধারণ। অনেক কিছু শেখা গেলো

  • @rooftopgardenbarishal2005
    @rooftopgardenbarishal2005 Рік тому

    অনেক ধন্যবাদ দাদা তথ্যনির্ভর ভিডিও অনেক ভালো লাগলো

  • @jesminaktar6550
    @jesminaktar6550 Рік тому

    এমন তথ্য বহুল ভিডিও দেখে ছাদ কৃষিতে আরও উতসাহ পাই।ধন্যবাদ আপনাকে।
    আমার পেয়ারা গাছে নিমাটোড ওষুধ দেয়ার পর আটটা কুড়ি হয়েছে।গাছের চেহারা সতেজ , তবে আর কুড়ি আসছে না।কাল দেখলাম শেকড় গীট গীট আছে এবং নতুন শেকড় হয়নি। এখন কি করবো দাদা,জানাবেন প্লিজ।

  • @bharatiauddy250
    @bharatiauddy250 Рік тому

    Darun laglo video ta dhonnobad

  • @upalsen9924
    @upalsen9924 Рік тому

    অসাধারণ প্রতিবেদন

  • @debatisrangoli2830
    @debatisrangoli2830 Рік тому

    Apnar video theke prochur sikhi, thank you dada

  • @moumitaadhikary4295
    @moumitaadhikary4295 Рік тому

    Thanks dada anek kichu shikhlam

  • @ibrahimmolla8441
    @ibrahimmolla8441 Рік тому

    বস বাংলাদেশ থেকে।
    বসে আছি আপনার আশায়।
    অনেক দোয়া রইল আপনার জন্য।

  • @sipragupta2056
    @sipragupta2056 Рік тому

    Khub sundor.ato poriskar o sahoj je bughte kono kasto nei. 🙏

  • @SubhasreeB-ws5pv
    @SubhasreeB-ws5pv 9 місяців тому

    খুব ভালো একটা ভিডিও। কিচেন লিংকড বাগানসাব দিক থেকেই উপযোগী।শুধু জানা প্রয়োজন।thamks আপনাকে i ek jon senior citizen। আপনার ভিডিও দেখি আর সাবস্ক্রাইব o করেছি অনেক আগে।

  • @arupdas1961
    @arupdas1961 Рік тому

    Darun video. Khb vlo.

  • @archanasom1606
    @archanasom1606 Рік тому

    ভীষণ ভালো।

  • @sumananandy5228
    @sumananandy5228 Рік тому +1

    Video tir opekkhai chilam khub khub bhalo laglo.goromer sob gacher kochi pata kukre jacche homemade nimoil babohar kore kaj hoini.upai bolben dada.🙏🙏

  • @sumitakhan6013
    @sumitakhan6013 Рік тому

    ধন্যবাদ জানাই আপনাকে।

  • @shahinakther5955
    @shahinakther5955 Рік тому

    ইস্ রে !! সেই রকম হয়েছে।

  • @ikbalmolla7963
    @ikbalmolla7963 Рік тому

    অসংখ্য ধন্যবাদ দাদা

  • @krishnendusarkar98
    @krishnendusarkar98 Рік тому

    I was waiting for the Organic Potassium video for a long time.

  • @kaberibhattacharjee1023
    @kaberibhattacharjee1023 Рік тому

    সত্যি খুব ভালো খাবার

  • @banerjeesolution8827
    @banerjeesolution8827 Рік тому

    Darun........

  • @mommymondal8895
    @mommymondal8895 Рік тому

    Osadharon👌👌💚💚

  • @maitreyeebhaduri1511
    @maitreyeebhaduri1511 Рік тому

    Osadharon video 🙏

  • @abdulbaten-eo5cx
    @abdulbaten-eo5cx Рік тому

    সুন্দর ভিডিও ভাই

  • @amitbiswas.89
    @amitbiswas.89 Рік тому

    Khub valo laglo

  • @Potato_Pasta5
    @Potato_Pasta5 Рік тому

    Airokom sob alada alda khosar guro korar thke sob thke best kitchen compost use korun valo result paben.

  • @sibanandamandal4316
    @sibanandamandal4316 Рік тому

    Dada aktu bolben, jaba gacher kutting kore chara toiri korte gale pastic die cover keno korte hoi bolben

  • @anjansen8906
    @anjansen8906 Рік тому

    Darun dada

  • @subratadey1581
    @subratadey1581 Рік тому

    Dada gache kuri thakle liquid khabar deoya jabe ki

  • @bithi1564
    @bithi1564 Рік тому

    Dada kather chai joba o golap gachhey deuya jabey?

