ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত অসাধারণ একটি ছবি এটি। সপরিবার দেখার মতো ছবি। ঈদের দিন ছবিটি সপরিবার দেখলাম, হাউজফুল হয়নি, তবে ছবিটি ধীরে ধীরে জনপ্রিয়তা পাবে।
এক ভিন্ন রকম ভালো লাগার গান। এতো মায়াবী সুর, ছন্দ, গায়কী এক কথায় অসাধারণ। অনেক বার শুনলাম, মনে হয় আবারও শুনি।ধন্যবাদ বাদ সংশ্লিষ্ট সকল কে বাংলার লোকগাথা এভাবে ভিন্ন মাত্রায় উপস্থাপন করার জন্য।
Garo pahar... susung durgapur sob dida r kache shona sopner galpo. The sheer beauty of the language...jani na konodin jawa hobe kina. Pichutan roe jabe. Beautiful song❤
সেই কতকাল আগে ছোট বেলায় স্কুলে বাংলা দ্রুতপঠন বইয়ে এই গল্প পড়েছিলাম । খুব ভালো লাগতো বার বার পড়তাম এমনকি পরীক্ষায় প্রশনের উত্তর ও লিখেছিলাম। সেটিই এখন সিনেমা হয়েছে খুব ভালো লাগছে।
গানটা প্রথম শুনেই খুব ভালো লাগলো। বিশেষ করে গানের মেলোডি টা জাস্ট ওয়াও!!! যেন হার্ট এর বিটের সাথে মিলে পুরো শরীর মন শান্ত করে দিচ্ছে। গানের কথাগুলোও একটা অন্যরকম মাত্রা যোগ করছে। কোরিওগ্রাফি টাও অসাধারণ হয়েছে। বিশেষ করে, দলগতভাবে মেয়েরা যখন হাততালি দিতে দিতে ঠোঁট মিলচ্ছে তখন একদম প্রথম মেয়েটার হাসিমাখা মুখটা সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
এতোটা সুদ্ধ ভাষায় না হলেও অনেক অঞ্চলে কিছুটা পরিবর্তন হয়ে প্রায়শই ব্যাবহৃত হয়ে আসছে,বিশেষত আমাদের পাবনার কিছু জায়গায় আমি শুনেছি এইভাবে গান গাইতে,অনেক ভালো লাগে❤
এই গানটি ময়মনসিংহের আঞ্চলিক গান এই গানটি কুদ্দুস বয়াতী সাহেবকে গাইতেই দেখা গেছে সব জায়গায় কিন্তু তার গাওয়া গানের কথার সাথে এই কথার মিল পেলাম না। গানের মূল শিল্পী বা গীতিকার যেই হোক খোজ নেওয়ার দরকার ছিলো। কারন তাদের ক্রেডিট তাদের দেওয়া উচিৎ।
যতদূর জানি গিয়াস উদ্দিন সেলিম খুবই সচেতন মানুষ।😊😊 এই গানটা প্রায় একযুগেরও আগে হুমায়ুন আহমেদের নাটকে ব্যবহার করা হয়েছিলো একই সুরে। তবে এটার সুর ইমন চৌধুরী হয় কি করে?? সংগীতায়োজন হতে পারে, কিন্তু প্রচলিত লোকসংগীতের সুরকার হিসেবে এই নাম কিভাবে দেয়া যায়?
