জেলখানায় ওসি প্রদীপকে ঈমানের দাওয়াত দিলেন শায়খ হারুন ইজহার হাফি। Maulana Harun Izhar New Waz 2023

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • জেলখানায় ওসি প্রদীপকে ঈমানের দাওয়াত দিলেন শায়খ হারুন ইজহার হাফি। Maulana Harun Izhar New Waz 2023
    #waz_mahfil
    #হারুন_ইজহার
    #Harun_Izhar
    #rofiqul_islam_madani_new_waz
    #ওসি_প্রদীপ

КОМЕНТАРІ • 128

  • @Dubai84
    @Dubai84 3 місяці тому +2

    5:00 ... শায়খ সত্যি এই কথা আপনার মুখ থেকে শুনার পর মনে হচ্ছে আল্লাহ্ পাক সম্মানিত করার জন্যে, দাওয়াতী কাজ করানোর জন্যে মুমিন ভাইদেরকে কারাগারে পাঠান, আল্লাহ্ পাক রব্বুল আ'লামীন আপনাদের সৎকর্ম কবুল করুন, আপনাদেরকে সর্বোত্তম জাযা দান করুন ... আমীন 🤲🤲🤲

    • @KobirAkash-z8j
      @KobirAkash-z8j 2 місяці тому

      যতদিন কুরআন নিজে বুঝে পড়ি নি, ততদিন ধর্মীয় স্কলারদের খুব অন্ধ ভক্ত ছিলাম। কিন্তু যখন নিজে কুরআন নিজ ভাষায় বুঝতে শুরু করলাম, তখন কুরআনই আমার চোখ খুলে দিল। কুরআনে যেসব নবীর কাহিনি বর্ণিত হয়েছে, তাদের জীবনীতে কুরআনের আলোচনা থেকেই দেখা যায়, প্রত্যেক নবীর শত্রু ছিল তখনকার নেতৃস্থানীয় ধর্মীয় পণ্ডিত তথা আলেম-ওলামারা। আর নবীদের পক্ষে ছিল কিছু যুবক শ্রেণী এবং সাধারণ মানুষ। নবীদের সাথে তখনকার আলেম-ওলামাদের মূল দ্বন্দ্ব ছিল, নবীরা শুধু যে ওহী নাযিল হতো, তাই মানতো। অন্যদিকে, আলেম-ওলামাদের দাবি ছিল, আল্লাহর ওহী মানার পাশাপাশি পূর্বের বুযুর্গ ব্যক্তিদের কথাও মানতে হবে। যুগে যুগে প্রত্যেক জাতির কাছেই এই পরীক্ষাটাই এসেছিল। কিন্তু পূর্বের মতো বর্তমানেও দেখা যায়, আমাদের হুজুররা যদি একটা কথা কুরআন থেকে বলে, ১০ টা কথা শোনায় আল্লাহর বহির্ভূত কথা তথা প্রচলিত হাদিস থেকে। যারা হাদিস হাদিস করে মুখে ফেনা তুলে ফেলেন, তাদের কাছে প্রশ্ন, হাদিসকে মান্য করা কি ঈমানের কোনো বিষয়? আল্লাহ কি আমাদেরকে বাধ্য করেছেন, নবীজী মৃত্যুর ৩০০ বছর পরে লিখিত হাদিসের গ্রন্থগুলোকে অবশ্যই মানতে হবে? একটু জ্ঞানচক্ষু খুলে দেখুন তো? হাদিস মানা যদি শিরক না হয়, তবে শিরক আসলে কোনটা? হাদিস যেভাবে লিখিত হয়েছে, তা একটু জ্ঞানবান মানুষ চিন্তা করলেই বুঝবে, তখনকার প্রেক্ষাপটে এভাবে নবীজীর নির্ভুল তথ্য বের করা কোনোভাবেই সম্ভব নয়। আপনি নিজে একটু ভাবুন তো, গত ৫ বছর আগের নিজের কোনো স্মরণীয় ঘটনা হুবহু শব্দ/বাক্য মনে করতে পারেন কি না? নিজের বিয়েতে কি কি খাবার