Khub Jante Icha Kare | Audio। Manna Dey । Prabhas Dey। Mukti Roychowdhury
Вставка
- Опубліковано 6 лют 2025
- Listen to Khub Jante Icha Kare sung by Manna Dey.
Song Credit:
Song: Khub Jante Icha Kare
Album Title: Chayanika
Artist: Manna Dey
Music Director: Prabhas Dey
Lyricist: Mukti Roychowdhury
Song Lyrics:
খুব জানতে ইচ্ছে করে,
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেক খানি বদলে গেছো।
খুব জানতে ইচ্ছে করে,
খুব জানতে ইচ্ছে করে
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।
জানতে ইচ্ছে করে,
খুব জানতে ইচ্ছে করে।
এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে
জানতে ইচ্ছে করে,
খুব জানতে ইচ্ছে করে।
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে
ব্যাকুল তিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে।
জানতে ইচ্ছে করে,
খুব জানতে ইচ্ছে করে।
তুমি কি সেই আগের মতই আছো
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেক খানি বদলে গেছো।
জানতে ইচ্ছে করে,
খুব জানতে ইচ্ছে করে।
Label:: Saregama India Ltd
For more videos log on & subscribe to our channel :
/ saregamabengali
Facebook:: / saregamabangla
Twitter:: / saregamaglobal
Google+ :: plus.google.co...
স্মৃতি হিসেবে রেখে গেলাম, যখন ই কারো লাইক পরবে আবার এসে গান টা শুনে যাবো। আজ ২৩/০৪/২০২৪ 🎉
আমি এখানে
এসে শুনে জান ভাই
Mone jayga kore nilen vai
Bah
Asho ak sathe suni😊😊😊
- তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গান টা শোনা হতো না প্রিয়-স্মৃতিতে রেখে দিলাম-যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটা শোনতে আসবে- তখন নোটিফিকেশন পেয়ে আমিও আবার শোনতে আসবো-প্রিয় গানটা 🌸🖤
❤
রাইট কথা 😊😊
❤❤
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। প্রিয় মানুষটিকে হারানো মানুষগুলো যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ এই comment a like দিলে notifications পেয়ে আমি আবারও শুনতে আসবো প্রিয় গানটা।💔
৭মার্চ ২০১৯ তার সাথে শেষ দেখা কিন্তু কোনো কথা হয় নি। আজও মনেপড়ে সেদিনের কথা বৌ সেজে অন্যের ঘরে চলে যেতে। যদি আমার লিখা তোমার নজরে পড়ে তাহলে প্রত্যুত্তর দিয়ে যেও।
জীবনের প্রকৃত সৌন্দর্য তখনই ফুটে ওঠে,
যখন আমরা অন্যদের জন্য কিছু করি। একটু ভালোবাসা, একটু সহানুভূতি-এগুলোই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারে। আসুন, আমরা সবাই মিলে এমন একটি পৃথিবী গড়ি যেখানে প্রতিটি হৃদয় ভালোবাসায় সিক্ত হয়।
কথা ও সুর অসাধারণ! শত বছর পরও এ গান মানুষের হৃদয়ে দাগ কেটে যাবে।
তোমাকে পেয়েছিলাম জীবনটাকে ভালভাবে না বোঝার আগেই ভালবাসার মানুষের মূল্য কিভাবে দিতে হয় সেটা বোঝার আগেই তাইতো এখন আমার প্রতিটি মূহুর্তে তার মাশুল দিতে হচ্ছে। তুমি আর আমি যখন এই সমস্ত বিরহের গানগুলো শুনতাম তখন দুজনেই হাসতাম আর বলতাম এই গানগুলো আমাদের জন্য না আমরা কেন এগুলো শুনবো, তখন এই গানগুলোর মানে বুঝতাম না ,এখন বুঝি এই গানগুলোর মানে কি 😭😭😭😭
