ভোর বেলায় ধুতি পরে প্রার্থনা মন্দিরে যাওয়া ❤️ বিকেলে খেলার পরে আবার প্রার্থনা...গানের লাইন মুখস্ত না থাকায় বই থেকে দেখে নেওয়া, কখনো বা শুধু ঠোঁট নাড়িয়ে ফাঁকি দেওয়া 🤗 তারপর চারদিক ধুনোর গন্ধে ভরে থাকত....🌃 সার্থক ছেলেবেলা✨
মিশনের ছাত্র হতে পারিনি, তবে অনুভব করি খুব...... এই গান গুলো শুনলে চোখে জল চলে আসে....ঠাকুরের মন্ত্রে দীক্ষিত হতে পেরেছি এটাই অনেক... এখনও বেলুড়, বাগবাজার বা কাশীপুরে সন্ধারতি দেখার সময় অনবরত চোখ থেকে জল পড়ে ❤❤ প্রণাম নিও ঠাকুর ❤ মা ❤ স্বামীজি❤ গুরুদেব
আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র নই। সেই সৌভাগ্য আমার হয়নি। তবে এই প্রার্থনা সঙ্গীত শুনলে চোখ জলে ভরে ওঠে। মনে আনন্দের ঢেউ ওঠে। জয় শ্রী রামকৃষ্ণ জয় মা।। জয় জয় বীর স্বামীজী❤️
Amio mission er chatro hote parini Amar durbhagya Chotobelar theke plan cholchilo amake mission e bhorti korar jonno kintu baba maa Karo money chilo na sujog o hoye otheni aj amar 20 bochor boyesh
আমি সরিষা রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম, হোস্টেলে থাকতাম না। খুব বেশি বছর পড়ার সৌভাগ্য হয়নি, 5 বছর মতো। শারীরিক সমস্যার জন্য বাড়ির কাছে স্কুলে ট্রানস্ফার নিতে বাধ্য হই নবম শ্রেণীতে, সেখান থেকে মাধ্যমিক পাস। কিন্তু মিশন যে ভিত্তি রচনা করে দিয়েছিল একটা বাকি জীবনে ভীষণ সহায়ক হয়েছে, আমি বর্তমানে সরকারি স্কুলের শিক্ষক। এই গান পুরানো অনেক স্মৃতি মনে পড়িয়ে দিল।
আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র নই। কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমি এবং আমার পরিবার তাঁদের সংস্পর্শে আছি। ভবিষ্যতে আমি চেষ্টা করবো যাতে আমি ঠাকুরের আরও কাছের হতে পারি।
আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, তবে নরেন্দ্রপুরে পড়ার আমার সৌভাগ্য হয়নি, আমি পড়েছি হচ্ছে বিবেকনগর স্তিথ রামকৃষ্ণ মিশনে (ত্রিপুরায়)। গত বছর পাস করলাম, গানটা শুনে আবার সেই ছোটবেলার কথা মনে পরে গেল - সেই সকালে মঠে গিয়ে আরতি তে বসা, সেই স্কুলে যাওয়া, বন্ধুদের সাথেই থাকা, স্যার দের থেকে ভালবাসা পাওয়া ইত্যাদি
আমি শান্ত কুমার। ঢাকা নটরডেম কলেজে পড়ার সুবাদে, ঢাকা রামকৃষ্ণ মিশনের থাকা হয়েছিল 🌼মনে পড়ে সেই দিন গুলোর কথা😊যখন খুব সকালে ধুতি,পাঞ্জাবি পড়ে হাতে প্রার্থনা বই নিয়ে মন্দিরে যেতাম 😊,সবাই একসাথে মিলে প্রাথর্না জেতাম😊,ঠিক তেমনি ভাবে সন্ধ্যা সময় ও সকলে মিলে সন্ধ্যা প্রার্থনা যেতাম 🌼চোখের পলকে ২ বছর কেটে গেল বন্ধুদের সাথে একসাথে থেকে,মহারাজ যেমন আমাদের আদর করত তেমনি শাসন ও করতো 😊,, আহা কি দিন গুলো ছিল,💙,,,,
এ এক অদ্ভুত গান আর তেমন সুর। আমি এই গানের কথা মনে ছিল না, এবং সেটা চার বছর বাদে বাগবাজার মায়ের বাড়িতে সন্ধ্যারতীতে নতুন করে আবিষ্কার করি মনের মধ্যে এবং আমার কাছে আবার সেই গান শক্তি হয়ে ফিরে আসে। এখন সেই শক্তিকেই আরাধনা করবার চেষ্টা করি। আর ভুলিনি ❤🎉🙏🙏