খেয়েছিলেন? কোন রঙের পোশাক পরেছিলেন? বিয়ের দিনে আপনার স্ত্রীর সাথে কি কি কথা বলেছিলেন? আপনার স্ত্রী কোন ডিজাইনের শাড়ি পরেছিল? এসব কি হুবহু বলতে পারবেন? আমি হলফ করে বলতে পারি, প্রতি হাজারে ৯৯৯ জন মানুষই বলতে পারবে না। নিজের জীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনায় যেখানে মানুষ মনে রাখতে পারে না, সেখানে অন্য মানুষের জীবনী কিভাবে হুবহু শব্দে শব্দে তুলে আনা যায়? আর ১০ বছর সংসার করেও যেখানে নিজের স্ত্রী শতভাগ সত্য কথা বলে কি না তার গ্যারান্টি দেওয়া যায় না, সেখানে হাদিসের হাজার হাজার রাবীর চারিত্রিক সনদ কিভাবে একজন মানুষ বের করতে পারে? আচ্ছা হাদিস বিশ্বাস করার আগে, আপনি নিজে একটু পরীক্ষা করে দেখুন তো। যেভাবে হাদিস লিখিত হয়েছে, সেই অনুযায়ী, ১০০ বছর আগে মারা যাওয়া কোনো বিখ্যাত ব্যক্তির খাওয়া-দাওয়া, ঘুম, কিংবা কয়টা করে খেজুর খেত, কিংবা কয় পিস মাংস খেত এসব তথ্য বের করে আনতে পারেন কি না? যেখানে ১০০ বছর আগে মারা যাওয়া নিজের পূর্ব-পুরুষদের নাম-পরিচয়ই কোনো মানুষ ঠিকমতো বের করতে পারে না, সেখানে ভিন্ন ভাষার ভিন্ন দেশের একজন মানুষ আরবে গিয়ে কিভাবে ৩০০ বছর আগে মারা যাওয়া নবীজী (স) এর খাওয়া-গোসল থেকে শুরু করে ঘরের খবর পর্যন্ত বের করে নিয়ে আসতে পারে? এসব হাদিস আসলে লিখেছে নবীর শত্রুরা। একটা উদাহরণ দিচ্ছি, আজ যদি জিয়াউর রহমানের জীবনী সরকারিভাবে লিপিবদ্ধ করে কোনো বই বের করে, তবে কি জিয়াউর রহমানের প্রকৃত জীবণী সেখানে পাওয়া যাবে? যদি ৩০০ বছর পরে কোনো ছাত্র সেই জিয়াউর রহমানের জীবণী পড়ে, তাহলে সেই ছাত্রটি জিয়াউর রহমানের সত্য তথ্য পাবে নাকি মিথ্যা তথ্য পাবে? আসলে আমরা হাদিসের ধোঁকায় পড়ে গেছি। আর আল্লাহর পরিবর্তে বড় বড় স্কলারদেরকেই নিজেদের অজান্তে মাবুদ/অভিভাবক হিসেবে মেনে নিয়েছি। তাই হুজুররা যা বলছে, তা যাচাই না করে তাদের অন্ধ অনুকরণ-অনুসরণ করছি। পৃথিবীতে একটাই সিলেবাস সেটা হলো কুরআন। আর এই সিলেবাসের মাধ্যমেই সেদিন বিচার করা হবে, যার পরীক্ষক থাকবেন স্বয়ং আল্লাহ।

  • @sekhobaidul8720
    @sekhobaidul8720 9 місяців тому +8

    আলহামদুলিল্লাহ শায়েখ আল্লাহ আপনাকে হেফাজত করুন ঊ

  • @addahah
    @addahah 6 місяців тому +4

    শায়েখ কে আল্লাহ তাআলা কবুল করুন। মেহনত নাজাতের উসিলা বানান, আমীন 🥀🌺♥️🤗🥰

  • @sazibhossain478
    @sazibhossain478 10 місяців тому +11

    ওসি প্রদিপ কে সর্বোচ্চ শাস্তি দিতে হবে.....

