সালটা সম্ভবতঃ ২০০৪... আমরা ছিলাম যাদবপুরে সেমেস্টার শুরু হওয়ার পরে প্রথম ব্যাচ। মূলতঃ তুলনামূলক সাহিত্যর ছাত্রী হলেও ED বা এক্সট্রা ডিপার্টমেন্টাল আমার ছটি সেমেস্টার জুড়েই ছিল বাংলা। তখনই প্রথম কাফিদার ক্লাস করা। বিষয়- সুকুমার রায়-এর 'হযবরল'। "সিলেবাস"-এ প্রথম এই বইটির নাম দেখে খুব মজা পেয়েছিলাম। এ কী? এই বয়সে সুকুমার রায় সিলেবাস-এ?!? সব ভুল ভেঙে গেল কাফিদার ক্লাস করতে গিয়ে। সর্বকালের সেরা 'ননসেন্স' এর আড়ালে ভদ্রলোক লিখে গেছেন একটি আদ্যোপান্ত রাজনৈতিক গদ্য- ব্রিটিশ ঔপনিবেশিকতার মুখোশটি খুলে দিতে। 'Alice in Wonderland' শুধু নয়, এ প্রসঙ্গে 'আবোল তাবোল'-এর প্রসঙ্গও কাফিদার ভাষণে বারবার উঠে আসতো। এদের সাথেও ওতপ্রোত হয়ে আছে নাকি বিবিধ সময়ের বিবিধ রাজনৈতিক ঘনঘটা। কিছুই ভুলিনি, ভুলতে পারিনি কাফিদার শেখানো বিষয়গুলি। বাড়িতে এসে মাকে বলেছি পারবোনা আর শিশুসাহিত্য গুলিকে শুধু শিশুদের মতো করে ভাবতে। ( ততদিনে আমাদের তুলনামূলক সাহিত্য বিভাগেও কাটাছেঁড়া করা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের 'ঠাকুমার ঝুলি' নিয়ে।) সেই আমি প্রায় ১০ বছর বাদে ইস্কুলের বাচ্চা পড়াতে গিয়ে দেখলাম সিলেবাস কর্তৃপক্ষ ষষ্ঠ শ্রেণির বিষয়াভুক্ত করেছেন 'হযবরল'। চমকে গেলাম, ভয় পেলাম কিভাবে পড়াবো ১১-১২ বছরের বাচ্ছাগুলোকে? কিই বা বোঝাবো! সরলীকরণ করে পড়াতে শুরু করলাম ঠিকই কিন্তু মাঝে মাঝেই চলে আসতে থাকলো ব্রিটিশ অধীনস্থ ভারতের অনুষঙ্গ। কী করব? ওই যে বললাম 'ভুলিতে পারিনি'। যাই হোক, পড়াতে তো হবেই। তাই এভাবেই দোটানায় কাটিয়ে দিয়েছি প্রায় ৭টি বছর। আসলে আমি চেয়ে এসেছি এই শিশুরা ওদের মতো করে পড়ুক এই সাহিত্যগুলি। যেমন আমরা পড়েছিলাম ছোটবেলায়। কিন্তু ওই হয়তো আমারই অপারগতা আসল তথ্যটি জানানোর জন্যে প্রাণ হাঁকুপাঁকু করে। ভালোবাসা ছিল, এবং রইলো এই মানুষটির প্রতি। ফিরে যেতে পারলে আর একবার যেতাম যাদবপুরের ওই তিনতলার কোণের ঘরটিতে যেখানে আজও আব্দুল কাফি ক্লাশ নেন।
Khub darun bollen ma'am...ami history department er chatro... And nijeke Jadavpur University er student bolte gorvobodh hoi ai sikhha babostha er jonno.... khub bhalo laglo ma'am ❤️..valo thakben amar pronam naben ❤️🙏
আমি যাদবপুরের স্টুডেন্ট নই আমি Calcutta university এর স্টুডেন্ট ছিলাম কিন্তু এনার কথা শুনে ভীষণ ভালো লাগছে মনের মধ্যে একটা টান অনুভব করছি ☺... আমি সাহিত্যের ছাত্রী ।
আমি বাংলাদেশ থেকে বলছি... কাফি দাদার কথাগুলো অসাধারণ.. তাঁর বাচনভঙ্গির তুলনা হয় না.. সঠিক ভাবে বাংলা ভাষার কথা গুলো সাজিয়ে গুছিয়ে বলার অভ্যাস টা আসলেই অসাধারণ।
না, হচ্ছে না। ১) রবিনসন ক্রুসো যতক্ষণ একা ততক্ষণ পলিটিক্স বা রাজনীতি নেই। রাজনীতি শুরু অন্ততপক্ষে ফ্রাইডে আসার পর। গ্রীক polis (city) থেকে polites (citizen) থেকে আসছে politics বা রাজনীতি। তাই কমপক্ষে দুজন না হলে রাজনীতি কথাটা আসে না। "একদল মানুষ বেঁচে থাকার প্রয়োজনে যে ব্যবস্থা তৈরী করে সেই সংক্রান্ত চিন্তা ভাবনা ও তাকে কার্যকরী করার প্রচেষ্টার নাম রাজনীতি বা পলিটিক্স।" এটাই ডেফিনিশন হওয়া উচিত। ২) স্কুল থেকেই রাজনীতির পাঠ শুরু হওয়া উচিত। অন্ততপক্ষে নবম / দশম শ্রেণী থেকে ভারতের সংবিধানের প্রস্তাবনাটি পড়ানো ও সেখানে ব্যবহৃত প্রতিটি শব্দের