  • @gursarankaur6744
    @gursarankaur6744 Рік тому

    Basi vat gach e use Kora Jai ki jodi use Kora Jai tahole plz eitar upore akta video korun

  • @mahmodulhasan2711
    @mahmodulhasan2711 Рік тому

    Thanks sir

  • @tapaskumarpradhan1866
    @tapaskumarpradhan1866 Рік тому +1

    সব গুলো জিনিস একসঙ্গে মেশালে কি হতে পারে?

  • @hemantaghosh6179
    @hemantaghosh6179 Рік тому

    Osadharan vdo, sir ei smy bogenvalia gaach ki pruning kora jabe? Thanks

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      এখন তো ফুলের সিজন চলছে প্রুন করার দরকার নেই। গাছে ফুল শুকিয়ে গেলে সেগুলো তুলে পরিষ্কার করে দেবেন। আবার সেই ডালে নতুন করে ফুল আসবে।

  • @meghnathchowdhury3181
    @meghnathchowdhury3181 Рік тому

    কলমি শাক পটাশিয়ামের ভালো উৎস।

  • @md.shamimhoque2001
    @md.shamimhoque2001 Рік тому

    কতদিন পরপর এই পেঁয়াজের + রসুন + কলা + শশার খোসা দিতে হয়, গাছের ঘুরায়??

  • @nilufakhatun7137
    @nilufakhatun7137 Рік тому

    Dada apnar gacher Dale sada ki deoa ache

  • @eushakhan8132
    @eushakhan8132 Рік тому

    Nice

  • @munmunghosh4238
    @munmunghosh4238 Рік тому

    Thank u dada.

  • @ananyabanerjee6808
    @ananyabanerjee6808 Рік тому

    দাদা আমার বাকি প্রশ্নগুলোর উত্তর জানতে পারলাম না খুব জরুরি।

  • @rs9283
    @rs9283 Рік тому

    এই গুঁড়োগুলো কি সব একসাথে মিশিয়ে ব্যবহার করা যাবে? গুঁড়োগুলো কতদিন অন্তর অন্তর ব্যবহার করতে হয়?

  • @chandanasengupta6934
    @chandanasengupta6934 Рік тому

    খুবই সুন্দর লাগল , খোসাগুলো একসাথে জলে মিশিয়ে তরল সার হিসেবে ব্যবহার করা যাবে ? একটু জানাবেন । ধন্যবাদ

  • @ajoyroy3139
    @ajoyroy3139 10 місяців тому

    শুনেছি কলার খোসার থেকে কলাগাছের ডগার মধ্যে বেশী পরিমাণ পটাসিয়াম থাকে ?
    এই টপিকের ওপর একটি ভিডিও বানান

  • @sampaddas9142
    @sampaddas9142 Рік тому

    Magnesium kise paoa jabe

  • @pradipbanerjee5198
    @pradipbanerjee5198 Рік тому

    Bougenvelia soil preparation niye video dila bhalo hoi

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      এর জন্য স্পেশাল কোন মাটি তৈরির দরকার লাগে না। আমার চ্যানেলে মাটি তৈরি নিয়ে বেশ কয়েকটি ভিডিও রয়েছে। তার যেকোনো একটি মাটি তৈরি করে তাতে গাছ বসাতে পারেন।

  • @sampaddas9142
    @sampaddas9142 Рік тому

    Adenium er akta video din and sunburn keno hoche

  • @mandirachaudhury5418
    @mandirachaudhury5418 Рік тому

    Kitchen compost r mati diye gachh bosano jabe?jodi hoy ki poriman debo

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      কিচেন কম্পোস্ট প্রচন্ড উর্বর সার, সরাসরি গাছ বসানো যাবে না। ফিফটি পার্সেন্ট মাটি অথবা কোকো পিটের সঙ্গে মিশিয়ে গাছ বসাতে পারেন।

  • @ananyabanerjee6808
    @ananyabanerjee6808 Рік тому

    দাদা আমার দোপাটি গাছটির পাতাগুলির ডগার দিকটা আল্প আল্প করে শুকিয়ে যাচ্ছে আর ডালগুলি নুইয়ে পড়ছে কি করব?

  • @hellodream1729
    @hellodream1729 Рік тому

    Npk hisabe chapata,dimer khosa r peyajer khosa guro kore use korle valo kaj hobe?

  • @mallikasultana4816
    @mallikasultana4816 Рік тому

    মরিচ গাছে ফুল আসার জন্য কি করতে হবে?