গিয়াসউদ্দিন সেলিম জীবন্ত কিংবদন্তি। বাংলার আসল রুপ তার সিনেমায় দেখি
শরিফুল রাজ আসলেই অসাধারণ অভিনেতা ❤
লীলাবালির মতো একদিন এই গানটিও বিয়ে বাড়ির অন্যতম আকর্ষণ হবে ।
কথাও সুর মন ছুঁয়ে যায়।
এসব গানই বাংলার প্রকৃত ঐতিহ্য।
ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত অসাধারণ একটি ছবি এটি। সপরিবার দেখার মতো ছবি। ঈদের দিন ছবিটি সপরিবার দেখলাম, হাউজফুল হয়নি, তবে ছবিটি ধীরে ধীরে জনপ্রিয়তা পাবে।
আপনার সহৃদয় মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ও আপনার পরিবারের জন্য শুভকামনা রইলো।
হুমায়ূন আহমেদের সৃষ্টির একটা ফিল্ম পাওয়া যাচ্ছে।
@@Kajolrekhacinema😢
কি সুন্দর ভাবে এই ময়মনসিংহ গীতিকা টি তুলে ধরেছেন এবং গেয়েছেন। ❤
আমার আম্মুর নাম কাজলরেখা, আর আমি দেখছি ময়মনসিংহ থেকে সব মিলিয়ে অন্য রকম ভালো লাগা
বাহ
এটাই আমাদের বাংলা সংস্কৃতি
নকল নয় ঐহিত্য এটা ময়মনসিংহের ❤❤
মনে হয় খুব সুন্দর মুবি আমি দেখবো
আপন সংস্কৃতির মধ্যে একটা আলাদা রকম ভালো লাগা আছে,এই গানটা শুনলেই বোঝা যায় ❤️❤️❤️
এক ভিন্ন রকম ভালো লাগার গান। এতো মায়াবী সুর, ছন্দ, গায়কী এক কথায় অসাধারণ। অনেক বার শুনলাম, মনে হয় আবারও শুনি।ধন্যবাদ বাদ সংশ্লিষ্ট সকল কে বাংলার লোকগাথা এভাবে ভিন্ন মাত্রায় উপস্থাপন করার জন্য।
সব মিলিয়ে একটা অসম্ভব সুন্দর গান হয়েছে! আশা করি খুব ভালো একটা মুভি হচ্ছে।
বাংলা সংস্কৃতি আসলেই গর্বের অংশ।❤
Garo pahar... susung durgapur sob dida r kache shona sopner galpo. The sheer beauty of the language...jani na konodin jawa hobe kina. Pichutan roe jabe. Beautiful song❤
যত বারই শুনি আরও শুনতে ইচ্ছে করে 💖💖এটাই মাটির সুর, প্রাণের ছুঁয়ে যাওয়া সুর 💝
সেই কতকাল আগে ছোট বেলায় স্কুলে বাংলা দ্রুতপঠন বইয়ে এই গল্প পড়েছিলাম । খুব ভালো লাগতো বার বার পড়তাম এমনকি পরীক্ষায় প্রশনের উত্তর ও লিখেছিলাম। সেটিই এখন সিনেমা হয়েছে খুব ভালো লাগছে।
Our Mymensingh..❤ proud of Mymensingh
এই সেম কথা গুলো গায়ে হলুদের সময় বলে আমাদের এলাকায়, পরিচিত গান টা এভাবে শুনে ভালো লাগলো 😘
গানটা প্রথম শুনেই খুব ভালো লাগলো। বিশেষ করে গানের মেলোডি টা জাস্ট ওয়াও!!! যেন হার্ট এর বিটের সাথে মিলে পুরো শরীর মন শান্ত করে দিচ্ছে। গানের কথাগুলোও একটা অন্যরকম মাত্রা যোগ করছে। কোরিওগ্রাফি টাও অসাধারণ হয়েছে। বিশেষ করে, দলগতভাবে মেয়েরা যখন হাততালি দিতে দিতে ঠোঁট মিলচ্ছে তখন একদম প্রথম মেয়েটার হাসিমাখা মুখটা সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
এই গানের ভিউ আমার ছোট কন্যার বরাতে আমি একাই বাড়িয়েছি অর্ধেক! পুচকুটার জাতীয় ঘুম সংগীত এটা। এই গান লুপে দিয়ে পায়ে দোল দিতে থাকলে তবেই তিনি ঘুমান।
😂পুচকুটা ক্লাসিক্যাল পাব্লিক হবে।
গিয়াস উদ্দিন সেলিম আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর কাজের জন্য
গারো পাহাড়ের পাদদেশে সুসং দুর্গাপুরে চিত্রায়িত হয়েছে সিনেমাটি। আমার এলাকা । ❤
Ami asbo gura dhakaban
@@rangitadatta2487 Sure didi. Amk knock dien!
nice place
আমার বাড়ি ও সসং দূর্গাপূর 🫰🌼
Beautiful place😍
অসাধারণ 😮❤
মৈমনসিংহ-গীতিকা আমাদের অমূল্য সম্পদ। সিনেমাটা আমাদের অমূল্য সম্পদ হবে।
এই গানের শুটিং টা আমাদের গ্রামের (লক্ষ্মীপুর,দূর্গাপুর)। শুটিং সেটেও ছিলাম তখন🙂
যাইহোক,ছবি মুক্তির অপেক্ষায়❤️
Durgapur ta kon upazilar aotadhin?