খুব ইচ্ছে হয় তোমার সাথে কাটানো দিনগুলো ফিরে পেতে তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে কিন্তু পারি না জানি আর কখনো পারবোও না ।
যদি কখনো তোমার চোখে আমার এই লেখা পরে তোমার কাছে আমার একটাই চাও আমার মরন হলে শত বাধা পেরিয়ে হলেও একটিবার আমার লাশটা দেখে যেও, আর কিছু লিখতে পারছি না চোখ বেয়ে অশ্রু পরছে😢😢😢
সে দিন মা সহ সুয়ে আছি মা গান টা বলে উঠলো কেন জানি মার মুখে সুনতে বেশ ভালোই লাগলো। 🫀😍
মা😊 3:17
প্রিয় তোমাকে পেয়ে গেল হয়তো এই সুন্দর গানটা শুনে আসতাম না। শুধু তোমার জন্য আমার একটাই আক্ষেপ থেকে গেল তোমাকে তো আর এই জীবনে পাওয়া হলো না।
তাই তোমার স্মৃতি হিসেবে এই কমেন্টটা রেখে গেলাম। কেউ না কেউ যদি এই কমেন্টে লাইক করে তবে আবারও এই গানটা শুনতে আসব,, ২০৩০ সালে রিপ্লে করবো এসে ।।
তোমার এই কমেন্ট দেখে আমি কেঁদে ফেললাম 😭😭😭
সত্যি তোমার মনে কতই না দুঃখ ভরা আছে😭😭😭
কি গান রে ভাই শত জনমে এমন গান আর আসবে না, পরের জমনের লোক বুঝবে না, এসব গানের মর্ম
পৃথিবীতে সব ভালোবাসা পূর্ণতা পাক ❤️ কারন বিচ্ছেদ এর যন্ত্রণা নিয়ে ঘুমানো এতটা সহজ না 😅💔😇
সত্যি বলতে এমন শিল্পী আর কখনো আমরা খুঁজে পাবোনা এই গানটি আমাদের মাজে সারা জীবন বেচে থাকবে
খুব ভালো লাগে এমন গান শুনতে পেলাম।এতো ভালো লেখনী।কি বলবো এতো ভালো ভালো কথা।মন ছুঁয়ে যায়।কতো কথা মনে পরে যায়। আমার শ্বাশুড়ি র কথা ও খুব মনে পরছে।
বুঝতে পারলাম না,, সবাই এখানে সবার প্রিয়তম/প্রিয়তমার কথা বলছে। আপনি শুধু শ্বাশুড়ির কথা বলছেন
প্রিয় মানুষের কথা অনেক দিন পেরিয়ে গেলো।তাকে খুব জানতে ইচ্ছে করে কেমন আছে।
খুব ভালোবাসি প্রিয় জানিনা আমাকে ছেড়ে কেমন আছো কোথায় আছো তুমি, দোয়া করি ভালোথেকো সুখে থেকো স্বমী সংসার নিয়ে।
তুমারে পেয়ে গেলে আজকে এই গানটি শুনা হতো না। ধন্যবাদ তোমাকে।❤
সব সময় আমি তোমার অবহেলা পাত্র ছিলাম।। কিন্তু আমি তোমাকে মন থেকেই চেয়ে ছিলাম।।
মানুষ যেটা মন থেকে চায় সেটা খুব কমই পায় এটাই বাস্তব
😢😢😢
1:52 হৃদয়কে নাড়া দিয়ে যায়।
আমি এসব গানের মানে বুজতাম না কিন্তু তুমি চলে যাওয়ার পড়ে হাড়ে হাড়ে টের পেয়েছি কেন এসব গান 😢 যাইহোক সৃতিতে রেখে দিলাম আজীবন ১৫/৯/২৪
এই গানটা শুনলে পুরোনো দিনের কথা মনে পরে যায়,,সেই ভালোবাসা 😢😢
🎉
😢😢😢😢😢
@@apelislam-iz8gz Hi
#স্বর্না, গানটা যদি শুনে থাকো তাহলে আমার কমেন্টে একটা লাউক দিয়ে যা-ই ওহ।💔🥀
ভালোবাসা মহৎ কিন্তু মানুষ বড্ড ক্ষুদ্র...❤
সৃতি হিসেবে রেখে গেলেম যখনই কারো লাইক পড়বে তখনই গান টি শুনবো ৯-৯-২০২৪।
মহান প্রথম ভালোবাসাকে মানুষ কি করে ভুলে যায় সেটাই জানতে খুব ইচ্ছে করে❤
এই গানটা শুনলে মন প্রাণ জুড়িয়ে যায়। কি অপূর্ব।
মানুষের জীবনে এমন কিছু কিছু স্মৃতি থাকে যেটা চাইলেও সে কখনো ভুলতে পারে না
সেই ছোটোবেলা থেকেই এই গান শুনতাম রেডিও তে এখন সব কিছু ফোনেতে আমার এই গুলো শুনতে ভীষণ ভালো লাগে খুব মিস করি সেই দিন গুলো সেই ভালোবাসা 😢😢😢
জীবন কেউ কখনো আমাকে ভালোই বাসি নাই কি আর বুঝব গানের মর্ম😢😢
তুমি এখন কোথায় কেমন আছ? আমার তো কোন দোষ ছিল না। তুমি সব বললে আবার আমাকে ছেড়ে চলে গেলে। এখন কোথায় কেমন আছ খুব জানতে ইচ্ছে করে।
স্যারের খুব প্রিয় গান ছিলো!!সেই ২০২০ থেকেই শুনি!
