নামাজের রুকু কেন কুরআনের রুকু নয়? ১০ টি দলিলপ্রমাণ কুরআন থেকে

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 146

  • @Doyamoy-t8h
    @Doyamoy-t8h 18 днів тому

    অনেক সু্ন্দর ও সত্য বয়ান আলহামদুলিল্লাহ । ❤

  • @LegSpinnersKorea
    @LegSpinnersKorea 2 місяці тому +4

    ভাইয়ের প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা❤🇰🇷

  • @hassaniqbal5412
    @hassaniqbal5412 2 місяці тому +3

    সালাম আপনার প্রতি। কোরআনের দাওয়াত এমনই হয় যা আজ করলেন, বিনয়ের সাথে নম্রতার সাথে অনেক ভাল লাগলো, বিশুদ্ধতার ইবাদত করছেন। আলহামদুলিললাহ। ভাল থাকবেন ।

  • @learnyourself3038
    @learnyourself3038 2 місяці тому +4

    সালামুন আলাইকুম প্রিয় ভাই। সৌদি থেকে আপনার ভিডিও দেখি। আপনার ভিডিও দেখে ইসলামের সঠিক দিশা পেয়েছি। ❤❤❤❤❤❤ আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক।

  • @mrssufia1962
    @mrssufia1962 2 місяці тому +2

    প্রশংসা আল্লাহর, সালাম আপনাকে ভাইয়া, শান্তিময় হউক আপনার জীবন আল্লাহর ইচ্ছায়।

  • @shanzidahaque4223
    @shanzidahaque4223 2 місяці тому +1

    V good & clear explanation, thank u .

  • @mdborhanuddin5126
    @mdborhanuddin5126 2 місяці тому

    ভাই আপনি আমার মনের মত একটা ভিডিও প্রেজেন্ট করলেন। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা মানুষের কাছে চাওয়া মৌলিক বিষয়ের উপর আলোচনা করার জন্য অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার প্রকৃত গোলাম হতে পারলে প্রকৃত মানুষ হওয়া সম্ভব। ধন্যবাদ

  • @trhdofficial6421
    @trhdofficial6421 2 місяці тому +2

    সালামুন আলাইকুম তিব্বতুম মোবারকাতান তয়িবা।

  • @Rokan-w8d
    @Rokan-w8d 2 місяці тому +2

    ❤❤সালামুন আলাইকুম 💚🌹💛

  • @easin-n2f
    @easin-n2f 2 місяці тому +3

    সালামুন আলাইকুম ❤

  • @MDJahidurRahman-p4s
    @MDJahidurRahman-p4s Місяць тому +1

    Salam brather apona ka dhonno bad aro aro vedo chi .sotto umocon hok ar mitta nepat jak ha amadar rob amadar ka soja sorol pot dakan .ar amadar hafajot kare ar hovebabok hoha jan alhamdolla he robil alamin

  • @skfiroz5603
    @skfiroz5603 2 місяці тому +1

    সালামুন আলাইকুম, মাশাআল্লাহ, আজকের টপিক খুবই চমৎকার ও গোছানো হয়েছে। অনিমা আজরুল আমিলীন। মারহাবা কুম। রেজওয়ান ভাই, এক ভাই আপনার কাছে ~ শিয়াদের তিন ওয়াক্তের সালাতটা আমাদের - জন্য বুঝিয়ে টপিক করার জন্য ~ অনুরোধ করেছেন, এই Request আমাদের অনেকেরই আপনার নিকট রইল। ওমা তাওফিক ইল্লা বিল্লা।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому +1

      শিয়া সুন্নি ইবাদি মাতুরিদি মাজহাবি লা মাজহাবি পিরবাদি মাজারবাদি যে যার মতো করে বানিয়ে নিয়েছে পদ্বতি।
      একে জনের সাথে আরেকজনের পদ্ধতি মেলেনা।
      এমনকি একই উপদলে যেমন (সুন্নি) তাদের ভিন্ন ভিন্ন মাজহাবে ভিন্ন ভিন্ন পদ্ধতি।
      ম্যান মেড জিনিস হলে যা হয়।

  • @SSfakirFakir
    @SSfakirFakir 2 місяці тому +4

    আল্লাহ বলেছেন তিনি পৃথিবীর মানুষের জন্য কোরআন পাঠিয়েছেন। এই কথা বলার কি সার্থকতা আছে? পৃথিবীর মানুষ কোরআন বুঝে?

  • @NewPhone-so3eq
    @NewPhone-so3eq 2 місяці тому +2

    সালামুন আলাইকুম কেরানিগঞ্জে

  • @mdopukhan-e1d
    @mdopukhan-e1d 2 місяці тому +1

    সালামুন আলাইকুম, 👏❤️

  • @monsuralam3641
    @monsuralam3641 2 місяці тому +9

    ভেবে দেখলাম আল্লাহ নিকট বর্তমানে আমরা কোন মানুষ না। নবী পাঠিয়ে নবীজির আদর্শ কে আমাদের মাঝে ফুটিয়ে দেখিয়ে ও আমারা নবীজির মত মানুষ হয়ে। আল্লাহর নিকট দেখাতে পারীনাই। তাই আল্লাহর নিকট আমরা কোন মানুষ না। আল্লাহর বলছেন তোমরা আমার নবী দের কে ইলা বানিয়ে নিওনা ।পর্যায়ে এমেই আমরা তাই করে চলেছি। USA