এতোটা সুদ্ধ ভাষায় না হলেও অনেক অঞ্চলে কিছুটা পরিবর্তন হয়ে প্রায়শই ব্যাবহৃত হয়ে আসছে,বিশেষত আমাদের পাবনার কিছু জায়গায় আমি শুনেছি এইভাবে গান গাইতে,অনেক ভালো লাগে❤
এই প্রথম কোনো গান প্রথমবারেই মন ছুঁয়ে গেলো।
এই অপূর্ব সিনেমাটোগ্রাফি আর নিখুঁত অভিনয় শৈলী, মুগ্ধতার অনন্য শিখড় স্পর্শ করেছে। অনবদ্য সৃষ্টি...
আমাদের গান,
আহ কি শান্তি গান টায় 🌿
সুন্দর একটা গান, কেমন মাটির গন্ধ মিশে আছে।
অসাধারণ love from South Korea
অসম্ভব সুন্দর হয়েছে
Just Wow.....fabulous melody❤❤
বিয়ে বাড়ি কাঁপাবে এই গান।
আমার বিয়েতেও বাজাবো
বিয়েতে দাওয়াত দিয়েন
মাটির গান।এক কথায় অসাধারণ
এই গানটি ময়মনসিংহের আঞ্চলিক গান এই গানটি কুদ্দুস বয়াতী সাহেবকে গাইতেই দেখা গেছে সব জায়গায় কিন্তু তার গাওয়া গানের কথার সাথে এই কথার মিল পেলাম না। গানের মূল শিল্পী বা গীতিকার যেই হোক খোজ নেওয়ার দরকার ছিলো। কারন তাদের ক্রেডিট তাদের দেওয়া উচিৎ।
Ahaa meyeder jeboner koto roop jeno Jowar, vata !!! Mind blowing
খুব সুন্দর।
আমার নানির বয়স এখন ৭৫ অথবা ৮০,এই গীত টা নানির মুখে এখনো শুনা যায়,❤
আপনার নানীর বাড়ি কোথায়।
সেইম ব্রো আমার দাদি নানি সবাই পারতো এসব গীত।।।।
ময়মনসিংহ শেরপুর
আখাউড়া, বন্গজ গ্রাম
অপেক্ষা করছি..এই বাংলাকে আবার নতুন করে দেখব বলে...
অসাধারণ হয়েছে গানের সুর এবং কথা গুলো।
প্রথম শো দেখবো❤️
যতদূর জানি গিয়াস উদ্দিন সেলিম খুবই সচেতন মানুষ।😊😊
এই গানটা প্রায় একযুগেরও আগে হুমায়ুন আহমেদের নাটকে ব্যবহার করা হয়েছিলো একই সুরে।
তবে এটার সুর ইমন চৌধুরী হয় কি করে?? সংগীতায়োজন হতে পারে, কিন্তু প্রচলিত লোকসংগীতের সুরকার হিসেবে এই নাম কিভাবে দেয়া যায়?
নাটকটার নাম কি??
মাটির গান, বাংলাদেশের ঐতিহ্য ❤ feel nostalgic
নতুন করে আবারও বাংলা ভাষার প্রেমে পড়ে গেলাম🤍
A soothing melodious start with hilarious picturization.
The chorus is heared mesmerizing.
Nice work Emon Vai.
অসম্ভব ভালোলাগা কাজ করে গানটাতে। বারবার শুনতে মন চাই।
অসাধারণ একটা গান ❤
From kolkata
আমাদের ময়মনসিংহ অঞ্চলের গান 🥰🥰🥰
হুম
এসব গল্প নানুর কাছে শুনতাম। আমাদের সংস্কৃতি আমাদের প্রাণের সাথে মিশে থাক যুগ যুগ!🌼
দারুণ সুন্দর হয়েছে।
খুব সুন্দর একটা গান কথা সুর সংগীত সব কিছু অসাধারণ
আহ, কি মায়ায় ভরা গান টা। মন ছুয়ে গেল।
এটাই বাংলার আসল ঐতিহ্য
সিনেমার গান মানেই ইমন ভাই। ❤️
গায়ে হলুদের জন্য একটি খুব সুন্দর গান ❤
আপন সংস্কৃতির মধ্যে একটা আলাদা রকম ভালো লাগা আছে,
মৈমনসিংহ গীতিকা ❤
অনেক সুন্দর একটা গান। খুবই ভালো লাগলো
অনেক ভালো লাগলো এই গানটি❤❤❤
জাবির Concert থেকে এখানে🥰
Sundor💙💙
হলুদ রাতে গান বাজানোর জন্য গান ফেয়ে গেলো মেয়েরা 😊
Ai sobi ta kmne dekte parbo😊
গান টার প্রেমে পড়ে গেলাম
অসাধারণ ❤
বাহ খুব সুন্দর
আবার যে কোন তথাকথিত পাখি প্রেমিকের প্রেম জেগে উঠে! সুখপাখি এই সিনেমায় কি করে দেখাবে?
