Urey Jawa Pakhir Chokhe (উড়ে যাওয়া পাখির চোখে) - Ashes | Official Animated Music Video
Вставка
- Опубліковано 5 січ 2025
- Song- Urey jawa pakhir chokhey (উড়ে যাওয়া পাখির চোখে)
Band- Ashes
Lyrics & Tune by Zunayed Evan
Mixed and Mastered by Sultan Rafsan Khan
Animation & Video Edit : Explosion Pullers
Sponsored by You
( / you-101959878337429 )
Website -www.ashesbd.com/
Copyright © 2018 Ashes. All Rights Reserved
বেস্ট মোটিভেশন।
এতো সামান্য বাতাসে ঝড়ে পরে গেলে কি ভাবে দাঁড়াবে কালবৈশাখে।
হুম ❤
❤
💔🌸Hmm
Hm
এটা আমাদের মোটিভেশন ।
গানটা শুনলে আবারও উঠে দাঁড়ানোর অনুপ্রেরণা পাই । ধন্যবাদ জুনায়েদ ভাই এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্য 🤟
এতো সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে
কি ভাবে দাঁড়াবে কালবৈশাখে
এই লাইন টা সাধারন কোন গানের লাইন না, কারো কারো বেচে থাকার একটি অনুপ্রেরনা🖤
এই গানটা লাইনটার কারণে এখন আমি এখন অনেক হ্যাপি
@@GolperShohor ❣️❣️❣️
দদদৃদৃদ
Absolutely vai
-আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিলো ভুমিকম্পে মত! যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃদপিন্ড থমকে যায় পদ্মাবতি✨🙂
আমির হাওলাদার 😄
- ঘামে জড়ানো কপাল।
-এলো'মেলো চুল।
--অন্ধকার ঘর।
-নেশা গ্রস্হ দেহ।
-তোমার রেখে যাওয়া কিছু না ভুলতে পারা স্মৃতি।
-কানে হেডফোন আর আবেগহীন!!
-আহা জীবন 🙂🥀
💔🍁
💔🙂💔
💔😭
💥🫂
Kothata Hridoye choya
এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে... কিভাবে দাঁড়াবে কালবৈশাখে ! 💝
এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে... কিভাবে দাঁড়াবে কালবৈশাখে!
Ashes কোন ব্র্যান্ড না,
হাজারো জীবন্ত লাশের
বেঁচে থাকার অনুপ্রেরণা
Amar life a kono koshto nei tobuo ami Ashes er fan.... Ashes amar kache emotion
ভাই নামাজ পড় এই বা..... জীবন্ত লাশ এর কথা বললে মরার পর সেই কবরে কিন্তু তোদের জায়গা হবে না তাই সাবধান
Ashes কোন ব্র্যান্ড না হাজারো জীবন্ত লাশের বেঁচে থাকার অনুপ্রেরণা🥀
Ashes এর গানের নেশা
পৃথিবীর সবথেকে ভয়ংকর নেশা
এই নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে 🥺😪Love you evan vhai ❤️❤️
Love from heary
১৭ পৃষ্ঠা, উড়ে যাওয়া পাখির চোখে, এমন চেনা। কেনো জানি এই গান গুলো আমার জন্য হিলিং এর কাজ করে। থাকুক ভালবাসা হয়ে💕
আমারো,😥🖤
Hmm...vai
Bindasi Tara song taw bro 🎧💔
ছাড়পোকা টাও🥰
Same bro.....17 pristha mon khaarap thakle onno level e nia jay
- আমার জিবনের সেরা গান এটা, ❣️
-এই গান না শুনে কোনো কাজ করতে পারি না😔
-এই দুনিয়ায় যত দিন বেঁচে আছি তত দিন এই গান এবং আশেজ এর সাথে থাকবো 🙂
-আল্লাহ ইভান ভাই কে ভালো রাখুক আল্লাহ হাফেজ🖤
যখন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে খুব, সম্ভব হয়না, তখন এমন আর্তনাদ শুনি আর নিরবে কাঁদি... সান্ত্বনা পাই,যেন আমার হয়ে অন্য কেউ আর্তনাদ করছে.....