  • @আল-আমিনসওদাগর
    @আল-আমিনসওদাগর 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @md.golamrabbani4028
    @md.golamrabbani4028 2 місяці тому +1

    একটি বিশেষ অনুরোধ অনুগ্রহ করে আরবি টু বাংলা এবং আরবি টু ইংরেজি এর গ্রহণযোগ্য অভিধান এর রেফারেন্স প্রদান করুন। তা নাহলে সত্য মিথ্যার মীমাংসা
    করা অত্যন্ত কঠিন হবে। ❤🎉❤ 5:46

  • @mdsofikul6065
    @mdsofikul6065 2 місяці тому +1

    সালামুন আলাইকুম

  • @yusufbakhtiar4805
    @yusufbakhtiar4805 2 місяці тому +1

  • @SSfakirFakir
    @SSfakirFakir 2 місяці тому +4

    শিশু কালে বাবা মা সূরা মুখস্থ করিয়েছেন। মনের অজান্তেই হয়ে গিয়েছিল। তারপর আলিপ বা তা ছা শিখিয়েছিলেন। তার কিছুই বুঝিনি। কি লাভ হয়েছে! বলেন? যেভাষা বুঝতে পারা যায় না তাহার পিছনে সময় ব্যয় করার কি যুক্তি আছে?

  • @SayfulIslam-m8n
    @SayfulIslam-m8n Місяць тому +1

    আপনার আলোচনা শুনি, খুবই ভালো লাগে কিন্তু আমি জানতে চাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিজিক্যালি রুকু সিজদা করে নামাজ আদায় করতেন কি না?

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Місяць тому

      রুকু মানে বিনয় ভদ্রতা নম্রতা।
      আপনি সম্ভবত ভিডিও টা কিছুই বুঝেন নি।

  • @bayazidbostami2212
    @bayazidbostami2212 2 місяці тому +1

    ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে একটু সংক্ষিপ্ত করলে আরো ভালো হতো

  • @SumaiyaEra-td4jm
    @SumaiyaEra-td4jm Місяць тому

    Vaiya onek ayate ajk porlam j namaz er shomoye jotnoban hote . Eitar bekha ki ??

  • @SSfakirFakir
    @SSfakirFakir 2 місяці тому

    আল্লাহ মানুষ সৃষ্টি করছেন বিভিন্ন মতাদর্শের মানুষের ঔরষে। যে মানুষটি জন্ম হল সে কি করে জানবে তার পরিবার কোন মতাদর্শের অনুসারী? আল্লাহ যে সব যুক্তি কোরানে দিয়েছেন তা তারা বিশ্বাস করবে কেন? তারা জন্ম থেকে যেটা পেয়েছে তাতেই তারা ভালো থাকে, তাই সেটাই তারা বিশ্বাস করে। আল্লাহ বলেছেন একমাত্র ইসলাম তিনি জীবন বিধান হিসেবে মনোনীত করেছেন। এর বাইরে অন্য কোন জীবন বিধান তিনি গ্রহণ করবেন না। ফলে তারা যাবে জাহান্নামে। এই যদি অবস্থা হয় তবে আল্লাহকে এলান জারি করে দিতে হত অন্য যেকোনো অলৌকিক ঘটনার মাধ্যমে। যাতে মানুষ বিশ্বাস করতে পারে এটা আকাশ থেকে করা এলান।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому

      ভাই ইসলাম মানে শান্তি।
      আপনি সব বাংলায় বলছেন ইসলাম কেন আরবিতে রেখে দিচ্ছেন?

    • @SSfakirFakir
      @SSfakirFakir 2 місяці тому

      @@Quran.Research.Intelligence ইসলাম মানে শান্তি। শান্তির কারণ সৎকর্ম বা ভালো কাজ। ইসলাম গ্রহণ না করে যারা সৎকর্ম বা ভালো কাজ করে তারা অশান্তিতে আছে এমন কোন উদাহরণ আপনার নিকট আছে? পৃথিবীতে শান্তির দেশ হিসেবে যারা জরিপ করে, তারা তো অমুসলিম দেশগুলোকে শান্তির দেশ হিসেবে চিহ্নিত করে। মুসলিম কোন দেশকে তো করেনা, কেন?

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому

      @@SSfakirFakir আপনার সমস্যা হচ্ছে সো কলড শান্তি আর ধর্মবাজদের ইসলাম গুলিয়ে ফেলেছেন।
      সুরা বাকারা ৬২ সুরা মায়েদা ৬৯ পড়ুন।

  • @SakibHossen-fk2uv
    @SakibHossen-fk2uv 2 місяці тому +2

    এই হদিস বলতে কোরআন শরীফের আয়াত বুঝানো হয়েছে।

  • @sadiaaktar4107
    @sadiaaktar4107 Місяць тому

    আপনি কোন অ্যাপ ব্যবহার করেন কোরআন রিসার্চ এর জন্য দয়া করে বলবেন।

  • @BadshaSk-p7f
    @BadshaSk-p7f 2 місяці тому +1

    যে ব্যক্তি অর্থ কন্ট্রোল করতে পারবে সেই একমাত্র জান্নাতবাসী যাদের টাকার লোভ আছে তারা জান্নাতবাসি নয়

  • @MdSourov-i3z
    @MdSourov-i3z Місяць тому

    ভাই কুরআনের মৃত্যুর পরে একজন মানুষকে কি করতে হবে সেটা কি বলা আছে

  • @ataurrahamanshaikh2632
    @ataurrahamanshaikh2632 2 місяці тому +1

    🧡💙 ভাই ,, আল্লাহ কোরআনে বলেছেন - " তোমার ইয়াকীন না আসা পর্যন্ত আল্লাহর ইবাদত কর । " .... এখানে ইয়াকীন শব্দের সঠিক অর্থ কি হবে ভাই ?????