  • @tahidulislam2125
    @tahidulislam2125 7 місяців тому +2

    Masaallah ❤❤❤

  • @MakamMedia
    @MakamMedia 10 місяців тому +10

    মাশাআল্লাহ ❤❤

  • @Mehedi.Hasan.Asif9
    @Mehedi.Hasan.Asif9 10 місяців тому +18

    হেফাজত ইসলাম মানেই বাংলাদেশ ~ আল্লামা মামুনুল হক সাহেব

  • @md.habibsikder9719
    @md.habibsikder9719 10 місяців тому +12

    উম্মার ইস্পাত কঠিন ঐক্য প্রতিষ্ঠার আন্দোলনকে মহান আল্লাহ্ আপনাকে কবুং করুন!!!

    • @howladermdrabbi8294
      @howladermdrabbi8294 10 місяців тому +1

      আমিন ইয়া রব্বাল আলামীন

  • @NoboWazMedia
    @NoboWazMedia 10 місяців тому +4

    মাশাআল্লাহ খুবই ভালো লাগলো

  • @mrm3771
    @mrm3771 10 місяців тому +8

    বিপদে ঈমান আনলে হবে না, সুখে ঈমান আনতে হবে এবং বিপদে সবর করতে হবে

    • @IWEARNO.1
      @IWEARNO.1 9 місяців тому

      অন্তরের খবর আল্লাহ জানেন।

    • @muradhussain9114
      @muradhussain9114 3 місяці тому

      হাদিস?

  • @jahangiridris8107
    @jahangiridris8107 9 місяців тому +1

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হারুন বিন এজহার জেলখানা আপনার পিপাসীত ছিল। এটা আল্লাহর রহমত ছিল। আল্লাহ পাক আপনার এলেম আমল নেক হায়াতের মধ্যে বরকত দান করুন আমীন।

  • @syedahmedshameem6966
    @syedahmedshameem6966 9 місяців тому

    আলহামদুলিল্লাহ

  • @shottasroey2739
    @shottasroey2739 10 місяців тому +22

    ওসি প্রদীপ কে দাওয়াত দিলে ভুক্তভোগী জনগনের বদ দোয়া আসবে।

    • @annurislamicvideobangla
      @annurislamicvideobangla 10 місяців тому

      ভাই!তাহলে কী নবিজী ঝালেম কাফেরকে দাওয়াত দিয়ে ভুল করছেন?

    • @asrafulalam1651
      @asrafulalam1651 10 місяців тому +10

      আল্লাহ ক্ষমাশীল অতি দয়ালু
      আল্লাহ যদি তার বান্দাকে হেদায়েত দিয়ে ক্ষমা করেন।
      আপনার হিংসা লাগে কেন?

    • @rr1461
      @rr1461 10 місяців тому

      @@asrafulalam1651পৃথিবীতে ওসি প্রদীপের মতো এত পাষণ্ড , হয়তো কখনও আসেনি আর হয়তো আর আসবেও না। আবু লাহাবের মতো লানত এসব লোকদের জন্য।