অর্থ বোঝানো প্রয়োজন ও তার ওপর অন্ততপক্ষে ৫ থেকে ১০ নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকা উচিত। ৩) অবশ্যই শাসকশ্রেণী তাদের মতো করে শিক্ষাব্যবস্থা তৈরী করার চেষ্টা করবে কিন্তু তাই বলে সিলেবাস তৈরী করা সম্ভব নয় বা সিলেবাসের পাঠ্যসূচীতে কী কী বিষয় অন্তর্ভুক্ত করতে হবে তাই নিয়ে কোনো দাবিদাওয়া, আন্দোলন ইত্যাদি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে হবে না এমন একটা দিকে আলোচনার অভিমুখ চলে যাওয়া কাম্য হতে পারে না। Academician দের আরো অনেক বেশি সুনির্দিষ্ট, যৌক্তিক ও বাস্তবতামুখী কথাবার্তা বলতে হবে। ৪) দক্ষিণপন্থী "অমর চিত্র কথা"-র বিরোধীতা যেমন করতে হবে তেমনি বামপন্থী "অমর চিত্র কথা"-র বিরোধীতাও করতে হবে। মার্ক্স সবকথাই ঠিক বলেছেন এমনটা হতে পারে না। লেনিনের "ভ্যানগার্ড পার্টি" -র ধারণার ওপর ভিত্তি করে কখনো সাম্যবাদ আসতে পারে না - এসব কথা জোরের সঙ্গে বলার সময় এসে গেছে অনেকদিন। .........আপাতত এটুকুই থাক।
স্যার আমি আপনার বিশ্ববিদ্যালয়ের এর স্টুডেন্ট নয় কিন্তু যদি কোনো ভাবে আপনার সান্নিধ্য পেতে পারতাম তাহলে অনেক উপকৃত হতাম... ধন্যবাদ স্যার আপনার মতো মানুষের এই সমাজে বড্ড বেশি প্রয়োজন... ভালো থাকবেন
আমি এই মুহূর্তে যাদবপর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র। নতুন নতুন কলেজে যাচ্ছি, স্বপ্নের বিষয় নিয়ে পড়াশোনা করতে পারছি, এ এক বিশেষ অনুভূতি। আমরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার আগেই একজন শিক্ষককে প্রত্যেকে এক নামে চিনতাম, তিনি কাফি স্যার। আমার গতকাল প্রথম বার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ওনাকে প্রত্যক্ষ ভাবে দর্শনের সৌভাগ্য হল। Faculty of Arts Building এ আমি প্রবেশ করছি, হঠাৎ দেখলাম ছিপছিপে গড়নের একজন ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছেন, অদ্ভুত এক অনুভূতি হল (যা শব্দে প্রকাশ করা সম্ভব নয়) নিমেষে বুঝলাম, কাফি স্যার!!!!! ব্যাস, আমি স্তব্ধ, নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম, সাহস করে একবার প্রনাম করতেও যেতে পারলাম না। এই আমার স্যার কে প্রথম দেখার অভিজ্ঞতা, হয়তো ভবিষ্যতে কখনও সাহস সঞ্চয় করে আলাপ করতে পারবো!
কাফি'দা এত চমৎকার ভাবে এত সাবলীলভাবে আলোচনা করেন যে মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। তাকে শুনলে শোনার আগ্রহ বেড়ে যায়। দুঃখের বিষয় ইউটিউবে তার বয়ান অপ্রতুল। আরও বেশি বেশি এমন বয়ান কামনা করছি। বিনম্র শ্রদ্ধা কাফি'দা। ❤️
Suddenly youtube algorithm gives this kind of gem .. never knew Abdul Kafi before, but after hearing this for 10 min have to pause the video and search for who is this scholar.. big thumbs up and a subscriber addition for this channel.
আমি এপার বাংলার মানুষ।এক সময় বাংলা সাহিত্যের ছাত্রও ছিলাম।তখন থেকেই আমি এই কাফি স্যারের ভক্ত।কখনও যদি ওপার বাংলাতে যেতে পারি তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার সাথে দেখা করতে চাই।তিনি একজন জীবন্ত দার্শনিক।
এ যেন নিজের মুখোমুখি নিজেকে দাঁড়িয়ে অন্ধকার থেকে আলোর অন্বেষোন .. দেবাশীষ দা এবং কাফী দা দুজনকেই ধন্যবাদ এত প্রাণের কাছাকাছি আড্ডা দেওয়ার জন্য .. অপেক্ষায় রইলাম বাকি অংশের ....