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому +1

      মৃত্যু

    • @ataurrahamanshaikh2632
      @ataurrahamanshaikh2632 2 місяці тому +1

      @@Quran.Research.Intelligence ## মউত মানে তো মৃত্যু । ইয়াকীন মানে কি মৃত্যু হয় ???

    • @Jadid12340
      @Jadid12340 2 місяці тому

      ​@@ataurrahamanshaikh2632
      দৃঢ় বিশ্বাস,, অর্থাৎ নিখুঁত বিশ্বাস,,,,

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому

      না ঠিক হলো না।
      কুরআন অনুযায়ী এখানে অর্থ হবে মৃত্যু।রেফারেন্স সুরা মুদ্দাসসির আয়াত -৪৭​@@Jadid12340

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому +2

      ​@@ataurrahamanshaikh2632এখানে ইয়াকিন মানে ও মৃত্যু।রেফারেন্স সুরা মুদ্দাসসির আয়াত -৪৭.এসব উপমা ভাষা ব্যাঞ্জনা।
      আমরা বলিনা পটল তুলেছে,অমাবস্যার চাঁদ,অন্ধের ষষ্ঠী, এক মাঘে শীত যায়না।সেরকম

  • @arifhossain4747
    @arifhossain4747 2 місяці тому

    সালাত মানে পাঠ করা
    নামাজ থেকে শুরু করে খুৎবা,জিকির ও কুরআন পাঠ করাই সালাত।

  • @arifhossain4747
    @arifhossain4747 2 місяці тому

    ভাই আপনার কেন এর উত্তর একজন ভালো আলেম দিতে পারবে

  • @SayfulIslam-m8n
    @SayfulIslam-m8n Місяць тому

    হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফিজিক্যাল রুকু করতেন না কি করতেন না এ বিষয়ে বিস্তারিত জানতে চাই

  • @SSfakirFakir
    @SSfakirFakir 2 місяці тому

    আল্লাহ কোরান পাঠিয়েছেন আরবি ভাষায় আরবদের জন্য। তারা বুঝলেই হবে। এই কোরআন যদি তারা মেনে না চলে সাজা হবে তাদের। আমাদের হবে কেন?

  • @SSfakirFakir
    @SSfakirFakir 2 місяці тому

    আল্লাহ যদি কোরান না পাঠাতেন তাহলে কি ক্ষতি হতো? কোরআন পাঠিয়েই কি উপকার করেছেন? যে ভাষা আরবীরা ছাড়া পৃথিবীর অন্য ভাষার মানুষরা বুঝে না?

  • @arifhossain4747
    @arifhossain4747 2 місяці тому

    আল্লাহ্ বলেছেন নবী যা বলে তা শুনো এবং মানো এতে কোন সন্দেহ করো না।
    আর কী মানতে হবে তা কুরআনে অনেক কিছু না থাকলেও হাদিসে
    আছে।
    আল্লাহ্ নবীদের দ্বারাও ইবাদত শিক্ষা প্রদান করেছেন।
    সবাই নামাজ অবশ‍্যই পড়বেন এতে কোন সন্দেহ প্রকাশ করবেন না।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому

      আপনি কি এই চ্যানেলে নতুন?
      এত উত্তেজিত কেন?

    • @arifhossain4747
      @arifhossain4747 2 місяці тому

      @@Quran.Research.Intelligence উত্তেজিত 🤣

  • @salamatullah3250
    @salamatullah3250 Місяць тому

    রুকু সেজদা অর্থাত নামাজ হল ট্রেংনিং নামজের বাহিরে সবসময় আল্লাহর হকুম নবি সঃ তরিকায় যেমন করেছিল ছাহাবায়েকেরাম রঃ তার নামই ইবাদত

  • @akmsharowerjahan8494
    @akmsharowerjahan8494 2 місяці тому

    সালামুন আলাইকুম।অজু গোসল পবিত্রতা অপবিত্রতা নিয়ে আলোচনা করুন।

  • @ExcitedAquariumFish-qk3yb
    @ExcitedAquariumFish-qk3yb 2 місяці тому

    Sir ami jototuku bujte parsi jakat dite hobe ruku mane norom bebohar kore jakat dite hobe ami ki right bujsi ?

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому

      জাকাত নিয়ে আলাদা ভিডিও আপলোড করা আছে।
      তাছারা আগামীকাল আরেকটা ভিডিও আপলোড হবে জাকাত ও দরবেশ নিয়ে।

  • @anaiethossain3808
    @anaiethossain3808 2 місяці тому

    শুনতে ছি মানতে শুরু করছি

  • @SayfulIslam-m8n
    @SayfulIslam-m8n Місяць тому

    হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়তেন না কি পড়তেন না?

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Місяць тому

      সে নামাজ পড়তো না বিয়ে করতো না হাগতো না মুত্ততো না গোসল করতো এগুলো জেনে আমার লাভ কি?

    • @mdaliashraf-vj2ly
      @mdaliashraf-vj2ly Місяць тому

      আমরা তাহলে কিভাবে নামাজ পড়বো?

