কুড়িগ্রামের চরে | এই দেশে ভিন্ন জগতে! | Jatrapur | Kurigram

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • আমাদের দেশের সীমান্তবর্তি জেলা কুড়িগ্রামের এক নিভৃত চর ছিল আমাদের গন্তব্য। সেখানে যাওয়ার পথে যাত্রাপুর হাট হয়ে যেতে হয়। এই হাট যেন আমাদের মনে করিয়ে দিল প্রায় হারাতে বসা হাজার বছরের আবহমান বাংলার সেই চিরচেনা রূপ...
    সাবস্ক্রাইব করবেন? ক্লিক করুনঃ goo.gl/jzk7tB
    ফেসবুকে সাথে থাকতে চাইলে, এখানে ক্লিক করুনঃ / munzurulkarimtv
    Subscribe & Stay Connected...

КОМЕНТАРІ • 958

  • @ajadrahaman5352
    @ajadrahaman5352 Рік тому +243

    আপনার কাছে আমরা কৃতজ্ঞ কুড়িগ্রামবাসী ভাই। আপনার এই ভিডিও সুন্দরভাবে সবার কাছে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছেন।আর মানুষ এখন জানতে পারবে আমরা কুড়িগ্রামের মানুষরা আসলে কতটা অসহায় জীবন যাপন করি।

    • @joynalshah8005
      @joynalshah8005 Рік тому +5

      আলহামদুলিল্লাহ্, আমরা ভাই-ভাই।

    • @user-qw7qp3xb1m
      @user-qw7qp3xb1m Рік тому

      আমি গুরতে যেতে চাই
      ঢাকা থেকে কিভাবে যাবো যানাবেন।

    • @sabbirgourob
      @sabbirgourob Рік тому +1

      @@user-qw7qp3xb1m ঢাকা থেকে বাস অথবা কমলাপুর থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস অথবা রংপুর এক্সপ্রেস এ আসতে পারেন। আপনি আসার জন্য প্রস্তুতি নিলে inbox /call এ কথা বলতে পারি

  • @NadimVlog
    @NadimVlog Рік тому +66

    বাংলাদেশের প্রত্যন্ত চরগুলোর মানুষের জীবন সত্যিই বিচিত্র সংগ্রামের। তাদের কাছ থেকে জীবন সংগ্রামের অনেক কিছু শেখার আছে।মহান আল্লাহ ভালো রাখুক প্রতিটা প্রানকে।
    আর মনজুরুল করিম ভাই ধন্যবাদ আপনাকেও।

  • @emrankabir8484
    @emrankabir8484 Рік тому +47

    অসংখ্য ধন্যবাদ। কুড়িগ্রাম জেলার অবহেলিত মানুষের জীবনযাত্রার মান সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। আমরা কুড়িগ্রামবাসী সকলের কাছে একটা অবহেলিত , দরিদ্র জনগোষ্ঠ

  • @s.m.faizurrahman714
    @s.m.faizurrahman714 Рік тому +39

    গ্রাম বাংলার জীবনের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ

  • @labin2309
    @labin2309 Рік тому +47

    আলহামদুলিল্লাহ, এই মানুষ গুলোর তুলনায় আমরা কতই না ভালো আছি।।
    আল্লাহ এই মানুষগুলোর কষ্ট লাঘব করুন।।।

  • @himalychoudhury7293
    @himalychoudhury7293 Рік тому +103

    মানুষ... ঘোড়া.. সবার জন্য মায়া লাগে... ইস্ আমরা কতো ভাগ্যবান, কত আরামে থাকি.....!!!!😢😥😢

  • @bappyfication
    @bappyfication Рік тому +29

    কয়েক বছর আগে চর জীবিকায়ন প্রজেক্টের কাজে ঢাকা থেকে কুড়িগ্রাম গিয়ে শহর থেকে রিকশায় এই যাত্রাপুর ঘাটে এসে রিজার্ভ নৌকায় বিভিন্ন দুর-গহীন চরে কাজ করেছি। আজ সেইসব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই দুধকুমোর নদী দিয়ে আসাম করিমগঞ্জ সীমান্ত খুব বেশী দুরে নয়, নদীর মধ্যেই ভাগ হয়ে গেছে দেশ, কোথাও শুধু দক্ষিণ দিক ছাড়া অন্য তিন দিকেই সীমান্ত পাওয়া যায়। জীবন সংগ্রামের কঠিন চিত্রপঠ এই চরাঞ্চল।
    ধন্যবাদ ভাইয়া

    • @agami5547
      @agami5547 Рік тому

      করিমগঞ্জ হলো সিলেট সীমান্তে, এখানে হল আসামের ডুবরী(Dhubri) & South Salmara/ Hatsingimari সীমান্ত

    • @bappyfication
      @bappyfication Рік тому

      @@agami5547 ধন্যবাদ ভাই সংশোধন করে দেয়ার জন্য।

  • @mofijulashamoni67230
    @mofijulashamoni67230 Рік тому +80

    আমার বাড়ি কুড়িগ্রাম। যাত্রাপুর ইউনিয়ন বাড়ি।।এতো সুন্দর করে আমাদের এলাকা তুলে ধরা জন্য আপনাকে ধন্যবাদ স্যার।।।