খুব ভালো লাগলো . ইউটিউবে এধরণের আলোচনার ভীষণ অভাব বোধ করছিলাম . আশা করবো এই ধরণের আলোচনা বন্ধ হয়ে যাবেনা এই চ্যানেলে . এই আশাতেই চ্যানেল সাবস্ক্রাইব করলাম .
দুবার শুনলাম,এখনো হয়তো অনেকবার শুনবো।তেমন কিছুই জানি না ,কিন্তু জানতে ইচ্ছা অনেক ,হাতড়ে মরি কোথায় একটু পাই এমন সব বিশ্লেষণধর্মী কথাবার্তা বন্ধুর মত করে বলেন যিনি সবাইকে।
আমাদের প্রিয় শিক্ষক কাফি দা, ওনার অনেক ক্লাস পেয়েছি। অনেক অজানা কে জেনেছি, অনেক অস্পষ্টতার আবরণ সরে গিয়ে জীবনের আদত সত্য স্পষ্ট হয়েছে চোখের সামনে। এত বছর ধরে ওনাকে দেখতে দেখতে একটা কথাই বুঝতে পেরেছি - উনি একাই 'কাফি '। ওনার প্রজ্ঞা, ওনার অলোকসামান্য মনীষা ই ওনার ভূষণ। ভালো থাকবেন স্যার!
অসাধারণ লাগলো স্যার আমাদের মত মোটা মাথার লোককে আবারো শুনতে হবে আরো ভালো করে বোঝার জন্য। তবে ইংলিশ শব্দ একটু কম ব্যবহার করলে ভালো হয়। আবার Google translate দিয়ে দেখে নিতে হচ্ছে। ধন্যবাদ। 🙏🙏🙏
শুনলাম শুনতে খুবই ভালোলাগলো ।কিন্তু তাবোলে সব কিছু বাস্তব বলে আমি মানিনা, প্রতিটা মানুষ বহু জটিল চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ,এবং সমাজ সেই হিসাবে আরো জটিল, স্যারের কথাগুলো এবং তাঁর bodylanguage খুবই চমকপ্রদ কিন্তু তাইবলে সব সত্যি সবার কাছে সত্যি নয়,আমার মনেহয় অনেক কথা তিনি এমন বলেছেন যেগুলি একমাত্র কল্প-রাজ্যের জন্য প্রযোজ্য।
"স্যার,তাহলে কি আমরা স্তর বিশেষ ,বিশেষ বিশেষ ভঙ্গিমার বিশেষতম রুপ প্রকাশ করছি মাত্র"। স্যার, আমার এটাই মনে হয় । ঠিক না ভূল জানাবেন। যদি এই জানতে চাওয়াটা, কোন ভাবে আপনার কাছে পৌঁছায়।আমি এ পর্যন্ত কোন ভিডিও তে কখনও লিখি ও নি ।কেন না আমার টাইপের গতি খুবই মন্থর প্রকৃতির । আর বিশেষ অর্থে ভালোকে ভাল লাগানোর বিষয়ও খুব কম।কিন্তু সক্রিয় না হলেও নিষ্ক্রিয়ভাবে এগুলোতে অংশগ্রহণ করতে হয় প্রত্যেক কেই।আর আমরা কেউ এর ব্যতিক্রম ও নই হয়তো ।
মুগ্ধ হয়ে দেখলাম , শুনলাম । সমৃদ্ধ হলাম । অনেক অনেক ধন্যবাদ জানাই । আপনাদের পরবর্তী পোস্টের জন্য সাগ্রহে অপেক্ষা করে রইলাম । ভালো থাকবেন । -- রতন কুমার গিরি ' খবর এখন ' চ্যানেল মেদিনীপুর শহর ============
এতদিন যে ইতিহাস ভারতে পড়ানো হয়েছে রোমিলা থাপারের তৈরি করা, সেটা কি অমর চিত্র কথা নয়? দেশে সাম্প্রদায়িক শান্তি বজায় রাখার খোঁজে মানুষের আসল ইতিহাসকে বাঁধাচাপা রাখা যায় না। দক্ষিন আফ্রিকাতে truth and reconciliation commission হয়েছিল। আমরা আজও তার প্রত্যাশায় চেয়ে আছি এ উপমহাদেশের আশ্রাফদের প্রতি।