  • @sumitboral3745
    @sumitboral3745 Рік тому

    Prom ছাড়া ফসরাস এর কোনো অর্গানিক alternatives কিছু হয় কি? জানালে বিশেষ উপকৃত হবো। ধন্যবাদ।

    • @rajgardens
      @rajgardens  Рік тому +2

      আগামীকালের ভিডিওটি দেখুন। শশার খোসা, হাড় গুঁড়ো, শিংকুচিতে ফসফরাস আছে।

  • @Dailyplantcare786
    @Dailyplantcare786 Рік тому

    দাদা সব চেয়ে ভালো ফ্রুট ব্যাগ কোনটা! প্লিজ জানাবেন, কেনার জন্য link টা দিয়ে দেবেন

  • @ananyabanerjee6808
    @ananyabanerjee6808 Рік тому

    দাদা profex super আনলাইনেতো পাচ্ছি না । তবে কোথায় পাপাবো।

  • @HuMan-sp4zz
    @HuMan-sp4zz Рік тому

    Litter e koto gram magnesium dite hoy spray korar jonno?

  • @sougataroy3163
    @sougataroy3163 10 місяців тому

    নমস্কার দাদা সুপ্রভাত.. আমি সৌগত.. বলছি দাদা মাটি বানানোর সময় রাসায়নিক এর পরিবর্তে কি এর মধ্যে কোনো একটা ব্যবহার করতে পারি ? পরিমাণে কতটা( শসার খোসা ক্ষেত্রে ও কী এক ই হবে?
    আপনার মাটি ছাড়া potting mixture এ দেখছিলাম কলার খোসা দিয়ে ছিলেন.. সেই পরিমানে ই কি দিতে পারি?

  • @rajatsubhradas
    @rajatsubhradas Рік тому

    Dada sea weed ki organic potassium er bhalo source?

    • @rajgardens
      @rajgardens  Рік тому +1

      কিছু কিছু সীউইডে পটাশিয়াম থাকে, তবে পর্যাপ্ত থাকে না। তাই বাইরে থেকে প্রয়োগ করা দরকার হয়।

  • @sampadey7951
    @sampadey7951 Рік тому

    লেবু গাছে প্রচুর ফুল এসেছিলো ফোঁটার আগেই সব ঝোরে গেছে. আবার নতুন করে ফুল আসার জন্য কি করতে হবে

  • @RobinKhan-nn6ie
    @RobinKhan-nn6ie Рік тому +1

    পটাশিয়াম গাছে কখন দিতে হবে?পটাশিয়াম এর অভাবে কি হয়?

    • @riktiakahamed3854
      @riktiakahamed3854 10 місяців тому

      পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ এবং কিনারায় পুড়ে যাওয়া সদৃশ বাদামি রং দেখা যায় এবং পাতা কুঁকড়ে আসে,মৃত অংশ দেখা যায়।
      গাছের বৃদ্ধি কম এবং শীর্ষ ও পার্শ্ব মুকুল মরে যায়।🙂

  • @ananyabanerjee6808
    @ananyabanerjee6808 Рік тому

    দাদা মিলিবাগে ও কি bilitox 50 কাজ করবে?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      এটাতো ফাঙ্গিসাইড। মিলিবাগের জন্য প্রফেক্স সুপার ব্যবহার করুন।

  • @bibhasmandal8326
    @bibhasmandal8326 Рік тому +1

    সত্যিই এবার আমার ছাদ-বাগানে জামরুল গাছে প্রচুর ফুল এসেছ। কি ভাবে সেগুলো রক্ষা করব? এই মুহূর্তে জৈব পটাশিয়াম তো কিছু তৈরি নেই... রাসায়নিক পটাশ কি দেওয়া যাবে? দেওয়া গেলে পরিমাণ কতটা?

  • @jayeetagd8084
    @jayeetagd8084 Рік тому

    দাদা গোলাপের চাপান সার এ কি কি থাকে বললে ধন্য হয়ে যাই।

  • @shamimrahman6005
    @shamimrahman6005 Рік тому

    Very nice . My gladiolus is not blooming. Can u tell the reason

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      এ বছর যখন এখনো ফুল ফোটেনি তাহলে আর ফুটবে বলে মনে হয় না। গরম প্রচন্ড পড়েছে। এই নিয়ে আগামী বছর ভিডিও বানানোর ইচ্ছে আছে। তখন পরিচর্যাটা দেখে নেবেন।

  • @tMMTk15
    @tMMTk15 Рік тому

    ইফকো জৈব্য পটাস কি ভাবে স্প্রে করা যাবে। লেবু গাছে আমার বাগানে গাছ।
    ধন্যবাদ 🙏

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      যদি ওয়াটার সলিবল হয় তবেই স্প্রে করবেন, না হলে মাটিতে দিলেই কাজ হবে।

  • @MuktaSultana-w5f
    @MuktaSultana-w5f Рік тому

    দাদা সব খোসার গুড়ো একএে মিশিয়ে কি জবা,গোলাপ গাছে দেয়া যাবে? দেয়া গেলে কতোদিন পর পর দিব?