hmn😥😥
আপু তুমিও
On point
আর্তনাদ করে কিছু পাওয়া যায় না।
একদম সঠিক কথা
ফ্যামিলি সমস্যা,
টাকার সমস্যা,
পড়ালেখা,,
নিজের চাওয়া বিসর্জন,,
সাথে আপনার গান,,
What a life man🤟
অভিমান বুঝার মতো নেই কেউ। খোঁজ রাখে না কেও। বুঝানোর মতো কেউ নেই , কিন্তু তাই বলে সামান্য বাতাসে পরে গেলে হবে না। কালবৈশাখে দাঁড়িয়ে থাকতে হবে।
এখনও বাকি আছে বোঝাপড়া জীবনে।
সত্যিই নিজের বর্তমান সময়ের এমন আবস্থা। গানটা নিজেকে কালবৈশাখে দাঁড়িয়ে থাকার জন্য নতুন করে প্রেরণা জোগায়।
ভালোবাসা অবিরাম 🖤
আমার নিত্যদিনের সঙ্গী ASHES ❤️🤘
আমার হৃদয়ের মাঝে মিশে আছে সব গান
একাকীত্বের সঙ্গী 💟
💙
Right
Bolod sala
Ashes is not a band,it’s emotion.❤️
Absolutely
mad song
@@Mredulvlogs-co2vmqA.aaqaaaa
আমাদের জেনারেশনের সৌভাগ্য এই গানটা আমরা পেয়েছি !!
Love Ashes.. ❤
এত সামান্য বাতাসে ঝড়ে পরে গেলে কিভাবে দাঁড়াবে কাল বৈশাখে 💔 🖤
😰😰😰😰
Order now Ashes T-Shirt:
facebook.com/bandapparel
@@youtubelearnandearn2069 দয়া করে আমাদের টিশার্ট বিক্রি করবেন না।
Os3r
@@md.alijulfikar7579 hv
অবশেষে, দীর্ঘ প্রতীক্ষার শেষে এই গানটির এনিমেটেড ভার্সন পেয়েছি। আসলে অ্যাশেজ মানেই আমার জীবন। অ্যাশেজের প্রতিটি গান আমার কাছে অক্সিজেনের মতো, যা না থাকলে আমার এই অস্তিত্বও সেই কবেই না হারিয়ে যেত! অ্যাশেজের প্রতিটি গান প্রতিটি মানুষকেই বাঁচতে আর ভালবাসতে শেখায়। আর আমি চিরকাল গর্ববোধ করি এ দেশে জন্মে। এ দেশে না জন্মালে হয়তো এতো ভালো ভালো ব্যান্ড পেতাম না। অথচ আমাদের এদেশের অধিকাংশ মানুষ পা চাটে বৈদেশিক সব ভিত্তিহীন গান এবং ব্যান্ডগুলোর। এ দেশে যে কতগুলো গুপ্তধন আছে, তাই তারা জানে না।
রইলো অবিরাম ভালোবাসা এ দেশের গুপ্তধন(বাংলাদেশী ব্যান্ড) এর জন্য আর তীব্র ঘৃনা ও নিন্দা তাদের(যারা বৈদেশিক ভিত্তিহীন গান, গায়ক ও ব্যান্ড এর পা চাটে) প্রতি।
❤️❤️❤️❤️
♥️♥️♥️♥️
আমাদের জেনারেশনের সৌভাগ্য এই গানটা আমরা পেয়েছি !!
Thanks Ashes🥰
লাইফে কষ্ট থাকা দরকার তা না হলে এতো সুন্দর গান শুনা হতো না সম্মান জানাই Ashes ভাইকে এতো সুন্দর গান আমাদের উপহার দেওয়ার জন্য
Family problems, relationship issues, financial issues, self doubt.
Still fighting the whole world with just a smile on your face.