অসাধারন কন্ঠ, অসাধারন গানের কথা। ধন্যবাদ শিল্পী ও গীতিকার আর কোন মন্তব্যই না।
✌ জয় বাংলা ✌ জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ❤🎉🇧🇩📟✌️👑👑🌳🛳️✈️🚁🛬🚡🤲
০২/০২/২০২৫ খুব মনে পরে তোমায়,খুব সুন্দর ছিলো আমাদের ছোটবেলা কেউ কোনো সন্দেহ করতো না অথছ আজ দুজনে ২ জায়গায়😭
এই গানে আমি আমার রাধাকে খুব মিছ করি 😢😢😢
কতদিন হয়ে গেল তোমার সাথে কথা নেই, দেখা নেই। আজ খুব জানতে ইচ্ছে করছে তুমি কেমন আছো?? খুব জানতে ইচ্ছে করে।
আমার সকল প্রশ্ন যেনো এই গানেই আছে,এইজন্যই বার বার শুনা এই গানটা।
আসলে ভালোবাসা সুন্দর।
মানুষও সুন্দর, মানুষের মন নয়।
আমার জীবনে চেয়েও তোমাকে খুব ভালোবাসী তুমি এইরকম টা করবে আমি জীবনেও ভাবী নাই তুমি সব সময় ভালো থেকো তোমার নতুন সংসার নিয়ে যদি কোনো দিন এই গান টা শোনো আর আমার কমেন্ট এ লাইক করো
Khub sundor gan ta khub valo laglo
তুমি কেমন আছো? জানি না বলে গানটা শুনতে আসলাম।
যারা যায় তারা ভালোই থাকে। কাউকে মনে রাখার টাইম নেই তাদের।
ভালো থাকার জন্য তো চলে গিয়েছে সে ভালো আছে,,,আর কি জানবে আপনি
কতো দিন ধরে তোমার সাথে কথা হয় না, তাই আমিও জানিনা তুমি কেমন আছো, সেই আগের মতো ই আছো, না কি নিজেকে বদলে নিয়েছো
যে চলে যায় সে ভালো থাকার জন্যই চলে যায়
আমার প্রিয় একটা গান শিল্পীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
প্রথম ভালোবাসা হলো পাথর খোদাই করে লেখার মতো। লক্ষকোটি বছর অতিবাহিত হলেও যা বিলীন হয় না!
খুব ভালোবাসি প্রিয় জানিনা আমাকে ছেড়ে কেমন আছো কোথায় আছো কিন্তু দোয়া করি ভালোথেকো সুখে থেকো।
গানটা কাল জয়ী গান,,,,নিরবে সব সময় শুনতে ইচ্ছে করে,,,,
আমার ও খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতো আছো,😭স্মৃতি হিসেবে রেখে গেলাম 😢💔
৩১/০১/২০২৪💔
১৬/০২/২০২৪ 😭
গানটা অনেক সুন্দর তাই প্রায় শোনা হয় কিন্তু কখনো কমেন্ট করা হয় না আজকে কমেন্ট করে গেলাম ১২.২৯.২৪
আজ ১৪/০৫/২০২৪ গান আবারো শুনলাম, আমার হাসবেন্ড শেয়ার করেছে। যদিও আমাদের লাভ ম্যারেজ। আমার হাসবেন্ড বলে,আমি নাকি আগের মতো নেই
বদলে গেছি
দিনটি ছিল 24 septmber 2012 মনের মণিকঠায় আছে সেই দিনটা।
আমিও একটা স্মৃতি রেখে গেলাম ❤❤❤❤
আসলে খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতই আছো নাকি অনেক খানি বদলে গেছো
Sotti জানতে খুব ইচ্ছা করে সে কি আগের মতোই আছে.....😔😔😔
অসাধারণ একটা গান আমি অনেক বার শুনেছি খুব ভালো লাগে❤
যুগের পর যুগ বয়ে যাবে এই গান
গানটা মাঝে মাঝে আমি তোমার জন্য শুনি।A.T.V.M.