খুব মনে পরে সেই পুরোনো দিনগুলো। বিকেলে খেলতে খেলতে শঙ্কের শব্দ শুনে,দৌড়ে মন্দিরে যাবা।✨ মহারাজের কিছে বকা খাবা,আবার ভালোবেসে কথা বলা। ঠাকুর,মায়ের গল্পো শুনানো,রোজ বই থেকে একটি করে কথা বুঝানো,ভালোবেসে খেতে দেবা।😇 জীবনে অনেক কিছু পাব,কিন্তু এই সময়টা আর পাবো না। এই গানটা শুনলেই মনে পরে সব।একটা আলাদা আনন্দ চলে মনে,কিন্তু চোখ ভিজে আসে। ♥♥
আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই অসাধারণ মুভিটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য, এই মুভিটি প্রত্যেক দর্শকই দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। সকলের কল্যাণ হোক, ঠাকুরমা স্বামীজীর আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক।
@@achintaganguly3272 আমাদের সময়ে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলাতেও যথেষ্ট সক্রিয় ছিলাম আমরা। কিন্তু এখন খেলাধুলার মান অনেক নেমে গেছে। পড়াশুনোর পাশাপাশি এই খেলাধুলো আমাদের মানসিক বিকাশের অনেক বড় কারণ, মনের জোর বাড়ায়। শুধু ভালো পড়াশুনো যদি কারণ হয় তাহলে বলবো যেকোনো স্কুলে থেকে সেটা হয়। তবে আশা করি, খেলাধুলোর মান নেমে গেলেও একসাথে হোস্টেলে থাকা, সব কাজ একসাথে করা এগুলোর আনন্দ অন্যরকম, এগুলোও মানসিক বিকাশের সঙ্গী
@@achintaganguly3272 পড়াশুনো খেলাধুলা সবই হয়। তবে হ্যাঁ শুধু পড়াশুনার জন্যে মিশনের হোস্টেল জীবন না। যেকোনো স্কুলেই একজন ছাত্র ভালো করতে পারে। ওখানে পড়াশুনো ছাড়াও আরও অনেক কিছু শিখেছি যা আজও জীবনে কাজে লাগে।
Darun nostalgic, ami nije rkm er student, ekhon rkm er college eo pori, khubei relatable protita frame jara rkm er student chilo ba ache tara detailing gulo dhorte parbe bhalo kore, onek din dhore eta dekhar opekkhay achi, asa kori taratari kono ott platform e available hobe. Best wishes
Narendrapur Ramkrishna Mission School 🙏🙏💐💐💐🙏💙😇 I desire to learn someday in this great mandira of Truth purity knowledge and inspiration ... Excellent prayer khandana bhava bandhana 🙏🙏
RKM has produced jwels after jwels in all walks of life. Hats off to the instituition ...humble salutation to the majestic trio who is interspersed in our lives
রামকৃষ্ণ মিশন সারদা মন্দির এর ছাত্রী হওয়ার সুবাদে ঠাকুর, মা, স্বামীজী কে ডিটেলস এ জানার পড়ার সুযোগ হয়েছিল!! আমার জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে এই বিদ্যালয়ে! ভীষণ ভাগ্যবান মনে হয় নিজেকে! জীবনের মূল্যবোধ এর যে শিক্ষা আমি পেয়েছি তা আর কোথাও হয়তো সম্ভব হতোনা!চির কৃতজ্ঞ আমি!🙏
Lots of love from the Mysore Ramakrishna Vidyashala and Ramakrishna Math and Mission Mysore Karnataka Brings back lots of memories and overwhelming sense of Nostalgia! Thanks !