সালটা সম্ভবতঃ ২০০৪... আমরা ছিলাম যাদবপুরে সেমেস্টার শুরু হওয়ার পরে প্রথম ব্যাচ। মূলতঃ তুলনামূলক সাহিত্যর ছাত্রী হলেও ED বা এক্সট্রা ডিপার্টমেন্টাল আমার ছটি সেমেস্টার জুড়েই ছিল বাংলা। তখনই প্রথম কাফিদার ক্লাস করা। বিষয়- সুকুমার রায়-এর 'হযবরল'। "সিলেবাস"-এ প্রথম এই বইটির নাম দেখে খুব মজা পেয়েছিলাম। এ কী? এই বয়সে সুকুমার রায় সিলেবাস-এ?!? সব ভুল ভেঙে গেল কাফিদার ক্লাস করতে গিয়ে। সর্বকালের সেরা 'ননসেন্স' এর আড়ালে ভদ্রলোক লিখে গেছেন একটি আদ্যোপান্ত রাজনৈতিক গদ্য- ব্রিটিশ ঔপনিবেশিকতার মুখোশটি খুলে দিতে। 'Alice in Wonderland' শুধু নয়, এ প্রসঙ্গে 'আবোল তাবোল'-এর প্রসঙ্গও কাফিদার ভাষণে বারবার উঠে আসতো। এদের সাথেও ওতপ্রোত হয়ে আছে নাকি বিবিধ সময়ের বিবিধ রাজনৈতিক ঘনঘটা।
কিছুই ভুলিনি, ভুলতে পারিনি কাফিদার শেখানো বিষয়গুলি। বাড়িতে এসে মাকে বলেছি পারবোনা আর শিশুসাহিত্য গুলিকে শুধু শিশুদের মতো করে ভাবতে। ( ততদিনে আমাদের তুলনামূলক সাহিত্য বিভাগেও কাটাছেঁড়া করা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের 'ঠাকুমার ঝুলি' নিয়ে।)
সেই আমি প্রায় ১০ বছর বাদে ইস্কুলের বাচ্চা পড়াতে গিয়ে দেখলাম সিলেবাস কর্তৃপক্ষ ষষ্ঠ শ্রেণির বিষয়াভুক্ত করেছেন 'হযবরল'। চমকে গেলাম, ভয় পেলাম কিভাবে পড়াবো ১১-১২ বছরের বাচ্ছাগুলোকে? কিই বা বোঝাবো! সরলীকরণ করে পড়াতে শুরু করলাম ঠিকই কিন্তু মাঝে মাঝেই চলে আসতে থাকলো ব্রিটিশ অধীনস্থ ভারতের অনুষঙ্গ। কী করব? ওই যে বললাম 'ভুলিতে পারিনি'। যাই হোক, পড়াতে তো হবেই। তাই এভাবেই দোটানায় কাটিয়ে দিয়েছি প্রায় ৭টি বছর। আসলে আমি চেয়ে এসেছি এই শিশুরা ওদের মতো করে পড়ুক এই সাহিত্যগুলি। যেমন আমরা পড়েছিলাম ছোটবেলায়। কিন্তু ওই হয়তো আমারই অপারগতা আসল তথ্যটি জানানোর জন্যে প্রাণ হাঁকুপাঁকু করে।
ভালোবাসা ছিল, এবং রইলো এই মানুষটির প্রতি। ফিরে যেতে পারলে আর একবার যেতাম যাদবপুরের ওই তিনতলার কোণের ঘরটিতে যেখানে আজও আব্দুল কাফি ক্লাশ নেন।
ঠিক একই অনুভূতি আমারো, আমি আপনার চেয়ে অনেক কনিষ্ঠ, টিউশন এর ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে।
Ami CL er junior apnar. Maney onektayi junior. Kintu apnar kotha gulo relate korte parlam. Apnake dhonyobad. Bhalo thakben.
Comment ta porar shahitto ta nie apnar synopsis ta jante ichcha hochche
Kono bhabe shombhob ?
@@siamsajid4829 বোধহয় না। 😊
Khub darun bollen ma'am...ami history department er chatro... And nijeke Jadavpur University er student bolte gorvobodh hoi ai sikhha babostha er jonno.... khub bhalo laglo ma'am ❤️..valo thakben amar pronam naben ❤️🙏
আমি যাদবপুরের স্টুডেন্ট নই আমি Calcutta university এর স্টুডেন্ট ছিলাম কিন্তু এনার কথা শুনে ভীষণ ভালো লাগছে মনের মধ্যে একটা টান অনুভব করছি ☺... আমি সাহিত্যের ছাত্রী ।
কাফিদা মুগ্ধ করে, বিস্মিত করে, এবং অন্তরের শিকড়ে গিয়ে আমাদের ঝাঁকিয়ে দেয়।
tai tomar r kothay kothay jhakiyeche
কাফি দা কিন্তু ছাত্রসমাজের একটা বৃহৎ অংশের ইন্সপিরেসন ।। এমন একজন মানুষ খুব কম দেখা যায় ..
আমি বাংলাদেশ থেকে বলছি...
কাফি দাদার কথাগুলো অসাধারণ..
তাঁর বাচনভঙ্গির তুলনা হয় না..
