Bhul Naam (ভুল নাম) Song Lyrics: যে আমাকে ডেকে যায় ভুল ভুল নামে আমি লেগে থাকি তার শার্টে, বোতামে। যে আমাকে অবহেলা করে গেলো হেঁটে, আমি রয়ে গেছি তার বুকেরও পকেটে... সে আমাকে রাখেনিতো কখনওই মনে, তবু তাকে চাই আমি শীতে ও শ্রাবণে। অন্তরা : ১ হয়তোবা তার মনে কখনও ছিলো না প্রেম ছিলো না সে, আমি যাকে চাই, পৃথিবীতে সব পাওয়া হয়নাতো কখনই থেকে যায় কিছু বেদনা-ই। বেদনাকে তাই রাখি গোপনে গোপনে... [সে আমাকে রাখেনিতো কখনওই মনে, তবু তাকে চাই আমি শীতে ও শ্রাবণে] অন্তরা : ২ আমার এই চেনা পথ তবে ছিলো না আমারই পথে পথে ঝড়, সুনামীও এ জীবন কত কি শিখিয়ে দেয়, শিখে যাবো হয়তো আমিও। তাকে রাখি স্মৃতিতে, স্মরণে স্মরণে [সে আমাকে রাখেনিতো কখনওই মনে, তবু তাকে চাই আমি শীতে ও শ্রাবণে] - ua-cam.com/video/QbChv80iqaE/v-deo.html
আহারে..!😔 এত্তো সুন্দর একটা গানের এত্তো কম ভিউ সত্যিই অগ্রহন্য 😭 দুঃখ নিবেন না প্রিয় কলাকৌশলিরা। এদেশে অখাদ্য-কুখাদ্যই বেশি খাওয়া হয়। ভালো জিনিশের মর্ম এরা বুজে না। Luthfar Hasan ভাইয়ের ওয়াল থেকে শুনতে এসেছিলাম 😍
Bhul Naam (ভুল নাম) Song Lyrics:
যে আমাকে ডেকে যায় ভুল ভুল নামে
আমি লেগে থাকি তার শার্টে, বোতামে।
যে আমাকে অবহেলা করে গেলো হেঁটে,
আমি রয়ে গেছি তার বুকেরও পকেটে...
সে আমাকে রাখেনিতো কখনওই মনে,
তবু তাকে চাই আমি শীতে ও শ্রাবণে।
অন্তরা : ১
হয়তোবা তার মনে কখনও ছিলো না প্রেম
ছিলো না সে, আমি যাকে চাই,
পৃথিবীতে সব পাওয়া হয়নাতো কখনই
থেকে যায় কিছু বেদনা-ই।
বেদনাকে তাই রাখি গোপনে গোপনে...
[সে আমাকে রাখেনিতো কখনওই মনে,
তবু তাকে চাই আমি শীতে ও শ্রাবণে]
অন্তরা : ২
আমার এই চেনা পথ তবে ছিলো না আমারই
পথে পথে ঝড়, সুনামীও
এ জীবন কত কি শিখিয়ে দেয়,
শিখে যাবো হয়তো আমিও।
তাকে রাখি স্মৃতিতে, স্মরণে স্মরণে
[সে আমাকে রাখেনিতো কখনওই মনে,
তবু তাকে চাই আমি শীতে ও শ্রাবণে]
- ua-cam.com/video/QbChv80iqaE/v-deo.html
অনবদ্য লিরিক্স ♥️
Extra ordinary lirycs n voice
অপূর্ব এক গান
ইশতিয়াক ভাই 🙌
দারুণ গীতিকাব্য। সুর, সঙ্গীতায়োজনও শ্রুতিমধুর। গায়কী নিয়ে তো নতুন করে কিছু বলার নাই। খুব সুন্দর একটি গান...
So nice songs
👏
চমৎকার লিরিক। কিন্তু এসব ভালো মানের গানে ভিউ কম!😪
❤️❤️❤️
তবু তাকে চাই আমি শীতে ও শ্রাবণে
আহারে..!😔
এত্তো সুন্দর একটা গানের এত্তো কম ভিউ সত্যিই অগ্রহন্য 😭
দুঃখ নিবেন না প্রিয় কলাকৌশলিরা।
এদেশে অখাদ্য-কুখাদ্যই বেশি খাওয়া হয়।
ভালো জিনিশের মর্ম এরা বুজে না।
Luthfar Hasan ভাইয়ের ওয়াল থেকে শুনতে এসেছিলাম 😍
কথাগুলো দারুন
শুভকামনা রইল
🇧🇩 পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে সহজ কাজ হল অন্যের সমলোচনা করা🤔🤔 তাই না ⭕ বন্ধুরা 💯💯🔥🔥
❤️❤️❤️