ভোর বেলায় ধুতি পরে প্রার্থনা মন্দিরে যাওয়া বিকেলে খেলার পরে আবার প্রার্থনা...গানের লাইন মুখস্ত না থাকায় বই থেকে দেখে নেওয়া খুব মনে পরে সেই পুরোনো দিনগুলো। বিকেলে খেলতে খেলতে শঙ্কের শব্দ শুনে,দৌড়ে মন্দিরে যাবা। মহারাজের কিছে বকা খাবা,আবার ভালোবেসে কথা বলা। ঠাকুর,মায়ের গল্পো শুনানো,রোজ বই থেকে একটি করে কথা বুঝানো,ভালোবেসে খেতে দেবা। জীবনে অনেক কিছু পাব,কিন্তু এই সময়টা আর পাবো না। মিশনের ছাত্র আমি। গর্বিত
২০১৮ থেকে ২০২০ দুইটা বছর সুযোগ হয়েছিলো নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের ছাত্রাবাসে থাকার। গানের প্রত্যেক টা দৃশ্য আমাকে আমার সেই জীবনের শ্রেষ্ঠ ২ টা বছরের কথা মনে করিয়ে দিলো। সেই সকালে prayer করা, বিকেলে সন্ধ্যা আরতি। পুজোর সময় পুজোর সকল জোগাড় নিজেরা করা, মহারাজদের শাসন, আদর, আরো অনেক কিছু। সেসব এখন শুধু জীবনের ভালো মুহূর্ত। সুযোগ হয়ে উঠে না আর সেই মুহূর্ত গুলো পুনরায় বাঁচার। ধন্যবাদ আমার সেই সোনালী মুহূর্ত গুলো পুনরায় মনে করিয়ে দেয়ার জন্য🌸
@@sudhadey4836 আমি ছিলাম নারায়নগঞ্জ কলেজে। আর মিশনে সর্বনিম্ন বলে কিছু হয় না আর কি! কারণ এদিকে বেশিরভাগ ই আসে কলেজে পড়ুয়া ছেলেরা। হয়তো এর ছুট ছেলেদের ও থাকতে দেয়া হবে, কিন্তু এমন কেউ মনে হয় না আসে থাকতে। আর সর্বোচ্চ বলতে চাকরিজীবীরা থাকতে পারবে না। শুধু ছাত্র। যারা চাকরি করবে তাদেরকে থাকতে দেয়া হবে না।
আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরই ছাত্র। আজও বলব জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত গুলো সেখানেই কেটেছে। এখানে দেখান প্রতিটি স্হান স্মৃতির সঙ্গে গেঁথে রয়েছে। এটি ঠাকুর মা স্বামীজীর আশীর্বাদ ধন্য একটি প্রতিষ্ঠান। ❤❤❤
Khub miss kori sei din gulo jokhon sobai aksathe parthona kortam Ramkrishna dev er kache 😌🙏khub mona pora sei choto bela 🙏☺️ jiboner sesh din porjonto mona thakbe sei din gulo 🙏❤️
THANK YOU SO SO MUCH SIR ..... After watching these videos, I remembered all the memories of my mission school and hostel. I am very lucky that I have spent hostel life in mission school. That was the golden time of my life. I remember a lot. I wish I could live that life again. I still remember the 4:45am prayer. , The eyes remained closed but the tabla, harmonium, everything used to work.
আবেগে কেন যে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। স্বামীজি কে দেখতে পাই মনে হয় ❤🎉
Video টা দেখতে দেখতে মিশনের সেই শৈশব জীবনে ফিরে গেলাম। মিশনে কাটানো সেই 10 বছরের প্রতিটা দিন মনে পড়ে গেল। আহ যদি ঐ দিন গুলো আবার ফিরে পেতাম😢
ভোর বেলায় ধুতি পরে প্রার্থনা মন্দিরে যাওয়া ❤️ বিকেলে খেলার পরে আবার প্রার্থনা...গানের লাইন মুখস্ত না থাকায় বই থেকে দেখে নেওয়া, কখনো বা শুধু ঠোঁট নাড়িয়ে ফাঁকি দেওয়া 🤗 তারপর চারদিক ধুনোর গন্ধে ভরে থাকত....🌃 সার্থক ছেলেবেলা✨
R prayer hall dhaan korar aarale ek2 ghumiye newa
Seta k bolbe?
মিলে গেলো আমি এখনও অবস্থানরত।
সেই সব দিন কি ভোলা যায়, ভোরবেলা ঢুলু ঢুলু চোখে মন্দিরে line দিয়ে ধোকা বসা
Dada
@@khondokerazizulhaque357 akdom 😂😂 jiboner srestho samoi
আহা! মিশনের ছাত্র হিসেবে আমি গর্বিত।
ফতেয়াবাদ রামকৃষ্ণ সেবাশ্রম, চট্টগ্রাম।
Stay safe
Akhn o mission ta ache...