  • @arifhossain4747
    @arifhossain4747 2 місяці тому

    খাওয়া থেকে শুরু করে প্রতিটি হালাল কাজ ইবাদত সেটা আমরা জানি।

  • @rafisk-c9d
    @rafisk-c9d 2 місяці тому

    আপনার নামবার টা কি দেওয়া যাবে প্লিজ প্লিজ প্লিজ প্লিজ 😊

  • @SSfakirFakir
    @SSfakirFakir 2 місяці тому

    মসজিদ নির্মাণের কথা আল্লাহ কোরানের কোথায় বলেছেন তাহা নিয়ে একটি ভিডিও দেন।

    • @allvideoyoutube6151
      @allvideoyoutube6151 2 місяці тому

      Sura tawba 7 +8

    • @banglarhasi4203
      @banglarhasi4203 2 місяці тому

      ​@@allvideoyoutube6151At-Taubah 9:7
      كَيْفَ يَكُوْنُ لِلْمُشْرِكِيْنَ عَهْدٌ عِنْدَ اللّٰهِ وَعِنْدَ رَسُوْلِهٖۤ اِلَّا الَّذِيْنَ عٰهَدْتُّمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ فَمَا اسْتَقَامُوْا لَكُمْ فَاسْتَقِيْمُوْا لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ
      Bengali - Muhiuddin Khan
      মুশরিকদের চুক্তি আল্লাহর নিকট ও তাঁর রসূলের নিকট কিরূপে বলবৎ থাকবে। তবে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছ মসজিদুল-হারামের নিকট। অতএব, যে পর্যন্ত তারা তোমাদের জন্যে সরল থাকে, তোমরাও তাদের জন্য সরল থাক। নিঃসন্দেহের আল্লাহ সাবধানীদের পছন্দ করেন।
      Bengali - Fozlur Rahman
      আল্লাহ ও তাঁর রসূলের সাথে মুশরিকদের কীভাবে চুক্তি হতে পারে? তবে যাদের সাথে মসজিদুল হারামের কাছে তোমরা চুক্তি করেছিলে তাদের কথা আলাদা। অতএব, তারা যতক্ষণ তোমাদের সাথে ঠিক থাকবে ততক্ষণ তোমরাও তাদের সাথে ঠিক থাকবে। নিশ্চয়ই আল্লাহ মোত্তাকীদের পছন্দ করেন।
      Bengali - Bayaan Foundation
      কীভাবে মুশরিকদের জন্য অঙ্গীকার থাকবে আল্লাহর কাছে ও তাঁর রাসূলের কাছে? অবশ্য যাদের সাথে মসজিদে হারামে তোমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছ তাদের কথা আলাদা। অতএব যতক্ষণ তারা তোমাদের জন্য ঠিক থাকে, ততক্ষণ তোমরাও তাদের জন্য ঠিক থাক। নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের ভালবাসেন।
      Bengali - Mujibur Rahman
      এই (কুরাইশ) মুশরিকদের অঙ্গীকার আল্লাহ ও তাঁর রাসূলের নিকট কি রূপে (বলবৎ) থাকবে যদি না তাদের সাথে তোমরা মাসজিদুল হারামের সন্নিকটে অঙ্গীকার নিয়ে থাক? অতএব যে পর্যন্ত তারা তোমাদের সাথে সরলভাবে থাকে, তোমরাও তাদের সাথে সরলভাবে থাকবে, নিঃসন্দেহে আল্লাহ সংযমশীলদের পছন্দ করেন।
      Bengali - Taisirul Quran
      আল্লাহ ও তাঁর রসূলের সঙ্গে মুশরিকদের চুক্তি কী করে কার্যকর থাকতে পারে? অবশ্য ঐসব লোক ছাড়া যাদের সঙ্গে তোমরা মাসজিদুল হারামের নিকট চুক্তিবদ্ধ হয়েছিলে; তারা যদ্দিন তোমাদের সঙ্গে চুক্তি ঠিক রাখে, তোমরাও তাদের সঙ্গে কৃত চুক্তিতে দৃঢ় থাক। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদের ভালবাসেন।
      At-Taubah 9:8
      كَيْفَ وَاِنْ يَّظْهَرُوْا عَلَيْكُمْ لَا يَرْقُبُوْا فِيْكُمْ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ يُرْضُوْنَكُمْ بِاَفْوَاهِهِمْ وَتَاْبٰي قُلُوْبُهُمْ ۚ وَاَكْثَرُهُمْ فٰسِقُوْنَ ۚ
      Bengali - Muhiuddin Khan
      কিরূপে? তারা তোমাদের উপর জয়ী হলে তোমাদের আত্নীয়তার ও অঙ্গীকারের কোন মর্যাদা দেবে না। তারা মুখে তোমাদের সন্তুষ্ট করে, কিন্তু তাদের অন্তরসমূহ তা অস্বীকার করে, আর তাদের অধিকাংশ প্রতিশ্রুতি ভঙ্গকারী।
      Bengali - Fozlur Rahman
      কীভাবে (তাদের সাথে চুক্তি হতে পারে), যখন তারা তোমাদের ওপর জয়ী হলে তোমাদের আত্মীয়তা কিংবা চুক্তির মর্যাদা রাখে না? তারা মুখ দিয়ে তোমাদেরকে সন্তুষ্ট রাখে, তবে তাদের অন্তর (তোমাদের প্রতি) বিরূপ থাকে। তাদের অধিকাংশই ফাসেক।
      Bengali - Bayaan Foundation
      কীভাবে থাকবে (মুশরিকদের জন্য অঙ্গীকার)? অথচ তারা যদি তোমাদের উপর জয়ী হয়, তাহলে তারা তোমাদের আত্মীয়তা ও অঙ্গীকারের ব্যাপারে লক্ষ্য রাখে না। তারা তাদের মুখের (কথা) দ্বারা তোমাদেরকে সন্তুষ্ট করে, কিন্তু তাদের অন্তর তা অস্বীকার করে। আর তাদের অধিকাংশ ফাসিক।
      Bengali - Mujibur Rahman
      কি করে চুক্তি রক্ষা হবে, যদি অবস্থা এই হয় যে, তারা যদি তোমাদের উপর প্রাধান্য লাভ করে তাহলে তোমাদের আত্মীয়তার মর্যাদাও রক্ষা করবেনা এবং অঙ্গীকারেরও না। তারা তোমাদেরকে নিজেদের মুখের কথায় সন্তুষ্ট রাখে, কিন্তু তাদের অন্তরসমূহ অস্বীকার করে, আর তাদের অধিকাংশ লোকই ফাসিক ।
      Bengali - Taisirul Quran
      কীভাবে (চুক্তি থাকতে পারে) যদি তারা তোমাদেরকে পরাজিত করতে পারে তাহলে তারা তোমাদের সঙ্গে না আত্মীয়তার মর্যাদা দেয়, আর না ওয়াদা-অঙ্গীকারের; তারা তাদের মুখের কথায় তোমাদেরকে সন্তুষ্ট রাখতে চায় কিন্তু তাদের অন্তর তা অস্বীকার করে, তাদের অধিকাংশই সত্যত্যাগী অপরাধী।