And you think you're weak?
Go ahead, You're awesome.🖤
Same here😊
❤️
master line bosd
Same
ভাইয়া আমি আর তুমি ছাড়া আরো হাজারো জীবন্ত লাশ এই শহরে বেচে আছে হাসি মুখে শুধু ফ্যামিলির জন্য😢
Hum
Kisu family abar mara fala
Right broo
J nijer jibon.k.valobaste janena.se abr onno.k.valobasbe kmn kore
U R8bro
হাতে জ্বলন্ত জয়েন্ট,
প্রিয়জনের রেখে যাওয়া স্মৃতি,
চোখে পানি মুখে হাসি,
সাথে উন্মাদ করা গান।।
🤟🤟🤟🤟🤟🤟🤟
What a life man!!!!
😔😔😔😔😔😔
what a cringe comment man!!!!
Yes bro same
Sherra man..😵💫
প্রতিদিন ঘুমানোর আগে একবার শোনার অভ্যাস হয়ে গেছে❤
সেই ২ বছর আগে হয়েছে আমার
এখনো বাকি আছে,
বোঝাপড়া জীবনের,
পুরনো দিনের খাতায় ,
বিপর্যস্ত কবিতায় ,,,,,
নিভে গেলে দীপ্ত শিখা ,
আচমকা বাতাসে !!!!
জ্বালাবে জ্বালাবে আলো !!!!!
কথা দিয়েছিলে নিজেকে!!!!!!!
লাইন গুলো এক একটা অগ্নিকনা !!!!
Vai tui ekta jinis re 👍👍🤘❤️❤️
এমন চেনা, ১৭ পৃষ্ঠা, উড়ে যাওয়া পাখির চোখে।
বেঁচে থাকার অনুপ্রেরণা নিতে এই তিনটি গানই যথেষ্ট ❤️
সাল 2016 থেকে Ashes Band এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম এবং আছি।কিন্ত তখন আমার বয়স ছিল 14 বছর,কিন্তু এখন আমি এই গান
গুলি এর মানে বুজতে পারছি।🙃🙂
Love From ( Kolkata)
Jai Hind 🇮🇳🇮🇳
Kotha thik
Boka coda brand
+🧡🧡🧡
😀😃😃😄😄😅🤣
পরের যুব সমাজের জন্য স্মৃতিটা রেখে গেলাম কতোটা ভালোবাসতাম Ashes কে Love from Naogaon ❤ যতবার কমেন্টে লাইক পরবে ততবার নটিফিকেশন চেক দিয়ে গানটি শুনতে আসবো 🖤
দিলাম! আবার শুনে নিন!
😢
Aho vhai soinna jaow!?
Bro love you🥰
Solan r akvar suina jan❤
গানের গলা, সুর,শিল্পী, এনিমেশন, মিউজিক, লিরিক্স সব মিলিয়ে ashes বাংলা দেশের সেরা মিউজিক ব্যান্ড।I love you ashes 🖤💫
এই গানের থেকে বড় নেশা এই পৃথিবীতে আর নেই মনে হয়🥀।
Take ❤️ Ashes
If you're depressed then fell this line " এত সামান্য বাতাসে ঝরে পরে গেলে
কী ভাবে দাড়ালে কালবৈশাখে"🖤🖤
এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে
কিভাবে দাড়াবে কালবৈশাখে
কথাটা অনেক দামী
oppe
@@ErfanNoyonSMC1:57 😊 1:58 😅 উ কোনো উ
@@ErfanNoyonSMCএই
ভুলে গেলে হবে না---- এটা যতটা প্রেমিক প্রেমিকার গান, যতটা ব্যর্থ মানুষের ঘুরে দাঁড়ানোর গান, যতটা যন্ত্রনার গান ঠিক ততটাই বিপ্লবের আগুন জ্বালানোর গান, মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ানোর গান। ❤❤
অসাধারণ লিরিক্স, সুর, মিউজিক, গায়কী ধরন পুরাই আগুন🔥🔥
কথা দিয়েছিলে যে আলো জ্বালাবে..!