মিশনের ছাত্র হতে পারিনি, তবে অনুভব করি খুব...... এই গান গুলো শুনলে চোখে জল চলে আসে....ঠাকুরের মন্ত্রে দীক্ষিত হতে পেরেছি এটাই অনেক... এখনও বেলুড়, বাগবাজার বা কাশীপুরে সন্ধারতি দেখার সময় অনবরত চোখ থেকে জল পড়ে ❤❤ প্রণাম নিও ঠাকুর ❤ মা ❤ স্বামীজি❤ গুরুদেব
আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র নই। সেই সৌভাগ্য আমার হয়নি। তবে এই প্রার্থনা সঙ্গীত শুনলে চোখ জলে ভরে ওঠে। মনে আনন্দের ঢেউ ওঠে। জয় শ্রী রামকৃষ্ণ জয় মা।। জয় জয় বীর স্বামীজী❤️
✨ সত্যি দাদা ঠিক বলেছেন।
কোন মিশন দাদা ?
আমার আসানসোল ❤
Thik tai
Amio mission er chatro hote parini
Amar durbhagya
Chotobelar theke plan cholchilo amake mission e bhorti korar jonno kintu baba maa Karo money chilo na sujog o hoye otheni aj amar 20 bochor boyesh
@@anuragsarkar7710 Rahara and Belur Math
ঈশ্বর যদি সহায় হোন তবে আমারও খুব শীঘ্রই রামকৃষ্ণ মিশনের ছাত্র হওয়ার সৌভাগ্য হবে❤️আমার শৈশবের পবিত্র মনস্কামনা পূর্ণ করবেন আমার মা💫
আমি সরিষা রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম, হোস্টেলে থাকতাম না। খুব বেশি বছর পড়ার সৌভাগ্য হয়নি, 5 বছর মতো। শারীরিক সমস্যার জন্য বাড়ির কাছে স্কুলে ট্রানস্ফার নিতে বাধ্য হই নবম শ্রেণীতে, সেখান থেকে মাধ্যমিক পাস।
কিন্তু মিশন যে ভিত্তি রচনা করে দিয়েছিল একটা বাকি জীবনে ভীষণ সহায়ক হয়েছে, আমি বর্তমানে সরকারি স্কুলের শিক্ষক।
এই গান পুরানো অনেক স্মৃতি মনে পড়িয়ে দিল।
আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র নই। কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমি এবং আমার পরিবার তাঁদের সংস্পর্শে আছি। ভবিষ্যতে আমি চেষ্টা করবো যাতে আমি ঠাকুরের আরও কাছের হতে পারি।
আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, তবে নরেন্দ্রপুরে পড়ার আমার সৌভাগ্য হয়নি, আমি পড়েছি হচ্ছে বিবেকনগর স্তিথ রামকৃষ্ণ মিশনে (ত্রিপুরায়)। গত বছর পাস করলাম, গানটা শুনে আবার সেই ছোটবেলার কথা মনে পরে গেল - সেই সকালে মঠে গিয়ে আরতি তে বসা, সেই স্কুলে যাওয়া, বন্ধুদের সাথেই থাকা, স্যার দের থেকে ভালবাসা পাওয়া ইত্যাদি
❤
ঠাকুরের কৃপায় বর্তমানে রামকৃষ্ণ মিশনের ছাত্র , অমূল্য সময় কাটাচ্ছি ।।❤
কোন মিশন এ আছেন আপনি।
ভাগ্যবান ❤
Kon mission ami 10 obdhi BARAHANAGORE e porechi .
@@achintaganguly3272 শিক্ষন মন্দির ।।
@@BornToBeHindu11 ❤️
আমি শান্ত কুমার। ঢাকা নটরডেম কলেজে পড়ার সুবাদে, ঢাকা রামকৃষ্ণ মিশনের থাকা হয়েছিল 🌼মনে পড়ে সেই দিন গুলোর কথা😊যখন খুব সকালে ধুতি,পাঞ্জাবি পড়ে হাতে প্রার্থনা বই নিয়ে মন্দিরে যেতাম 😊,সবাই একসাথে মিলে প্রাথর্না জেতাম😊,ঠিক তেমনি ভাবে সন্ধ্যা সময় ও সকলে মিলে সন্ধ্যা প্রার্থনা যেতাম 🌼চোখের পলকে ২ বছর কেটে গেল বন্ধুদের সাথে একসাথে থেকে,মহারাজ যেমন আমাদের আদর করত তেমনি শাসন ও করতো 😊,, আহা কি দিন গুলো ছিল,💙,,,,
এ এক অদ্ভুত গান আর তেমন সুর। আমি এই গানের কথা মনে ছিল না, এবং সেটা চার বছর বাদে বাগবাজার মায়ের বাড়িতে সন্ধ্যারতীতে নতুন করে আবিষ্কার করি মনের মধ্যে এবং আমার কাছে আবার সেই গান শক্তি হয়ে ফিরে আসে। এখন সেই শক্তিকেই আরাধনা করবার চেষ্টা করি। আর ভুলিনি ❤🎉🙏🙏
Prochondo nostalgic, chokhe jol chole ashlo, missing those golden days of my life. ❤️ Thakur Ma swamijir kripay sobai bhalo thakben, sustho thakben!