  • @Jashimuddin-kd7sh
    @Jashimuddin-kd7sh Місяць тому

    . কোরআন তো ভাই রাসূলের বাণী কোরআনের দুইটা সুরাতে আছে আপনি কি ধরনের কথা বলেন একটু বুঝিয়ে বলেন

    • @thegamerboy29789
      @thegamerboy29789 Місяць тому

      আপনি যে বললেন কুরআন রাসূলের বানী! এখানেই তো আপনি বড় ভুল কথা বললেন। কুরআন আল্লাহর বাণী। রাসূল তা অনুসরণ করেছেন এবং প্রচার করেছেন।

    • @Ardaviraj99
      @Ardaviraj99 Місяць тому

      ​@@thegamerboy29789
      নিশ্চই ইহা এক সন্মানিত রাসুলের বানী।

    • @honeybee7e
      @honeybee7e Місяць тому

      ha ha je ayat er reference diyesen oi ayat rasul bolte Jibril ah ke bujhaise

  • @mahiorrahman7197
    @mahiorrahman7197 2 місяці тому

    রুকু মানে কি?রুকু কিভাবে আদায় করতে হয়?

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому

      আপনি কি ভিডিও না দেখেই মন্তব্য করলেন?

    • @bayazidbostami2212
      @bayazidbostami2212 2 місяці тому +1

      সারারাত সোনাভানের পুঁথি শুনে সকালে জিজ্ঞেস করলেন সোনাভান পুরুষ না মহিলা

  • @allvideoyoutube6151
    @allvideoyoutube6151 2 місяці тому

    সূরা তওবার 36 নম্বর আয়াতে বারোটি মাসের কথা বলা হয়েছে চারটি মাস হারাম বলা হয়েছে এই চারটি মাস কোরআন থেকে বলবেন কোথায় আছে

    • @banglarhasi4203
      @banglarhasi4203 2 місяці тому

      @aliv....
      তোমার লিখিত বই থেকে।।।😵‍💫😵‍💫😵‍💫

  • @SSfakirFakir
    @SSfakirFakir 2 місяці тому

    কোরানের ভাষা পৃথিবীর কয়জন মানুষ বুঝে বলতে পারবেন? মানুষের নিকট কোরানের বাণী প্রচার করেন। বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি সঠিকভাবেই বুঝে প্রচার করছেন? পারবেন না । তাহলে প্রচার করেন কেন? সত্য করে বলবেন।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому +1

      ভাই জটিল করে চিন্তা করলে দুনিয়ার সবই জটিল।
      কুরআনের মুল মেসেজ বিশ্বাস ও ভালো কাজ = জান্নাত।
      অবিশ্বাস অসতকাজ= জাহান্নাম।
      এখানে কোন রিচুয়াল ফিচুয়াল দাড়ি টুপি জুব্বা পৈতা বোরখার কারবার নাই।
      এস সিম্পল এস দ্যাট।