৬ বছর থেকে প্রতি রাত এ এক বার করে গান টা শুনে ঘুমায়
আমিও দুই মাস হয়েছে শুনতেছি শুনতে-শুনতে ক্লান্ত হয়ে যায় তারপরও শুনতে ইচ্ছে করে😢 এমন কিছু গান আছে বলে গান শুনে আমরা নিজেকে শান্ত করে রাখি
Ok
প্রেম শেষ হওয়ার পর 😢 প্রথম শুনা গান টি
আমার একজন খুব ভালোবাসার মানুষ ছিলো,,,, কিন্তু এখন মনে হয় সে পাল্টে গেছে 😢 খুব কষ্ট হচ্ছে, এই রকম কখনো ভাবিনি 😭😭😭
এগুলা গান স্মৃতি হিসেবে রাখতে হয় না। সামনে নাম আর ক্যাপশন আসলে স্রোতা এমনি শুনে৷ অমুক তারিখ তমুখ তারিখ কি এগুলা৷
ভালোবাসা এতো সুন্দর কেন
সে আর গের মতো নেই অনেক বদলে গেছে 😭😭❤️🩹❤️🩹😔
Akhono somoi pele,ei gantai suni,khub santi lage😊
❤ আমার মনের মতোই গান ❤❤
কিছু কিছু গান মানুষের একান্ত প্রিয় থাকে তাতে কিছু স্মৃতি থাকে
আপনি কেমন আছেন মনে পরেছে তাই গানটা শুনে মনটা ভালো করার চেষ্টা
খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। তুমি কি সেই আগের মত আছ, না কি বদলে গেছ
তোমাকে পেয়ে গেলে হয়তো এই গানটা শুনতে আসতাম না
আহা ভালোবাসা, ,,,, 😢😢😢😢
Jani na tumi kemon asa kori anek valo a6o❤ bogomaner ka6a parthona kori toma ke anek valo rakhuk
আমারো খুব জানতে ইচ্ছা করে তুমি কেমন আছো পরের ঘরে সাইমা,, মোস্তফা আবির
কি পেয়েছি আর কি হারিয়েছি। তার হিসাব করা হয় নাই। ভালো থেকো।
যতই শুনি ততই ভালো লাগে পরের প্রজন্মের জন্য রেখে গেলাম
মনটা ভরে গেল ।
গান শুনলেই যদি মন ভরে যেত তাহলে তো এত কষ্ট করে দিন কাটাতে হতো না
এই গানটা শুনলে,অনেক স্মৃতি মনে পড়ে যায় 🥹🥹🥹
আগের গান শুনে ভালে লাগে
❤❤
জীবনের এর সাথে আরও একটা জীবন এর বিকাশ স্বাধন করে রেখে দিলাম প্রিয়,,,, স্মৃতি হৃদয়ে গাঁথা ১৫-১১-২০২৪
😊 অসাধারণ একটা গান।।
আমি,হয়তো,থাকবো না আমি বে গেলাম মন খারাপ হলে এইগানট,এক,বার,শুনে,নিও❤❤❤
স্মৃতি হিসেবে রেখে গেলাম, আজ ৩০-০১-২০২৫
গান শুনে মন প্রান জুরিয়ে গেল🌺02.11.2024
তুমি কেমন আছো জানিনা বলে গানটা শুনা
সেই পাঁচ মাস হলো আজও কোনো যোগাযোগ নেই কোনো কারণ ছাড়া যোগাযোগ বন্ধ মনে কি পড়ে না কেনো করলে এমন আমার অনেক কষ্ট হই মনে হলে তো দূই চোখে বষা হয়😭😭😭💔
Bah...Daarun laglo
ভালবাসা পরিমাপের যন্র
এখনও আবিস্কার হয়নি।-------r apna-k j prochondo valo legese shwapno deksi bie korar
Siddik
27/09/2023 কমেন্ট রেখে গেলাম,, এই গান কখনো পুরনো হবে না। প্রিয় গান ❤
Tomak khub mona pora
Manus ta ke ajo kv miss korchi....kv jante iccha kore se kmn ase
স্মৃতি রেখে গেলাম তোমাকে না পেয়ে 21/05/2024
খুব ভালো লাগে
ভীষন পছন্দের গান
কিছু গান গান নয়,জীবনের বাস্তব অনুভূতি🙂
স্মৃতি হিসেবে রেখে গেলাম, যখন ই কারো লাইক পরবে আবার এসে গান টা শুনে যাবো। আজ ২৬/০৬/২০২৪
২৯.০১.২৫ এ এসে এই গানটি শুনলাম
যতবার গানটি শুনি আমার প্রিয়কে মনে করিয়ে দেয়
গানটি বেশ ভালো লাগে।
তোমাকে পাই নাই বলে আজ ও গানটা শোনা হয়❤
কোথায় যেনো হারিয়ে গেলাম
14.05.2024 সালে এই গান টা সুললাম স্মৃতির পাতায় রেখে দিলাম
সত্যি খুব জানতে ইচ্চে করে কেমোন আছো তুমি
আহ্ কিযে গান
তোমাকে পাওয়া হল না প্রিয় ভালো থেকো তুমি। তোমার প্রিয় মানুষটিকে নিয়ে
আমি ও হুলাশু বাজারের সাবানাকে খুব ভালো বাসতাম কিন্তু পাইনি
কালজয়ী, অসাধারণ একটা গান।
🎉১০০% সে মনে প্রাণে ভালো নেই,