    • @niloymredwan1681
      @niloymredwan1681 Рік тому +3

      হামার বাড়িও কুড়িগ্রাম

    • @tofayeltomal4572
      @tofayeltomal4572 Рік тому +1

      ঘুরতে যাবার ইচ্ছা

    • @dmdukemondol7479
      @dmdukemondol7479 Рік тому

      আসসালামু আলাইকুম ভাই এই যাএাপুর হাট টা কবে কবে হয়

    • @mojnumiya5626
      @mojnumiya5626 Рік тому

      @@dmdukemondol7479শনিবার এবং মঙ্গলবার

    • @id-102shazahanmridha5
      @id-102shazahanmridha5 Рік тому

      ওখানে একটু আসতে চাই। আসলে একটু সাহায্য করা যাবে কি?

  • @chemiphilians6802
    @chemiphilians6802 Рік тому +47

    ধন্যবার, এই অবহেলিত জনপদ কে আর সুবিধাবঞ্চিত মানুষের জীবনকে সামনে তুলে আনার জন্য। কুড়িগ্রাম আমার জন্মজেলা ❤️

  • @RakibKhan-yf8vn
    @RakibKhan-yf8vn Рік тому +29

    ধন্যবাদ মনজুরুল করিম ভাই
    গ্রামের অজানা দৃশ্যগুলো তুলে ধরার
    এই ভিডিও না দেখলে হয়তো বুঝতে পারতাম না মানুষ কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকে
    আপনার প্রত্যেকটি ভিডিও আমি দেখি এবং নিজেও ফিল করার চেষ্টা করি সকল স্তরের মানুষের জীবন বৃত্তান্ত

  • @mdmushamia5324
    @mdmushamia5324 Рік тому +26

    কিছুক্ষণের জন্য মনে হলো,, নিজের চেনা পথটা হেটে আসলাম। আমার জেলা লালমনিরহাট,, কিন্তু কুড়িগ্রামের এই জায়গা আমার চিরচেনা।।। ধন্যবাদ ভাইয়াকে আমাদের উত্তর বঙ্গের গ্রামীণ চিত্র তুলে ধরার জন্য।।।

  • @mohiuddinchowdhury.6211
    @mohiuddinchowdhury.6211 Рік тому +10

    আপনার কিছু কিছু ভিডিও, ভয়েস এবং মিউজিক অসাধারণ। এরকম ভিডিও চিত্র এবং প্রতিবেদন আমি অন্তরচক্ষু দিয়ে দেখি। দেখতে যতক্ষণ না সময় লাগে, তারচেয়ে বেশী সময় আমি কল্পনার জগতে হারিয়ে যাই। আপনার মায়ের প্রতি আমার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা।

  • @arrobi6544
    @arrobi6544 Рік тому +21

    মঞ্জুর ভাই অনেক ভালো লাগলো আমাদের কুড়িগ্রামের এই এলাকা কে সামনে নিয়ে আসার জন্য,,,,
    অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই❤️❤️

  • @emranhossain4281
    @emranhossain4281 Рік тому +5

    আমার মনের মতো একটি ভিডিও দেখলাম..
    এমন চমৎকার ভিডিও দেখলে মনটা ভরে যায়।
    অনেক ধন্যবাদ ভাই

  • @aralaminislamvlog2.o
    @aralaminislamvlog2.o Рік тому +1

    আপনাকে অনেক ধন্যবাদ। আমি যাত্রাপুর এ জায়গায় গিয়েছিলাম 2016 সালে, আজ আপনার ভিডিওর মাধ্যমে আরেকবার জায়গাটি দেখতে পেলাম ❤❤❤❤❤

  • @RaselAhmed-uq6kh
    @RaselAhmed-uq6kh Рік тому +15

    কুড়িগ্রামের বিষয়গুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

  • @rrrrr3
    @rrrrr3 Рік тому +14

    এই হল আমাদের কুড়িগ্রামবাসীর জীবন। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মাধ্যমে গোটা জাতির দৃষ্টিগোচরে কুড়িগ্রামবাসীর জীবন গাড়ীর কষ্টের কাহিনী তুলে ধরার জন্য।

  • @pampakundu1305
    @pampakundu1305 Рік тому +15

    মনে হয় আজও কিছু মানুষ আছে -
    যাঁরা তাদের জীবন নিজেদের মাধ্যমেই নির্বাহ করেন।কোথায় দেশ কোথায় সমাজ।শুধু মাত্র প্রকৃতিই 🌿🍃 তাঁদের সহায়। "মানুষের কোনো জাত হয়না ধর্ম হয়না তারা কেবলই মানুষ"।সমস্ত ছবি তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ🙏 💕 🙏💕

  • @SK.SHIKDAR.8090
    @SK.SHIKDAR.8090 Рік тому +12

    ধন্যবাদ মনজুরুল ভাই। আমাদের জেলার মানুষের জীবন যাপন তুলে ধরার জন্য।
    আমার বাসাও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। দেখছি ওমান🇴🇲 থেকে