Ami Sargachi RKM High School er 2016 passout dada. 😊 Aar aapni ??
Khubi nostalgic dada😭
❤❤❤
আমি নিজেও রামকৃষ্ণ মিশন এর ছাত্র । আমার এখনো সেই ফেলা আসার দিন গুলোর কথা খুব মনে পড়ে ।
জয়তু শ্রী রামকৃষ্ণ 🙏
Amader Dida r mama ramkrishna mission sanyasi chilen.
কোন মিশনে ছাত্র?? আমি ফরিদপুর রামকৃষ্ণ মিশনের সাথে ছিলাম!
এই জীবনের সবথেকে সুখ্কর দিন গুলো এই সময়ে কেটেছে আমার মনে হয়। মিশন এক ও অদ্বিতীয় । সারাজীবন মনে থাকবে।
I am proud to be a student of Ramakrishna Mission Ashram, Narendrapur ❤💞💝🥰
Batch? Regn. No?😊
জয় শ্রী গুরুমহারাজ জী কি জয়,
জয় মহামাঈ কি জয়,
জয় স্বামীজি মহারাজ জী কি জয়,
জয় গঙ্গামাঈ কি জয়,
জয় শ্রী দুর্গামাঈ কি জয়❤️🌺
নরেন্দ্রপুরের ছাত্র হিসেবে গান টা শুনলে কেমনি একটা অনুভুতি হয়
সেই সব দিনের কথা খুব মনে পড়ে ❤ ছোটো থেকেই রামকৃষ্ণ মিশনে বেড়ে ওঠা। একসাথে থাকা খুব মিস করি এখন সেই সব দিন গুলো 😢😢
চোখে জল আর গা কাঁটা দিয়ে ওঠে যতবার দেখি ভিডিও টি।
খুব মনে পরে সেই পুরোনো দিনগুলো। বিকেলে খেলতে খেলতে শঙ্কের শব্দ শুনে,দৌড়ে মন্দিরে যাবা।✨
মহারাজের কিছে বকা খাবা,আবার ভালোবেসে কথা বলা। ঠাকুর,মায়ের গল্পো শুনানো,রোজ বই থেকে একটি করে কথা বুঝানো,ভালোবেসে খেতে দেবা।😇
জীবনে অনেক কিছু পাব,কিন্তু এই সময়টা আর পাবো না।
এই গানটা শুনলেই মনে পরে সব।একটা আলাদা আনন্দ চলে মনে,কিন্তু চোখ ভিজে আসে। ♥♥
গান টা বোধহয় পরের জন্মেও ভুলবো না
🙏🏼🙏🏼🙏🏼
প্রনাম ঠাকুর তোমার আশ্রমের ছাত্র করে নেওয়ার জন্য
মিশনের ছাত্র আমি। গর্বিত
খুব খুব মিস করি সেই দিন গুলো।মনে হয় আবার যদি সেই দিন গুলো ফিরে পেতাম🥺🥺❣️
ঠাকুরের শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম ,শতকোটি প্রণাম জানাই স্বামীজীর পাদপদ্মে.বিলের ডাইরীর এই অংশটি দেখে মনটা শুদ্ধ হয়ে গেলো.অসংখ্য ধন্যবাদ পরিচালক শ্রী বিস্বরূপ বিশ্বাস মহাশয় কে.
আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই অসাধারণ মুভিটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য, এই মুভিটি প্রত্যেক দর্শকই দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। সকলের কল্যাণ হোক, ঠাকুরমা স্বামীজীর আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক।
আহা !!!