    • @SSfakirFakir
      @SSfakirFakir 2 місяці тому

      @@Quran.Research.Intelligence বিশ্বাস না করেও যদি কেউ সারাজীবন ভালো কাজ করে তাহলে সে ভালো ভাবে জীবন যাপন করতে পারে। তাহলে সে আল্লাহ ও পরকালকে বিশ্বাস করতে যাবে কেন? আর একজন মোমিন বিশ্বাস করে ও ভাল কাজ করলে সেও ভালো জীবন যাপন করতে পারে। এই অবস্থায় পৃথিবীর জীবনে একজন মোমিন ও একজন অমুসলিম এর মধ্যে পার্থক্য থাকলো কোথায়? মানুষ ইসলাম পালন করে যদি মোমিন আর কাফেরদের মধ্যে পার্থক্য দেখতে পায় তবে তো তারা ইসলামে আসবে। মানুষ ইসলামে কেন আসে না বরং মুসলিমদের সন্তানেরা তলে ইসলাম ছেড়ে দিচ্ছে, তাছাড়া পরিতাপের বিষয় মাদ্রাসায় পড়ুয়া অনেক কারী, মুফতি মাওলানা ইসলাম ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে গেছে। অনেক ইমাম আছেন পেটের দায়ে ইমামতি করেন, তলে তলে মুরতাদ হয়ে গেছে। প্রশ্ন হল ইসলাম যারা পালন করে তারা পৃথিবীতে অমুসলিমদের চেয়ে বেশি কিছু পেয়েছে? উত্তর হল না। তবে কেন তারা ইসলামে আসবে? পৃথিবীর জীবনে যে কোন লোক সৎকর্ম করলে ভালো কিছু পায়। তাহলে মানুষ কেন ইসলামের ধরা বাঁধা জীবনে যাবে? আল্লাহ কোরানে যে বলে চলেছেন এই কর সেই কর ,কত রকমের হুমকি ধামকি দিয়ে রেখেছেন। মানুষ কি তার তোয়াক্কা করে? তাতে মুসলিম আর অমুসলিমদের মধ্যে সুখ শান্তি পাওয়ায় কোন পার্থক্য আছে? বরং মুসলিমরাই অমুসলিমদের হাতে নির্যাতিত হচ্ছে, কেন? উত্তর দিতে পারবেন?

    • @bayazidbostami2212
      @bayazidbostami2212 2 місяці тому +2

      সালাম। ভাই একজন ভালো মুসলিম যে সে একজন মুত্তাকী বটে আর আপনি গোটা পৃথিবীতে একজন মুত্তাকী নির্যাতিত হচ্ছে অশান্তির মধ্যে আছে কিছু পাচ্ছে না আপনি দেখাতে পারবেন না। নির্যাতিত হচ্ছে যারা তারা মুসলমান অর্থাৎ নামধারী মুসলমান। এবং অংশীবাদী মুশরিক বটে আর তাদের ব্যাপারে আল্লাহ তায়ালার কোন ওয়াদা ও নেই বরং তারা খারাপ পর্যায়ে থাকবে এটা খুব স্বাভাবিক।

  • @oronchonde
    @oronchonde 2 місяці тому

    اِنَّمَا وَلِیُّکُمُ اللّٰہُ وَرَسُوۡلُہٗ وَالَّذِیۡنَ اٰمَنُوا الَّذِیۡنَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَیُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَہُمۡ رٰکِعُوۡنَ
    অর্থঃ
    মুফতী তাকী উসমানী
    (হে মুসলিমগণ!) তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনগণ, যারা (আল্লাহর সামনে) বিনীত হয়ে সালাত আদায় করে ও যাকাত দেয়।
    রুকু অর্থ বিনীত নমনীয়তা। এখানে মনে হয় বক্তা এক লাইন বেশী বুঝে ফেলেছে।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому +1

      জ্বী ধন্যবাদ।
      আপনি এক লাইন কম বুঝলেই হবে।

    • @insearchoftruth240
      @insearchoftruth240 2 місяці тому +1

      @oronchonde ভাই, এই আয়াতে তো সবাইকে যাকাত দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমরা যে সুকৌশলে যাকাত শব্দের অর্থ শতকরা আড়াই টাকা বানিয়েছি, তাও যদি এক বছর মজুত থাকে তারপর। আল্লাহ কি এই বিধান দিয়েছেন?
      আপনি তো অবশ্যই কুরআন নিজ মাতৃভাষায় পড়েছেন। আপনি বলুন তো, কেউ যদি যাকাতের অর্থ শতকরা আড়াই টাকা নেয়, তাতে কি আয়াতের যথার্থ সঠিক অনুবাদ হবে? যাকাত শব্দটা কুরআনে যেভাবে এসেছে, তাতে কেউ যদি খোলা মনে অন্তত ১০ বার কুরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে, তবে সে উপলব্ধি করতে পারবে, যাকাত কখনোই শতকরা আড়াই টাকা হতেই পারে না।
      যাকাতের মতো এমন একটা ইবাদতকে যে আমরা শুধু ধনীদের জন্য নির্দিষ্ট করেছি, এটা যে আমরা মহাপাপ করেছি, তা কুরআন পড়লে যে কেউ বুঝতে পারবে। ইসলামী পণ্ডিতরা যাকাতকে শুধু ধনীদের জন্য নির্দিষ্ট করেছেন, কিন্তু এটা হলে আমরা দেখতে পাব,
      ১। কোনো নবীই এই প্রচলিত যাকাত দেন নি, কারণ কোনো নবীই ১ বছরের জন্য সম্পদ জমা করেন নি।
      ২। যাকাত যদি টাকা দিয়ে হতো, তাহলে আল্লাহ সকল নবী-রাসূলকেই এবং তাদের পরিবারের সকল মানুষকে সালাত ও যাকাত দেওয়ার কথা বার বার বলতেন না।
      এমনকি ঈসা নবী ভূমিষ্ট হয়েই জনগণের সামনে বলেছিলেন, আমাকে আল্লাহ সালাত কায়েম করতে ও যাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন, যতদিন বেঁচে থাকি।
      যাই হোক, সালাত এবং যাকাতের ভুল অর্থ ছোটবেলা থেকে হুজুরদের মাধ্যমে আমাদের ব্রেণে ঢুকে গেছে, তা সহজে বের হবে না।
      আল্লাহর দ্বীন সহজ-সরল। সালাতের প্রকৃত অর্থ (আল্লাহর বিধানগুলো যথাযথ পালন করা, কুরআনের প্রতিটি আয়াতকে সব সময় পালন করার মাধ্যমে রবের সঙ্গে যুক্ত থাকা, কুরআনের প্রতিটি আয়াত নিয়ে চিন্তা-গবেষণা করা)
      আর যাকাত শব্দের মূল অর্থ, নিজেকে পরিশুদ্ধ করা, নিজের পরিশুদ্ধির জন্য জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া, প্রতিনিয়ত সংশোধনের কাজ করতে থাকা।
      মূল কথা কথা হলো, সালাত এবং যাকাতের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। এটা সর্বদা (যতক্ষণ সে ঘুম ছাড়া জাগ্রত থাকবে) চলমান থাকবে।
      আল্লাহ কুরআনে বার বার সালাতের পর যাকাত শব্দটা এনেছেন। কারণ সালাত আদায় ছাড়া যাকাত কেউ দিতে পারে না। কারণ আল্লাহর বিধান মেনেই একজনকে পরিশুদ্ধ হতে হয়। একমাত্র আল্লাহর বিধান ছাড়া কেউ পরিশুদ্ধ হতে পারে না।