কি দরকার ছিলো আমাগো কলিজা ফাটানোর 😍 বিরক্তিহীন শুনতাছি আবারো🥰
আজ থেকে ১০-১২ বছর পরের যুব সমাজের জন্য সৃতি টা রেখে গেলাম । কতোটা ভালোবাসতাম Ashes কে Love from Tangail ❤️ (তুহিন)
Love Forever Ashses❤️🩹
Hey Lanie 😅
Same district tangail ❤
তাকে ঘৃণাতে রাখিনা আবার পার্থনাতেও রাখিনা।
যে ছেড়ে গেছে সে সমস্থ অধিকারের গল্প মুছে ফেলেই চলে গেছে।❤️🌻
এটা আগে শুনিনি ভুল ছিল।
এবার থেকে ঝরে পড়ে যাচ্ছি মনে হলেই শুনতে আসবো।
থ্যাঙ্কিউ অ্যাসেস!
লাভ ফ্রম ইন্ডিয়া।
মুহূর্তেই ডিপ্রেশন কাটিয়ে দেওয়ার মত একটি গান।🥀🥀🥀
যতবার শুনি ততবারই নতুন ভাবে বেঁচে ওঠার জন্য প্রেরণা পাই।😓😓
Take ❤️❤️❤️Asses
জি ভাই
সেরা লাইন।এই লাইনে যেন জাদু আছে
এখনো বাকি আছে বোঝাপড়া জীবনের
পুরনো দিনের খাতায়, বিপর্যস্ত কবিতা,
নিভে গেলে দিপ্ত শিখা, আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো,
কথা দিয়েছিলে নিজে।
উরে যাওয়া পাখির চোখে
কাজল মুছে গেছে 💔
অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেছে
তোমরা কি তারে বোঝাবা না.!!💔
অপেক্ষা, ভালোবাসার প্রিয় ভাই❤️
❤️
এতো সামান্য বাতাসে__!😅🙂
❤❤
Best Motivation.
সামান্য বাতাসে ঝড়ে পড়ে গেলে,
কিভাবে দাড়াবে কাল বৈশাখে।
Best song ever
If you are depressed fell this line,“এতো সামান্য বাতাসে ঝরে পরে গেলে, কিভাবে দাঁড়াবে কালবৈশাখে"🔥
ভালোবাসার আরেক নাম জুনায়েদ ইভান ভাই 🖤🥀
Tushar mamA🖤
@@sheikhnoman4627 মামা 🖤🥀
ভালোবাসা ভাই❤️
এখনো বাকি আছে বোঝাপড়া জীবনের
পুরনো দিনের খাতায়, বিপর্যস্ত কবিতা
নিভে গেলে দিপ্ত শিখা , আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো, কথা দিয়েছিলে নিজে।
এত সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে
কিভাবে দাড়াবে কালবৈশাখে !!
সেরা লাইন গুলো 🌸🖤🙏
nilam vi
শিরোনামহীনের ' এই অবেলার ' পরে, এই গানটা অনুভূতি গুলো চড়াও করে দিয়েছে।
বাঁচার,ভালো থাকার মলম হিসেবে কাজ করে।
❤️❤️❤️❤️❤️❤️❤️
🤘🤘👍👍
এত সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে, কিভাবে দাঁড়াবে কালবৈশাখে😍😍
#অনুপ্রেরণা ❤️
স্মৃতি জিনিসটা অমর ❤️
আপনারা এমন সঙ্গীত তারকা যে
আপনাদের লেখা প্রতিটা গান অর্থবোধক,
এবং বাস্তব পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ ❤️ অনাগত দিনের জন্য দোয়া ও শুভকামনা রইল ❤️
ভালোবাসা উৎসর্গ করলাম ।
The Assahs 🤟🤟
ভাইরে কি গান, কি লিরিক, গায়ের প্রতিটা লোমে লোমে অনুভূতি। এত সামান্য বাতাসে ঝড়ে পড়ে গেলে কি ভাবে দাঁড়াবে কালবৈশাখে। ❤
"এত সামান্য বাতাসে ঝড়ে পড়ে গেলে কিভাবে দাঁড়াবে কালবৈশাখে" এই লাইনটা খুব টানে আমাকে❤️🖤
❤️
Another masterpiece from this band...... ❤️❤️❤️
Gaan ta shunle shb pichutan vule amr samne agiye jete iccha kore....