  • @BASHAR804
    @BASHAR804 Рік тому +17

    আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমদের কে কতো সুখে রেখেছে 🤲🤲🤲🤲

  • @mohsinmd6560
    @mohsinmd6560 Рік тому +14

    ভাল লাগল, এমন চিত্র বহুদিন দেখিনা। ক্ষনিকের জন্য হলেও অতীতে ফিরে গিয়েছিলাম।

  • @MDAZIZ-gu2eo
    @MDAZIZ-gu2eo Рік тому +7

    সত্যিই এই বাংলাদেশেই এরকম যায়গা,মন্জুরুল ভাইয়ের বরাতে দেখতে পেলাম।মন থেকে দোয়া রইলো এই যুদ্ধ করা মানুষগুলোর প্রতি ভালো থাকুক তারা।

  • @mdshihab2099
    @mdshihab2099 Рік тому +8

    দেখলে পরান জুরাইয়া যায় আমার গ্রাম বাংলার জীবন কতইনা সুন্দর

  • @ARIFVAI1988
    @ARIFVAI1988 Рік тому +6

    কতটা ভয়াবহ সহজ সরল স্বভাবের মানুষ। জীবন যেখানে যেমন। সম্পর্ক শুধুই হোক সম্মানের, ভালোবাসার,এবং ত্যাগের।

  • @mdanisurrohoman9484
    @mdanisurrohoman9484 Рік тому +17

    ধন্যবাদ ভাই কুড়িগ্রাম আসার জন্য♥️♥️♥️

  • @faysolahmed5705
    @faysolahmed5705 Рік тому +35

    আসোলেই ভিন্ন জগৎ ! কষ্ট করে এই চিত্র না দেখালে বিশ্বাসই করতে পারতামনা। আপনার এই কষ্টের জন্য অনেক অনেক দোয়া রইলো ও আমাদের শহরের আরাম আয়েশের জীবন যাপনের জন্য মহান আল্লাহপাকের দরবারে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করছি।

    • @NorthExploreBD
      @NorthExploreBD Рік тому +1

      বাস্তবে দেখলে আরো অবাক হয়ে যাবেন.. কিছু কিছু গ্রাম আছে মূল পাকা সড়ক থেকে ১০-২০ কিমি পর্যন্ত কোন রাস্তাই নেই, পায়ে হেটে,ঘোরার গাড়িতে পণ্য অথবা সাইকেলে চলাচল করে মানুষ.৷ বৃদ্ধ কিংবা রোগীরা চলতেই পারে না।।
      এই যাত্রাপুরের আসে পাশের গ্রাম গুলোই এরকম

    • @fajlarabbi95
      @fajlarabbi95 Рік тому

      Thank you very much for showing such a view of our area🥰

  • @NurAminLebu
    @NurAminLebu Рік тому +22

    ধন্যবাদ, আমাদের কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিউয়নের চিত্র তুলে ধরার জন্য। আমার গ্রামের বাড়ি পাশের ইউনিয়ন পাঁচগাছি। অনেকবার গিয়েছি যাত্রাপুরে। কুড়িগ্রামের সবচেয়ে বড় হাটবাজার হলো যাত্রাপুর বাজার।

    • @eyasinarafat590
      @eyasinarafat590 Рік тому

      ভাই,,, ঘুরতে যেতে চাই,,, সহযোগিতা করা যাবে?? নাম্বার দেওয়া যাবে কি ❓

  • @mozumderyasinarafat4216
    @mozumderyasinarafat4216 Рік тому +11

    চরের জীবন জাপন অনেক কঠিন,ধন‍্যবাদ মনজুরুল করিম ভাই,ভালবাসা অভিরাম❤💯

  • @delowerhossain7603
    @delowerhossain7603 Рік тому +5

    ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও দেয়ার জন্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মনের হারিয়ে যাই।

  • @sanatsaha1616
    @sanatsaha1616 Рік тому +19

    আমরা শহরের মানুষ জানি না যে চরের মানুষের জীবন কতো কষ্টের। এই ভিডিও টার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

  • @saifulislam-zo1sm
    @saifulislam-zo1sm Рік тому +7

    গত বন্যায় ইদের পর দিন ই যাত্রাপুর গিয়েছিলাম ত্রান সামগ্রী নিয়ে।
    বন্যায় রূপ টা অন্য রকম সুন্দর ছিলো,যদিও সেই সৌন্দর্যের জন্য সবার কাল হয়েছিলো সময়টা।
    যাত্রাপুর বাজার থেকে সারাদিন ত্রান সামগ্রী কিনে প্যাকেট করে ট্রলারে করে ব্রাহ্মপুত্র নদির চরে চরে বিলিয়েছি।সেই ফাকেই যা সৌন্দর্য উপভোগ করার করেছিলাম।
    আসলেই চমৎকার সৌন্দর্য। মানুষ গুলাও ভালো।