    • @rudrahassan2028
      @rudrahassan2028 2 місяці тому +1

      @@Quran.Research.Intelligence আমি আপনার সাথে একমত কারণ রুকু এবং সাসজদা এর যে ব্যাখ্যা এবং অর্থ বলেছেন তার যুক্তি আছে বাস্তবতার সাথে। ইমাম গাজ্জালি সাহেব আমাদের ১২ টা বাজিয়ে দিয়ে গেছে প্রকৃত ইসলামের।
      ধন্যবাদ 'অনলি কোরআন'।
      carryon boldly...

    • @banglarhasi4203
      @banglarhasi4203 2 місяці тому

      @oron...
      ..... নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূল এবং যারা আমানু তারা তোমাদের বন্ধু/ অভিভাবক/ ওলী।
      যারা সালাত/সংযোগ কায়েম/প্রতিষ্ঠা করে/করবে এবং যাকাত/শুদ্ধি অর্জন করে/করবে। এবং তারাই রুকুকারী/বিনয়ী হয়/হবে.....

  • @AlRajin-of8ss
    @AlRajin-of8ss 2 місяці тому +1

    vai apni to sonatoni ba hindu ai kotha ta gopon koren keno

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому

      আপনি কি এই চ্যানেলে নতুন?

    • @easin-n2f
      @easin-n2f 2 місяці тому

      অনুমানের বশে কিছু বলা উচিত নয়

    • @AlRajin-of8ss
      @AlRajin-of8ss 2 місяці тому

      @@Quran.Research.Intelligence apni muslim ?

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому

      @@AlRajin-of8ss apni ki আই এস আল কাইদা এজেন্ট?

    • @AlRajin-of8ss
      @AlRajin-of8ss 2 місяці тому

      @@Quran.Research.Intelligence al kaida somporke ektu sondihan bt IS is isriel suported group. i consider sia sunni ahle hadis taliban hijbulla hamas as a muslim. i have a question namaj e tasahuder ses part tmi sirk mone koro?if ans is yes marattok murkho tmi r o besi gan orjon koro .

  • @hosanmohamad
    @hosanmohamad Місяць тому

    by using sound in back ground it is your first fault according to islam, you claimed Kadiani as a Muslim where they are well known as Kafer accordig to quran & sarriah. Sunnah words stands for Rashul allah habits, virtue and works. Why you misleading people.A littel learning is a very dangerous thing. learn clearly before you share with others.

  • @মিছেএইদুনিয়া

    ভাইজান, হাদিস গুলো যদি ভুয়া হয়ে যায় তাহলে আপনার আমার খতনা +আপনার আমার বিয়ে + আপনার আমার জানাজা এ সব বিষয়ের কি হবে ??? এগুলো তো কোরআন দিয়ে হয় নাই ,সবতো হাদিস দিয়ে হয়েছে এবং হবে। সব যদি কোরআন দিয়ে করতে হয় তাহলে খতনা এবং বিয়ে ফেরত দিতে হবে ভাইজান। হাদিস অনুসারে করলে যদি তা শুদ্ধ না হয় তাহলে আপনার আমার পূর্ব পরুষ তথা আমাদের বিবাহ তো শুদ্ধ হয় নাই। তাহলে আমাদের পরিচয় কি দাঁড়ালো? তাই প্লিজ যে যাই করুক করতে দিন।সব কথার শেষ কথা হলো আল্লাহ সব কিছু আগে থেকেই লিখে রেখেছেন।তাই তার লেখা অবশ্যই কার্যকর হবেই হবে। দয়াকরে বকবক বন্দ করুন।আগে অতিতকে স্মরন করুন।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому +6

      @@মিছেএইদুনিয়া নবীর জন্মের আগে এই দুনিয়ায় কেউ বিয়ে শাদি করেনি?
      সবাই জারজ?

