মনিয়া কে?

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2023
  • NIRMAN PAL
    NET & SET / S.L.S.T. - Advisor (Sub : Bengali)
    WhatsApp : 7478932014 // M : 9434253305

КОМЕНТАРІ • 3

  • @arupbala.
    @arupbala. 8 місяців тому +4

    ধন্যবাদ স্যার। তবে এখানে আমার কিছু বলার আছে। ইউটিউব এ বিখ্যাত জীবনানন্দ গবেষক গৌতম মিত্রের কথা শুনছিলাম। তিনি বলেছেন যে, বরিশালের এক পাদ্রীর কন্যা মনিয়া( পরবর্তীতে সেই পাদ্রী তার মাকে ছেড়ে চলে যায় তারপর কায়িক শ্রম করে সংসার চালায় তার মা) যে তার মা বাড়ি বাড়ি কাজ করতে গেলে তার মায়ের সাথেই যেত। জীবনানন্দের তাকে ভালো লেগে যায় কিন্তু সেই মনিয়া গঙ্গাতে ডুবে মারা যায়। গৌতম বাবু বলছেন, মনিয়া হয় আত্মহত্যা করেছে বা ওকে হত্যা করা হয়েছে( যদিও এখনও তা গবেষণা সাপেক্ষ)। গৌতম মিত্রের মতে জীবনানন্দের প্রথম প্রেম মনিয়া তারপর শোভনাদেবী তারপর বিবাহ হয় মায়ের ঠিক করা পাত্রী লাবণ্যপ্রভা দেবীর সাথে।
    স্যার আপনি বিষয়টা আরও একটু খতিয়ে দেখুন এই অনুরোধ করছি । দরকার হলে গৌতম মিত্রের লিঙ্ক টা আপনাকে শেয়ার করে দেব।

    • @nirmanpal
      @nirmanpal  8 місяців тому +2

      হ্যাঁ ঐ বিষয়টি শুনেছি(যদিও প্রমাণিত তথ্য নয়)। তবে আমার আলোচনা শুধু তথ্য নয়, কবিতাটির বিষয়বস্তু অনুযায়ী। কবিতার আলোচনায় শুধু মনিয়ার প্রসঙ্গ নয়, গঙ্গাসাগরের উল্লেখের কারণটি ব্যাখ্যা করার চেষ্টা করেছি 'বাংলার ত্রস্ত নীলিমা'-র('রূপসী বাংলা') সামগ্রিক বৈশিষ্ট্যের নিরিখে।
      বিজয়ার শুভেচ্ছা রইল। সব কিছু শুভ হোক, অন্তর্যামীর নিকট এই প্রার্থনা রইল।

  • @HabiburRahman-bv4jg
    @HabiburRahman-bv4jg 3 місяці тому

    স্যার, 'কুড়ি বছর পরে' কবিতায় ও 'মনিয়া' নামটার উল্লেখ আছে।
    "অথবা নাইকো ধান খেতে আর;
    ব্যস্ততা নাইকো আর,
    হাঁসের নীড়ের থেকে খড়
    পাখির নীড়ের থেকে খড়
    ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের
    জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার-
    তখন হঠাৎ যদি মেঠে পথে পাই আমি তোমারে আবার!"
    দয়া করে এখানে এই নামের তাৎপর্যটা একটু বলবেন?