  • @mshafiq8051
    @mshafiq8051 Рік тому +29

    অনেক কষ্টের জীবন আসলেই ভাই। আল্লাহ এদেরকে সুস্থ রাখুক।

  • @muhammadrubelhussein4149
    @muhammadrubelhussein4149 Рік тому +10

    আসলে এমন জীবনযাপন এই প্রথম দেখলাম!
    তাদের জীবনযাপন অনেকটা কষ্টের।

  • @hasnatchowdhury3247
    @hasnatchowdhury3247 Рік тому +9

    কত কষ্ট। যদি সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসত কতই না উত্তম হতো।
    আল্লাহ্‌ এদের জীবনে আপনি বরকত ও রহমত দান করুন এবং অন্তরে প্রশান্তি দান করুন।

  • @RakibulHasan-tb5ws
    @RakibulHasan-tb5ws Рік тому +126

    ভিডিও দেখচি আর কান্না করতেছি আমিও কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সন্তান আমার ক্ষমতা থাকলে কুড়িগ্রামের মানুষের দুঃখ কষ্ট চিরতরে দূর করে দিতাম😭😭😭🙏🙏

    • @tusharroy6092
      @tusharroy6092 Рік тому +1

      রাজারহাট কোন এলাকায় থাকেন

    • @mdazman4267
      @mdazman4267 Рік тому +4

      আমি রাজারহাট থানার নাজিম খাঁ ইউনিয়নে তাবলীগে সময় লাগিয়েছি। খুবই ভাল মানুষ তারা। মন অনেক সুন্দর।

    • @mosaropislam6155
      @mosaropislam6155 Рік тому +1

      আমার বাড়ি রাজার হাট থানা।

    • @gmreza80
      @gmreza80 Рік тому +1

      Doa kori onek baro hoye manuser seba karben..Mirza Fakhrul sir..er mato. tar proti sroddhasil hon onek agute parben..take falwo koren.

    • @user-ef7is9uw7r
      @user-ef7is9uw7r Рік тому +1

      ড়ড়ঢ়

  • @amitbhattacharya820
    @amitbhattacharya820 Рік тому +5

    ভাই আমি পশ্চিম বঙ্গের মানুষ। অসাধারণ লাগলো। কঠিন জীবনযাপন সাধারণ মানুষের।

  • @abujafor56
    @abujafor56 Рік тому +30

    আমার জেলা আমার অহংকার
    ধনী হউক বা দরিদ্র
    ধন্যবাদ মনজুরুল ভাই💗💗

    • @fahimsojib1511
      @fahimsojib1511 Рік тому +1

      Same to me bro

    • @niloymredwan1681
      @niloymredwan1681 Рік тому

      হামার বাড়িও কুড়িগ্রাম

    • @greenworld1184
      @greenworld1184 Рік тому

      Ekener proshashon ki manusher jonno kisu korthe paren na.

    • @ovimaniniloy4406
      @ovimaniniloy4406 Рік тому

      আপনার কথা টা হ্রদয় ছুয়েছে

    • @mdsuvokhan169
      @mdsuvokhan169 Рік тому

      কতো সুন্দর আমার দেশ,,এটাই আমার আসল বাংলাদেশ

  • @rintoabdurraihan8250
    @rintoabdurraihan8250 Рік тому +5

    ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখানোর জন্য। ভিডিওটি না দেখলে বুঝতেই পারতাম না যে দেশের মানুষ এখনো এতো কষ্টে জীবনযাপন করছে।

  • @mstkhadijakhatun13
    @mstkhadijakhatun13 Рік тому +3

    কুড়িগ্রাম বাংলাদেশের সর্বনিম্ন আয়ের জেলা
    আগে শুনেছি কিন্তু কখনো দেখিনি
    আজ
    মনজুরুল করিম ভাইয়ের ভিডিও দেখে
    এই মানুষগুলোর জন্য অনেক কষ্ট লাগছে
    ওদের চেয়ে আমরা কত আরামে আছি
    আর এদিকে এই মানুষগুলো কত কষ্ট করে
    জীবন সংগ্রাম পাড়ি দিচ্ছে

    • @SK.SHIKDAR.8090
      @SK.SHIKDAR.8090 Рік тому

      ধন্যবাদ আপনাকে।
      দাওয়াত রহিলো আসবেন আমাদের কুড়িগ্রামে।

    • @TrueSeeker
      @TrueSeeker Рік тому +1

      আচ্ছা আপনার বাড়ি কোন জেলায় শুনি দেখি তাহলে বুঝবো আপনাদের জেলা কতটা ধনী

    • @SK.SHIKDAR.8090
      @SK.SHIKDAR.8090 Рік тому

      @@TrueSeeker আমরা ধনী জেলার মানুষ নই! বাংলাদেশের সব থেকে নিম্ন আয়ের জেলার মানুষ আমরা! কিন্তু মনের দিক থেকে অনেক ধনী জেলার মানুষ আমরা।।

    • @murshidaakter4098
      @murshidaakter4098 Рік тому +1

      ​@@SK.SHIKDAR.8090 আসসালামু আলাইকুম ভাই আমি নরসিংদী থেকে বলছি কুড়িগ্রাম যেতে চাই কিন্তুু ঐখানে আমার পরিচিত কেউ নাই