সঠিক ভাবে বাংলা ভাষার কথা গুলো সাজিয়ে গুছিয়ে বলার অভ্যাস টা আসলেই অসাধারণ।
না, হচ্ছে না।
১) রবিনসন ক্রুসো যতক্ষণ একা ততক্ষণ পলিটিক্স বা রাজনীতি নেই। রাজনীতি শুরু অন্ততপক্ষে ফ্রাইডে আসার পর। গ্রীক polis (city) থেকে polites (citizen) থেকে আসছে politics বা রাজনীতি। তাই কমপক্ষে দুজন না হলে রাজনীতি কথাটা আসে না।
"একদল মানুষ বেঁচে থাকার প্রয়োজনে যে ব্যবস্থা তৈরী করে সেই সংক্রান্ত চিন্তা ভাবনা ও তাকে কার্যকরী করার প্রচেষ্টার নাম রাজনীতি বা পলিটিক্স।" এটাই ডেফিনিশন হওয়া উচিত।
২) স্কুল থেকেই রাজনীতির পাঠ শুরু হওয়া উচিত। অন্ততপক্ষে নবম / দশম শ্রেণী থেকে ভারতের সংবিধানের প্রস্তাবনাটি পড়ানো ও সেখানে ব্যবহৃত প্রতিটি শব্দের অর্থ বোঝানো প্রয়োজন ও তার ওপর অন্ততপক্ষে ৫ থেকে ১০ নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকা উচিত।
৩) অবশ্যই শাসকশ্রেণী তাদের মতো করে শিক্ষাব্যবস্থা তৈরী করার চেষ্টা করবে কিন্তু তাই বলে সিলেবাস তৈরী করা সম্ভব নয় বা সিলেবাসের পাঠ্যসূচীতে কী কী বিষয় অন্তর্ভুক্ত করতে হবে তাই নিয়ে কোনো দাবিদাওয়া, আন্দোলন ইত্যাদি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে হবে না এমন একটা দিকে আলোচনার অভিমুখ চলে যাওয়া কাম্য হতে পারে না। Academician দের আরো অনেক বেশি সুনির্দিষ্ট, যৌক্তিক ও বাস্তবতামুখী কথাবার্তা বলতে হবে।
৪) দক্ষিণপন্থী "অমর চিত্র কথা"-র বিরোধীতা যেমন করতে হবে তেমনি বামপন্থী "অমর চিত্র কথা"-র বিরোধীতাও করতে হবে। মার্ক্স সবকথাই ঠিক বলেছেন এমনটা হতে পারে না। লেনিনের "ভ্যানগার্ড পার্টি" -র ধারণার ওপর ভিত্তি করে কখনো সাম্যবাদ আসতে পারে না - এসব কথা জোরের সঙ্গে বলার সময় এসে গেছে অনেকদিন।
.........আপাতত এটুকুই থাক।
কাফিদা আসলে এক বিস্ময়... খেলা করেন কথা নিয়ে... দারুণভাবে সমৃদ্ধ করলেন আবারও...💖
অনেকদিন পর একজন প্রকৃত অর্থে চিন্তাশীল মানুষের কথা শুনলাম। ধন্যবাদ।
স্যার আমি আপনার বিশ্ববিদ্যালয়ের এর স্টুডেন্ট নয় কিন্তু যদি কোনো ভাবে আপনার সান্নিধ্য পেতে পারতাম তাহলে অনেক উপকৃত হতাম... ধন্যবাদ স্যার আপনার মতো মানুষের এই সমাজে বড্ড বেশি প্রয়োজন... ভালো থাকবেন
আমি এই মুহূর্তে যাদবপর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র। নতুন নতুন কলেজে যাচ্ছি, স্বপ্নের বিষয় নিয়ে পড়াশোনা করতে পারছি, এ এক বিশেষ অনুভূতি। আমরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার আগেই একজন শিক্ষককে প্রত্যেকে এক নামে চিনতাম, তিনি কাফি স্যার। আমার গতকাল প্রথম বার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ওনাকে প্রত্যক্ষ ভাবে দর্শনের সৌভাগ্য হল। Faculty of Arts Building এ আমি প্রবেশ করছি, হঠাৎ দেখলাম ছিপছিপে গড়নের একজন ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছেন, অদ্ভুত এক অনুভূতি হল (যা শব্দে প্রকাশ করা সম্ভব নয়) নিমেষে বুঝলাম, কাফি স্যার!!!!! ব্যাস, আমি স্তব্ধ, নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম, সাহস করে একবার প্রনাম করতেও যেতে পারলাম না। এই আমার স্যার কে প্রথম দেখার অভিজ্ঞতা, হয়তো ভবিষ্যতে কখনও সাহস সঞ্চয় করে আলাপ করতে পারবো!