    • @bayazidbostami2212
      @bayazidbostami2212 2 місяці тому +2

      ভাই প্রথমে সবিনয় নিবেদন করছি আপনার ভাষা সংযত করবেন ইনশাআল্লাহ। পরে বলছি আপনি যে হাদিসের কথা বলছেন সেই হাদিস প্রণেতা বিয়ে কি হবে হয়েছে কোন শরীয়তে ভাই? আর উনার সন্তানাদি কোন শরীয়তের উপরে বড় হয়েছে ভাই? আর বিয়ে মানেই চুক্তি চুক্তিতে আবদ্ধ হওয়া এবং দুজন সাক্ষ্য সেখানে প্রেজেন্ট থাকবে। আর খৎনা কি সুন্নত বলছেন,, ভাই আপনি বলুন তো 40 বছর বয়সে সাহাবীদের খতনা কে করেছে কে তার লিঙ্গ দেখেছে? দুইশত বছরের বয়স বৃদ্ধ মানুষ সালমান ফারসি কে রচনা করেছে ভাই? 40 বছর বয়সে আবু বকরের খতনা কে করিয়েছে ভাই কোন হাদিসে পেয়েছেন একটু বলবেন! আকুল কে খাটান আর কুরআনের দিকে ফিরে আসেন জীবনটা খুব সহজ হবে। সালামুন আলা মুরসালিন। ফরহাদ।

    • @মিছেএইদুনিয়া
      @মিছেএইদুনিয়া 2 місяці тому

      ফরহাদ ভাই, ভাষা কোথায় অসংযত পেলেন?​@@bayazidbostami2212

  • @tamannakhuke-7746
    @tamannakhuke-7746 2 місяці тому

    সালামুন আলাইকুম নোয়াখালী মাইজদী বলির দোকান

  • @thechange9737
    @thechange9737 2 місяці тому +1

    আল্লাহ বলেছেন, ‘হে বিশ্বাসীগণ! যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তখন তোমাদের মুখ হাত কনুই পর্যন্ত ধোবে ও তোমাদের মাথায় হাত বুলিয়ে নেবে, আর গিট পর্যন্ত ধোবে। যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে। যদি তোমরা অসুস্থ থাকো বা সফরে থাকো বা তোমাদের কেউ পায়খানা থেকে। আসো কিংবা স্ত্রীর সঙ্গে সংগত হও, আর পানি না পাও, তবে তাইয়াম্মুম করবে। পরিষ্কার মাটি দিয়ে এবং তা মুখে ও হাতে বুলিয়ে নেবে। আল্লাহ্ তোমাদেরকে কষ্ট দিতে চান না এবং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান ও তোমাদের ওপর তাঁর অনুগ্রহ সম্পূর্ণ করতে চান-যাতে তোমরা কৃতজ্ঞতা জানাতে পারো।’ (সুরা মায়িদা, আয়াত: ৬)
    ভাই এই আয়াতটি কি বুঝিয়ে বলবেন?

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  2 місяці тому +3

      আপনিই আমায় বোঝান।
      হিজরতের ৫ বছর পর/মতান্তরে ৯ বছর পর এই আয়াত নাজিল হলো।
      এর আগের ১৪ বছর রাসুল ও সাহাবারা কি বিনা ওজুতে নামাজ পড়তো?
      আর এই আয়াতে ওজু শব্দ ও নাই আছে গোসল।

    • @oronchonde
      @oronchonde 2 місяці тому

      ​@@Quran.Research.Intelligenceসহজকে জটিল ভাবে পেঁচানো যায়।

  • @AbdusSamad-ps8pt
    @AbdusSamad-ps8pt 2 місяці тому +2

    কোরআন কি বলছে কোন দলে থাকবো বলে দিবেন ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @LegSpinnersKorea
      @LegSpinnersKorea 2 місяці тому +3

      মুসলিম

    • @easin-n2f
      @easin-n2f 2 місяці тому +3

      কুরআন আঁকড়ে ধরুন

  • @razukhandoker169
    @razukhandoker169 Місяць тому +1

    দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Місяць тому

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ স্যার

    • @salamatullah3250
      @salamatullah3250 Місяць тому

      বিভ্রান্তি কোথায় পেলেন

    • @ShahAlam-ur6bv
      @ShahAlam-ur6bv Місяць тому

      তুমি যেখানে ঝটকা খাচ্ছ,আমি তো সেখানে সাধারন ভাবে বুজেযাচ্ছি। ঝটকা খাওয়ার মত তো কিছু দেখতে পাচ্ছিনা।তুমি বলছো, সালাত এর আর্থ এক এক জায়গায় এক এক রকম।আমিও তো তাই বুঝি।মনে রাখতে হবে যে,সালাত অর্থ আনুষ্ঠানিক সালাত ও হয়।এটা কৌশলে বাদ দাও কেন। তোমাদের কৌশল আমরা বুঝি।

    • @pinkrose-p9t
      @pinkrose-p9t 28 днів тому

      ​​@@ShahAlam-ur6bv
      ঠিক আছে রাসুল তো আনুষ্ঠানিক সালাত করেছেন,, যেমন সকাল সন্ধ্যা সকলকে একত্রিত করে আল্লাহর কিতাব থেকে তিলাওয়াত করে শুনাইতেন এটাও তো সলাত,,,, আর যখন তিনি অবসর পেতেন তখন নীরবে বসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন,, এইতো,,,,, অতঃপর রাসুল যেকোনো একদিনে সকলকে এক জায়গায় করে আল্লাহর কিতাব থেকে রাব্বুল আলামিনের আদেশ-নিষেধকে বুঝিয়ে দিতেন এটাও তো সালাতের একটা অংশ!!!!

  • @Sobahan512
    @Sobahan512 2 місяці тому +3

    সালামুন আলাইকুম