  • @razzaquedewan
    @razzaquedewan Рік тому +4

    অসাধারন কন্ঠ সাবলীল বর্ননা , চমৎকার ভিডিও । সোনার বাংলার সোনার মানুষের জীবন সংগ্রাম । ধন্যবাদ ভাই ।

  • @mohsinofficial2904
    @mohsinofficial2904 Рік тому +7

    আপনার থেকে শেখার আছে অনেক🤙✍️
    অনেকগুলো গুনাবলীর সমন্বয়ে আল্লাহ আপনায় বানিয়েছেন ✍️
    ভালোবাসা রইলো।

  • @monowarhosain9281
    @monowarhosain9281 Рік тому +5

    পেশাগত কারনে আমি সেখানে অনেক দিন ছিলাম। দেশের সবচেয়ে সহজ সরল মানুষ দের বসবাস।

  • @robiulrobiul7098
    @robiulrobiul7098 Рік тому +2

    চরে দৃশ্যটা অনেক সুন্দর
    আমি জানতাম কখনো করি গ্রামে এত সুন্দর দৃশ্য আছে।

  • @emdadulhaque2402
    @emdadulhaque2402 Рік тому +5

    congratulations from 20village. জানিনা কুড়িগ্রামের লোকের আতিথেয়তা কেমন পেয়েছেন তবে আমরা কুড়িগ্রামবাসী অনেক সহজ সরল জীবন যাপন করি। এমন সুন্দর একটি প্রতিবেদন তুলে ধরার জন্য কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @muhammadalaminbd2710
    @muhammadalaminbd2710 Рік тому +4

    গ্রাম বাংলার প্রাকৃতিক ভিন্ন জীবন চিত্র জন পথ ভিন্ন সংগ্রাম সাধারণ জীবন জাপন নিয়ে প্রতিবেদন দেখানোর জন্য ধন্যবাদ ভাই।

  • @joyontoray6580
    @joyontoray6580 Рік тому +9

    হামারে কুড়িগ্রাম বাহে।

  • @anwarulkarim3454
    @anwarulkarim3454 Рік тому +22

    আমেরিকা কানাডা সুুইজারল্যান্ড জার্মানী ইংল্যান্ড ইতালীর ভিডিও দেখে দেখে হত দরিদ্র্র মাতৃভূূমির নিখাদ অকৃত্রিম এই ভিডিও যেন তৃষ্ণার্ত হৃদয়ে প্র্রশান্তি এনে দিল।

  • @md.moshiurrahman6410
    @md.moshiurrahman6410 Рік тому +12

    অকৃত্রিম কৃতজ্ঞতা ভাই❤️
    আমাদের প্রিয় কুড়িগ্রাম কে তুলে ধরার জন্য।

  • @sifathdjatrapur
    @sifathdjatrapur Рік тому +10

    আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন ভাই আপনি আমার যাত্রাপুর বাজারে এসে গেলেন আপনার সঙ্গে আমার দেখা হলো না খুব আমার খারাপ লাগলো ভাই আমি ভিডিওতে দেখে আপনাকে অবাক হয়ে গেলাম আমি একজন আপনার ভক্ত

  • @diptadeb5131
    @diptadeb5131 Рік тому +4

    ভিডিও টা খুব মনোযোগ দিয়ে দেখলাম,১ সেকেন্ড ও স্কিপ করার সুযোগ নেই!ধন্যবাদ মঞ্জুরুল ভাই!

  • @mirassel0968
    @mirassel0968 Рік тому +24

    অনেক ধন্যবাদ কুড়িগ্রাম এর জনজীবন তুলে ধরার জন্য।

  • @Dream-yp2sl
    @Dream-yp2sl Рік тому +7

    ধন্যবাদ ভাই,আমার এলাকার মানুষের জীবন ধারন তুলে ধরার জন্য। আমি এখানেই বড় হয়েছি,এই হাটের সাথে অনেক সুমধুর সম্পর্ক রয়েছে। আলহামদুলিল্লাহ, এখন অনেক টা ভালো আছি। আমিও চাই,আমার এলাকার মানুষের এমন করুন পরিনিতি একদিন মুচে যাক।

  • @arsadshardar5325
    @arsadshardar5325 Рік тому +6

    অনেক অনেক ধন্যবাদ মনজুরুল করিম ভাইকে, এরকম সুন্দর একটা বাস্তব মুখি মানুষের জীবনের সংগ্রাম তুলে ধরার জন্য,,,,

  • @Abdul-alim-md
    @Abdul-alim-md Рік тому +4

    মনে হচ্ছে যেন কত বছর আগে চলে গেছি?
    অসাধারণ,,,,

  • @alBarishalEC
    @alBarishalEC Рік тому +2

    গেল গেল গেল কথাটা সুন্দর লাগছে ভাই সত্যি গ্রাম বাংলা অনেক সুন্দর সুন্দর ছিল আমাদের সময় কিন্তু এখন আর এমনটা দেখা যায় না