আহা কান ধন্য হলো,উফঃ কাফি দা, কতদিন বাদে তোমাকে শুনলুম গো....সেই উজ্জ্বল চোখ,তীক্ষ্ণ যুক্তি, অনাবিল বাচন, বকে দিলেও মনে হয় দাঁড়িয়ে বকা শুনি।আহা মন ভরে গেল।
কাফি'দা এত চমৎকার ভাবে এত সাবলীলভাবে আলোচনা করেন যে মন্ত্রমুগ্ধ হয়ে শুনি।
তাকে শুনলে শোনার আগ্রহ বেড়ে যায়।
দুঃখের বিষয় ইউটিউবে তার বয়ান অপ্রতুল।
আরও বেশি বেশি এমন বয়ান কামনা করছি।
বিনম্র শ্রদ্ধা কাফি'দা। ❤️
অসাধারণ।
কৃতজ্ঞতা - বাংলাদেশ থেকে 🇧🇩
এত সহজ করে বিশ্লেষণ বোধ হয় কাফি-ই পারে👍অসামান্য কাফি👏তার সাথে যোগ্য সঙ্গত দিয়েছেন দেবাশীষ বাবুও..... অসাধারণ এই আলোচনা... চলতে থাকুক
আমি মুগ্ধ হয়ে শুনলাম জানলাম এবং নতুন করে ভাবনার সঞ্চার হলো।
কাফি দা'র কথা বার্তা চিন্তা ভাবনাই স্বতন্ত্র। সামনে থেকে কথা বলেছি রায়গঞ্জে। সপরিবারে এসেছিলেন। অন্য রকমের মানুষ। সাথে থাকলেই সমৃদ্ধ হওয়া যায়।
This should have English translations. This should reach more people, beyond those who understand Bangla.
Scholarly. Brilliant. Massive Respect!
Why not French or German or Greek or Chinese?
@@MegaTambourinemanmajority rules duh!
চৈতন্য চরিতামৃত এবং গালিবের অনুবাদ ❤। কতদিন পর ফিরে যাচ্ছি সেই দিনগুলোতে কাফি দা❤
Suddenly youtube algorithm gives this kind of gem .. never knew Abdul Kafi before, but after hearing this for 10 min have to pause the video and search for who is this scholar.. big thumbs up and a subscriber addition for this channel.
আমি এপার বাংলার মানুষ।এক সময় বাংলা সাহিত্যের ছাত্রও ছিলাম।তখন থেকেই আমি এই কাফি স্যারের ভক্ত।কখনও যদি ওপার বাংলাতে যেতে পারি তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার সাথে দেখা করতে চাই।তিনি একজন জীবন্ত দার্শনিক।
এ যেন নিজের মুখোমুখি নিজেকে দাঁড়িয়ে অন্ধকার থেকে আলোর অন্বেষোন .. দেবাশীষ দা এবং কাফী দা দুজনকেই ধন্যবাদ এত প্রাণের কাছাকাছি আড্ডা দেওয়ার জন্য .. অপেক্ষায় রইলাম বাকি অংশের ....
বাকি অংশ আমাদের ইউটিউবে আছে।
প্রথম এপিসোড : ua-cam.com/video/QmizhhF5In4/v-deo.html
দ্বিতীয় এপিসোড : ua-cam.com/video/ML_tJF5DeRI/v-deo.html
Uncut এপিসোড : ua-cam.com/video/7jvC3w5Gg6A/v-deo.html
এই প্রথমবার শুনলাম ।। এরম আলোচনা এবং আড্ডা খুব দরকার ।। কাফি দা একজন দারুন বক্তা ।। একজন বিষ্ময়কর লোক ।।
He's a "maal" 🔥 this kind of genius thinker was absent among Bengalis for decades.
বাংলাদেশ থেকে শ্রদ্ধা
অসাধারণ!
এত শুভকামনা ,এত ভালোবাসা একজন মানুষের চিন্তায় !
শ্রদ্ধা জানবেন, সংশ্লিষ্ট সবাই | (বাংলাদেশ থেকে)
কাফি তোর কথাগুলো অন্তর ছুঁয়ে গেল রে..... ভেতর থেকে অনুভব করলাম এই বক্তব্যের প্রয়োজনীয়তা
কান্না পেলো কেন তোমার কথা শুনে?
(সেই ভারতের মহামানবের সাগরতীরে)!
খুব কঠিন একটি বিষয় কে অতি সহজেই বুজিয়ে দেন এবং কথার মধ্যে মুগ্ধতাবোধ কাজ করে,বিস্ময় কাজ করে ,নতুন নতুন জ্ঞান আরোহণ করি যাঁর থেকে তিনিই আমাদের কাফি দা।
ইউটিউবে ৫ মিনিটের ভিডিও যেইখানে টেনে টেনে দেখি এই ৪৬:৩৮ সময়টা খুব সুন্দরভাবে গেলো...ভালো লাগলো উনার কথা
নেক্সট পর্বে যাচ্ছি
কাফি দা, এক কথায় অসাধারণ 💓
কি অসাধারণ। ❤❤❤❤
খুব ভালো লাগলো . ইউটিউবে এধরণের আলোচনার ভীষণ অভাব বোধ করছিলাম . আশা করবো এই ধরণের আলোচনা বন্ধ হয়ে যাবেনা এই চ্যানেলে .
এই আশাতেই চ্যানেল সাবস্ক্রাইব করলাম .