    • @ChoityNishi
      @ChoityNishi 10 місяців тому +2

      দাওয়াত যে কাওকে দেয়া যায়,কুত**&&

    • @mahbhbahmed6141
      @mahbhbahmed6141 10 місяців тому +1

      আপনি ইসলামের শিক্ষা থেকে হয় তো বঞ্চিত। ওসি প্রদীব যদি ইমান গ্রগন করে দোষের কি।

  • @Nayem-x7j
    @Nayem-x7j 9 місяців тому

    মাশাআল্লাহ

  • @howladermdrabbi8294
    @howladermdrabbi8294 10 місяців тому +1

    আমিন ইয়া রব্বাল আলামীন

    • @AbcXyz-ek6re
      @AbcXyz-ek6re 9 місяців тому

      আমি বিনয়ের সাথে বলছি, কোরান যে অস্পষ্ট কিতাব তা আল ইমরান ৭ নাম্বার আয়াতে আল্লাহ তালা প্রথম ২ লাইনে স্পষ্ট করে বলে দিয়েছেন।পরে আবার পেচিয়ে পোচিয়ে এইটাকে গিলানোর ব্যবস্থা করা হয়েছে। এবং নবীর ওম্মতেরা তা ভালভাবেই গ্রহন করেছে। আননিসা ১১৯ নাম্বার আয়াতে আল্লাহ বলেছে আমি অবশ্য অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। এই আয়াতে বলা হয়েছে যদি কেউ পশুপাখির কান ছিদ্র করে তাহলে সে আল্লার সৃষ্টিকে বিকৃত করে। আর সে অবশ্যই শয়তানকে অনুসরন করে। আর আপনি যে লিংগ ছেদন করেন তাহলে আল্লার সৃষ্টি বিকৃত হয় না? প্রশ্ন রইল? এখন আপনি বলবেন এইটা বিজ্ঞানস্মমত। এইটার পিছনে বৈজ্ঞানিক যুক্তি আছে। তার মানে আল্লাহ পাক থেকে আপনি অনেক বেশী বিজ্ঞান বুঝেন। আল্লাহ আদম তৈরীতে একটা বিরাট ভূল করেছেন। আপনারা প্রকারান্ত্রে আল্লাহকে সেটাই বুঝাতে চাইছেন।আর সেজন্য আল্লাহ পাক প্রায় সকল আয়াতের সেষে বলেছেন, তিনি পরম কৌশুলী এবং প্রজ্ঞাময়। কিন্তু শেষে যে আল্লাহ বলেছেন আমার সৃষ্টিকে বিকৃত করলে তুমি শয়তানকে অনুশরন করছ, সেইটা বুঝেন নাই। এত বিজ্ঞান বুঝেন এই একটা লাইন বুঝেন নাই। বিজ্ঞান বিজ্ঞান বলে আপনারা শয়তানের ফাদে পা দিয়ে ফেলেছেন বলে আমার মনে হয়।এই এক লাইন আপনাদেরকে জাহান্নামের রাস্তা ধরিয়ে দিয়েছে।ভালভাবে আয়াতটি পড়ার অনুরোধ রহিল। আল ইমরান ৭ নাম্বার আয়াত পড়ার পরে কোরানকে আকড়ে ধরে যে এগিয়ে যাবে সেই বিভ্রান্তির দিকেই এগিয়ে যাবে বা বিভ্রান্ততে পড়বে। গীতা ১০/৮ ভগবান নিজের পরিচয় দিয়েছেন যে সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমি সব কিছু সৃষ্টি করেছি। গীতা ১৫/১৫ ভগবান বলেছেন আমি জ্ঞান দেই, আবার জ্ঞান (অপহনম চ) অপহরন করি। আমার মনে হয় আপনাদের জ্ঞান অপহরন করা হয়েছে। এবার বলুন আল্লাহ নিরাকার কোরানের কোন আয়াতে আছে? কিন্তু সাকারের কথা কোরানে আছে। নবী সবেমেরাজে আল্লার সাথে দেখা করতে যাওয়া কি সাকারের প্রমান হয় না? মৃত্যর পর আল্লাহকে নিজ চোখে দেখবেন তা কি সাকারের প্রমান দেয় না? আল্লাহ সাকার না হলে অর্থাৎ রুপ না থাকলে মৃত্যর পর দেখবেন কি?