  • @mdhamidul2524
    @mdhamidul2524 Рік тому +1

    অনেক ধন্যবাদ মনজুরুল করিম ভাইকে, এই রকম ভিডিও করার জন্য।

  • @SMJFORLOMFDP
    @SMJFORLOMFDP Рік тому +13

    অবহেলিত চর অঞ্চলের আসল ছবি দেখানোর জন্য মনজুর ভাইকে আন্তরিক ধন্যবাদ আমার বাড়িও কুড়িগ্রামে

  • @changing469
    @changing469 Рік тому +3

    বাংলার ঐতিহ্য, ইতিহাস, বাস্তবতা জীবন সংগ্রামের জীবন্ত জীবনাচার তুলে ধরার জন্য শুভকামনা আপনাকে` আপনার পুরো দলকে।

  • @msumbsg2732
    @msumbsg2732 Рік тому +5

    ধন্যবাদ এতো সুন্দর একটা প্রতিবেদন দেওয়ার জন্য ❤️👍

  • @babulmiah2751
    @babulmiah2751 Рік тому +21

    কিসের Europe America. ভাই এই সব চিএ কিংবা গ্রাম বাংলার এই সার্বিক বিষয়ে আপনার সংগ্রহ ও প্রচারের জন্য অশেষ ধন্যবাদ। এই ধরনের vdo আরো বেশি প্রচারের অনুরোধ রইল।

  • @BADHONSHARIF
    @BADHONSHARIF Рік тому +7

    মন জুড়িয়ে যায় । আহ কি সুন্দর আমাদের দেশ🇧🇩!

  • @ashkarali7324
    @ashkarali7324 Рік тому +9

    ভাইয়া এই রকম জীবন আমরা ৩০ বছর আগে অতিবাহিত করে আসছি, ঐ সময়ের জীবন অনেক সুন্দর ও সরল ছিল,আগেকার মানুষ গুলো অনেক ভাল ছিল

  • @sadikurrahman5878
    @sadikurrahman5878 Рік тому +4

    এই আধুনিক যুগেও মানুষ এভাবে জীবনযাপন করে না দেখলে জানতেই পারতাম না, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমরা অনেক সুখে শান্তিতে আছি।

  • @AbdurRahim-hq5vf
    @AbdurRahim-hq5vf Рік тому +3

    অনেক সুন্দর উপস্থাপনা
    আর সত্যি কথা বলতে আমি নিজেও কুড়িগ্রাম সদর উপজেলার মানুষ।
    আর বাস্তবতা এখানে এমনি নেই চলাচল এর জন্য ভালো যোগাযোগ ব্যাবস্থা। আর না আছে কলকারখানা।
    যান্ত্রিক শহর আর ইট কাঠের আড়ালে লুকিয়ে আছে আমাদের জীবন ব্যাবস্থা।
    এখনো ভালো কিছু করা বিলাশীতার মতো।

  • @shahabuddinahamed1485
    @shahabuddinahamed1485 Рік тому +5

    ভাই আপনাকে স্যালুট,
    এমনই এক চিত্র দেখতে পেলাম আপনার মাধ্যমে, সত্যিই অবিশ্বাস্য ভাবতেও অবাক লাগেযে বাংলাদেশে আজও এমন জনপদ আছে ?😢😢😢

  • @mdmasudranamojumdar6361
    @mdmasudranamojumdar6361 Рік тому +11

    আমার মনে হয় বাংলাদেশের সব চেয়ে এরাই বেশি কষ্ট করে, তাদের কষ্ট দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না, তাদের চেয়ে আমরা কুমিল্লার মানুষ অনেক ভাল আছি, আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌ যেন তাদের ভাল রাখেন, যোগাযোগ বেবস্থ উন্নত করেন আমীন ?

    • @syedsohel7931
      @syedsohel7931 Рік тому

      সত্যিই বেদনাদায়ক 😥। ভিডিওটা দেখে মনটা ব্যাথাতুর হয়ে গেছে।

  • @masudaferdoush8770
    @masudaferdoush8770 Рік тому +2

    অসাধারণ আমাদের দেশের মানুষ, কি কষ্টই না তারা করে কত সাবলীলভাবে....!
    আল্লাহ তাদের সহায় হোন। প্রতিটা চর এক একটা টুরিস্ট সেন্টার হয়ে উঠুক আর দেশের মানুষ আরো ভালো থাকুক,এই দোয়া।
    আপনাকে ধন্যবাদ, তুলে ধরার জন্য ৃ

  • @mdmehedi279
    @mdmehedi279 Рік тому +3

    অনেক ধন্যবাদ আপনাকে মঞ্জুরুল করিম ভাই! আপনার কারণে এতো সুন্দর এবং পরিশ্রমীময় দৃশ্য দেখতে পেলাম।

  • @ahadahad3928
    @ahadahad3928 Рік тому +4

    ভাই কত য়ে ভালো লাগলো তা বলে বুজাতে পারবো না মনে হলো আমি সেই আগের জীবনে পিরে গেছি

  • @HasibulHasan2
    @HasibulHasan2 Рік тому +6

    অসম্ভব কে সম্ভব করাই মুনজুরুল করিম ভাইয়ের কাজ।

  • @jobayer962
    @jobayer962 Рік тому +1

    Apnake onek dhonnobad Vai. APNI desher tottho gulo evabe sundor kore tule dhorar jonno. Desh ke Valo basi Amra sabai. I love ❤️❤️❤️❤️ my Bangladesh.