২০০৬-২০১২ সালের সোনালী জীবন
Asansol Ramakrishna Mission❤️
আসানসোল এ রামকৃষ্ণ মিশন হোস্টেলে থেকে পড়াশোনা হয়।? আমার ছেলে কে ক্লাস 5 এ ভর্তি করতে চাই। একটু ধারণা দিলে ভালো হয়।
@@achintaganguly3272 আমাদের সময়ে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলাতেও যথেষ্ট সক্রিয় ছিলাম আমরা। কিন্তু এখন খেলাধুলার মান অনেক নেমে গেছে। পড়াশুনোর পাশাপাশি এই খেলাধুলো আমাদের মানসিক বিকাশের অনেক বড় কারণ, মনের জোর বাড়ায়।
শুধু ভালো পড়াশুনো যদি কারণ হয় তাহলে বলবো যেকোনো স্কুলে থেকে সেটা হয়।
তবে আশা করি, খেলাধুলোর মান নেমে গেলেও একসাথে হোস্টেলে থাকা, সব কাজ একসাথে করা এগুলোর আনন্দ অন্যরকম, এগুলোও মানসিক বিকাশের সঙ্গী
@@achintaganguly3272
পড়াশুনো খেলাধুলা সবই হয়।
তবে হ্যাঁ শুধু পড়াশুনার জন্যে মিশনের হোস্টেল জীবন না। যেকোনো স্কুলেই একজন ছাত্র ভালো করতে পারে।
ওখানে পড়াশুনো ছাড়াও আরও অনেক কিছু শিখেছি যা আজও জীবনে কাজে লাগে।
আমার দুর্ভাগ্য আমি রামকৃষ্ণ মিশন এর ছাত্র নই। ঈশ্বরের অশেষ কৃপা যেনো আমার উপর বর্ষিত হয় পরজন্মে আমি যেনো রামকৃষ্ণ মিশনের ছাত্র হই।
Apni amar moner kotha boleche.ei eki kotha ami o rahara mission er ek jon sannyasi teacher kache prakash korechi.dekhi samner jonmo porjonto apekhha
আমিও তাই চাই।
@@KrR-n2m
❤
জয় শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব কি জয় 🙏 মিশন আমাদের জন্য আবেগ। সারাজীবন মিশন আমার আর আমার পরিবারের জীবন এর সাথে ছিল, আছে, এবং থাকবে ♥️
RKM
PURULIAN
STUDENT,
TEARS CAME WHILE LISTENING AND REMEMBERING
THE
SANDHYA BHAGAN
অসাধারণ আরতি মনটা হারিয়ে গিয়েছিল ঠাকুর এর শ্রীচরণে প্রণাম ঠাকুর প্রণাম স্বামীজী বারবার শুনেও মন ভরে না
RKMS, belur math, রামকৃষ্ণ মিশন একটা চুম্বক, এখনও টানে.... I miss you RKMS
Darun nostalgic, ami nije rkm er student, ekhon rkm er college eo pori, khubei relatable protita frame jara rkm er student chilo ba ache tara detailing gulo dhorte parbe bhalo kore, onek din dhore eta dekhar opekkhay achi, asa kori taratari kono ott platform e available hobe. Best wishes
Life e first time sunlam ...... Speachless .... Do not control my tears..... Osadharon video 👍
Thanks for everything RKMV.Hope we meet again🥺
চোখে কেমন জল চলে আসে। জয় ঠাকুর। জয় মা। 🙏
Narendrapur Ramkrishna Mission School 🙏🙏💐💐💐🙏💙😇
I desire to learn someday in this great mandira of Truth purity knowledge and inspiration ... Excellent prayer khandana bhava bandhana 🙏🙏
সেই ভোর বেলায় শাড়ি পরে প্রার্থনা করতে মন্দিরে যাওয়া দিন গুলো খুব মনে পড়ে ❤
Apni kon branch er chatri?
Nostalgic to rkm students....quick flashback to mission life🥺❤
RKM has produced jwels after jwels in all walks of life. Hats off to the instituition ...humble salutation to the majestic trio who is interspersed in our lives
রামকৃষ্ণ মিশন সারদা মন্দির এর ছাত্রী হওয়ার সুবাদে ঠাকুর, মা, স্বামীজী কে ডিটেলস এ জানার পড়ার সুযোগ হয়েছিল!! আমার জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে এই বিদ্যালয়ে! ভীষণ ভাগ্যবান মনে হয় নিজেকে! জীবনের মূল্যবোধ এর যে শিক্ষা আমি পেয়েছি তা আর কোথাও হয়তো সম্ভব হতোনা!চির কৃতজ্ঞ আমি!🙏
Seriously ei gan ta sunle mon ta apna theke bhalo hoye jai..ekta positive vibe kaj kore! ❤..swamiji er adorsho gulo mone pore jai!!