Kivabe darabe kal boishakhe.!!
Uff
Joy ashes.... ❤️❤️
নেশা করা লাগেনা,
গান গুলো শুনলেই নেশার জগতে হারিয়ে যাই 😔😔😔
Sm bro
🚷নেশা করে🍁
🚷গানের নেশার মধ্যে হারিয়ে যাই🍁
🍁🍁 khiya gan ar majay hariya jaii
@@jpgamming5029 me too... every pinik a song gula thakei
Yes boro
এতো পুরো ঠান্ডা মাথায় নিজ আত্মার কথা বলে গেলো গানটিতে।🖤💜
একটা কমেন্ট রেখে গেলাম। যুগ যুগ ধরে বেঁচে থাকুক আমার কৈশরের আবেগ❤️
Bro ata abeg na?Valobasha (Ashes)♥️
🤍🤍🤍
উফফফ গায়ের লোম সব নড়েচড়ে উঠলো❤️
প্রতিটি লিরিক্স বেচেঁ থাকবে হাজারো বছর😇❤️
এতো সামান্য বাতাসে ঝড়ে পড়ে গেলে 🙂
কিভাবে দাঁড়াবে কালবৈশাখে 🤔
ঝরে পড়া কিছুই নেই,যেখানে আমার সঙ্গী এক আকাশ তারা !! 😇
💔🥀
হ্যা ভাই একটা মাইয়ার লইয়া জীবন টা শেষ করে দিয়েছি
কলিজাতে গিয়ে লাগে ভায়ের প্রতিটা চিৎকার😊😊😊 ভালোবাসার ASHES🖤❤️
❤️
কলিজাতে গিয়ে লাগে ভায়ের প্রতিটা চিৎকার😊😊😊 ভালোবাসার
Ashes মানেই একটা ব্যান্ড!!....
লাভ ইউ ভাই 🖤
এতো সামান্য বাতাসে ঝড়ে পরে গেলে
কিভাবে দাঁড়াবে কাল বৈশাখে।
ভালোবাসি আশেস❤️
রক্তে মিসে গেছে।
এতো সামান্য বাতাসে ঝরে পরে গেলে....🥀🤫
কিভাবে দাড়াবে কাল বৈশাখে 🙂🥀
৪বছর রিলেশনের পর শুনলাম তার ১বছরের আরেকটা রিলেশন আছে। তারপর সেটা বলার পর বলে ফ্রেন্ড হয়ে থাকতে, সে ঠকিয়ে যাওয়ার পর তাকে কিছুই বলিনি, আমার ৪ বছর নষ্ট করেও আমার কাছে ক্ষমা চায়নি কি নিষ্ঠুর, তারপরে আমি তার ফিরে আসার অপেক্ষায় ছিলাম, এই গানটা শুনে কতো কেঁদেছি, দের বছর চলে তার সাথে কথা হয়নি ১ মাস হলো বিয়ে করল শুনলাম, বাবা মায়ের পছন্দে, আজ হঠাৎ ভালোবাসি বলে মেসেজ আসলো, সে সুখী না, আমার মতো তাকে কেউ ভালোবাসে নি, এই কথাটা অনেক আগে বুঝলে কেউ কষ্ট পেতাম না, আল্লাহ যা করে ভালোর জন্যই আমার মুনাজাতে ফেলা চোখের পানি আর আমার নিরবতায় পাওয়া যন্ত্রণাগুলোর ফল পেয়েছি, ভালোবাসা নিয়ে অভিনয় করা ব্যক্তিরা শেষে সেই ভালোবাসার জন্যই আফসোস করে, আজ আমি নাকি বেইমান, ভালোবাসা সুন্দর😂❤