Sylhet kub besi manaibo damail o sera song ❤❤
যার বিয়ে তার মন ভালো নাই , পাড়াপড়শির আনন্দের সীমা নাই... 😁,
সুন্দর বলেছেন। তবে সিনেমাটি দেখলে কারণ বোঝা যাবে। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
Gaan ta khub sundor❤❤❤
ছবিটা ঈদে মুক্তি দেবার অনুরোধ রইলো।
মুভির নাম টা কি
@@SuriyaSuriya-ng5js কাজলরেখা
@@walidhasan9042 ফুল মুভি ইউঢোবে পাই না কিছুক্ষণ ধরে খোঁজলাম
অসাধারণ একটি ছবি ছিলো এটি।
ছবিটির নাম কি
সিনেমার গান গুলো অনেক সুন্দর হয়েছে। এসব গানে ভিউ কম হবে? মানুষের রুচিতে ঠাটা পরেছে। মনে হচ্ছে এটা আর্টফিল্ম?? শুভকামনা রইল...
সিনেমাটার নাম কি
@@AsfiraSeikh
আমাদের বাংলা সাহিত্যের অন্যতম পুঁতি বিখ্যাত ময়মনসিংহ গীতিকার "কাজলরেখা"। সিনেমা নাম তার নামে অবলম্বন হয়েছে।।
@@sujonij8316বাংলাদেশের মানুষ আর্টফিল্ম ক্লাসিক ফিল্ম বোঝে না 😢
এতো ভালো মুভি ঈদে মুক্তি দিয়েও তেমন সুবিধা করতে পারে নাই 😢
সেই গান,, ❤
আমার বিয়ের সময় এই গান থাকলে বাজাইতাম, বউয়ের বাড়িতেও বাজাইতে দিতাম
এই গল্প টা অনেক আগে শুনেছিলাম এখন দেখি মুভি বানিয়েছে
বাহ!❤
Wowwww❤
অনেক সুন্দর গানটা মাশাল্লাহ
মাশাআল্লাহ কথা টা কোন কোন কাজে লাগে আপনি বলতে পারেন?
@@kanchonmunsi8068 ভাই গানটা সুন্দর লাগছে তাই মাশাআল্লাহ বলছি।গানের পোশাকটা খারাপ এটা জানি আমি।
অসাধারণ
সুন্দর একটি ছবি আমাদের এলাকায়
0:26 সাধারণ পাটির বদলে শীতল পাটি তে বসতে দিলে আরো ভালো হইতো।
ছবিটি দেখেছি, অসাধারাণ🎉🎉
Movie name ki
Sundor❤
Mondira mashi❤❤❤
ছবিটা ঈদুল ফিতরের মুক্তি দেওয়ার জন্য মতামত জানাচ্ছি,
Aha❤❤❤
সেলিম ভাই মানেই সুন্দর কিছু
DARUN
Nice
Shyam borner meyeta osadharon performance delivery dice.
আমাদের সূসং দূর্গাপুর এর সুন্টিং হয়েছে ❤
অসাধারণ।
সুন্দর হইছে গান❤
মনটা জুরায় গেলো
পরী মণি কাজল রেখা হলে আরো দারুণ হতো
না। মন্দিরা র face cutting এর সাথেই গ্রাম বাংলার মেয়েদের চেহারার সামঞ্জস্য আছে
ওনেক সুন্দর ওসাধারন
দারুণ
ইমন মানেই নতুন কিছু
গানগুলো অসাধারণ 🥰
সুন্দর ❤