এখনতো আপনাকে যদি বলি আল্লাহ সাকার না নিরাকার। আপনিতো এক বাক্যে বলে দিবেন আল্লাহ নিরাকার। নিরাকার স্বীকার করা এবং সাকারকে অস্বীকার করার মাধ্যমে আপনি কোরানকেইতো অস্বীকার করলেন বলে আমার মনে হয়। নবী মেরাজে গেলেন আল্লার সাথে দেখা করার জন্য৷ দেখা না গেলে বা হলে মেরাজে গেলেন কেন? প্রশ্ন রহিল। অথচ আপনারা সেই আয়াতকে স্বীকারই করেন না। সুতরাং কোরানের কোন একটি আয়াত অস্বীকারকারীও জান্নাত পাবে না। কোরান সত্য। কারন কোরানে সাকারের কথা ইংগিত দেওয়া আছে। ইদানিং অবশ্য কোন কোন আলেম অবশ্য সাকারকে স্বীকার করা শুরু করেছেন।পুরো পুরি স্বীকার করতে আরও সময় লাগবে।একটু ভালভাবে হৃদয় দিয়ে চিন্তা করে দেখবেন। ধর্মগ্রন্থ পড়তে হয় হৃদয় দিয়ে। সাকার কোরানে আছে জানলেও আপনি তা স্বীকার করবেন না। সাকার স্বীকার করা মানেইতো আপনি সনাতন ধর্মকে স্বীকার করে নেওয়া। সুরা আল ইমরান আয়াত নাম্বার ৭ ভালভাবে পড়ুন। সেখানে বলা আছে কিছু আয়াত স্পষ্ট অর্থবোধক। আর কিছু আয়াত অস্পষ্ট। এখন আমি যদি বলি কোরানের কোন কোন আয়াত অস্পষ্ট(যা কোরান বলেছে)? তা আপনি কি আমাকে দেখিয়ে দিতে পারবেন? আর এই অস্পষ্ট কিতাব নিয়ে যদি এগিয়ে যান তাহলেতো আপনি অস্পষ্টতার দিকেই এগিয়ে গেলেন। আর যা অস্পষ্ট, তার ব্যখ্যা কে করেছে? আর সেজন্যই এক এক জন তার সুবিধা অনুযায়ী কোরানের এক এক রকম ব্যাখ্যা তৈরি করছে। আর এজন্যই ইসলাম ধর্ম বহুভাগে বিভক্ত হয়ে পড়েছে। আর যিনি এর গভীর অর্থ অনুধাবন করেন তিনি হয় নাস্তিক বা ইসলাম বিদ্বেষী হয়ে যান।৷এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ইসলামের সমালোচনা করছে তারা সবাই একসময় ইসলামেরই লোক ছিল। আমিতো এই ধর্মের শেষ দেখতেছি। ইউটিউব এই ধর্মের পতন তরান্বিত করবে মাত্র। বিসমিল্লায় গলদ। কথাটা আমরা সবাই জানি। কথাটা এমনি এমনি আসে নাই। এই কথার অর্থ বুঝার শক্তি এখনো আমার মনে হয় আপনাদের হয় নাই। সৃষ্টিকর্তা যেন আপনাদেরকে বুঝার শক্তি দান করেন। আর আমার যদি বুঝায় সমস্যা থাকে তাহলে ব্যাখ্যা দিবেন। আর এই ব্যাপারে আপনি যখন আপনার উদ্ধতন কারো কাছে ব্যাখা চাইবেন বা জানতে চাইবেন তখন তিনি আপনাকে শুধু বলবেন, কোরান নিয়ে গবেষণা করা যাবে না। আমাদের কাজ শুধু নবীর প্রতি ঈমান আনা। কোনভাবেই এই প্রশ্নের উত্তর আপনি আপনার উদ্ধতন কারো কাছ থেকে পাবেন না। আমার এই লেখা কাঊকে আঘাত দেওয়ার জন্য নয়।শুধুমাত্র সচেতন করার জন্য। যেহেতু কোরান বলেছে কিছু আয়াত অস্পষ্ট তাই একজনের সাথে আরেকজনের মতের মিল কেয়ামত পর্য্যন্ত হবে না। উত্তরের অপেক্ষায় রহিলাম।