  • @ifteykharulalambokul1868
    @ifteykharulalambokul1868 Рік тому

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আপনার ভিডিও দেখি কিন্তু আমার একটা প্রশ্ন হলো মাল্টা গাছের কুঁড়ি এসেছে দাদা এখন আমি কি করবো যদি একটু বলতেন আমার উপকার হতো দাদা দয়া করে বলবেন

  • @vaswatichatterjee
    @vaswatichatterjee Рік тому

    এই সব উপকরণ‌গুলো একসাথে মিশিয়ে দেওয়া যাবে? তাহলে কতটা করে দিতে হবে একটু জানালে উপকৃত হব। ধন্যবাদ।

  • @tapanbhattacharje7182
    @tapanbhattacharje7182 Рік тому

    Dada,wood ash use korle soil alkaline hie Jabe na?

    • @subratasarkar-ki1sp
      @subratasarkar-ki1sp Рік тому

      হ্যাঁ, আমার কিছু গাছ নষ্ট হয়েছে কাঠের ছাই ব্যবহারে

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      বেশি এবং ঘনঘন প্রয়োগ করলে সমস্যাতে হবে।

  • @hellodream1729
    @hellodream1729 Рік тому

    Maltar guti dhorle peyajer khosa vejano jol gorai or spray kora jabe?

  • @hossainforhad9835
    @hossainforhad9835 Рік тому

    দাদা.... ফল মাছি থেকে বাচঁতে কি স্প্রে করবো?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      ua-cam.com/video/_EFyKDXYdpE/v-deo.html

  • @HFA1997
    @HFA1997 Рік тому

    Hmmm

  • @nabinsarkar3834
    @nabinsarkar3834 Рік тому

    এই পটাসিয়াম সমৃদ্ধ জিনিসগুলো যদি সবগুলো একসাথে গাছে দিতে চাই বা বা আলাদা আলাদা কিরে দিতে চাই তাহলে কতদিন পর পর মাটিতে মেশাব?ধন্যবাদ

  • @ajantasaha3826
    @ajantasaha3826 Рік тому +1

    এই গুঁড়োগুলো সব একসঙ্গে মিশিয়ে দেয়া যাবে?

  • @DebasisHalder-e3e
    @DebasisHalder-e3e Рік тому

    Amar gacher patar doga gulo pure jache ki korbo doya kore bolben

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      কোন গাছের কথা বলছেন তার ছবি তুলে আমার ফেসবুক পেজে পাঠান।

  • @ashokdey774
    @ashokdey774 Рік тому

    ❤❤❤

  • @bimoulpal9655
    @bimoulpal9655 Рік тому

    ডাগন গাছেরচারা বৃধির ভিডিও দাযো

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে দেখে নিন।

  • @ifteykharulalambokul1868
    @ifteykharulalambokul1868 Рік тому

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আপনার ভিডিও দেখি কিন্তু আমার একটা প্রশ্ন হলো আনার গাছে ফুল এসেছে কিন্তু ফুল সব ঝড়ে পড়ছে দাদা আমি কি করবো যদি একটু বলতেন দাদা আমার উপকার হতো

  • @anitadas9372
    @anitadas9372 Рік тому

    কাঠ এর ছাই আর কাঠ কয়লার ছাই এক কি?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      জিনিসটা একই। কাঠ যখন পুড়ে ধুলো হয়ে যায় সেটা কাঠের ছাই আর অর্ধেক পোড়া অবস্থায় যেটা থাকে সেটাকে কাঠ কয়লা বলে

  • @tasnimmoonmoon3194
    @tasnimmoonmoon3194 Рік тому

    মরিচ গাছ, লাউ গাছ,শসা গাছ ও শিম গাছ যেখানে লাগিয়ে ছিলাম সব জায়গায় গা লাগানোর কিছু দিন পর বৃদ্ধি বন্ধ হয়ে গাছ কেমন জানি হয়ে যায়, তখন গোঁড়া উঠিয়ে দেখলাম শিকড় গাটগাট হয়ে গেছে। এরপর আমি মাটিতে ব্রিফার ৫ জি কীটনাশক দিয়ে রেখেছি,সাথে নিম খোল চুন এগুলাও দিয়ে রেখেছি,এখন কিভাবে এই মাটি আবার ব্যবহার করা যাবে? ঢাকায় তো বারবার মাটি ফেলে নতুন মাটি নেবো এমন উপায় নেই। কি করবো জানালে খুব উপকৃত হবো দাদা।