একরাশ মুগ্ধতা বাংলাদেশ থেকে জানালাম ❣️❣️🌿🌿
এতো সুন্দর আলোচনা ভাবা যায় না।
শুনছি বাংলাদেশ থেকে। কোথাও আব্দুল কাফি নামটা শুনেছিলাম। সেখান থেকেই উনার প্রতি আমার ভাললাগা।
আমার শিক্ষক মহাশয় কে প্রণাম জানাই।মহান গুরুর সান্নিধ্যে জীবন আমার ধন্য।
দুবার শুনলাম,এখনো হয়তো অনেকবার শুনবো।তেমন কিছুই জানি না ,কিন্তু জানতে ইচ্ছা অনেক ,হাতড়ে মরি কোথায় একটু পাই এমন সব বিশ্লেষণধর্মী কথাবার্তা বন্ধুর মত করে বলেন যিনি সবাইকে।
Bhalo laglo onek critical thinking er golpo. Raj(Rajas) thakuk, Neeti thakuk...atma-birodhi "Raj-neeti" influenced manush hoye gele desh ta r thakbena.
Bhalo thakun kamona kori.
সেই ক্লাস রুমের কথা গুলি মনে পড়ে গেল। তোমার কথা গুলো ভালো লাগলো খুব।
ওনাকে আগেও শুনেছি, মুগ্ধ হয়েছি।আজ এই 21 সালে উপস্হিত হয়েও মুগ্ধ।
চমৎকার চিত্র তুলে ধরেছেন।
তোমাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই!
Tor pashe thakatai toh pawna...
আমি সৌভিক দার মুখে ওনার কথা শুনে ইউটিউবে সার্চ করতে শুরু করলাম।
This guy is so well meaning that it is infectious but also extremely wishful.
ননভার্চুয়াল কমিউনিকেশন আজকের সমাজের তীব্র প্রয়োজনীয়তা।
আমি যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র নয়। কিন্তু এই মানুষ টার একজন বড়ো ভক্ত, একবার পা ছুয়ে প্রণাম করার খুব ইচ্ছে।
কাফিদা মানেই একরাশ মুগ্ধতা!
আমি ভাবতাম বাংলায় সমকালীন সুবক্তা হিসাবে চন্দ্রিল -দার মতো আর কেউ নেই।আজ ধারণা টা বদলে গেলো🙌
salimullah khan er lectur shunben
agree
@@someamazingselectedvideosf7707 যে কোনো একটি ভিডি-ওর লিংক দিলে ভালো হতো..
Amio tai vabtam.
@@deepakdas1527 ua-cam.com/video/dbHNTQyS4Ew/v-deo.html
ওহঃ কি অনবদ্য !!!!!!
Amader sobar priyo mastermoshai....khub valo laglo dekhe..
কাফিস্যার/প্রতিশনিবার/কলিকাতা বিশ্ববিদ্যালয় ❤️❤️❤️❤️
খুব সুন্দর তত্ত্ব, বার্নাড শ এর মত।
1 years later, If you're still watching this you're a legend.
আমি যাদবপুর এর নই , ইনাকে একটু দেখার ইচ্ছে রইলো , ইন্টেলেকট বোধ হয় একেই বলে
আমি বাংলাদেশ থেকে। কথা গুলো শুনে মনটা ভরে গেল
আমাদের প্রিয় শিক্ষক কাফি দা, ওনার অনেক ক্লাস পেয়েছি। অনেক অজানা কে জেনেছি, অনেক অস্পষ্টতার আবরণ সরে গিয়ে জীবনের আদত সত্য স্পষ্ট হয়েছে চোখের সামনে। এত বছর ধরে ওনাকে দেখতে দেখতে একটা কথাই বুঝতে পেরেছি - উনি একাই 'কাফি '। ওনার প্রজ্ঞা, ওনার অলোকসামান্য মনীষা ই ওনার ভূষণ। ভালো থাকবেন স্যার!
অসাধারণ। অনেকদিন পর আবার ক্লাসের স্মৃতিগুলো উসকে উঠল।
বেশ উপভোগ করলাম। চমৎকার ছিলো। আবেগ ছিলো। জীবন ছিলো।
অসাধারণ আলোচনা
আমার খুব প্রিয় কাফি দা
খুব মননশীল, সহজ ও তীক্ষ্ণ দৃষ্টিকোণ, ভালো থাকবেন । ❤❤❤
কাফিদা মুগ্ধ করে প্রতিটি মূহুর্তে ❤️
এনাদের মতন মানুষদের সান্নিধ্য জীবনের পরম পাওনা, যারা পেয়েছেন তারা সততই ভাগ্যবান। চেতনার স্তর টাই অন্য পর্যায়ের, কি সাবলীল অথচ কত গভীর।
Wanna meet u Sir🙏🙏...huge respect to u🙏🙏
অসাধারণ।।
Bhalo laglo
Deep, this is very deep! Respect
আমি যাদবপুরের ছাত্র নই, আমি পড়েছি কয়েকটা কলাম sir কে নিয়ে লেখা...আমি মুগ্ধ..., একনাগারে দেখলাম,
সাথে একটু দুঃখিত... ওনার সান্নিধ্য পাই নি বলে......
