Kristong Rungrang | ক্রিসতং রুংরাং সাইংপ্রা | Bandarban | জঙ্গলে কাটালাম ৩ দিন | বান্দরবান

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Kristong Rungrang Bandarban | ক্রিসতং রুংরাং সাইংপ্রা বান্দরবান | বান্দরবনের জঙ্গলে কাটালাম ৩ দিন | Kirstaung Rungrang Sainpra | | Bandarban vlog | travel with rd
    #Episode 1
    প্রথম দিন
    চকরিয়া থেকে খেমচং পাড়া।
    চকরিয়া থেকে জীপ নিয়ে প্রথমে চলে যাই তিন্দু (২১ কিলো) এবং সেখান থেকে সকাল ১২ টায় হাটা শুরু করি এবং রাত ৭.৩০ এ আমরা পৌছাই খেমচং পাড়া। যা ২০ কিঃমি (মোবাইল GPS) দেখানো হয়েছে। আর এই ২১ কিলো দিয়ে এতো জোক তা বলার মতো না। আমাদের ১১জনের টিম ছিলো কেউ জোকের হাত থেকে রক্ষা পায়নি।
    ২য় দিন
    খেমচং পাড়া থেকে সাইপ্রা ঝর্না।
    সকাল ৮.৩০ এ আমরা খেমচং পাড়া থেকে সাইপ্রা ঝর্নার উদেশ্যে যাত্রা শুরু করি। আজ পাহাড় বেয়ে চলার পথে অনেক ঝিরি দেখতে পাই। বড় বড় পাহাড় বেয়ে উপরে উঠা আবার নামা এমন ভাবেই চলতে থাকি এবং ১২.৪০ এ আমরা পৌচ্ছে যাই ঝর্নার রানী সাইপ্রা। সেখানে ১ ঘন্টা সময় কাটিয়ে আবার খেমচং পাড়ার উদেশ্যে রওনা দিলাম, খেমচং পাড়াতে এসে ঘড়িতে সময় ৫টা। তার পর রাতের আড্ডা। এ ভাবেই অতিবাহিত হলো ২য় দিন।
    ৩য় দিন
    খেমচং পাড়া থেকে রুংরাং জয়।
    সকাল ৮.৩০ এ আমরা খেমচং পাড়া থেকে রুংরাং পাহাড়ের উদেশ্যে যাত্রা শুরু করি। সকাল ১১/১২ টার মধ্যে আমরা রুংরাং পাহাড় জয় করি। তারপর পাহাড় বেয়ে নিচে মানতেই দেখতে পাই শামুক ঝর্না। আর এই শামুক ঝর্নার ঝিরি আমার দেখা সব থেকে সুন্দর ঝিরির একটি। আর এই ঝিরি দিয়েই হাটতে হয় আরও ১ ঘন্টার বেশি সময়। সেখানে দিয়ে আসার সময় ম্যানকিউ পাড়ায় কিছু সময় কাটিয়ে নেই। পরে বিকেল ৫ টার পর আমরা ট্রলারে করে চলে আছি আলিকদম। এবং সেখান থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে শেষ করি ৩ দিনের চমৎকার একটি ট্যুর।
    travel date: 7/10/22 থেকে 10/10/22
    location : কির্সতং-রুংরাং-সাইপ্রা (বান্দরবান)
    Instagram :
    robindewanrd_1995
    FB Page :
    travelwithrd11
    ID : imtihaj.dewan
    bandarban tourist spot
    bandarban
    Nilgiri bandarban
    Travel
    bangla vlog
    trip
    tourism

КОМЕНТАРІ • 20