Music এর আওয়াজ আর ইভান ভাইয়ের গলার আওয়াজ দুটোই যেন এক সাথে নিজেকে গানের মধ্যে নিয়ে এবং গানটিকে অদ্ভুত ভালো লাগার অনুভূতির মধ্যে দিয়ে উপভোগ করি।
#Ashes 💕💕💕
এই সব গানকে ভিউ দিয়ে যাচাই করবেন না! এ গান অনবদ্য, এ গানের কোন শুরু শেষ নেই। শুধু ভালোবাসা 💔🖤
🖤🖤🖤
তাই ভাই খুব ভালো ছিল
🖤🖤🖤🖤
জীবনের কোন ঝড়েই, কোন নেশার দ্বারস্থ হয়নি, কিন্ত ইভান ভাই আপনার গান,আপনার লেখা সেই সুখ, সেই তৃপ্তিতা আমাকে ঘিড়ে রেখেছে সর্বদা🖤🖤
কাল বৈশাখী ঝড়টাও অল্প সময় থাকে
ঠিক ছলনাময়ীর মেয়াটার মতো
অল্প সময়ের মধ্যে সব কিছু
যেনো এলোমেলো করে
দিয়ে যায় 🖤🥀🙏
মানসিক শান্তির জন্যে ইভান ভাইয়ের গান গুলোই যথেষ্ট 🖤🌸
হয়তো একদিন আমিও চলে যাবো ,
কেউ হয়তো আমার স্মৃতিগুলো নিয়ে বার বার নড়াচড়া করবে, অনেক কিছুই বলতে চাইবে কিন্তু তখন বড্ড দেরি হয়ে যাবে, ভালো থাকুক অভিমান গুলা 🙏
ভাঙা হৃদয়ের আষাঢ় ঝড়া অস্রু যখন কাঠফাটা রোদে শুকিয়ে যায়,আর্তনাদের চিৎকারে শুধু ভেসে আসে -
এত সামান্য বাতাসে পরে গেলে,
কিভাবে দাঁড়াবে কালবৈশাখে! 🖤
ভালোবাসা অবিরাম! 🖤🖤🖤
আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দেবে!
চাপে পড়ে সবকিছু মানতে মানতে একসময় দেখবেন: সবাই ঠিক ঠাকই আছে কিন্তু আপনি আর সেই আপনি নেই...
সবশেষে সমাপ্তি টা এরকমই হয় যে- যাদের জন্য নিজেকে এত পরিবর্তন করবেন> ঠিক তারাই আপনাকে দেখিয়ে দিবে বুঝিয়ে দিবে যে আপনার এত কিছুর কোনো মূল্যই নেই তাদের কাছে।
পুরেছি ভেতরে নিরন্তর,
দেখিয়েছি হাস্যজ্জল মুখ!
তবুও বুঝতে দেইনি কত-রকম কালবৈশাখী চলছে তুমি বিনে!
তবুও ফিরিনি বোঝাপড়াটা ঠিক করতে!
জানি মনের টান শেষ হবার নয়!
তারপরও তুমি বিনে বেঁচে থাকতে শিখে গেছি।
ধন্যবাদ "Sara"
ইভান ভাই এর এই গান শুনলে শান্তি পাই।মনে হয় আত্নহত্যা নয়।জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে যাবো পৃথিবীতে। ভাগ্য একদিন পরিবর্তন হবেই ইনশাআল্লাহ 🥀🧡
যখন কাঁদতে ইচ্ছে হয়,তখন ই চিৎকার করে এসেজ গাই.....🤘
ভালোবাসা ইভান ভাই...♥️🖤
নিষিদ্ধ করা হোক অভিনয়যুক্ত ভালোবাসা ❌
নয়তো পাপমুক্ত করা হোক আত্নহত্যা 🖤
ভালোবাসতে কে বলছে তোমাকে...?