  • @identityofallah
    @identityofallah 10 місяців тому +2

    আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥ .../////////////////

  • @mubarokmubarok6481
    @mubarokmubarok6481 10 місяців тому

    Allah hu akbar

  • @MdChy-b1f
    @MdChy-b1f 3 місяці тому

    Salvation of nation will be very easy if you join in Jamat e Islami to form Shariah state in the light of the holy Quran and khadihs alongwith the following of the way of Daee sahaba azmain RA.

  • @MehediHasan-q5c8m
    @MehediHasan-q5c8m 10 місяців тому

    ❤ মাশাআল্লাহ ❤

  • @mdalsabbirraju4681
    @mdalsabbirraju4681 10 місяців тому +14

    ফাঁসির সেলে আপনি ঢুকলেন কেমনে ? চাপাবাজি একটু কম করেন, ফাঁসির আসামিদের আপনার মত ফটকা আসামিদের সংস্পর্শে আসতে দেয়না জেল কর্তৃপক্ষ।

    • @ukbd3054
      @ukbd3054 10 місяців тому

      ফাসির আদেশের আগে

    • @md.ashrafali1237
      @md.ashrafali1237 10 місяців тому +2

      ভাষার শালীনতা বঝায় রাখুন

    • @jahangiridris8107
      @jahangiridris8107 9 місяців тому

      ফাঁসির আদেশ হওয়ার আগে সে ফাঁসির আসামি হয় কিভাবে? কনডম সেলে তাকে নেয় কিভাবে?কথা না বুঝে এখানে ভেজাল সৃষ্টি করতে আসছস? এই কথা গুলো তোমার মতো আবালের জন্য নয়।

    • @IWEARNO.1
      @IWEARNO.1 9 місяців тому

      ওসি প্রদীপ রে ফাঁসি দিল এই খবর কোথায় পাইলি বেয়াদব

    • @muradhussain9114
      @muradhussain9114 3 місяці тому

      কনডেম সেলে ফাঁসির রায় হওয়ার পরে রাখা হয়। উনি যখন জেলে ছিলেন তখন ওসি প্রদীপের মামলার রায় হয়নি। আর এরকম অভদ্র ভাষা প্রয়োগ করা আপনার উচিত হয়নি। আরেকটু পড়াশোনা করুন। দেখবেন একপেশে চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে পারবেন।

  • @ismaylhosain4785
    @ismaylhosain4785 10 місяців тому +1

    প্রিয় শায়েখ 🤍🤍

  • @allinonetrp9617
    @allinonetrp9617 10 місяців тому

    😢

  • @shottasroey2739
    @shottasroey2739 10 місяців тому +5

    এত হেফাজত থেকে লাভ কি?
    ঈমানের কথাই তো বলতে পারেন না।

  • @NSShawon-kf7om
    @NSShawon-kf7om 10 місяців тому +4

    এই বক্তা নিজের মূল্য ধরে রাখতে পারবে না

  • @kayeschowdhury5384
    @kayeschowdhury5384 10 місяців тому +6

    ফাসী হচ্ছে না কেনো প্রদীপের!!????

  • @aminulhaque832
    @aminulhaque832 10 місяців тому

    আল্লাহ আপনাকে হেফাজত করক, একটি রাষ্ট্রের বাহিনীকে জনসম্মুখে কিভাবে মিথ্যাচার করে, ধর্মের দোহাই দিয়ে।

  • @ImranKhan2921
    @ImranKhan2921 10 місяців тому +3

    কোন কিছু বলার আগে তার সম্পর্কে ভালো করে জেনে বলা বলো। সুদু মিডিয়ার কথা শুনে বাবুল আক্তার কে এতো কিছু বলেন আল্লাহ কে ভয় করেন।

  • @mdreal1726
    @mdreal1726 10 місяців тому +3

    আপনি কিভাবে গেলেন ফাসির সেলে।চাপাবাজী মাইরেন না

    • @IWEARNO.1
      @IWEARNO.1 9 місяців тому

      ওসি প্রদীপ রে ফাঁসি দিল এই খবর কোথায় পাইলিং বেয়াদব

  • @amirhamza7423
    @amirhamza7423 10 місяців тому +1

    বাবুল আক্তার একজন সৎ পুলিশ অফিসার ছিলেন।

    • @SumonAli-g5e
      @SumonAli-g5e 10 місяців тому

      তুমি কি করে জানলে,

  • @EnamChowdury
    @EnamChowdury 9 місяців тому

    Shofikul masud..dalwer hossan..khobor Nan.. 80 rimund

  • @tuhinkhan4113
    @tuhinkhan4113 9 місяців тому

    হুজুর মিছা কথা কয়।

  • @muhammadbinmahmudstudent9275
    @muhammadbinmahmudstudent9275 9 місяців тому +1

    এই হুজুররে চিনে থাকলে এই হুজুরের ব্যাপারে মাঝেমধ্যব্য করতেন না

  • @ismaylhosain4785
    @ismaylhosain4785 10 місяців тому

    🤍🤍🤍🤍🤍🤍

  • @NazimUddin-g2g9i
    @NazimUddin-g2g9i 3 місяці тому

    দোয়া বদ্দোয়া বোজতে হয়

  • @minielephanttv6643
    @minielephanttv6643 9 місяців тому

    হুজুর আপনি কেন জেল খানায় গেছিলেন?