  • @ovimaniniloy4406
    @ovimaniniloy4406 Рік тому +2

    আমার জেলা ঢাকাতে,
    কোন একটা অজানা কারনে কুড়িগ্রাম এতো কেন ভাল লাগে আমার জানা নাই,,
    আমি অনেক ভালবাসি কুড়িগ্রাম ও এই জেলার মানুষ কে,,
    আপনারা অনেক দূর এগিয়ে জান

  • @mdhelalhosen6950
    @mdhelalhosen6950 Рік тому +7

    Drone sort Gula Mono Mugdhokor chilo😶👍
    অসংখ্য ধন্যবাদ জানাই,আমাদের চর এলাকার মানুষের জীবিকা নির্বাহের আপ্রাণ তুলে ধরার জন্য।🫥😶
    সেই সাথে ধন্যবাদ জানাই মনজুরুল ইসলাম ভাইকে,আমাদের ছোট,শস্য শ্যামল গঙ্গোপাধ্যায়ের মত ভালোবাসার কবিতার মতো একটি এলাকা কে তুলে ধরার জন্য😍😶‍🌫️

  • @-samiya.chowdhury
    @-samiya.chowdhury Рік тому +19

    চর এলাকার মানুষের কি যে কষ্ট আল্লাহ যেনো তাদের কে সুস্থ রাখে🤲🤲🤲🤲🤲🇧🇩🇦🇪

  • @gwtawfin1648
    @gwtawfin1648 Рік тому +2

    ভাই আমাদের কুড়িগ্রামবাসীর ভিডিও সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @AlAmin-yn7wj
    @AlAmin-yn7wj Рік тому

    করিম ভাইয়ের কুড়িগ্রামের ডকুমেন্টারী আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি মানুষের অতি কাছে গিয়ে তাদের সুখ দুঃখ তাদের বেঁচে থাকার সংগ্রামী জীবন, তাদের জীবিকা তাদের সংস্কৃতি আমাদের কাছে খুব সরল ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যান।

  • @RaselRana-hg1rr
    @RaselRana-hg1rr Рік тому +3

    ধন্যবাদ ভাই কুড়িগ্রাম আসার জন্য আমার জন্মভূমি

  • @khalidahmed9404
    @khalidahmed9404 Рік тому +10

    হামার কুড়িগ্রাম🥰

  • @mahmudulhasansiddiqui749
    @mahmudulhasansiddiqui749 Рік тому +3

    আহারে উত্তর! আমাদের প্রাণের উত্তর! হতভাগা উত্তর আমার!

  • @user-mk4lq2uv7w
    @user-mk4lq2uv7w 3 місяці тому

    ভিডিওটা দেখে কমেন্ট না করে আর পারলাম না।
    জায়গাটা খুব সুন্দর এবং কষ্টদায়ক। অতি সাধারণ জীবন যাপন। কিছু মানুষের বক্তব্য শুনে মনটা কেঁদে উঠলো।
    দেখি এবার ইনশাল্লাহ এটাই ভ্রমণ হবে।

  • @robiulhassan2570
    @robiulhassan2570 Рік тому +7

    Outstanding Video....The meaning of life can be understood by looking at the pictures of the Riverine remote areas.....

  • @ferdouspavel2312
    @ferdouspavel2312 Рік тому +13

    অনেক ভালো লাগলো। ভাই অনেক দেশ তো ভ্রমণ করলেন এবার একটা কাজ করেন, দেশের ৬৪ জেলা ভ্রমন করেন এবং এই ৬৪ জেলার ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি নিয়ে ৬৪ টা ভিডিও তৈয়ারি করেন।

  • @musefahmed6383
    @musefahmed6383 Рік тому +1

    এত চর এত বালি এত ধূলা এত জল আসেযায়। তারি সাথে মানুষের জীবন পাল্ঠায় -!
    ভিডিও দেখে সামান্য কথাগুলো ব‍্যক্ত করলাম।👍👍🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @srm.247
    @srm.247 Рік тому +2

    অসংখ্য ধন্যবাদ ভাই। এরকম এক ভিন্ন জগতের ভিন্ন মানুষ, ভিন্ন সংস্কৃতি তুলে ধরার জন্য।

  • @dreamtechdesignbangladesh4930
    @dreamtechdesignbangladesh4930 Рік тому +7

    আমার প্রিয় কুড়িগ্রাম!