নিষিদ্ধ জিনিস কে আবার নিষিদ্ধ করা লাগবে কেন....?
সহমত
লাইনটাহ সেই ছিল।
না ভালোবাসলে জীবনকে জানতে পারবো না। অনুভুতি গুলি খুজে পাবো কোথা থেকে।
অভিনয়যুক্ত ভালোবাসা চাই না
সহমত
একদিন আমি থাকবো নাহ আমি জানি🙂কিন্তু একটা স্মৃতি রেখে গেলাম🖤
পরবর্তী প্রজন্মের জন্য😊
এই গান গুলো ছিল আমাদের জীবনের সঙ্গীত🌸🥀
পরজন্ম থেকে পরজন্ম শোনে যাবে এটা অমৃত 😊🥺✌️
- হাজারো ডিপ্রেশেড যুবকের বেঁচে থাকার.🙂
- অনুপ্রেরণা Zunayed Evan ভাই।💔✌️
আর তার প্রতিটি গান নির্ঘুম রাতের সঙ্গী।🙂✨🥀
ঠিক বলছেন ভাই
হাজারো ডিপ্রেশড যুবকের বেঁচে থাকার
অনুপ্রেরণা Zunayed Evan ভাই
আর তার প্রতিটি গান নির্ঘুম রাতের সঙ্গী
Truly to say, I want this song to remain underrated, like a selfish,.... Cz I wanna feel that this song is oy for me🖤🖤
Love for ashes🖤🖤🖤
Ashes is not a band its emotion
💔🥀
শতবছর হয়ে গেলেও গানগুলো পুরনো হবেনা।
কমেন্ট রেখে গেলাম,লাইক পরলে আবার ও ছুটে আসবো গানটা শুনতে ❤️
বেচে থাকুক ভালোবাসা❤️
come back 🥰
লাভ ইউ ভাই
love you bro
আসেন আবারও শুনে যান❤️
এত সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে.. কিভাবে দাঁড়াবে কালবৈশাখে❤
This song gave me goosebumps for entire time when I was listening to it last night in Frankfurt Live Concert.
1000000000000000000000 💙to Ashes for this masterpiece !
গানের প্রতিটা লাইন মন ছুয়ে যাওয়ার মত।
বিশেষ করে " এত সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে, কিভাবে দাঁড়াবে কালবৈশাখে"।
💝
" অন্তসারশৃণ্য" এলবামের চতুর্থ গান "আমি বদলে যাব " জন্য অপেক্ষায় আছি😍,
আমার মতো কে কে অপেক্ষায় আছেন?
Amio
amio
Ami asi vai ar koto din por asta para
@@sickbrain3173 এই Eid এ👀
আমি🥰
হাজারো গানের মাঝে আমি এই গানটাকেই বেছে নিবো
Love you ashes
এই গানটা আমার মানসিক শান্তি
😅❤
প্রবাস জীবন পার করছি আজ মাত্র ২৫দিন হচ্ছে।খুব পেরা দিচ্ছে🙂ভাবছিলাম বাসায় জানাবো কিন্তু অনেক ভাবলাম জানানোর পর আম্মুর অবস্থা কেমন হতে পারে😅আপনার গানটা শুনি প্রায়😍এত সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে কিভাবে দাঁড়াবে কাল বৌশাখে💥❤️🩹লাইনটা হটাৎ মনে পড়ে গেল।এটা শুধু লিরিক্স না আমার অনূপ্রেরণা😌🖤
Kamon asen vai ?