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      শিকড়ের মধ্যে গিঁটগিঁট লক্ষ্য করা যায় ওটা কে নিমাটোট বলে ।মারাত্মক একটি রোগ, যে গাছে ধরে তাকে মেরে ফেলে। আপনি মাটিতে যেগুলো মিশিয়েছেন তাতেই বিশেষ কাজ হবে না। কৃমিনাশক দিয়ে মাটির শোধন করতে হবে। আপনাদের ওখানে 'রাগবী' কিংবা অন্য নামে দমন করার পাউডার পাওয়া যায় ওটা খোঁজ করে দেখতে পারেন।

    • @tasnimmoonmoon3194
      @tasnimmoonmoon3194 Рік тому

      ধন্যবাদ দাদা, আমি রাগবী১০জি ১ কেজির পেকেট কিনেছি গত কাল এখন এটা টবে কি পরিমান ও কিভাবে ব্যবহার করবো জানালে উপকৃত হই

  • @shahinakther5955
    @shahinakther5955 Рік тому

    👍🌱

  • @plantrient01
    @plantrient01 Рік тому

    Dada apnar sathe kichu personally kotha chilo aii bishoye
    To apnar sathe kivabe contact korbo
    Ba amake jodi kono number pawa jeto tahole khubi valo hoto

  • @chandanpanda8951
    @chandanpanda8951 Рік тому

    রসুন, সসা, পেয়াঁজ,কলা, আলু, এই সবের খোসা একসাথে শুকনো করে গুড়ো করে গাছে দেওয়া যায় ?

  • @sanjayroy4334
    @sanjayroy4334 Рік тому

    আপনার ঠিকানাটা একবার দেবেন,আপনার বাগান টা একবার দেখার ইচ্ছা আছে।

  • @Eituaktar78
    @Eituaktar78 Рік тому

    🤟🤟👍🏻👍🏻

  • @user-oo4hf4pk5u
    @user-oo4hf4pk5u Рік тому

    Chad ye gache ye onek pipre, ki kore tarabo?

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      টব বা গাছ থেকে পিপড়ে তাড়ানোর ঘরোয়া উপায় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। সময় করে দেখে নিন।

  • @toraguharoy4433
    @toraguharoy4433 Рік тому

    সমস্ত সব্জির খোসা যদি রোদে শুকিয়ে গুড় করে গাছের গোড়া তে দেই তাহলে চলবে?

    • @rajgardens
      @rajgardens  Рік тому +1

      দেওযা যাবে।

  • @FarakkabadAgro
    @FarakkabadAgro Рік тому

    ❤️👉🇧🇩

  • @mostafahossain6924
    @mostafahossain6924 Рік тому

    ,,,,samosta,jinisgulo,aksange,misie,deoa,jai,ki,na

  • @parthapratimsengupta6458
    @parthapratimsengupta6458 Рік тому

    সব চেষ্টা করলেও ১০০% জৈব দেওয়া মুশকিল, কারন বাজার থেকে আনা সবজি গুলি মুনাফা লাভের আশায় চাষী রাসায়নিক বেশি পরিমাণে ব্যবহার করেন, তাই পরোক্ষ ভাবে আমারও ওই গুলি থেকে কিছুটা হলেও রাসায়নিক ব্যবহার করতে বাধ্য হচ্ছি ।

    • @rajgardens
      @rajgardens  Рік тому +1

      ঠিক বলেছেন। অর্গানিক চাষে ফলন কম, রাসায়নিক দিলে ফলন বেশি। তাই চাষিরা রাসায়নিকের দিকেই ঝুঁকছে। আমার কিছুটা হলেও রাসায়নিক ব্যবহার করতে বাধ্য হচ্ছি ।

  • @plantrient01
    @plantrient01 Рік тому

    Dada apnar sathe gardening bishoye kichu kotha chilo khub dorkari
    Jodi aktu apnar what's app number ta pawa jeto
    Tahole khubi valo hoto

    • @rajgardens
      @rajgardens  Рік тому

      রাজ গার্ডেন ফেসবুক পেজ ফলো করুন।

  • @mdrabiul5067
    @mdrabiul5067 13 днів тому

    Thank you so much sir