  • @nurefatema5755
    @nurefatema5755 Рік тому +5

    মাশাল্লাহ্ 👍👍

  • @abdulmaleque2202
    @abdulmaleque2202 Рік тому +1

    দীর্ঘ ৪৫ বছর আগের কথা মনে পড়ে গেলো, মনে হলো যেন আমার চিরচেনা পথটা এইমাত্র পেরিয়ে এলাম। চর অঞ্চল এর মানুষ আমি। তারপরও চোখটা জলে ভরে গেল। ধন্যবাদ ভাই এরকম ন্যাচারাল ভিডিও তৈরি করার জন্য।

  • @sumona4655
    @sumona4655 Рік тому +3

    Dhonnobad munzurul korim vay ke 🇧🇩💕💕💕

  • @mdaminulislam2523
    @mdaminulislam2523 Рік тому +3

    প্রিয় জন্মভূমি আমার কুড়িগ্রাম,চর রাজিবপুর

  • @atik927
    @atik927 Рік тому +1

    আমি ও কুড়িগ্রাম জেলার মানুষ, কিন্তু এই জেলায় এমন অঞ্চল আছে সেটা আমার যানা ছিলো না ।
    দো' আ করি আল্লাহ যেনো তাদের সহায় হয়।
    ❤️❤️

    • @rdxhridoykhan9465
      @rdxhridoykhan9465 Рік тому

      আপনার নিজের প্রতি লজ্জা হওয়া উচিত...নিজের এলাকার অবস্থা সম্পর্কে ও উদাশিন..।

    • @MdLikhon-yl8zx
      @MdLikhon-yl8zx 2 місяці тому

      তুমি কোন উপজেলায় থাকো 😂

  • @mawarabby
    @mawarabby Рік тому +2

    এতো সুন্দর করে উপস্থাপন করেন আপনি আপনার জন্য দোয়া রইলো

  • @bijoyahmed3358
    @bijoyahmed3358 Рік тому +3

    ভাই কুড়িগ্রাম ভ্রমণ করে আসছি গত 14 তারিখ মানে চলতি মাসের ১৪ তারিখ।
    এখানে জীবন যাত্রার মান খুবই ভালো আমার মতে। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে দেখেছি আমি শিক্ষা খুব মান রয়েছে রাস্তাঘাটের অবস্থা মোটামুটি ভালো ধরা যেতে পারে। আরেকটা বিষয় বাংলাদেশের এমন কোন স্থান নেই যেখানে এত পরিমাণে মেয়েরা সাইকেল চালায় কিন্তু আমি কুড়িগ্রামে দেখেছি স্কুল ছুটি হবার পর ছেলে এবং মেয়েরা প্রচুর সাইকেল নিয়ে বের হয়েছে এবং রাস্তায় দেখেছি তারা প্রচুর সাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছে।
    এই দৃশ্যটা কিন্তু ধারণ করলে আপনার কাছে আরো বেশি ভালো লাগতো

  • @md.ashrafulislam
    @md.ashrafulislam Рік тому +4

    18:03
    🤣 লোকটা ভাবছিল হাঁটু পানি কিন্তু ভিজে গেল।

    • @ivanovic-654
      @ivanovic-654 Рік тому

      হুম ভাই।
      দেখে মজা লাগলো আবার খারাপ ও লাগলো 🙂🙂

    • @TrueSeeker
      @TrueSeeker Рік тому

      ঠিক 😁😄

  • @BillalHossain-hd2wr
    @BillalHossain-hd2wr Рік тому +1

    এরাই হচ্ছে আমার দেশের সহজ সরল মানুষ

  • @ahammadali9912
    @ahammadali9912 Рік тому +1

    আমি যতদিন কুড়িগ্রামে অবস্থান করেছি আমার মনে হয় আমার জীবনে কাটানো শ্রেষ্ঠ সময়ে তখন ছিল দীর্ঘদিনের সেই স্মৃতি আজও আমায় নিরবে নিভৃতে কাদায় মন কেন জানি বারবার ফিরে যেতে চায় সেই সময় সুযোগ পেলে ফিরে আসব আবারও সেই চির চেনা মায়ায় ভরা আমার প্রিয় গ্রামে যাকে সর্বদাই মনে করি আমি

  • @mdsojon525
    @mdsojon525 Рік тому +3

    আলহামদুলিল্লাহ আমি কত সুখে আছি

  • @NahidHasanOfficialYT
    @NahidHasanOfficialYT Рік тому +3

    ধন্যবাদ ভাই এত সুন্দর করে এই সহজ সরল মানুষদের জীবন সংগ্রাম তুলে ধরার জন্য 💜

  • @rajuahmed4992
    @rajuahmed4992 4 місяці тому

    অনেক অনেক ধন্যবাদ চর এলাকাবাসী মানুষের জীবন কষ্টের ভিতর তুলে ধরার জন্য

  • @user-cp6zi7kr2y
    @user-cp6zi7kr2y Рік тому

    সহজ সরল গ্রামীণ জনপদের জীবন জীবিকা এত সুন্দর সাবলীল ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ।।

  • @shirinaktar5348
    @shirinaktar5348 Рік тому +3

    অনেক অনেক ধন্যবাদ মনজুরুল করিম ভাই আপনাকে 👍🇧🇩