মিশনের ছাত্র হিসেবে কাটানো স্বর্ণ মুহূর্ত মনে এসে যায়।2 বছরে যা শিখেছি 22 বছরে শেখার সমান।
In my own experience, Truly the life of Ramakrishna Mission Vidyamandira is amazing and inspiring than any other institution in the world.
Lots of love from the Mysore Ramakrishna Vidyashala and Ramakrishna Math and Mission Mysore Karnataka
Brings back lots of memories and overwhelming sense of Nostalgia! Thanks !
Proud to be student of Vivekananda vidyapeeth raipur ramkrishna mission
ভোর বেলায় ধুতি পরে প্রার্থনা মন্দিরে যাওয়া বিকেলে খেলার পরে আবার প্রার্থনা...গানের লাইন মুখস্ত না থাকায় বই থেকে দেখে নেওয়া খুব মনে পরে সেই পুরোনো দিনগুলো। বিকেলে খেলতে খেলতে শঙ্কের শব্দ শুনে,দৌড়ে মন্দিরে যাবা।
মহারাজের কিছে বকা খাবা,আবার ভালোবেসে কথা বলা। ঠাকুর,মায়ের গল্পো শুনানো,রোজ বই থেকে একটি করে কথা বুঝানো,ভালোবেসে খেতে দেবা।
জীবনে অনেক কিছু পাব,কিন্তু এই সময়টা আর পাবো না। মিশনের ছাত্র আমি। গর্বিত
Wow this version is so beautiful! Jai Sri Ramakrishna
Only ramakrishna mission assaram students are feeling this song.They are alive for this prayer.😊
২০১৮ থেকে ২০২০ দুইটা বছর সুযোগ হয়েছিলো নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের ছাত্রাবাসে থাকার। গানের প্রত্যেক টা দৃশ্য আমাকে আমার সেই জীবনের শ্রেষ্ঠ ২ টা বছরের কথা মনে করিয়ে দিলো। সেই সকালে prayer করা, বিকেলে সন্ধ্যা আরতি। পুজোর সময় পুজোর সকল জোগাড় নিজেরা করা, মহারাজদের শাসন, আদর, আরো অনেক কিছু। সেসব এখন শুধু জীবনের ভালো মুহূর্ত। সুযোগ হয়ে উঠে না আর সেই মুহূর্ত গুলো পুনরায় বাঁচার। ধন্যবাদ আমার সেই সোনালী মুহূর্ত গুলো পুনরায় মনে করিয়ে দেয়ার জন্য🌸
নারায়ণগঞ্জ মিশনে কেমন খরচ??
@@sudhadey4836 আমি যখন ছিলাম তখন মাসে ২,৯০০ টাকা লাগতো। এর মধ্যেই থাকা, খাওয়া সব। এখন হয়তো ৩,০০০ টাকা রাখে।
আপনার পড়াশোনা কোথায় ছিলো? এবং সর্বনিম্ন কতো বছর বাচ্চাদের রাখা যায় সর্বোচ্চ কতো বছর পর্যন্ত?
@@sudhadey4836 আমি ছিলাম নারায়নগঞ্জ কলেজে।
আর মিশনে সর্বনিম্ন বলে কিছু হয় না আর কি! কারণ এদিকে বেশিরভাগ ই আসে কলেজে পড়ুয়া ছেলেরা। হয়তো এর ছুট ছেলেদের ও থাকতে দেয়া হবে, কিন্তু এমন কেউ মনে হয় না আসে থাকতে। আর সর্বোচ্চ বলতে চাকরিজীবীরা থাকতে পারবে না। শুধু ছাত্র। যারা চাকরি করবে তাদেরকে থাকতে দেয়া হবে না।
ধন্যবাদ ভাই
Bar bar sunte icce kore❤❤❤Jani na kno?
Iam proud to be a Ramkrishna's devoted & student of Ramkrishna mission Dinajpur (Bd)
Whenever I listen to this great masterpiece, I feel the presence of Lord Christ Jesus... জয় যীশু ❤ জয় শ্রী রামকৃষ্ণ
অহোরাত্রি ভজন যেন সার্বজনীন প্রার্থনায় পরিণত হয়েছে। যা শুধু মনকে নয় আত্মাকে নারা দেয়। হৃদয় যেন আনন্দশঙ্কর হয়ে চির পবিত্র হয়ে যায়।। ধন্যবাদ
Thik thik thik boleche....bhagban apnar ei prathana jeno sonen
Tears flows from my eyes when i found this video. My gratitude to the team of this movie for this song
জয়তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়🙏🙏🙏🙏🙏
মন খারাপ হয়,আবার ভালো হয়।
Thnk you for those golden moments of my life , Thank you Ramakrishna Mission Shilpapitha
Purono smriti gulo abar mone pore gelo. Golden days of life.
আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরই ছাত্র। আজও বলব জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত গুলো সেখানেই কেটেছে। এখানে দেখান প্রতিটি স্হান স্মৃতির সঙ্গে গেঁথে রয়েছে।
এটি ঠাকুর মা স্বামীজীর আশীর্বাদ ধন্য একটি প্রতিষ্ঠান। ❤❤❤
❤
Kon batch Dada?
Amader school days mone pore gelo.. ki oshadharan din gulo chilo.❤
বেস্ট বেস্ট!
Jai Thakur jai Maa Jai Swamiji shotokoti pronam janai 🙏🙏🙏🙏🙏
Anek din dhore opekkhay achhi ai movie ta dekhar jonne...asha kori taratari dekhte pabo... Bhalo thakben ❤️❤️
Release hoyechilo eita?
Was a part of this and what an experience ❤
পরের জন্ম বলে কিছু থাকলে, যেন আমি মিশনের নিমিত্ত ছাত্র হয়ে অন্তত পড়তে পারি। 🙏💖🥲🌸🏵️
সেই ছোট্টবেলার নরেন্দ্রপুর! গর্বিত প্রাক্তনী ❤️❤️❤️
I'M NOT FROM RAMAKRISHNA MISSON SCHOOL BUT MISSING MY SCHOOL DAYS .
আহা !!! অপূর্ব 🙏
Absolute devine.. প্রনাম স্বামীজি
সত্যিই এই প্রার্থনা সঙ্গীত শুনলেই মনে আলাদাই একটা শান্তি হয় জয় শ্রী ঠাকুর জয় শ্রী শ্রী মা জয় বীর স্বামীজী 🙏🙏
রামকৃষ্ণ মিশন এর ছাত্র নই , তা সত্ত্বেও কেন জানিনা দেখতে দেখতে চোখের কোণ টা ভিজে উঠল ।
The cinematography & the presentation of the prayer, just top notch💜🌸🌺
Asansol Ramkrishna mission er student ami .. Ei video ti amake school er din gulo mone korachhe .
Pls puro cinema ti upload korun khub anondo pabo
Lots of memories flashed in front of my eyes. Once it was a part of my life too & I feel very lucky to be an RKMSM-ian.
superb!!
Om Ramakrishna Pranamstu.
You have made it easy to understand.🙏🙏🙏🪷🪷🪷
Khub miss kori sei din gulo jokhon sobai aksathe parthona kortam Ramkrishna dev er kache 😌🙏khub mona pora sei choto bela 🙏☺️ jiboner sesh din porjonto mona thakbe sei din gulo 🙏❤️
Jay Thakur Jay Maa Jay Swamiji
🙏🙏🙏
Absolutely great ❤️
এ এক মহা শান্তি
Missing my Golden days at Narendrapur...Jay thakur,Joy maa...Joy Gurudev
খুব সুন্দর 💖💖💖💖💖
Eagerly waiting for it....Thanks for uploading..
Sonar por theke gaan tar proti taan toiri hoyece❤❤❤
Eagerly waiting for this movie
Ei gan kono din purono hobe na....
Jara acting koreche ashadharon 👍
Joy shree shree Ramkrihna Joy Maa Sarada💖
Jai Thakur Ramkrishna😊
Quite flashback my rkm purulia life... 🥺❤
I feel proud to be a student of Shri Ramakrishna Misssion.🙏🙏🙏
বিদ্যামন্দিরকে খুব মনে পড়ে😢
Nostalgic chelebela❤
THANK YOU SO SO MUCH SIR ..... After watching these videos, I remembered all the memories of my mission school and hostel. I am very lucky that I have spent hostel life in mission school. That was the golden time of my life. I remember a lot. I wish I could live that life again. I still remember the 4:45am prayer. , The eyes remained closed but the tabla, harmonium, everything used to work.
Khub sundor laglo❤
बचपन याद आ गया
Darun ❤️
Thanks from core of my heart. 🙏
Always missing নরেন্দ্রপুর