  • @GgoroOpo-zh9iz
    @GgoroOpo-zh9iz 10 місяців тому

    ❤❤❤❤❤❤💯💯💚⭐🇧🇩⭐⭐⭐🌷🌷🌷

  • @sumonehsan3772
    @sumonehsan3772 10 місяців тому +2

    আপনার জীবন ধন্য হয়ে গেছে ওসি প্রদীপের সাথে দেখা করে। এত সস্তা গল্প বলে লাভ কি

  • @jewelchowdhury7555
    @jewelchowdhury7555 10 місяців тому

    Ulta palta kotha bolben na 1:27

  • @esrafilislam9770
    @esrafilislam9770 10 місяців тому +2

    পাপে যদি বাপকে না ছাড়ে তাহলে আপনিও কী অপরাধী ছিলেন!!

    • @habiburrahmanhuzaifi2321
      @habiburrahmanhuzaifi2321 9 місяців тому +2

      এই কথার জবাব তুমি একদিন ঠিক পেয়ে যাবে

  • @Bagerhattotocompany
    @Bagerhattotocompany 9 місяців тому

    গল্প নাকি মিথ্যা কথা

  • @অতঃপর
    @অতঃপর Місяць тому

    বাবুর আক্তার সম্পূর্ণ নির্দোষ!!

  • @Invisiblepity
    @Invisiblepity 10 місяців тому

    Shaykh don’t advertise for these people.
    Because they’ve committed the worst crime in that time.

  • @SafwanAfnan4567
    @SafwanAfnan4567 10 місяців тому

    Apnar kajta valo hoy nai.

  • @kazishamiulhasan1105
    @kazishamiulhasan1105 10 місяців тому

    ব্যবসা বাড়ানোর জন্য ভাল একটা চাপাবাজী 😅

    • @muradhussain9114
      @muradhussain9114 3 місяці тому

      হুম। উনারা ব্যবসা করেন পরকালের উদ্দেশ্যে। আর আপনারা করেন দুনিয়া পাওয়ার জন্য।

  • @mijanurrahman3870
    @mijanurrahman3870 10 місяців тому +3

    উনি সুকৌশলে নিজের গুনগান করে বেরায়।

    • @salahuddinmiah4690
      @salahuddinmiah4690 10 місяців тому

      তুমি কি করতেছ ভাইয়া

    • @ukbd3054
      @ukbd3054 10 місяців тому

      কারন আপনাদের মতো কিছু পাবলিক নাজেনে মুর্খ ফতুয়া দেন আলেমদের

  • @nspbyutube3122
    @nspbyutube3122 10 місяців тому

    Chittagainga khatash

    • @muradhussain9114
      @muradhussain9114 3 місяці тому

      চট্টগ্রামের উপর আপনার অনেক আক্রোশ?

  • @Sufian-g5l
    @Sufian-g5l 3 місяці тому

    Wohabira batil ferka

  • @muntasirmuidaurgho7596
    @muntasirmuidaurgho7596 10 місяців тому

    আর কত চাপা মারবেন ভাই এইভাবে🤣

  • @AminulSekh61
    @AminulSekh61 10 місяців тому

    গাঁজা গাঁজা

  • @Cricbangla.360
    @Cricbangla.360 9 місяців тому

    Chapabaji

  • @sportsnewszone4878
    @sportsnewszone4878 10 місяців тому

    ওরে চাপা

  • @Alam-bq7mg
    @Alam-bq7mg 9 місяців тому

    এ গুলো জাহির করে,নিজের বাহাদুরি প্রকাশ।।নিজেকে জাহির।।।

    • @IWEARNO.1
      @IWEARNO.1 9 місяців тому +1

      মাদখালি নাকি

  • @goback5597
    @goback5597 9 місяців тому

    দেশ প্রেমের কারনে বাবুল আক্তার জেলে।
    তুমি সাক্ষী দিতেছ শ শ ক্রস ফায়ার করেছে।

  • @jannatulbakir3642
    @jannatulbakir3642 10 місяців тому +2

    মাশাআল্লাহ ❤

  • @voiceofquran10m
    @voiceofquran10m 10 місяців тому

    Alhamdulillah

  • @Saifulislam-og1cu
    @Saifulislam-og1cu 10 місяців тому

    মাশাআল্লাহ