আমিও প্রবাস জীবন আসে গান টা পতি রাতে শুনি 💔বাসায় কিছু বলতে পারি না কতো কষ্ট আছি আমি Ashes i love YOU
Alhamdulillah
এত সামান্য বাতাসে ঝরে পরে গেলে কিভাবে দাড়াবে কাল বৈশাখে- This line🥲
কোন মানুষের কাছে থেকে এতটাই কেড়ে নিয়ো নাহ যে, তার আর হারানোর কিছুই থাকে নাহ।
তার জীবন টাকে এতোটাই দূর্বিষহ করে দিয়ো নাহ যে, তার মৃত্যুকেও আর ভয় লাগে নাহ।
তাহলে সে তার অস্তিত্ব হারিয়ে, ভয়ানক এক রুপ লাভ করবে🙂
I am Shahriar, and I achieved a perfect GPA of 5 out of 5 in my board exams: HSC, SSC, JSC, and PSC. I graduated from the prestigious Dhaka College in 2022. After that, I chose not to take admission tests in Bangladesh and focused on the IELTS, earning a respectable score. I worked tirelessly to secure a scholarship in the USA, achieving up to 70%, but faced the heartbreak of a visa rejection. In February 2023, I applied to Australia, only to be turned away again due to university issues. I applied once more to the USA in June 2024, but was rejected again. Now, I’m waiting for a decision from the UK, listening to a song that reminds me of my family. It’s 4:45 AM on September 27, 2024, and I feel utterly drained, longing for strength from Allah.
ঘুমের ওষুধ এতটা কাজ করে না 💔😐
যতটা কাজ ভাইয়ের গানে করে 🖤
ভাইয়া ঠিক বলছেন
ধন্যবাদ ভাইয়া
Song & video combination just awesome... Best of luck Zunayed Evan vai❤️❤️
**সবাই ছেকা খেয়ে এই গানটা শুনতে আসে না, কেউ কেউ সাময়িক প্রশান্তির জন্য ও আসে 🙂🥀
Stti blte kew cheka khay nh here jay ovinoy jukto vlobshr kche...😅💔✨🦋
ashes এর গান গুলা আমাদের-ই ভিতরের আত্নচিৎকার। সমাজের ভয়ে নিরব থাকা বিক্ষিপ্ত সব শব্দ একত্রে ছন্দ মিলিয়ে চিৎকার করে আর্তনাদ করার আরেক নাম Ashes
বছর খানেক আগে এই গান শুনতাম তখন ভাবতাম,জীবনে যেই ঝড় যাচ্ছে এর চেয়েও কি বড় ঝড় হয়?
আজ ২০২৪ এ এসে দেখি সেইটা ঝড় ছিল না, সামান্য বাতাস ছিল।
ঝড় মোকাবিলা ত আজ করছি😊
Very much happy to see that they have dedicated this to my brother 🖤
কখন থেকে অপেক্ষা করছিলাম 😢❤️❤️
কি নিয়ে
রাত দুইটা ১৭ মিনিট,জীবনের অংক করছি,হিসেব মিলাতে পারছি না,গানটা একদম মনের ভেতর থেকে নাড়া দিয়ে উঠছে,❤❣️❣️
ধন্যবাদ আমাদের জেনারেশনে এমন একটা গান দেওয়ার জন্য ❤ যেমন গান তেমন ভিডিও আহ
শত শত বছর পরেও কেউ কেউ এসে নিরবে গানটা শুনবে আর শত শত বছর ধরে চলে বেড়ে ওঠা জীবন্ত লাশের অস্তিত্ব খুজে পাবে,অস্তিত্ব রেখে যাবে আগে পেছে জনমধরে😇
গানটি নতুন করে পাবলিশের ২য় দিন শুনছি❤️
হুম ভাইয়া
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গানটাই শুনা হতো না💝
Exactly
অসাধারণ একটা কথা
এতো সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে
কিভাবে দাঁড়াবে কাল বৈশাখে
Ashes x evan ভাইয়ের শোনা প্রথম গান এটি আমার ৩বছর ধরে শুনি 💙
My eyes = reading comments
My ears = listening song
My hand = scrolling down
My mouth = singing song
I am a very busy person 😅😂
Plz, don't disturb me!
এতো সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে,,,
কিভাবে দাঁড়াবে কাল বৈশাখে
মায়া সত্যিই বড় অদ্ভুত!
না দেয় ভালো থাকতে,
না দেয় ভুলে যেতে।