Bhison interesting video erom video ageo dekhte chai
অসাধারণ লাগলো স্যার
আমাদের মত মোটা মাথার লোককে আবারো শুনতে হবে আরো ভালো করে বোঝার জন্য। তবে ইংলিশ শব্দ একটু কম ব্যবহার করলে ভালো হয়। আবার Google translate দিয়ে দেখে নিতে হচ্ছে। ধন্যবাদ। 🙏🙏🙏
আমার কলেজ বেলার নেতা কাফিদা এখনও শিখিয়ে চলেছেন।
Kafi da kon college e porten and kon somoyer kotha bolchen?
Great
কাফি দা ।। ভালোবাসা ।।❤
Debasish sir♥️
কাফি দা ❤
কত সহজে সব কিছু বলতে পারে কাফিদা ❤❤
body language টা অসাধারণ
ও'নার কাছে পাঠ নেওয়ার সুযোগ রইলে তা বিশেষ সৌভাগ্যের বিষয় হবে।
অসাধারণ আলোচোনা
কাফি দা, তুমি আছ, তাই আমি আছি।
দারুন লাগে মানুষটাকে 😍
প্রকৃত শিক্ষা বোধ হয় এমন ই হয়, এইসব মানুষের সান্নিধ্য লাভ ভাগ্যের বিষয়
অসাধারণ স্যার।
অসাধারণ ❤️
কাফি স্যার সত্যিই কাফি
🙏🙏
"মিছিলে যাবেনা বলে ধনুর্ভঙ্গ পণ
আসলে তো মিছিলেই আছো।
মিছিলে না যাবার মিছিলে।"
Bah
Eto bhalobasa tomar proti..kothai rakhbo boloto dada??😍😍
nice..discussion
শিক্ষক কাকে বলে বুঝতে পারলাম,আফসুস এরকম শিক্ষক শিক্ষাজীবনে এই পর্যন্ত পাইনি
রাজনীতি সৌন্দর্য শক্তি আর প্রেম-প্রয়ণ ।
রাজনীতি প্রকৃত শিল্প ।
Wow
♥ভালোবাসা♥
খুব ভালো লাগল।
শুনলাম শুনতে খুবই ভালোলাগলো ।কিন্তু তাবোলে সব কিছু বাস্তব বলে আমি মানিনা, প্রতিটা মানুষ বহু জটিল চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ,এবং সমাজ সেই হিসাবে আরো জটিল, স্যারের কথাগুলো এবং তাঁর bodylanguage খুবই চমকপ্রদ কিন্তু তাইবলে সব সত্যি সবার কাছে সত্যি নয়,আমার মনেহয় অনেক কথা তিনি এমন বলেছেন যেগুলি একমাত্র কল্প-রাজ্যের জন্য প্রযোজ্য।
❤️🌻
নামটাই কাফি।
"স্যার,তাহলে কি আমরা স্তর বিশেষ ,বিশেষ বিশেষ ভঙ্গিমার বিশেষতম রুপ প্রকাশ করছি মাত্র"। স্যার, আমার এটাই মনে হয় । ঠিক না ভূল জানাবেন। যদি এই জানতে চাওয়াটা, কোন ভাবে আপনার কাছে পৌঁছায়।আমি এ পর্যন্ত কোন ভিডিও তে কখনও লিখি ও নি ।কেন না আমার টাইপের গতি খুবই মন্থর প্রকৃতির । আর বিশেষ অর্থে ভালোকে ভাল লাগানোর বিষয়ও খুব কম।কিন্তু সক্রিয় না হলেও নিষ্ক্রিয়ভাবে এগুলোতে অংশগ্রহণ করতে হয় প্রত্যেক কেই।আর আমরা কেউ এর ব্যতিক্রম ও নই হয়তো ।
মুগ্ধ হয়ে দেখলাম , শুনলাম । সমৃদ্ধ হলাম ।
অনেক অনেক ধন্যবাদ জানাই ।
আপনাদের পরবর্তী পোস্টের জন্য সাগ্রহে অপেক্ষা করে রইলাম ।
ভালো থাকবেন ।
-- রতন কুমার গিরি
' খবর এখন ' চ্যানেল
মেদিনীপুর শহর
============
শেকল আর নুপুরের ব্যাপার টা খুব ভাবালো , বর্তমান রাজনীতি টা যেন স্পষ্ট দেখতে পাচ্ছি এই টুকু কথা তেই!
Good One
JU te akkothay chene ...kafi sir ❣️
এতদিন যে ইতিহাস ভারতে পড়ানো হয়েছে রোমিলা থাপারের তৈরি করা, সেটা কি অমর চিত্র কথা নয়? দেশে সাম্প্রদায়িক শান্তি বজায় রাখার খোঁজে মানুষের আসল ইতিহাসকে বাঁধাচাপা রাখা যায় না। দক্ষিন আফ্রিকাতে truth and reconciliation commission হয়েছিল। আমরা আজও তার প্রত্যাশায় চেয়ে আছি এ উপমহাদেশের আশ্রাফদের প্রতি।
It is quite difficult for a Hyderabadi to understand with my rudimentary bengali skills.
Please add subtitles.
❤️❤️❤️
Nam tai Kafi ❤️